Shakil Net Corporation

Shakil Net Corporation

You may also like

GAME SHOP BD
GAME SHOP BD

স্বল্প খরচে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট

23/09/2022

18/02/2022

❤ অভিনন্দন ❤
👑 কুমিল্লা ভিক্টোরিয়ানস👑
✌️❤️ Win or win ✌️✌️✌️🏆🏆🏆
৩য় বারের মত BPL ট্রফি আমাদের কুমিল্লার ঘরে ❤️✌️

04/02/2022

ইন্টারনেট সংযোগে এলাকাভিত্তিক ‘খবরদারি’ চলবে না
ডিশ সংযোগের মধ্যে দিয়ে ইন্টারনেট সংযোগ দেয়া চলবে না
বাংলা ট্রিবিউন রিপোর্ট শর্ট লিংক : shorturl.at/uBDNU

app.yellowmessenger.com

19/11/2021

Bangladesh vs Pakistan
t20
খেলবে টাইগার,
জিতবে টাইগার।।
Live: http://10.16.100.244/livetv.php

02/10/2021
01/10/2021

আজ থেকে বন্ধ অবৈধ মোবাইল ফোনসেট

আজ থেকে অবৈধ কোনো মোবাইল ফোন-সেট চলবে না। হ্যান্ডসেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট চালু করতে গেলে তা গ্রাহককে এসএমএস পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।

তবে, বৈধ কাগজপত্র থাকলে, তা দিয়ে নিবন্ধনের সুযোগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। সংস্থাটি জানায়, গত ১ জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন- এনইআইআর চালু হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর নিবন্ধনের সেই সময় শেষ হয়েছে।



অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে।

এর মধ্যে যে সেটগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো সার্ভারে সংযুক্ত হবে। নতুন যেসব সেট যুক্ত হবে, সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে। দেশে প্রতিদিন ১ লাখ ১০ হাজার নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে, যেগুলোর মধ্যে প্রায় ১০ শতাংশই অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এ হিসাবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা হ্যান্ডসেটেরে মধ্যে ১১ হাজার অবৈধ ও নকল বলে চিহ্নিত হচ্ছে।
মাধ্যম: https://www.independent24.com/details/74567/%E0%A6%86%E0%A6%9C%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%20%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%20%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%20%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9F?fbclid=IwAR2DXM5Wrr4aFLQPsZCtZ6dRdFNSHRjEokcgpH_p_U4ZZO8oaKlbGm4mzBM

21/09/2021

রিয়্যাক্ট দিয়ে জানিয়ে দিন আপনার মতামত।
Live: https://cutt.ly/REdUuKu

20/09/2021

IPL live match: https://cutt.ly/REdUuKu

19/09/2021

ফেসবুক হয়রানিতে করণীয়!!

11/09/2021

🛑সতর্কীকরণ পোস্টঃ🛑
** আপনার পাসওয়ার্ড, পিন, ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন।

গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একটি আপু জানালো- খুব দুঃখিত ভাইয়া, আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম, ভুলকরে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। কারণ, আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে। তাই ভুল করে ফেলেছি। একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন? নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

আমার মোবাইলে একটু পরেই একটা ওটিপি এলো। সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে আবার সেই ফোন- ভাইয়া ওটিপি টা এসেছে, প্লিজ আমাকে জানান।

আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে নাম্বারটা আমার মত সেটা থেকে একটা কল করুন!
জবাব এলো- ঐ নাম্বারটায় একদম ব্যালেন্স নেই, তাই এই নাম্বার থেকে কল করছি।

পরক্ষণেই আমার মোবাইলে ব্যাংকের মেসেজ এলো- "আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন? তাহলে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন, রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন"।

মাথা গরম হয়ে গেলো। সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নাম্বারে ফোন করলাম, জবাব এলো- সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।

এটা একটা নতুন ভাবে ব্যাংক জালিয়াতির প্রচেষ্টা। আমি দু'টো নাম্বারই ব্যাংকে জানিয়ে দিয়েছি। তাই, সবার কাছে অনুরোধ এই খবরটা যতোজনকে পারেন ফরোয়ার্ড করুন ও নিরাপদে থাকুন, ধন্যবাদ।

সবাই সচেতন হোন

-সংগৃহীত

10/09/2021

দুরন্ত ইন্টারনেট স্পিড নিশ্চিত করতে রাউটার রাখতে হবে ঘরের মাঝামাঝি, ৫-৭ ফিট উঁচু স্থানে এবং যেকোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে যথাসম্ভব দূরে।

03/09/2021

খেলবে টাইগারস্,
জিতবে টাইগারস্
Bangladesh Vs New Zealand
লাইভ: https://cutt.ly/REdUuKu

01/09/2021

টাইগারদের প্রতি রইল শুভকামনা।
Bangladesh vs New Zealand
Live: https://cutt.ly/REdUuKu

15/08/2021

ফেসবুকের পর লিংকডইন, ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

ফেসবুক হ্যাক কান্ডের রেশ এখনও কাটেনি। এবার প্রকাশ্যে লিংকডইনের তথ্য ফাঁস কাণ্ড। মাইক্রোসফটের প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনের গ্রাহকদের তথ্য অনলাইনে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ৫০ কোটি গ্রাহকের তথ্য সম্বলিত একটি আর্কাইভ হ্যাক করা হয়েছে, যেখান থেকে ব্যক্তিগত তথ্য চুরি গিয়েছে এই বিশাল সংখ্যক গ্রাহকের। একটি জনপ্রিয় হ্যাকার ফোরামে মোটা টাকায় ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়েছে লিংকডইনের গ্রাহকদের। লিংকডইনের মোট চারটি ফাইল হ্যাক করা হয়েছে। ফাঁস হয়েছে গ্রাহকদের পুরো নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, অফিসের ঠিকানা এবং আরও কিছু তথ্য।

সাইবার নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে ফাঁস হয়ে গিয়েছে লিংকডইনের আইডি’ও। আইডি’র সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইলেও হ্যাকাররা থাবা বসিয়েছে। ফলে প্রফেশনাল টাইটেল, অন্যান্য কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকা তথ্যেও পড়তে পারে কোপ বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়েছে মূল ফাইলগুলো হ্যাক হওয়ার আগে হ্যাকাররা কিছু নমুনা ফাইল সংগ্রহ করে। সেই নমুনাগুলোই প্রতিটি ২ ডলার করে বিক্রি করা হয়। তাহলে সহজেই অনুমেয় মূল ফাইলের তথ্যগুলো কত লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। বিটকয়েনের মাধ্যমে এগুলোর কেনা বেচা চলেছে বলে প্রাথমিকভাবে অনুমান। লিংকডইন গত বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে একাধিক ওয়েবসাইট থেকে তথ্য হ্যাক করা হয়েছে। তদন্ত শুরু করেছে তারা। এদিকে, কয়েকদিন আগেই জানা গিয়েছিল তথ্য ফাঁস হওয়ার তালিকায় বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৩৮ লক্ষ। ১০৬টি দেশের মধ্যে সবচেয়ে বেশি তথ্য প্রকাশ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের। ৩ কোটি ২০ লক্ষ ব্যবহারকারীর তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের। ব্রিটেনের ১ কোটি ১০ লক্ষ ও বাংলাদেশের ৩৮ লক্ষ ব্যবহারকারীর গোপনীয় তথ্য ফাঁস হয়েছে। বিনামূল্যে ফেসবুক ব্যবহারকারীদের এসব তথ্য অনলাইনে একজন বিক্রি করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তথ্যগুলোর মধ্যে রয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ, প্রোফাইল এবং কিছু ক্ষেত্রে ই মেইল ঠিকানা। অবশ্য ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

13/08/2021

প্রিয় গ্রাহক,
নিরাপত্তাজনিত কারন ও ইন্টারনেট সংযোগের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে একটি কানেকশনে ১ টি রাউটারের ল্যান থেকে আর কোন সাব রাউটার কানেক্ট করে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ওয়্যারলেস কভারেজ বৃদ্ধি করতে চাইলে রেঞ্জ এক্সটেন্ডার ডিভাইস অথবা রাউটারের রেঞ্জ এক্সটেন্ডার ফিচার ব্যবহার করুন।যেহেতু, আমাদের লগ সার্ভার সার্ভিস চালু রাখা বাধ্যতামূলক, তাই যে কোন আইন প্রয়োগকারী সংস্থা অফিশিয়ালি কোন তথ্য গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের লগ চাইলে আমরা তা দিতে বাধ্য থাকি। আপনার কানেকশন ব্যবহার করে অন্য কেউ কোন অপরাধমূলক কাজ করলে সেটির দায়ভার আপনার উপরেই বর্তাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাকেই দোষী সাব্যস্ত করবে। একারনে, নিজের রাউটারের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন এবং অপরিচিত /অবিশ্বস্ত কাউকে রাউটারের পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকুন।
ধন্যবাদ
-- শাকিল নেট কর্পেোরেশন--

12/08/2021

আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ, ইত্যাদি:
২৫। (১) যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে,-
(ক) ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, এমন কোনো তথ্য-উপাত্ত প্রেরণ করেন, যাহা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোনো তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, বা
(খ) রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণু করিবার, বা বিভ্রান্তি ছড়াইবার, বা তদুদ্দেশ্যে, অপপ্রচার বা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, বা প্রচার করেন বা করিতে সহায়তা করেন,
তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয় বার বা পুনঃপুন সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

11/08/2021

বিশ্বের সকল নেতাদের কাছে কষ্টের চিঠি লিখেছেন রশিদ খান --😢
প্রিয় বিশ্ব নেতারা-
আমার দেশ আফগানিস্তান বিশৃঙ্খলার মধ্যে রয়েছে,
শিশু ও মহিলা সহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছে এখানে , ঘরবাড়ি এবং সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার বাসস্থান হারিয়ে স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে,
আমাদের বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না,
আফগানিস্তানের মানুষদের হত্যা করা বন্ধ করুন এবং আফগানিস্তান ধ্বংস করা বন্ধ করুন।
আমরা শান্তি চাই, আমাদের এই যুদ্ধ থামাতে হবে, দয়া করে আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন,
আমাদের সাহায্য করুন, দয়া করে এই বিপদের দিনে আমাদের একা ফেলে যাবেন না।
স্পিন অলরাউন্ডার, আফগান সুপার স্টার লেগ স্পিনার রশিদ খান --
আপনাদের জন্য দোয়া রইলো, আল্লাহ আপনাদের হেফাজত করুন- আমিন 🤲

11/08/2021

বাংলাদেশ এ জুন থেকে অক্টোবর মাস হল ডেঙ্গু প্রবণ মাস। আর এরই ধারাবাহিকতায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
ডেঙ্গু ও করনা উভয় ক্ষেত্রেই আক্রান্ত রোগীদের জ্বর আসে বলে বেশীরভাগ সময়েই দুটিকে আলাদা করতে সমস্যায় পড়তে হয়। আর সঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধ না করতে পারলে এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতি।
তাই জেনে নিন কোভিড-১৯ এবং ডেঙ্গু জ্বর এর পার্থক্যগুলো, আর নিজে, পরিবার বা আশেপাশের সবাইকে রাখুন সুরক্ষিত।

31/07/2021

বন্ধু মানে দুটি হৃদয়ের টান
বন্ধু মানে একটু অভিমান
বন্ধু মানে সুখ দুঃখের গান
বন্ধু মানে দুইটা জীবন আর একটা যেন প্রান ।
” হ্যাপি ফ্রেন্ডশিপ ডে “

30/07/2021

অনলাইনে ‘ফেক নিউজ’ চেক করবেন যেভাবে

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনে অপপ্রচার বা অপরাধ বাড়ার শঙ্কা দিন দিন প্রকট হচ্ছে। অনলাইনের কোন বিষয়টি সঠিক আর কোনটি বেঠিক, কোনটি শুদ্ধ, কোনটি ভুল বা ভুয়া তা জানতে না পারলে সেই নিউজ অনেক ধরনের সমষ্যা তৈরি করতে পারে। সামান্য ট্যাপ, ক্লিক কিংবা শেয়ারিং এর মাধ্যমে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন। সেই ক্ষতি থেকে মুক্তি পেতে অনলাইনের ভুয়া বা গুজব চেনার কয়েকটি সহজ উপায় তুলে ধরা হলো।

কীভাবে ছড়ায়?

ভুয়া খবর বা গুজব ছড়ায় বাতাসের বেগে। তবে এর উৎসমূলটিও থাকে বাতাসের মতো অধরা কিংবা নড়বড়ে। কাণ্ডজ্ঞান হীনতা, অতি আবেগ কিংবা অজ্ঞতাকে পুঁজি করে অনলাইনে বিস্তার ঘটে ভুয়া কিংবা গুজবের। সাইর্চ ইঞ্জিন, ওয়েব সাইট কিংবা সোশ্যাল মিডিয়া হয়ে এসব খবর বা গুজব হ্যামিলিয়নের বাঁশি ওয়ালার মতোই আকর্ষণ করে ডিজিটাল সিটিজেনদের। ভুয়া বা গুজব ছড়ায় মূলত নকল ওয়েব সাইট, সোশ্যাল মিডিয়ার নকল প্রোফাইল থেকে। একইভাবে ছড়ায় অপরিচিত, অবিশ্বস্ত লিংক থেকে। তাই আসল বা নকল চিনতে না পারলে ভুয়া বা গুজবের খপ্পরে পড়ার শঙ্কা থেকেই যায়।

যেভাবে চিনবেন বাহকটি ভুয়া বা গুজব: ভুয়া তথ্য বা গুজব সবসময়ই একটু থ্রিলধর্মী হয়। শব্দে ছবিতে থাকে চমক। বেশ সম্মোহনী হয়ে থাকে। তাই এই খবর বা ছবি কোথা থেকে প্রচার হচ্ছে তা দেখে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ। কেননা এসব খবর বা ছবি কেবল বিভ্রান্তই করে না, বিপদও ডেকে আনে। গুজব বা ভুয়া খবর আসলে একটি বড়শির মতো, যার অগ্রভাগে গাঁথা থাকে মুখোরচক খাবার। অর্থাৎ খাবারটা গ্রহণ করা মানেই বড়শির টোপ গিলে ফেলা।

তাই অনলাইন জীবনে ওয়েব সাইট ভিজিট বা পরিভ্রমণের ক্ষেত্রে যেসব ওয়েব ঠিকানায় http এর পরে ‘s’ থাকে না সেগুলো সবসময় ঝুঁকিপূর্ণ। এছাড়া মূল ওয়েবসাইটের ডোমেইন নামের বানান খুবই গুরুত্বপূর্ণ। কেননা নামের বানান এদিক ওদিক করে হর নকল ওয়েবসাইট তৈরি করা হয়। তাই একটু কষ্ট করে https://whois.icann.org/en এই ঠিকানায় গিয়ে ওয়েবসাইটটি কবে তৈরি হয়েছে, কে তৈরি করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব/ভুয়া তথ্য উপাত্ত চেনাটা বেশি কঠিন। এক্ষেত্রে তথ্য উপাত্তের শিরোনামে বিভ্রান্ত হওয়ার চেয়ে এর উৎসটি যাচাই করা মঙ্গল। ফেসবুকের ক্ষেত্রে ভেরিফায়েড পেজ ছাড়াও প্রোফাইলের ছবি বা নেচারও গুরুত্বপূর্ণ। একটু বুদ্ধি খাটালেই নকল প্রোফাইলের ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে। এক্ষেত্রে কেউ যদি কোনও বিষয় নিয়ে দ্বিধান্বিত হন তখন ফেসবুকে ফ্যাক্ট চেকার গ্রুপ https://www.facebook.com/bdfactcheck থেকে অথবা ওয়েবসাইট থেকে https://bdfactcheck.com কিংবা https://www.jaachai.com এর সাহায্য নিতে পারেন। তবে নিজেই যদি আসল নকল, শুদ্ধ অশুদ্ধ, ভুয়া চিহ্নিত করতে চান তা ও সম্ভব। আবার https://twitter.com/StopFakingNews থেকে টুইটারে ছড়িয়ে পাড়া ভুয়া খবর, নকল বা মিথ্যা তথ্য সম্পর্কে অজানা যায়। এক্ষেত্রে অনলাইনে ছবি ও লেখা উভয় বিষয়টিই যাচাই করতে হবে আলাদা আলাদাভাবে।

নকল ছবি বা ভিডিও চিহ্নিত করা: ছবি আসল নকল যাচাই করার ক্ষেত্রে কিছু সাধারণ জ্ঞান কাজে লাগানো যেতে পারবে। যদি কোনও ছবির আকার ছোট ও রেজ্যুলেশন কম হয় তবে তা নকল হওয়ার ‍সুযোগ বেশি। মূলত ভুয়া ছবিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল ছবিকে ক্রপড, এডিট ও মিরর করে ছবির ক্যাপশন পরিবর্তন করে তা নকল হিসেবে ছড়ানো হয়। তাই যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই ছবিটির প্রকৃত তারিখ, স্থান এবং এটি প্রকাশের প্রেক্ষাপট জানা জরুরি।

গুগল রিভার্স সার্চ এর মাধ্যমে ছবির শুদ্ধতা যাচাই করা যেতে পারে। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বিশেষ বার্তাবাহী ছবিটি সম্পাদনা করা হয়েছে কিনা তা জানতে গুগল ইমেজ রিভার্স সার্চ অপশনটি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে https://images.google.com/ ঠিকানায় গিয়ে ছবি বা ছবির লিংকটি সার্চ মেনুতে ড্রপ করতে হবে। অনুসন্ধান বা যাচাইয়ের ক্ষেত্রে টুল মেনু থেকে ভিজ্যুয়াল সিমিলার বা মোর সাইজ নির্বাচন করারও সুযোগ রয়েছে। অনেক সময় ছবিতে মিরর ইফেক্ট ব্যবহার করেও ধাঁধার জন্ম দেয়া হয়। এসব টিন আই (https://www.tineye.com) থেকেও সাহায্য মিলবে।

ছবির মতো নকল ভিডিও বের করতে ভিডিওর মধ্যে কোথাও কোনও অসামঞ্জস্যতা আছে কিনা তা বুঝতে চেষ্টা করুন। সাধারণত, ভিডিওতে শ্যাডো, রিফ্লেকশন, আলো ও পারিপার্শ্বিক বিভিন্ন উপাদানের শার্পনেস থেকে তা বোঝা যায়। ভিডিওর পরিবেশ প্রকৃতির অসামঞ্জস্যতা থেকে জোড়া লাগানো, বিকৃত অনুপাত উপলব্ধি করা যায়। এক্ষেত্রে আমরা ক্রমো ব্রাউজার থেকে InViD টুলস ব্যবহার করতে পারি। ইউটিউব, ভিমো, ইন্সটাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে প্রকাশিত ছবির লিংকটি ইনভিড এর কি ফ্রেমস উইন্ডোতে সাবমিট করে থাম্বনেইলগুলো পর্যবেক্ষণ করলেই প্রকৃত রহস্য উন্মোচন হয়ে যাবে। এছাড়া প্রকৃত ভিডিও বিষয়ে নিশ্চিত হতে আমরা ব্যবহার করতে পারি অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ইউটিউব ডাটা ভিউয়ার (https://citizenevidence.amnestyusa.org)।

ভুয়া খবর বা তথ্য চিহ্নিত করা: ফেসবুকের মতো বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমে অভিমতকে তথ্য হিসেবে উপস্থাপন করে ভুল শিরোনামে বানোয়াট খবর উপস্থাপন করা হয়ে থাকে। তাই খবরের ক্ষেত্রে যে গণমাধ্যমের বরাত দিয়ে বা লোগো ব্যবহার করে কোনও সংবাদ বা ছবি অনলাইনে প্রচার করা হচ্ছে তার সত্যতা নিশ্চিত হতে অবশ্যই সেই সংবাদ মাধ্যমের মূল ওয়েবসাইটে যেতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলা ও প্রথম আলো এমন নকলবাজদের কবলে পড়ে। তাই এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আবেগতাড়িত খবর কেবল একাধিক সূত্রের মাধ্যমে জেনে তারপরই গ্রহণ বর্জনের সিদ্ধান্ত নেওয়া ভালো। খবরের ক্ষেত্রে অবশ্যই নিজের কমনসেন্স, তথ্যসূত্র, সূত্রের বিশ্বাসযোগ্যতার বিষয়টি নজরে আনতে হবে। খবরের বর্ণনা বাদ দিয়ে যদি বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হয় তাহলে তা বিনা দ্বিধায় গ্রহণ না করাই শ্রেয়। আন্তর্জাতিক খবর যাচাইয়ের ক্ষেত্রে গুগল ছাড়াও https://www.snopes.com লিংক ব্যবহার করতে পারেন। বাংলার ক্ষেত্রে ফ্যাক্ট ওয়াচে ঢুঁ দেওয়া যেতে পারে (https://www.fact watch.org)।

আর গুগলে অন্যদের করা দাবির পর্যালোচনা করে এমন ওয়েব পৃষ্ঠা যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার ওয়েব পৃষ্ঠাতে Claim Review স্ট্রাকচার্ড ডেটা এলিমেন্ট অন্তর্ভুক্ত করতে পারেন। যখন সেই দাবির জন্য সার্চ ফলাফলে আপনার পৃষ্ঠাটি দেখানো হয় তখন এই উপাদানটি গুগল সার্চ ফলাফলে সত্যতা যাচাইয়ের সংক্ষিপ্ত ভার্সন দেখানো হয়। এক্ষত্রে সার্চ ফলাফলে সত্যতা যাচাইয়ের অন্তর্ভুক্তি স্বয়ংক্রিভাবে নির্ধারণ করা হয়। সাইটের প্রোগ্রাম্যাটিক র‍্যাংকিং এর ওপর ভিত্তি করে সত্যতা যাচাই উপাদানের মান দেওয়া হয়। পৃষ্ঠা র‍্যাংকিংয়ের মতোই সাইটগুলোর মূল্যায়ন করা হয়: যদি সাইট র‍্যাংকিং যথেষ্ট ভাল হয়, তাহলে আপনার পৃষ্ঠার সঙ্গে সার্চ ফলাফলে সত্যতা যাচাইয়ের উপাদান দেখানো হতে পারে। সম্পূর্ণ প্রক্রিয়াটি কম্পিউটার প্রোগ্রামিং অনুযায়ী চলে; মানুষের হস্তক্ষেপ তখনই করা হয় যখন ব্যবহারকারীর মতামত সত্যতা যাচাইয়ের জন্য গুগল নিউজ প্রকাশকের মানদণ্ড অথবা স্ট্রাকচার্ড ডাটার জন্য সাধারণ নির্দেশাবলী লঙ্ঘন করছে হিসেবে লেখা হয় অথবা যখন প্রকাশক (নিউজ সাইট হতে পারে আবার নাও হতে পারে) গুগল নিউজের সাধারণ নির্দেশাবলী অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখ করা দায়বদ্ধতা এবং স্বচ্ছতা অথবা সাইটের মিথ্যা বর্ণনা সম্পর্কিত যথাযথ মান পূরণ না করেন। তাই অনলাইনে খবরের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে মেধা মনন ও প্রজ্ঞার বিকল্প নেই।

27/07/2021

যাচাই করে নিন আপনার হ্যান্ডসেটটি বৈধ কিনা

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপ: KYD 123456789012345

ধাপ-২: IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

ধাপ-৩: ফিরতি ম্যাসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
বিস্তারিত জানতে ভিজিট:
https://www.ittefaq.com.bd/scienceandtechnology/256505/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

হোম | ডিজিটাল নিরাপত্তা এজেন্সি 19/07/2021

অনিরাপদ ই-মেইল থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন

হোম | ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হ্যাকার, সাইবার অপরাধী এবং অন্যান্য অনলাইন দুষ্কৃতীদের জন্য ই মেইল, সাইবার  আক্রমণের একটি বিশেষ হাতিয়ার। বর্তম.....

18/07/2021

India vs Sri Lanka
Watch live:
https://cutt.ly/REdUuKu

18/07/2021

ভুয়া পোস্ট গুজব ছড়ানো রোধে ফেসবুকের নতুন পদক্ষেপ
প্রকাশিতঃ ৩০ মে, ২০২০
ভিউঃ ১৮৬০

ভাইরাল হওয়ার আশায় এখন আর ভুয়া খবর বা গুজব পোস্ট করা যাবে না ফেসবুকে। কারণ কোন অ্যাকাউন্ট থেকে যদি কোনো পোস্ট ভাইরাল হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ফেসবুক ভালো করে যাচাই করবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, মূলত ভুয়া পোস্ট বা গুজব ছড়ানো রোধেই এই নতুন পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে কোন পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে সেটির খবর নেওয়া হবে।

ফেসবুক আরো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যেসব পেজের কোনো অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলো থেকে এখন আর কোনো পোস্ট করা যাবে না। যতক্ষণ না আইডিগুলোর 'ভেরিফিকেশন' সম্পন্ন হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনো কিছুই পোস্ট করা যাবে না।

ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর বা গুজব ছড়ানো রোধে ধাপে ধাপে আরো কড়া পদক্ষেপের কথা ফেসবুক ভাবছে বলে জানা গেছে।

17/07/2021

"Racism must be opposed by all means that humanity has at its disposal." -- Nelson

"Real leaders must be ready to sacrifice all for the freedom of their people."-- Nelson

Nelson 's words resonate as strong today as ever.

Let's live by them and every single day, everywhere❗️

17/07/2021

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর কৌশল
ব্রডব্যান্ড, ওয়াইফাই ইন্টারনেটের ধীরগতি নিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। অনেক দামি প্যাকেজ নিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না অনেক সময়। এক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Somoy News
তথ্য প্রযুক্তির সময়
কিছুক্ষণ রাউটার বন্ধ রাখুন: দীর্ঘ সময় ধরে রাউটার চলার কারণেও ইন্টারনেটের সঠিক গতি পেতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে নতুন করে রাউটারের সেটিংস আবার চালু করলে, আপনার রাউটারটি আবার পুরনো ছন্দে কাজ করবে।

এছাড়া প্রতিদিন নিয়ম করে কাজে বসার আগে বা পরে অন্তত দশ মিনিটের জন্য রাউটারটি বন্ধ রাখার চেষ্টা করুন।

ওয়াইফাই রাউটারের স্থান নির্ধারণ : টিভি, ল্যাপটপ-ডেস্কটপ বা মোবাইলসহ যেসব ডিভাইসে ওয়াইফাই সংযোগ থাকবে তার থেকে কিছুটা দূরত্বে রাউটার স্থাপন করতে হবে। ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ রাউটারের ইন্টারনেটের গতি অনেকখানি কমিয়ে দেয়।

পাসওয়ার্ড পরিবর্তন : নিজের অজান্তেই অন্য কেউ রাউটার হ্যাক করে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে বেশি লোড পড়ায় ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সে ক্ষেত্রে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিরাপদ একটি পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে পুরনো কেউ লগইন করে ইন্টারনেটে সংযুক্ত থাকলে সেটিও আর পারবে না।

ভিপিএন: কিছু সাইটে প্রবেশ করার জন্য ভিপিএন ব্যবহার করতে হয়। ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি অনেক কমে যায়। আর তাই ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক না হলে ব্যবহার না করাই ভালো।

16/07/2021

হোম অফিস

করোনাভাইরাস চলাকালে অনেক প্রতিষ্ঠানই তাদের অফিসিয়াল কার্যক্রম অব্যহত রাখতে চালু করেছে অফিস ফ্রম হোম পদ্ধতি। লকডাউনে ঘরে বসেই অফিস করছেন অনেক চাকুরীজীবি। কিন্তু অনেকেই হয়তো অবগত নয় যে হোম অফিস সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটি নতুন চ্যালেঞ্জ। এই নিবন্ধে আমরা আলোচনা করবো কিভাবে হোম অফিসেও আপনি আপনার সাইবার সিকিউরিটি নিশ্চিত করবেন।

যদিও কারো কারো ক্ষেত্রে ঘরে অফিস করাটা নতুন নয় তবু এই করোনাভাইরাসের প্রাক্কালে বড় পরিসরে অফিসের সমস্ত কর্মকর্তা – কর্মচারী মিলে বাসায় অফিস করাটা সামগ্রিকভাবে নতুন একটি ধারণা। যারা পুর্বে বাসায় বসে অফিস করেনি তারা হঠাত করে আতকে উঠতে পারেন যে কিভাবে সম্ভব এটি! রিমোটলি অফিস স্থানান্তরের পুর্বে আপনার অফিসের উপযোগী কি ধরণের সার্ভিস যুক্ত হবে বা কোন সার্ভিসটি সম্প্রসারণ করা প্রয়োজন এ বিষয়টি পর্যালোচনা করুন। নিম্নে হোম অফিসের জন্য প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা আলোকপাত করা হল –

· রিমোট অফিসের কার্যক্রম পরিচলনার জন্য আপনার কর্মীদের জন্য নতুন একাউন্ট ও এক্সেস পয়েন্ট তৈরি করতে হতে পারে। সেক্ষত্রে উইজার একাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

· অফিসে যেসকল সফটওয়্যার ব্যবহার করা হত হোম অফিসের ক্ষেত্রে রিমোট ইউজারদের হয়তো ভিন্ন সফটওয়্যার ব্যবহার করা লাগতে পারে। এসব সফটওয়্যার সঠিকভাবে ব্যবহারের জন্য লিখিত নির্দেশনা তৈরি করে কর্মীদের মধ্যে বিতরণ করা যেতে পারে।

· কর্মীদের দক্ষতা অনুসারে বিভিন্ন কাজের জন্য ‘হাউ টু ডু’ গাইডলাইন তৈরি করা যেতে পারে। এতে হেল্প রিকোয়েস্ট কমিয়ে কাজের গতি ঠিক রাখা সহজতর হয়।

· খেয়াল রাখা উচিত যে, করোভাইরাসের কারণে কর্মীরা স্বভাবিকভাবেই নানান মানসিক চাপে রয়েছেন। এর মধ্যে নতুন টেকনোলোজি শেখার বিষয়ে তারা হয়তো তাদের সহকর্মিকে ততটা বিরক্ত করতে চাইবে না যতটা স্বাভাবিক অফিসে করতে পারত। তাই কর্মিরা পরিবর্তিত প্রযুক্তির সাথে নিজেদের কতটা মানিয়ে নিতে পারছেন তা মনিটর করুন।

· বাসায় অফিসের কারণে অনেকের ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। ডিভাইস চুরি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতিদিনকার কাজের ব্যাক আপ রাখার অভ্যাস করতে হবে।

· যে কোন ধরণের প্রযুক্তিগত সমস্যায় আপনার কর্মীরা যাতে আপনাকে রিপোর্ট করে সে ব্যাপারে তাদের উৎসাহিত করুন।

· আপনার প্রতিষ্ঠানের আইটি রিসোর্স এক্সেস করার জন্য আপনার কর্মীদের ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করুন। এতে সাইবার এটাক থেকে আপনার ডাটা অনেক বেশি সুরক্ষিত থাকবে।

· ঘরে অফিসের ক্ষেত্রে বাচ্চারা কর্মীদের ডিভাইসের আশেপাশে আসার সুযোগ পায়। কোন কোন ক্ষেত্রে বাচ্চারা ডিভাইস নিয়ে খেলতে গিয়ে তার ক্ষতিসাধন করতে পারে। শিশুদের নাগালের বাইরে নিরাপদ জায়গায় ডিভাইস সেট আপ করার পরামর্শ দিন।

· রিমুভেবল ডিভাইস বা ইউ এস বি ডিভাইস ব্যবহার করা থেকে আপাতত বিরত থাকুন। এতে আপনার সিস্টেমে মেলওয়্যার প্রবেশ করার সুযোগ পায়। ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে অনলাইন স্টোরেজ ব্যবহার করুন।

হোম অফিস একটি পরিবর্তিত সময়ে আবিষ্কৃত একটি অস্থায়ী সমাধান। এ পদ্ধতির সঠিক ব্যবহার আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম যেমন স্বাভাবিক করতে পারে তেমনি ভিন্ন ভিন্ন দক্ষতার কর্মীদের জন্য এটি চ্যালেঞ্জও হতে পারে। এজন্য কর্মীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের সমন্বয় নিশ্চিত করুন। ভার্বাল সল্যিউশনের থেকে লিখিত নির্দেশনা বা ম্যানুয়াল এ সময়ে ব্যাপক কাজে দেবে। কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করুন।

ছবিঃ সংগৃহীত

15/07/2021

অনলাইন শপিং এ প্রতারণা এড়াতে করণীয়

অনলাইনের শপিং এই সময়ের অন্যতম একটি ট্রেন্ড। মার্কেটে গিয়ে শপিং করার পাশাপশি অনলাইন শপিংও আজকাল জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এত বড় সুবিধার আড়ালে রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী যারা অনলাইন ব্যবসার নামে অন্যের টাকা আত্নসাত করে।

ফেইসবুকে অসংখ্য অনলাইন শপিং পেইজ রয়েছে, যেগুলো নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। এর মধ্যে কিছু পেইজ পাওয়া যায় যেগুলো কখনো কখনো এক ধরণের প্রোডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রোডাক্ট বা নিম্নমানের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। আবার, কিছু কিছু পেইজ পাওয়া যায় যেগুলো প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রীম মূল্য পরিশোধ করার পরও কোন প্রোডাক্টই ডেলিভারি দেয় না। এক্ষেত্রে, আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন তারা আপনার নম্বর বা একাউন্টটি ব্লক করে দিবে। এ ধরনের পেইজগুলো সাধারনত চালু হবার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের নিকট হতে বিভিন্ন পরিমানের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিএকটিভেট করে দেয়।

করণীয়

· সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোন অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন। এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলো ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন।

· প্রতারণার শিকার হলে বিলম্ব না করে পুলিশকে অবগত করুন।

ছবিঃ সংগৃহীত

15/07/2021

বন্ধ হচ্ছে ফেসবুক-গুগলের ‘ক্যাশ সার্ভার’
https://fb.watch/v/1ewc6dKNZ/

Want your business to be the top-listed Computer & Electronics Service in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Katabil Road, Telikona
Cumilla

Other Internet Service Providers in Cumilla (show all)
Pixel Network Limited Pixel Network Limited
Maa Complex (2nd Floor)
Cumilla, 3517

Tamim Telecom Tamim Telecom
Comilla Sadar
Cumilla, 3500

Robi Airtel Graminphone Banglalink Internet Service Provider

ছোট কাচি - মনোহরগঞ্জ - স্বাধীন ওয়াইফাই ছোট কাচি - মনোহরগঞ্জ - স্বাধীন ওয়াইফাই
ছোট কাচি, বিপুলাসার, মনোহরগঞ্জ, কুমিল্লা।
Cumilla, ৩৫৭২

Welcome to Shadhin Wifi Internet Service.

OfferWala - অফারওয়ালা OfferWala - অফারওয়ালা
Cumilla, 3570

🔴🔴এখানে সকল সিমের ইন্টারনেট মিনিট অফার রেগুলার মূল্য থেকে কম মূল্য ডিসকাউন্ট এ অফার বিক্রি করা হয়!!

Rony Online Communication Rony Online Communication
কুচাইতলী, মেডিকেল কলেজ রোড, সদর কুমিল্লা
Cumilla, 3500

নিরাপদ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে Rony Online Communication এর সাথেই থাকুন🌼

OSPBD OSPBD
Cumilla, 3526

OTT Subscription এর দুনিয়ায় বিশ্বস্ততার সাথে ?

JSS Network JSS Network
539/690, South Chartha, Syed, Adarsha Sadar
Cumilla, 3500

Passion of new generation

Internet & Minutes Packa Internet & Minutes Packa
Village: Raghabpur P. O: Subil, Upzila: Debidwer, Zila: Cumilla
Cumilla

এখানে আপনারা সকল সিমের এমবি ও মিনিট অফার কম দামে পাবেন, ইনশাআল্লাহ।

Suchana Broadband Suchana Broadband
Riaz Tower (Ground Floor), Gouripur Bazar, Daudkandi
Cumilla, 3517

Official page of Suchana Broadband

Zoom Net Zoom Net
South Nurpur, Medical Rooad
Cumilla

This is the best way to get broadband internet connection at your home, office or anywhere..!

J.S.S Network J.S.S Network
539/690, South Chartha, Syed Adar Sadar
Cumilla

Internet Service Provider ( ISP )

Freelancer Sharmin Akter Freelancer Sharmin Akter
Cumilla

Digtal Marketer SEO Expert and Data Entry Specialist.