ExpertX Engineering Corporation

ExpertX Engineering Corporation

It is a Consulting firm. Available services are:-
1. e-Gp Consultancy Service.
2. Civil Engineering

11/04/2021

LC সংক্রান্ত ধারণাঃ (ব্যবসায়ী হতে চাইলে জানুন।)

বাংলাদেশের একজন ব্যবসায়ী শ্রীলংকা থেকে 100 টন মসলা আমদানী করার জন্য শ্রীলংকার একজন মসলা রপ্তানীকারকের নিকটে চাহিদা পত্র পাঠাল এবং শ্রীলংকার ব্যবসায়ী পত্রটি হাতে পেয়ে তার উত্তরে বাংলাদেশী ব্যবসায়ীকে মসলার দাম, নমুনা সম্পর্কে বিবরণ দিয়ে L/C এর মাধমে payment নেওয়ার শর্ত দিয়ে অন্য একটি চিঠি বাংলাদেশী ব্যবসায়ীকে পাঠাল এই চিঠিটা পেয়ে বাংলাদেশী ব্যবসায়ী L/C খোলার জন্য বাংলাদেশের Agrani Bank কাছে আসল তখন Agrani Bank এর L/C নিয়ে কাজ করা অফিসার তাকে বলল " আপনি Indent এবং Proforma Invoice নিয়ে এসেছেন? একথা শুনে ব্যবসায়ী বলল জি স্যার এগুলি এনেছি এবং আমার ‌নিকট L/C খোলার জন্য যত paper প্রয়োজন সব ready আছে।

এখানে বাংলাদেশী ব্যবসায়ীর চিঠিকে indent এবং শ্রীলংকান ব্যবসায়ীর পত্রকে
proforma invoice বলে।

Agrani Bank বাংলাদেশী ব্যবসায়ীর অনুরোধে শ্রীলংকার ব্যবসায়ীকে এই বলে একটা Undertaken দেয় যে exporter কে agrani bank তার রপ্তানীকৃত মালের মূল্য পরিশোধ করে দিবে।

Agrani ব্যাংকের এই undertaken কে L/C বলে।

Agrani Bank এই L/C টাকে শ্রীলংকার Commercial Bank of Cylon এর কাছে পাঠায় আর Cylon Bank এই L/C কে রপ্তানিকারকের কাছে হস্তানতর করে এবং রপ্তানিকারককে এটা নিশ্চিত করে যে L/C টি কোন নকল L/C নয় বরং L/C টির সব কিছু ঠিক আছে।

তখন এই Commercial Bank of Cylon কে বলা হবে Advising Bank.

L/C হাতে পেয়ে exporter দেখল যে তাকে payment দেওয়ার জন্যে ঐ দেশে অবস্থিত Citi Bank N A এর নাম উল্লেখ করা হয়েছে।

এই L/C তে Citi Bank NA কে বলা হবে Nominating Bank.

যেহেতু Exporter বাংলাদেশে নতুন export করছে তাই সে payment পাওয়া নিয়ে কিছুটা ভয় পাচ্ছিল তাই সে Agrani ব্যাংকে বলল আপনারা আমার দেশের HSBC ব্যাংকের একটা Confirmation দেন তখন Agrani Bank শ্রীলংকার HSBC ব্যাংকে অনুরোধ করল যে Exporter কে যেন এই নিশ্চয়তা দেয় যে বাংলাদেশের Agrani Bank তার মালামালের মুল্য পরিশোধ না করলেও HSBC ব্যাংক তার মূল্য পরিশোধ করবে।

HSBC ব্যাংকের এ ধরনের নিশ্চয়তা দেওয়ার কারণে তাকে বলা হবে Confirming Bank.

সব কিছু ঠিক ঠাক পেয়ে Exporter জাহাজে করে মাল বাংলাদেশে পাঠায় তার পর জাহাজ কর্তৃপক্ষের নিকট থেকে একটা Bill পায় যাকে বলে Bill of Lading.

Exporter, Bill of Lading হাতে পেয়ে নিজে একটা Bill তৈরী করে যাকে বলা হয় Bill of Exchange সহ Commercial Invoice, Certificate of origin এবং প্রয়োজনীয় সকল Documents একত্রিত করে Nominating Bank এর কাছে জমা দিলে Nominating ব্যাংক সকল কাগজ পত্র পরীক্ষা করে সঠিক পেলে exporter কে payment দেয় এবং Document গুলি বাংলাদেশে পাঠিয়ে দিয়ে এবং Agrani Bank ব্যাংক কে Payment দিতে বললে Agrani Bank সকল Document যথাযথ পাওয়ায় Nominating Bank কে বলল তাদের payment টা শ্রীলংকার Bank Al Falah এর নিকট থেকে নেওয়ার জন্য তখন Citi Bank NA বা Nominating Bank কর্তৃক Bank Al Falah এর নিকট তার Payment দাবী করে এদিকে Agrani Bank কর্তৃক Bank Al Falah কে একটা Authorization দেওয়া হয় যাকে বলে reimbursing Authorization অর্থাৎ এ ক্ষেত্রে Agrani Bank বলে যে তাদের Nostro A/C Debit করে Citi Bank NA কে payment ‌দেওয়া।

এ অবস্থায় Citi Bank কে বলা হয়
Claiming Bank এবং Bank Al Falah কে বলা হবে Reimbursing Bank.

এ ক্ষেত্রে Importer কে বলা হবে Applicant এবং L/C এর ইস্যুকারী ব্যাংক হিসাবে Agrani Bank কে বলে Issuing Bank আর Exporter কে বলা হবে Beneficiary.

(সংগ্রহকৃত ও সম্পাদিত)

5 Days long Training on E-Gp & Public Procurement. 11/02/2021

🗣🗣🗣ধরাবাহিক আলোচনা -২য় পর্ব 🗣🗣🗣
————————————————————-

✳️গত পর্বে লিখছিলাম অথরাইজেশন লেটার নিয়ে ।

⭕️আজকের পোষ্টটা হবে Tander Evaluation ( টেন্ডার মূল্যায়ন বা যাচাই বাছাই) করার পদ্ধতি নিয়ে......

⭕️প্রত্যেকটা টেন্ডার মূলত ৪ টি ধাপে মূল্যায়ন বা যাচাই করা হয় ।

১. Primary Examination ( প্রাথমিক পরীক্ষণ)
২. Technical Examination ( টেকনিক্যাল পরীক্ষণ)
৩. Financial Evaluation & price comparison ( আর্থিক মূ্ল্যায়ন ও দামের তুলনা )
৪. Post Qualification of the tender ( টেন্ডার পরবর্তী যোগ্যতা )

♦️১. Primary Examination :এ দেখা হয় আপনার টেন্ডারে সাবমিশন লেটার প্রদান করা হইছে কিনা , BOQ ফিলাপ করছেন কিনা , অথরাইজেশন লেটার দিছেন কিনা , টেন্ডার সিকিউরিটি দিছেন কিনা।

♦️Technical Examination & Responsiveness :
এ ধাপে দেখা হয় আপনার টেন্ডারের TDS অনুসারে টেকনিক্যাল ডকুমেন্টস যেমন কাজের অভিজ্ঞতা সনদ , টার্নওভার, লিকুইড এসেট, টেন্ডার কেপাসিটি এসব ঠিক আছে কিনা যাচাই করবেন এবং এখানে কোন ফল্ট থাকলে ননরেসপনসিভ করা হয় ।

♦️৩.Financial Evaluation & Price comparison :
এই ধাপে TEC( Tender evaluation committee ) এর আগের স্টেপে রেসপনসিভ হওয়া বা পাশ করা টেন্ডার গুলার রেট তুলনা করে নিন্ম দরদাতা নির্ধারণ করেন ।

নিন্ম দরদাতাদের রেট সমান হলে LTM এ লটারী করে একজনকে সর্বনিন্ম দরদাতা হিসেবে সিলেক্ট করবেন ।

অর OTM হলে এবং 10% (+,-) হলে মেট্রিক্স মেথডে পূর্বের অভিজ্ঞতা অনুসারে ৩০০ পয়েন্টের মধ্যে যে এগিয়ে থাকবে তাকে সিলেক্ট করা হবে । ( Matrix Method নিয়ে অন্য দিন আলোচনা করা হবে ইনশাল্লাহ )

♦️৪. Post qualification of the Tender : ২য় ধাপে উল্লেখ করা টেকনিক্যাল ডকোমেন্টস যেমন (কাজের অভিজ্ঞতা সনদ , টার্নওভার, লিকুইড এসেট, টেন্ডার কেপাসিটি) এর সত্যতা যাচাই করতে তদন্তের স্বার্থে কোন এডিশনাল ডকোমেন্টস চাইতে পারেন বা ই-জিপি সিষ্টেমের মাধ্যমে কোন নতুন তথ্য বা Clarification এর রিকোয়েষ্ট করতে পারেন ।

যদি রিকোয়েষ্ট আসে সংশ্লিষ্ট ডকোমেন্টস বা তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করতে হবে ।

Reference : (6 no subsection of ITT )

5 Days long Training on E-Gp & Public Procurement. আগামী 29/01/2021 শুক্রবার , রাত ৯ টা থেকে ৫ দিন ব্যাপী ই-জিপি ট্রেনিং অনলাইন ও চট্ট্রগ্রাম অফিসে সরাসরি অনুষ্ঠিত হবে । ✅১ম...

5 Days long Training on E-Gp & Public Procurement. 21/01/2021

অনেকে অথরাইজেশন লেটার নিয়ে প্রশ্নকরেন বা ফরমেট চান । আজ লিখলাম অথরাইজেশন লেটার নিয়ে , নিজের অভিজ্ঞতা থেকে সাথে একটা অথরাইজেশন ফরমেট এর লিংক ।

♦️প্রশ্ন: অথরাইজেশন লেটার কি ? ও কেন প্রয়োজন ?

♦️অথরাইজেশন লেটার এক ধরণের মৌলিক টেকনিক্যাল ডকোমেন্ট, যার মাধ্যমে দরদাতার সাইনিং অথরিটির পরিচয় প্রদান করা হয়, এবং পিই বা টেন্ডার আহ্ববান কারী যে ডকোমেন্টসের মাধ্যমে বুঝতে পারেন কোন সিগনেচারের মাধ্যমে টেন্ডার পরিচালিত হবে বা কার সাইনের মাধ্যমে কাজের বিল উঠানো হবে ইত্যাদি ।

♦️প্রয়োজনীয়তা: প্রত্যেক টেন্ডারের সাথে অথরাইজেশন লেটার দেয়া বাধ্যতামূলক।

👉🏼প্রতিটি টেন্ডার ৪টি ধাপে মূলযায়ন করা হয় ।
১ম ধাপের মূল্যায়নে দেখাহয় ,
১. আপনি টেন্ডার সিকিউরিটি দিছেন কিনা ।
২. টেন্ডার সাবমিশন লেটার দিছেন কিনা ।
৩. BOQ ফিলাপ করছেন কিনা ।
৪. অথরাইজেশন লেটার দিছেন ।

যদি অথরাইজেশন লেটার দেয়া না হয় , তাহলে আপনার টেন্ডার মূলযায়নের প্রথম স্তরেই বাদ পড়বে ।

সতরাং বুঝতে পারছেন অথরাইজেশন লেটারের প্রয়োজনীয়তা ।

♦️নিচে আমার তৈরী করা একটি অথরাইজেশন লেটারের ফরমেট প্রদান করা হলো ।
নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ।

https://drive.google.com/file/d/1eBz62z9-sQ1CdBkV1wThVToffaLWduR2/view?usp=drivesdk

———————————————————

🗣প্রতি শুক্রবারে রাত ৯:০০ টা থেকে একটি করে অনলাইনে ( জুম বা গুগল মিটে) বা অফিসে সরাসরি ট্রেনিং নেয়া হয় । প্রথম ক্লাসটা ফ্রীতে জয়েন করে ট্রেনিং স্ট্যাডার্ড যাচাই করতে নিচের লিংকে ক্লিক করে গোগল ফরমটি ফিলাপ করুন ।
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFlG9cvcZ964A38KOxD29BwSdHCe68gLfIHPEbM37yhwokjQ/viewform?usp=pp_url

ট্রেনিং শুরুর আগে আপনার মেইলে মিটিং লিংক প্রদান করা হবে ।

Engr. Abdur Razzak
B.Sc on EEE,
M.Sc on EEE (CUET)
CEO, ExpartX Engineering Corporation.

5 Days long Training on E-Gp & Public Procurement. আগামী 15/01/2021 শুক্রবার , রাত ৯ টা থেকে ৫ দিন ব্যাপী ই-জিপি ট্রেনিং অনলাইন ও চট্ট্রগ্রাম অফিসে সরাসরি অনুষ্ঠিত হবে । ✅১ম...

19/01/2021

🔴অনলাইনে বা অফিসে এসে E-Gp বা e-Government Procurement ট্রেনিং করুন
=============================


🔴 কোর্স সংক্রান্ত আরো কিছু কথা :
—————————————-
➡️ কোর্সের মোট সেশন ৫ টা।

➡️ কোর্স পরিচালনা করবেন ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক

➡️ কোর্স ফি :৩০০০ টাকা সারাসরি অফিসে নিলে , অনলাইনে ৩০% ছাড়ে ২০৪০ টাকা । প্রথম ক্লাস যাচাই করে পেমেন্ট করতে পারেন
01812-337822 ( Personal)

➡️রেজিষ্ট্রশন সম্পন্ন হলে মেইলে কোর্স মেটেরিয়াল প্রদান করা হবে ।

➡️ অনলাইনে ZOOM এ্যাপের মাধ্যমে ক্লাস হবে। যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন তাদের মেইলে মিটিং আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে ।

➡️সরাসরি অংশগ্রহণ করতে চাইলে নিচে প্রদান করা অফিসের ঠিকানায় চলে আসুন
📍ইফকো কম্লেক্স, (লিফট-৬) , জিইসি মোড়, চট্টগ্রাম

—————————————————————
🔴 কোর্সের মূল বিষয়বস্ত or Outline

👉🏼Day 1: Basic Procurement according to PPA-2006, & PPR-2008

👉🏼Day2 : Familiarization with E-Gp related Banking Service, E-Gp registration process and Its Documentation.

👉🏼Day-3 : Description on e-Gp web portal , Manus , Sub-Manus , Document study, Documents purchase, and Allocation of technical document for preparation .

👉🏼Day-4: Submission Process of LTM , OTM, OSTEM, RFQ, DPM & TSTM method.

👉🏼Day -5: Discussion on JVCA and Frequent Question Answering.

➡️For more details :01812-337822

🔴 ভর্তিচ্ছু ভাই ও বোনেরা ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ফি প্রদান করে নিচের গুগল ফরমটি পূরণ করে সাবমিট করুন:

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFlG9cvcZ964A38KOxD29BwSdHCe68gLfIHPEbM37yhwokjQ/viewform?usp=pp_url

===============================

আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।

29/12/2020

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল ( http://eprocure.gov.bd)। ই-জিপি সিস্টেমটি একটি একক ওয়েব পোর্টাল যেখানে এবং এর মাধ্যমে পিএ এবং পিইগণ একটি সুরক্ষিত ওয়েব ভিত্তিক ড্যাশবোর্ড ব্যবহার করে তাদের ক্রয় সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করে। ই-জিপি সিস্টেমটি সিপিটিইউতে ই-জিপি ডেটা সেন্টারে সংরক্ষিত থাকে।

Photos from ExpertX Engineering Corporation's post 22/12/2020

E-Gp & Public procurement workshop going on at GEC office ....

19/12/2020

Alhamdulillah_ Our 14th Batch on online e-Gp workshop going on with 14 participant 😍😍

5 Day-long Workshop on e-Gp and Public procurement ( Bidder Part) 14/12/2020

♦️৫ দিন ব্যাপি অনলাইন অনলাইন /অফলাইন ই-জিপি ওয়ার্কশপ♦️

✅আগামী 17/12/2020 তারিখ জুমাবার রাত ৮:০০ টা থেকে ১০:০০ টা পর্য়ন্ত ৫ দিন ব্যাপী জুমের মাধ্যমে (সরাসরি চট্টগ্রাম অফিসে) ট্রেনিং শুরু হচ্ছে । ট্রেনিং সারা দেশের যে কোন প্রান্ত থেকে জয়েন হতে পারেন । আর চট্টগ্রামের ঠিকাদারগণ ণ সরাসরি অফিসে আসতে পারেন ।

➡️কোর্স আউটলাইন কমেন্ট বক্সে দেয়া আছে ,

✅কোর্স মেটেরিয়াল মেইলে প্রদান করা হবে।

✅ এক সেট টেকনিক্যাল ডকোমেন্টস প্রদান করা হবে ।

✅কোর্স শেষে একটা ক্লোজড গ্রুপের মেম্বারশীপ দেয়া হবে । যার মাধ্যমে লাইফটাইম ই-জিপি সাপোর্ট পাবেন।

⭕️যারা যাচাই করে জয়েন হতে চান , তাদের জন্য ১ম ক্লাস বা সেশন ফ্রীতে জয়েন করে ট্রেনিং স্ট্যান্ডার্ড যাচাই করে ফি প্রদান রেজিষ্ট্রেশনের সুযোগ থাকছে ।

⭕️ ফ্রী সেশনে জয়েন করতে নিচে অনলাইন ও সরাসরি সেশনের ২ টি লিংক দেয়া আছে লিংকের ফরম ফিলাপ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন ।

⭕️কোর্স ফি (১ম ক্লাস করে ভাল লাগলে পেমেন্ট করবেন ) 2020 টাকা অনলাইনের জন্য

For More query

01812337822

Instructor :
Engr. Abdur Razzak
B.Sc on EEE ,
M.Sc on EEE

Chittagong office : Ifco complex 6th floor , GEC , Chattogram .

লিংক ১: অনলাইনে জয়েন হতে লিংকের ফরম ফিলাপ করে রেজিষ্ট্রেশন করুন 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFlG9cvcZ964A38KOxD29BwSdHCe68gLfIHPEbM37yhwokjQ/viewform?usp=pp_url

লিংক ২: অফিসে এসে সরাসরি জয়েন হতে লিংকের ফরম ফিলাপ করে রেজিষ্ট্রেশন করুন 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdjvZmvjCKlmEfnPu4M3ujGbKm2wfdfwvZutJtxi0E2H6LJpw/viewform?usp=pp_url

5 Day-long Workshop on e-Gp and Public procurement ( Bidder Part) আগামী ১৫ /১২/২০২০ মঙ্গলবার , দুপুর ২ টা থেকে ৫ দিন ব্যাপী ই-জিপি ট্রেনিং অনুষ্ঠিত হবে । লোকেশানঃ ৬ষ্ট তলা, ইফকো টাওয়া....

Photos from ExpertX Engineering Corporation's post 14/12/2020
24/09/2020

♦️৫ দিন ব্যাপি অনলাইন অনলাইন /অফলাইন ই-জিপি ট্রেনিং♦️
✅আগামী 25/09/2020 তারিখ রাত ৮:০০ টা থেকে ১০:০০ টা পর্য়ন্ত ৫ দিন ব্যাপী জুমের মাধ্যমে ট্রেনিং শুরু হচ্ছে । ট্রেনিং সারা দেশের যে কোন প্রান্ত থেকে জয়েন হতে পারেন । আর চট্টগ্রামের ঠিকাদারগণ ণ সরাসরি আসতে পারেন ।

➡️কোর্স আউটলাইন কমেন্ট বক্সে দেয়া আছে ,
✅কোর্স মেটেরিয়াল অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে ।
✅ এক সেট টেকনিক্যাল ডকোমেন্টস প্রদান করা হবে ।
✅কোর্স শেষে একটা ক্লোজড গ্রুপের মেম্বারশীপ দেয়া হবে । যার মাধ্যমে লাইফটাইম ই-জিপি সাপোর্ট পাবেন।
⭕️যারা যাচাই করে জয়েন হতে চান , তাদের জন্য ১ম ক্লাস বা সেশন ফ্রীতে জয়েন করে ট্রেনিং স্ট্যান্ডার্ড যাচাই করে ফি প্রদান রেজিষ্ট্রেশনের সুযোগ থাকছে ।
⭕️ ফ্রী সেশনে জয়েন করতে নিচের লিংকের ফরম ফিলাপ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন ।
⭕️কোর্স ফি ১৫০০ টাকা । (১ম ক্লাস করে ভাল লাগলে পেমেন্ট করবেন ) 01812337822 personal bkash

Instructor :
Engr. Abdur Razzak
B.Sc on EEE ,
M.Sc on EEE

03/07/2020

🔴অনলাইনে বা অফিসে এসে E-Gp বা e-Government Procurement ট্রেনিং করুন
=============================

🔴 কোর্সের মূল বিষয়বস্ত or Outline

👉🏼Day 1: Basic Procurement according to PPA-2006, & PPR-2008

👉🏼Day2 : Familiarization with E-Gp related Banking Service, E-Gp registration process and Its Documentation.

👉🏼Day-3 : Description on e-Gp web portal , Manus , Sub-Manus , Document study, Documents purchase, and Allocation of technical document for preparation .

👉🏼Day-4: Submission Process of LTM , OTM, OSTEM, RFQ, DPM & TSTM method.

👉🏼Day-5: Discussion on JVCA and Frequent Question Answering.

🔴 কোর্স সংক্রান্ত আরো কিছু কথা :
—————————————-
➡️ কোর্সের মোট সেশন ৫ টা।

➡️ কোর্স পরিচালনা করবেন ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক

➡️ কোর্স ফি :৪০০০ টাকা সারাসরি অফিসে নিলে , অনলাইনে ৫০% ছাড়ে ২০৪০ টাকা । প্রথম ক্লাস যাচাই করে পেমেন্ট করতে পারেন
01812-337822 ( Personal)

➡️রেজিষ্ট্রশন সম্পন্ন হলে মেইলে কোর্স মেটেরিয়াল প্রদান করা হবে ।

➡️ অনলাইনে ZOOM এ্যাপের মাধ্যমে ক্লাস হবে। যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন তাদের মেইলে মিটিং আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে ।

➡️সরাসরি অংশগ্রহণ করতে চাইলে নিচে প্রদান করা অফিসের ঠিকানায় চলে আসুন
📍ইফকো কম্লেক্স, (লিফট-৬) , জিইসি মোড়, চট্টগ্রাম

➡️For more details :01812-337822

🔴 ভর্তিচ্ছু ভাই ও বোনেরা ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ফি প্রদান করে নিচের গুগল ফরমটি পূরণ করে সাবমিট করুন:
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFlG9cvcZ964A38KOxD29BwSdHCe68gLfIHPEbM37yhwokjQ/viewform?usp=pp_url

===============================

আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।

01/07/2020

1st Batch on online of online e-Gp Training completed with 10 Participant ... ✌🏻✌🏻

Want your business to be the top-listed Business in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


GEC Circle
Chittagong