A.J. ICT Care

A.J. ICT Care

You may also like

Bm maruf
Bm maruf

This page is an educational page. All ICT students will be benefited here.

10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

26/02/2024
18/02/2024

HSC-2025

এইচএসসির টেস্ট ফেব্রুয়ারিতে - দৈনিকশিক্ষা 12/12/2023

https://m.dainikshiksha.com/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87/265274/

এইচএসসির টেস্ট ফেব্রুয়ারিতে - দৈনিকশিক্ষা আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ফেব্.....

04/09/2023

HSC-2024

08/07/2023

আগামী বছরের এসএসসি ফেব্রুয়ারীতে
আর এইচএসসি মে বা জুনে।(কালেক্টেড)

25/12/2022

Home work

02/05/2022

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে আইসিটি কেয়ারের পক্ষ থেকে

❤️❤️❤️❤️❤️""" ঈদ মোবারক """❤️❤️❤️❤️❤️

Photos from A.J. ICT Care's post 10/04/2022

রোবটিক্স প্রোগ্রামে অংশগ্রহন

13/02/2022

সকল HSC পরীক্ষার্থীদের অভিনন্দন।সামনে এগিয়ে যাও।শুভ কামনা রইলো তোমাদের জন্য।

01/12/2021

আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সবার জন্য শুভ কামনা ও দোয়া রইল।

14/11/2021

:: একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি অক্ষর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

17/10/2021

গুচ্ছ পদ্ধতির বিজ্ঞান শাখার আইসিটি প্রশ্ন।

17/10/2021

Topic: File Extension

File Extension/ File Format হলো ফাইলের শেষে থাকা কিছু সংযোজিত অংশ যা ফাইল টি ধরনের(file type) তা নির্দেশ করে থাকে এবং ফাইল এক্সটেনশন দেখে ফাইল চেনা যায় । যেমন , কোন ফাইল বা তথ্যের নাম ma_by_jems.mp3 হলে উক্ত ফাইল ওপেন না করেই আমরা বলে দিতে পারি ইহা একটি অডিও ফাইল । এখানে .mp3 হচ্ছে ফাইল এক্সটেনশন ।
গুরুত্বপূর্ণ ফাইল এক্সটেনশন সমূহ নিন্মরূপ ঃ

Image File Extensions JPEG (or JPG) - Joint Photographic Experts GroupPNG - Portable Network GraphicsGIF - Graphics Interchange FormatBMP -bitmap image file

web file/ webpage extensions asp- active server page css - cascading style sheethtml/.htm - hypertext markup language js - javascript jsp- java server page php - Hypertext Preprocessor (earlier called, Personal Home Page) xhtml - extensible hypertext markup language

database file extesions db - database dbf - database file mdb - microsoft access database sql - structured query language

Audio File Extensions mp3/.wav /.wma /.aiff 👉 Audio

Video File Extensions mp4 /.mov /.wmv /.flv /.avi/.3gp/.mpeg/.mpg 👉Video

text file extensions doc /.txt /.ppt 👉Text
pdf(portable document format) 👉 PDF File
exe/.apk(android package file) 👉executable file
zip 👉compressed file File Extension
collected

Photos from A.J. ICT Care's post 10/10/2021

HSC ICT ৩য় অধ্যায়।জ্ঞান মূলক ও অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর।আশা করি সবাই উপকৃত হবা।

20/07/2021

A.J. ICT Care এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক!

Photos from A.J. ICT Care's post 14/06/2021

সবাই প্রথম অধ্যায়ের এই সুন্দর হ্যান্ড নোটটি পড়ে নিতে পারো।আশা করি উপকৃত হবা।

01/06/2021

এইচএসসি আইসিটি নৈব্যর্ক্তিক ২০২১
৪র্থ অধ্যায়: ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
1. HTTP এর পূর্ণ নাম কী?
ক. Hyper Text Top Protocol
খ. Hyper Technical Transfer Protocol
গ. Hyper Text Top Protocol
ঘ. Hyper Text Transfer Protocol
সঠিক উত্তর: ঘ. Hyper Text Transfer Protocol

2. গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?
ক. এরিক বিনা
খ. টিম বার্নাস লি
গ. মার্ক অ্যান্ডারসেন
ঘ. বিল গেটস
সঠিক উত্তর: খ. টিম বার্নাস লি

3. W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
সঠিক উত্তর: ১৯৯৩ সালে

4. ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?
ক. http
খ. ftp
গ. UDP
ঘ. UCP
সঠিক উত্তর:ক. http

5. Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
ক. URL
খ. http
গ. TCP/IP
ঘ. Wab page
সঠিক উত্তর: ঘ. Wab page

6. HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
ক. ওয়েব
খ. ওয়েব পেইজ
গ. পেইজ
ঘ. ওয়েব সাইট
সঠিক উত্তর: খ. ওয়েব পেইজ

7. ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-
ক. ডেটা থাকে
খ. ওয়েব সাইট থাকে
গ. বিভিন্ন উপকরন থাকে
ঘ. তথ্য থাকে
সঠিক উত্তর: ঘ. তথ্য থাকে

8. ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।
ক. টেলিভিশন দ্বারা
খ. মোবাইল দ্বারা
গ. কম্পিউটার দ্বারা
ঘ. ইন্টারনেট দ্বারা
সঠিক উত্তর: গ. কম্পিউটার দ্বারা

9. ওয়েব সাইট সাধারণত হতে পারে-
ক. স্ট্যাটিক
খ. ডাইনামিক
গ. স্ট্যাটিক ও ডাইনামিক
ঘ. ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক
সঠিক উত্তর:গ. স্ট্যাটিক ও ডাইনামিক

10. HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?
ক. জানুয়ারি ২০০৭
খ. জানুয়ারি ২০০৮
গ. ফেব্রুয়ারি ২০০৭
ঘ. ফেব্রুয়ারি ২০০৮
সঠিক উত্তর: ঘ. ফেব্রুয়ারি ২০০৮

11. HTML মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?
ক. নোটপ্যাড
খ. এম এস ওয়ার্ড
গ. টেক্সট এডিট
ঘ. মাউস প্যান
সঠিক উত্তর: ক. নোটপ্যাড

12. HTML এ ট্যাগ এর বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটি?
ক. Attribute
খ. Program
গ. Value
ঘ. Align
সঠিক উত্তর:ক. Attribute

13. ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি?
ক. URL
খ. WWW
গ. HTML
ঘ. HTTP
সঠিক উত্তর: গ. HTML

14. HTML কোন ধরনের ল্যাঙ্গুয়েজ?
ক. সাধারণ
খ. ওয়ার্ড
গ. প্রোগ্রামিং
ঘ. ওয়েব ডেভেলপমেন্ট
সঠিক উত্তর: ঘ. ওয়েব ডেভেলপমেন্ট

15. কোনটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন টুল?
ক. ড্রিমওয়েবার
খ. কোরলড্র
গ. HTML
ঘ. JSP
সঠিক উত্তর: গ. HTML

16. ডাইনামিক ওয়েব পেইজ তৈরিতে ব্যাহৃত সফটওয়্যার কোনটি?
ক. Layout
খ. Syntax
গ. Formatting
ঘ. Pert
সঠিক উত্তর: ঘ. Pert

17. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম কতটি রং বা কালারের নামকে HTML ও CSS এর জন্য তালিকাভূক্ত করেছে।
ক. ১০টি
খ. ২০টি
গ. ৫০টি
ঘ. ১৬টি
সঠিক উত্তর: ঘ. ১৬টি

18. HTML কী ধরনের ল্যাংঙ্গুয়েজ?
ক. একমূখী
খ. দ্বিমূখী
গ. বহুমূখী
ঘ. উভমূখী
সঠিক উত্তর:গ. বহুমূখী

19. HTML এর সর্বশেষ ভার্সন নিচের কোনটি?
ক. HTML.3
খ. HTML.4
গ. HTML.5
ঘ. HTML.6
সঠিক উত্তর: গ. HTML.5

20. HTML এর সর্বশেষ ভার্সন HTML.৫ পরিচিতি লাভ করে কত সালে?
ক. ২০০৮ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১০ সালে
ঘ. ২০১১ সালে
সঠিক উত্তর: গ. ২০১০ সালে

21. WWW এর পূর্ণ নাম কী?
ক. World Web Wide
খ. Web World Web
গ. World Wide Web
ঘ. World Web World
সঠিক উত্তর: গ. World Wide Web

22. WWW কে ইন্টারনেটের কী বলা হয়?
ক. রিজার্ভেশন সিস্টেম
খ. বুলেটিন বোর্ড
গ. বুদ্ধিমত্তা
ঘ. সৃজনশীল
সঠিক উত্তর:খ. বুলেটিন বোর্ড

23. মোজাইক নামে ব্রাউজার তৈরি হয় কত সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৮৯ সালে
সঠিক উত্তর: খ. ১৯৯৩ সালে

24. একটি ওয়েবসাটের সকল বিষয়বস্ত ও উপস্থাপনার কার্যগত অবকাঠামোই-
ক. ওয়েব সাইট
খ. ওয়েব পেইজ
গ. ওয়েব সাইটের কাঠামো
ঘ. মূল পেইজ
সঠিক উত্তর: গ. ওয়েব সাইটের কাঠামো

25. মূলত হোম পেইজ হচ্ছে-
ক. এক ধরনের বিষয়
খ. এক ধরনের সূচি
গ. মূল বিষয়
ঘ. কাঠামোর সূচি
সঠিক উত্তর: খ. এক ধরনের সূচি

26. একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েব সাইট ডিজাইন করা হয় তাকে কী বলে?
ক. Hierarchical স্ট্রাকচার
খ. Network স্ট্রাকচার
গ. Linear স্ট্রাকচার
ঘ. Combination স্ট্রাকচার
সঠিক উত্তর: Combination স্ট্রাকচার

27. HTML প্রাথমিক রূপ লাভ করে কখন?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৮০ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ক. ১৯৭০ সালে

28. সরাসরি ওয়েব সাইট তৈরির জন্য নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক. HTML Editor
খ. Macromedia Firework
গ. Macromedia Dreamweaver
ঘ. Flash
সঠিক উত্তর: গ. Macromedia Dreamweaver

29. নিচের কোন স্ট্রাকচারটি সবচেয়ে জটিল প্রকৃতির?
ক. Tree Structure Site
খ. Web-Linked Structure Site
গ. Sequence Structure Site
ঘ. Star Structure Site
সঠিক উত্তর: ক. Tree Structure Site

30. ≺h1≻ অর্থ কী?
ক. একটি প্যারাগ্রাফ বর্ণনা করা
খ. একটি হরিজন্টাল রুল বর্ণনা করা
গ. এক লাইন ফাঁকা তৈরি করা
ঘ. একটি কমান্ড বর্ণনা করা
সঠিক উত্তর: ক. একটি প্যারাগ্রাফ বর্ণনা করা

31. কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিএসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয় এগুলোকে কী বলে?
ক. ট্যাগ
খ. বর্ণ
গ. ফন্ট
ঘ. হেডিং
সঠিক উত্তর: ক. ট্যাগ

32. HTML লিংকের সিনটেক্সে url এর স্থলে কী দিতে হয়?
ক. পূর্ণ ঠিকানা
খ. বর্ণ
গ. ফন্ট
ঘ. হেডিং
সঠিক উত্তর: ক. পূর্ণ ঠিকানা

33. ≺tr≻ ট্যাগ হলো-
ক. Table
খ. Tab Row
গ. Table Repeat
ঘ. Table Row
সঠিক উত্তর: ঘ. Table Row

34. ১৯৮০ সালে HTML রচনা করেন কে?
ক. টিম লি
খ. রবার্ট টিমলি
গ. টিম বার্নার লি
ঘ. রবার্ট লি
সঠিক উত্তর: গ. টিম বার্নার লি

35. HTML.5 ভার্সন প্রকাশিত হয় কখন?
ক. ১৯৯১ সালে
খ. ২০০০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:গ. ২০১২ সালে

36. সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য কী লিখতে হয়?
ক. অল্প কোড
খ. একটি কোড
গ. প্রচুর কোড
ঘ. দুটি কোড
সঠিক উত্তর: গ. প্রচুর কোড

37. HTML এর নিরাপত্তা ব্যবস্থা কেমন?
ক. দুর্বল
খ. সবল
গ. খুব দুর্বল
ঘ. খুব সবল
সঠিক উত্তর: গ. খুব দুর্বল

38. HTML ফাইলের মধ্যে কোনো কমেন্ট দেওয়ার ট্যাগ কোনটি?
ক.
খ.
গ.
ঘ.

Error 404 (Not Found)!!1

14/07/2020

ইন্টারনেট এবং আইসিটি সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরূপ :
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian Installer System
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows MediaVideo
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3DGraphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme (series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (SonyEricsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless BitmapImage
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital AudioTape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ —Universal Serial Bus
৬৫।IMEI=International Mobile Equipment Identity
Powerd By: EducationBD

03/07/2020

সবাই পরীক্ষা দাও।সময়ঃ 30 মিনিট।

30/06/2020

সবাই সমাধান করার চেষ্টা করেন।

26/06/2020

সবাই নির্দেশনা ফলো করবেন এবং প্রশ্নগুলোর উত্তর দিবেন।

Want your school to be the top-listed School/college in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Cumilla

Other Education in Cumilla (show all)
Comilla Victoria Govt. College Comilla Victoria Govt. College
Victoria College Road, Kandirpar
Cumilla, 3500

The college was founded by Roy Bahadur Ananda Chandra Roy in 1899 and named after Queen Victoria.Mr.

Hasan vaiya Hasan vaiya
Cumilla, 3500

Hi I am Hasan .I create high quality educational,travaling and entertaining videos!well,you are in the right place..

Barnamala Cadet Academy - BCA Barnamala Cadet Academy - BCA
খাঁজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
Cumilla

শিক্ষায় শক্তি, শিক্ষায় মেরুদন্ড। ”সঠিক মানুষ গঠনে আমরা এগিয়ে।”

FinStar's Corridor, CoU FinStar's Corridor, CoU
Cumilla, 3503

Its an educational platform by which one can explore his/her hidden talent and can be more optimistic towards his surroundings.

Self-Help English Learners' World Self-Help English Learners' World
Cumilla, 3500

A platform to learn English Grammar and Spoken English.

Civil Engineering Civil Engineering
Cumilla, 3500

Architecture begins where engineering ends✌️✌️

E Haque Coaching,Cumilla E Haque Coaching,Cumilla
Badurtala, Doctor Para
Cumilla

M.K.Ismail Media M.K.Ismail Media
Cumilla

Hi friend I am Ismail my official page please follow my page upload is Islamic video

Hafez Rakibul Islam Hafez Rakibul Islam
Cumilla

wellcome to my islamic page plz like

Basic English and Admission Test Basic English and Admission Test
Cumilla, 55

Learn English with enjoying.