কাব্যের শহর
এলো মেলো অক্ষরে লেখা, টুকরো টুকরো অনুভবের এক চলচিত্র !
ভালোবাসার মালা
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১৪-০২-২০২৩
এক দিবসে যায় না গাঁথা
ভালোবাসার মালা,
তাইতো আমি চাই যে হতে
তোমার হাতের বালা।
নয়া হই, বা পুরান হলেও
থাকবো তোমার হাতে,
জীবন মরণ যাহাই আসুক
রইবো মোরা সাথে।
ভীন দেশেতে থাকি বলে
হয় না মোদের দেখা,
হৃদ-মাঝারে আছে যে মোর
তোমার নামটি লেখা।
যতই দূরে রাখো আমায়
থাকতে যে চাই কাছে,
জীবন আমি তুলবো গড়ে
তোমার চয়ন ধাঁচে।
"" স্বপ্ন আমার'
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১৩-০২-২০২৩
স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার
'অনেক বড় আশা,
এই আশাটা বাঁধলো কেন
আমার মনে বাসা।
বহু কঠিন কাজ যে এটা
সবাই মোরা জানি,
চাইলে যে রব পূরণ করেন
তাহাও মোরা মানি।
স্বপ্ন সবাই দেখতে পারি
কষ্ট নাহি করি,
তাইতো মোরা সুখ বিনে আজ
ধুঁকে ধুঁকে মরি।
আলহামদুলিল্লাহ!
ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যখন কঠোর পরিশ্রম ও মেধা খরচ করে সম্পূর্ণ করা হয়। ঠিক তখনই তা ধীরে ধীরে অভিজ্ঞতায় রূপান্তর হয়।
ইনশাআল্লাহ! আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভবিষ্যতে ভালো কিছু করবো।
ইচ্ছে যদি সবল হয়,
আয় করতে কীসের ভয়?
আজকাল আপনি চাইলে, আপনার হাতে থাকা ফোন দিয়ে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারেন। এর জন্য আপনার থাকতে হবে প্রবল আগ্রহ।
It's mamun munshi
নানান খেলায় বাজি ধরে
জয়ের জন্য লড়ি,
জীবন নামক কঠিন খেলায়
ধুঁকে ধুঁকে মরি।
✍️মামুন মুন্সী
জীবনে উত্থান পতন থাকবেই। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। বীরের মতো শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে।
#কবিতা
মানব জীবন হচ্ছে একটা আর্ট পেপার। তাতে আপনি যেই রঙ ঢালবেন, তা ঐ রঙেই নিজেকে মানিয়ে নিবে।
তবে আপনাকে রঙ তুলি ধরার মত দক্ষতা অর্জন করতে হবে। আর তাই আপনার প্রয়োজন কঠোর পরিশ্রম আর অসহনীয় ধৈর্য।
তাহলে একদিন আপনি নিজেকে সফলতার রঙে রাঙিয়ে তুলতে পারবেন। ইনশাআল্লাহ!
It's mamun munshi.
It's my design and my beloved gave me the idea to complete this design.
আলহামদুলিল্লাহ!
Order On Facebook
সফলতা কখনো এমনি এমনি চলে আসে না। এর জন্য প্রয়োজন হাড়ভাঙা পরিশ্রম, ধৈর্য ও সঠিক গাইডলাইন।
প্রিয় মেহেদী হাসান শুভ স্যারের তত্ত্বাবধানে ও প্রিয় Soron Al Mamun স্যারের সহযোগিতায় এবং প্রিয় Mohammad Ali ভাইয়ের পথ প্রদর্শনে এতদূর এগিয়ে আসা।
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে এতদূর আসার জন্য সর্বদিক থেকে সহযোগিতা করেছেন।
আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রিয় মেহেদী হাসান শুভ স্যারের অনুপ্রেরণায় ১,১৩৫ ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখেছি। এবং ব্যাকলিংকিং করার চেষ্টা করেছি। হয়তো অনেক ভুল-ভ্রান্তি হয়েছে। তবে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ তায়ালার ইচ্ছা।
content subject:
Use social media to promote your business.\
content link:
https://mamunmunshi86.blogspot.com/2023/01/use-social-media-to-promote-your.html
পৃথিবীর প্রতিটি মানুয একেকটি প্রতিভা নিয়ে জন্ম গ্রহণ করে। তবে সমাজ ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে সে তার প্রতিভা বিকশিত করতে ব্যর্থ হয়। তাই আমাদের উচিত সকল ভালো কাজে উৎসাহ প্রদান করা। তা করতে না পারলে অত্যন্ত বাজে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখা। এতে করে নিজে, দেশ ও জাতীর সকলেই ভালো ফলাফল পাবো আশা করি।
জীবনে বড় কিছু হওয়ার জন্য যে গুনটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে; সহযোগিতা।
আপনি অন্যের বিপদে এগিয়ে গেলে, আপনার বিপদে কেউ না কেউ এগিয়ে আসবেই।
এজন্য সহযোগিতা করার মন মানসিকতা রাখেন।
ইনশাআল্লাহ! ভবিষ্যতে ভালো কিছু পাবেন।
এবার কি সময় হয়েছে সিদ্ধান্ত নেওয়ার?
দেখতে দেখতে পুরোনো বছর টাও নতুন রূপ নিয়ে উপস্থিত হলো। তার এই নবাগমনে বিশ্বের সকল মানুষ আনন্দিত।
এর দ্বারা আমরা বুঝতে পারলাম, প্রত্যেক নতুন বিষয় আনন্দ বহন করে।
এবার যদি বলি, এ নতুনত্বটা যদি আমি নিজের মাঝে দেখতে পাই। তাহলে অনুভূতি টা কেমন হবে?
আর কত পিছিয়ে থাকবেন? এবার একটু জাগ্রত হন! নিজেকে প্রমাণ করুন! নতুন বছরে নতুন লক্ষ্য নিয়ে চলতে থাকুন! সারাবিশ্বের চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করুন। জগতটাকে বুঝার চেষ্টা করুন। দেখবেন জগত আপনাকে নিয়ে আনন্দ প্রকাশ করবে।
2023
প্রথাগত শিক্ষা ও কারিগরী শিক্ষা,
কোনটা বেশি জরুরী?
আজকাল একটা জিনিষ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, তা হল 'শিক্ষিত বেকার!
এর মূল কারণ কী?
হয়তো আমরা জেনেও না জানার ভান করে থাকি।
আর কতোকাল এভাবে সময় নষ্ট করবেন? আর কতো সময় নষ্ট হলে বুঝতে পারবেন যে, আপনার সময়ের মূল্য কত ছিল?
আজকে আপনার যে বাবা-মা আত্মীয় স্বজন বলতেছে, আগে পড়াশোনা। বাকি সব পরে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনার বাবা মা হয়তো ভাগ্যের দোষ দিবে, চাকরি না পাওয়ায়। তবে ঐ সকল আত্মীয় স্বজন কিন্তু ঠিকই আপনাকে বেকার বলে আখ্যায়িত করবে।
এর বিপরীতে যদি আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতেন, চাই তা নিম্ন মানের কোনো কাজ হোক। তাহলে তো গ্রাজুয়েশন এর পর বেকার নামক শব্দটি আপনার উপর কেউ প্রয়োগ করতে পারতো না।
তখন আপনাকে ঐ আত্মীয় স্বজনরাও বাহবা দিতো। কথায় কথায় আপনাকে নিয়ে উদাহরণ দিতো।
এটাই বাস্তবতা।
আগে বেড়ে যাওয়ার সময় বাঁধা দিবে, তবে যদি একবার সেই বাঁধার শিকল ভেঙ্গে এসে কোনো একটা কিছু জয় করতে পারেন। তখন আপনি হয়ে উঠবেন সকলের চোখের নয়নমণি।
তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন! এখন থেকেই কিছু অর্জন করার চেষ্টা করেন। সময় হলে গর্জন লোকজন এমনিতেই শুনতে পারবে।
আসসালামুয়ালাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি।
আজকে আমি আপনাদের সকলের নিকট দোয়া চাইতে আসছি। কারণ দীর্ঘ দিনের মেহনত এর ফলাফল পাওয়ার জন্য মার্কেটপ্লেসে প্রবেশ করতে যাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। যেন অনেক দূর এগিয়ে যেতে পারি।
আজকের এই মুহূর্তে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় পিতা-মাতার প্রতি।
এবং আমার প্রিয় দুইজন ইন্সট্রাক্টরের প্রতি
❤️ মেহেদী হাসান শুভ স্যার
💚 Soron Al Mamun স্যার
প্রিয় স্যারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রদীপ জ্বলা আলো
কলমে: মামুন মুন্সী
তোমায় নিয়ে ভাবতে আমার
খুব যে লাগে ভালো,
তুমি যে মোর মনের ঘরের
প্রদীপ জ্বলা আলো।
তুমি ছাড়া কেমনে যে রই
মনটা নাহি মানে,
তুমি যে মোর কতো আপন
আল্লাহ মহান জানে।
তোমায় ছাড়া আর তো কিছু
চাই না রবের কাছে,
অবুঝ মনটা এখন শুধু
তোমার আশায় বাঁচে।
প্রিয় তুমি যেথায় থাকো
নিজের খেয়াল রেখো,
সুযোগ পেলে হৃদ মাঝারে
মোর ছবিটা এঁকো।
,❣️ প্রিয়জনের জন্য উৎসর্গ ❣️,
বিঃদ্রঃ নাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না 🙈
আসুন আমরা সকলেই পূর্বের সকল পাপের জন্য ক্ষমা চেয়ে, রবের দরবারে তাঁর প্রিয় বান্দা হিসেবে নাম লিখিয়ে নেই।
চেষ্টা করা আমার কাজ, সফলতা দিবেন তো মহান আল্লাহ।
সামান্য সময় ব্যয়ে জেনে নিন, মূল্যবান একটি বিষয়।
Abdullah AL Mamun Munsi
বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয়ের মধ্যে সুপার টপে যে বিষয়টি অবস্থান করছে, তা হচ্ছে ফ্রিল্যান্সিং।
এবার আসুন আমরা জানি ফ্রিল্যান্সিং মূলত কী? কীভাবে করা যায়? তার জন্য কী প্রয়োজন? এবং আমরা সকলেই করতে পারবো কী না? আর এ পেশার লোকদের ভবিষ্যত কী?
সংক্ষিপ্ত আকারে কিছু বলবো যতটুকু আমার জ্ঞানে আছে।
Mamun Munshi
উত্তর:-
*প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে, এমন একটি কাজ। যে কাজে কোনো বাধ্য বাধকতা নাই। নিজের ইচ্ছে অনুযায়ী সময়ে কাজ করতে পারবেন।
**দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এই কাজটি আপনি ঘরে বসেই আপনার কম্পিউটার/মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন।
***তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের সাধারণ জ্ঞানে যা বুঝি। প্রত্যেকটি কাজ করার পূর্বে আমাদের ঐ কাজ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। এবং তার জন্য অনেক সময় ব্যয় করে পূর্ণ আয়ত্তে আনতে হবে। তাহলেই আমরা আমাদের কাজগুলোতে ভালো ফলাফল পাই। তদ্রূপ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও একই ব্যাপার। কোনো ব্যাতিক্রম নাই। আগে শিখতে হবে, আয়ত্তে আনতে হবে। তারপর ফলাফল।
****চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য কোনো বয়সের সীমারেখা নেই। চেষ্টা ও ধৈর্য ধরার মত ক্ষমতা থাকলেই আপনার দ্বারাও সম্ভব। এ কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, চেষ্টা, এবং শিখার অধির আগ্রহ। আর কিছুই নয়। এটুকু যদি দেওয়ার মত ক্ষমতা আপনার থাকে তাহলে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
*****পঞ্চম প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা কাজ করার আগেই ভবিষ্যত নিয়ে ভাবা শুরু করি। এটা ভালোর চেয়ে খারাপের দিকে ঠেলে দেয় বেশি। কারণ অধিক চিন্তার কারণে আমরা কাজের মনোযোগ হারিয়ে ফেলি। আর ফ্রিল্যান্সিং এমন একটি কাজ, যে কাজে আপনাকে ভবিষ্যত নিয়ে ভাবতে হবে না। বরং উন্নতমানের ভবিষ্যত নিজে এসে আপনার কাছে ধরা দিবে।
সর্বশেষ কথা হচ্ছে বর্তমানে আমাদের দেশের অধিকাংশ রেমিট্যান্স আসছে ফ্রিল্যান্সারদের হাত ধরে। তাই আমাদের দেশের সরকার ও মন্ত্রীদের মুখে একটাই ভাষ্য:- চাকরি নয়, ফ্রিল্যান্সার হও।
এটা আমাদের সকলের মোটিভেশন হিসেবে কাজ করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদেরকে সরকারি কোষাগার থেকে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তাই বুঝা যায় এ কাজের ভবিষ্যত আপনাকে অটোমেটিক কতদূর পর্যন্ত নিয়ে যাবে।
সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে, পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি সামান্য সময় ব্যয় করে ফ্রিল্যান্সিং শিখুন। নিজের ক্যারিয়ার উজ্জ্বল করুন।
আহ্বানে' মামুন মুন্সী।
হবো আমি কবি
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ২৭-১১-২০২২
কাব্য আমি লিখতে পারি
আঁকতে পারি ছবি,
ছোট্ট থেকে একটা আশা
হবো আমি কবি।
যেমন ভাবা তেমন শুরু
হচ্ছে আমার লিখা,
গুরুজনের পরামর্শে
ভালোই চলছে শিখা।
গুটিকয়েক দিন না যেতেই
লিখা দিলাম ছেড়ে,
কলম ছাড়ার পরক্ষণেই
কর্ম গেলো বেড়ে।
এখন থেকে আবার আমায়
করতে হবে শুরু,
সঠিকভাবে শিখতে হলে
মানতে হবে গুরু।
অনেক দিন পর কলম হাতে আপনাদের সামনে। চর্চা না থাকলে যে পাহাড়সম বিদ্যা ও বৃথা যায়, তা বরাবরই প্রমানিত।
যেমন আগে যখন লিখার ধারাবাহিকতা ছিল, তখন একসাথে ২০/২৮ লাইন লিখে ফেলতে পারতাম অনায়াসে। আর আজ ৮ লাইন লেখতেই শব্দ খুজে পাচ্ছি না।
যাইহোক, ইনশাআল্লাহ সবকিছুর ফাকে আবার লেখালেখি করবো।
আর স্বপ্ন তো আছেই, বিশ্বজয়ের। দোয়া চাই আপনাদের কাছে।
মোবাইল দিয়ে কীভাবে সম্ভব?
এ যুগে এসেও যদি আপনি কম্পিউটার নেই বলে অজুহাত দেন, তাহলে বুঝতে হবে এটা আপনার শুধু অজুহাতই নয়। বরং এটা আপনার অলসতা ও পিছিয়ে থাকার মন মাসিকতা।
আমরা এখন দেখতে পাই মোবাইল দিয়ে হাজারো শিশু-কিশোর অনেক হাই রেটেড গেইম খেলে থাকে। আবার কেউ টিকটকে ভিডিও আপলোড করার জন্য হাই রেটেড ইডিটিং সফটওয়্যার ব্যাবহার করে থাকে। যেগুলো আগে কম্পিউটার ছাড়া চিন্তা করা যেতো না।
এখনকার সময়ে অনলাইন হলো সবকিছু: যেখানে আপনি সব বিলিন করে দিতে পারেন, আবার চাইলে এখান থেকেই ক্যারিয়ার গড়ে নিতে পারেন। এর জন্য আপনার দরকার কিছু দক্ষতা, যা আপনি মোবাইল দিয়েও শুরু করতে পারেন।
ভাই/বোন জীবনে অজুহাত দিয়ে কখনো সফল হওয়া যায় না। বরং সব ধরনের জটিলতা কাটিয়ে অবিরাম চেষ্টা করে যাওয়াই হলো সফলতার লক্ষণ।
আপনি চেষ্টা করতে পারেন, এর দ্বারা বুঝা যায় আপনি সফল হবেন। হয়তো কিছু সময় আগে পরে। তবে সফল আপনি হবেন। কেননা চেষ্টার ফলাফলের জন্য আল্লাহ তায়ালা আপনাকে/আমাকে কখনোই হতাশ করবেন না।
তাই আজই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আর কখনো অজুহাত না দেখিয়ে জটিলতা কাটিয়ে ভয়কে জয় করবো। ইনশাআল্লাহ!
আমি কি পারবো?
সফলতার চূড়ায় পৌঁছুতে!
আপনি যদি অন্যের সফলতা দেখে দেখে শুধু নিজেকে প্রশ্নই করতে থাকেন, তাহলে আপনি এগিয়ে যাবেন কিভাবে?
এগিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন, তা হচ্ছে সৎ সাহস। আপনার মনে করতে হবে, আমি পারবোই, তাহলে পারবেন।
শুরু করার আগেই হেরে গেলে আপনি জানবেন কী করে যে, আপনার মাঝেও রয়েছে বিশ্বজয়ের চেতনা।
সৎ সাহস নিয়ে শুরু করেন, তারপর যথাসাধ্য চেষ্টা ও খোদার কাছে উত্তম কিছু কামনা করেন। ইনশাআল্লাহ! আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা।
ইন্টারনেট দিয়েই টাকা ইনকাম করুন।
কথাটা শুনতে যেন কেমন লাগে, তাই না! এটা আবার কেমনে?
বর্তমান সময়ে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি। আর স্মার্টফোন মানেই ইন্টারনেট ছাড়া বোরিং লাগে। এটাই স্বাভাবিক।
তাহলে আমরা একটু বিবেচনা করে দেখি, আমরা যেদিন থেকে মোবাইল ব্যবহার শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত কয় হাজার MB খরচ করেছি নিজেরাও জানি না। এবং এর পিছনে আমাদের কত টাকা খরচ করেছি তার অংকটাও অনেক হবে। একটু ভেবে দেখুন তো এর জন্য আপনি কত টাকা পেয়েছেন। কারণ এটা সহজ সমীকরণ, আপনি শুধু খরচ করবেন তার বিনিময় ফাকা। তো আপনি কেন এটা করবেন?
এর বিপরীতে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই কিছু লোক এমন রয়েছে যারা নিজেদের সময় খরচ করে, ইন্টারনেটকে কাজে লাগিয়ে দিন দিন বহুত টাকা ইনকাম করছে। এর জন্য তার কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। ইন্টারভিউ এর জ্বালা পোহাতে হচ্ছে না। শুধু লাগতেছে কিছু দক্ষতা, মোবাইল/কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ।
এবার নিজেকে প্রশ্ন করুন! কে এগিয়ে? আর আপনি কি এখনো পিছিয়ে থাকবেন?
আপনার মনে যদি সায় দেয় যে, আমি কেন পিছিয়ে থাকবো? তাহলে আমি আছি আপনাকে সহযোগিতা করার জন্য।
কীভাবে করতে হবে, কী করতে হবে? এই বিষয়ে জানার জন্য নিঃসন্দেহে ইনবক্স করুন।
শিরোনাম: গ্রামের ছেলে
কলমে: মামুন মুন্সী
শহর ছেড়ে যাচ্ছি আমি
থাকবো বলো কই?
গ্রামের ছেলে কৃষক হবো
নিয়ে লাঙ্গল মই।
ধানের বীজে হাত লাগাবো
লাজ যে নাহি পাই,
কর্ম করে আহার জোগাই
লজ্জা কীসের ভাই।
কর্ম কভু হয় না ছোট
দৃষ্টি মোদের নাই,
নিজের হাতে নিজের কর্ম
করবো আমি ভাই।
বিদায়
মামুন মুন্সী
বিদায় এতো কষ্ট কেনো
বলবে আমায় তুমি,
থাকতে সবে কাছে টানে
দেয় কপালে চুমি।
সকাল বেলা হাসি মুখে
ছিলাম আমি নীড়ে,
বিকেল হতেই কান্না ধ্বনি
হচ্ছে আমায় ঘিরে ।
দূরে গিয়ে থাকতে একা
ভয় যে লাগে মনে,
ভবের মানুষ বড়ই পাষাণ
যায় না আমার সনে।
এখন আমি করি কি যে
নেইতো দেহে শক্তি,
মরার পরে নাই যে খবর
বেঁচে থাকতে ভক্তি।
খোদার কাছে চাই যে আমি
ঈমান নিয়ে মরণ,
ঈমান বিনে বিদায় নিলে
ধ্বংস আমার চরণ।
আমার জীবন
✒️ মামুন মুন্সী
কাজের ফাঁকে সময় যে নাই
লিখবো আমি ছড়া,
অর্থ আমায় ভোগায় অনেক
ছাড়তে হলো পড়া।
ছাত্র জীবন মধুর ছিল
সুখ আনন্দে ভরা,
কর্ম জীবন কষ্ট হলে
নেই যে কিছু করা।
ছোট্ট বেলায় বাবার ঘামে
খাবার যেতো পেটে,
তখন থেকে শিখে নিলাম
খেতে হবে খেটে।
খোদার কাছে চাই যে আমি
হালাল টাকা রুজি,
হাজার হাজার পথের মাঝে
সঠিক পথটা খুঁজি।
ঋণের বোঝা মাথায় নিয়ে
চলছি খোলা পায়ে,
ঋণের প্রচুর আঁচ পড়েছে
আমার ছোট্ট গায়ে।
মরণ আসার আগে প্রভু
মুক্তি দিও মোরে,
মরে যেনো আজাব না পাই
সাড়ে তিন হাত ঘোরে।
নামাজ
✍️মামুন মুন্সী
শুভ দিনের শুভ কাজে
থাকবো আমি লেগে,
ভোরের আজান আসলে কানে
পড়ব নামাজ জেগে।
নামাজ দিয়ে দিবস শুরু
দিবস শেষেও নামাজ,
অবহেলা করলে তুমি
খোদা হবেন না'রাজ।
দুপুর বেলা নামাজ পড়তে
হয় যে কতো কষ্ট ,
নামাজ বিনে থাকলে তুমি
পূর্ণ জীবন নষ্ট ।
সূর্য ঢলে বিকেল হলে
নামাজ পড়তে হবে,
নামাজ ছাড়া অন্য কাজে
শান্তি যে নাই ভবে।
সন্ধ্যা বেলা নামাজ পড়ে
থেকো তুমি বসে,
খোদার নামে তাসবী জপে
হিসেব রেখো কষে।
রাত্রি বেলা ঘুমের আগে
পড়ো নামাজ এশা,
নিয়মিত নামাজ পড়ার
করো তুমি পেশা।
নামাজ দিয়ে গুনাহ্ বালাই
রাখবে তুমি রুখে,
নামাজ পড়লে পরকালে
থাকবে মহা সুখে।
নবী সৈনিক মোরা
✍️ মামুন মুন্সী
রক্ত নিয়ে লড়তে হলে
আয়রে এবার তোরা,
গোলা বারুদ ভয় করি না
নবী সৈনিক মোরা ।
নবীর শানে কটু কথা
শুনতে নাহি রাজি,
মান-সম্মান খোদার হাতে
রাখবো জীবন বাজি।
তোরা হলি ভিতু জাতি
অস্ত্র চালক লাগে,
মোদের ঈমান জজ্'বা দেখে
দৌড়ে সবাই ভাগে।
মরণ হলে শহীদ হব
বেঁচে থাকলে গাজি,
দ্বীনের জন্য জীবন দিতে
সর্ব সময় রাজি।
প্রিয় নবী
✍️মামুন মুন্সী
খোদার পরে নবী সেরা
এটা আমরা জানি,
প্রিয় নবীর কথাবার্তা
ভালো করে মানি।
জন্ম হতে তাহার কথা
মেনে মোরা চলি,
বুলি ফুটার পরক্ষণেই
কল্'মা মুখে বলি।
সর্ব কালের শ্রেষ্ঠ তিনি
ঘোষক মোদের প্রভু,
তাহার শানে কটু কথা
মানবো না তো কভু।
পূর্ণ দমে লড়াই করে
বিলিন করবো রক্ত,
ওদের সাথে নরম না আর
হতে হবে শক্ত ।
ধন সম্পদ
✒️মামুন মুন্সী
জগৎ ভরা ধন সম্পদ
তবু মোদের অভাব,
মরার আগে লোভ যে বাড়ে
এটাই মোদের স্বভাব ।
বেশি থাকলে লাগে বেশি
কম থাকলেই ভালো,
ধন সম্পদ কেড়ে নেবে
পর জগতের আলো।
অর্থ কড়ি থাকলে সাথে
গরম থাকে দেহ,
সামনে এসে উচ্চস্বরে
কয় না কথা কেহ।
খোদার দেয়া মালে তুমি
করছো কৃপণতা,
গরিব দুঃখীর খবর নিয়ে
দেখাও উদারতা ।
টাকার গর্ব করে তুমি
বাঁচবে ক'দিন ভবে,
যাকাত ফিৎরা আদায় করো
রেহাই পাবে তবে।
মা💝💝
মামুন মুন্সী
মায়ের চেয়ে আপন কেহ
এই ধরাতে নাই,
নিজের জীবন দিয়ে হলেও
মায়ের জীবন চাই।
সবছেড়ে থাকতে পারি
মাকে ছেড়ে নয়,
চোখের আড়াল হলে মাগো
পাই যে আমি ভয়।
তুমি মাগো আমার স্বর্গ
বলেন আমার রব,
তোমার জন্য ছাড়তে পারি
এ ভুবনের সব।
মাগো তুমি থেকো পাশে
যদিও হয় ভুল,
তুমি নারাজ হলে আমি
হারাবো দু'কুল।
তোমার কথা মেনে আমি
পাড়ি দিব সব,
খুশি রাখতে পারলে তোমায়
নাজাত দিবেন রব।
নবীর প্রেমে
মামুন মুন্সি
আমার প্রাণের নবী তুমি
তুমি জগৎ রবি,
জীবন মোদের চলে গেলেও
আঁকবো তোমার ছবি।
তুমি যবে ছিলে ভবে
শান্তি ছিল বটে,
হাজার বছর পরে এসে
তোমায় কূৎসা রটে।
জীবন থাকতে সইবো নাকো
তোমার অপমান,
আজো মোরা আছি বেঁচে
রক্ত বহমান।
তোমায় ভালোবাসবো মোরা
জীবন বাজি রেখে,
পর জগতে নাজাত পাবো
তোমার মুখটি দেখে।
নিজের চেয়ে বেশি মোরা
তোমায় বাসি ভালো,
ঈমান নিয়ে মরলে মোদের
কবর হবে আলো।
নামাজ পড়ার আহবানে লিখলেন কবিতা মামুন মুন্সী - Bdprothomdak.com কবিতা- নামাজ মামুন মুন্সী ফজর হলে আজান শুনি মিষ্টি মধুর সুর, নামাজ পড়ে পাড়ি দিবো পথ যে বহু দূর। নামাজ ছেড়ে চলছ....
কাজের শেষে
🖋️ মামুন মুন্সি
কাজের শেষে আনন্দ পাই
কাজ না পেলে কষ্ট,
কাজ না করে এখন আমি
করছি সময় নষ্ট।
আমি যখন ছোট ছিলাম
বাবা করতো কর্ম,
বড়ো হয়ে আমি আজো
দেইনি তো সেই মর্ম।
পড়ালেখা যা করেছি
চলতে পারবো ভবে,
এখন আমি আশায় আছি
চাকরি পাবো কবে?
কর্ম করলে সফল নহে
লাগে মায়ের দোয়া,
চেষ্টা করলে পাবে তুমি
সফলতার ছোঁয়া।
আমার প্রভু যেমন তুলনাহীন, তাঁর সৃষ্টি ও অপরূপ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
Cumilla
hi I'm bijoy. please follow me page and watch my video or photo. thank you everyone
Cumilla, 3500
The page helps you to confess your feelings for your crush/lover without mentioning your identity.