ব্রাহ্মণপাড়ার কথা

ব্রাহ্মণপাড়ার কথা

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 23/11/2022

আবারো এশিয়ার জয়৷ জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান৷

20/11/2022

আলহামদুলিল্লাহ...
কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করলো কাতার ফুটবল এসোসিয়েশন❤️

20/11/2022

এখন পর্যন্ত কাতার ২০২২ বিশ্বকাপের জন্য যা করেছে:

★ সব ধরনের মদ বিক্রি নিষিদ্ধ ।
★ রঙিন লোগো ব্যবহার নিষিদ্ধ ।
★ নামাজের সময় গান বাজনা বন্ধ থাকবে।
★ ইসলামের সহনশীলতা, ভাল কাজ এবং অন্যের জন্য ভাল ভালবাসা সম্পর্কে নবী হাদিসগুলি দেয়ালের প্রতিটি কোণে স্থাপন করা হয়েছে।
★ তারা প্রত্যেক স্টেডিয়ামে সুললিত কন্ঠের অধিকারী মুয়াজ্জিন নিয়োগ এবং প্রত্যেক দর্শক যেন আযানের আওয়াজ যথার্থ শুনতে পায় সে ব্যবস্থা করা হয়েছে।
★ আরব ও মুসলমানদের ইতিহাসের উপর জনসাধারণের ভাষায় বই বিতরণ করা এবং ইসলামের গল্পের পরিচয় দেওয়া।
★ ধূমপান এবং অ্যালকোহল পান প্রতিরোধ এবং এর ধর্ম এবং দেশের সংস্কৃতিকে সম্মান করার বিষয়ে লক্ষণ স্থাপন করা।
★ জার্মানি জাতীয় দলের প্লেনটিতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল কারণ এটি রঙিন লোগো বহন করে এবং তা পরিবর্তন করা হয়।
★ কাতারি ঘানেম আল-মুফতাহ পবিত্র কোরআনের আয়াত দিয়ে শুরু করেছেন

ডা. জাকির নায়েক ও তার ছেলে ফারিক নায়েক কে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি কাতারে পুরো বিশ্বকাপের সময় জুড়ে ধর্মীয় বক্তৃতা দেবেন এবং সর্বোপরি, বিশ্বের সেরা স্টেডিয়ামগুলি উপস্থাপন করা, এবং এটি হবে এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংস্করণ।

কাতার সফল হবে এবং সারা বিশ্বকে চমকে দেবে ইনশা আল্লাহ।
# قطر
#كأس العالم

19/11/2022

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।

ছবিতে যাকে দেখছেন নাম মতিন। বৃহত্তর নোয়াখালীর সন্তান। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত দুই পা হারিয়ে বসেন।
বিশ্বকাপের উত্তেজনা তো শেষ ১ মাসেই কিন্তু মতিনের জীবনের উত্তেজনা আর ফিরেনি।ফিরেনি চঞ্চলতাময় তারুণ্য।মানবেতর জীবন যাপন করে চলছে মতিন।
পরিবার বয়ে চলছে তার গ্লানি।আর্জেন্টিনা, মেসি কিংবা ব্রাজিল,নেইমার আপনাকে দেখভাল করবে না। আপনাকে আপনিই দেখভাল করতে হবে।
এমনও অনেকে আছে তারুণ্যের উত্তেজনায় কত কিছু করে বসে।
কখনো কখনো হাজার মাইল দূরের প্রিয় দল,খেলোয়াডদের সাপোর্ট করতে গিয়ে প্রতিবেশী ভাই বন্ধুকে গালি-তালি দিতেও পিছপা হয় না।
অনেকে ফল বাগান,ফসলি জমি বিক্রি করে অন্যান্য দেশের পতাকা টানাচ্ছেন কঠিনভাবে।
আবেগ যেন বিবেক গিলে না খায় সেই দিকে নজর রাখা জরুরি।

সংগৃহীত

15/11/2022

ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুরে অজ্ঞাত লড়ির চাপায় উল্টো পথে আসা বাইক আরোহী ময়নামতি আকাবপুর গ্রামের ইভা (২০) আক্তার নি.হত, স্বামী রবিউল ইসলাম আহ.ত।

13/11/2022

আজ সকাল ৬টা থেকে ৬.৩০টার মধ্যে শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া সিএনজি দিয়ে আসার সময় একটা নেভিব্লু রঙের হাতব্যাগ রাস্তায় পরে যায়। হাতব্যাগ এ মোবাইল, আইডি কার্ড সহ আরো অনেক জিনিস ছিলো। কেউ যদি হাতব্যাগ টির কোনো সন্ধান পান দয়া করে জানাবেন।
মোবাইল - 01938425056

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 07/11/2022

'বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ান্স' এর তত্ত্বাবধানে সারা দেশে ১৬৮ এর অধিক শাখার মাধ্যমে রেজিস্টার্ড এম.বি.বি.এস চিকিৎসক দ্বারা পরিচালিত 'ডাক্তারখানা' মান সম্মত চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রতি নিয়ত নতুন নতুন শাখা চালু হচ্ছে।

স্বল্প মূল্যে সঠিক স্বাস্থ্য সেবা পেতে আপনার নিকটস্থ 'ডাক্তারখানা'র শাখায় যোগাযোগ করুন।
আপনার নিকটবর্তী ডাক্তারখানাকে আপনার পারিবারিক চিকিৎসা কেন্দ্র করুন। ডাক্তারখানা সেন্টার থেকে সকল ধরনের রোগের প্রাথমিক ও দীর্ঘমেয়াদী সেবা নিন। । এতে আপনারা অত্যন্ত কম মূল্যে সঠিক সময়ে, সঠিক চিকিৎসা পাবেন।
জটিল রোগের ক্ষেত্রে কোথায় পরবর্তী সঠিক চিকিৎসা পাবেন তার রেফারেল পরামর্শ পাবেন। ডাক্তারখানার চিকিৎসক এর রেফারেল লেটার নিয়ে আমাদের বিশেষজ্ঞ প্যানেল এর চিকিৎসক দের নিকট খুব সহজে জটিল রোগের চিকিৎসা নিতে পারবেন।
ডায়াবেটিস, হাইপ্রেসার, হার্টের, কিডনী, স্ট্রোক, বাত-ব্যাথার রোগীর বাড়ির কাছেই ফলোআপ করতে পারবেন।

চিকিৎসা ব্যাবস্থাকে রোগীবান্ধব ও মানুষের হাতের নাগালে পোঁছানোর জন্যই সারাদেশে ডাক্তারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সচেতন হোন,সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।

ধন্যবাদ।

05/11/2022

আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা ও ভালোবাসা।

04/11/2022

অকাইল্লা কাচা আম খাওয়া দেখে যদি কারো জিভে জল এসে যায় তাতে কর্তৃপক্ষ দায়ী নয়😜😜

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 03/11/2022

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।
আজকে অ অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।
প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂
এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।
মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।
সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।
কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।
আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।
অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।
#এখন মনে হচ্ছে, এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।
আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই।
Post credit : MD Shabbir Bin Enam
CO-30
Comilla medical college

31/10/2022

♦ "নাইম ইসলাম দুর্জয় স্মারক
২য় বিএসএ মেধাবৃত্তি প্রোগ্রাম ২০২২"

⚫ তারিখঃ ১৫ ডিসেম্বর,২০২২
♦আয়োজনেঃ ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন।

⚫ উৎসর্গঃ সদ্য প্রয়াত, নাঈম ইসলাম দুর্জয় ( সাবেক নির্বাহী সদস্য,বিএসএ)

♦অংশগ্রহণ করতে পারবেঃ ব্রাহ্মণপাড়া উপজেলার যেকোন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীরা।

⚫রেজিস্ট্রেশন ফিঃ ফ্রী।
রেজিস্ট্রেশন প্রসেস প্রতি স্কুলে জানিয়ে দেওয়া হবে।

⚫ পরীক্ষার তারিখ,সিলেবাস,মানবন্টন ও পুরস্কার বিবরণী সম্বলিত লিফলেট নিম্নরুপ
♦পরীক্ষার কেন্দ্রসমূহের নাম কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে।

⚫ সকল শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্য আহবান করছি।

31/10/2022

কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিক্সায় বাস ও পিকআপের ধাক্কা, শিশু ও নারীসহ তিনজন নিহত

30/10/2022

বাংলার জয়
টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
অভিনন্দন

29/10/2022

নতুন সাজে শশীদল রেলস্টেশন ♥
(২৮/১০/০২২)

28/10/2022

ব্রাহ্মণপাড়া শিদলাই গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর
আত্মহ’ত্যা

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 25/10/2022

আহ মৃত্যু 😭 মুছে দিয়া গেলো সকল রঙিন পরিচয়

নিজাম মালয়েশিয়া প্রবাসী ছুটিতে আসছে ১মাস হইলো, নতুন বাড়ি করছে শুক্রবারে নতুন বাড়িতে উঠার কথা। বাট তার আগেই আজরাইল হাজির। গতকাল রাতে সিত্রাং এর তান্ডবে গাছ পড়ে নিজাম,তার স্ত্রী ও তার মেয়ে মারা যায়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন ।
(ঘটনাটি ঘটেছে কুমিল্লা নাঙ্গলকোটের হেসাখালে)

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ،
[ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন।]

اللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ،

হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে,

আমীন।

24/10/2022

একজন বোবা মহিলা কান্দিরপাড় এসে বিপদে পড়ে গেছে। ঠিকানা মুখে বলতে পারতেছে না একটা কাগজে এই ঠিকানা লেখা আছে উনার

# বুড়িচং থানা,মোকাম ইউনিয়ন - মনিপুরা - পরিহলপাড়া।
কেউ চিনে থাকলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন, মহিলা কান্না করতেছে অনেক্ষন ধরে।
যোগাযোগ ঃ 01610162450 (রবি)

24/10/2022

অভিনন্দন 🇧🇩
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ👏❤️❤️

24/10/2022

সেন্ট মার্টিন জেটি ঘাটের বর্তমান অবস্থা

23/10/2022

ছেলেটা ভয় পেতো তাই বাবা ঘুমাতো নাহ,ছেলের জন্মের কথা শুনে বাবাটা আনন্দে কেঁদে দিয়েছিল, অথচ আজ বাবাটা চিরদিনের জন্য চলে গেলো অথচ কোন সন্তানই ভয়ে বাবার পাশে বসলো নাহ,,কান্না তো দুরের কথা,😔

এটাই বাস্তবতা,আল্লাহ ছাড়া কেউ আমাদের সত্যিকার অর্থে ভালোবাসে নাহ আর আপন ও নাহ,💯

22/10/2022

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:

১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন

18/10/2022

কুমিল্লা মুরাদনগর
বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষে বিয়ে পণ্ড, কনেসহ আহত ৩০। ছিঁড়ে ফেলেছে বরের শেরওয়ানী।

17/10/2022

অভিনন্দন ♥
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১১নং (ব্রাহ্মণপাড়া) ওয়ার্ড সদস্য পদে (হাতী) মার্কায় নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিটু।

17/10/2022

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১১নং (ব্রাহ্মণপাড়া) ওয়ার্ড সদস্য পদে (হাতী) মার্কায় নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিটু।

17/10/2022

তৈরী থাকুন মৃত্যুর জন্য। একমাত্র মহান আল্লাহই জানে কার কোথায় কখন কিভাবে মৃত্যুর ডাক আসবে😢?
কোন লাভ হবে না মিথ্যে অহংকার, মায়া, ধন সম্পদ দিয়ে।

16/10/2022

কাশফুল সুন্দর 🤍

15/10/2022

কুমিল্লার ছেলেদের বন্ধুত্বটাই অন্যরকম 💝

15/10/2022

ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া মামার গ্যাস পাম্পে ভাগিনার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু্লিশ।

14/10/2022

জার্মানিতে অনুমতি পেল সরাসরি আযান।
আজ থেকে সরাসরি মাইকে আযান শোনা যাবে।💖

-আলহামদুলিল্লাহ!

14/10/2022

কুমিল্লা বুড়িচংয়ের ষোলনল উত্তরপাড়া এলাকার সৌদি প্রবাসী মানিক (৩৮) আজ সকালে বাড়ির পাশে ধানক্ষেতে বিদ্যুৎ এর তারে (বিদ্যুৎস্পৃষ্ট) জড়িয়ে মারা গেছেন।
তিনি দীর্ঘদিন ধরেই সৌদি আরবে ছিলেন, গত সপ্তাহখানেক আগে ছুটিতে দেশে আসেন!
ভিডিও :- Rubel

14/10/2022

অভিনন্দন❤️
বিতর্ক প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ(VCDS)

12/10/2022

কুমিল্লা হলো কারেন্টের শহর।সারাদেশে যখন কারেন্ট যাচ্ছে তখন কুমিল্লা কারেন্ট কম যাচ্ছে।

কুমিল্লা ছেলেদের বিয়ে করে বউ হয়ে কুমিল্লা আসুন।আর নিরবিচ্ছিন্ন কারেন্ট উপভোগ করুন।

কুমিল্লার ছেলে হারালে কাঁদতে হবে আঁড়ালে।😐
Md Suhel Rana Bappy

08/10/2022

গোমতীর পাড়ে যারা রাতে ঘুরতে যান ভিডিওটি তাদের জন্য।।

আজ নিয়ে দ্বিতীয় বার বাইকের সামনে সাপ পরসে ঠিক একি জায়গায়,আগেরবারের ঘটনা আরও ভয়ানক ছিল যা ভুলার নয় !

স্থানীয়দের মতে এ জায়গায় প্রচুর সাপ আছে যার মাঝে কিছু বিষধর সাপও রয়েছে। রাতের বেলা একটু অসাবধনতাই ডেকে আনতে পারে বড় কোন বিপদ,তাই সবাই রাতের বেলা একটু সাবধানতার সাথে গোমতি বিলাশ এর পর থেকে স্থলবন্দর রোড পর্যন্ত দেখে শুনে চলাচল করবেন !

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 07/10/2022

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধনে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো: সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো: কামরুল হাসান।

06/10/2022

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি

05/10/2022

যারা সারাবছর কুমিল্লাকে "মুতার" জায়গা বলে ট্রল করে এখন নিজেদের বাথরুমে মুতার জন্যে পানি পাচ্ছেন না, তাদের জন্যে কুমিল্লার দরজা খোলা আছে।
চলে আসুন, কুমিল্লায় অনেক কারেন্ট।

02/10/2022

পরীক্ষা শেষে স্কুলছাত্রীকে নিয়ে উ.ধাও প্রধান শিক্ষক

29/09/2022

কারেন্ট হঠাৎ দুই তিন দিন ধরে রাতে প্রচুর ডিস্টার্ব করছে...

Photos from ব্রাহ্মণপাড়ার কথা's post 29/09/2022

মেয়ের জন্যে আমেরিকান, ফ্রান্স বা বিশাল ধনী ছেলে খুঁজছেন? কিন্তু কেন?

বিশাল বাড়ি, দামি গাড়ি আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না।
আগে ভাবেন ছেলেটা মানুষ কি না! কারণ ভাত-কাপড়ের জন্য মেয়ে মরেনা, মরে অমানুষ'দের অত্যাচারে!
একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে বিয়ে দিন, যে আপনার মেয়েকে সুখে রাখতে পারবে৷ আপনাদের সম্মান দিতে পারবে।
আপনার মেয়ের পছন্দের মানুষটি যদি ভালো হয় তাঁকেই প্রায়োরিটি দিন। টাকা পয়সা হয়তো এখন তার কাছে নেই। একদিন আসতেও পারে। তবে আপনার মেয়েটি তো সুখে থাকবে।

27/09/2022

কুমিল্লায় মাকে বাঁচাতে নিজের ৩০ শতাংশ লিভার দিচ্ছে ছেলে

Want your business to be the top-listed Media Company in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলহামদুলিল্লাহ...কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করলো কাতার ফুটবল এসোসিয়েশন❤️
অকাইল্লা কাচা আম খাওয়া দেখে যদি কারো জিভে জল এসে যায় তাতে কর্তৃপক্ষ দায়ী নয়😜😜
নতুন সাজে শশীদল রেলস্টেশন ♥(২৮/১০/০২২)
সেন্ট মার্টিন জেটি ঘাটের বর্তমান অবস্থা
ছেলেটা ভয়  পেতো তাই বাবা ঘুমাতো নাহ,ছেলের জন্মের কথা শুনে বাবাটা আনন্দে কেঁদে দিয়েছিল, অথচ আজ বাবাটা চিরদিনের জন্য চলে গ...
তৈরী থাকুন মৃত্যুর জন্য। একমাত্র মহান আল্লাহই জানে কার কোথায় কখন কিভাবে মৃত্যুর ডাক আসবে😢?কোন লাভ হবে না মিথ্যে অহংকার,...
কাশফুল সুন্দর 🤍
কুমিল্লার ছেলেদের  বন্ধুত্বটাই অন্যরকম 💝
কুমিল্লা বুড়িচংয়ের ষোলনল উত্তরপাড়া এলাকার সৌদি প্রবাসী মানিক (৩৮) আজ সকালে বাড়ির পাশে ধানক্ষেতে বিদ্যুৎ এর তারে (বিদ্যুৎ...
গোমতীর পাড়ে যারা রাতে ঘুরতে যান ভিডিওটি তাদের জন্য।।আজ নিয়ে দ্বিতীয় বার বাইকের সামনে সাপ পরসে ঠিক একি জায়গায়,আগেরবারের ঘ...
CHAMPIONS.🏆Bangladesh win the SAFF Women's.
ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ কে বাদ দেওয়ায় ক্ষেপেছেন মাশরাফি মোর্তজা।।এ ব্যাপারে আপনার মতামত কি??

Category

Telephone

Website

Address


Brahmanpara
Comilla
3526

Other Newspapers in Comilla (show all)
লাকসাম জার্নাল - Laksam Journal লাকসাম জার্নাল - Laksam Journal
Laksam
Comilla

সত্যের পথে নির্ভীক পথচলা

ডেইলি  মাটির মায়া পএিকা ডেইলি মাটির মায়া পএিকা
কুমিল্লা
Comilla, 3510

সত্যের সন্ধানে নির্ভিক যে কোন অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে।

ইয়ুথ নিউজ টুয়েন্টি ফোর ডটকম Youth News 24.com ইয়ুথ নিউজ টুয়েন্টি ফোর ডটকম Youth News 24.com
Comilla

দেশ বিদেশের সকল খবর পেতে চোখ রাখুন ইয়ুথ নিউজ ২৪ ডটকমে✨ তরুণদের দ্বারা পরিচালিত মিডিয়া🔸

Nurjahan.Press Nurjahan.Press
141 Sarkarbari, Sujanagar
Comilla, 3500

Unlimited Fun Unlimited Fun
Debidwar
Comilla, 3530

Fun AND Fun.

Wtf Life.? Wtf Life.?
Comilla

খবর কনকাপৈত খবর কনকাপৈত
Konkapoith
Comilla, 3583

আপনার আশপাশের প্রতি মুহূর্তের ঘটে যাওয়া সব খবরাখবর সবার আগে পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

Homna News Homna News
Homna
Comilla, 3541

বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ
Barura, Cumilla
Comilla, 3500

BP tv is Leading online Bangla news portal in Bangladesh. We provide 24X7 base update news.

Daily News BD Daily News BD
Comilla, 3500

দেশের সকল ধরনের সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন..ধন্যবাদ।

BNP news24.com BNP news24.com
Sadar Dakkhin
Comilla, 3500

বিএনপির সকল আপডেট নিউজ পেতে পেইজটি ফলো করুনঃ

MdRofek MdRofek
No
Comilla

O000