Last 2 Page
Nearby public figures
Bandar, Chattogram
Rangunia
Brahmanbaria
FATICKCHARI
Chittagong
1
Madaraji Shaho Rod Chittagong
Md Mizan
Agrabad
You may also like
আস্সালামুআলাইকুম,সবাইকে আমার ছোট্ট পেইজটিতে ফলো দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইলো।ধন্যবাদ।
sea beach.
potenga, ctg.
Care🥰
Chittagong
Tunnel.
peach with😍
টেস্ট এ মুমিনুল কেপ্টেন ছিলো। তার পর সাকিব রে টেস্ট কেপ্টেন করা হলো কিছু দিন পর মুমিনুল টেস্ট দল থেকে বাদ।
t20 তে মাহমুদউল্লাহ কেপ্টেন ছিলো। তার পর সাকিব রে T20 কেপ্টেন করা হলো কিছু দিন পর মাহমুদউল্লাহ T20 দল থেকে বাদ।
এরপর তামিম ODI কেপ্টেন ছিলো। তার পর সাকিব রে ODI কেপ্টেন করা হলো কিছু দিন পর এখন তামিম ODI দল থেকে বাদ। 🙂
সাব্বাশ 😊👏
তাদেরকে কি আর বলবো!
যারা এই উপজাতিদের পাহারা দেওয়ার জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের উপর এমন হামলা মানা যায়না।
৯জনকে গুরুতর আহত করা হয়েছে।
lottary time at bkttc for all trade.
Boys!don't shy.
দেশের জন্য সে কখনও চায়নি কিছু,
যা চেয়েছে নিজের জন্য।
কোনডা স্বপ্ন?
সাদা না কালা?
caption auto..
ডিমের দাম কমলে সবাই পোচ করে এভাবে সংরক্ষণ করতে পারবেন।
যাদের ফ্রিজ নাই।
Traffic police after duty.
যে রেস্টুরেন্টে লাইটিং যত কম,
সে রেস্টুরেন্টের খাবারের দাম তত বেশি।
এতো কষ্ট করে অর্জিত ভাষা ভাড়া দেওয়ার কি দরকার?
Nice Painting.
No reach.Visit my page plz.
সম্ভব হলে করে নেব ইনশাল্লাহ।
সবার স্বপ্ন এইটাই।
বাপে কত বছর বয়সে বিয়ে করলো তাহলে?
Be Carefull..all girls.
চায়না টু কক্সবাজার রেল লাইন এটা।
পকেট ভরে গেছে মাগার লাইন ভরাতে পারেনি।
বৃটিশদের তৈরী করা জিনিস বর্তমান ইঞ্জিনিয়াররা ভাঙতেও পারেনা।
আর বর্তমান ইঞ্জিনিয়াররা যা করে এক মাসও টেকশই হয়না।
আফসোস হয় এমন চোরদের জন্য।
বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম। 'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানেন। তারপরও আজকে এই ছবিটি দেখে, সেই গল্পের কথা মনে পড়ে গেল।
এডিসন পড়াশোনাতে বেশ দূর্বল ছিলেন। পরীক্ষায় খাতায় তেমন ভালো করতে পারেননি। ফলে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেয়া হয়।
এডিসন মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।
তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন,‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'
তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।
সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।
তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন,‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’
এই ছবিটি কে তুলেছেন জানা নেই।
তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!
একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।
স্যালুট মা ❤️
(সংগৃহীত ইন্টারনেট)
Report this id.
Okey👇
আমি টেকনাফের বাবা
Hello legent
Drugs and Toxic Relationship Amy Winehouse Before and After 😔
আমাকে একজন বললো তোমাকে রাজনীতিতে দেখা যায় না কেন?
আমি বললাম এখনো রাজনীতি বুঝারই জ্ঞান হয় নাই। রাজনীতি বুঝতে হলে অন্তত আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন ও বানিজ্যের পড়াশুনা (ডিগ্রী) লাগে।। আমার অর্থনীতির ডিগ্রী নাই।।
এজন্য আপাতত রাজনীতি করার যোগ্য মনে করি না।।
অভিমান হলো তামিল ভাষার মতো।
বুঝলে অর্থ আছে,
না বুঝলে ‘ইয়াম্মা মারপান্ডু ইয়ান্ডিপ্পা’🥴
"আইকন অফ দ্য সিস" নামে বিশ্বের বৃহত্তম জাহাজটি 2024 সালের জানুয়ারিতে যাত্রা শুরু করতে চলেছে৷ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামক একটি জাহাজ তৈরি সংস্থার দ্বারা ফিনল্যান্ডে নির্মিত জাহাজটিতে 5610 জন যাত্রী এবং 2350 জন ক্রু সদস্য থাকবে৷ সমুদ্রের আইকনটি টাইটানিকের চেয়ে পাঁচ গুন বড় এবং এর ওজন 250,800 টন। যেখানে টাইটানিকের ওজন 50,210 টন। হাজার হাজার মানুষ এর প্রথম যাত্রীদের মধ্যে থাকার জন্য টিকিট বুক করেছে।
সূত্র:-সংবাদ সংস্থা।
@কপি
He is Writing her name.
Nice handwriting.
আজকে গরিব বলে গরু কিনতে পারলাম না।
passport size.
Are you ready??
ভয় পায়েন না কেউ
তোমাদের প্রিয় স্মিতা চৌঃ আপা।
আমার ভূল হয়েছে🤣
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Chittagong
Halishahar
Chittagong, 4000
Bahrul ULUM Hazrat Shah Qutub Uddin RH. PEER Shaheb Baitush Shararf.
C. D. A Market
Chittagong
আমার এ জীবনে যা যা কাহিনী হয়েছিল তারা এই পেজে তুলে ধরা হয়েছে .!
Chittagong
Assalamualaikum. I am Sajeda Khanam Risha💞From Bangladesh💞https://www.youtube.com/@sajedarisha1606