স্বাদে আহ্লাদে
স্বাদে আহ্লাদে is a business initiative whose purpose is to deliver you delicious food❤️
আসসালামু আলাইকুম 🥰
ঈদ মোবারক ❤️❤️
আসসালামু আলাইকুম 🥰
আমার "চিকেন কাবাব" এর প্রশংসা করেন নি এমন খুব কম মানুষই আছে😋😇 আলহামদুলিল্লাহ সকলের এত পছন্দ এই চিকেন কাবাব 😋😋
আপনারা চাইলে ফ্রোজেন নিতে পারেন যখন মন চাইবে ভেজে খেয়ে নিবেন😍
✅তাহলে দেরী করছেন কেনো?? এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের "চিকেন কাবাব"" 😋
আসসালামু আলাইকুম🥰🥰
ওজন কমাতে চিয়া সীডের পানি😱😱😱
১ গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া বীজ দিয়ে নেড়ে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পরে স্বাদ বাড়াতে চাইলে এতে লেবুর রস, কমলার রস, গোল মরিচ গুড়ো, বা মধু মিশিয়ে পান করতে পারেন।।
🪴সুপারফুড চিয়া সীডের উপকারিতা
১। এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে
২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৩। চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে
৪। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
৫। চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি
৬। চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়
৭। চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে
৮। চিয়া বীজ ক্যান্সার রোধ করে
৯। চিয়া সিড হজমে সহায়তা করে
১০। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
♥️খাওয়ার নিয়ম
🪴Chia seed প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে ২০ মিনিট ভিজানোর পর লেবুর রস, আধা চামচ মধু মিশ্রড করে খাবেন। তারপর আধঘণ্টা পর নাস্তা খাবেন। অবশ্যই হাঁটাহাঁটি করবেন। ৩ থেকে ৪ মাস রেগুলার খেলে ওজন কমবে ।
🪴যেকোন শরবত বা স্মুদির উপর ১ চা চামচ
ছিটিয়ে সরাসরি ব্যবহার করা যাবে।
🪴ফালুদা-পুডিং-কাস্টার্ড-ব্রেড-কেক-স্ন্যাক এ
সরাসরিও ব্যবহার করতে পারেন।
🪴বাচ্চাদের জন্য সুজি-খিচুরি-পায়েস-ফিরনি প্রভৃতিতে সরাসরি ব্যবহার করা যাবে।
🪴শিশুদের জন্য ১/২ বা ১ চা চামচ (বয়স ভেদে) আর বড়দের জন্য ১টেবিল চামচ যথেষ্ট।
🪴দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ছোট্ট এই প্রচেষ্টা।
আসসালামু আলাইকুম 😍
আপনারা কি জানেন? দই বানাতে যে দই লাগে🥱
চা লাভার😍🥰🥰🥰
আসসালামু আলাইকুম 🥰🥰
“সাফল্য হল পরিপূর্ণতা, কঠোর পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা, আনুগত্য এবং অধ্যবসায়ের ফলাফল।
একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী”
গরম কত প্রকার জেনে নিন সবাই😁😁
আসসালামু আলাইকুম 😍😍
রান্নার জন্য সহজ ও মজার টিপস...
👉 চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ তেল দিয়ে দিন। দেখবেন ভাত সুন্দর ঝরঝরে হয়েছে।
👉মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন। কারণ মুরগির চামড়াতেই প্রধান ফ্যাট থাকে।
👉সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক চিমটি চিনি দিন।
‼️আরও কিছু রান্নার টিপস্ পেতে এখনই স্বাদে আহ্লাদে পেইজে লাইক দিয়ে পাশে থাকুন💖‼️
আসসালামু আলাইকুম 😍😍
রান্নার জন্য সহজ ও মজার টিপস...
👉 যথাসম্ভব পাতিলে ঢাকানা দিয়ে রান্না করুন। এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকে।
👉মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন। এর পর দেখে নিন পরিমাণ ঠিক হল কিনা।
👉তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলে ঢেলে দিন। লক্ষ্য রাখুন- যেন কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণটি ভালোমতো তরকারির সঙ্গে মিশে যায়।
‼️আরও কিছু রান্নার টিপস্ পেতে এখনই স্বাদে আহ্লাদে পেইজে লাইক দিয়ে পাশে থাকুন💖‼️
আসসালামু আলাইকুম 😍
সকল মেয়েদের জন্য একটা
শিক্ষনীয় টিপস।
তরকারী রান্না করছেন, কিন্তু তরকারীতে লবন বেশি হয়েছে।
লবন কমানোর জন্য নয়,কিভাবে নিজের ঘাড় থেকে লবন বেশি হওয়ার দোষ নামাবেন এটাই এখন মূল বিষয়।
চলুন তাহলে শিখে নেই।
করণীয়:-
প্রথমে ছোট একটা চামচে কিছুটা তরকারী নিবেন আর কিছুটা জল মিশিয়ে দিবেন যাতে লবন কমে যায়।
তারপর বরের কাছে গিয়ে বলবেন লবন দেখতে।
বর তরকাররী টেস্ট করে বলবে আর একটু লবন লাগবে।
এখন আপনার কাজ শেষ,
লবন বেশি হয়ছে সব দোষ এখন বরের!😉
একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব মুশকিল!
ধন্যবাদ দেওয়ার দরকার নেই 😝🤭🤭🥱
🙏🙏🙏🙏🙏🙏
আসসালামু আলাইকুম 🥰
একজন শিক্ষিত ব্যক্তির কাছে যেমন কোনো দেশ ই বিদেশ নয়, একজন মিষ্টভাষী র যেমন কোন শত্রু নেই, ঠিক তেমন ই যারা পরিশ্রমী, তাঁদের জন্য কোন কিছুই জয় করা অসাধ্য নয়।
❤️❤️❤️❤️
❤️❤️❤️
আসসালামু আলাইকুম 🥰
কিছু বিশেষজ্ঞ গবেষণার আলোকে দাবি করেন, “যকৃতের ক্যান্সারকে দমিয়ে রাখতে পারে ঘি।😍
যে ‘এনজাইম’ যকৃতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে সক্রিয় করে সেই ‘এনজাইম’য়ে উৎপাদন কমিয়ে দিয়ে এই কাজ করে ঘি। ❣️
ক্যান্সার সৃষ্টিকারী উপাদান শরীর থেকে বের করে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঘিয়ের, যা পক্ষান্তরে প্রাণঘাতি এই রোগের ঝুঁকি কমিয়ে আনে।”🥰
আসসালামু আলাইকুম 🥰
প্রয়োজনীয়_কিছু_টিপস:-✌️✌️
🌹 বেশি ভাত রান্না করতে হলে একটু তেল দিবেন।
🌹 এলাচ গুঁড়া, ডিমের কেক তৈরিতে আর চা তে ব্যবহার করবেন।
🌹 সবজি তে শুকনা মরিচ , রসুন আলাদা তেলে ভেজে টেলে দিবেন। দারুন একটা স্মেল বের হবে।
🌹মুগডাল নামানোর সময় ঘি তে চিনি পুড়িয়ে লাল করে দিবেন।
🌹 লাউ বা সবজি হাই হিটে রান্না করলে রং সুন্দর থাকে।
😊ধন্যবাদ😊
আসসালামু আলাইকুম 🥰
মিষ্টান্ন জাতীয় খাবার খেতে পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন। সবাই একটু না একটু মিষ্টির প্রতি আসক্ত 🤭🤭
কিছু খেতে ইচ্ছা করছে মানেই মিষ্টি কিছু খাওয়ার কথা মাথায় এসেছে, এমনটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে।
চারপাশে লক্ষ্য করলেই দেখা যাবে দুই ধরনের মানুষ রয়েছে। একদল নাস্তা হিসেবে ভাজাপোড়া যেমন-চিপস, পপকর্ন ইত্যাদি ধরনের খাবার খেতে পছন্দ করেন। আরেকদল মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন যেমন-চকলেট, কেক, বিস্কুট ইত্যাদি।♥️♥️
আসসালামু আলাইকুম ♥️
"চিকেন বল"
আমার তো মনে হয় সকলেরই সবচেয়ে পছন্দের খাবার এটি😋
অর্ডার করতে এখনই ইনবক্স করুন 😍
আসসালামু আলাইকুম🥰
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 😍
আজকের অর্ডার ছিলো "বীফ তেহেরী"
আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক সন্তুষ্ট 😍
আসসালামু আলাইকুম😍
স্বাদে আহ্লাদে এর চিকেন কাবাব টেষ্ট না করলে এখনই অর্ডার করে ফেলুন🧡
আলহামদুলিল্লাহ অসম্ভব মজার একটা আইটেম♥️
আসসালামু আলাইকুম ♥️
নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না😊
আসসালামু আলাইকুম,🥰🥰
হোম মেইড খাবার এর মত স্বাস্থ্যসম্মত খাবার কোথাও পাবেন না কত টা যত্ন, কত টা কষ্ট করে বানানো হয় এক এক টা আইটেম♥️♥️
তাছাড়া একা হাতে সব কিছু করা টাও কিন্তু অনেক ডিফিক্যাল্ট😐
তাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার রান্না করতে অনেক ভালো লাগে, তাই তো শখের বশে আমার পেইজটি খোলা😍🤗
⛔আমাদের হোম মেইড ফুড।
কাস্টমার অর্ডার করলে আমরা ফুড বানিয়ে দি,
সেক্ষেত্রে
📢 দুপুরের অর্ডার আগের দিন রাত ১২ টা এর মধ্যে এবং রাতের অর্ডার বিকাল ৩ টা এর মধ্যে কনফার্ম করার জন্য অনুরোধ করা গেলো।
আসসালামু আলাইকুম♥️♥️♥️
লোভনীয় সব খাবার খেতে এখনই অর্ডার করুন আমাদের পেইজে🤗🤗🤗
স্বাদে আহ্লাদে
আসসালামু আলাইকুম ♥️♥️
মজাদার লোভনীয় সব খাবার খেতে এখনই ইনবক্স করুন আমাদের পেইজে ✌️✌️
📢 দুপুরের অর্ডার আগের দিন রাত ১২ টা এর মধ্যে এবং রাতের অর্ডার বিকাল ৩ টা এর মধ্যে কনফার্ম করার জন্য অনুরোধ করা গেলো।
আসসালামু আলাইকুম 😍
"সাসলিক"
খেতে চায় কে কে?🤗
অসম্ভব মজার একটি খাবার😋😋
আসসালামু আলাইকুম, ♥️♥️
কেমন আছেন সবাই???
সবাই তো ভুলেই গিয়েছেন🥺
লোভনীয় সব খাবার খেতে এখনই ইনবক্স করুন আমাদের পেইজে
আসসালামু আলাইকুম
খাবার নিয়ে বিশেষ ব্যক্তিগণ যারা আমাদের জ্ঞান ভান্ডার ছিলেন । প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এই ধরনের কিছু বিশেষ ব্যক্তিগণ আমাদের মাঝে এসে থাকেন তাদের বিভিন্ন বিষয়ের উপর মতামত প্রকাশের জন্য। তেমনি কিছু বিশেষ ব্যক্তি গণ খাবার নিয়ে উক্তি করেছেন । সুতরাং এখানে এসেই সেরা উক্তি গুলো আমরা জানবো।
⭐ “আনন্দ সহকারে পরিমাপ করে খাও। – জন রে”
⭐ “আমি খাওয়ার সময় হাসি না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। – ডি, জি, রসেটি”
⭐ “তুমি বেঁচে থাকার জন্যই খাবে, খাওয়ার জন্য বেঁচে থাকবে না। – সিসেরাে”
⭐ “ঠোঁট যাত লাল টুকটুকে হোক না কেন, তাকে খাওয়াতে হবে। – এ, বি, ডিলায়েন”
⭐ “দুপুরের খাওয়ার পর বিশ্রাম নাও এবং রাত্রে খাওয়ার পর হাঁটো।—জন রে”
⭐ “বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর। – জন লিলি”
আসসালামু আলাইকুম 😍😍
সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখে না।
সৌন্দর্য তখনই শুরু হয়, যখন আপনি নিজের হতে পারেন ।
আসসালামু আলাইকুম, ♥️
একটি কাজের সৌন্দর্য দেখা এবং জানা যথেষ্ট নয়। আমাদেরকে অবশ্যই এটির দ্বারা অনুভব করতে হবে এবং প্রভাবিত হতে হবে.
আসসালামু আলাইকুম 😍😍😍
ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে "ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই এন্ড প্রণ ফ্রাই" খেতে চান???😋😋😋
তাহলে আর দেরী কেনো?
এখনই অর্ডার করে ফেলুন 😇
ও হ্যাঁ সাথে কিন্তু লেমন জুসও আছে🤗
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Chittagong
Opening Hours
Monday | 10:00 - 22:00 |
Tuesday | 10:00 - 22:00 |
Wednesday | 10:00 - 22:00 |
Thursday | 10:00 - 22:00 |
Friday | 10:00 - 22:00 |
Saturday | 10:00 - 22:00 |
Sunday | 10:00 - 22:00 |
Chittagong
HI,I am Rajpria from Rajpria's Kitchen .I love experimenting with new recipes and cuisines.
Chittagong
Chittagong
Assalamu'alaikum warahmatullahi wabarakatuh Hi i'm Ovi and welcome to my food Journey.
Chittagong
Cooking Is Nothing But Following Your Own Hearts.. Satisfy your Appetite... 😊