Jhalam High School, 1997
Nearby schools & colleges
3500
বাংলাদেশ ৷, Cumilla
Titas, Cumilla
comilla
facebook. com/almanaracademy
Daudkandi
Jhawtala Shaheed Sumsul Hoque Sarak Road
Boroshangishwar
Cumilla
Bangladesh. Comilla Districe, Cumilla
Barura, Cumilla
Thakurpara
Cumilla 3542
Burichang Govt. High School Gate
Adalat Road
You may also like
Barura, Comilla
আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ওয়েল ফেয়ার অর্গানাইজেশন/৯৭ এর বর্ষপুর্তি প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে॥ কতিপয় খন্ড চিত্র
আলহামদুলিল্লাহ প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে॥ গত ১২/৫/২০২৩ ও ২৪/৬/২০২৩ তারিখের সিদ্ধান্ত মোতাবেক আমাদের সহপাঠী প্রয়াত এমরান এর জন্য দোয়ার অনুষ্ঠান, তার পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বন্ধুদের মিলন মেলা উপলক্ষ্যে ঝলম উচ্চ বিদ্যালয়/৯৭ ব্যাচ অনেক সদস্য বৃন্দ যার যার সাধ্যমত অক্লান্ত শ্রমের মাধ্যমে অর্জিত অর্থ আর্থিক সহযোগিতা হিসেবে নিঃস্বার্থভাবে দান করেছেন , যা কল্যান তহবিলে অন্তভুক্ত করা হয়েছে॥ উক্ত খাত হতে পূর্বের সিদ্ধান্ত মোতাবেক আমাদের বন্ধু প্রয়াত এমরানের এর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য
গত ৩০/৬/২০২৩ তারিখে নোয়াপাড়া এলাকায় স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠান এবং ০১/৭/২০২৩ তারিখে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে ॥ অদ্যাবদি আপনাদের প্রদত্ত অনুদানের পরিমান ৮৫,৯০০/- টাকা ॥ উক্ত টাকা সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক এমরানের জন্য দোয়া& ব্যানার বাবদ - ৪০০০/-টাকা , তার পরিবার কে আর্থিক অনুদান -২০০০০/- এবং বন্ধুদের মিলনমেলায় কেক কাটা, চা চক্র ও রাতের ডিনার বাবদ ৩৫২৫০/- টাকা অর্থাৎ সর্বমোট ৫৯২৫০/- টাকা খরচ হয়েছে॥ অবশিষ্ঠ ২৬,৬৫০/- টাকা সংগঠনের কল্যান খাতে জমা হবে ॥ কল্যান খাতের অনুদান সবসময়ের জন্য চলমান থাকবে ॥ এছাড়াও পূর্বে আমরা হানিফ কে ৪৫০০০/- , এমরানকে ২০০০০/- টাকা এবং মিজানের জন্য দোয়া অনুষ্ঠান , বাশারের জন্য চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছি॥ আল্লাহ কাছে প্রার্থনা আমাদের দান কে যেন কবুলার মঞ্জুর করে এবং বন্ধুদের কে আরও সহযোগিতা করার তোফিক দান করে ॥ এ পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, যেমন চলে গেল- মিজান, মজনু , এমরানসহ আরো অনেকে ॥ আমাদের অনেকেই অসুস্থ ॥সবাই সবার জন্য দোয়া করবেন ॥ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
গত ১২/৫/২০২৩ ও ২৪/৬/২০২৩ তারিখের সিদ্ধান্ত মোতাবেক আমাদের সহপাঠী প্রয়াত এমরান এর জন্য দোয়ার অনুষ্ঠান, তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের নিমিত্ত সংগঠনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে ॥ এ লক্ষ্যে আগামি ৩০/৬/২০২৩ তারিখে নোয়াপাড়া এলাকায় স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠান এবং ০১/৭/২০২৩ তারিখে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ॥ উক্ত মিলাদে সকলকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি॥ মিলাদের সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন- হানিফ ও হোসেন মোল্লা ॥ আর্থিক সহযোগিতায় কার্যক্রমে থাকবে- সকল বন্ধুগণ
পবিত্র ঈদ উল আযহার পরের দিন আমাদের সকল বন্ধুদের নিয়ে হবে মিলনমেলা ॥ উক্ত মিলন মেলায় সকল বন্ধুগণ স্ব-পরিবারে আমন্ত্রিত॥ জলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সময়-৩.৩০ টা. বর্ষপুর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা -৪.০০ টায়, চা চক্র ৫:০০ টায় চা চক্র ॥ রাতের খাবার-এশার নামাজের পর হক কাবাব চাইনিজ রেস্তোরাঁ॥ পরিবারের সদস্য সংখ্যা ইদের আগের দিন কনফার্ম করতে হবে॥ গ্রুপে জানিয়ে দিতে হবে ॥ মিলন মেলার সার্বিক কার্যক্রমে থাকবে- কাশেম, বশির, রিপা , রাজ্জাক ও গাজী সাইফুল॥
এখনও যারা মাসিক কিস্তি ও অনুদানের টাকা দিতে পারেননি , অনুগ্রহপুব্রক পরিশোধ করে দিবেন ॥ এ বিষয়ে সকলের সুচিন্তিত মতামত আশা করছি ॥ আল্লাহ সকলের দানকে কবুল করুক॥ সবাই সবার জন্য দোয়া করবেন ॥ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ॥
আগে বন্ধুত্ব ......পরে সংগঠন , কলা রিসিভ না করা সমাধান নয়
----------------------------------------------------
আমরা ১৯৯৭ সালে এসএসসি পাস করেছি॥ দীর্ঘ ০৫টি বছরের অধিক একসাথে পড়ালেখা করেছি ॥ অনেক স্মৃতি আমাদের মধ্যে রয়েছে ॥ আমরা একে অপরের ঘনিষ্ঠ ছিলাম॥ ছিল অনেক স্বপ্ন, সাধনা ও ভালোবাসা ॥ সময়ের পরিক্রমায় অনেকে এসএসসি পাশের পর উচ্চ শিক্ষার জন্য ভাগ্যে পুর্বনির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়॥ কেউ সংসার জীবনে প্রবেশ করে॥ কেউ জীবিকার তাগিদে প্রবাসে চলে যায়॥ এটাই নিয়তি॥ ১৯৯৭ সাল হতে ২০১৭ সাল দীঘ ২০ বছর বিছিন্ন ভাবে ছাড়া আমাদের বন্ধুদের সেরকম যোগাযোগ, মিলনমেলা, আনন্দ ফুর্তি কিছুই ছিল না॥ পরবর্তীতে সকলকে এক কাতারে নিয়ে আসার জন্য শুরু হলো সকলের সাথে যোগাযোগ॥ ইতিমধ্যে হয়ে গেল বড় ২টি পিকনিক॥ সকলের সাথে সকলের দেখা সাক্ষাৎ আনন্দ খাওয়া দাওয়া বিদ্যমান ছিল॥ প্রযোজন হয়ে গেল একটি সংগঠন করার যেখানে সামাজিক দাযিত্বের পাশাপাশি অসহায় বন্ধু বান্ধবদের সহযোগিতা করার নিমিত্ত অনেকের মতামতের ভিত্তিতে গঠন করা হলো সংগঠন॥ যা ১ বছর পুর্ণ হতে চললো ॥ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু কিছু বন্ধু বান্ধব কল দিলেও রিসিভ করে না ॥ সংগঠনে না থাকতে চাইলে সেটা বলার অধিকার সকলের রয়েছে ॥ কল রিসিপ না করা কোন সমাধান নয়॥ কারন আমাদের আগে বন্ধুত্ব পরে সংঠন॥
আমাদের বন্ধু প্রয়াত এমরান এর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য দোয়ার আয়োজন উপলক্ষ্যে ১২/৫/২০২৩ তারিখ তারিখের সিদ্ধান্ত মোতাবেক প্রয়াত এমরান এর জন্য দোয়ার অনুষ্ঠান, তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের নিমিত্ত সংগঠনের পক্ষ সিদ্ধান্ত হয়েছে ॥ এ লক্ষ্যে আগামি ২০/৬/২৩ তারিখের মধ্যে আমাদের সকলের (যার যার সাধ্যমত) সহযোগিতার জন্য পুনরায় অনুরোধ করছি (বিকাশ নং- 01816317430)॥ পবিত্র ঈদ উল আযহার আগের দিন মসজিদে মিলাদসহ আর্থিক সহযোগিতার কাজটি সম্পন্ন করতে চাই॥ ঈদের পরের দিন আমাদের সকলের মিলনমেলা ॥ যেহেতু ঈদের আগেই কাজটি করতে চাচ্ছি তাই ঈদের আগেই সকলের সহযোগিতা কামনা করছি ॥ এ বিষয়ে সকলের সুচিন্তিত মতামত আশা করছি প্রবাসীদের হতে আমরা একটু বেশি আশাবাদী ॥সবাই সবার জন্য দোয়া করবেন ॥ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ॥
গত ১২/৫/২০২৩ খ্রি. তারিখের মিটিং এর সিদ্ধান্তক্রমে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর মাসিক চাদা ও কল্যান তহবিলের অর্থ নিন্মোক্ত ছক মোতাবেক গ্রুপ ভিত্তিক সংগ্রহ করা এবং পরিশোধ করার জন্য অনুরোধ করছি
১২ মে,২০২৩
- [x] মানবিক আবেদন ( মানুষ মানুষের জন্য )
আমাদের বন্ধু প্রয়াত এমরান এর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য দোয়ার আয়োজন উপলক্ষ্যে অদ্য ১২/৫/২০২৩ তারিখ সন্ধ্যায় ছোট পরিসরে লাইভ মিটিং সম্পন্ন হয়েছে ॥ মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক প্রয়াত এমরান এর জন্য দোয়ার অনুষ্ঠান, তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের নিমিত্ত সংগঠনের পক্ষ সিদ্ধান্ত হয়েছে ॥ এ লক্ষ্যে আগামি ৩০ তারিখের মধ্যে আমাদের সকলের (যার যার সাধ্যমত) সহযোগিতা কামনা করছি (বিকাশ নং- 01816317430)॥ প্রবাসীদের হতে আমরা একটু বেশি আশাবাদী ॥ সবাইকে এড করা সম্ভব হয়নি বলে দুঃখিত॥ ভবিষ্যতে জুম এর মাধ্যমে মিটিং এর আয়োজন করা যেতে পারে । এছাড়াও উক্ত মিটিং এ আরো কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত হয়েছে ॥ উক্ত সিদ্ধান্ত সমুহ পরে জানানো হবে ॥ আমাদের অনেকেই অসুস্থ ॥সবাই সবার জন্য দোয়া করবেন ॥ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
স্মৃতি অমলিন
আমাদের প্রিয় বন্ধু ও ৯৭ সালের জলম উচ্চ বিদ্যালয়ের সহপাঠী চিতড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মো. ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা সরকারী হাসপাতালে অদ্য বেলা ২ ঘটিকায় ইন্তেকাল করেছেন॥ ইন্না লিল্লাহি অইন্নাইলাহির রাজিউন ॥ হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে মাফ করে দিন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। তার পরিবার কে শোক সহ্য করার তোফিক দান করুন ॥ আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন ॥বাদ ঈশা নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুস্থিত হবে ॥
আগামীকাল শুক্রবার জলম বাজারে আমাদের বন্ধু মহলের উদ্দেগ্যে সকল কে ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ॥ সকলে বিকাল ৪.৩০ ঘটিকায় উপস্থিত থাকার জন্যও অনুরোধ করছি॥
আমাদের মধ্যে কেউ সৌদে আরবে থাকে দয়া করে জানালে উপকৃত হতাম
আছসালামুআলাইকুম, ঝলম উচ্চ বিদ্যালয়, ৯৭ ব্যাচের সকলকে অগ্রিম ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা। ২০২৩ সালের পবিত্র ইদুল ফিতরের পরের দিন বিকাল ৩:০০ ঘটিকায় জলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় অংশগ্রহনের জন্য সকলকে অনুরোধ করা হলো।
অভিনন্দন এইচ এস সি পাস পরিক্ষায় কৃতকার্যদের কে॥ শুভ কামনা রইল
হে নতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা। তোমার সোনালি আলোয়। হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, না পাওয়ার বেদনা। তোমার স্নিগ্ধ হাওয়ায়। হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার অফুরন্ত ঝুরি লয়ে।
২০২৩ নতুন বছরের শুভেচ্ছা।
ঝলম উচ্চ বিদ্যালয়/৯৭ ব্যাচ অনেক সদস্যবৃন্দ যার যার সাধ্যমত অক্লান্ত শ্রমের মাধ্যমে অর্জিত অর্থ আর্থিক সহযোগিতা হিসেবে নিঃস্বার্থভাবে দান করেছেন , যা কল্যান তহবিল হিসেবে নতুন খাত তৈরি করা হলো ॥ উক্ত খাত হতে পূর্বের সিদ্ধান্ত মোতাবেক আমাদের বন্ধু প্রয়াত মিজান এর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য দোয়ার আয়োজন, তার উচিলায় সংগঠনের পক্ষ হতে জলম মসজিদে আর্থিক অনুদান এবং বাসারের চিকিৎসার জন্য আর্থিক অনুদান ১৬/১২/২০২২ তারিখে সম্পন্ন করা হয়েছে ॥ অদ্যাবদি আপনাদের প্রদত্ত অনুদানের পরিমান ৫৭,২৬৫/- টাকা ॥ উক্ত টাকা উপস্থিত সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক দোয়া& ব্যানার বাবদ - ৬৭০০/-, মসজিদে অনুদান -২০০০০/- এবং বাসারের চিকিৎসার জন্য ২০০০০/- টাকা ॥ অন্যান্য খরচ ২০৭০/- টাকা ॥ অবশিষ্ঠ টাকা সংগঠনের কল্যান খাতে জমা হবে ॥ কল্যান খাত সবসময়ের জন্য চলমান থাকবে ॥ এছাড়াও পূর্বে আমরা হানিফ কে ৪৫০০০/- , এমরানকে ২০০০০/- টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছি॥ আল্লাহ কাছে প্রার্থনা আমাদের দান কে যেন কবুলার মঞ্জুর করে এবং বন্ধুদের কে আরও সহযোগিতা করার তোফিক দান করে ॥ এ পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, যেমন চলে গেল- মিজান, মজনু ও আরো অনেকে ॥ আমাদের অনেকেই অসুস্থ ॥সবাই সবার জন্য দোয়া করবেন ॥ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
দোয়া অনুষ্ঠান: আগামি ২৫/১১/২০২২ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় আমাদের বন্ধু প্রয়াত মিজান এর জন্য তার পরিবার ওর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য দোয়ার আয়োজন করেছে ॥ পরিবার থেকে আমাদের সকলকে উক্ত দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে ॥ উক্ত দোয়া অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল । বিশেষ করে যারা গ্রামের বাড়িতে অবস্থান করছেন তাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আমাদের প্রিয় বন্ধু ও ৯৭ সালের সহপাঠী ঝলম গাছতল বাড়ির মিজান ঢাকায় রাস্তা পারাপারের সময় বাইক এক্সিডেন্টে করে অদ্য ভোরে একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন॥ ইন্না লিল্লাহি অইন্নাইলাহির রাজিউন ॥ হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে মাফ করে দিন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। তার পরিবার কে শোক সহ্য করার তোফিক দান করুন ॥ আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন ॥বাদ জোহর নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুস্থিত হবে ॥
- [ ] ২০২২ সালে কোথায় হতে পারে প্রোগ্রাম (পিকনিক) আসছালামুআলাইকুম, ঝলম উচ্চ বিদ্যালয়, ৯৭ ব্যাচের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ২৩/২/২০১৯ আমাদের সকলের মিলন মেলা হয়েছিল কুমিল্লাতে I করোনার কারনে বিগত প্রায় ৩.৫ বছর আমরা কোন প্রোগ্রাম আয়োজন করতে পারিনি I চলতি বছরের ডিসেম্বর মাসে সকলে সম্মিলিতভাবে একটি প্রোগ্রাম করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে I এ বিষয়ে প্রোগ্রামের স্থান, সময় ও আনুষঙ্গিক বিষয়ে সকলের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি I সকলের মতামতের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে । সকলের মঙ্গল কামনা করছি।
৯০ দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাএ
দারুন ফ্যাশন! কি বলিস তোরা?
আমাদের সহপাঠী কাজল-কাকলীর আম্মা আজ ভোর আনুমানিক ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
বন্ধুরা যারা বিকাশে টাকা পাঠাচ্ছো অনুগ্রহ করে মেসেঞ্জারে ডিটেইল্ডস জানাবে। টাকা সনাক্ত করনে সমস্যা হচ্ছে।
ঝলম উচ্চ বিদ্যালয়, ১৯৯৭ কর্তৃক আয়োজিত ঈদ পুর্নমিলন অনুষ্ঠানে হাজারের ব্যস্ততার মাঝে অংশগ্রহণকারী সকল বন্ধু বান্ধবদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকের সম্মিলিত সকলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার নিমিত্ত একটি বৃহৎ কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রতি সদস্যের রেজি: ফি ৩০০/- টাকা এবং মাসিক কিস্তি (জুলাই/২২ হতে ) ২০০/- টাকা, যা ০৩ জনের সমন্বয়ে গঠিত ব্যাংক হিসাবে জমা হবে। সকল বন্ধুদের প্রতি অনুরোধ রেজি: ফি দিয়ে নাম অর্ন্তভুক্ত করতে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ও অনুরোধ করা হলো। জাকির- 01816317430, জামাল- +880 17 3231 6231 , কাশেম- 017 4060 3813
আছসালামুআলাইকুম, ঝলম উচ্চ বিদ্যালয়, ৯৭ ব্যাচের সকলকে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা।আগামী ১১/৭/২০২২ খ্রি. তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় স্কুল মাঠে ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় অংশগ্রহনের জন্য সকলকে অনুরোধ করা হলো।
১৯৯৭ সালের আমাদের স্কুল সহপাঠী মো. এমরান হোসেন ( চিতড্ডা) স্ট্রোক করেছে, এখন চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে তার চিকিৎসা বাবদ কিছু আর্থিক অনুদান দিয়েছি। সহপাঠী অনেক কে মিস করেছি। আগামি ইদুল আযহার ২য দিন আমরা সকলে সংঘটনের কার্যক্রম গঠনের নিমিত্ত একসাথে বসবো। এ বিষয়ে কাজ এগিয়ে চলছে। সকলের সহযোগিতা কামনা করছি। এটি একটি সেবা মুলক প্রতিষ্ঠান হবে।
১৮/৩/২০২২ তারিখ সকালে ৭টায় সময় ১৯৯৭ সালের আমাদের স্কুল সহপাঠী মো. এমরান হোসেন ( চিতড্ডা) স্ট্রোক করেছে, এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। পাশাপাশি সামর্থ্যবান সহপাঠীদের নিকট হতে সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সহযোগিতা কামনা করছি।
দু৪খ কষ্টের স্ট্যাটাস মন থেকে আর আসে না। আল্লাহর ডাকে পৃথিবীর সকল মায়া মমতা, ভালোবাসা ও পারিবারিক সম্পর্ক চিন্হ করে গত ২০/৫/২০২১ খ্রি তারিখে চলে গেলেন আমাদের সকলের ভালোবাসার বন্ধু Mariam Ripa. এর জীবন সঙ্গী খোরশেদ আলম ভাই। ওনার মৃত্যুর শোক কাটতে না কাটতেই আমাদের সকলের ভালেবাসার বন্ধু Mariam Akter Ripa গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের অধীনে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে সেই প্রার্থনা করি
রিপার মেয়ের (মিতু) বিয়ের অনুষ্ঠানে
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক এবং ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ১৯৮৬ ব্যাচের ছাত্র প্রিয় ভাই সৈয়দ ইউনুস উজ্জামান ( Younus Zaman) কিছুক্ষন পূর্বে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহ যেন প্রিয় ভাইকে জান্নাত নসীব করেন। আমিন।
Happy new year/2021
শোক সংবাদ, কুমিল্লা জেলা, বরুড়া থানা ঝলম ইউনিয়ন সাইলচোঁ গ্রামের জলিল প্রধান আজ ১১ঃ২০ মিঃ আল্লাহর ডাকে সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি.. রাজিউন।আপনারা সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামীন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।আমিন।
ঝলম উচ্চ বিদ্যালয়/৯৭ ব্যাচের উদ্দেগ্যে আমাদের একজন অসহায় সহপাঠীকে (হানিফ) (30k) সামান্য পরিমান আর্থিক অনুদান প্রদান করা হলো। উক্ত অনুদানে আমাদের সহপাঠী রেমিটেন্স যোদ্ধা যথাক্রমে আ: রাজ্জাক, মিজান (ওড্ডা),আবু তাহের, গাজী মনির, মো. শাহীন, গিয়াস উদ্দিন এবং আবুল কাশেম, সফিক, আতিক, জামাল (ভুয়ারী), জামাল ( সাইলচর), রতন, রিপা, তালুকদার জাকির, ইলিয়াছ, জাকির (মুড়িয়ারা)গণ সহায়তা প্রদান করেছেন।এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে সহায়তা করেছেন।আল্লাহতায়ালা সকলের সহায়তা কে কবুল করুক। অসহায় সহপাঠীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করি। আরও অনেক সহপাঠী উক্ত সহায়তায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু পারিপার্শ্বিকতার কারনে তা হয়ে উঠেনি। যারা সহায়তা করেছেন এবং সহায়তার আশ্বাস দিয়ে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের কাছে আরও 24k টাকা রয়েছে। উক্ত টাকা সহায়তা কাজে ব্যয় করা হবে। যারা আশা করছেন সহায়তা করবেন তারা যেকোন সময় করতে পারেন। (দু:খের বিষয় -সহায়তা চাইতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়েছি, অনেকের মিথ্যা আশ্বাসের স্বীকার হয়েছি, যার প্রেক্ষিতে অনেকে এখন কল পর্যন্ত ধরছে না)।
আমাদের সহপাঠী সুমন সাহা’র বাবা গত রাত্রে ২.৫০ মিনিটে আমাদের সকলের মায়া ত্যাগ করে পরোলোক গমন করেছেন। সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন।
আমাদের সহপাঠী ডাঃ রাজীব সাহা’র বাবা শ্রী রাখাল সাহা আজ ভোরে ইন্তেকাল করেছেন. আজ দুপুর ১৩:০০ ঘটিকায় শেষকৃত্য হবে। সবাই উনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
সকলকে সবিনয়ে অনুরোধ করছি যে, বিকাশে টাকা পাঠানোর পর সনাক্তকরনের জন্য পার্সোনাল ম্যাসেজ্ঞারে অবহিত করবেন। কারন সকলে টাকা পাঠানো শুরু করছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Jhalam High School, Barura
Comilla
3560
University Road, Kotbari
Comilla
One of the finest Cadet Colleges in Bangladesh Motto: Knowledge is Light (জ্ঞানই আলো) Established: 1 July 1983 Opened: 1984 Area: 52 acres (21 ha) Color: Sky blue Demonym: ComCade...
Comilla, 3500
This is the only official page of Rose Garden International School. RGIS establish in 1999.
Malapara, Brahmanpara
Comilla, 3531
মালাপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস
North Ashrapfur, Tomsombridge, EPZ Road
Comilla, 3500
This Madrasah was established on 1st November of 2020 with just 3 students. The main aim of the foun
Batakandi High School Road
Comilla, 3547
আমাদের এই বিদ্যালয় কুমিল্লার তিতাস উপজেলার একটি অন্যতম বিদ্যালয়।এটি ১৯৭৬ সালে স্থাপিত হয়।
Gallai, Chandina
Comilla, 3510
Hello, Every one It's Abeda-Noor high school ssc 2022 official page. place follw our page.thank you.
6th Floor, Rokeya Mansion, Thana Road, Barura
Comilla, 3560
This page is all about education, specifically learning Arabic and English. All the tutorials of education will be here with tips and tricks. Do admit your child to our in...