Roof gardening

আস্সালামুআলাইকুম,এটি একটি শখের বাগানের পেজ,শুধুমাএ শখের বসে খোলা।অবসর সময়ে সময় কাটানোর জন্য।

20/11/2023
19/11/2023

টবের গাছের জন্য চাল ধোয়া পানি এবং মাছ ধোয়া পানির ব্যাবহার।
প্রাকৃতিক উপায়ে স্বল্প খরচে কিভাবে বাগানের গাছেদের খাদ্য দেওয়া যায় এবং যত্ন নেওয়া যায় তা খুঁজে বের করার চেষ্টা করি আমি।
যা জানি তা অন্য বাগানীদের সাথে ও সেয়ার করি। তারই ধারাবাহিকতায় এ লিখাটা।
চাল ধোয়া পানির বিভিন্ন উপকারিতা এবং তার ব্যাবহার --
★ গাছ সুস্থভাবে বেঁচে থাকতে দরকার কিছু গুরুত্বপূর্ণ উপাদানের। চাল ধোয়া পানিতে থাকে গাছের উপকারী বিভিন্ন উপাদান। যেমন ফসফরাস ,পটাশিয়াম ক্যালসিয়াম, লোহা, জিংক , অ্যামাইনো অ্যাসিড, ফাইবার। গাছের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন, চাল ধোয়া পানিতে এটা থাকে না। তবে থাকে স্টার্চ‌ যা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, ফুল-ফল আসতেও সাহায্য করে,গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। এবং যে সমস্ত উপাদান গাছ সরাসরি গ্রহণ করতে পারে না সেই সমস্ত উপাদানগুলিকে এমনভাবে ভেঙে ফেলে যাতে গাছ খুব সহজেই সেই সমস্ত উপাদান গুলিকে গ্রহণ করতে পারে।
★প্রথমবারের চাল ধোয়া পানিটা গাছে প্রয়োগ করতে হবে।
★কখনোই চাল ধোয়া পানি ১/২ দিন জমিয়ে গাছের গোড়ায় দেওয়া উচিত নয়। এতে গাছের উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি।
★চাল ধোয়া পানি সপ্তাহে একবার প্রয়োগ করলে গাছ অনেক বেশি সতেজ থাকবে দ্রুত বৃদ্ধি পাবে।
★গাছের গোড়ায় দিতে হবে।

মাছ ধোয়া পানির বিভিন্ন উপকার এবং তার ব্যাবহার --
মাছ ধোয়ার পর পানিটা গাছের জন্য ভালো তরল সারের কাজ করে।
★ মাছ ধোয়া পানি সরাসরি গাছে দেওয়ার আগে নিশ্চিত হতে হবে মাছের কোনও টুকরো যাতে না থাকে । ওটা থাকলে টবের মাটিতে পোকামাকড় হবে, যা গাছের জন্য বিপদ ডেকে আনবে। পানি ঢালার আগে এটিকে ছেঁকে নিলে ভালো।
★ টবের গাছের জন্য মাছ ধোয়া পানিতে থাকে ফসফরাস, পটাসিয়াম, নাইট্রোজেন,এবং জৈব উপাদান। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কয়েকটি ভিটামিন যেমন A, D, B6 এবং B12 । এগুলো গাছের বৃদ্ধির জন্য উপকারী।
★মাটির ব্যাকটেরিয়ার কার্যকলাপ বৃদ্ধি করে।
★পাতা এবং কান্ডের বৃদ্ধি ঘটায় এবং ফল ও ফুলের গঠন ত্বরান্বিত করে।
★মাছ ধোয়া পানি দিয়ে পাতা ভেজানো যাবে না। গাছের গোড়ায় দিতে হবে।
★ বাড়িতে বিড়াল বা মাছির উপদ্রব থাকলেও ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে মাটি খুঁড়ে ভেতরে ঢেলে দিতে হবে যাতে বিড়াল বা মাছি সমস্যা না করে ।

বিশেষ নোট-- পিঁপড়া হওয়ার ভয় থাকলে, হলুদের গুড়ো ছিটিয়ে দিলে পিঁপড়া চলে যাবে।
শীতকালে ইনডোর প্লান্ট বেশির ভাগ ঘুমন্ত থাকে খাদ্য গ্রহণের হার কমে যায় তাই এসময় বাড়তি সার না দেওয়া ভালো।
সাকুলেন্ট জাতীয়,অর্কিড জাতীয়, ক্যাকটাস এসবের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, আমি নিজেও দেই না।
(লিখার জন্য তথ্য সংগ্রহ উইকিপিডিয়া হতে )
(c)

14/11/2023

ettho shundor ken?shudu dekthei isse kore.

Munas dream - YouTube 10/11/2023

https://www.youtube.com/
pls subscribe my chanel

Munas dream - YouTube Daily vlog

10/11/2023

Mashallah morich gach # for

03/11/2023

gas

Photos from Roof gardening's post 29/10/2023

1ti beguner attho kahini....mashallah

ETA amar Chad baganer first begun.ai gasta koiekdin age jimie poresilo,amar kub mon karap hoyesilo.but Allahr remote abar tik hoye gese...amar ettho kushi legesilo eta deke ki bolbo!!

28/10/2023
25/10/2023

Tuntuni buri

24/10/2023

Lake theke mas dorse

16/10/2023

তুচ্ছ একটি কারনে এক ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হচ্ছে। সাহাবীরা কারন জিজ্ঞেস করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে তার কথা দিয়ে মানুষকে কষ্ট দিতো।- সহিহ ইবনে হিব্বান।

১০ বছর আগের কোন কথা আপনাকে মনে করতে বললে কি মনে করতে পারবেন? পারবেন। কেবল সেই কথাগুলো যা আপনাকে প্রচন্ড আনন্দিত করেছিল কিংবা মারাত্মক ভাবে কষ্ট দিয়েছিল। বক্তার হয়তো মনেও নেই, কিন্তু আপনার স্মরন আছে পুরোটুকুই। তার বাচনভঙ্গি, কোথায় কোন পরিবেশে বলা হয়েছিল, কী কী শব্দে গঠিত হয়েছিল সেই বাক্যটি, মনে আছে আপনার তার পুরোটাই।

কাউকে কিছু বলার আগে তাই সাবধান হন। আপনি ধারনাও করতে পারবেন না, আপনার বলা সেই একটি বাক্য কতবার শ্রোতার মুখে নি:শব্দে রিপিট হয়েছে। কতবার সে এটা নিয়ে চোখের পানি ফেলেছে। কতবার সেই বাক্যের কারনে তার রবের কাছে নালিশ গেছে।

আল্লাহর রাসুল (ﷺ) বারবার সতর্ক করেছেন- বহু মানুষের জাহান্নামে যাওয়ার কারন হবে এই জিহবা।

হাড্ডি নেই যার একটাও, কিন্তু শত হাড্ডি চুর্নবিচুর্ন করে দিতে সক্ষম।

আল্লাহ আমাকে মাফ করুন💔 এখন অনেক সংযত হয়ে চলার চেষ্টা করি। অতীতের বিষয়াদির জন্য আমি অনেক অনুতপ্ত আল্লাহ ক্ষমা করুন।
যাদেরকে কষ্ট দিয়েছি নিজের জানা অজানায়। পোস্টটা দেখলে প্লিজ ক্ষমা করে দিবেন ইন শা আল্লাহ। 🥀(c)

Photos from Roof gardening's post 13/10/2023

ETA k k chinen,etar nam ki?

12/10/2023

সামনে আসছে শীতকাল, তাই শীতের আগে আগে গাছকে সুষম খাদ্য দেওয়া জরুরি

**************

#সুষম সার তৈরী প্রক্রিয়া।

গতকাল শুক্রবার, অনেক ব্যাস্ত ছিলাম। আসলে ছাদ বাগানের কিছু না কিছু করে ইচ্ছে করেই ব্যাস্ত থাকি। গতকালের ব্যাস্ততা #সুষমসার তৈরী করার কাজে।

আমরাতো ছাদে গাছ লাগানোর জন্য অনেকভাবে মাটি তৈরী করি। যেকোন ছাদ বাগানীকে মাটি তৈরীর প্রক্রিয়া জিজ্ঞেস করলেই মুখস্থ বলে দিবে ৪০% মাটি, ৩০% কম্পোস্ট, ২৫% মোটা বালি/রাবিশ, আর ৫% (শিংকুচি, হাড়গুঁড়া, নিমখইল, সরিষা খইল ইত্যাদি) অন্যান্য। হ্যা টবের মাটি এভাবেরই তৈরী করতে হয়। এটাতো গেল মাটি বানানোর প্রক্রিয়া। কিন্তু সারা বছর এই গাছটিকে খাওয়াবেন কি??

তাই আজ তুলে ধরব আমি কিভাবে #সুষমসার তৈরী করি।

যা যা উপকরণ আপনার লাগবেঃ-
১. ৫০ কেজি পঁচা গোবর ( সার তৈরী আগে অন্তত তিন দিন শুকাবেন),
২. ৫ কেজি কম্পোস্ট,
৩. ১ কেজি সরিষা খইল,
৪. ১৫ চামুচ জিংক,
৫. ১ কাপ টি এস পি,
৬. ২ কাপ পটাশ,
৭. ২ কাপ ড্যাপ,
৮. ১ কাপ ইপসাম সল্ট,
৯. ২৫০ গ্রাম শিং কুচি ,
১০. ৫০০ গ্রাম হাড়গুঁড়া,
১১. ১ কাপ এন পি কে,
১২. ৬ চামুচ বোরন,
১৩. ১/২ কাপ চুন,
১৪. ২০০ গ্রাম নিম খইল,
১৫. ২ কাপ জিপসাম।

এই সব উপকরণ একসাথে মিক্স করে সামান্য পানি যোগ করে এয়ার টাইট করে কোন পলিতে একমাস রেখে দিতে হবে। একমাস পর বের করে ছায়াযুক্ত জায়গায় ছড়িয়ে ২/৩ দিন রাখুন যাতে ভেতরের গ্যাসটা চলে যায়, তারপর তা সংরক্ষণ করবেন।

এটি ২০" টবে দুই মুট প্রতি মাসে ২ বার ব্যাবহার করুন। গাছ & টবের সাইজ কমবেশি হলে খাবারের অনুপাতও কম বেশি করে নিতে হবে।

বিঃ দ্রঃ- এটি Shamim Ahmed ভাইয়ের অভিজ্ঞতা থেকে তৈরী করা রেশিও। তবে আমি ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করছি গত একবছর ধরে এবং তাতে ভালো ফল পেয়েছি। আর ভাইয়ের এই পোস্টটি উনার সমস্যা হওয়া আইডিটির থেকে করা তাই সেই পোস্টটি খুজে পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই খাবার দেওয়া নিয়ে নক করেন তাই চিন্তা করলাম একটা এরকম একটা পোস্ট থাকা দরকার।

(সংগ্রহীত)

04/10/2023

কী সুন্দর দৃশ্য! 👏
উনি ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের। একটা নম্বর থেকে বার বার কল আসায় রিসিভ করতেই বলা হলো, "আমি নোবেল কমিটির মুখপাত্র"। পরক্ষণে উনি জানালেন, "আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি"।
নোবেল কমিটির মুখপাত্র বললেন, "বেশি সময় নিব না, আপনাকে অভিনন্দন জানাতে কল করেছি। আপনি পদার্থবিজ্ঞানে চলতি নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনেক অভিনন্দন আপনাকে।"

এতটুকু বলেই উনি ফোন রেখে যথারীতি পুরো ক্লাস নিয়েছেন। ততক্ষণে পুরো ভার্সিটিতে তাঁর নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ে। তাঁর কলিগস, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জড়ো হয়ে তাঁর জন্য অপেক্ষা করে। উনি ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই সবাই হাত তালি দিয়ে অভ্যর্থনা জানায় তাঁকে।

কতোটা ডেডিকেটেড শিক্ষক উনি, বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারের খবর পেয়েও আনন্দ উচ্ছ্বাস চেপে রেখে শিক্ষার্থীদের পুরো ক্লাস শেষ করে তাঁর দায়িত্ব ও কর্তব্য আগে পালন করেছেন।

©মো ওমর ফারুক

01/10/2023

প্রয়োজনীয় কিছু টিপস জেনে রাখুন!

🔸কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন ঝকঝকে হয়ে উঠবে।

🔸ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দাগ উঠে যাবে।

🔸ডিটারজেন্টের সথে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

🔸ছোট্ট টুকরো কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে উজ্জ্বলতা বাড়বে।

🔸অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

🔸 ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছিটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

🔸চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

🔸উলের পোশাক ধোয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন, পোশাকের নরম ভাব বজায় থাকবে।

🔸ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাকিয়ে নিয়ে পানি ফেলে দিন,ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে।

(কালেক্টেড)

28/09/2023

Alovera flower age kokono dekini,ajkei first deklam,apnara dekesen ki?

28/09/2023

টমেটো চাষ পদ্ধতিঃ

টবে গাছ লাগিয়ে তারপর ছবির মতো ছোট মাচা বানিয়ে টমেটো চাষ করলে বেশ সুন্দর লাগবে।‌
• টবে চাষ করতে চাইলে মিনিমাম ১০ ইঞ্চি বা ৮ লিটার সাইজের টবে একটি চারা লাগাতে হবে। এটা হাইব্রিড বড় জাতের টমেটোর ক্ষেত্রে।
• চেরি/মিনি টমেটোর জন্য দরকার ৮ ইঞ্চি টব ।
• বারান্দায় টমেটো চাষ সুবিধাজনক কারণ গ্রিলের মধ্যে গাছের লতানো ডাল-পালা ছড়িয়ে দেওয়া যায় , খুঁটির প্রয়োজন পরে না।
• শীতকালীন টমেটোর চারা লাগানো যাবে সেপ্টেম্বর-নভেম্বর মাস পর্যন

#টমেটো #টমেটো_চাষ

26/09/2023

Bashai koekdin na thakle Evabe panir bebosta kore jete paren

25/09/2023

নয়নতারা অসম্ভব সুন্দর
c

Photos from Roof gardening's post 24/09/2023

ঘরে তৈরী কিছু জৈব সার::---

১. গাছের ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা ব্লেন্ডারে গুরো করে গাছের গোড়ায় দিয়ে দিন। তাতে ক্যালসিয়ামের অভাব দূর হবে।

২. গাছের নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড়ের সাথে পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন। ডাল চাল ধোয়া পানির সাথে সমপরিমান পানি মিশিয়ে দিন। খৈল ভিজিয়ে তরল সার তৈরি করে দিন।

৩. পটাশিয়ামের ভালো উৎস হলো কলার ছোলা ও পেঁয়াজের খোসা। কলার ছোলা বা খোসা ও পেঁয়াজের ছিলকা ৩ দিন ভিজিয়ে সেই পানি গাছের গোড়ায় দিবেন।এই পানি গাছে ছিটিয়ে ও দিতে পারেন,তাতে পোকামাকড় দূর হবে।

৪. ব্যবহৃত চা পাতা গাছের জন্য উপকারি নাইট্রোজেনের ভালো উৎস। চা খেয়ে চা পাতা গাছের গোড়ায় দিন। তবে অবশ্যই শুকিয়ে দেয়ার চেষ্টা করবেন।

৫. শাক সবজীর উচ্ছিষ্ট অংশ একটি পাত্রে পানিসহ জমিয়ে ৬/৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোনো রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না। কিনতু আমি সরাসরিও ব্যবহার করি।ধন্যবাদ।

22/09/2023

১. চোর পালালে বুদ্ধি বাড়ে।
= After death comes the doctor.
২. আয় বুঝে ব্যয় কর।
= Cut your coat according to your cloth.
৩. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
= A friend in need is a friend indeed.
৪. ইচ্ছা থাকলে উপায় হয়।
= Where there is will, there is a way.
৫. অতি লোভে তাতি নষ্ট।
= Grasp all, lose all.
৬. যত গর্জে তত বর্ষে না।
= Barking dog seldom bites.
৭. গাইতে গাইতে গায়েন।
= Practice makes a man perfect.
৮. নাই মামার চেয়ে কানা মামা
ভাল।
= Something is better than nothing.
৯. বাপকা বেটা; সিপাইকা ঘোড়া।
= Like father like son.
১০. যেমন কর্ম তেমন ফল।
= As you sow, so you reap.

কালেক্টেড.....^

পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

⚡ সীমিত সময়ের জন্য মুনজেরিন ম্যাডামের "ঘরে বসে Spoken English & সবার জন্য Vocabulary & ঘরে বসে IELTS প্রস্তুতি" বইয়ে🔥 পাচ্ছেন চমৎকার ডিসকাউন্ট এবং- " সারাদেশে ফ্রি ডেলিভারি 🤗

অর্ডার করতে: ভিজিট করুন ➡️ বই ঘর - Book House

অথবা, সরাসরি কল করে অর্ডার কনফার্ম করুন ✆ 01708039446

21/09/2023

শীতকালীন সবজি শিম চাষ

শিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বিচিও পুষ্টিকর সবজি হিসেবে খাওয়া হয়। এটি জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে, গাছেও ফলানো যায়।

মাটি :
দোআঁশ মাটি শিম চাষের জন্য উত্তম। তবে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে সব ধরনের মাটিতে শিম চাষ করা যায়।শিমের জাত : বারি শিম-১, বারি শিম-২, বারি শিম-৩, বারি শিম-৪, ইপসা শিম, ঘৃত কাঞ্চন, কার্তিকা, নলডক, বাঘনখা, বারমাসি প্রভৃতি শিমের জনপ্রিয় জাত।

বীজ বপনের সময় :
মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। তবে এখন বারোমাসি যে শিম বীজ পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে বারোমাস শিম চাষ করা সম্ভব।

সার প্রয়োগ :
প্রতিটি মাদা পচা আবর্জনা সার দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রতিটি মাদায় খৈল গুঁড়া, ছাই, টিএসপি, মিউরেট অব পটাশ মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাদাটি এমনভাবে ভরতে হবে যেন মাটি থেকে ভরাটকৃত মাদার উচ্চতা ১০ সেমি হয়। শিম ফসলটিতে নাইট্রোজেন সারের তেমন দরকার হয় না। কারণ এটি লিগুম পরিবারের অন্তর্ভুক্ত ফসল। এদের শিকড়ে নডিউল বা গুটি তৈরি হয় যাতে প্রচুর বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জমা থাকে।

বীজ বপন :
সার প্রয়োগের ৭-৮ দিন পর প্রতি মাদায় ৫-৬ টি বীজ বপন করতে হবে। চারা গজানোর পর প্রতি মাদায় ২টি সুস্থ ও সবল চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে।

পরিচর্যা :
গাছ ঠিকমত বাড়ার জন্য মাচা দিতে হবে। গাছের গুঁড়ার মাটি শক্ত হলে নিড়ানি দিয়ে তা আলগা করতে হবে। মাটিতে রসের অভাব হলে পানি সেচ দিতে হবে। বর্ষায় যাতে গাছের গোড়ায় পানি না জমে সে জন্য গোড়ায় মাটি উঠিয়ে দিতে হবে। চারা বড় হতে থাকলে ১৫-২০ দিন পর পর ২-৩ কিসিত্মতে ৬০ গ্রাম টিএসপি ও ৬০ গ্রাম এমপি সার উপরি প্রয়োগ করতে হবে।

বালাই ব্যবস্থাপনা :
শিম গাছে জাব পোকা, থ্রিপস, পড বোরার ইত্যাদির আক্রমণ হতে পারে। জাব পোকা নতুন ডগা, পাতা, ফুল ও ফল ইত্যাদির রস চুষে খায়। নিমের বীজের শাঁস পিসে পানিতে মিশিয়ে সেপ্র করে এদের দমন করা যায়। ভাইরাস আক্রানত্ম গাছগুলো মাটিসহ উঠিয়ে গভীর গর্তে পুঁতে দিতে হবে।

ফসল সংগ্রহ :
জাত ভেদে বীজ বপনের ৯৫-১৪৫ দিন পর শিম গাছ থেকে শিম উঠানো যায়। বীজ হিসাবে শিম সংগ্রহ করতে শিম যখন গাছে শুকিয়ে হলদে বর্ণ হয়, তখন সংগ্রহ করা হয়। শিম থেকে বীজ বের করে পরিষ্কার ও শুষ্ক পাত্রে নিমের শুকনা পাতার গুঁড়াসহ সংরক্ষণ করতে হবে।

ফলন :
জাতভেদে শিমের ফলনের তারতম্য হয়ে থাকে। যেমন- বারি শিম-১ জাতের শিমের বীজ হেক্টরপ্রতি ২-৩ টন (৮-১২ কেজি/শতক) উৎপাদিত হয়। সবজি হিসাবে শিম পুরা মৌসুমে উঠানো যায়। আশ্বিন-কার্তিক মাসে শিম ধরে। শিম গাছ ৪ মাসেরও বেশি ফলন দেয়।

21/09/2023

সবার বাগানের ফুল দেখতে চাই

✂️ জবা ফুলের কুড়ি ঝরা প্রতিরোধ 21/09/2023

✂️ জবা ফুলের কুড়ি ঝরা প্রতিরোধ 60 seconds · Clipped by Munas dream · Original video "জবা ফুলের কুঁড়ি ঝরা সমস্যা ও প্রতিকার" by Horticulture

19/09/2023

টবে সবজি চাষ

টবে আবাদযোগ্য শাক-সবজি হল টমেটো, বেগুন, মরিচ, শশা, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, মটরশুটি, কলমি শুটি, কলমি শাক, লাউ, পুঁই শাক, পেঁপে, পুদিনা পাতা, ধনে পাতা, থানকুঁনি, লেটুস, ব্রোকলি ইত্যাদি।

টবের বীজতলার মাটি:

শাক-সবজির বীজতলার জন্য মাটি হতে হবে ঝুরঝুরে, হালকা এবং পানি ধরে রাখার ক্ষমতাসম্পন্ন। মাটি চালনি দিয়ে চেলে জীবাণুমুক্ত করে নিতে হবে। দুই ভাগ বেলে দো-আঁশ মাটির সঙ্গে দুই ভাগ জৈব সার মিলিয়ে নিয়ে বীজতলার মাটি তৈরি করে নিতে হয়। মাটি যদি এঁটেল হয় তাহলে বীজের অঙ্কুরোদগমের সুবিধার জন্য একভাগ বালি মিশিয়ে হালকা করে নিতে হবে। মাটিকে শোধন করে জীবাণুমুক্ত করে নিয়ে চারাকে রোগবালাই থেকে রক্ষা করা সহজ। সাধারণত এক লিটার ফরমালডিহাইড শতকরা ৪০ ভাগ ৪০ লিটার পানিতে মিশিয়ে এই দ্রবণের ২৫ লিটার প্রতি ঘন মিটার মাটিতে কয়েক কিস্তিতে ভিজিয়ে দিতে হয়। এরপর দু’দিন চটের কাপড় দিয়ে মাটি ঢেকে রেখে পরে চট উঠিয়ে দিলে মাটি জীবাণুমুক্ত হয়ে যাবে।

বীজ বপন ও সেচ:

আগের নিয়মে মাটি হালকা ঝুরঝুরে করে টবের উপরের ভাগ সমতল করতে হবে। খুব হালকাভাবে বীজ ছড়িয়ে দিতে হবে টবের ভেতর। এরপর জৈব সার দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে। পানি দিতে হবে নিয়মিত ছোট ছোট ছিদ্রযুক্ত ঝাজরি দিয়ে। লক্ষ্য রাখতে হবে, পানির ঝাপটায় যাতে বীজের উপর জৈব সারের আবরণ সরে না যায়। যে সব বীজ আকারে ছোট সেগুলোর ক্ষেত্রে উপর দিয়ে পানি দিলে বীজগুলো পানির ধাক্কায় একস্থানে অঙ্কুরোদগমে ব্যঘাত ঘটতে পারে। তাই সব টবের উপর দিয়ে পানি না দিয়ে তলা দিয়ে সেচের ব্যবস্থা করা উচিত।

পরিচর্যা:

অনেক সময় শাক-সবজির চারা, বিভিন্ন প্রকার পাখি, পিঁপড়া, মাকড়সা ইত্যাদি নষ্ট করে ফেলতে পারে। তার জন্য হেপ্টোক্লোর ৪০ পরিমাণ মত দিয়ে যাবতীয় পিঁপড়া ও মাকড়সার আক্রমণ থেকে ফসল রক্ষা করা যায়। তবে পাখির হাত থেকে ফসল বাঁচাতে হলে টবের উপর তারের বা নাইলনের জাল দিয়ে ঢেকে রাখতে হবে। অনেক সময় দেখা যায় টবের মাটিতে বীজ বপনের আগে বিভিন্ন প্রকার আগাছা জন্মাতে পারে। আগাছাগুলো নিড়ানি দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে দিতে হবে। টবে চারা জন্মালে চারার গোড়ায় যেন আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, শাক-সবজি টবগুলোতে অবশ্যই আলো-বাতাস পায় এমন জায়গায় রাখা দরকার। তবে অতিরিক্ত ঝড়-বৃষ্টি-রোদ-তাপ থেকে রক্ষা করার জন্য সাময়িকভাবে টব নিরাপদ স্থানে সরানো যেতে পারে।

18/09/2023

Pepe gas

18/09/2023
18/09/2023
Want your business to be the top-listed Contractor in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chittagong
4000

Other Gardeners in Chittagong (show all)
Whimsical Home Tales Whimsical Home Tales
Cantonment Area, Chattagram
Chittagong, 4220

Bloom plants Decorate your home Elevate your soul Levitate your aesthetics Let me take you to plant

Rinku's Indoor Garden Rinku's Indoor Garden
Chittagong

সাকুলেন্ট, ইনডোর প্লান্ট, মাটির টব ও তৈজসপত্র, মাটি,পাথর ইত্যাদি 🌹🥰

ঋদ্ধা/Hriddha ঋদ্ধা/Hriddha
Chittagong, CHITTAGONG

The Roof Garden The Roof Garden
Chittagong

Assalamualaikum. Iam Rozina Akter From Chattogram, Bangladesh I like to do garden and cooking

Sajia's Dream Sajia's Dream
Chittagong

Shopping & Retail

Adenium Hacks Adenium Hacks
Sayera Mansion, Plot-38, Road-2, Dreamland R/A, Bayezid
Chittagong, 4210

Those who love Adenium (Desert Rose), you may join in this page to know about adenium hacks and shar

Plant Healer Plant Healer
OR Nizam, Road/06
Chittagong

"Spread gardening, spread green"

GreenLeaves GreenLeaves
Bayezid
Chittagong, 4213

Agro Company typically sells different kinds of agro products including plants,seeds,agricultural to

Little Leaf Little Leaf
Chittagong
Chittagong, 4000

Assalamualikum Welcome to my page!This page is created to appreciate and encourage all new gardener

Neonz Green & Travels Neonz Green & Travels
Chittagong

#স্লোগান "চলো সবাই, গাছ লাগাই, সবুজ বাড়াই, বাড়াই অক্সিজেন, গড়ি সবুজের আবাস, নিই বুক ভরে নিশ্বাস

Shaon green Valley Shaon green Valley
Chandpur Chittagong
Chittagong, 3600

that,sazzad that,sazzad
Chittagong

only gaming live