M.H. English Spoken & Debate
This is first time in Cumilla, Total Grammatical Spoken.
'বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চাইলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে'
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্বশীল আচরণের উপর আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জামাল হোসেন (Jamal Hossain) স্যার এর বাস্তবসম্মত চমৎকার আলোচনা।
ওয়াজের পুরো অংশ খুব শীঘ্রই আসছে.....
প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম!
আগামীকাল শুক্রবার বাদ আসর হতে (রঘুরামপুর পূর্ব ও মনিপুর পশ্চিম পাড়া) মাসজিদে আল-হুদায় অত্র এলাকার কবর বাসীদের রূহের মাগফিরাত কামনায় "ওয়াজ ও দোয়া এবং তা'লীম" এর মাহফিলের আয়োজন করা হয়েছে।
★ তা'লীম পেশ করিবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বিশিষ্ট খলিফা আলহাজ্ব হযরত মাওলানা ইছহাক সাহেব, গোপালনগর।
★ পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা পেশ করিবেন আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মুহাম্মদ জামাল হোসেন সাহেব।
★ আরও উপস্থিত থাকবেনঃ
# আলহাজ্ব হযরত মাওলানা ফারুক আহমেদ সাহেব
# আলহাজ্ব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব
সকলকে অংশগ্রহণ করার অনুরোধ করছি।
Channel 24 টিভিতে প্রচারিত আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষাগুরু কালিকাপুর অবদুল মতিন খসরু সরকারি কলেজ এর সম্মানিত শিক্ষক এবং জনপ্রিয় ইংলিশ স্পোকেন M.H. English Spoken এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক মুহাম্মদ জামাল হোসেন স্যার ধর্ম ও জীবন বিষয়ক ইসলামিক আলোচনার অংশ বিশেষ । ইনশাআল্লাহ! খুব শীঘ্রই স্যারের এই বইটি প্রকাশিত হবে।
আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষাগুরু কালিকাপুর অবদুল মতিন খসরু সরকারি কলেজ এর সম্মানিত শিক্ষক এবং জনপ্রিয় ইংলিশ স্পোকেন M.H. English Spoken এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ জামাল হোসেন স্যার এর ধর্ম ও জীবন বিষয়ক ইসলামিক আলোচলা আগামীকাল ৯ রমাদান, শনিবার দুপুর ১২:১৫ মিনিটে Channel 24 এ প্রচারিত হবে ইনশাআল্লাহ। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
#ইংরেজি সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখার পথ-প্রদর্শকগণ।
1) Father of the English Language:
Geoffrey Chaucer (জিওফ্রে চসার)
2) Father of English Literature:
Geoffrey Chaucer
3) Father of Modern English Poetry:
Geoffrey Chaucer
4) Father of English Dramatic Poetry/ Blank Verse:
Christopher Marlowe
6) Father of English Drama:
Christopher Marlowe
#তবে Father of Modern Drama: Henrik Ibsen (Norwegian playwright)
7) Father of English Tragedy:
Christopher Marlowe
(মতান্তরে Thomas Norton and Thomas Sackville)
😎 Father of English Comedy:
Nicholas Udall
9) Father of English Essay/ Modern Prose:
Francis Bacon
(তবে Anglo Saxon Period এর King Alfred The Great কে Founder of English Prose বলা হয়। তিনি The Anglo Saxon Chronicle নামে একটি গদ্যগ্রন্থ সংকলন করেছেন)
10) Father of English Fairy Tale:
H. Christian Underson
11) Father of English Sonnet:
Sir Thomas Wyatt
(তবে, ইতালীয় কবি Petrarch হলেন father of sonnet)
12) Father of English Criticism:
John Dryden (1631 – 1700)
13) Father of English Novel:
Henry Fielding (1659 – 1731)
14) Father of English Stream of Conscious Novel:
James Joyce (1882 – 1941)
15) Father of English One Act Play:
Samuel Johnson (1709 – 1784)
16) Father of English Romanticism:
William Wordsworth (1770 – 1850) & Samuel Taylor Coleridge (1772 – 1834)
17) Father of English Grammar:
Lindley Murray (1745 – 1826)
18) Father of English Realistic Comedy:
Ben Jonson
19) Father of English Short Story:
Edgar Allen Poe
20) Father of English Dictionary/ First Lexicographer (অভিধানপ্রণেতা) in English:
Dr. Samuel Jonson
21) Father of Modern English Literature:
George Bernard Shaw
22) Poet of poets :
Edmund Spenser
(কতগুলো নাম নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও বহুল প্রচলিত মতটিই এখানে দেওয়া হলো)
আমজনতার সিন্ডিকেট চাই.....
যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ ...
এসএসসি/দাখিল-২০২২ পরীক্ষার্থীদের ইংলিশ স্পোকেন এর উদ্বোধনী ক্লাস আগামীকালঃ
কলেজ শাখা, কালিকাপুর, সকাল ৯ টায় এবং
শহর শাখা, ধর্মপুর, বিকাল ৩ টায়।
Please subscribe and share our YouTube channel to connect with our very recent classes and activities….
https://youtube.com/channel/UC7GVRevB47JZtTY1keRRiFQ
MH English Spoken & Debate - YouTube M.H. English Spoken is renowned grammatical spoken in Bangladesh. The founder & director of this method is, Mohammad Jamal Hossain, famous teacher of kalika...
Admission Open…..
Use the products of M.H. & share it to others….
Practice makes a man perfect….
M.H. English Spoken believes that theory.
প্রিয় অভিভাবক ,
আপনি আপনার সন্তানকে অন্য সাধরণ শিক্ষার্থী থেকে সৃজনশীল ও মেধাবী করে এখন থেকেই গড়ে তুলতে চান?
পড়াশোনার পাশাপাশি ইংরেজি বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনা, বেসিক গ্রামার, ব্যবহারিক ভোকাবুলারি শিখিয়ে এখন থেকে এগিয়ে দিতে চান? এই প্রশগুলো উত্তর খুঁজতে M.H. English Spoken & Debate দীর্ঘ ১ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। দেশসেরা বিতার্কিক ও উপস্থাপক এবং দীর্ঘ ২ যুগের ইংরেজি নিয়ে গবেষণা করা অধ্যাপকের পরিচালনায় আপনার সন্তান তার গন্তব্যে পৌঁছবে। ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুক্রবার বিকাল ৪ টায়। আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে আপনি যদি সচেতন হন; তবে কোর্সটি আপনার সন্তানের জন্য।
কুমিল্লার জনপ্রিয় ডেন্টিস্ট ডা. Abdul Gaffer ভাই। ওনার চমৎকার পরামর্শ এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতনতা আমাদের অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যেতে। আমরা অভিভাবকরা সচেতন হলেই আমাদের সন্তানরা সৃজনশীল হবে।
একজন সম্মানিত অভিভাবক এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আবদুল করিম সাহেবের স্যারের ক্লাস সম্পর্কে মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ।
আমদের সকলের ঐকান্তিক আগ্রহ এবং চেষ্টাই পারে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।
আমদের সন্তানরা এগিয়ে গেলেই আমাদের স্বপ্নরা এগিয়ে যাবে.....
Practice makes a man perfect…..
স্যারের মূল টেকনিকই হচ্ছে অনুশীলন করিয়ে করিয়ে শিক্ষার্থীদের সাহসী করে গড়ে তোলা। প্রতিক্লাসে সবার সামনে এনে মঞ্চ এবং মাইক্রোফোন ব্যবহার করে শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে তোলা। আজ ছিল নুসরাত এর প্রথম ক্লাস; একদিন এই নুসরাতই হাজার হাজার মানুষের সামনে কথা বলবে। এগিয়ে যাবে, আলো ছড়াবে.....
এবার আমাদের ছোট্ট সোনামণিরা ইংরেজি শিখবে: বক্তৃতা, বিতর্ক, বেসিক গ্রামার, ব্যবহারিক ভোকাবুলারি, ইংরেজিতে কথা বলে এগিয়ে যাবে। আজকের ক্লাসে স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। স্যারের স্বপ্নপূরণে আমরাও সারথি হই।
আগামীকাল, শুক্রবার, বিকাল ৪ ঘটিকায়, ধর্মপুর পূর্ব চৌমুহনী, পারফেক্ট কোচিং ভবনে ৩য়-৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে M.H. English Spoken & Debate একটি আকর্ষণীয় কোর্স শুরু করতে যাচ্ছে। এবার আমাদের ছোট্ট সোনামণিরাও ইংরেজিতে কথা বলা, বক্তৃতা, উপস্থাপনা, বিতর্ক, ইংরেজি ব্যবহারিক ভোকাবুলারি ও বেসিক গ্রামার চর্চা করে এগিয়ে থাকবে। আমাদের পরিবার এবং পরিচিতজনদের পাঠিয়ে দেই স্যারের এই কোর্সটি করানোর জন্যে।
আমাদের সন্তানরা এগিয়ে গেলেই আমাদের স্বপ্নরা এগিয়ে যাবে.......
আগামী ৩০ জুলাই, শনিবার থেকে ৩য়-৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে M.H. English Spoken & Debate একটি আকর্ষণীয় কোর্স শুরু করতে যাচ্ছে। এবার আমাদের ছোট্ট সোনামণিরাও ইংরেজিতে কথা বলা, বক্তৃতা, উপস্থাপনা, বিতর্ক, ইংরেজি ব্যবহারিক ভোকাবুলারি ও বেসিক গ্রামার চর্চা করে এগিয়ে থাকবে। আমাদের পরিবার এবং পরিচিতজনদের বলে রাখি স্যারের এই কোর্সটি করানোর জন্যে।
এ বিষয়ে বিস্তারিত খুব শীঘ্রই আসছে.....
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চাকুরী প্রার্থী এবং চাকুরীজীবিদের জন্য সুবর্ণ সুযোগঃ
যার যার ইংরেজি ভীতি এবং দুর্বলতাটা কাটিয়ে নিতে পারেন M.H. English Spoken এর সাথে। গত ২ যুগের অভিজ্ঞতা এবং বাস্তব প্রমাণে আমাদের ব্যর্থতার গল্প নেই। যারাই M.H. এর সাথে ছিল, নিয়মিত ক্লাস করেছে, স্যারের আনুগত্য করেছে, আল্লাহর রহমত এবং স্যারের দোয়ায় তারা আজ যার যার জায়গায় গৌরব এবং সম্মানের সাথে প্রতিষ্ঠিত।
গ্রুপ মেম্বারদের অনুরোধ করছি, চাইলে আপনারাও এই কোর্সট করতে পারেন; আপনাদের পরিচিত ছোট-বড়দের এই কোর্সটি করতে উৎসাহিত করুন। আমি চ্যালেঞ্জ করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি; নিয়মিত ক্লাস করলে ইংরেজি ভীতি থাকবে না, গ্রামার এবং ভোকাবুলারি এর স্ট্রং বেসিক তৈরি হবে, ইংরেজিতে কথা বলতে পারবেন। আর স্যারে ওপেন চ্যালেঞ্জ তো থাকছেই! কেউ কোর্স শেষে ইংরেজিতে কথা বলতে না পারলে আপনার পুরো কোর্স ফি ফেরত পাবেন। গবীর শিক্ষার্থীদের ফি এর উপর বিশাল ছাড় আছে, প্রয়োজনে ফ্রি পড়বেন।
জুলাই, ২০২২ থেকেই নতুন ব্যাচ শুরু হচ্ছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসনটি নিশ্চিত করুন।
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চাকুরী প্রার্থী এবং চাকুরীজীবিদের জন্য সুবর্ণ সুযোগঃ
যার যার ইংরেজি ভীতি এবং দুর্বলতাটা কাটিয়ে নিতে পারেন M.H. English Spoken এর সাথে। গত ২ যুগের অভিজ্ঞতা এবং বাস্তব প্রমাণে আমাদের ব্যর্থতার গল্প নেই। যারাই M.H. এর সাথে ছিল, নিয়মিত ক্লাস করেছে, স্যারের আনুগত্য করেছে, আল্লাহর রহমত এবং স্যারের দোয়ায় তারা আজ যার যার জায়গায় গৌরব এবং সম্মানের সাথে প্রতিষ্ঠিত।
গ্রুপ মেম্বারদের অনুরোধ করছি, চাইলে আপনারাও এই কোর্সট করতে পারেন; আপনাদের পরিচিত ছোট-বড়দের এই কোর্সটি করতে উৎসাহিত করুন। আমি চ্যালেঞ্জ করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি; নিয়মিত ক্লাস করলে ইংরেজি ভীতি থাকবে না, গ্রামার এবং ভোকাবুলারি এর স্ট্রং বেসিক তৈরি হবে, ইংরেজিতে কথা বলতে পারবেন। আর স্যারে ওপেন চ্যালেঞ্জ তো থাকছেই! কেউ কোর্স শেষে ইংরেজিতে কথা বলতে না পারলে আপনার পুরো কোর্স ফি ফেরত পাবেন। গবীর শিক্ষার্থীদের ফি এর উপর বিশাল ছাড় আছে, প্রয়োজনে ফ্রি পড়বেন।
জুলাই, ২০২২ থেকেই নতুন ব্যাচ শুরু হচ্ছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসনটি নিশ্চিত করুন।
ইংরেজি নিয়ে এখনই না ভাবলে সমস্যায় পড়বেন প্রতি পদে পদে। একাডেমিক ফলাফল, চাকুরীর পরীক্ষায়, চাকুরীর ইন্টারভিউতে, নিজের কর্মজীবনে, নিজেকে সবার সামনে সাবলীল উপস্থাপনায় সব জায়গায় ইংরেজিটা লাগবেই।
M.H. English Spoken & Debate আপনাকে বেসিক গ্রামার অনুশীলন করিয়ে আপনাকে একদিকে যেমন ইংরেজিতে দক্ষ করে তুলবে আর অন্যদিকে আপনাকে ইংরেজিতে কথা বলতে পারদর্শী করে তুলবে। আপনার একাডেমিক ফলাফলে, চাকুরীর পরীক্ষা ও ইন্টারভিউতে, নিজের কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে এবং আপনার ব্যতিক্রমী ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে। আমাদের ২ যুগের অভিজ্ঞতা এবং বাস্তব প্রমাণ কখনো ব্যর্থতার গল্প বলে না।
কোর্সটি শেষে আপনার ইংরেজি ভীতি কাটবে, ইংরেজির বেসিক তৈরি হবে, ইংরেজিতে কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ্ । না হয়, শর্তসাপেক্ষে পুরো কোর্স ফি ফেরত পাবেন। সিদ্ধান্ত আপনার.....!!!
নোটিশঃ
M.H. English Spoken & Debate এখন থেকে 'পারফেক্ট কোচিং ভবন', খান মঞ্জিল, রাণীর বাজার রোড, ধর্মপুর পূর্ব চৌমুহনীতে, কুমিল্লা শাখার সকল কার্যক্রম পরিচালিত হবে।
মনোযোগ দিয়ে কয়েকবার পড়ে নিন....
🌿মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial.
🐦চমৎকার= Excellent, superb, outstanding, splendid
🌿আন্তরিক= Cordial, friendly, affectionate, warm- heated.
🐦আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing.
🌿বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying.
🐦বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.
🌿মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.
🐦সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial.
🍀ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent.
🐦বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic.
🌿দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.
🌺বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard.
🌿সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend.
💐দেখা = Look, see, notice, watch, observe, view, recognize.
🍂আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic.
☘ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault.
🍁কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.
💦ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view.
🍂তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate.
🍀বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.
💐শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening.
🌹প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor.
💐সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.
🌷চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty.
🌼শেষ= End, conclusion, termination, finish, close, edge.
🌿সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.
🌺বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary.
🐝গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous.
🍀চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try.
🌹দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.
💦শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild
🍀আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.
🐝বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.
🌿উপকারী= Beneficent, helpful, favourable, useful, beneficent.
💐ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.
🌹বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.
🌿ভদ্র, মার্জিত= Polite, well- mannered, modest, gentle, courteous.
🌺হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.
🍀অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind- blowing.
🍂দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.
💦ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.
🥗আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.
🐝খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.
🍀ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.
💦যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel.
🌱মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue.
💐সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny.
🌿বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate.
🌻ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end.
💐হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable.
🌹নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy.
🐝সব = all, full, whole, every, everyone, entire, total, complete.
💐সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally.
🌿সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable.
🌹সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical.
💦বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine.
🍂সক্রিয় = Active, effective, abuzz, operative, reactive, live, speedy.
🍀জয় = Win, victory, gain, success, conquest, , conquest, achievement.
🐔উপহার = Gift, grant, presentation, reward, offering, gratuity.
💕তুলনা করা = comparison, compare, contrast, parallel, analogy, parallelism.
ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি
গুরুত্বপূর্ণ রুল
➤Rule-1
⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ
হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Knowledge (নলেজ) – জ্ঞান
☞Knight (নাইট) – অশ্ব।
☞Knee (নী) – হাটু।
➤Rule-2
⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write (রাইট) – লেখা।
☞Wrong (রং) – ভুল।
☞Who (হু) – কে।
☞Wrestling (রেস্টলিং) – কুস্তি।
➤Rule-3
⇨শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ
হয়না।
উদাহরণ:
☞Name (নেইম) – নাম।
☞Come (কাম) – আসা।
☞Take (ঠেইক) – নেওয়া।
☞Fake (ফেইক) – ভূয়া।
➤Rule-4
⇨M+B পর পর থাকলে এবং B এর পর কোন
Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Bomb (বম) – বোমা।
☞Comb (কৌম) – চিরুনি।
☞Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail (থামনেল) – ছোট।
➤Rule-5
⇨Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ
“আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত
থাকে।
☞Design (ডিজাইন) – আকা।
☞Resign (রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign (রেইন) – রাজত্ব।
☞Feign (ফেইন) – উদ্ভাবন করা।
➤Rule- 6
⇨L+ M পর পর থাকলে এবং পরে vowel না
থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm (কাম) – শান্ত।
☞Alms (আমজ) – ভিক্ষা।
☞Palm (পাম) – তালগাছ।
➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T
এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture (লেকচার) – বক্তৃতা।
☞Century (সেঞ্চুরী) – শতক।
☞Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure (স্ট্রাকচার) – গঠন।
➤Rule-8
⇨Consonant+ I A+ Consonant এভাবে Word
গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond (ডায়ামন্ড) – হীরক।
☞Liar (লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability (লাইয়াবিলিটি) – দায়।
➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে
“I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First (ফার্স্ট) – প্রথম।
☞Birth (র্বাথ) – জন্ম।
☞Bird (বার্ড) – পাখি।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E
এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর
মত হয়।
উদাহরণ:
☞Mice (মাইস) – ইদুর।
☞Rice (রাইস) – চাউল।
☞Wise (ওয়াইস) – বিজ্ঞ
☞Size (সাইজ) – আয়তন।
➤Rule-11
⇨Consonant+ U+ Consonant এভাবে word
গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ:
☞Null (নাল) – বাতিল
☞But (বাট) – কিন্তু।
☞Nut (নাট) – বাদাম
☞Cut (কাট) – কাটা।
➤Rule-12
⇨I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না।
সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Sight (সাইট) – দৃশ্য।
☞Might (মাইট) – হতে পারে।
➤Rule-13
⇨“I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ:
☞Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
☞Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
☞Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
☞Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
➤Rule-14
⇨Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময়
“এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ:
☞Rail (রেইল) – রেলের লাইন।
☞Nail (নেইল) – পেরেক
☞Straight (স্ট্রেইট) – সোজা।
➤Rule-15
⇨O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে
word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত
হয়।
উদাহরণ:
☞Document (ডকিউমেন্ট) – দলিল।
☞Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা
দ্বারা পাওয়া।
➤Rule-16
⇨I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি
word এর শেষে থাকে তবে এর উচ্চারণ
“আয়্যা” হয়।
উদাহরণ:
☞Dire (ডায়্যার) – ভয়ংকর।
☞Mire (মায়্যার) – কাদা।
☞Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
➤Rule-17
⇨U I + consonant এরপর vowel না থাকলে U I
এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ:
☞Guilty (গিল্টি) – দোষী।
☞Guilt (গিল্ট) – দোষ।
☞Build (বিল্ড) – নির্মাণ করা।
➤Rule-18
⇨E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি
word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ
“ঈঅ্যা” হবে।
☞Dear (ডিয়্যার) – প্রিয়।
☞Fear (ফিয়্যার) – ভয়।
☞Bear (বিয়্যার) – বহন করা।
➤Rule-19
⇨EA+ R+ consonant এভাবে word গঠিত হলে,
EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ:
☞Heart (হার্ট) – হৃদয়।
☞Earth (আর্থ) – পৃথিবী।
☞Earn (আর্ন) – আয় করা।
➤Rule-20
⇨Consonant+ EA+ consonant (R ছাড়া)
এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
☞Feather (ফেদার) – পালক।
☞Tread (ট্রেড) – পদদলিত করা।
☞Leader (লিডার) – সর্দার।
➤Rule-21
⇨শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R
যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর
উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ:
☞Peer (পিয়্যার) – সমকক্ষ।
☞Steer (স্টিয়্যার) – হাল ধরা।
☞Deer (ডিয়্যার) – হরিণ।
➤Rule-22
⇨P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন
vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Psyche (সাইকি) – আত্মা
☞Psycho (সাইকো) – মন।
☞Psora (সৌরা) – খোসপাচঁড়া।
➤Rule-23
⇨শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে
T অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
☞Rustle (রাসল) – খসখস শব্দ।
☞Nestle (নেসলে) – বাসা বাঁধা
➤Rule-24
⇨ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর
উচ্চারণ হয় “চ”।
উদাহরণ:
☞Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
☞Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
☞Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
➤Rule-25
⇨শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ
হবে “অ্য”।
উদাহরণ:
☞Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
☞Boar (বোর) – শূকর।
☞Boat (বোট) – নৌকা।
☞Road (রোড) – রাস্তা।
➤Rule-26
⇨E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত
হলে এবং তার পর আর কিছু না থাকলে
প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E
অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
☞Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।
➤Rule-27
⇨শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি
বিশেষ।
☞Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী
প্রাণী।
➤Rule-28
⇨Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।
উদাহরণ:
☞Coin (কইন) – মুদ্রা।
☞Foil (ফইল) – পাত।
☞Join (জইন) – যোগদান করা।
➤Rule-29
⇨শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত
হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।
উদাহরণ:
☞Road (রৌড) – রাস্তা।
☞Loan (লৌন) – ঋণ।
☞Toad (টৌড) – ব্যাঙ।
➤Rule-30
⇨UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত
হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি
“আই” এর মত।
উদাহরণ:
☞Guide (গাইড) – পথ প্রদর্শক।
☞Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স) –
বিপথগামীতা।
➤Rule-31
⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant
এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত
“এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট) – ভাড়া।
☞Comet (কমিট) – ধূমকেতু।
☞Comment (কমেন্ট) – মন্তব্য।
➤Rule-32
⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত
হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need (নীড) – প্রয়োজন।
☞Feel (ফীল) – অনুভব করা।
☞Steel (স্টীল) – ইস্পাত।
☞Meek (মীক) – বিনম্র
➤Rule-33
⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর
উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।
➤Rule- 34
⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার
উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell (সেল) – কোষ।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule- 35
⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই)
হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই) – উড়া।
☞Shy (শাই) – লজ্জা।
☞Buy (বাই) – ক্রয় করা।
☞Toy (টই) – খেলনা।
☞Joy (জয়) – আনন্দ।
⇨Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে
উচ্চারিত হয়।
উদাহরণ
☞City (সিটি) – শহর।
☞Funny (ফানি) – আনন্দ করা।
☞Happy (হ্যাপি) – খুশি।
☞Policy (পলিসি) – নীতিমালা।
➤Rule-36
⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না
থাকলে এবং MN পরপর থাকলে N
অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম) – দোষারোপ করা।
☞Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।
➤Rule-37
⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার
উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত
থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh
উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough (টাফ) – কঠিন।
☞Enough (ইনাফ) – যথেষ্ট।
☞Mighty (মাইটি) – বলশালী।
☞High (হাই) – উচ্চ।
➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough”
এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা
“আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু
Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Dight (ডাইট) – সাজানো।
☞Fight (ফাইট) – লড়াই।
☞Tight (টাইট) – টানটান।
➤Rule-39
⇨Consonant এরপর BT এর উচ্চারণ “ট”
এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Doubt (ডাউট) – সন্দেহ।
☞Debt (ডেট) – ঋণ।
☞Doubtful (ডাউটফুল) – সন্দিহান।
➤Rule-40
⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।
➤Rule-41
⇨LK এর আগে E বা U না থাকলে LK এর
উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত
থাকে।
উদাহরণ:
☞Talk (টক) – আলাপ।
☞Walk (ওয়াক) – হাটা।
☞Chalk (চক) – খড়ি।
➤Rule-42
⇨KN বা GN এর আগে vowel থাকলে K ও G
উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার
করা
☞Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) –
স্বীকৃতি।
➤Rule- 43
⇨কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC
এর উচ্চারণ হবে “ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
☞According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।
➤Rule- 44
⇨কোন শব্দে U এরপর consonant+ vowel+…..
থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
☞Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
☞Tube (টিউব) – নল।
☞Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।
➤Rule- 45
⇨কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+……
থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু) – নীল।
☞Glue (গ্লু) – শিরিসের আঠা।
☞True (ট্রু) – সত্য।
➤Rule- 46
⇨কোন শব্দে U+E এর পূর্বে consonant + R
বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত
“ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
☞Hue (হিউ) – রং।
☞Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।
➤Rule-47
⇨কোন শব্দে U এর পূর্বে R বা L একক
ভাবে থাকলে তার পরে E বা consonant+
E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত
“উ” হয়।
উদাহরণ:
☞Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
☞Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
☞Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।
➤Rule- 48
⇨U এর পর যদি এমন দুটি Consonant থাকে
যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয়
(ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয়
এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়)
তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা
স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত
হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
☞Number (নাম্বার) – সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
☞Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
➤Rule- 49
⇨LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা
“এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম) – চলচ্চিত্র।
☞Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
☞Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
➤Rule- 50
⇨UI+ consonant+ I কিংবা consonant+ L/R+
UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই”
বা “উই” হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি) –
চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল
অবস্থা।
নিয়মিত পোস্ট পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপডেট থাকুন।
ইংরেজি পত্রিকায় ব্যবহৃত ১০০০+ শব্দাবলি এ ধারাবাহিক ভাবে পোস্ট করা হবে A - Z এই ক্রম অনুসারে। আপনি পোস্টটা পাওয়ার পর প্রতিটি শব্দ/শব্দগুচ্ছ ৫ বার করে পড়ে ফেলুন,[ মুখস্ত করতে হবে না] পড়ার পর কমেন্টে জানান যাতে অন্যরা পড়তে উৎসাহিত হয় এবং শেয়ার করে নিজ ওয়ালে রাখুন। সময় ফেলে পুনরায় ৫ বার করে পড়ে ফেলুন। আশা করছি শব্দার্থগুলো আয়ত্ব করতে পারলে আপনার ইংরেজি পত্রিকা পড়ার দক্ষতা অনেক বৃদ্ধি পাবে। পোস্টটি ভাল লাগলে লাইক এ ক্লিক করতে ভুলবেন না। বর্ণমালা B পরবর্তীতে আসবে....
এডমিন
A দ্বারা গঠিত শব্দ
A bit further ➟ আর একটু
A Blunt message ➟ দু:সংবাদ
A Couple of months ago ➟ কয়েকমাস আগে
A full bright scholarship ➟ পূর্ণ মেধাবৃত্তি
A goodish steps ➟ বেশ খানিকটা দূর
A large order ➟ দুরুহ চাহিদা
A man of iron ➟ লৌহমানব
A man of virtue ➟ ধার্মিক ব্যক্তি
A mater of public knowledge ➟ সর্বজনবিধিত বিষয়
A mere baby ➟ একটি কচি খোকা
A reign of terror ➟ ত্রাসের রাজত্ব
A small fry ➟ চুনোপুটি
Abandoned ➟ পরিত্যক্ত
Abate further deterioration ➟ অবনতি রোধ করা
Abatement ➟ উপশম,হ্রাস ( Alleviation,Reducing )
Abduct ➟ অপহরণ করা
Abduction ➟ অপহরণ/অপহরণ করে
Abetted ➟ সাহায্য করা
Abeyance ➟ স্থগিতাবস্থা,অপ্রয়োগ
Abject ➟ শোচনীয় (Deplorable,Grievous)
Ably ➟ দক্ষতার সহিত
Abolish ➟বাতিল করা/বিলোপ/উচ্ছেদ করা/রদ করা
Aboriginal ➟ আদিম/আদিম অধিবাসী
Abridgement ➟ সীমাবদ্ধতা
Abroad ➟ বিদেশ
Abscond ➟ পালিয়ে থাকা/গা ঢাকা/আত্নগোপন করিয়া থাকা/গুম হওয়া
Absence ➟ অনুপস্থিত
Absent minded ➟ মনভুলা,আনমনা
Absolve ➟ মুক্তিদান করা
Absorb ➟ শুষে নেওয়া
Abuse ➟ অপব্যবহার
Abuse of power ➟ ক্ষমতার অপব্যবহার
Access ➟তথ্য উদ্ধার করা/প্রবেশাধিকার/অ্যাকসেস
Access ➟ প্রবেশ,সুবিধা
Accolade ➟ প্রশংসা
Accommodate ➟ উপযোগী করা,মেনে নেওয়া (Adapt,Compromise)উপযোগী করা,স্থান সংকুলান হওয়া (Suitable,adapt)
Accompanied ➟ অনুষঙ্গী
Accompany ➟ সাথে করে/সঙ্গে করে
Accord ➟ মিল,সঙ্গতি ,ঐকতান
Account ➟ হিসাব দেওয়া/হিসাব
accountability ➟ দায়িত্ব,ঝুঁকি
Accountable ➟ কৈফিয়ত/দায়বদ্ধ/জবাবদিহি
Accountable ➟ দায়ী
Accreditation ➟ স্বীকৃতি,কৃতিত্ব
Accumulation ➟ আহরণ,সংগ্রহ,সঞ্চয়
Accused of ➟ অভিযুক্ত
Achiever ➟ অর্জনকারী
Achilles Heel ➟ দুর্বলতা,দুর্বল দিক
Acknowledge ➟ স্বীকার করা
Across ➟ জুড়ে
Across the country ➟ দেশব্যাপী
Act on ➟ কাজ
Active ➟ চঞ্চল
Activist ➟ সক্রিয় কর্মী/কর্মী(রাজনৈতিক)/সক্রিয় অংশগ্রহণকারী
Acute ➟ তীব্র/তীক্ষ্ন/বিষম
Adding ➟ যোগ
Address ➟ চিহ্নিত করা/ঠিকানা চিহ্নিত করা
Adequate ➟ পর্যাপ্ত(Enough)যথেষ্ট
Adher to ➟ লেগে থাকা,মেনে চলা
Adhere to ➟ মেনে চলা
Ad-hoc ➟ কোন বিশেষ উদ্দেশ্যে বা প্রয়োজনে গঠন
Adjacent ➟ সন্নিহিত,সংযুক্ত(Adjoining,abutting)
Adolescent- Pr***en ➟ কিশোর-কিশোরী
Adopt ➟ গ্রহণকরা,অবলম্বন করা
Adopted ➟ গৃহীত
Adoption ➟ গ্রহণ,অবলম্বন
Adulterated ➟ ভেজাল যুক্ত/দৃশ্যতঃভেজাল
Adulteration ➟ ভেজাল
Adulterer ➟ ব্যাভিচারী/পরদারগামী
Adulterine ➟ জারজ
Adversary ➟ প্রতিপক্ষ,(Opponent,Rival)
M.H. English Spoken
SSC/Dakhil ব্যাচ এর নিয়মিত ক্লাস আগামীকাল শনিবার, সকাল ৯.০০ টায়।
M.H. English Spoken
SSC/Dakhil ব্যাচ এর ক্লাস আগামী বুধবার বিকাল ৩.০০ টায়।
শহর শাখায়, ১ম ফ্রি ক্লাস
আগামীকাল সোমবার, সকাল ৮ টায়।
অদ্য কুমিল্লা শাখার উদ্বোধনী ক্লাসে স্যারের Open Challenge....
আগামী ফ্রি ক্লাস সোমবার, সকাল ৮ টায়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Comilla
3500
Opening Hours
Monday | 07:00 - 19:00 |
Tuesday | 07:00 - 19:00 |
Wednesday | 07:00 - 19:00 |
Thursday | 07:00 - 19:00 |
Friday | 07:00 - 19:00 |
Saturday | 07:00 - 19:00 |
Sunday | 09:00 - 17:00 |
Vill & P. O: Barashalghar, PS: Debidwar, Dist: Comilla
Comilla, 3532
Alor Sondane............... BUMAHS......... go ahead with fame
Hakim Plaza, Paduar Bazar, Bissho Road
Comilla, 3500
Education is power.
Comilla
Comilla, 3500
তলাবুলইলমি ফারিদাতুনআলা কুল্লি মুসলিম অল মুসলিমাত। দ্বীনিশিক্ষাঅর্জনকরা নারী-পুরুষ প্রত্যেকেরজন্য ফরজ
Comilla Victoria Government Degree College Road, Basir Tower 1st Floor, Dawlatpur, Cumilla
Comilla, 3500
Muin's IT is such kind of an IT institution where empowering the community for extra ordinary excell
Malapara, Brahmanpara
Comilla, 3531
মালাপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস