বিলাসীরুপ কর্নার-Bilashe Rup Corner

আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে,

31/03/2024

আসসালামু আলাইকুম।
৫০০ টাকা ভিক্ষা দেয়ার থেকে ৫০০ টাকা উপার্জন করার সুযোগ করে দেয়া উত্তম। তাই যাকাতের টাকায় শাড়ী/লুঙ্গী না দিয়ে পরিচিত অসহায়দের কর্মসংস্থান করে দিন।

Photos from বিলাসীরুপ কর্নার-Bilashe Rup Corner's post 24/03/2024

আমিও আমার ভীষণ প্রিয়,আমিতে মত্ত থাকি
খামখেয়ালী আমিটাকে,যত্নে আগলে রাখি💞💕

23/03/2024

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না! একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!
"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাক্রিফাইস; যা সবাই পারে না!"
এর জন্য শুধু 'Male' হলে হয় না, ❝Man❞ হতে হয়!

বই: এপিটাফ।

23/03/2024

আল্লাহর অসংখ্য নেয়ামতে ডুবে আছি যা আমরা কখনো ভেবেও দেখি না। এই যে প্রান ভরে নিশ্বাস নিচ্ছি।চোখ দিয়ে অপঅরুপ সৌন্দর্য উপভোগ করছি। সুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। অসংখ্য সুস্বাদু খাবার খাচ্ছি। এগুলো কি নেয়ামত নয়? এমন অসংখ্য নেয়ামত ভোগ করে আল্লাহর ইবাদাতের সময় পাচ্ছি না।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।আর তার ইবাদাতে কবুল করে নিক।আমিন

05/02/2024

27/01/2024

ফেইসবুকের নতুন চমক
কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুুন,যদি highlight লেখা আসে,তাহলে সেইটা কমেন্ট কুরুন,যদি highlight লেখাটা নীল হয় তাহলে বুঝবেন আপনার আইডিটি মজবুত আছে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না

11/01/2024

(১)
সেদিন মারইয়াম (আ.) ছিলেন একা! সম্পুর্ন একা! কোথাও কেউ নেই! নেই শক্ত দুটি হাত, নেই অভয় ভরা কন্ঠ! কিচ্ছু নেই!

একাকিত্ব সেদিনও ছিল!

(২)
ধু ধু মরুভূমির প্রান্তর। খাবার নেই, পানি নেই। জনমানবহীন সেই পরিবেশে, সম্পুর্ন একা অন্ধকার রজনীতে দিন কাটিয়েছেন এক মহীয়সী নারী—হাজেরা (আ.)। সামনের দিন গুলোতে কী হতে যাচ্ছে, তা নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নেই যার, তিনি ছুটছেন তো ছুটছেন!
একটু পানির আশায়!

একাকিত্ব সেদিনও ছিল!

(৩)
বিশাল বড় রাজত্ব তার স্বামীর! অথচ, একটুখানি সিজদাহর জন্য তাকে কিনা জায়গা খুঁজে বের করা লাগে৷

একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্টার যিনি। তিনিই কিনা, তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা!

যাকে এতদিন ভালোবেসে এসেছে, ভরসা করে এসেছে। আজ সেই স্বামীকেই কিনা অকপটে বলতে পারছেনা, কোথায় আসল সুখ!
বুকের ভেতরের ছটফটানি কেউ দেখছে না! কেউনা!

একাকিত্ব সেদিনও ছিল।
.
আর এই একাকিত্ব তাদেরকে এই উম্মাহর কাছে চিরস্মরণীয় করে তুলেছেন।

আজ পুরো বিশ্বের মুসলিমরা মারইয়াম (আ.) এর সেই একাকিত্বের জার্নি রেগুলার পড়ে! আল্লাহর বাণী হিসেবে।

একাকিত্বের সেই কঠিন সময়ে, সাফা-মারওয়ায় হাজেরা (আ.) এর সেই ছোটাছুটি আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো যে আজ অব্দি প্রতিটি মুসলিম হাজ্জের সময়ে স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজটি করে যান।

রবের কাছেই একটি ঘর! কি সুন্দর! একাকিত্বের বেড়াজাল ভেঙে আছিয়া (আ.) আল্লাহর জান্নাত দেখে, আল্লাহর কাছেই ফিরে গেলেন।

কি অসাধারণ সেই একাকিত্ব!

ভাবুন তো? আপনিও কি একা? প্রতিনিয়ত এই একাকিত্বের কারণে কি আপনি ফোকাস হারিয়ে ফেলছেন?

তাহলে কল্পনা করুন,
ইয়াওমাল কিয়ামাহর দিন, এই একাকিত্বই আপনাকে সবার থেকে আলাদা বানিয়েছে।

আছিয়া (আ.) , মারইয়াম (আ.), হাজেরা (আ.) হয়েছেন আপনার জান্নাতের প্রতিবেশি?

ফিক করে হেসে দিয়ে, বলবেন না? ভাগ্যিস একাকিত্ব আমারও ছিল!

©

26/12/2023

❤️❤️❤️

25/12/2023
25/12/2023

বছর পালটাবে আমি না, আমি বলদ বলদই থাকবো!🙂

16/12/2023

আজ মহান বিজয় দিবসে শহীদের প্রতি রইলো বিনম্রশ্রদ্ধা ও ভালোবাসা।
আল্লাহ তাদের জান্নাতি করুক।

07/11/2023

জন্মমাস অনুযায়ী আপনি কি ফুল!🌻

জানুয়ারি – বকুল
ফেব্রুয়ারি – নয়নতারা
মার্চ – বেলি
এপ্রিল – শিউলি
মে – পদ্ম
জুন – রজনীগন্ধা
জুলাই – গোলাপ
আগষ্ট – অলকানন্দা
সেপ্টেম্বর – কৃষ্ণচূড়া
অক্টোবর – জবা
নভেম্বর – অপরাজিতা
ডিসেম্বর – কাঠগোলাপ

24/10/2023

একজন স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করেন নিজের পরিবারের জন্য। এরপরেও কিছু মন মত না হলেই অনেক স্ত্রী বলে "তোমাকে বিয়ে করে কিইবা পেয়েছি!"

স্ত্রী সারাদিন সংসার স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখে। সংসারের প্রতিটা সদস্যের পিছনে সময় ও শ্রম দেয়। এরপরেও অনেক স্বামী বলে ' সারাদিন ঘরে বসে করোটা কী!'

02/08/2023

আসসালামু আলাইকুম💙💙

31/07/2023

🙃🙃

30/07/2023

গীবত চার প্রকার।
১. হারাম গীবত
২. হালাল গীবত
৩. ওয়াজিব গীবত
৪. ফরজ গীবত

হারাম গীবতঃ সাধারণত আমাদের দৈনিক কথোপকথনে আমরা যেসব করে থাকি। অন্যের এমন সব দোষ চর্চা যা মূলত আলোচনার দ্বারা কারোর ই ফায়দা নেই।

হালাল গীবতঃ কারো এমন দোষ যা থেকে মানুষ কে সতর্ক করা উচিত। ধরুন কারো অভ্যাস হলো টাকা পয়সা ধার নিয়ে ফেরত না দেওয়া বা গড়িমসি করা। এক্ষেত্রে এমন ব্যক্তি যে তার অভ্যাস সম্পর্কে জানেনা তাকে ঐ ব্যক্তি সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দোষ বর্ণনা করলে এই গীবত হালাল।

ওয়াজিব গীবতঃ জীবনের কিছু বিশেষ ক্ষেত্র যা পরবর্তী সারাজীবনে প্রভাব ফেলবে এসব ক্ষেত্রে গীবত ওয়াজিব। যেমন বিয়ের ঘটকালির ক্ষেত্রে পাত্র পাত্রীর এমন দোষ যা গোপন করলে অপরপক্ষ সারাজীবনের জন্য ভুক্তভোগী হবে। এক্ষেত্রে সেসব দোষ বলে দেওয়া ওয়াজিব।

ফরজ গীবতঃ দ্বীনের যে কোন বিষয়ে যে কোন ব্যক্তি বা দল বিকৃতি সাধন করলে ওই ব্যক্তি বা দলের গীবত করে জাতিকে ঈমান রক্ষার জন্য সতর্ক করা ফরজ। বর্তমানে দ্বীন বিকৃতি করছে এমন কিছু দল হলোঃ

১. আহলে কুরআন
২. কাদিয়ানী বা আহমদিয়া মুসলিম জামাত
৩. শি'আ সম্প্রদায়
৪. নারীবাদী ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী
৫. দেওয়ানবাগী
৬. রাজারবাগী
৭. কুতুববাগী
৮. আটরশি/ বিশ্ব জাকের মঞ্জিল
৯. মাইজভান্ডারি
১০. মডারেট ইসলামের প্রচারক সকল ব্যক্তি বা দল।

আরও থাকতে পারে।

অনেকে কারো ভ্রান্তি ত্রুটি তুলে ধরলেই গীবতের মাস'আলা শিখাতে উঠেপড়ে লাগে। তাদের জন্য এই চার প্রকার জেনে রাখা উচিত

Copied

Photos from বিলাসীরুপ কর্নার-Bilashe Rup Corner's post 01/07/2023

সেই মেঘ বালিকার গল্প হোক
শহর জুড়ে বৃষ্টি হোক !🌼

30/05/2023

যদি আপনাকে বলা হয়,"স্পেশাল কয়'জন মানুষের সাথে দেখা করেন, কোথাও ঘুরতে যাওয়া বা এক সাথে চা খেতে বলা হয় তাহলে আপনি কাদের নিয়ে সেই সময়'টা স্পেন্ড করবেন। 💖

12/05/2023

লাইফ নিয়ে দুঃচিন্তা করবেন না!
কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য। রিযিক নিয়ে পেরেশান হবেন না, রিযিকের বন্টন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, ভবিষ্যৎ ফায়সালাও আল্লাহর জিম্মায়।

~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ্🖤

রব' জানেন কোন কথা আপনার হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয়, তিনি জানেন আপনার কি চাই' তিনি এ'ও জানেন কি পেলে আপনি খুশি হবেন। আর,

সবথেকে বড় কথা কি জানেন! তিনি জানেন যে কোন জিনিসটা কোন সময়ে আপনার জন্য কল্যাণকর'❤️
তাই ধৈর্য্য ধারণ করুন, তিনি যাকে অধিক ভালোবাসেন তাকেই পরীক্ষার সম্মুখীন করেন, দেখবেন শীঘ্রই আপনি সুখের হাসি হাসবেন।

ইন-শা-আল্লাহ'♥️

Photos from বিলাসীরুপ কর্নার-Bilashe Rup Corner's post 09/05/2023

নিজের হৃদয় নিজেকেই চারা গাছ এর মত পানি দিয়ে সুন্দর সতেজ করে তোলা জানতে হয়💙

05/05/2023

💙

Photos from বিলাসীরুপ কর্নার-Bilashe Rup Corner's post 04/05/2023

া_গাছ_এক_একটা_অক্সিজেনের_ফ্যাক্টরী,
#সবগাছ_কাইটা_ফালাইতাসে_আমি_ঔষধ_বানামু_কি_দিয়া?
প্রিয় অভিনেতা প্রয়াত আবুল খায়েরের এই বিজ্ঞাপনের কথাকি মনে আছে?
* কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?
-- আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?
*আছিলো, কাইট্টা ফালাইছে।
-- এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ?
* আছিলো, কাইট্টা ফালাইছি।
-- আপনের গাছ?
* হ, টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।
-- গাছ লাগাইছিলো কেডা?
* আমার বাবায়।
-- আপনি কী লাগাইছেন?
-- আমি কী লাগাইছি?
* হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে...........
আবুল খায়েরের শেষ কথাটি ছিল:
"এক একটা গাছ, এক একটা অক্সিজেনের ফ্যাক্টরী।" জনস্বার্থে বিজ্ঞাপনটি আবারো প্রচার করা হোক।

04/05/2023

মাথায় হার্ট আমার🥴🥴

03/05/2023

জাপানিতো অত কঠিন কিছু না। নিজের নাম জাপানিতে লিখুন।

A= ka, B=tu, C=mi, D= te, E= ku, F=lu, g= ji, H= ri, I= ki, J= zu, K= me, L= ta, M= rin, N= to, O= mo, P= no, Q= ke, R= shi, S= ari, T = chi, U= do, V= ru, W=mei, X= na, Y= fu, Z= zi...

আমি হলাম কাশিকিলু।

18/11/2022

কারো বিল্ডিং ঘর দেখে আমি আমার টিনের ঘর ফেলে দিবো এতটা বোকাও আমি নই।
আমার কম দামি জামা,জুতা,ঘড়ি,ব্যাগ সবটাই আমার প্রিয়। এই কম দামি জিনিসেই আমি সুখ খুজে পাই।

যা তুমি তোমার হাজার হাজার টাকার জিনিস পত্রে পাও না। তাই শেল্ফ সেটিস্ফাইড পেতে অন্যর জিনিস কে ছোট করে আনন্দ পাও।
কখনো আমার একটি বড় ঘর হবে তখন সেটিকে আমি সুন্দর করে সাজাবো।
সেই আশায় মন আমি বাধি না😆 বর্তমানের এই ছোট ঘরটাকেই আমি সুন্দর করে সাজাতে ভালোবাসি।❤

আমি কখোনই আমার কি আছে আমার ১৪ গুষ্টির কি আছে এই নিয়ে কথা বলি না কারো সাথে। কারণ এই পৃথিবীর কিছুই তো আমার নই। আমার শরীর এর অজ্ঞ গুলোই তো আখিরেতে আমার থাকবে না।তাদের জবান খুলে দেওয়ার পর তারা বিচার দিতে থাকবে আমার নামে।

নিজেকে বড় প্রমাণ করতে চাইলে কখনোই অন্যকে ছোট করে বড় হতে চাইবেন না।
তাহলে আপনি নিজেও জানবেন না আপনি কতটা তার চোখে ছোট হয়ে গেলেন।

অর্থ কখনোই আপনাকে উচু শ্রেণির মানুষ বানাবে না,হ্যা ধনি বলা যাবে আপনাকে।
কিন্তু উঁচু শ্রেণির মানুষ হতে লাগবে মানুষের প্রতি মানুষের সম্মান,এবং একটি জাগ্রত বিবেক।

📝 #রুপাঞ্জনা ইসলাম

03/11/2022

হে যুবক শোন!!!তুমি যিনার মধ্যে আছো।এই পুরো সমাজব্যবস্থা তোমাকে যিনায় নিমজ্জিত করতে উদগ্রীব।কিন্তু শুনে রাখ।তোমার চরিত্র রক্ষা করার জন্য শুধু মাত্র কেবল মাত্র একজনই যথেষ্ট।
তিনি আর কেউ নন তোমার "রব"।আজ ক্ষণিকের মোহে পড়ে নিজের চরিত্রে কালি লাগচ্ছ?কাল তোমার "আহলিয়া" যখন এমনি হয়ে তোমার জীবনে আসবে।তখন কি করে মেনে নেবে? সুতরাং নিজের চরিত্রের হিফাজত করো।নয়ত তুমি ধ্বংস হয়ে যাবে।

সৈয়দ আবু বক্কর

02/11/2022

কেউ আমাকে জিজ্ঞেস করলো
রবের কাছে কি চাও তুমি ?

আমি মুচকি হাসি দিয়ে বললাম 😊

"একদিন রাতে তাহাজ্জুদ পরে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইবো। পরের দিন রোজা রাখবো।সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়বে। বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করবো প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য..

সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামায পড়বো মনোযোগ ও ইখলাসের সাথে। তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওজু করবো। নামায পড়বো এবং শেষ সিজদায় মালাকুল মাউত এসে বলবে,

'হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে!

একটা উত্তম মৃত্যু! রবের জান্নাতে বসে ইফতার, নবিজি(স.) এর হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা- এই তো আর কি চাই!

আল্লাহ আমি সত্যিই এই মিথ্যা দুনিয়ার মায়া কাটিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাক্ষাৎ চাই,,,কবুল করো.

03/10/2022

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক।

সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিলো....
সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা।

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি।

আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি, সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তানঅন্ত প্রাণ!!

বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে।

লেখা ও ছবিঃ সংগৃহীত

Want your business to be the top-listed Shop in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

❤️❤️❤️
বাবাকে কখনো বলা হয়ে উঠে নি,এক আকাশ সমান ভালো বাসা তোমার জন্য বাবা😍❤️ #fbreels #fypシ゚viral #fbpost #fbreelsvideo
#ঈদের নতুন সাজ ডান,#আলহামদুলিল্লাহ  #fypシ゚viral #fbpost #fbreels #fbreelsvideo
ঈদের লুক ডান আলহামদুলিল্লাহ 😍😍 #fypシ゚viral #fbreels #fbpost
সুন্দর এই নিকাব আর বোরকাটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এ😍😍😍🥰

Telephone

Website

Address


Savar, Dhaka
Chittagong
1208

Other Chittagong shops (show all)
Siêu thị gia dụng - NL Siêu thị gia dụng - NL
Goribullah Shah Housing Road 01
Chittagong, 4000

a complete pakage of fashion lifestyle

Gadget And Accessories Gadget And Accessories
Banglabazar
Chittagong

Creative designs by Hayat Creative designs by Hayat
Halisohor
Chittagong, 101

Best online shop

Bakhur-Bd Bakhur-Bd
Chittagong
Chittagong

বাবুর দোকান বাবুর দোকান
13No Apollo Shopping Center, 3rd Floor, Kazir Dewry
Chittagong, 4217

You Will Get All Types Of Official/Unofficial Smartphones & All Types Of Authentic Gadgets

Beehive Mall Beehive Mall
House: 05, Road: 01, Shyamoli Housing Area, Pahartoli, Halishahar Road
Chittagong, 4216

Welcome to the official page of Beehive Mall. Order your everyday shopping items online, or over the

SUBAH Cosmetics & Jewellery SUBAH Cosmetics & Jewellery
Agrabad Lucky Plaza
Chittagong, 01740079609

agrabad Chittagong

বড়ুয়া বাজার বড়ুয়া বাজার
Chittagong

করোনা কালিন সময়ে আপনি থাকুন ঘরে নিরাপ?

Book Nook Book Nook
2 No Gate
Chittagong

Book Subscription Service

Resin n a bit more Resin n a bit more
Chittagong

Here o introduce you with handmade, customised Resin pieces and lot more�

ZERO Gaming SHOP BD ZERO Gaming SHOP BD
Chittagong, 3812

পুরো বাংলাদেশ এ আমরাই কম দামে গেমিং কয়েন সেল করে থাকি।১০০% প্রমান সহ। যত রকম গেইম আছে সব গেমের।

Zishan Telecom Zishan Telecom
Chittagong

Zishan Telecom is a multi branded shop of smartphone & Premium accessories. We have all kind of smartphones Including Oppo, Vivo, Nokia, Itel etc. including high & low budget. We ...