iSOPLAN

iSOPLAN

You may also like

Masum Live
Masum Live

[] Architectural[] Structural[] Interior
[] Electrical[] Digital survey[] Soil Test
[] Construction

24/11/2022

Hand sketch

Photos from iSOPLAN's post 07/11/2022
27/02/2022
16/12/2021

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে।
যাদের আত্নত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদের'কে জানাই বিনম্র শ্রদ্ধা❤️
প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক বিজয়ের চেতনা..!❤️
🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা !!!🇧🇩

12/12/2021

লোকেশন ঃ রাংগুনীয়া পৌরসভা

17/09/2021

Duplex project

Photos from iSOPLAN's post 01/09/2021

Fell free for contac

22/07/2021

ঈদ মোবারক জানাই বাংলাদেশের
সকল স্তরের জনগণকে

Photos from iSOPLAN's post 03/07/2021

Project of BSMRMU @ ctg.
Soil investigation

Visit | Like | Share | Follow

Photos from iSOPLAN's post 03/06/2021

You should have think ability to give your client some extraordinary it is your client satisfaction your motivation.

Feel free to contac with us

17/04/2021

রমাদান মোবারক

05/04/2021

সর্ব প্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাংলাদেশের সনামধন্য প্রতিস্টান
এর পক্ষথেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। সবার অবগতির জন্য জানানো জাইতেছে যে,আমরা সাফল্যের সাথে গ্রহকদের সেবা দিয়ে যাচ্ছি,ইতিমধ্যে আমাদের কন্সট্রাকশন কাজের পরিধি বৃদ্ধির লক্ষে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের দরবারে আমাদের কাজের দক্ষতাকে প্রসার করার লক্ষে আমাদের #কন্সাল্ট্যান্ট সেবার পাশাপাশি সেবার মান অক্ষুন্য রাখতে ইতিমধ্যে নতুন কিছু সেবা নিয়ে আপনাদের কাছে উপস্তিত হয়েছি। আমাদের আছে ের_অভিজ্ঞতা_সম্পন্ন_ও_ট্রেনিং_প্রাপ্ত_সার্টিফিকেটদারি_দক্ষ_টেকনিশিয়ান যা আপনার বভনের কাজের মানকে সঠিক ও অক্ষুন্য রাখবে।
#নিম্মে_আমাদের_নতুন_সেবাগুলি_তুলে_ধরা_হলো :

[ ্টেরিওর_কন্সট্রাকশন]
[] সকল ধরনের ইন্টেরিওর এর কাজ নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। (মালামাল সহ ও মালামাল ছাড়া)
[ েনিটারি_ও_প্লাম্বিং_কন্সট্রাকশন]
[] ওয়াটারট্রিটম্যান প্ল্যান্ট,ডীপ টিউবওয়েল,গিজার,বাথটাব,ওয়াশিংমেশিন,ওয়াটার ফিল্টার।
G.I,PVC,PPR,cPVC,uPVC এবং ফিচার ও অন্যান্য কাজ নিখুঁতভাবে করাহয়।
[ েইন্টিং_বা_রং_এর_জেকোন_ডিজাইনের_কাজ_দক্ষ_টেকনিশিয়ান_দারা_করা_হয়]
সম্মানিত গ্রাহকেরা উপরোল্লেখিত কাজ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন
০১৮৩২০৭০০৭০

13/03/2021

#কোন_স্থাপনায়_কোন_সিমেন্ট?

কনক্রিট অবকাঠামো নির্মাণের মৌলিক উপাদান হচ্ছে সিমেন্ট। মাটির বৈশিষ্ট্য ও পরিবেশগত তারতম্যের কারণে বাংলাদেশে একেক স্থানে একেক রকম সিমেন্ট উপযোগী।

বাজারে সিমেন্টের ব্যাগের গায়ের লেখা দেখে উপযোগী সিমেন্ট নির্বাচনের উপায় বর্ণনা করা হলো ঃ

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা ওরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

#ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ।

#পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

[] যখন পিসিসি সিমেন্ট ভালো:

>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

[] যখন ওপিসি সিমেন্ট ভালো:

>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হয়।

13/02/2021

ক্লায়েন্টের নাম : মোঃ হারুন
লোকেশন : হাটহাজারী,চাট্টগ্রাম।
৪-তলা বিশিষ্ট আবাসিক ভবন
জমির ক্ষেত্রফল = ৩৫০০ বর্গফুট।
ভবনের ক্ষেত্রফল = ১৭০০ বর্গফুট।
কন্সাল্টেন্ট: ইসপ্লান-এংিনেএরিং

আভ্যন্তরিন বর্ননা:

® ২-ইউনিট প্রতি ফ্লোরে প্রতি-ইউনিটে ঃ

১) মাস্টার বেড রুম ১টি
২) কমন বেড রুম ১টি
৩) প্রসস্থ ড্রইং রুম ১টি
৪) ডাইনিং রুম ১টি
৫) কিচেন রুম ১টি
৬) সিঁড়ি ১টি
৭) বারান্দা ২টি

ভবন সম্পর্কে কিছু তথ্য :

সচরাচর নিচতলা থেকে বারান্দা খুব কম মানুষ-ই ব্যবহার করে! কিন্তু এই ভবনে ঠিক সেটায় করা হয়েছে সামনের নিচতলা থেকে বারান্দা সুবিধা থাকার কারনে মূল বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবং বারান্দা থেকে বাহিরের দৃশ্য উপভোগ করতে পারবে। এই ডিজাইনটি এলাকায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। বর্তমানে ভবনটির কাজ চলমান।

আপনাদের প্রয়োজনে কল করুন
০১৮৩২০৭০০৭০
ইঞ্জিনিয়ার এম,এ,রহিম রাসেল

Photos from iSOPLAN's post 11/02/2021

ক্লায়েন্টের নাম : মোঃ আলাউদ্দিন
লোকেশন : চকবাজার,চাট্টগ্রাম।
জমির ক্ষেত্রফল = ৮৫০ বর্গফুট।
ভবনের ক্ষেত্রফল = ৭২০ বর্গফুট।
কন্সাল্টেন্ট: isoplan-engineering
আভ্যন্তরিন বর্ননা:
১) মাস্টার বেড রুম ২টি
২) কমন বেড রুম ১টি
৩) প্রসস্থ ড্রইং কাম ডাইনিং রুম ১টি
৪) কিচেন রুম ১টি
৫) সিঁড়ি ১টি
৫) বারান্দা ২টি
ভবন সম্পর্কে কিছু তথ্য
সামনের বারান্দা মূল বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এত ছোট জায়গায় এই ডিজাইনটি এলাকায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। বর্তমানে ভবনটির কাজ খূব দ্রূত গতিতে চলছে।

আপনাদের প্রয়োজনে কল করুন
০১৮৩২০৭০০৭০
ইঞ্জিনিয়ার এম,এ,রহিম রাসেল

11/01/2021

Collecting soil sample for prepare design
5-storied residential building.

Please contact with us for more details.

:
■Architectural Design
■Structural Design
■Steel Structure Design
■3D Design
■Interior Design
■Electrical Design
■Plumbing Design
■Estimating And Costing
■Valuation Certificate For Bank Loan
■Soil Test
■Digital Survey
■Land Plotting For Real State
■Site Supervision

24/05/2020

সবাইকে এই দুর্যোগময় সময়ের ঈদ মুবারাক ২০২০
আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে নাজাত দান করুক আমিন।
ঘরে থাকুন নিরাপদ থাকুন

14/04/2020

What if cracks in concrete could fix themselves?

01/04/2020

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনাকে আপনার লক্ষে এগিয়ে নিয়ে জেতে পারে।
(Π) এই দুর্যোগময় মুহুর্তে সবাই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহকে স্বরণ করুন।

Photos from iSOPLAN's post 28/03/2020

জনসচেতনতা বাড়ানো খুব জরুরী,তাই বেশি বেশি শেয়ার করুন।
সবার সুস্থতা কামনায় আগিয়ে আসুন।
ধন্যবাদ

Photos from iSOPLAN's post 13/02/2020

#বাড়ি_নির্মাণ_করার_কথা_ভাবছেন?

তাহলে প্রথমে কোন বিষয়টি নিয়ে ভাবছেন? একটি বাড়ি নির্মাণ করার বেশ কয়েকটি ধাপ আছে। সর্ব প্রথম ধাপ হচ্ছে ডিজাইন করানো। একটি পরিপূর্ণ ডিজাইন না করানো পর্যন্ত আপনি বাড়ির কাজের প্রথম ধাপ সম্পন্ন করতে পারবেন না। পরিপূর্ণ ডিজাইন ছাড়া আপনার কাজের শুরুটাই খারাপ হবে এবং পুরো কাজটিই আপনার মনের মতন করে হবে না।
চট্টগ্রামে ও এর বাইরে এখন ব্যাপক হারে দেখা যাচ্ছে অসম্পূর্ণ ডিজাইন দিয়ে কাজ করাতে । এর মূল কারন হচ্ছে অনভিজ্ঞ নির্মাণ প্রকৌশলি প্রতিষ্ঠান দ্বারা ডিজাইন করানো। দেখা যায় ৮ থেকে ১৩ টি A4 সাইজের কাগজে কিছু লাইন টেনে দিয়ে ডিজাইন এর কাজ সম্পন্ন করা হয়। এই কাগজগুলো খুবই অল্প টাকায় পাওয়া যায় বলে ভূমি মালিকরা এদের পেছনে ছোটেন।

কিন্তু আসল সমস্যা শুরু হয় বাড়ি নির্মাণ করা শুরু হলে। ডিজাইন অসম্পূর্ণতার কারনে বার বার উক্ত প্রকৌশলিকে প্রজেক্টে ডাকতে হয় এবং তাকে আলাদা ভাবে টাকা দিতে হয়, এছাড়া প্রায় মিস্ত্রিরা ভুল ভাল কাজ করে চলে যায় ডিজাইনে সবকিছু না থাকার কারনে। এসব সমস্যার কারনে আমরা আজকে জানাবো একটি পরিপূর্ণ ডিজাইন এ কি কি থাকা উচিত।

#আমাদের_ডিজাইন_সার্ভিস

১) আর্কিটেকচারাল ডিজাইন
২) স্ট্রাকচারাল ডিজাইন
৩) স্টীল স্ট্রাকচারাল ডিজাইন
৪) সেনিটারি ও প্লাম্বিং ডিজাইন
৫) ইলেক্ট্রিক্যাল ডিজাইন
৬) 3D ডিজাইন
৭) ডিজিটাল ল্যান্ড সার্ভে
৮) চ,উ,ক প্ল্যান অনুমোদোন প্রসেস
৯) পৌরসভা প্ল্যান অনুমোদোন প্রসেস
১০) ইন্টেরিওর ডিজাইন
১১) এক্সটেরিওর ডিজাইন
১২) কনস্ট্রাকশন
১৩) ম্যাটেরিয়ালস এস্টিমেটিং,
১৪) হোমলোন এস্টিমেটিং
১৫) প্রজেক্ট ভিজিট বা সুপারভিশন
১৬) প্লটিং বা জমি ভাগ করে আবাসিক এলাকার ডিজাইন

#বিল্ডিং_কন্সট্রাকশন_এর_সেবাসমুহ:-

১) সয়েল টেস্ট
২) সার্ভেইং
৩) পাইলিং
৪) সেন্টারিং-শাটারিং সামগ্রী সহ দক্ষ শ্রমিক এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর সুপারভিশন সরবরাহ করে বিল্ডিং কন্সট্রাকশন কাজ সম্পাদন করা।
৫) আমাদের রয়েছে একঝাক দক্ষ মিস্ত্রি যারা স্যানিটারী , ইলেকট্রিক, টাইলস, সিরামিক ও মার্বেল প্রতিস্থাপন কাজ, গ্রিল, থাই গ্লাস, পেইন্ট এর কাজ সম্পাদন করে দেবে।
৬) খোদাই করা দরজা, দরজার চৌকাঠ, পাল্লা সহ যাবতীয় কাঠের কাজ করা হয়।
৭) আমাদের আলাদা ইন্টেরিয়র টিম আছে যারা অত্যান্ত দক্ষতার সাথে ফলস সিলিং, কীচেন ক্যাবিনেট সহ ইন্টিরিয়র ডেকোরেশন কাজ সম্পাদন করবে।
৮) সকল প্রকার নির্মান সামগ্রী দক্ষ প্রকৌশলী দ্বারা প্রয়োজনিয় গুনগত মান যাচাই বাছাই করে সংগ্রহ করা হয়। তাই নির্মানের মজবুতিতে থাকে ১০০ ভাগ নিশ্চয়তা।
১) Architectural Design -আর্কিটেকচারাল ডিজাইনঃ
একটি আর্কিটেকচারাল ডিজাইনে সব থেকে গুরুত্ত্বপুর্ণ বিষয় হলো,
1.Floor Plan,
2.Furniture Layout Plan,
3.Elevation & Section Details,
4.Working Design,
5.False slab & Lintel Details Design,
6.Beam Layout & Slab Outline,
7.Landscape Design,
8. Door, Window Grill Details, Veranda Grill Details ইত্যাদি থাকবে। এই প্রত্যেকটি বিভাগে ডিজাইন গুলো আলাদা আলাদা ভাবে উল্লেখ করে দেয়া থাকবে। কন্সট্রাকশন কাজ করার সময় এই ডিজাইন গুলো মিস্ত্রিরা ফলোআপ করবেন।

২) Structural Design-- স্ট্রাকচারাল ডিজাইনঃ
একটি পরিপুর্ন স্ট্রাকচারাল ডিজাইনের জন্য প্রথমেই লাগবে সয়েল টেস্ট রিপোর্ট। সয়েল টেস্ট ছারা বাড়ি করার মানে হচ্ছে আপনি আপনার কোটি টাকা সম্পুর্ন রুপে জলে ফেলে দিলেন। ডিজাইনে থাকবে
1.Setback Layout Plan,
2.Foundation Design, If pile then Piling Details.
3.Stair Details,
4.Septic Tank, Reserve Tank Design ,
5.Coloum Size & Casting Details.
6.Beam Casting Depth, Slab Casting Depth Details,
7.Beam Reinforcement, Slab Reinforcement Details.

৩) 3D Design-- থ্রিডি ডিজাইনঃ
বিল্ডিং ডিজাইন এর একটি গুরুত্ব পুর্ণ পার্ট হচ্ছে থ্রিডি ডিজাইন। বিল্ডিংটি দেখতে ঠিক কেমন হবে, বাস্তবে কতটুকু ভালো লাগবে তার নিশ্চয়তা দেয় এই থ্রিডি ডিজাইন।

৪) Electrical Design-- ইলেকট্রিক্যাল ডিজাইনঃ
প্রায়ই মফস্বলে দেখা যায় ইলেকট্রিক্যাল ডিজাইন ছারাই বিল্ডিং এর কাজ শুরু হয়। পরে যখন ছাদ ঢালাই করা হয় তখন ইলেকট্রিক্যাল মিস্ত্রি তার ইচ্ছে মতন পাইপ ফেলে। পরবর্তিতে যখন সুইচ করার দরকার হয় তখন শুরু হয় কাটাকাটি, এমনও হয় বীম কাটা হয়, কলামের সাইড কাটা হয়। ইলেকট্রিক্যাল ডিজাইন থাকলে এগুলোর কিছুই করার প্রয়োজন হয় না।

৫)Plumbing Design- প্লাম্বিং ডিজাইনঃ
একই ব্যাপার ঘটে এই ক্ষেত্রেও। বাড়ি করার পরে বাথরুমের পাইপ টানার জন্য যদি সেই বাড়ির ফ্লোর হাতুরি মেড়ে ভেঙ্গে কাজ করা লাগে, প্রায়ই দেখা যায় এই কাজটা করতে মিস্ত্রিদের। এতে সদ্য বানানো বাড়িটিতে প্রচুর ক্রাক তৈরি হয় যা বাড়ির স্থায়িত্ব অনেকটা কমিয়ে দেয়।

৬) Estimating & Costing-- এস্টিমেটিং এন্ড কস্টিংঃ
এস্টিমেট না করার কারনে অনেক বাড়ির মালিকের লক্ষ লক্ষ টাকা নস্ট হচ্ছে কিন্তু যদি তারা ডিজাইনের সাথে এস্টিমেট করিয়ে নিতো তবে অনেকটাই সেইভ করতে পারতো। এছারা বাজেট সম্পর্কে একেবারে জাস্ট একটা আইডিয়া দেবে এই এস্টিমেটিং এন্ড কস্টিং।

৭) Rajuk sheet/Pourosova sheet- গভর্নমেন্ট অথরিটি এপ্রোভাল ডিজাইনঃ
এটার জন্য প্রায়ই যাওয়া হয় পৌরসভা বা সিটিকর্পরেশন এর ইঞ্জিনিয়ারদের কাছে। দেখা যায় তারা তাদের মন মতন করে একটা ডিজাইন করে সাবমিট করে দেয় এবং সেটাই পাশ করিয়ে নিয়ে আসে । . দেখা যায় ওয়ার্কিং এর সাথে সেই ডিজাইনের কোন মিল থাকে না। অথচ এটা দায়িত্ব থাকে যারা ভবনের ডিজাইন করবে তারাই এটা করে দেবে। এরকম অসাঞ্জস্য ডিজাইনের জন্য হয়তো পৌরসভার বর্তমান ইঞ্জিনিয়ার আপনাকে কিছু বললোনা কারন তার সাথে আপনি লেনদেন করেছেন, কিন্তু যদি সে বদলি হয়ে (যেটা অবশ্যই হবে) অন্য কোন ইঞ্জিনিয়ার আসে এবং সে যদি লেনদেন না করে তবে আপনি কি করবেন, বাড়ি ভেঙ্গে ফেলবেন??

একটা মানুষ তার জীবনে কয়টি বাড়ি করতে পারে। একটি কি দুইটি। আর সেই বাড়িটিতে জীবনের সমস্ত ইনকাম এবং পরিশ্রম ঢেলে দেয় সেই মানুষটা। এই বাড়িটাতে একটা জীবনের স্বপ্ন থাকে, আশা থাকে এবং ভরসা থাকে। আর আপনার সেই আশা, ভরসা এবং পরিশ্রমের পুরোটুকুই নষ্ট হয়ে যায় যদি সেই বাড়িটি অসম্পূর্ণ ডিজাইনের কারনে খারপ মানের হয়।

তাই অনুগ্রহ করে বাড়ি নির্মাণ করার আগে ডিজাইন করানোর ব্যাপারে অভিজ্ঞ প্রকৌশলি প্রতিষ্ঠানের সাথে কথা বলুন। হয়তো অল্প কিছু টাকা বেশি খরচ হবে সেখানে, কিন্তু সেই টাকার কারনে হয়তো আপনার তার দশ গুন বেশি টাকা অপচয়ের হাত থেকে বেচে যাবেন এবং আপনি অত্যান্ত সুন্দর একটি বাড়ি পাবেন যার স্থায়িত্ব হবে আপনার দুইটি প্রজন্ম সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারবে।
আইসোপ্ল্যান ইঞ্জিনিয়ারিং আপনাদের দিচ্ছে উপরোক্ত সবগুলো সার্ভিস একই সাথে এবং আমাদের রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ২৫ টির বেশি জেলায় প্রায় শতাধিক বাড়ি করার অভিজ্ঞতা। আমাদের রয়েছে এক ঝাক অভিজ্ঞ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার দের টিম। আমাদের রয়েছে সব ধরনের কাজের অভিজ্ঞতা । তাই আপনি নিশ্চিন্তে আমাদের উপর আপনার বাড়ির ডিজাইন করার ব্যাপারে নির্ভর করতে পারেন।

বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন।

ইঞ্জিনিয়ার এম, এ, রহিম রাসেল
অফিসঃ পূর্ব ষোলশাহার,বাহদ্দারহাট,
বারাইপাড়া,চান্দগাঁও,চট্টগ্রাম।
মোবাইলঃ
+৮৮০১৮৩২০৭০০৭০
+৮৮০১৭০৩৯৮০১৪৫
ই-মেইল : [email protected]
ফেসবুক পেইজ : iSOPLAN

26/01/2020

আপনার জমি খুব ছোট্ট তাই আপনার মাথায় কাজ করছেনা কি করবেন?
আমরা বুজি আপনার মনের সকল ইচ্ছা আর আপনার সেই ছোট্ট/বিশাল জমিটির ভবন কিভাবে ডিজাইন করলে আপনার ছোট্ট/ বিশাল জমিটির সঠিক ব্যবহার নিশ্চিত হবে, আমরা আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ প্রচেস্টায় জমির আরামদায়ক ব্যবহার নিশ্চিত করি।
আমাদের সাথে যোগাযোগ করুন
iSOPLAN
[email protected]
01832070070

Photos from iSOPLAN's post 16/12/2019

মহান বিজয়ের শুভেচ্ছা,জয় বাংলা।

Photos from iSOPLAN's post 29/10/2019

sequence projects

Want your business to be the top-listed Contractor in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Address


Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Other Chittagong contractors (show all)
Abbasi Khanm Architects_AKAR Abbasi Khanm Architects_AKAR
Universal House, H# 24, R# 04, Rose Valley R/A, Zakir Hossain Road, Khulshi
Chittagong, 4202

ARCHITECTURE | INTERIOR DESIGN | DESIGN SERVICES | PLANNING | CONSTRUCTION | PROJECT MANAGEMENT

অংকন ইঞ্জিনিয়ারিং & বিল্ডিং ডিজাইন অংকন ইঞ্জিনিয়ারিং & বিল্ডিং ডিজাইন
Chittagong

বাড়ি তৈরীর কথা ভাবছেন? কম খরচের আকর্ষণীয় বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন- 01783369043, 01891521810

শাহ্ আমির হোম ডিজাইন & কন্সট্রাকশন শাহ্ আমির হোম ডিজাইন & কন্সট্রাকশন
Anowara
Chittagong

শাহ্ আমির হোম ডিজাইন & কন্সট্রাকশন আমাদের সেবা সমূহঃ ১/ প্লান। ২/ ভবন অনুমোদন। ৩/ কন্সট্রাকশন।

INSPIRATION-bd INSPIRATION-bd
HOUSE # 32, ROAD # 01, BLOCK-B, HALISHAHAR HOUSING Estate
Chittagong, 4226

All types residential, Commercial and Industrial building Architectural and structural design with necessary authority approval (CDA/ Housing), interior decoration (Apartment, Offi...

CUBIC architecture CUBIC architecture
Chittagong, 4225

CUBIC architecture is an architectural firm. We are a group of Architects and Engineers.we are providing architecture, graphic, interior, landscape, urban design & master planning ...

Luxury interior design Luxury interior design
Agrabad Bepari Para Halishahar Road/CDA 23
Chittagong, 4100

Luxury Interior Design is a trusted company for those who want to enjoy life beautifully.

House consultancy&construction limited House consultancy&construction limited
Chandgao Mein Road
Chittagong

House consultancy&construction Ltd. is one of the leading civil engineering and architectural consultancy firms in Bangladesh. We provide a wide range of civil engineering and arch...

Able Structure Able Structure
Chittagong, 4210

architecture structural design 3D design exterior design 2d floor plan বাড়ির ডিজাইন ফ্লোর প্লান