Gowtam

Gowtam

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gowtam, Educational consultant, Chittagong.

23/02/2022

RSI ( Relative Strength Index)আপেক্ষিক সূচক ক্ষমতা।
RSI Indicator( ইন্ডিকেটর)টি J.Wells Wilder Jr. সর্বপ্রথম 1978 সালে তাঁর লিখা "New Concepts in Technical Trading Sysyems" বইতে উপস্থাপণ করেন।
এটি মূলত একটি momentum Indicator যার মাধ্যমে currency পেয়ার এর মোমেন্টাম কতটুকু শক্তিশালী বা দূর্বল হচ্ছে তা সহজে বোঝা যায়।
এছাড়াও আমাদের দেশে বা অন্যান্য দেশে এটি খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। এর মাধ্যমে Overbought and Oversold position জানতে শক্তিশালী ভূমিকা
রাখে।
এই ইন্ডিকেটরটিতে পরিমাপ করার জন্য একটি স্কেল রয়েছে,যার মান 0 to 100. এই value দেখার মাধ্যমে
একজন ট্রেডার, শেয়ারের দামের অবস্থান এবং মুভমেন্ট বা গতিবিধি সম্পর্কে ধারনা অর্জন করতে পারেন।
RSI মান ৫০ এর উপরে থাকলে uptrend এর সংকেত আর নিচে থাকলে downtrend এর সংকেত প্রদান করে,ফলে একজন ট্রেডার বাই/সেলের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন।
RSI Indicator টি নিয়ে কাজ করতে হলে ৩টি position নিয়ে চিন্তা করতে হবেঃ-
(1) RSI এর মান 70 to 100 পর্যন্ত Overbought area.
(2) RSI এর মান 30 to 50 পর্যন্ত Sideway area.
অনেকে 30 to 70 পর্যন্ত neutral area হিসাবে বিবেচনা করেন।
(3) RSI এর মান 0 to 30 পর্যন্ত oversold area.
Overbought কি?
এই মান দ্বারা মূলত বিদ্যমান uptrend শেষ হতে চলেছে বোঝায়। অর্থাৎ কিছু সময়ের মধ্যে মূল্য নিচের দিকে নেমে আসার সম্ভাবনা আছে।
Oversold কি?
এই মান দ্বারা মূলত বিদ্যমান downtrend শেষ হতে চলেছে বোঝায়। অর্থাৎ কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে price bounce করে উপরের দিকে উঠার সম্ভাবনা আছে।
(আমার ক্ষুদ্র জ্ঞানের এই লিখাটি বিনিয়োগকারী ভাই/বোনদের সামান্য উপকারে আসলেও নিজেকে সার্থক মনে করবো)
শুক্রবারের আলোচনায় এই লিখাটি অনেক হেল্পফুল হবে,তাই লিখলাম।
সবাইকে ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong