Climate Network

Climate Network is a non profit youth led climate advocacy based organisation.Raise grassroots voice✊

23/06/2024

ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের পক্ষ থেকে ১০ নং গড়ইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গত ২২/০৬/২৪ তারিখে প্লাস্টিক দূষণ ও গাছ নিধন সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার লাগানো হয় বিভিন্ন স্থানে।
যার ফলশ্রুতিতে আমরা চাই জনগণ সচেতন হয়ে প্লাসিক ব্যবহার ও গাছ কাটা থেকে বের হয়ে আসে।
নতুন প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী হোক এ আমাদের অঙ্গীকার।
এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
আর এ সংগঠনের জলবায়ু কর্মীরা তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজটি এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত।

Photos from Climate Network's post 23/06/2024

ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের পক্ষ থেকে ১০ নং গড়ইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গত ২২/০৬/২৪ তারিখে প্লাস্টিক দূষণ ও গাছ নিধন সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার লাগানো হয় বিভিন্ন স্থানে।
যার ফলশ্রুতিতে আমরা চাই জনগণ সচেতন হয়ে প্লাসিক ব্যবহার ও গাছ কাটা থেকে বের হয়ে আসে।
নতুন প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী হোক এ আমাদের অঙ্গীকার।
এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
আর এ সংগঠনের জলবায়ু কর্মীরা তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজটি এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত।

17/06/2024

ঈদ মোবারক!❤️🌸🌟
এই ঈদ বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও শান্তি! আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের সুস্থ রাখুন ও হেফাজত করুন!

Eid Mubarak! ❤️🌸🌟 May this Eid bring endless joy and peace! May Allah keep you and your family healthy and protect you!

16/06/2024

ঈদ মোবারক।
ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন

Photos from Climate Network's post 05/06/2024

USAID Bangladesh ও CARE Bangladesh অর্থায়নে পরিচালিত বিজয়ী প্রকল্পের মাধ্যমে খুলনায় দিনব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এতে খুলনা জেলার বিভিন্ন সংগঠনের তরুণরা অংশগ্রহণ করে। The Earth -এর আমন্ত্রণে "Climate Network Organisation"-এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ জোবায়ের হোসেন জিম।

#বিশ্বপরিবেশদিবস

05/06/2024

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য হলো "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।" এ বিশেষ দিনে, আমরা গর্বিত যে আমাদের সংগঠন "Climate Network Organisations" প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে।

গত এক বছরে, আমরা জলবায়ু ন্যায়বিচার, ভূমি পুনরুদ্ধার, এবং মরুময়তা প্রতিরোধে কাজ করেছি। আমাদের যুবকরা সক্রিয়ভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি ও ক্ষতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছে এবং স্থানীয় সম্প্রদায়কে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা মোকাবেলায় উৎসাহিত করেছে।

আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমরা পরিচ্ছন্ন পানি, স্যানিটেশন, পুষ্টি, জীবিকা নির্বাহ, এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে কাজ করেছি। এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের উত্সাহী সদস্যদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে।

বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্য আমাদের আরও অনুপ্রাণিত করছে আমাদের ভূমি পুনরুদ্ধার এবং মরুময়তা রুখতে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যৌথ প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমে আমরা একটি সবুজ, টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সক্ষম হবো।

আমাদের এই যাত্রায় শামিল হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামীতেও আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।

#বিশ্বপরিবেশদিবস

02/06/2024

এটা আমার গ্রাম নলিয়ান। আমাদের গ্রামের এই শাহানারা আপা হাজারো মহিলার প্রতিচ্ছবি।
প্রতিনিয়ত সংগ্রাম করেই বেঁচে আছে উপকূলের মানুষেরা। আমরা তরুণরা এই উপকূল অঞ্চলের জন্য এখন কাজ করতেছি জলবায়ু সুবিচারের জন্য Climate Network অর্গানাইজেশন গঠন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছি।

26/05/2024

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত নাগাদ সময়ের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। সে কারণে পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।

নদীতে অতিরিক্ত জোয়ার বৃদ্ধির কারণে সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধের বাইরে অবস্থিত মাছের ঘেরের বেড়িবাঁধ ছাপিয়ে ভিতরে পানি প্রবেশ করতেছে।

উপকূলের মানুষেরা সর্তকতা অবলম্বন করবেন এবং নিজেদের প্রয়োজনীয় জিনিস পত্র গুছিয়ে রাখবেন।

আপনার এলাকার সর্বশেষ অবস্থা কি জানাবেন আমাদের।

#রিমাল

08/05/2024

Talk about ecosystem and biodiversity at Saint Martin Island.

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন 14/04/2024

ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো Daily Bonik Barta ( বণিক বার্তা )

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এবং ক্লা...

14/04/2024

চৈত্রের শেষ দিনের সূর্য অস্তের সাথে বিদায় হোক সব জরা, শোক আর ক্লান্তি।

বাংলা বর্ষের প্রথম দিন প্রেরনা, শক্তি, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আসুক আমাদের জন্য। নতুন ডায়েরির পাতায় জমা হোক সব সফলতার গল্পগাঁথা।

শুভ নববর্ষ ১৪৩১

Photos from Climate Network's post 13/04/2024

সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এবং ক্লাইমেট নেটওয়ার্ক (সিএন) এর সহযোগিতায় খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবীতে একটি মানববন্ধন আয়োজন করে আজ সকাল ১১ ঘটিকার সময় নলিয়ান বাজার প্রাঙ্গনে।যেখানে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবী তুলে ধরা হয়। তাছাড়া পরিবেশ দূষণ রোধে মানববন্ধনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং সুতারখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাসুম আলী ফকির। তিনি বক্তৃতাতে বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। বিভিন্ন সময় আসা ঘূর্ণিঝড়ের সময় বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। সেজন্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে তাগিদ দেন।
উপস্থিত ছিলেন ৫ নং সুতারখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার জনাব জাহিদ হাসান ফকির। তিনি বক্তৃতাকালে বলেন, পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ধরিত্রীকে রক্ষা করা সময়ের দাবী।
উপস্থিত ছিলেন " শিশুদের জন্য আমরা " সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বেলাল হোসেন। তিনি জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজ ও দিনমজুর মানুষ, খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ ও ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
পরিশেষে ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আরাফাত হোসেন বলেন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ পরিবেশের দারুণভাবে ক্ষতি করছে। তাছাড়া তিনি জানান,বন্যায় ভেসে যাই, জলবায়ু সুবিচার চাই।
এই মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেছেন সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ( সিজিইডি) এর নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাব।

Khulna Environment and Biodiversity Conservation Team in collaboration with Center for Global Environment and Development (CGED) and Climate Network (CN) organized a human chain for environment and biodiversity conservation today at 11 am at Nolian Bazar premises. Moreover, awareness is created through human bonding to prevent environmental pollution.
Mr. Masum Ali Fakir, repeatedly elected chairman of No. 5 Sutarkhali Union Parishad was present at this time. He said in the speech, Sundarbans is like our mother. Protects us by weathering the storms that come at different times. That is why he urged to protect and preserve the biodiversity of Sundarbans.
Mr. Zahid Hasan Fakir, UP Member of Ward No. 5 of Sutarkhali Union No. 5 was present. He said during his speech, it is our moral duty to protect the environment. So protecting Dharitri is the need of the hour.
Mr. Belal Hossain, Founder President of "We Are We" organization was present. He highlighted the importance of biodiversity conservation. Local teachers, students, civil society and day laborers, volunteers of Khulna Environment and Biodiversity Conservation Team and volunteers of Climate Network Organization were present.
Finally, the founding president of Climate Network Organization, Mr. Arafat Hossain said that air pollution, water pollution, soil pollution are causing great damage to the environment. Moreover, he said, we are swept away by the flood, we want climate justice.
Abdul Wahab, Executive Director of Center for Global Environment and Development (CGED) has fully supported this human bond.

12/04/2024

আজ সকাল ১১ ঘটিকার সময় নলিয়ান বাজারে খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবীতে মানববন্ধন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবী তুলে ধরা হয়। তাছাড়া পরিবেশ দূষণ রোধে মানববন্ধনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং সুতারখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাসুম আলী ফকির। তিনি বক্তৃতাতে বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। বিভিন্ন সময় আসা ঘূর্ণিঝড়ের সময় বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। সেজন্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে তাগিদ দেন।
উপস্থিত ছিলেন ৫ নং সুতারখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার জনাব জাহিদ হাসান ফকির। তিনি বক্তৃতাকালে বলেন, পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ধরিত্রীকে রক্ষা করা সময়ের দাবী।
উপস্থিত ছিলেন " শিশুদের জন্য আমরা " সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বেলাল হোসেন। তিনি জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজ ও দিনমজুর মানুষ, খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ ও ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
পরিশেষে ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আরাফাত হোসেন বলেন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ পরিবেশের দারুণভাবে ক্ষতি করছে। তাছাড়া তিনি জানান,বন্যায় ভেসে যাই, জলবায়ু সুবিচার চাই।

সহযোগিতায় ছিলো সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশন।

#জীববৈচিত্র্য








Today at 11:00 a.m., a human chain was held in Nalian Bazar, organized by the Khulna Environment and Biodiversity Conservation Team, demanding the preservation of environment and biodiversity. Demands to protect the biodiversity of Sundarbans are highlighted. Moreover, awareness is created through human bonding to prevent environmental pollution.
Mr. Masum Ali Fakir, repeatedly elected chairman of No. 5 Sutarkhali Union Parishad was present at this time. He said in the speech, Sundarbans is like our mother. Protects us by weathering the storms that come at different times. That is why he urged to protect and preserve the biodiversity of Sundarbans.
Mr. Zahid Hasan Fakir, UP Member of Ward No. 5 of Sutarkhali Union No. 5 was present. He said during his speech, it is our moral duty to protect the environment. So protecting Dharitri is the need of the hour.
Mr. Belal Hossain, Founder President of "We Are We" organization was present. He highlighted the importance of biodiversity conservation. Local teachers, students, civil society and day laborers, volunteers of Khulna Environment and Biodiversity Conservation Team and volunteers of Climate Network Organization were present.
Finally, the founding president of Climate Network Organization, Mr. Arafat Hossain said that air pollution, water pollution, soil pollution are causing great damage to the environment. Moreover, he said, we are swept away by the flood, we want climate justice.

The Center for Global Environment and Development (CGED) and the Climate Network Organization were in collaboration.

12/04/2024

Today, April 12 at 10 am in Nalian Bazar premises, Khulna Environment and Biodiversity Conservation Team Khulna branch has organized a human chain on environment and biodiversity conservation.

In collaboration with: Center for Global Environment and Development (CGED) and Climate Network (CN).

You are all invited to the human bond.

11/04/2024

আগামীকাল ১২ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় নলিয়ান বাজার প্রাঙ্গনে, খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম খুলনার শাখার উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সহযোগিতায়ঃ সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ক্লাইমেট নের্টওয়ার্ক (সিএন)।

আপনারা উক্ত মানববন্ধনে সকলে আমন্ত্রিত।।

#জীববৈচিত্র্য

Photos from Climate Network's post 30/03/2024

Today I am thrilled to participate in the capacity building workshop " response to address loss & damage at six season hotel, Gulshan 2 by International Centre for Climate Change & Development (ICCCAD) and represent our Climate Network organisations.

25/03/2024

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Photos from Climate Network's post 14/02/2024

Due to the effects of high salinity and climate change, vegetables cannot be grown in the areas surrounded by the coastal Sundarbans. Due to which, many people are surrounded by shrimp fish in order to make a living. And others are dependent on the Sundarbans. We know, to live healthy, we must eat nutritious food. The contribution of vegetables in meeting its needs is unique. Vegetables are rich in vitamins and minerals and many other nutrients. These nutrients increase the immunity of the body, bring taste to the food. Apart from this, it helps to improve digestion and relieve constipation.

According to nutritionists, an adult needs to eat 200 grams of vegetables per day. But we eat only 60-70 grams. But unfortunately coastal people cannot grow vegetables due to brackish water. They do not know how to farm in modern ways through adaptation. As a result, coastal people cannot meet 10 grams of nutritious vegetables daily.

Therefore, the Climate Network Organization has taken up the "Golden Vegetable" project to address the lack of nutritious vegetables for coastal people. The project is being implemented at Kalabgi Jhulantpara and Fakir Kona Dwip of Kalabogi Village in Sutarkhali Union, the most neglected area surrounded by Sundarbans in Dakop Upazila of Khulna District.
The village was destroyed on 25 May 2009 by the landslide of Aila Koble. As the village moved to the river, they now build hanging houses with bamboo and gol leaves on the banks of the river. So the village is now called Jhulantpara. And the nearby Fakirkona today has become a small island in the Shivsa River. Our beneficiaries are total 30 people.
Initially we imparted training on salt tolerant vegetable seeds and cultivation methods which have now resulted in good yields. Which to some extent is contributing to the lack of nutritious vegetables for the coastal people. So come forward. Then this nutritional requirement will be met with a combined effort.

31/12/2023

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

Photos from Climate Network's post 19/12/2023

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে দক্ষিণাঞ্চলের জেলা খুলনাতে দেখা দিয়েছে বিরুপ প্রভাব। ফলে, কৃষির বিরুপ প্রভাব মোকাবেলায় উপকূলের কৃষকরা কৃষিতে অভিযোজন কৌশল প্রয়োগ করে ফসল উৎপাদন করছে।
ক্লাইমেট নেটওয়ার্ক Climate Network সংগঠন উপকূলের কৃষির ফসল উৎপাদন নিশ্চিত করার জন্য কৃষিতে অভিযোজন কৌশল প্রয়োগ ও মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য জন্য হাতে নিয়েছে " প্রজেক্ট কৃষি অভিযোজন"।
প্রকল্প এলাকা কালাবগী ঝুলন্তপাড়ায় ৩০ জন নারীকে নির্বাচিত করে কাজ শুরু করেছে নারীদের মাধ্যমে কৃষির অভিযোজন কৌশল বাস্তবায়ন। যার মাধ্যমে লবণাক্ত সহিষ্ণ জাতের মাধ্যমে অভিযোজন কৌশল প্রয়োগ করে ফসল উৎপাদন করা হবে এবং যার মাধ্যমে তাদের পরিবারের কৃষিপণ্যের অভাব পূরণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে।

গতকাল রোজ বুধবার কালাবগী ঝুলন্ত পাড়া এলাকায় প্রজেক্টের কাজ উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য বাবু নিমাই মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও কার্যক্রম পরিদর্শন করেন মিঃ আবেল, মিঃ পাবলো এবং স্থানীয় স্কুলের শিক্ষক জনাব আব্দুল আজিজ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সব স্তরের জনগণ প্রমুখ।

Climate change has adversely affected agriculture in the southern district of Khulna. As a result, coastal farmers are adopting agricultural adaptation techniques to produce crops to counter the adverse effects of agriculture.
The " CLIMATE NETWORK " Organization has undertaken "Project Agricultural Adaptation" to apply and field-level agricultural adaptation strategies to ensure coastal agricultural crop production.
In the project area Kalabagi Jhulantapara, 30 women have been selected and started to implement the strategy of adaptation of agriculture through women. Through which crops will be produced by applying adaptation strategies through salt tolerant varieties and through which their family's lack of agricultural products will be met and women empowerment will be ensured.

Local UP member Babu Nimai Mondal inaugurated the project in Kalabagi Jhulant Para area yesterday, Wednesday, Mr. Abel, Mr. Pablo and local school teacher Mr. Abdul Aziz Sardar were present as special guests and inspected the program. People from all levels of the area were also present.

জলবায়ু সংকট মোকাবিলায় আশা জাগিয়েছে সূর্যমুখী চাষ 05/12/2023

https://m.facebook.com/story.php?story_fbid=740288368141542&id=100064811557731&mibextid=Nif5oz

জলবায়ু সংকট মোকাবিলায় আশা জাগিয়েছে সূর্যমুখী চাষ আমাদের কাছে লবণ-এর একটি নতুন নাম আছে। আমরা বলি ‘আগুনের ছাই’। কেন? আমি বলছি সেটা।

05/12/2023

মার্কিন যুক্তরাষ্ট্র এবং নর্ডিক দেশগুলি ইনভেস্টমেন্ট মবিলাইজেশন কোলাবরেশন অ্যারেঞ্জমেন্ট (IMCA) চালু করেছে

উদীয়মান এবং উন্নয়নশীল বাজারের জন্য জলবায়ু অর্থায়নের জন্য প্রাইভেট ক্যাপিটালে USD বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ঝুঁকিমুক্ত করার জন্য নতুন মিশ্রিত আর্থিক যানবাহনকে সমর্থন করার জন্য একটি উদ্ভাবনী উদ্যোগ
নর্ডিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র 4 ডিসেম্বর COP28’ ব্লু জোনে একটি নতুন মিশ্রিত আর্থিক সহযোগিতা চালু করেছে। লক্ষ্য হল ২০২৫ সালের শেষের আগে জলবায়ু প্রশমন এবং অভিযোজন, জীববৈচিত্র্য এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানগুলিতে বিনিয়োগের জন্য বেসরকারি পুঁজি সক্ষম করে উন্নয়নশীল দেশ এবং উদীয়মান বাজারগুলির জন্য বিলিয়ন ডলার সংগ্রহ করা। এটি বিশ্ব জলবায়ু ফাউন্ডেশন হিসাবে কাজ করবে। IMCA-এর জন্য অপারেটিং পার্টনার।
IMCA একটি অনন্য সমন্বয় প্রক্রিয়া যা একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পদ্ধতি ব্যবহার করে যা কংক্রিট পাইপলাইন সহযোগিতা এবং জ্ঞান ভাগাভাগি তৈরি করবে।

ওয়ার্ল্ড ক্লাইমেট ফাউন্ডেশন IMCA-এর অপারেটিং পার্টনার হিসেবে কাজ করছে, জলবায়ু বিনিয়োগ জোটের সহায়তায়, যেটি গ্লাসগোতে COP26-এ, ২০৩০ সালের মধ্যে নর্ডিক এবং ইউকে পেনশন তহবিল থেকে জলবায়ু সমাধান বিনিয়োগের জন্য সফলভাবে US$১৩০ বিলিয়নের প্রতিশ্রুতি স্থাপন করেছে।
Copy from Wahab sir

05/12/2023

কপ ২৮ এ বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের দাবী যাতে আদায় হয় সেই আশাবাদ ব্যক্ত করি।

05/12/2023

শোক সংবাদ
৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিখ্যাত ফুটবলার দবিরউদ্দিন
গাজী মৃত্যুবরণ করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে Climate Network গভীরভাবে শোকাহত এবং শোক প্রকাশ করছে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।

29/10/2023
28/10/2023

On behalf of Climate Network family, we are expressed condolence of the death of climate Scientist Dr. Saleemul Huq sir.

Rest in peace our respected Dr. Saleemul Huq Sir.

Inna Lillahi Wa Inna Ilahi Raziun.

We young people are always inspired by you to work on climate.🥺🙏

It's heard to believe that you are no more.

27/10/2023

আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ দিবস ২০২৩

24/10/2023

ক্যাটাগরি-১ ঘুর্ণিঝড় 'হামুন'
----------------------------------------
'চট্টগ্রাম সমুদ্র বন্দর ৭ নং বিপদ সংকেতের আওতায়'
----------------------------------------
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি সাধারণ ঘুর্ণিঝড়টি আবহাওয়া বিশেষজ্ঞদের অবাক করে গতরাতে খুব দ্রুত শক্তি সঞ্চয় করা শুরু করে এবং বর্তমানে ক্যাটাগরি-১ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি উপকূলের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৭নং, কক্সবাজারে ৬নং এবং মোংলা সমুদ্রবন্দরের জন্য ৫নং বিপদসংকেত জারি করেছে।

ঘূর্ণিঝড় 'হামুন' বাংলাদেশের উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই আঘাত হানতে পারে। এসময় বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় ৮০-১০০ কি.মি.! বর্তমানে এটি খুব দ্রুত উত্তর পূর্ব দিকে ঘন্টায় প্রায় ২০-২২ কি.মি. বেগে অগ্রসর হচ্ছে। এই গতিতে আসতে থাকলে এটি আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বাংলাদেশের কুয়াকাটা থেকে চট্টগ্রাম এর মাঝামাঝি স্থান দিয়ে 'হামুন' উপকূলে আঘাত হানার সম্ভাব্য স্থান চিহ্নিত করেছেন।

----------------------------------------
(তথ্য: বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা Bangladesh weather observation team - BWOT প্রকাশিত আবহাওয়া বার্তা থেকে অনুলিখন)।

24/10/2023

চট্টগ্রাম কক্সবাজার ৭ নাম্বার সতর্কতা সংকেত

Want your organization to be the top-listed Non Profit Organization in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Talk about ecosystem and biodiversity at Saint Martin Island.#ecosystem#biodiversity#saintmartin#island
Talk about ecosystem and biodiversity at Saint Martin Island.#ecosystem#biodiversity#saintmartin#island
আজ সকাল ১১ ঘটিকার সময় নলিয়ান বাজারে খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিবেশ ও জীববৈচিত্র্য স...
🌱🌱✊✊
Hey hey, ho hoFossil fuel go go#WeWantJusticeRightNow
Hey hey, ho hoFossil fuel go go.#WeWantJusticeRightNow
Global Climate Strike - 15 September 2023 UN Global Climate Action Awards
There are no planet.#climatechange

Telephone

Website

Address


Khulna

Other Nonprofit Organizations in Khulna (show all)
POKER POKER
Khulna

Rtn. PP. Syed Abu Sayeed PHF B MD Rtn. PP. Syed Abu Sayeed PHF B MD
24 Clay Road
Khulna, 9100

Past President, Rotary Club of Metropolitan Khulna

Rapid Response Rapid Response
Khulna City
Khulna

"Rapid Response" is a non-profit organization. Where any incident happens RAPID RESPONSE maybe can he

তৃপ্তির আহার -Triptir Ahar তৃপ্তির আহার -Triptir Ahar
9, Farazi Para Road
Khulna, 9100

"তৃপ্তির আহার -Triptir Ahar" A daily basis community kitchen & food distributing project funded by Food Banking Khulna Kalyan Sangstha. Hotline: 01999-260150

APD Bangladesh APD Bangladesh
Kandapara
Khulna

Action On Poor Right And Development is a voluntary organization. It is working for development and poverty alleviation of Bangladesh.

দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন
Khulna

মানবতার কল্যাণে নিয়োজিত

Humane Leaf Humane Leaf
Mujgunni R/A Road#05 #House #00, Boyra, Khalishpur
Khulna, G.P.O-9000

A non-profit organisation which is based in Khulna.This Organisation works for the people who is in trouble and creates awareness

খুলনা মানব কল্যাণ ফাউন্ডেশন - Khulna Manob Kollan Foundation খুলনা মানব কল্যাণ ফাউন্ডেশন - Khulna Manob Kollan Foundation
Taligati Kuet Khulna
Khulna, 9203

Khulna Human Welfare Foundation is a non-profitable social organization for humanity established in 2021 with objective to empower the underprivileged people.

Project WE Project WE
Khulna, 9100

Project WE are a media through which many backward women can develop themselves successfully. Project WE fight for their rights. Women can be trained in technical, self-empowerment...

Tarunno'17-তারুণ্য’১৭ Tarunno'17-তারুণ্য’১৭
Khulna, 7221

carews High School's 2017 SSC batch conducted this organization and started the journey in 2021. This organization will conduct all kinds of social activities.

সপ্তাশ্ব ১৭ সপ্তাশ্ব ১৭
Khulna University Of Engineering And Technology
Khulna, 9203

চিত্তে | চাঞ্চল্যে | ভাস্বর