Barnamala Cadet Academy - BCA
Nearby schools & colleges
Comilla
Dhaka
Floor
খান বাড়ি
Cheora, Comilla
Comilla
Comilla Cantonment, Comilla
Zilla School Road
Chauddagram
Badurtala
Comilla Stadium
Nimsher
Nazrul Avenue, Comilla
শিক্ষায় শক্তি, শিক্ষায় মেরুদন্ড।
”সঠিক মানুষ গঠনে আমরা এগিয়ে।”
২৪/১০/২০২৩ইং হতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে।
যাহারা আবেদন করতে ইচ্ছুক তাহার আমাদের অফিস কক্ষে প্রয়োজনীয় কাগজ সমূহসহ ২৫০টাকা ( প্রতিটি আবেদন) সহ জমাদানের জন্য অনুরোধ জানানো হলো।
প্রয়োজনীয় কাগজ সমূহ:
১। আবেদনকারীর সরকারি জন্মনিবন্ধন ফটোকপি
২। আবেদনকারীর মা- বাবার সরকারি জন্মনিদবন্ধনের ফটোকপি।
৩। আবেদনকারীর মা-বাবার NID কার্ডের ফটোকপি।
৪। আবেদনকারীর ১ কপি রঙ্গিন ছবি।
প্রয়োজনে:
+880 1609-996967 (জাকারিয়া)
01673760190 ( মিজান স্যার)
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
2024 সালের ক্যাডেট এবং একাডেমিক কোচিংয়ে ভর্তি চলছে।
Barnamala Cadet Academy বর্ণমালা ক্যাডেট একাডেমি নতুন সংযোজন:-
সন্ধ্যাকালীন ব্যাচ ১ম- ৮ম শ্রেনি। নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর দ্বারা পাঠদান।
এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যদিও গত তিন বছরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি।
এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
সম্প্রতি ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না। বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে বলা হয়েছে, ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এ বৃত্তি পরীক্ষা নিতে হবে। প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষা। এ জন্য মোট শিক্ষার্থীর ১০ শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেয়া হতো। যেহেতু সমাপনী পরীক্ষা বাদ দেয়া হয়েছে, তাই বিকল্প হিসেবে পুরোনো পদ্ধতির মতো করে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের ৫ম শ্রেণি সমাপ্ত শিক্ষার্থীদের ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
""বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত—এই চার বিষয়ে এক দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ঘণ্টায় শিক্ষার্থীদের ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। তবে সব শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।""
যারা স্কুলের বার্ষিক মূল্যায়নে ভালো করেছে, সেখান থেকে শীর্ষ ১০ শতাংশ শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে কেউ পরীক্ষা না দিতে চাইলেও তাকে বাধ্য করা হবে না। ইউনিয়ন-ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। সরকার ঘোষণা করেছে, এ দুই পরীক্ষা আর হবে না। ফলে বন্ধ ছিল প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।
তবে চলতি বছর থেকে এই পরীক্ষা আবার শুরু হলো। শিক্ষা সমাপনী চালুর আগে শিক্ষার্থীদের পৃথক বৃত্তি পরীক্ষায় বসতে হতো।
ইত্তেফাক/এমএএম
বিষয়:
শিক্ষা
বৃত্তি
বর্ণমালা ক্যাডেট একাডেমি।
সময়ের সেরাদের তৈরির কারখানা,
ভারসার অন্য নাম।
১০ বছরের রেকর্ড সাফল্য।
আপনার সন্তানকে নির্ভয়ে তৈরি করতে হলে এখনই নিয়ে আসুন আমাদের কাছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
খাঁজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
Cumilla
Victoria College Road, Kandirpar
Cumilla, 3500
The college was founded by Roy Bahadur Ananda Chandra Roy in 1899 and named after Queen Victoria.Mr.
Cumilla, 3500
Hi I am Hasan .I create high quality educational,travaling and entertaining videos!well,you are in the right place..
Cumilla, 3503
Its an educational platform by which one can explore his/her hidden talent and can be more optimistic towards his surroundings.
Cumilla, 3500
A platform to learn English Grammar and Spoken English.
Cumilla
Hi friend I am Ismail my official page please follow my page upload is Islamic video