Cumilla Online Book Shop

Cumilla Online Book Shop

★বইয়ের পাতা, মানুষকে যা শিক্ষাদেয়!!

13/12/2022

আমাদের কিছুই নেই,অথচ সবটা সময়জুড়ে ভাবি,এ বুঝি নিঃস্ব হলাম!!!🙂
জগত যে এক ভ্রমের নগর,সেই নগরে অন্ধ সকল,
ইটের ভেতর মহল খোঁজে, আসল তো মন,অন্দরমহল😊
বড়ই রহস্যময় এ উপন্যাস। যেখানো বৃহৎ এক গঙ্গামহল ছাড়াও রয়েছে সুতীব্র বাসনার ষড়যন্ত্রের বিষবৃক্ষ।
জীবনে আমরা কতটুকু বিভ্রম কাটাতে পেরেছি।প্রতিনিয়ত বন্ধন,মোহ লোভ লালসা আমাদেরকে তীক্ষ্ণ করে দিয়েছে। তেমনি এক বিষাদে ভরা কাহিনি হেমাঙ্গিনী দেবী আর দেবেন্দ্রনারায়নের🙃

19/10/2022

~ সবর হলো যখন আপনি ভিতরে এত ব্যথা ধরে রাখেন, কিন্তু মানুষের সামনে হাসেন।🌸

_ সবর হলো যখন আপনার চোখ অশ্রুতে ভরে যায়, কিন্তু কেউ খেয়াল করে না কারণ আপনি দ্রুত সেগুলি মুছে ফেলেন।🌸

_ সবর হলো যখন লোকেরা আপনার প্রতি কঠোর হয়, আপনি সহ্য করা এবং ক্ষমা করা বেঁছে নেন।🌸

_ সবর হলো আপনি যখন যা চান তা পান না, তারপরেও আপনি আল্লাহর প্রশংসা করেন।🌸

_ সবর হলো যখন আপনি আপনার পরিস্থিতির সাথে লড়াই করছেন, তখনও আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবেন।🌸

_ সবর হলো যখন আপনি কষ্টের সময় থাকেন, তখনও আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ্।🌸

_ সবর হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা যে তিঁনি সবকিছু ঠিক করে দেবেন।❤️

~ নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল। (সূরা-আল আনফাল ৮:৪৬)🌿

~নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
( সূরা-আল বাকারা ২:১৫৩)🌿

~ আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন।
(সূরা-আল ইমরান ১৪৬)🌿🖤

08/10/2021

বই পড়া নিয়ে স্বরনীয় উক্তি সমূহঃ-

১) "পড়, তোমার সৃষ্টিকর্তার নামে"
---রাসুল(সাঃ) এর প্রতি আল্লাহর ১ম বাণী
২) "পড়, পড় এবং পড়"
--- মাও সেতুং
৩) "বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৪) ‘'ধন বল আয়ু বল, অন্যমনস্ক ব্যক্তির ছাতা বল, সংসারে যত কিছু মরণশীল পদার্থ আছে বই হচ্ছে সকলের সেরা।’ শ্রেষ্ঠ বইগুলো হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৫) "বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়"
--- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬) "জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই"
---ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ/লিও টলস্টয়
৭) "প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়"
--- হুমায়ুন আজাদ
৮) "একবার যার পড়ার নেশা লেগেছে, সেকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও তা ছাড়তে পারবে"
---মুহম্মদ মনসুর উদ্দীন
৯) "পাঠাগার নি:সন্দেহে লিখিত ভাষার সঞ্চয়, এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়"
---সৈয়দ আলী আহসান।
১০) "জ্ঞানের বাহক পুস্তক"
---মোতাহের হোসেন চৌধুরী
১১) '‘বই কেনাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে দুষ্কর্মের থেকে নিজেকে রক্ষা করা যায়''
১২) "ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা"
--- দেকার্তে
১৩) "ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে"
--- স্পিনোজা
১৪) "অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল"
--- নেপোলিয়ান
১৫) "প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না"
--- জন মেকলে
১৬) "আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়"
--- নর্মান মেলর
১৭) "একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না"
--- আর ডি কামিং
১৮) "একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা"
--- চীনা প্রবাদ
১৯) "একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়"
--- অস্কার ওয়াইল্ড
২০) "বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে"
--- জেমস রাসেল
২১) "আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই"
---ফ্রাঞ্জ কাফকা
২২) "সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে"
--- ভলতেয়ার
২৩) "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ"
--- ভিক্টর হুগো
২৪) "বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়"
--- বার্ট্রান্ড রাসেল
২৫) "কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন"
--- গ্যেঁটে
২৬) "আমার মধ্যে উত্তম যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী"
--- ম্যাক্সিম গোর্কি
২৭) "যদি বইটা হয় পড়ার মতো তা কেনার মতো বই"
---জন রাসকিন
২৮) "আমরা যখন বই সংগ্রহ করি, তখন আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেট
২৯) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু
৩০) "আমার মধ্যে উত্তম যদি উত্তম কিছু থাকে তার জন্যে আমি বইয়ের কাছে ঋণী"
--ম্যাক্সিম গোর্কি
৩১) "বই হচ্ছে মস্তিস্কের সন্তান"
--সুইফট।
৩২) "রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়তমার নীল চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু বই অনন্তযৌবনা"
-সৈয়দ মুজতবা আলী।
৩৩) "বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না"
---সৈয়দ মুজতবা আলী।
৩৪) "মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে"
--রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫) "হৃদয়ের স্পর্শ যেখানে আছে সেটাই গ্রন্থ"
-হেনরি ভনডিক।
৩৬) "আমরা যখনই বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেই
৩৭) "বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যত সকল দিকে নিয়ে যেতে পারে।
---জসীম উদ্দীন
৩৮) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু।
৩৯) "পাঠাগার যেনো কালের স্বাক্ষী"
--- স্কট
৪০) "আমি তাকে করুনা করি, কারন সে প্রতিদিন মাখন খাই কিন্তু সে বই পড়েনা"
--- টমাস হুড
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট
৪২) "গৃহের কোন আসবাবপত্র বইয়ের চেয়ে সুন্দর নয়"
--- সিডনি স্মিথ
৪৩) "শিল্প সাহিত্যের মধ্যে বেচে থাকায় হচ্ছে প্রশান্তি কবিতা"
--- টমাস ফুলার
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট

সংগ্রহে Md Rasel Bhuiyan

সর্বশেষঃ আমি জ্ঞান বাড়বে কিনা জানিনা, তবে বইয়ের নেশা যার আছে, তার যাবতীয় জাগতিক দূঃচিন্তা থেকে নিজেকে কিছুটা হলেও দুরে রাখা যায়....সংগ্রাহক

05/07/2021

" ত্যাগ বলে কোনো বস্তু তো নেই।আমরা যাকে ত্যাগ বলি সেটার মানে এড়িয়ে যাওয়া।আর সত্যিকার ত্যাগ মানে বন্দীত্ব থেকে মুক্তি অর্থাৎ বিস্তার,ক্ষুদ্র থেকে বৃহৎ এ,লঘিষ্ঠ থেকে গরীয়ানে "

04/07/2021

" ভালোবাসা হলো সকালের মতো।স্বার্থের লম্বা ছায়া সূর্য ওঠা মাত্র ছোট হতে আরম্ভ করে।সূর্য যখন মাথার উপর ছায়া তখন পায়ের তলায়।ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়।তারপর যত বেলা গড়ায়,ছায়া লম্বা হয়,তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে"

Photos from Cumilla Online Book Shop's post 14/02/2021

যেকোনো বই ন্যায্য মূল্যে পেতে এখনি যোগাযোগ করুন। #কলেজ
#মেডিকেল
#বিসিএস
#স্কুল
#ইঞ্জিনিয়ারিং

#গল্প_ও_উপন্যাস
#মোটিভেশনাল
#প্রোগ্রামিং
#চাকরী_ও_অন্যান্য

বই পেতে আমাদের ফেসবুকে মেসেজ করুন বা কল করুন ০১৮৬২৫৮৪৩৫০

Photos from Cumilla Online Book Shop's post 23/01/2021

★বইয়ের পাতা, মানুষকে যা শিক্ষাদেয়!! ★জীবনের পাতা,,
তার চেয়ে অনেক বেশি শিখায়!!✍

যেকোনো ধরনের বইয়ের জন্য যোগাযোগ করুন....মোঃরাসেল ভূঁইয়া (01862-584350)
"Cumilla Online Book Shop"

Photos from Cumilla Online Book Shop's post 27/10/2020

আসসালামুআলাইকুম, প্রিয় কুমিল্লাবাসী।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শুরু থেকেই "Cumilla Online Book Shop" এর প্রতি আপনাদের বিশ্বস্ততা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনার কাঙ্খিত বইটি যথাসময়ে আপনার বাসায় পৌঁছে দিতে।আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেছেন এবং প্রতিনিয়ত অর্ডার করে যাচ্ছেন। আপনাদের বিশ্বস্ততাই আমাদের কর্মস্পৃহা।
"Cumilla Online Book Shop" সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবে।
যেকোনো সময় আপনার প্রয়োজনের বইটি নিজ বাসা থেকে পেতে যোগাযোগ করুন...
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

17/10/2020

চুড়ান্ত সাফল্যের সবচেয়ে বড় বাঁধা হলো অহংকার আর ইগো কিন্তু আত্মসম্মানবোধ ভিন্ন জিনিষ!

Photos from Cumilla Online Book Shop's post 10/10/2020

🔷🔷সেল পোস্ট 🔷🔷

🌷🌷সেলার পরিচিত

নামঃ মোঃ রাসেল ভূঁইয়া(শিক্ষক)
বাসস্থানঃদেবিদ্বার,কুমিল্লা।
মোবাইলঃ01862584350
এন আইডি নংঃ5104142293
পেইজঃCumilla Online Book Shop"
যেকোনো ধরনের বই বাসায় পৌঁছে দিচ্ছি।

🌷🌷পণ্যের পরিচিতিঃ
HSC শিক্ষার্থীদের যেকোনো গ্রুপের বই আমরা সরাসরি বাসায় পৌঁছে দিচ্ছি।


💢বিনিময় মূল্যঃবই অনুযায়ী লাইব্রেরির মূল্য রাখা হয়।

🌷🌷ডেলিভারি প্রক্রিয়া:
কুমিল্লায় হোম ডেলিভারি দেওয়া হয়
চার্জঃ ফ্রি
কুমিল্লার বাইরে কুরিয়ার করা হয়। ডেলিভারি চার্জঃ৫০টাকা।

🍀অর্ডার করতে চাইলে ইনবক্স করুন অথবা মোবাইল করুন।

Photos from Cumilla Online Book Shop's post 07/10/2020

আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন?
বই হচ্ছে মানুষের উত্তম বন্ধু। যেকোনো সময় বই মানুষের পাশে থাকে। বইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করতে পারি। শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। ভ্রমন এবং বই দুটোই মানুষের অভিজ্ঞতার ভান্ডারকে ভারি করে।
আমরা আসছি আপনার প্রিয় শহর কুমিল্লায় যেকোনো ধরনের বই নিজ বাসা থেকে পাওয়ার মহা সুযোগ নিয়ে। যেকোনো ধরনের বই পেতে যোগাযোগ করুন...
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Photos from Cumilla Online Book Shop's post 07/10/2020

🔷🔷সেল পোস্ট 🔷🔷

🌷🌷সেলার পরিচিত

নামঃ মোঃ রাসেল ভূঁইয়া(শিক্ষক)
বাসস্থানঃদেবিদ্বার,কুমিল্লা।
মোবাইলঃ01862584350
এন আইডি নংঃ5104142293
পেইজঃCumilla Online Book Shop"
যেকোনো ধরনের বই বাসায় পৌঁছে দিচ্ছি।

🌷🌷পণ্যের পরিচিতিঃ
একাডেমিক বইসহ আপনার প্রয়োজনের যেকোনো বই আমরা বাসায় পৌঁছে দিচ্ছি।


💢বিনিময় মূল্যঃবই অনুযায়ী লাইব্রেরির মূল্য রাখা হয়।

🌷🌷ডেলিভারি প্রক্রিয়া:
কুমিল্লায় হোম ডেলিভারি দেওয়া হয়
চার্জঃ ফ্রি
কুমিল্লার বাইরে কুরিয়ার করা হয়। ডেলিভারি চার্জঃ৫০টাকা।

🍀অর্ডার করতে চাইলে ইনবক্স করুন অথবা মোবাইল করুন।

Photos from Cumilla Online Book Shop's post 06/10/2020

আসসালামুআলাইকুম,প্রিয় কুমিল্লা বাসী।
আজ আমরা এসেছি কুমিল্লা জিলা ও ফয়েজুন্নেছা স্কুলের ভর্তি পরীক্ষা সহায়ক সাজেশন নিয়ে। কুমিল্লা জেলার শিক্ষার্থীদের প্রথম পছন্দ কুমিল্লা জিলা ও ফয়েজুন্নেছা স্কুল। শিক্ষার্থীদের স্বপ্নের প্রতিষ্ঠানে ভর্তি পরিক্ষার প্রস্তুতির সহায়ক সাজেশন ও যেকোনো বই আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের বাসায়।
নিজ বাসা থেকে যেকোনো সময় আপনার প্রয়োজনের যেকোনো বই পেতে যোগাযোগ করুন.....
" Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Photos from Cumilla Online Book Shop's post 06/10/2020

একজন আদর্শ শিক্ষক ও একটি ভালো বই হতে পারে একজন শিক্ষার্থীর চরিত্র গঠনের অন্যতম প্রধান মাধ্যম।

বিসিএস এবং চাকুরী পরিক্ষার্থী ভাই-বোনদের সময়ের গুরুত্বের কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি তাদের প্রয়োজনের যেকোনো বই বাসা থেকে পাওয়ার দারুণ এক সুযোগ।
যেকোনো চাকরীর প্রস্তুতির সকল বই নিজ বাসা থেকে পেতে যোগাযোগ করুন...
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Photos from Cumilla Online Book Shop's post 05/10/2020

আসসালামুআলাইকুম, প্রিয় কুমিল্লা বাসী। আজকে আমরা এসেছি HSC শিক্ষার্থীদের বই নিয়ে। এটি ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির হয়ে পরেছে সময় কিন্তু থেমে নেই।এই সময়কে কাজে লাগানোর উত্তম সহায়ক হচ্ছে বই।আর এই সময়কে কাজে লাগানোর সহায়ক HSC সিরিজের সকল বই ঘরে বসেই পেতে পারেন খুব সহজেই। তাছাড়া আপনার প্রয়োজনের সকল বই পেতে যোগাযোগ করুন।
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350
https://m.facebook.com/Cumilla-Online-Book-Shop-100954308447068/

04/10/2020

আসসালামুআলাইকুম,
আল্লাহর অশেষ রহমতে আমরা আপনাদের কাছ থেকে ভালো সারা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ কয়েকটি ডেলিভারি সম্পন্ন করলাম। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেছেন। আপনাদের আস্থাই আমাদের কাজের অনুপ্রেরণা।
আপনাদের প্রয়োজনের যেকোনো বই নিজ বাসা থেকে পেতে যোগাযোগ করুন।
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Photos from Cumilla Online Book Shop's post 04/10/2020

কিছু বই শুধু মানুষের জ্ঞানকে বৃদ্ধিই করে না বরং স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের অস্তিত্বকে পূর্ণ গঠনে সাহায্য করে। আমাদের প্রত্যেকেরই উচিত তেমন কিছু বই পড়ার অভ্যাস তৈরি করা।

যেকোনো সময় আপনার প্রয়োজনের যেকোনো বই পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Photos from Cumilla Online Book Shop's post 01/10/2020

আসসালামুআলাইকুম প্রিয় কুমিল্লাবাসী।
আমরা জানি বর্তমান সময় ICT নির্ভর। বিশ্বের প্রতিটি দেশ বর্তমানে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করতে চেষ্টা করছে। ই-কমার্স ব্যাবসায় তার একটি দৃষ্টান্ত উদাহরণ।ফলে মানুষ এখন ঘরে বসেই তার প্রতিটি পণ্যের চাহিদা পূরণ করতে চায়।
সেই লক্ষ্যে আমরা আসছি কুমিল্লার সর্ববৃহত অনলাইন লাইব্রেরি "Cumilla Online Book Shop" নিয়ে। যেখানে আপনি আপনার প্রয়োজনের প্রতিটি বই ঘরে বসেই খুব সহজেই পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে।

সবার শুভ কামনা ও দোয়া কামনা করছি।
"Cumilla Online Book Shop"
মোঃরাসেল ভুঁইয়া (শিক্ষক)
01862584350

Want your business to be the top-listed Shop in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Bagicagaon
Cumilla
3500

Other Book Stores in Cumilla (show all)
Book Gallery-বুক গ্যালারী Book Gallery-বুক গ্যালারী
Cumilla

সততা ভালোবাসা বিশ্বাস

BookRack BookRack
Cumilla, 3500

শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক ও অন্যান্য বই সরবারাহের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Iskcon Bengali Books Iskcon Bengali Books
Cumilla

মনুষ্য জীবন দুর্লভ আর তা সফল করতে কৃষ্ণভক্তির কোন বিকল্প নেই।।

গুরুত্বপূর্ণ PDF বই। গুরুত্বপূর্ণ PDF বই।
কুমিল্লা।
Cumilla, কুমিল্লা,,বাংলাদেশ।

মোঃ-ছানা উল্লাহ খান,,বেড়াখলা,, বি-পাড়া,, ?

Banasua It & Book Shop Banasua It & Book Shop
Banasua Cumilla
Cumilla

প্রগতি বইঘর প্রগতি বইঘর
Cumilla, 3502

For all kinds of book please stay connect with us

As Sunnah Bookshop As Sunnah Bookshop
Cumilla

জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

M/S Jahangir  Stationary, Cumilla M/S Jahangir Stationary, Cumilla
Cumilla

এখানে সকল প্রকার ক্যালকুলেটর এবং ষ্ট?

Nadim nadim Nadim nadim
Hazaratpara
Cumilla

Tawheed Library Cumilla তাওহীদ লাইব্রেরি কুমিল্লা Tawheed Library Cumilla তাওহীদ লাইব্রেরি কুমিল্লা
Cumilla Shikkhaboard Govt. Model College Gate
Cumilla, 3500

এখানে সকল ধরনের স্কুল ,কলেজ ও ইসলামি স?

Book Bd Shop Book Bd Shop
Chandina
Cumilla, 3500

Discover the best book review blogs in your preferred genre. From general fiction to YA paranormal r

At-Taqwa At-Taqwa
Nangolkot
Cumilla

আসসালামু আলাইকুম। আমাদের বুক শপ থেকে সকল প্রকার বই পাবেন সুলভ মূল্যে।