Science Tonic By Zobaer & Zeba

Contact 01775646392
to know details.

Photos from Science Tonic By Zobaer & Zeba's post 08/03/2023

أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَٰٓفَّٰتٍ وَيَقْبِضْنَۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ

Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing.
Quran(67:19)
তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিদের প্রতি, যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।

The air entering a peregrine falcon's nose during its high speed dives (320 km/h) would cause its lungs to explode, but bony tubercles in its nostrils safely regulate the passage of air. Engineers solved the air intake in jet engines in a similar way!


The bird is not amazing,
Allah's creation is amazing.
Who other than Allah taught the bird how to function?

Photos from Science Tonic By Zobaer & Zeba's post 27/02/2023

HSC 23 Biology Revision Programme
Offline Batch
টোটাল ক্লাস :২৫ টি
টোটাল অধ্যায় ভিত্তিক পরীক্ষা (CQ+MCQ): ১৪ টি
সাবজেক্ট ফাইনাল: ৪ টি
ম্যারাথন MCQ Exam: ১ টি

কোর্স ফি :৪৫০০/-
Only Exam/Only Class হিসেবে ভর্তি হলে ফি only ২০০০/-
ভর্তির জন্য ইনবক্স অথবা যোগাযোগ করো 01982085428 এই নাম্বারে

03/11/2022

HSC 22 ব্যাচ এর সকল পরিক্ষার্থী ও আমার প্রিয় স্টুডেন্ট দের জন্য রইলো শুভকামনা ও দোয়া..!!

ইনশাআল্লাহ, তোমাদের পরীক্ষা ও রেজাল্ট ভালো হবে কারণ তোমরা পরিশ্রম করেছো,ধৈর্য্য ধরেছো...
আল্লাহ তা'আলা তোমাদের সাথে আছেন,তোমাদের কে দেখছেন,তিনিই উত্তম সাহায্যকারী যার উপর তোমরা নিশ্চিন্তে ভরসা করতে পারো,তাই সকল টেনশন দূরে থাক...!!

খুশি মনে রিভিশন দাও,মাথা ঠাণ্ডা রাখো,ইনশাআল্লাহ সব ভালো হবে😊😊

26/08/2022
25/08/2022

প্যারেন্টিং এর উপর একটা লেকচারে শুনেছিলাম: প্রথম ৭ বছর আপনার সন্তানের সাথে খেলা করুন, দ্বিতীয় ৭ বছর তাকে ডিসিপ্লিন শেখান, তৃতীয় ৭ বছর তার বন্ধু হয়ে যান।

টিনেইজ নিয়ে মোহাম্মাদ আকরাম ও রিদা বাশীর এর একটা বই পড়ছি, ওখানে টিনেইজ সময়টাকে ৩টি পর্যায়ে ভাগ করেছে-
১. আর্লি টিনেইজ: ১২- ১৫ বছর
২. মিডল টিনেইজ: ১৫- ১৮ বছর
৩. লেট টিনেইজ: ১৮- ২০ বছর

একেকটা পর্যায়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য ও আচরন রয়েছে, মোদ্দাকথা যেটি তা হলো, বয়ঃসন্ধির এই বয়সটাতে সন্তানকে খুব বেশি শাসন করে কিংবা 'পাওয়ার স্ট্রাগল' এ জড়িয়ে লাভ নেই; এই সময়টিতে মূলত আমাদের আচরন হবে তাদের বন্ধুসুলভ, গাইডসুলভ কিংবা কনসালট্যান্টের মত, যে কিনা কিশোরের চিন্তাগুলোকে সম্মান দিয়েই নিজ জীবনের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দেবে। এই বয়সটিতে সন্তানকে নিয়ন্ত্রণ করতে চাওয়া মানে আদতে নিয়ন্ত্রণ হারানো কিংবা সন্তানের সাথে মধুর সম্পর্কের ভরাডুবি....

চিন্তা করে দেখলাম, কথাগুলো বিলিয়ন ডলার এডভাইস সমতুল্য। আমার চারপাশে যেসব বাবামায়েদের দেখি, সারাদিন সন্তানদের 'বেয়াদব' 'বেয়াদব' বলে গাল দিতে থাকেন, এদের প্রত্যেকেই গাছের গোড়ায় পানি ঢালতে ব্যর্থ হয়েছেন। তা কেমন? খেয়াল করে দেখবেন, যে ৭-১৪ বছরের সময়টিকে সন্তানের শাসনের অর্থাৎ আদব-কায়দা শেখানোর বয়স বলা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ সময়টিকেই অধিকাংশ বাবা মায়েরা আদরের আতিশয্যে সন্তানকে মাথায় তোলেন, তার যৌক্তিক- অযৌক্তিক সব ধরণের দাবি দাওয়া মেনে নেন, শাসনের জায়গাটিতেও এড়িয়ে যান এই বলে 'ও তো ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে'। উহু, কাচায় না নোয়ালে বাশ, পাকলে করে ঠাস ঠাস। যে সন্তানটি শৈশবে আদব শিখতে পারেনি, কৈশোরে গিয়ে তাকে আর তা শেখানোর সময় নেই, কারণ তখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷ এতদিন আপনি যাকে শিখিয়েছেন, সেই সন্তানটি তার আলো ঝলমলে চোখে দেখা নতুন পৃথিবীর সবকিছু আপনাকেই শেখাতে চাইবে, আপনার সব কথা, যুক্তি, বুদ্ধি তার কাছে সেকেলে ঠেকবে। তো আমার মনে হয়, আমাদের দেশের লেখাপড়ার বয়সে যদি হিসেব করি, তাহলে আদব শেখানোর বয়সটা মোটামুটি ক্লাস টু থেকে ক্লাস এইট। এইট-নাইনের দিকে গিয়েই টিনেইজের ধাক্কা শুরু হবে, তা সামাল দিয়ে নতুন কিশোরটিকে আবার পরিণত বিবেকের মানুষ হয়ে উঠতেই ভার্সিটি লাইফে পা দিয়ে ফেলবে। এই সময়টিকেই বলা হয়েছে 'লেট টিনেইজ', যখন কিশোরের অনিয়ন্ত্রিত চিন্তা ও কল্পনা একটু একটু করে মার্জিত হতে শুরু করে, চিন্তায় পরিপক্কতা আসে, পরমতের প্রতি সহিষ্ণু হতে শেখে।

তো মোদ্দাকথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, শাসন শুরু হবে কবে থেকে? এরাউন্ড ৭ বছর, ক্লাস ওয়ান/টু এরকম, যখন শিশু মোটামুটি ভালো-মন্দ বুঝতে শিখে যায়। দেখুন, ইসলামও কিন্তু আমাদের এমনটিই শেখায়, শৈশব থেকে বাচ্চারা আনন্দে খেলেধুলে সালাত পড়ে, কিন্তু ৭ বছর বয়সে প্রথন তাকে অফিশিয়ালি সালাত পড়ার নির্দেশ দিতে বলা হয়েছে। এরপর যদি বলতে বলতেও না শোনে? তাহলে ১০ বছর বয়সে প্রহারের অনুমতিও দেয়া হয়েছে। তবে সুন্দর কথায়, উপদেশে কাজ হলে আর প্রহারের পর্যায়ে যাবেন কেন??

শাসনের মোটামুটি শেষ কবে? ক্লাস এইট/নাইন এরকম, মোটামুটি ১৪-১৫ বছর বয়সে। এক শাইখ বলেছিলেন, এ কারণেই আগের যুগে ১৪/১৫ বছর বয়সে সন্তানেরা যে ম্যাচ্যুরিটি অর্জন করতো তা দিয়ে যুদ্ধের সেনাপতিও হতে পারতো। আর এই একবিংশ শতাব্দীতে এসে পনের বছর বয়সী সন্তানটি নিজ হাতে ভাত তুলেও খেতে পারেনা। আহা, কি 'আদুরে অযোগ্য' প্রজন্মের প্যারেন্ট আমরা!

এবার অনেকের মাথায়ই একটা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে হয়তো: শাসন করা কিংবা আদব শেখানোর উপায় কী? হায়ে হাত তোলা? 'মাইরের উপর ওষুধ নাই' থেরাপি? আমি মোটা দাগে বলবো: "না"। আমাকে একটামাত্র উদাহরণ দেখান তো যেখানে রাসূল সা. নিজে তার কোন স্ত্রী বা সন্তানের গায়ে হাত তুলেছেন বলে আমরা জানতে পেরেছি?? উনি এতগুলো স্ত্রী, সন্তানের ভারবহন করেও যখন কারও গায়ে হাত তোলেননি, আমাদের দু'একটা সন্তান নিয়েই আমরা এত বিরক্ত কেন হয়ে যাচ্ছি? আমাদের নানা-দাদারা সন্তানদের কথায় কথায় পিটিয়ে ছাল তুলে দিয়েছেন, তাই? উনারা তো বউকেও পিটাতেন। উনারা কি রাসূল সা. এর চেয়েও উত্তম পিতা কিংবা স্বামী ছিলেন?

আমি বিগত ২-৩ বছর যাবত দেশি বিদেশী ডজনখানেক প্যারেন্টিং কিতাবাদি পড়ে যা জেনেছি, তার মূলভাব এরকম: যথার্থ শাসন কিংবা আদব শেখানোর প্রথম উপায় হচ্ছে, নিজেরা উত্তম আদর্শ হওয়া। আমি-আপনি যেটা নিজেরাই মানতে পারিনা, ঐ ফাকা বুলি সারাজীবন দিলেও কাজ হবেনা, বাচ্চারা চোখ দিয়ে শেখে, কান দিয়ে নয়।

আর যেসব বিষয় নরমে কাজ না হয়? সেখানে প্রয়োজনে গরম হউন, কিন্তু হাত চালানোর দরকার নেই। যে কাজটি নিষেধ, সেই কাজ করতে সে যতই ইনিয়ে বিনিয়ে অনুরোধ করুক, 'শক্ত গলায়' সেটা নিষেধ করুন, নিজের কথার উপর ইস্তিকামাত থাকুন। কাদে কাদুক, রাগ হয় হউক। যে কাজটি তার জন্য সত্যিই ক্ষতিকর, সেটা তাকে দেওয়া যাবেনা, ব্যস। কেদেকেটে একাই থেমে যাবে, একসময় ওটাকেই মেনে নেবে। কিন্তু কান্না কিংবা ইনিয়ে বিনিয়ে আবদার করার বিনিময়ে যদি একবার অযাচিত আবদার আদায় করে ফেলে, তাহলে এই কান্নাটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে, ওটাকেই তখন রিওয়ার্ড হিসেবে সেট করে ফেলবে অবচেতনে। এটাকেই বলা হয় 'টেম্পার ট্যান্ট্রাম'। শাসনের বয়সে অবশ্যই শাসন করুন, শাসনের জন্যেও সাইকোলজিক্যালি প্রমাণিত অনেকগুলো পন্থা আছে, সে বিষয়টি অবশ্য আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে।

অনেক মা আহ্লাদে গদগদ হয়ে বলেন: আমার সন্তানের গায়ে কোনদিন মাছিটি উড়ে বসতে দিইনি। আমার সন্তান কোনদিন হাতে তুলে ভাত খায়নি৷ আমার সন্তানের কোন আবদার কোনদিন অপূরণ রাখিনি..... এই মায়েদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো: আপনি আপনার সন্তানকে নষ্ট করেছেন, এ ছাড়া কাজের কাজ কিছু করেননি। যে সন্তান শৈশবে এটা ভেবেই নিয়েছে, সে যা চায় তাই পাবে, সে বড় হয়েও 'চাহিবামাত্র পাওয়া'টাকেই তার অধিকার ভেবে নেবে; প্রয়োজন আর বিলাসিতার মাঝে পার্থক্য করতে শিখবেনা, মা-বাবা কিংবা সমাজের কাছে শুধু পাওয়া নয়, তাদেরকে যে অনেক কিছু দেওয়াওর আছে, এই সত্যগুলো বেমালুম ভুলে যাবে৷ এই আপনিই যখন বৃদ্ধ বয়সে ঐ সন্তানের কোন চাহিদা পূরণে অসমর্থ্য হবেন, ঐ সন্তানই আপনাকে তখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে। অথচ ইসলামের শিক্ষাটা এখানে কতখানি ব্যালেন্সড: বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের দেখভাল করা যে বাবা-মায়ের দায়িত্ব, সেই বাবা-মা ই বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর তাদের দেখভাল করা, তাদের ভরণপোষণ দেয়া ছেলেসন্তানের উপর ফরজ দায়িত্ব। এই যে দায়িত্বের হাতবদল, শৈশবের পরনির্ভরতা থেকে স্বনির্ভর হয়ে একসময় নিজেই নির্ভরশীলদের অবলম্বন হওয়া, এটাতো একটু একটু করে দায়িত্ব নিতে নিতেই সন্তান শেখে, একদিনেই শিখে ফেলেনা!

ফিরে আসি আগের কথায়: শাসন করতে কি মারধর করাই লাগে? ইসলামে তো প্রহার করার অনুমতি দেয়া হয়েছে! উহু, কড়া কথায়ই ৮০-৯০% কাজ চলে যায়, বুদ্ধি করে পরিস্থিতি বুঝে বলতে পারলে। আর গায়ে হাত তোলা? সমস্ত উপায়ে চেষ্টা করার পরও যখন ব্যর্থ হবেন, এটা কেবল তখনই প্রয়োগ করতে পারবেন। কিন্তু সেই প্রহার করারও আদব আছে, মন চাইলো আর গরুর মত পেটাতে শুরু করলেন, এমনটি কখনো নয়। এতে বরং হিতে বিপরীতই বেশি হয়।

শাসন কি একদম গুণে গুণে ৭ বছরেই শুরু করতে হবে? না, এটা আসলে আকাবিরদের অভিজ্ঞতালব্ধ একটা এস্টিমেশান। এটা হচ্ছে অফিশিয়ালি আদব শেখানোর বয়স। কিন্তু সচেতন বাবা-মা তো এর আগে বসে থাকবেন না, শিশুর বুদ্ধি হওয়ার পর থেকেই নিজেদের কথায়, কাজে, আচরনে তার কাছে একটু একটু করে সত্য-মিথ্যা, সঠিক-ভুলের পার্থক্য তুলে ধরা, বেশি প্রেশার না দিয়ে তার চাওয়া-পাওয়ার লিমিটটুকু আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া। একদম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে সপ্তম বছরে গিয়ে শাসন শুরু করে দেবো, এমনটি তো কল্পনা করা কঠিন, তাইনা??

#প্যারেন্টিং_ভাবনা

~ Nishat Tammim আপু❣️

22/08/2022

আমরা তোমাদের জন্য আছি,আমাদেরকে নির্দিধায় তোমরা তোমাদের মনের কষ্ট,যেকোন অসুবিধা শেয়ার করতে পারবে..!!

Su***de is never a Solution..!!

মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ইমানদারদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। (সুরা: ত‌ওবা, আয়াত নং-১১১)।

তাই মানুষ নিজের সম্পদ ও জীবনের মালিক নয়। মালিক হচ্ছেন আল্লাহ তায়ালা। তাই মানুষের উচিত আল্লাহর হুকুম মতো নিজের জীবন ও সম্পদ পরিচালনা করা। জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত।

এ কারণে হত্যা ও আত্মহত্যা হারাম ও মহাপাপ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না। (সুরা:বাকারা, আয়াত নং-১৯৫)।

পত্র-পত্রিকার সংবাদ অনুযায়ী আত্মহত্যার প্রবণতা তরুণ-তরুণীদের মাঝে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। হতাশা, ক্ষোভ, রাগ ও জিদের বশীভূত হয়ে তারা আত্মহত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন। প্রকৃত ইমানদার কোনও দিন হতাশ হয় না। আল্লাহর রহমত ও দোয়ার প্রত্যাশী থাকে।

প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। (সুরা: বাকারা, আয়াত নং-১৫৩)।

দুনিয়ার হতাশা থেকে মুক্তির জন্য আত্মহত্যা কোনও সমাধান নয়। যারা পরকাল বিশ্বাসী তারা কখনও আত্মহত্যা করতে পারে না। পরকালে আত্মহত্যাকারীদের কঠোর শাস্তি হবে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে যেভাবে আত্মহত্যা করবে, তার শাস্তি সব সময় সেভাবে হতে থাকবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করে তাকে দোজখের মধ্যে এভাবেই লোহার মাধ্যমে অনবরত নিজেকে হত্যা করার শাস্তি প্রদান করা হবে। যে বিষ পান করে তাকে অনবরত বিষ পান এবং যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে তাকে এভাবেই দোজখে অনবরত শাস্তি প্রদান করা হবে। (বুখারি শরিফ, হাদিস নং-৫৭৭৮)।

নিয়মিত ধর্মীয় বিষয়াদি পালন করলে যেমন নামাজ, কোরআন তেলাওয়াত ও দান-সদকার কারণে হতাশা কেটে যায়। পরকালের শাস্তির ভাবনা অন্তরে জাগ্রত হয়। প্রকৃত ইমানদার কোনোদিন আত্মহত্যা করতে পারে না।

মিশকাত শরিফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ মিরকাতুল মাফাতিহ-এর লেখক আল্লামা মোল্লা আলি কারি রহ. হাদিসের ব্যাখ্যায় বলেন,যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে করে থাকে, তাহলে চিরদিন সে জাহান্নামে থাকবে। যদি হতাশা বা অন্য কোনও কারণে না বুঝে আত্মহত্যা করে থাকে তাহলে সে হারাম ও মহাপাপ করেছে। সে অন্যান্য গুনাহগারদের মতো জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন জান্নাতে যাবে।

আত্মহত্যার প্রবণতা বন্ধের জন্য ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা, মানুষের সঙ্গে সুসম্পর্ক, একজন মুসলিম অন্যজনের খোঁজখবর নেওয়া এবং মানুষের মনের কথা জানা ও জানানোর মাধ্যমে আত্মহত্যার প্রবণতা বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।

লেখক:মুফতি ইমরানুল বারী সিরাজী,মিডিয়া ব্যক্তিত্ব ও খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

11/08/2022

করোটিক স্নায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য :
✍সর্বাপেক্ষা বৃহৎ করোটিক স্নায়ু→ ট্রাইজেমিনাল
✍সর্বাপেক্ষা বিস্তৃত করোটিক স্নায়ু→ভেগাস
✍সর্বাপেক্ষা ক্ষুদ্র করোটিক স্নায়ু→অলফ্যাক্টরী
✍ভেগাস স্নায়ুকে বলা হয়→ক্ষুধার্ত স্নায়ু, নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু
✍অলফ্যাক্টরী স্নায়ুকে বলা হয়→ঘ্রাণ গ্রহণকারী স্নায়ু
✍অপটিক স্নায়ুকে বলা হয় → দর্শন স্নায়ু
✍ট্রকলিয়ার স্নায়ুকে বলা হয় → প্যাথেটিক স্নায়ু
✍অকুলোমোটর স্নায়ুকে বলা হয় →অক্ষিগোলকীয় স্নায়ু
✍ ফেসিয়াল স্নায়ুকে বলা হয় →মুখমন্ডলীয় স্নায়ু বা স্বাদ গ্রহণকারী স্নায়ু

Photos from Science Tonic By Zobaer & Zeba's post 09/08/2022

Some Moments in our Classroom..!!💗

Our location :
৪র্থ তলা,মাহাবুবা মঞ্জিল,৩৬১/এ, এম.এম. আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম। (দামপাড়া হান্ডির বিপরীতে, টেলিটক বিল্ডিং এবং White Park Hotel এর মাঝের গলি)

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dampara
Chittagong

Opening Hours

Monday 12:00 - 19:00
Tuesday 12:00 - 19:00
Wednesday 12:00 - 19:00
Thursday 12:00 - 19:00
Saturday 12:00 - 19:00
Sunday 12:00 - 19:00

Other Chittagong schools & colleges (show all)
Ispahani Public School & College Ispahani Public School & College
Zakir Hossain Road
Chittagong, 1207

upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)

Bangladesh Bank Colony High School (Agrabad,Chittagong) Bangladesh Bank Colony High School (Agrabad,Chittagong)
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100

UnOfficial page.. Bangladesh Bank Colony High School....

Sunshine Grammar School Sunshine Grammar School
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000

Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.

Radiant School & College Radiant School & College
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong

Worst School In the WORLDDD!!!

Jahid Sir Jahid Sir
New Market
Chittagong

Killai aisshus de??? :P

Chunati:: চুনতি Chunati:: চুনতি
Chittagong, 4000

চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন ঐতিহাসিক একটি গ্রাম।

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Purba Bakalia City Corporation Kindergarten Purba Bakalia City Corporation Kindergarten
Chittagong

A kindergarten school which is ruled by Chittagong City Corporation

Shortcut English Shortcut English
Baradarogahat, Sitakunda
Chittagong, 4311

* JSC, SSC, HSC Degree এবং Honors পরীক্ষার্থীদের জন্য। * JDC, Dhakhil, Alim পরীক্ষার্থীদের জন্য। *University Admission, Teacher's Registration Exam

All Essay Paragraph All Essay Paragraph
Sirajuddullah Road
Chittagong, 4203

Allessayparagraph.com Is an Educational Website Where Are Available High-Quality English Essays, Compositions, Paragraphs, Applications, Email, Letters, Conversation, Grammar, Etc....

Indoor Coaching Center Indoor Coaching Center
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong

A place for enlightening yourselves

Ayman Sadiq Fans Ayman Sadiq Fans
Raozan
Chittagong, 4340

10 Minute School is the largest online education platform in Bangladesh. Through our website, app and social media, more than 2 million students are accessing quality education eac...