As Sunnah Bookshop

জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

19/02/2024

'আর-রাহিকুল মাখতুম' থেকে প্রশ্ন—
বদর যুদ্ধে কতজন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন?
[১] ১০ জন
[২] ১৪ জন
[৩] ১৮ জন
সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত 'আর-রাহিকুল মাখতুম' এখন বাজারে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
সমকালীন প্রকাশন
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।

10/09/2023

তোমরা যারা, মুখের উপর ঠাসঠাস করে খোঁচা মারা! কথা বলাকে বলো স্পষ্টবাদিতা! বলো স্মার্টনেস! বলো সাহসিকতা!

কুরআন তাদেরকে বলে "লুমাযাহ" যাদের জন্য অপেক্ষা করছে দূর্ভোগ! তারা নিহ্মিপ্ত হবে হুতামায়!

হুতামা কি,,??

হুতামা হলো আল্লাহর প্রজুলিত আগুণ, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে,,!

( সূরা - হুমাযাহ্ ১-৯)❤️
©

05/09/2023

লেখক : ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র)
বিষয় : দুআ ও যিকির
-----------------------------------

ইমাম নববী রাহিমাহুল্লাহ তাঁর পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আযকার। যার পুরো নাম: الاذکارالمنتخبة من کلام سیدالابرار-আল আযকারুল মুন্তাখাবাতু মিন কালামি সাইয়িদিল আবরার
তথা হাদিসে বর্ণিত নির্বাচিত দুআ,যিকির ও আমলসমূহ।বইটির নাম থেকেই পরিষ্কার বুঝা যাচ্ছে মানবজীবনে বইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ।ইমাম নববী রাহিমাহুল্লাহ নিজে বইটি সম্পর্কে তার ভূমিকায় লিখেছেন,হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে সালাফগণ বহু গ্রন্থ রচনা করেছেন।তবে সেগুলোতে হাদিসের সনদ ও একই হাদিস বারবার উল্লেখ হওয়ায় বইগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে।সহজেই একজন পাঠক সেগুলো থেকে উপকৃত হতে পারে না।তাই আমি সহিহ হাদিসে বর্ণতি দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে এমন একটি গ্রন্থ রচনা করার মনস্থ করেছি যাতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু-জীবনের প্রতিটি ধারে হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমলসমূহ উল্লেখ থাকবে।হাদিস চয়নের ক্ষেত্রে আমি হাদিসের প্রশিদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সহিহ বুখারি, মুসলিম , তিরমিযি , নাসাঈ ও আবূ দাউদকে প্রাধান্য দিয়েছি।এবং হাদিসের অন্যান্য প্রশিদ্ধ কিতাব থেকেও দুআ-যিকির ও আমল বিষয়ে সহিহ হাদিসগুলো নিয়ে এসেছি।
বইটিতে আমি সহিহ হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করেছি।হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় মাসাইলেরও আলোচনা করেছি।বইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।

বই - আল আযকার
মুদ্রিত মূল্য - ১৩৫০
বিক্রিত মূল্য - ৫০০ টাকা

29/08/2023

গ্রন্থের শুরুতে লেখক রাসূল এর আবির্ভাবের পূর্বে পৃথিবীতে বিরাজমান বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। আরবের ভৌগোলিক পরিচয়, তৎকালীন সময়ে বিভিন্ন জাতির অবস্থান, আরবের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা, আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদ, জাহেলী সমাজের চারিত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার চিত্রাঙ্কনের মাধ্যমে লেখক এ পৃথিবীতে রাসূল এর আবির্ভাবের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অতঃপর রাসূল এর পবিত্র ও সংগ্রামী জীবনের প্রতিচ্ছবির এক অনবদ্য উপস্থাপনা গ্রন্থটিকে করেছে প্রাণবন্ত।

রাসূল এর দাওয়াতের বিভিন্ন কৌশল ও পর্যায় বর্ণনা হতে শুরু করে, বদর, ওহুদসহ বিভিন্ন যুদ্ধ, মক্কা বিজয়, বিদায় হজ্জ, রাসূল এর ওফাত পর্যন্ত সমস্ত ঐতিহাসিক ঘটনা বর্ণনার পর রাসূল এর পরিবারের পরিচিতি, রাসূল এর চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য বর্ণনার এক ব্যতিক্রমী উপস্থাপনার মধ্য দিয়ে লেখক গ্রন্থটির পরিসমাপ্তি টানেন
বই - আর রাহীকুল মাখতুম
প্রাইজ- ৩৫০ টাকা

যারা অর্ডার করতে চান পেইজে ইনবক্স করুন

28/08/2023

লেখক : ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র)
বিষয় : দুআ ও যিকির
-----------------------------------

ইমাম নববী রাহিমাহুল্লাহ তাঁর পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আযকার। যার পুরো নাম: الاذکارالمنتخبة من کلام سیدالابرار-আল আযকারুল মুন্তাখাবাতু মিন কালামি সাইয়িদিল আবরার
তথা হাদিসে বর্ণিত নির্বাচিত দুআ,যিকির ও আমলসমূহ।বইটির নাম থেকেই পরিষ্কার বুঝা যাচ্ছে মানবজীবনে বইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ।ইমাম নববী রাহিমাহুল্লাহ নিজে বইটি সম্পর্কে তার ভূমিকায় লিখেছেন,হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে সালাফগণ বহু গ্রন্থ রচনা করেছেন।তবে সেগুলোতে হাদিসের সনদ ও একই হাদিস বারবার উল্লেখ হওয়ায় বইগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে।সহজেই একজন পাঠক সেগুলো থেকে উপকৃত হতে পারে না।তাই আমি সহিহ হাদিসে বর্ণতি দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে এমন একটি গ্রন্থ রচনা করার মনস্থ করেছি যাতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু-জীবনের প্রতিটি ধারে হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমলসমূহ উল্লেখ থাকবে।হাদিস চয়নের ক্ষেত্রে আমি হাদিসের প্রশিদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সহিহ বুখারি, মুসলিম , তিরমিযি , নাসাঈ ও আবূ দাউদকে প্রাধান্য দিয়েছি।এবং হাদিসের অন্যান্য প্রশিদ্ধ কিতাব থেকেও দুআ-যিকির ও আমল বিষয়ে সহিহ হাদিসগুলো নিয়ে এসেছি।
বইটিতে আমি সহিহ হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করেছি।হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় মাসাইলেরও আলোচনা করেছি।বইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।

বই - আল আযকার
মুদ্রিত মূল্য - ১৩৫০
বিক্রিত মূল্য - ৫৪০, ৬০% ছাড়ে

02/03/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 😍😍
কাস্টমার রিভিউ💞💞💞অনেক ভালো লাগে কাস্টমার যখন রিভিউ দেয়❣️🌸

19/02/2023

নফস প্যাকেজ-
মুদ্রিত মূল্য- ৪২০
অফার প্রাইজ- ২৯৯

সাথে গিফট থাকবে-
১. শয়তানের ফাঁদ বইটি
২. একটি দু'আ কার্ড
৩. দু'টি বুকমার্ক

অর্ডার করতে ইনবক্স করুন🥰

18/12/2022

সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।

প্রত্যেক পিতা-মাতাই চান তার সন্তানকে মানুষের মতো মানুষ ও সুসন্তান হিসেবে গড়ে তুলতে। পৃথিবীতে এমন কোনো পিতা-মাতা পাওয়া যাবে না, যারা এই চাওয়ার ব্যতিক্রম করে। কিন্তু সবার সেই চাওয়া পূরণ হয় না; কারণ সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে নিজেদের যে বিরাট ভূমিকা রয়েছে তা অনেক পিতা-মাতাই জানেন না।

আর যারা জানেন তারাও সে ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন। যার ফলশ্রুতিতে বেশিরভাগ পিতা-মাতাই তাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সফল হচ্ছেন না।
বক্ষমান গ্রন্থটিতে লেখক পিতা-মাতার সেই গুরু দ্বায়িত্বগুলোই সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং একই সাথে সন্তানদেরও এক্ষেত্রে পিতা-মাতার প্রতি কী ভূমিকা হওয়া উচিত সে ব্যাপারটিও লেখক উল্লেখ করতে কার্পণ্য করেননি। ফলে একইসাথে বইটি যেমন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর একটি বই অন্যদিকে সন্তানদের জন্যও তা অনুসরণীয় বই হিসেবে আবির্ভূত হয়েছে।

❏ অর্ডারের জন্য বইটি সম্পর্কে কিছু তথ্য:

● বই: সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।
● মূল: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ (র.)।
● অনুবাদ: মাও. মিজানুর রহমান।
● সম্পাদনা: শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
● কভার: পেপারব্যাক।
● পৃষ্ঠা সংখ্যা: ১০৪ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● মুদ্রিত মূল্য: ১৪৬ টাকা।
● বিক্রয় মূল্য: ১০৫ টাকা
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।

_______________________________________

17/12/2022

সম্ভাব্য স্ত্রীর দিকে তাকানো

মুগিরাহ ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমি জনৈকা নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি তাকে দেখেছ? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি বললেন, তুমি তাকে দেখে নাও। কেননা, এই দেখা তোমাদের মাঝে (বৈবাহিক সম্পর্কে) প্রণয়-ভালোবাসা জন্ম দেবে।’ [সুনানে ইবনু মাজাহ: ৮৬৬৫; মুসনাদে আহমাদ: ১৮১৫৪।]
.

প্রকাশিতব্য বই : সুন্নাহ ও দাম্পত্য
মূল : শাইখ মাহমুদ মাহদি আল ইস্তাম্বুলী
অনুবাদ : বায়েজীদ বোস্তামী

16/12/2022

‘হালাল-হারামের বিধান’ বইটি সম্পর্কে দুটো কথা:
==========================

মুসলিম হিসেবে হালাল-হারামের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আবশ্যক । অবশ্য কিছু বিষয়ের হালাল-হারাম হওয়া নিয়ে কখনো কখনো বেশ দ্বন্দ্বে পড়ে যাই আমরা । এটা হালাল হলে ওটা হারাম কেন, এভাবে হারাম হলে ওভাবে হালাল কেন—এ জাতীয় নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে । দিশেহারা হয়ে পড়ি আমরা । অথচ কোনো কিছুর হালাল কিংবা হারাম সাব্যস্ত হওয়ার যে সামান্য কিছু মূলনীতি রয়েছে, সেগুলো জানা থাকলে এ অবস্থা থেকে অনেকাংশেই বেঁচে থাকা সম্ভব ।
একজন মুসলিমের জন্য কোন কাজটি হালাল আর কোনটি হারাম, কোন কাজ এক জায়গায় জায়িয হলেও অন্য জায়গায় বা অন্য সময়ে নাজায়িয, কোনো কাজ জায়িয এবং নাজায়িয হওয়ার কারণগুলোই বা কী ? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক-জীবনঘনিষ্ঠ এমন অসংখ্য বিষয়ের বাস্তবধর্মী আলোচনা নিয়ে ড. ইউসুফ আল-কারযাবি রাহিমাহুল্লাহর বিশ্বজুড়ে সাড়াজাগানো গ্রন্থটি প্রকাশিত হলো ‘হালাল-হারামের বিধান’ নামে ।

==================

লেখক : ড. ইউসুফ আল-কারযাবি (রাহিমাহুল্লাহ)
ভাষান্তর : উস্তায আসাদুল্লাহ ফুয়াদ
পৃষ্ঠা সংখ্যা - ৬৩২
মূদ্রিত মূল্য - ৮৯০ টাকা

==================

15/12/2022

বই: তাক্বওয়া ও মুত্তাক্বীন
লেখক: শাইখ আব্দুল হামিদ ফাইজি মাদানি
প্রকাশনায়: আলোকিত প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ২৩২

পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট
কভার: পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ২৯০ টাকা
বিক্রয় মূল্য: ২০৫ টাকা

=====================

❏ বইটি সম্পর্কে কিছু কথা👇

তাক্বওয়ার গুরুত্ব যে কত ব্যাপক তা বলে বুঝানো হয়ত কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা তার কালাম মহা গ্রন্থ আল কুরআন দিয়েছেনই মুত্তাক্বীদের হেদায়েতের জন্য।

এমনকি ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তা’আলা বিধান প্রনয়ণ করে এর কারণ হিসাবে উল্লেখ করেছেন যেন আমরা মুত্তাক্বী হতে পারি, আল্লাহ তাআ'লা বলেন, "হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হল, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরয করা হয়েছিল। যাতে তোমরা পরহেযগার(মুত্তাক্বী) হতে পার।" (কুরআনুল কারীম ২/১৮৩)

আল্লাহ তা’আলা চান আমরা যেন মুত্তাক্বী তথা আত্মসংযমী, পরহেজগার হই, প্রকাশ্য এবং গোপনে তার বিধানগুলো মেনে চলি, সর্বাবস্থায় তাকে ভয় করে চলি, এমন সম্প্রদায়ের মত না হই যারা প্রকাশ্যে ভালো সাজে অথচ গোপনে আল্লাহকে ভয় করে না, তার বিধানের তোয়াক্কা করে না, এমন লোকদের তিহামা (মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী এক বিশাল লম্বা শ্রেণীবদ্ধ) পর্বতমালার সমতুল্য নেক আমলসমূহও মহামহিম আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। তাদের আমল তাদের কোনোই কাজে আসবে না (ইবনে মাজাহ- ৪২৪৫, হাদিসের মান- সহিহ)

আল্লাহ তা’আলা আমাদের প্রকাশ্য এবং গোপনে তার তাক্বওয়া অবলম্বনের তাওফিক দান করুন। বক্ষমান গ্রন্থটিতে তাক্বওয়া বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে, আশা করি বইটা পাঠকদের জন্য বেশ উপকারী হবে, তাদের তাক্বওয়ার লেভেল কিছুটা হলেও উঁচু করবে ইন শা আল্লাহ।

_______________________________________
যেকোন বই অর্ডার করতে ইনবক্স করুন..

14/12/2022

একজন প্রকৃত মানুষের মাঝে যে বিশেষ গুনাবলি থাকা প্রয়োজন 'ধৈর্য তার মধ্যে অন্যতম একটি। ধৈর্য একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং যেকোনো কঠিন কাজ সহজভাবে আদায়ের সক্ষমতা গড়ে তোলে। চরম দুর্দশা, দুরাবস্থা ও কষ্টের মাঝেও নিরাশা হওয়া থেকে বাঁচিয়ে রাখে,মনোশক্তি জোগায় এবং আল্লাহর ইবাদতে দৃঢ়তা আনে।

মেক-আপ করলে যেমন চেহারার সৌন্দর্য বেড়ে যায়, তেমনই ধৈর্য ধরলে ঈমানের সৌন্দর্য দিগুণ বেড়ে যায়।

বইঃ সবর
ভরসা রাখুন আল্লাহর উপর
প্রকাশনীঃ মাকতাবাতুল ক্বলব
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
অফারেঃ ১৪০ টাকা (৩০%ছাড়ে)

30/10/2022

ইসলাম নারী-পুরুষের উভয়ের জন্য জ্ঞানার্জন ফরয করে দিয়েছে। নারীদেরকেও কিছু শর্ত সাপেক্ষে জ্ঞানার্জনের অবারিত সুযােগ দিয়েছে ইসলাম। মুসলিম নারীরা ইসলামের এ অবারিত সুযােগ কাজে লাগিয়ে পুরুষদের পাশাপাশি বিভিন্ন শাস্ত্রে জ্ঞানার্জন করে নিজেদের যােগ্যতার প্রমাণ দিয়েছেন। বিভিন্ন শাস্ত্রে তারা অসামান্য অবদান রেখেছেন। তারা তাদের জ্ঞানের মশালে আলােকিত করেছেন ভুবনকে। শুধু জ্ঞানের জগতেই নিজেদের কারনামাকে উচ্চকিত করেননি; বরং সকল জগতই তাদের পদচারণায় মুখরিত হয়েছে। বইটি মূলতঃ ঊম্মাহর সেই সমস্ত আলোকিত নারীদের অবদান নিয়ে সংকলিত।

বইঃ মুসলিম নারীদের ইলমি অবদান
মূলঃ মাওলানা কাজী মোতাহার মুবারাকপুরী
ভাষান্তরঃ আহমাদ উল্লাহ
সম্পাদনাঃ শাইখ আব্দুল্লাহ মাহমুদ (হাফিঃ)
প্রচ্ছদঃ পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭২
মূদ্রিত মূল্যঃ ২৪৫৳
বিক্রয় মূল্যঃ ১৭২৳

_______________________________________

28/10/2022

বইটিতে দু’আ কিভাবে, কোন কোন সময়ে, কোন ধারাবাহিকতায় করলে তা কবুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে তা কুর’আন হাদীসের আলোকে লেখক চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

লেখনিতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ (রহি.) —এর প্রখ্যাত এবং তাঁর একান্ত ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ (রহ.) এর একাধিক গ্রন্থ থেকে তথ্য—উপাত্ত নিয়ে বিন্যস্ত করেছেন।

বইটি দু’আর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ও এর বিষয়বস্তু সাধারণ জনগণ তো দূরস্থান, অনেক জ্ঞানীগুণী লোকেরও অজানা। সময়োপযোগি এ বইটির বহুল প্রচারণা কামনা করছি এবং জ্ঞানান্বেষী পাঠক যেনো এ থেকে উপকৃত হতে পারেন এ দু’আ করছি। আমীন ©

বই: যে দুআ ব্যর্থ হয়না
প্রকাশনায়: আযান প্রকাশনী
লেখক: আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর
পৃষ্ঠা সংখ্যা: ৪৮
মুদ্রিত মূল্য: ৭৫৳
বিক্রয় মূল্য: ৫৩৳

অর্ডার করতে ইনবক্স করুন।

18/10/2022

সীরাত অফার

আর রাহিকুল মাখতুম
প্রকাশনী - মাকতাবাতুল বাশির
পৃষ্ঠা সংখ্যা - ৯৩৬
মুদ্রিত মূল্য - ৮০০
৫৫% ছাড়ে - ৩৬০ টাকায়

ডেলিভারি চার্জ মাত্র ২১ টাকা। অফারটি চলবে ২৫ তারিখ পর্যন্ত।

বইটি অর্ডার করলেই পাবেন গিফট!
১. দোয়া কার্ড
২. দোয়া স্টিকার
৩. ৫ টি বুকমার্ক

16/10/2022

.

বই: ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ
লেখক: ড. মোহাম্মদ ইমাম হোসাইন
প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন্স

পৃষ্ঠা সংখ্যা: ১২৮
মুদ্রিত মূল্য: ১২০ টাকা
বিক্রয় মূল্য: ৮৪ টাকা

=====================

ঈমান ও আমলের সাথে সম্পৃক্ত এমন বহু বিষয় আছে, যার কারণে যে কেউ ইসলামের সীমারেখা থেকে বেরিয়ে অমুসলিম ও বেঈমান হয়ে যেতে পারে। এমন বিষয়গুলো কুরআন ও সুন্নাহ’য় বিভিন্নভাবে এসেছে, তবে সেখানে এর জন্য ‘নির্দিষ্ট কোনো সংখ্যা’ পাওয়া যায় না। আমাদের পূর্বসূরী বিজ্ঞ আলেমগণ তাদের গবেষণার মাধ্যমে এই কারণগুলোকে দশটি বিষয়ের মধ্যে সন্নিবেশিত করেছেন, যেখানে সবগুলো কারণই এসে গেছে বলে সমকালীন ইসলামিক স্কলারগণও স্বীকার করছেন। অত্র গ্রন্থে ইসলাম ও ঈমান ভঙ্গের উল্লিখিত দশটি কারণ সম্পর্কে দলীল ও রেফারেন্সভিত্তিক আলোচনা করা হয়েছে। এই কারণগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য।

অর্ডার করতে ইনবক্স করুন।

27/09/2022

📕গুনাহ থেকে ফিরে আসুন:
জীবন পরিচালনায় প্রতিদিন আমরা পার্থিব কিছু সুখ-স্বাচ্ছন্দ্যের লোভে অনায়াসে কতো কতো গুনাহ করেই যাচ্ছি। তা হোক ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। গুনাহ করতে করতে এক সময় এই গুনাহের এমন অমানিশা আধাঁরের গহ্বরের পৌঁছে যাই যার ফলে, এর যন্ত্রণাদায়ক শান্তি জেনেও আমাদের হৃদয় শিউরে ওঠে না, ভয় পায় না, চোখ অশ্রুশিক্ত হয় না। কিন্তু কেন আমারা এই গুনাহে লিপ্ত হই, কিভাবে লিপ্ত হয়, লিপ্ত হওয়ার ফল, কিভাবে গুনাহ থেকে মুক্তি পাব এই সবকিছু নিয়ে লেখা বই "গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত ও তার ক্ষতি এবং মুক্তির পথ)"। বইটিতে গুনাহের বিষয়টি সুস্পষ্ট ও সুচারুভাবে হাদিস ও কোরানের আলোকে আলোচিত হয়েছে।

📕বইটির ভাষাশৈলী:
লেখক বইটি খুব চমৎকারভাবে সহজ সাবলীল ভাষায় অলংকৃত করেছেন। এর প্রতি লাইন বোধগম্য। কোরআন হাদিসে যথেষ্ট ব্যাখা বিশ্লেষণ দিয়েই লেখক বইটির আলোচ্য বিষয়টি তুলে ধরেছেন।

📒পাঠক অনুভূতি:
চমৎকার একটি বই! বইটির শর্ট পিডিএফ পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল টেরই পাই নি। যদিও বইটির উপারম্ভিক অংশের কিছু অংশ পড়েছি তবুও পিডিএফটি পড়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেগুলো জানা এবং মানা অত্যাবশকীয়। কারণ, নিজের অজান্তেই আমারা অনেক গুনাহ করে ফেলি।গুনাহের এমন কণ্টকাকীর্ণ পথ থেকে নানা উপায় জানা অবশ্যই জরুরি যা বইটিতে চমৎকার পর্যালোচিত হয়েছে।

📕বইটি কেন এবং কারা পড়বে:
বর্তমানের কুলশীত সমাজের হাত থেকে বাঁচতে হলে সকলেরই "গুনাহ থেকে ফিরে আসুন" বইটি পড়া উচিত। কারণ জেনে না জেনে নিজের অজান্তেই আমারা বিভিন্ন সময় গুনাহের শিকার হই। সব বয়সের পাঠকের জন্য বইটি পাঠ্য উপযোগী।

📕কড়া নেরে যাওয়া কিছু বাক্য:
📖আল্লাহ তাআ'লা যাদের সঠিক পথের দিশা দেন তাদের পথভ্রষ্ট করার কেউ নেই আর যাকে তিনি পথহারা করেন তাদের পথ দেখানোর কেউ নেই।
📖দিনের মধ্যে প্রবেশকৃত সকল বিষয় হচ্ছে বিদায়াত আর বিদায়াত হল পথভ্রষ্টা, পথভ্রষ্টার ফলস্বরূপ ব্যাক্তিকে জাহান্নামে নিয়ে যাবে।
📖এটিই (গুনাহ) হল সেই জিনিস যা জাতিকে উচু আসন থেকে অতল গহ্বরে নিক্ষেপ করে।

📕এক নজরে বইটি :
বই : গুনাহ থেকে ফিরে আসুন
(গুনাহের আলামত ও তার ক্ষতি এবং মুক্তির পথ)
লেখক : ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ রাহিমাহুল্লাহ
তাখরিজ : মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
অনুবাদ : মুহিব্বুল্লাহ খন্দকার
সম্পাদনা : আয়ান টিম
প্রকাশনা : আয়ান প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
বাইন্ডিং : পেপারব্যাক
মূদ্রিত মূল্য: ৩০০ টাকা

লিখেছেন- রিজওয়ানা কামাল বর্সা

Photos from As Sunnah Bookshop's post 17/09/2022

রুহামার বেস্ট সেলার বই এটি। বইটি পড়ে সব পাঠকের একই কথা।
মাস্টার পিস একটি বই এটি।

বর্ষসেরা অফারে ২০ তারিখ পর্যন্ত চলছে বিশেষ ছাড়! অফারে বইটি পাচ্ছেন মাত্র ২৭০ টাকায়। যেই মূল্য ২০ তারিখের পর আর পাবেন না।

এবার ভেবে দেখুন অফারে বইটি নিবেন নাকি পরবর্তীতে বেশি দামে নিবেন। তবে এই বই মিস কইরেন না। সিরিয়াসলি মাস্টার পিস একটি বই।

10/09/2022

আলহামদুলিল্লাহ!
অনেক অপেক্ষার প্রহর শেষে 'সালাফগণের দুনিয়াবিমুখতা' ও 'ফিতনাতুত তাকফীর' বইয়ের প্রি অর্ডার শুরু হয়েছে!

১। 📚সালাফগণের দুনিয়াবিমুখতা​,

━ সংকলক : মুহাম্মাদ মাহিন আলম
━ সম্পাদনা: উস্তায আব্দুল্লাহ মাহমূদ
━ পৃষ্ঠা সংখ্যা: ২৬৮
━ সাইজ : ৫.৫ x ৮.৫ ইঞ্চি।
━ কভারের ধরন : হার্ড কভার
━ মুদ্রিত মূল্য: ৩৯৬ টাকা
━ প্রি অর্ডার মূল্য: ২৩৫ টাকা (৪০% ছাড়)

২। 📚ফিতনাতুত তাকফীর’

━ মূল : শাইখ আলবানী, শাইখ ইবনু বায, শাইখ ইবনু উসাইমীন রাহিমাহুমুল্লাহ
━ অনুবাদক : উস্তায আব্দুল্লাহ মাহমুদ
━ পৃষ্ঠা সংখ্যা: ৮০
━ বইয়ের সাইজ : ৫.৫ x ৮.৫ ইঞ্চি।
━ কভারের ধরন : পেপারব্যাক (আর্ট কার্ড)
━ মুদ্রিত মূল্য: ১১০ টাকা
━ প্রি অর্ডার মূল্য: ৬৫ টাকা (৪০% ছাড়)

প্রি অর্ডার চলবে ২৫ শে সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ইন শা আল্লহ

প্রি অর্ডার করতে ইনবক্স করুন।

09/09/2022

কুরআন ও হাদিস দুআর ভাণ্ডার। অনেক নবী ও মুমিনগণের কাহিনী কুরআন ও হাদিসে পাওয়া যায় যেখানে তাদের দুআর প্রশংসা করা হয়েছে, প্রেক্ষাপট বলা হয়েছে এবং দুআ কবুল করা হয়েছে। সেসব দুআ নিয়ে অনেক বই লেখা হয়েছে।

কিন্তু কুরআনের সকল দু’আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু’আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো বিশ্লেষণ করে লেখা বই তেমন একটি নেই। এই বই সেই অভাবই পূরণ করবে।

তাফসির ইবনে কাসির থেকে শুরু করে প্রসিদ্ধ বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে এসব দুআর তাফসীর পাঠককে পুলকিত করবে, ইলম সমৃদ্ধ করবে, ঈমান বৃদ্ধি করবে, তাওয়াক্কুল, তাকওয়া ও সবরের গুণ অর্জনে সহায়ক হবে এবং আল্লাহর আরো নিকটে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন...

08/09/2022

পৃথিবীর বুকে এখন পর্যন্ত যে কজনা শ্রেষ্ঠ নারী ও মহীয়সী জন্ম নিয়েছেন, তাদের মধ্যে হযরত খাদিজা রাজি. অন্যতম প্রধান। একদিকে পৃথিবীর প্রথম মুসলমান, অন্যদিকে জগতের সবচেয়ে দামি ও পবিত্রতম মানুষটির হৃদয়ের প্রতিমুহূর্তের বিহ্বলতা; তাঁর ভালোবাসা, আশ্রয় ও প্রশ্রয়ের ঠিকানা। নবিজির হৃদয়ের কেন্দ্রবিন্দুতে অনন্ত ঘুরতে থাকা এই মহীয়সীকে নিয়ে আমাদের কত কিছুই এখনো অজানা! সেসব শূন্যতা ও দুর্বলতা পূরণেই ইয়াহইয়া ইউসুফ নদভির অনুবাদ ও চমৎকার বাংলা গদ্যে হাজির হয়েছে গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাজি. গ্রন্থটি।
হযরত খাদিজা রাজি. কিশোরী অবস্থায় ছিলেন বাড়ির অন্যতম শোভা। বাবা-মায়ের আদরের দুলালি। এভাবেই এগিয়ে চলা, অতঃপর প্রথম বিবাহ! স্বামী আতিক বিন আবিদ। পিত্রালয় ছেড়ে চলে গেলেন স্বামীগৃহে। অপরিচিত ঘর, অপরিচিত মানুষ! নিজের গুণে আপন করে নিলেন স্বামী ও পরিবারকে। স্বামী আতিক বিন আবিদ বেশ সন্তুষ্ট স্ত্রীর প্রতি। যা আশা করেছেন তা তো পেয়েছেনই, যা আশা করেননি, তাও পেয়েছেন। অল্প দিনেই এ দম্পতি হয়ে উঠলেন মক্কার গর্ব। সকলের অনুসরণীয়। বছর ঘুরতেই খাদিজার কোল আলো করে জম্ম নিল এক মেয়ে। বন্ধন আরও দৃঢ় হলো। কিন্তু আতিক-খাদিজার সুখ স্থায়ী হলো না। আতিক চলে গেলেন না ফেরার দেশে। স্বামীর আকস্মিক বিদায়ে হতাশায় মুষড়ে পড়েন খাদিজা। আতিকের রেখে যাওয়া মেয়েকে নিয়ে কাটিয়ে দিতে চান বাকি জীবন।

পিতা খোয়াইলিদ বহু কষ্টে রাজি করান দ্বিতীয় বিবাহে! আবারও নতুন জীবনে খাদিজা। নাব্বাশ ইবনে জুররাহ আত-তামিমির ঘরে। এবারের স্বামীও মুগ্ধ তার প্রতি। এগিয়ে চলল তাদের দাম্পত্যজীবন। প্রথম ও দ্বিতীয় বছরে যথাক্রমে জম্ম নিল দুই ছেলে। সুখে পরিপূর্ণ হয়ে উঠল তাদের সংসার। এত সুখ দেখে খাদিজার দুশ্চিন্তা হয়। ভাবেন—আমাদের এ সুখ স্থায়ী হবে তো! নতুন কোনো বিপদ আসবে না তো!

অবশেষে খাদিজার আশঙ্কা সত্যি হয়। নাব্বাশ চলে যান আখিরাতের অনন্ত সফরে। খাদিজা আবারও একা। বিষণ্ন মন। দিশেহারা ভাব। এ যেন ঝড়ের পর আবার ঝড়। শোকের উপর আরও শোক! ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ান। নজর দেন স্বামীর ব্যবসায়। এগিয়ে চলছে ব্যবসা। নিপুণ সুদক্ষ পরিচালনায় সম্পদ বাড়তেই থাকে। অল্প দিনে হয়ে ওঠেন মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী। কঠিন সিদ্ধান্ত নেন, আর বিবাহ করবেন না। বাকি জীবন কাটিয়ে দেবেন দুই ছেলে আর এক মেয়ে নিয়ে। কিন্তু স্রষ্টার ইচ্ছা ছিল অন্যরকম!
একদিন বিস্ময়কর এক স্বপ্ন দেখেন ঘুমের বিছানায়। যাকে বলা যায় ‘আশ্চর্য কুহেলিকা এক’। স্বপ্নের রাজকুমার যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে! কে এই পবিত্রতম হৃদয়ের দীপ্তিমান পুরুষ! কাকে স্বপ্ন দেখে মোড় ঘুরে যায় তার জীবনের? সেই কঠিনতম সিদ্ধান্তটির? তিনি আল আমিন! যিনি ভবিষ্যতে হবেন তার স্বামী! হবেন বিশ্ব জাহানের নবি!
কোনো একদিন মুহাম্মদ খাদিজার ব্যবসার সফর নিয়ে রওনা হন সিরিয়ায়। মুহাম্মদের রুচি, বুদ্ধি দেখে খাদিজা মুগ্ধ। এবং তার প্রতীতি হয়, সে-ই রাতে দেখা তার স্বপ্নপুরুষ! প্রিয় বান্ধবী নাফিসাকে পাঠান মুহাম্মদের নিকট বিবাহের প্রস্তাব দিয়ে। অতঃপর এলো সেই মাহেন্দ্রক্ষণ!
তাদের সংসার শুরু হওয়ার পর পৃথিবীতে রচিত হয়েছে ঐশ্বরিক ভালোবাসার এক মহাকাব্য! অনন্তকাল ধরে সংসার, ভালোবাসা ও দাম্পত্য জীবনের জন্য যা হয়ে রয়েছে শাশ্বত আদর্শ। প্রতিজন মুমিন ও মুমিনার জন্য এই প্রেম ও ভালোবাসা আদর্শ; এ প্রেম সকলের জীবনকেই করতে পারে মহিয়ান-গরিয়ান!
গ্রন্থটিকে সিরাত কিংবা সিরাতে আঁকা গল্পও বলা যায়। এতে স্বল্প কলেবরের ভিতরই অসাধারণ নিপুণতায় নিয়ে আসা হয়েছে খাদিজার প্রাথমিক জীবন থেকে শুরু করে নবিজির সাথে সংসার ও জীবনের অন্তিম সময় পর্যন্ত। অনুবাদকের ভাষায়—‘তাকে নিয়ে এই কিতাবটি লিখতে বসে বারবার আমার মনে যে কথাটি ছায়া বিস্তার করেছে, তা হলো এই—তার সংগ্রাম ও সোনালি এবং নবুওত-বিধৌত জীবনের একটুখানি পরশ যদি লাগে কোনো-নারী জীবনে, তাহলে আমার বিশ্বাস, সে নারীও হয়ে যাবেন ইতিহাসের মহীয়সী।’
প্রিয়তম মুহাম্মদের সাথে নবুওত-পূর্ববর্তী দাম্পত্য জীবনে তার দীর্ঘ পনেরটি বছর কেমন ছিল, এ আগ্রহ, এ কৌতূহল পৃথিবীর সকলের। ভালোবাসা, দায়িত্বশীলতা, অভিমান ও সংসারের নানান রোমাঞ্চকর উত্তেজনায় ভরপুর এ এক মজার ও রোমাঞ্চকর ইতিহাসযাত্রা। পড়তে পড়তে পাঠক কখনো বিহ্বল হয়ে পড়বেন; গল্পের শেষে এসে অশ্রু-চিৎকার করে বলতে ইচ্ছে হবে, কেন এখানেই শেষ হয়ে যাবে সব!
ইতিহাসের এই শ্রেষ্ঠতম নারী ও মহীয়সীর জীবনের গল্পগুলো আমাদের জীবনেরও অবলম্বন যেন হয় এবং চমৎকার এই বইটি যেন হয় আমাদের ঘরের শোভা ও রোজকার নিত্যপাঠের অংশ।


বই—গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাজি.
লেখক—আবদুস সালাম আল আশরী, মুহাম্মাদ আবদুল গণী হাসান
অনুবাদক—ইয়াহইয়া ইউসুফ নদভি
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা—২২২

07/09/2022

ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা।বিজয়-প্রজন্মের জন্য রাব্বে কারীমের অমূল্য তোহফা।
প্রভাতকাল ও ফজর নামাযেই আগামীর বিজয়ের বার্তা লেখা। ফজর নামাযে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন! ধূসর মরীচিকা!

আসুন, সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই―
আগামীর জীবনে আর কোনদিন ফজর নামায করব না কাযা। ফজরকে জানতে এবং ফজর নামাযের প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আপনার জন্য মাকতাবাতুল হাসানের অনন্য উপহার― ফযর আর করব না কাযা।

বই: ফজর আর করবো না কাযা
লেখক: ড. রাগিব সারজানি
প্রকাশনী: মাকতাবাতুল হাসান

বইটি অর্ডার করতে ইনবক্স করুন....

04/09/2022

স্ক্রিন টাইমের ‘সু’বাদে কিংবা ‘কু’বাদে আজ আমাদের মনোযোগ বিক্ষিপ্ত, অশান্ত। স্থির হতে পারি না আমরা কোনোকিছুতেই। এমন অস্থির টালমাটাল চিন্তাজগত নিয়ে মোটা মোটা বইপত্রের ভারী ভারী কথাবার্তা আত্মস্থ করা অনেকের পক্ষেই অসম্ভব-প্রায়। আর সে কথাগুলো জীবনে প্রয়োগ করা তো দূর কী বাত! মূল্যবান গ্রন্থগুলোর অমূল্য কথাগুলো কি তাহলে ঘুমিয়েই থাকবে? তা কি হতে দেওয়া যায়, বলুন? আমরা তাই নিয়ে এসেছি পাঠকবান্ধব এক চমৎকার প্যাকেজ—‘দাওয়াহ প্যাকেজ’। বিষয়বৈচিত্র্যে ভরপুর ১৬টি বই দিয়ে সাজানো হয়েছে প্যাকেজটি, যা ভাই-বন্ধু-আত্মীয় সবাইকেই দেওয়া যেতে পারে নির্দ্বিধায়। চিন্তাজগতে ঝড় তোলার মতো কিছু লেখার সমষ্টিই হলো আমাদের এই দাওয়াহ প্যাকেজ-১।
গায়ে-গতরে হালকা-পাতলা হওয়ায় বইগুলো সহজে বহনযোগ্য। দ্রুত পড়ে ফেলবার জন্যেও যথেষ্ট সুখপাঠ্য। এককথায়, দাওয়াতি কাজের জন্যে একেবারে পারফেক্ট। আবার নিতান্ত সংক্ষিপ্ত পরিসরে টপিকভিত্তিক আলোচনা বলে স্লো-রিডারদের জন্যেও বেশ সুবিধাজনক।
আপনার আশেপাশের মানুষগুলোর মনোজগতে দ্বীনি চিন্তার সলতেটুকু একটুখানি উসকে দেবার জন্য প্রয়োজনীয় রসদ যোগাতে আজই সংগ্রহ করে নিতে পারেন আমাদের এই ‘দাওয়াহ প্যাকেজ’টি।. বই- দাওয়াহ প্যাকেজ (১৬ টি দাওয়াতী প্যাকেজ) কি কি বই এই প্যাকেজে?
১. ইলম ও আদব- আবদুল্লাহ আল মাসউদ
২. শরীয়াহসম্মত/দুনিয়াসম্মত?- আসিফ আদনান
৩. সন্তানের অধিকার- শায়খ ইমদাদুল হক
৪. আমাদের জীবনে মিডিয়ার প্রভাব- শায়খ ওয়াহিদ আবদুস সালাম বালি
৫. যুহদ ও যাহিদ- আবদুল্লাহ আল মামুন
৬. ফিকহের দিকপাল- আম্মারুল হক
৭. সাফল্যের এপিঠ-ওপিঠ- মহিউদ্দীন রূপম
৮. আল্লাহর দেয়া তিনটি ওয়াদা- মুহাম্মদ ইউসূফ শাহ
৯. নিরাপত্তার দোয়া- শায়খ ড. সাঈদ ইবনু আলি কাহতানি রাহি.
১০. বিষন্নতা: ইসলামি সমাধান- আবদুল্লাহ আল মামুন
১১. রহমানের বান্দা যারা- মহিউদ্দীন রূপম
১২. পাপের সাতকাহন- ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
১৩. প্রিয় নবির ব্যাক্তি জীবন- শায়খ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ
১৪. আমাদের চূড়ান্ত উদ্দেশ্য- ড. নাজীহ ইবরাহীম
১৫. আসুন আল্লাহকে ভালোবাসি- ড. ইয়াদ কুনাইবি
১৬. আমাদের পাথেয়- ড. নাজীহ ইবরাহীম

02/09/2022

'আল-জাওয়াবুল কাফী' আত্মশুদ্ধি বিষয়ে রচিত অনন্য এক গ্রন্থ। অন্তরের ব্যাধিতে দিশেহারা এক ব্যক্তির একটি মাত্র প্রশ্নের জবাবে হিজরি ৭০০ শতাব্দীর যুগশ্রেষ্ঠ আলিম ইমাম ইবনু কাইয়্যিম রহ. আত্মশুদ্ধির খনি রেখেছেন এই গ্রন্থে। 'রূহের খোরাক' তারই অনূদিত রূপ।

ভারত উপমহাদেশসহ বাংলাদেশের বরেণ্য সব বুযুর্গ ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক মনীষীর বিভিন্ন নসীহতে, আলোচনায়, বয়ানে—এমনকি আত্মশুদ্ধিমূলক নানা বইয়ে আছে এ গ্রন্থের উদ্ধৃতি।

অন্তরের রোগে পেরেশান অসংখ্য মানুষ এ গ্রন্থ থেকে আত্মশুদ্ধির খোরাক নিয়ে হিদায়াতের পথে হেঁটেছেন, পেয়েছেন মুক্তির দিশা। এতে বিবৃত আত্মার রোগের ব্যবস্থাপত্র শত শত বছর ধরে যারাই পাঠ করেছেন, নিজের পাপ-পুণ্যের হিসাব মেলাতে গিয়ে অঝোর ধারায় কেঁদেছেন। শেষ রাতের জায়নামাযকে সুসিক্ত করেছেন।

আত্মশুদ্ধি বিষয়ক গ্রন্থগুলোর প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে—যে কোনো আলোচনা হৃদয়গ্রাহী ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা, যা মানুষকে গুনাহ ত্যাগে উদ্বুদ্ধ করার পাশাপাশি সওয়াব অর্জনেও আগ্রহী করে তুলবে। বৈশিষ্ট্যটি এ গ্রন্থে পরিপূর্ণরূপে বিদ্যমান।

প্রায় হাজার বছর অতিক্রান্ত হলেও এর আবেদন ও প্রয়োজনীয়তা এতটুকুও ম্লান হয় নি। আজও কোনো মুমিনের হৃদয়াত্মা গুনাহের খরতাপে রুক্ষ এবং তৃষিত হলে এ গ্রন্থ এক পশলা বৃষ্টির মতো তার হৃদয়কে শীতল করে দেয়।

বই : রূহের খোরাক
লেখক : ইমাম ইবনু কাইয়্যিম রহ.

বইটি অর্ডার করতে ইনবক্স করুন

27/08/2022

বই কিনলে
মোজা, কলম, বই ফ্রি!
এমন অফার আর পাবেন কি?
আরো পাবেন দোয়া কার্ড ও স্টিকার ফ্রি!

এক বইয়ের সাথে এত গিফট?! এ যেন অবিশ্বাস্য!! জ্বি মাত্র ১ সপ্তাহের জন্য বিশেষ একটি উপলক্ষে পাঠকদের এটা আমরা দিচ্ছি। যেটা আর কখনোই পাবেন না ইনশাআল্লাহ। তাই এই অফার মিস করা মানে প্রচুর পরিমানে আফসোস করা।

বই
সোনালী যুগের গল্পগুলো দুই খন্ড
মুদ্রিত মূল্য - ১১২০
অফারে পাচ্ছেন - মাত্র ৭৩০ টাকায়

সাথে রয়েছে একাধিক গিফট।
গিফট হিসেবে থাকবে
১. একটি বই
২. এক জোড়া হাত মোজা
৩. দুইটি প্রিমিয়াম বুকমার্ক
৪. তিনটি স্ট্যান্ডার্ড বুকমার্ক
৫. একটি দোয়া কার্ড
৬. একটি দোয়া স্টিকার
৭. একটি প্রিমিয়াম কলম

বই অর্ডার করতে ইনবক্স করুন....

Want your business to be the top-listed Shop in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Cumilla

Other Book Stores in Cumilla (show all)
Book Gallery-বুক গ্যালারী Book Gallery-বুক গ্যালারী
Cumilla

সততা ভালোবাসা বিশ্বাস

Cumilla Online Book Shop Cumilla Online Book Shop
Bagicagaon
Cumilla, 3500

★বইয়ের পাতা, মানুষকে যা শিক্ষাদেয়!!

BookRack BookRack
Cumilla, 3500

শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক ও অন্যান্য বই সরবারাহের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Iskcon Bengali Books Iskcon Bengali Books
Cumilla

মনুষ্য জীবন দুর্লভ আর তা সফল করতে কৃষ্ণভক্তির কোন বিকল্প নেই।।

গুরুত্বপূর্ণ PDF বই। গুরুত্বপূর্ণ PDF বই।
কুমিল্লা।
Cumilla, কুমিল্লা,,বাংলাদেশ।

মোঃ-ছানা উল্লাহ খান,,বেড়াখলা,, বি-পাড়া,, ?

Banasua It & Book Shop Banasua It & Book Shop
Banasua Cumilla
Cumilla

প্রগতি বইঘর প্রগতি বইঘর
Cumilla, 3502

For all kinds of book please stay connect with us

Sumi Sumi
Cumilla

M/S Jahangir  Stationary, Cumilla M/S Jahangir Stationary, Cumilla
Cumilla

এখানে সকল প্রকার ক্যালকুলেটর এবং ষ্ট?

Nadim nadim Nadim nadim
Hazaratpara
Cumilla

Tawheed Library Cumilla তাওহীদ লাইব্রেরি কুমিল্লা Tawheed Library Cumilla তাওহীদ লাইব্রেরি কুমিল্লা
Cumilla Shikkhaboard Govt. Model College Gate
Cumilla, 3500

এখানে সকল ধরনের স্কুল ,কলেজ ও ইসলামি স?

Book Bd Shop Book Bd Shop
Chandina
Cumilla, 3500

Discover the best book review blogs in your preferred genre. From general fiction to YA paranormal r