B.T. Coaching NewMarket
Nearby schools & colleges
Patenga
Patenga
Bundle Road, Patenga
Bayezid Bostami Road
Sadarghat Road
Bangladesh Refugee Camp
4100
Dr. Asraf Ali
Chattogram
O. R. Nizam Road
Chattogram
✅অষ্টম,নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত কোচিং..
✅ SSC,HSC Special Coaching & Model Test
এবার রমজানেও খোলা থাকবে স্কুল !
আগামী ১১ মার্চ ২০২৪ খ্রি: হতে ২৫ মার্চ ২০২৪ খ্রি: পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রি: তারিখে ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২(অংশ)-৬৪০ নং স্মারকে জারিকৃত সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন
করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ ২০২৪ খ্রি: হতে ২৫ মার্চ ২০২৪ খ্রি: পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
মোহাম্মদ আবুল খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
প্রিয়...........
৮ম,৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও তোমরা নতুন কারিকুলামে পড়াশোনা করবে। যেহেতু শিক্ষাজীবনের প্রতিটি স্তরে তোমরা নতুন কারিকুলামে পড়াশোনা করবে, তাই একাডেমিক লাইফের শুরু থেকেই তোমাদেরকে পড়াশোনার মজবুত ভিত্তি তৈরি করতে হবে এবং পরিবর্তিত নতুন কারিকুলাম ও সিলেবাসে অভ্যস্ত হতে হবে। আর তাই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে একঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং সময়োপোযোগী স্মার্ট সব সেবার সমন্বয়ে তোমাদের জন্য .Coaching এর আয়োজন
✴️ ৮ম শ্রেণি (নতুন পাঠ্যক্রম)
✴️ ৯ম শ্রেণি (নতুন পাঠ্যক্রম)
✴️ ১০ম শ্রেণি ( SSC-2025)
একাডেমিক প্রোগ্রাম ২০২৪ (রেগুলার ব্যাচ)।
♻️যা থাকছে-
✔️চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত প্রতিদিন ক্লাস
✔️মৌখিক মূল্যায়ন
✔️সাপ্তাহিক মুল্যায়ন পরীক্ষা
✔️বিষয়ভিত্তিক Evaluation Test
✔️চূড়ান্ত মডেল টেস্ট
✔️পারসোনাল গাইডলাইন
♻️কোর্স ম্যাটেরিয়াল
✔️সকল বিষয়ের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক লেকচারশীট
✔️পূর্ণাঙ্গ সাজেশনস
তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য চলে এসো আমাদের বি.টি. কোচিং - নিউমার্কেট শাখায়।
এসো, যাচাই করো আর ভালো পরিবেশ পেলে এবং আমরা তোমার আস্থা অর্জন করতে পারলে তবেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করো।
🏢ঠিকানা :
সদরঘাট, কালিবাড়ি মোড়, শেঠপাড়া
নিউমার্কেট,চট্টগ্রাম।
☎️০১৮১৯৩৮০২৮৬
☎️০১৮৫৫৯৩০১০৩
অযুত ঐতিহ্যের স্বপ্নীল ঠিকানা "বি. টি. কোচিং"
তোরা আছিস, তোরা ছিলি, তোরাই থাকবি....
S.S.C -2024 Class Party
শুভকামনা সবার জন্য!!
💥💥💥💥💥💥
পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে..
B.T. Coaching Newmarket
VS
B.T. Coaching Chawkbazar
প্রীতি ফুটবল ম্যাচ..........
অনুষ্ঠিত হয় ১৯-১২-২০২৩ ( মঙ্গলবার)
👏👏👏ধন্যবাদ অংশগ্রহণকৃত সকলকে....
📣📣📣📣📣📣📣📣
✅অষ্টম-নবম-দশম শ্রেণির নিয়মিত কোচিং
✅একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়মিত কোচিং
✅এসএসসি-২০২৪ স্পেশাল কোচিং ও মডেল টেস্ট
#ক্লাস ও #ভর্তি চলমান.....
বি.টি. কোচিং নিউমার্কেট শাখা
সদরঘাট,কালীবাড়ি মোড়,শেঠপাড়া।
☎️০১৮৫৫৯৩০১০১
☎️০১৮৫৫৯৩০১০৩
✅✅✅
এসএসসি স্পেশাল কোচিং -২০২৪
ফিন্যান্স এন্ড ব্যাংকিং আংশিক মডেল টেস্ট-২
তে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের একাংশ...
✅✅✅
আংশিক মডেল টেস্ট ও ক্লাসে ভর্তি চলছে!!!
বি.টি কোচিং নিউমার্কেট শাখা
সদরঘাট, কালীবাড়ি মোড়, শেঠপাড়া।
০১৮১৯৩৮০২৮৬
০১৮৫৫৯৩০১০৩
B.T Coaching (Newmarket Branch)
Top Performers of the month
(November :2023)
SSC Examinee :: 2024....
✅সাপ্তাহে সাত দিন ক্লাস সাত প্রতিদিন পরীক্ষা
✅অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা
✅বিষয়ভিত্তিক লেকচারশীট প্রদান
✅ভর্তি চলমান ...
📱০১৮৫৫৯৩০১০৩/০১৮৫৫৯৩০১০১
✅✅✅✅
বি.টি কোচিং নিউমার্কেট শাখার
দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস টেস্ট-২ এ অংশগ্রহণকৃত ছাত্রছাত্রীদের একাংশ!!!
ভর্তি চলমান...... 💥💥💥
✅সপ্তাহে ছয় দিন ক্লাস
✅অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা
✅বিষয়ভিত্তিক নির্ভুল লেকচারসিট প্রদান
✅প্রতিটি বিষয়ের উপর অধ্যায়ভিত্তিক ক্লাস টেস্ট
#𝐒𝐒𝐂 :: 𝟐𝟎𝟐𝟒
𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐂𝐨𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 & 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐓𝐞𝐬𝐭
ভর্তি চলছে...
#একাদশ - দ্বাদশ শ্রেণির নিয়মিত কোচিং
৩,০০০/- ছাড়ে ভর্তি চলছে।
শ্রদ্ধেয় সম্মানীয় অভিভাবকগণ,
আপনার সন্তানের---
বেখেয়ালি মন,
বিশৃঙ্খল জীবন,
অসমাপ্ত অধ্যয়ন,
আর
অনিয়মিত অনুশীলন কি আপনাকে ভাবিয়ে তুলছে?
আমরা আপনার ভাবনার সহযাত্রী।
বি.টি. কোচিং এ রয়েছে. ...
#নির্ভুল লেকচার শিট
#সযত্নে সৃষ্ট হ্যান্ড নোট
#অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষকমণ্ডলী
#দীর্ঘ ২৩ বছরের স্বপ্নিল অভিজ্ঞতা।
সব দেখে ও বুঝে আপনার মনে বিশ্বাস জন্মালে তবেই
আপনার সন্তানের ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন।
আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি।
নিউমার্কেট শাখা
বি.টি. কোচিং
সদরঘাট কালিবাড়ি শেঠ পাড়া
𝟎𝟏𝟖𝟓𝟓-𝟗𝟑𝟎𝟏𝟎𝟎, 𝟎𝟏𝟖𝟓𝟓𝟗𝟑𝟎𝟏𝟎𝟏,𝟎𝟏𝟖𝟓𝟓𝟗𝟑𝟎𝟏𝟎𝟑
বি.টি কোচিং নিউমার্কেট শাখায় এসএসসি-২০২৪ এর আংশিক মডেল টেস্টের অংশগ্রহণকৃত ছাত্রছাত্রীদের একাংশ‼️‼️
ভর্তি চলমান✅✅✅
📱০১৮৫৫৯৩০১০৩,০১৮৫৫৯৩০১০১
একটি গোল্ডেন A + একটি বড়ো স্বপ্ন
একটি বি. টি. কোচিং চট্টলার বিরল রত্ন
একটি জীবন চায় বেবাক যত্ন
যত্ন পেতে, স্বপ্ন ছুঁতে আর রত্নাহরণে
ডাকছি তোমায়....
-2024
Special Coaching & Model Test
ক্লাস ও পরীক্ষা চলমান....
এখনো যারা ভর্তি হয়নি,তাড়াতাড়ি ভর্তি হয়ে ক্লাস ও
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন..৷৷
বি.টি কোচিং (নিউমার্কেট শাখা) এর স্মৃতির পাতায় যুক্ত হল আরেকটি সুন্দর দিন...
.....
:: 2024
Special Coaching & Model Test-2024
ভর্তি চলছে...
বি.টি. কোচিং এ রয়েছে. ...
#নির্ভুল লেকচার শিট
#সযত্নে সৃষ্ট হ্যান্ড নোট
#অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষকমণ্ডলী
#দীর্ঘ ২৩ বছরের স্বপ্নিল অভিজ্ঞতা।
সব দেখে ও বুঝে আপনার মনে বিশ্বাস জন্মালে তবেই
আপনার সন্তানের ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন।
আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি।
নিউমার্কেট শাখা
বি.টি. কোচিং
সদরঘাট কালিবাড়ি শেঠ পাড়া
01855-930100, 01855930101,01855930103
SSC :: 2024
ক্লাস চলছে
বিদ্যাসাগর মহাশয়ের কাছে একবার এক ছাত্র নাকি জানতে চেয়েছিল 'নির্ভুল লেখা শেখা যায় কি করে'! উত্তরে বিদ্যাসাগর বলেছিলেন 'খুব সহজ উপায় আছে,সেটি অনুসরণে করলে কখনও ভুল হবে না '। ছেলেটি খুব খুশি হয়ে আগ্ৰহের সঙ্গে বলল 'বলুন না সে কি উপায়,আমি পরীক্ষা করে দেখব '।
বিদ্যাসাগর মহাশয় বললেন 'কখনও লিখো না '।
এসএসসি স্পেশাল কোচিং ও মডেল টেস্ট - 2024 বেসিক ক্লাসের সিডিউল.....
💥💥💥💥💥
২৪ বছরের পথ চলা...
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোচিং সেন্টার।
পড়তে হয়...না পড়লে দেরিতে হলেও পড়তে হয়....
💥💥💥💥💥💥
৩০০০/- টাকা ছাড়🫢🫢🫢
এই সুযোগ আর মাত্র ৩ দিন!!!!!!!!!
S.S.C Special coaching & Model Test-2024...
সাপ্তাহে ৭ দিন ক্লাস ও পরীক্ষা....
প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর অধ্যায়ভিত্তিক ক্লাস ও পরীক্ষা.....
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি
(HSC 2020 batch)
বিষয়ঃ ইংরেজি
প্রারম্ভিক কথাঃ
মনটাকে স্থির করো আগে। পরিশ্রম করার শক্তি অর্জন করো। পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে সুস্থতা চাও বেশি বেশি। রুটিন করে দৃঢ় চিত্তে পড়াশোনা শুরু করো। সুযোগ হলে বড় কোন ভার্সিটির খোলা হাওয়া খেয়ে আসো, এতে একটা অনুপ্রেরণা লুকিয়ে থাকে।
করোনার ভয় আর উৎকণ্ঠায় মনে সাহস রাখো সবাই।
সাইন্সঃ
ইঞ্জিনিয়ারিং/ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতে ইংরেজি তেমন আসে না বললেই চলে। বলতে গেলে প্রয়োজন নেই(ব্যাতিক্রমও আছে। যেমন চুয়েটে আসে)। এছাড়া সাইন্সে প্রায় সকল পাবলিক ভার্সিটিতেই অনেক ইউনিটেই ইংরেজী কে এড়িয়ে যাবার সুযোগ আছে। কিন্তু সাইন্সেরও অনেক ইউনিটেই ইংরেজিটা কিন্তু লাগে। বিশেষ করে সমন্বিত ইউনিটগুলিতে(সবাই যে গ্রুপগুলোতে পরীক্ষা দেয়) ইংরেজি কিন্তু লাগবে( যেমন ঢাবির ঘ ইউনিট)। পাশাপাশি আইন, অর্থনীতি,ইংরেজি,আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম, বাংলা ইত্যাদি (অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের)বিষয়সমূহে পড়ার ইচ্ছা থাকলে কিংবা বি বি এ (ফিনান্স, একাউন্টটিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং ইত্যাদি বিষয়ে) করার ইচ্ছা থাকলে ইংরেজিতে জোর দেয়া লাগবে। ও হ্যা, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ১৫ নম্বর থাকে ইংরেজি। কাজেই জেনে শুনে আগানো লাগবে শিক্ষার্থীবন্ধুরা।
কমার্স এন্ড আর্টসঃ
ইংরেজিটা তোমাদের সাধ্যমতো দখলে আনার কোন বিকল্প নেই। ঢাবি, জাবি,রাবি,চবি,জবি যেখানেই যে সাবজেক্ট পড়তে চাও না কেন তোমাকে ইংরেজির ধকলটা সইতেই হবে। মোট প্রশ্নের ২০-৩০% প্রশ্ন থাকবে ইংরেজি। তার উপর রিটেন থাকলেও সেখানেও প্রায় ৩০-৩৫% প্রশ্ন হবে ইংরেজীর উপর। কাজেই তোমাদের টোটাল এফোর্টের হয়তো অর্ধেকটাই ইংরেজিতে দিতে হবে। অনেক অনেক প্রস্তুতির ব্যাপার আছে।লিখাটা তোমাকে বেশবার পড়তে হবে।
প্রস্তুতিঃ
তোমাকে আসলে দুইটা কাজ করতে হবে। প্রথমত টপিক ধরে বাজারের যে কোন একটা বই(বিভিন্ন কোচিং এর বই আছে, যেগুলি আসলে প্রায় একই ধাঁচের) পড়তে হবে। সেকেন্ডলি, তোমাকে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে পর্যাপ্ত পরিমানে(ওই বইগুলিতেই প্রতিটা চ্যাপ্টার এর পর দেয়া থাকে)।অথবা "English for competitive exam" টাইপের বই কিনতে পারো বিগত বছরের প্রশ্ন সলভ করার উদ্দেশ্যে। তোমাকে কিন্তু সকল ভার্সিটির +চাকরির পরীক্ষার প্রশ্নগুলি সলভ করতে হবে(যতদূর সম্ভব)।এগুলি বাজারের সব বইয়েই দেখবে চ্যাপ্টারওয়াইজ exercise দেয়া আছে। ২/৩% উত্তর ভুল থাকে ওদের।একাধিক বই পড়লে ওদের ভুলগুলি ধরতে পারবে। আরেকটা কথা বলে রাখি TOEFL এর বিভিন্ন বই আছে যার মধ্যে Cliffs আর Barrons টা দেখো শেষ করা যায় কি না। তাহলে গ্রামার পার্ট এ বেশ শক্ত প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর মুখস্ত(memorization) পার্ট এ অর্থাৎ vocab,preposition,idioms and phrases, one word substitution ইত্যাদির ক্ষেত্রে তুমি কখনই " সব পড়ে ফেলবো" টাইপ এপ্রোচ নিও না। শুধুমাত্র বিগত বছরের বিসিএস+ অন্যান্য চাকরি+ ৩/৪ বছরের সকল ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলি (বইগুলিতে সাজানো থাকে)পড়বে । এতেও কিন্তু সংখ্যাটা নেহায়েত কম না। মোটের উপর হাজার ও ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এই টপিকগুলির উপর তোমার মূল টার্গেট হবে MCQ সলভ করা। তবে হ্যা, শুরুতে কিছু লিস্ট পড়ে নিও। এতে MCQ পড়াটা একটু সহজ হবে। তবে খালি লিস্ট পড়ে পরীক্ষায় কমন পড়লেও কনফিউজড হয়ে যাবে। So, practise MCQs more and more.
সাবধানতাঃ কোচিংগুলি তোমার জন্য হেল্পফুল কি না সেটা তোমার উপর নির্ভর করবে। আমি বলবো তোমার প্রস্তুতির পথে যা যা প্রয়োজন সব করতে হবে। এদেশে কিন্তু বুদ্ধিজীবীদের অভাব নেই। কাজেই সকাল বিকাল খালি পরামর্শ নিয়ে মাথা ভারি করো না। যে দুইটা পন্থা দিলাম উপরে তা অনুসরণ করো। প্রয়োজনে বন্ধুরা মিলে ঢাবিতে পড়ে এবং ভালো পড়ায় এমন কারো কাছে পড় সম্ভব হলে(আগেইতো বললাম যে যা কিছু দরকার সব করতে হবে)। তবে কোচিংগুলার বাণিজ্যিক মনোভাব থেকে সচেতন থেকো।
যা যা পড়বেঃ গ্রামার অংশ, মুখস্ত অংশ, কম্প্রিহেন্সন(সবখানে আসে না) এই তিনটা মূল অংশে ভাগ করে প্রস্তুতি নাও। ১ম ও ২য় অংশটাই জরুরি। ৩য় অংশে আসলে প্রস্তুতি নিয়ে তেমন লাভ নেই।
প্ইংরেজি প্রশ্নের প্যাটার্নঃ ১) সঠিক/ভুল বাক্য খুঁজে বের কর(প্রতিটি অপশনে একেকটি বাক্য দেয়া থাকবে)
২)অপশানগুলি থেকে সঠিক অংশ নাও(প্রশ্নে শূন্যস্থানসম্পন্ন বাক্য দেয়া থাকবে। অপশান থেকে সঠিক উত্তর নিতে হবে যা বসালে বাক্যটা সঠিক হয়।
৩)pin point errors( একটি বাক্যা দেয়া থাকবে এবিং সেখানে চারটি /পাঁচটি জায়গায় আন্ডারলাইন থাকবে এবং তোমাকে ভুল খুঁজে বের করতে বলবে। এমনকি "no error" নামেও আরেকটি অপশন থাকতে পারে।
৪) মুখস্ত পার্টের প্রশ্নগুলি বিভিন্নভাবে আসতে পারে। কাজেই এইগুলি বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই আইডিয়া পাবে।
আমার পরামর্শঃ নিচের টপিক গুলি ধরে ধরে প্রস্তুতি নামক "পবিত্র" যুদ্ধটা শুরু করো। এ এক অসীম যাত্রা। শুভকামনা নিও।
Part A(Grammar)
1)Structure of sentence
2)Interchange/Identificatio of parts of speech
3)Details on noun
4)Details on pronoun
5)Details on adjective
6)Details on adverb
7)Comparison of adj/adv
8)finite/ non finite verbs
9)tense and sequence of tense
10)causative verbs
11)subjunctive
12)conditional sentences)
13)subject verb agreement
14)voice
15)dangling modifier/ illogical participle modifier
16)affirmative and negative agreement
17)pronoun antecedent
18)identification of phrases and clauses
19)rules on preposition
20)embedded question
21)parallelism
22)redundancy
23)tag questions
24)determiners
25)inversion of adverbs
26)modal auxiliaries
27)pin pointing error
28)translation
Part B(memorization)
1)vocabulary (synonym/antonym)
2)preposition
3)phrases and idioms
4)analogy
5)one word substitution
6)correct spelling
7)word based sentence completion
😎 proverbs
C) Comprehension:Just go through some previous year questions. এটা সব জায়গায় আসেও না। আর এটা কমন পড়বে না যতই পড়। কাজেই কয়েকটা পড়ে শুধু কি কি ধরনের প্রশ্ন প্যাসেজ থেকে করতে পারে সেই ধারনাটা নাও।
Note: Literature part...
এটা ঢাবিতে আসলে লাগবে না। তবে জাবির একটা ইউনিটসহ বেশ কয়েকটি ভার্সিটির বিশেষ করে মানবিকের ইউনিট এ মাঝে মাঝে আসে কিছু প্রশ্ন।
1)literary terms(simile, metaphor, personification, hyperbole, oxymoron, paradox,irony etc)
2)different ages of English Literature
3) Different writers and their works
পরিশেষে, তুমি নিজেও জানো না আসলে তুমি কোথায় কোন সাবজেক্ট এ পড়বে। কাজেই পরিশ্রম করতে থাকো। আল্লাহ তোমাকে উত্তমটাই দিবেন। শুভকামনা। সেইভ অথবা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও এই লিখাটা। অন্যদের উপকারের কথা চিন্তা করে পাবলিকলি শেয়ার করতে পার।
পরিশেষে বলে রাখি, আমার কথাগুলি সকল দিক বিবেচনা করে লিখলাম। আসলে ভর্তির প্রস্তুতির জগতটা ছাত্রজীবনে অনেক ঘাটাঘাটি করেছি আমি।তাই লিখতে ইচ্ছা হলো। তবুও তোমরা অভিজ্ঞদের আরো পরামর্শ নিও। তবে অনভিজ্ঞদের না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
মোহাইমিনুল হক আসিফ
বি এ অনার্স, মাস্টার্স (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রভাষক(ইংরেজী)
নটর ডেম কলেজ, ঢাকা
💥💥💥💥💥
এইচ.এস.সি ভালো রেজাল্টের
স্বপ্নপূরণে যাত্রা শুরু এখন থেকেই...
বিজ্ঞানের দুরূহতা
কমার্সের দ্রুততা
আর
মানবিকের অদৃশ্যতার
সমাধান দেয়
বি.টি. কোচিং
ভর্তি চলছে...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
সদরঘাট, কালিবাড়ি মোড়, শেঠপাড়া, নিউমার্কেট।
Chittagong
4000
Opening Hours
Monday | 08:00 - 20:00 |
Tuesday | 08:00 - 20:00 |
Wednesday | 08:00 - 20:00 |
Thursday | 08:00 - 20:00 |
Friday | 08:00 - 19:00 |
Saturday | 08:00 - 20:00 |
Sunday | 08:00 - 19:30 |
Barrister Sultan Ahmed Chowdhuri Degree College Road, Near Free Port
Chittagong
Welcome Everyone To Barrister Sultan Ahmed Chowdhury University College! Stay tune with us! thanks!
Panchlaish
Chittagong
This page is a student to student effort to provide academic book at university level.The idea is th
বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
Chittagong
কলেজ পর্যায় প্রতিষ্ঠাতা: মরহুম আলহাজ্ব নাছির উদ্দীন। প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত।
Lalanagar, 2 No Baroiyadala, Sitakund
Chittagong
It is an educational institution established in 2017. It's situated at Lalanagar in Sitakund Upazilla under the district of Chittagong.
Khushkandi, Dharirchar, Bancharampur, Brahmanbaria
Chittagong, 3546
MD NURUL ISLAM COLLEGE is situated in Bancharampur under the district of Brahmanbaria. The college is authorized by Ministry of Education and Education Board of Cumilla. Students c...
Chittagong, 4000
ACCA, GED, Hotel Management quality tuition provider in Chittagong
Rahman Plaza, 115 Lalkhan Bazar, Ispahani Square
Chittagong, 4201
4 Years Bachelor Degree In BBA
Sadarghat
Chittagong, 4100
Islamia University College, Chittagong. Phone :+031- 615269 http://islamiacollegectg.edu.bd
Pologround
Chittagong, 4100
Railway Public School Established in 1958 is one of The Best & Renowned Schools in Chittagong. It is
Zorargonj, Mirsarai
Chittagong
It is the pioneer public Textile Engineering College of Bangladesh. Its graduates are contributing a
Asian University For Women
Chittagong, 4000
CDIP aims to be aim to be a partner in the students' career development.