Mujahid Engineering.
বাড়ি নির্মান করার কথা ভাবছেন?
আমরাই দিতে পারি আপনাকে অসাধারন সব ডিজাইন ও কনস্ট্রাকশন সার্ভিস।
Mujahid Engineering a prestigious name over a decade in the real estate industry as well as attaining a reputation in the construction industry. Their highly talented architects and designers emphasize ensuring state-of-the-art construction services. They are also committed to adding value to every inch of your land and make the best use of it by building your property that resonates with your heart.
মুজাহিদ ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন এ নির্মিত দুইটি ডুপ্লেক্স বিল্ডিং এর সামনে।
বাড়ি শুধু মাথা গোজার স্থান নয়
বাড়ি একটি শিল্প।
আপনার বাড়িটা যেন শুধুমাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন।
বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে.....
* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ
#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয়। এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের অভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ৮ ফিট বাই ৯ ফিট।
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ৮ ফিট বাই ১০ ফিট।
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
৬ ফিট বাই ৪ ফিট ।
~অবস্থান : কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন। এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ৮ফিট বাই ৭ফিট।
~অবস্থান : কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে। রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া ৩ ফিটের কম নয় ।
#সিড়ি : ৮ ফিট চওড়া হলে ভাল হয়।
~অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।
বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন।
বাড়ির প্লান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল : 01764-316716
আলহামদুলিল্লাহ, "ইটালি প্রবাসী" কুমিল্লা জেলার দাউদকান্দি থানা সদর KDC এরিয়া তে আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ডিজাইনটি হস্তান্তর করা হয়েছে।
প্রজেক্ট : KDC Palace (৬.৫ তালা)।
জমির পরিমান : ৩.০০ শতাংশ।
কন্সালটেন্ট : Mujahid Engineering.
বিল্ডিং বিষয়ক পরামর্শ, ড্রয়িং-ডিজাইন, 3D ভিউ, খরচের হিসাব, রাজউক/পৌরসভা প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে, কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন এর জন্য......
যোগাযোগ করুন- Mujahid Engineering.
🏢 Imo & WhatsApp +8801764-316716
অফিস-১: আহমেদ নগর, মিরপুর-১, ঢাকা।
অফিস-২: দাউদকান্দি বাজার, কুমিল্লা।
বিজয় মানে স্বাধীনতা।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ (১৬ ই ডিসেম্বর)।
"মুজাহিদ ইঞ্জিনিয়ারিং" এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। প্রকৌশলী: কে.এম.মুজাহিদুল ইসলাম।
> শিক্ষা মন্ত্রণালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল Voyager English School and College এর দাউদকান্দি শাখা টি
"মুজাহিদ ইঞ্জিনিয়ারং" এর ডিজাইন এ নির্মিত।
> আমার অত্যন্ত পছন্দের এই স্কুলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সাটারিং এর হিসাবঃ A TO Z
অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমলাইনে রেখে দিন।
সাটারিং তৈরীতে কি পরিমাণ কি কি লাগবে তা কিভাবে হিসাব করবো তা অনেকে জানেন না। এই হিসাব টা জানা থাকলে সঠিক কাজের সাথে সাথে আপনার খরচ ও অনেক অংশে কমে যেতে পারে। টাইমলাইনে রেখে দিতে পারেন...
হিসাবঃ
ছাদের দৈর্ঘ্য=৫০ ফিট, প্রস্থ = ৩০ ফিট ।
ছাদের সাটারিং এর কাঠ (প্লাই উড) প্রয়োজন (৫০*৩০)= ১৫০০ এসএফটি
প্লাই উড ৮’X১২’ এবং থিকনেস হবে ১২ মিমি.
এবং কাঠ লাগবে = এরিয়া X ০.০২ ( থাম্ব নেল রুলস অনুযায়ী)
= ১৫০০ X ০.০২
= ৩০ টি
বীমের নিচের কাঠের জন্য (থিকনেস থাকে ১.৫”)
= এরিয়া X ০.২৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.২৪
= ৩৬০ আর এফ টি
মাঝে বসাতে কাঠ লাগবে (৩” X ৩” লম্বা কাঠ)
= এরিয়া X ০.০৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.০৪
= ৬০০ আর এফ টি
পেরেক (নেইল ) = ১৫০০ X ০.০২ = ৩০ কেজি
বীমের নিচের জন্য বাঁশ লাগবে = ৩৬০ X ০.৫
= ১৮০ টি
স্ল্যাবের নিচের জন্য বাঁশ লাগবে = ১৫০০ X ০.১৬ (রুলস)
= ২৪০ টি
কাঠ বাঁশকে আটকাতে ক্ল্যাম্প লাগবে = ১৫০০ X ০.০৮
= ১২০ টি
সাটারিং এর তেল লাগবে = ১৫০০ X ০.০০৬ = ৯ লিটার
এটিই হচ্ছে প্রকৃত লাইভ লোড। এই জন্যেই মার্কেট, স্কুল, সাইক্লোন শেল্টার, গার্মেন্টস এ প্রচুর রড দিতে হয় আবাসিক বিল্ডিংয়ের তুলনায়।
https://m.facebook.com/story.php?story_fbid=562926642623607&id=100067188291542&mibextid=I6gGtw
নব-নির্মিত ভবনের " #লোড_টেস্ট" পরিদর্শন করছেন Barrister Syed Sayedul Haque Suman ভাই টেস্টিং & কোং
নারায়ণগঞ্জ এর সানারপাড় এ চলমান একটি প্রজেক্টের প্রথম ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
প্রজেক্ট সুষ্ঠ ও সুন্দর ভাবে শুরু করার জন্য নিম্নোক্ত কাজ গুলো ধারাবাহিক ভাবে সম্পুর্ন করতে হবে..
১) বাউন্ডারি ওয়াল তৈরি করা।
২) একটি শক্ত মেইন গেট নির্মাণ করা।
৩) সিকিউরিটি নিয়োগ দেওয়া।
৪) গাছপালা থাকলে তা কেটে ফেলা।
৫) পুরাতন স্থাপনা থাকলে তা ভেঙে ফেলা।
৬) ইলেক্ট্রিক কানেকশন দেওয়া।
৭) পানির ব্যবস্থা করা।
৮) লেবার শেড তৈরি করা।
৯) সিউয়ারেজ লাইন কানেকশন দেওয়া।
১০) গ্যাস এর ব্যবস্থা করা।
১১) অফিস রুম ও স্টোর তৈরি করা।
১২) কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া।
১৩) কোন ময়লা আবর্জনা থাকলে তা অপসারণ করা।
১৪) জায়গা উঁচুনিচু থাকলে তা সমতল করা।
১৫) সয়েল টেস্ট করা।
১৬) ভবনের ড্রইং ও ডিজাইন ফাইনাল করা।
১৭) অবশেষে লে-আউট এর ব্যবস্থা করা।
Beauty of home.
It seems that the head is spinning.
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল অথবা ইনবক্স করুন:
ENGR. KM MUJAHIDUL ISLAM
B.Sc. Engg (Civil)
CELL: 01764-316716 (IMO/WHAT'S APP).
বিল্ডিং বিষয়ক পরামর্শ, ড্রয়িং-ডিজাইন, 3D ভিউ, খরচের হিসাব, রাজউক/পৌরসভা প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ও সুপারভিশন এর জন্য যোগাযোগ করুন-
Mujahid Engineering.
🏢 Imo & WhatsApp +8801764-316716
অফিস-১: আহমেদ নগর, মিরপুর-১, ঢাকা।
অফিস-২: দাউদকান্দি বাজার, কুমিল্লা।
বিল্ডিং এ ওপেনিং রাখার কিছু উল্লেখযোগ্য কারণ।
জায়গার পরিমাপ অনুযায়ী কোথাও নিদিষ্ট পরিমানে ফাকা জায়গা রাখা হয়। এটাকে ওপেন স্পেস বা ভয়েড বলা হয়।
১. সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়।
২. ভেন্টিলেশনের কাজ করে, ন্যাচারাল লাইটিং পাওয়ার জন্য।
৩. ডিজাইন অনুযায়ী লোডের ভারসাম্য রক্ষা করার জন্য করা হয়।
৪. স্যানিটারি পাইপ সেট আপ করা বা আউট থেকে যাতে না দেখা যায়, বিল্ডিং এলিভেশন ঠিক রাখার জন্য।
৫. আগুন লাগলে এই ফাকা অংশের ভিতর দিয়ে অগ্নিনির্বাপণ পাইপ প্রবেশ করানো সহজ।
ইত্যাদি....
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপারে মাত্র ২২ ফিট প্রস্থের একটি ৫ তালা বিল্ডিংয়ের একটি ডিজাইন হস্তান্তর করা হলো।
আলহামদুলিল্লাহ, সৌদিআরব প্রবাসী 'মোহাম্মদ নুর আলম' ভাইকে আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে তার পছন্দ অনুযায়ী ডিজাইনটি করতে পেরেছি।
প্রজেক্ট : নুর আলম ভবন।
জমির পরিমান : ৩.৭৫ শতাংশ।
কন্সালটেন্ট : Mujahid Engineering.
কম খরচে সুন্দর ডিজাইন একমাত্র 'মুজাহিদ ইঞ্জিনিয়ারিং' ই দিতে পারে।
প্রয়োজনে যোগাযোগ : Engr. Mujahid.
imo & what'sapp @ 01764316716.
প্রশ্নঃ একটি স্থাপনা বা বাড়ি কারা তৈরি করে?
উত্তরঃ প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট কিছু পেশার অভিজ্ঞ লোক থাকে, বাড়ি বানানোর ক্ষেত্রেও তাই।
একটা বাড়ি বা স্থাপনা তৈরিতে বিভিন্ন পেশার অভিজ্ঞ লোক লাগে, যেমনঃ আর্কিটেক্ট বা স্থপতি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা পূরকৌশল প্রকৌশলী, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা তড়িৎকৌশল প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি প্রকৌশলী ইত্যাদি...। আজ আমরা এই তিন পেশার (আর্কিটেক্ট বা স্থপতি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা পূরকৌশল প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি প্রকৌশলী) মানুষদের নিয়ে কথা বলব। এখানে এই তিন পেশার মানুষের কাজ নিয়ে কথা বলার মূল কারণ হলো তাদের কাজ ভিন্ন হলেও, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এসব জিনিস ভালো বোঝে না বলে, এই তিন পেশার মানুষ বলতে গেলে একই কাজ (বাড়ির প্লান/নকশা) করে যাচ্ছে, যা মোটেও ঠিক নয়। এতে কাজটা ভালতো হয়ই না বরং হিতে বিপরীত হয়।
চলুন এই তিন পেশার মানুষের কাজ গুলো কি? বা তাদের কি করা উচিত? বা তারা আসলেই কোন বিষয়ে অভিজ্ঞ? জেনে নেওয়া যাক -
প্রশ্ন : আর্কিটেক্ট বা স্থপতি কেনো প্রয়োজন?
উত্তর: আমরা সাধারণ ভাবে মনে করি যে -আর্কিটেক্ট এর কাজ 3D করা মাত্র!যা নিতান্ত ভুল ধারণা,একজন আর্কিটেক্ট আলো,বাতাস,ক্রস ভেনটিলেশন, কোড,ফাংশন এনালাইসিস, এসথেটিকেলী সুন্দর করা সহ নানা দিক চিন্তা করেন, যেমন -আপনার ভবনে Cross ventilation নেই অথনা Functions analysis করা হয় নাই তখন দেখবেন এই ভুলের কারণে অতিরিক্ত গরমের সময ভাপসা পরিবেশ তৈরি হবে,আর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে,অপর দিকে মানুষে দৈহিক পরিমাপের উপর ভিক্তি করে ও কিছু Standard পরিমাপ আছে, যার কম বেশী হলে সাছন্দ বোধ করবেন না,সাথে সুন্দর এর বিষয় ত আছে,অতএব আপনার কোটি টাকার প্রজেক্ট এর এই সব বিষয় চিন্তা করেন তিনি হচ্চেন আর্কিটেক্ট! তাছাড়া আর্কিটেক্ট এর কাজ প্রজেক্ট ডিজাইনের শুরু থেকে কন্সট্রাকশন শেষ হয়ে বিল্ডিং টি ইউজারের কাছে হস্তান্তর করা পর্যন্ত যাবতীয় ডিজাইন এবং ড্রইং সল্যুশন দেয়া। কন্সট্রাকশন সুপারভিশন করা, ফিনিশ ম্যাটেরিয়াল সিলেক্ট করা থেকে ফিনিশিং চেক করা। ড্রইং এর মধ্যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং এবং মেকানিক্যাল ড্রইং এর সমন্বয় করে কমপ্লিট সলিউশন দেয়া। আর্কিটেক্ট আপনার প্রজেক্টের জন্য প্রয়জনীয় অন্যান্য ইঞ্জিনিয়ার যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিবেন এবং কন্সট্রাকশন শেষ হওয়া পর্যন্ত সবার কাজের সমন্বয় করবেন। কন্ট্রাক্টর নিয়োগ ,কন্ট্রাক্টরের কাজ এবং বিল ভেটিং করার ব্যাবস্থা করবেন।
অর্থাৎ আপনি আপনার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত একজন আর্কিটেক্ট এর সাথে কাজ করবেন।
প্রশ্ন :সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা পূরকৌশল প্রকৌশলী কেনো লাগবে?
উত্তর: খাবার এ যেমন লবণ কম বা বেশী হলে খাওয়ার অনুপযোগী হয় ঠিক তেমনি ভবনে রড বা যেকোনো মালামাল কম বেশী হলে আপনার টাকা অপচয় হবে, অথবা সেফটি হবে না, এবার আসা যাক মূল কথায়- ভবনের রড কি পরিমাণ লাগবে এটা কোন ঐকিক নিয়ম না যে অমুকে বিল্ডিং এ ৬ টা দিয়েছে আর আমার টা তে ৬ টা দিবো!একজন Structural Engineer বিভিন্ন Mechanism এবং Analysis করে যথাক্রমে -LIVE Load, Dead Load, Wind load, Earthquake Load কোড অনুসারে Calculation করে আপনার ভবনের কলাম এর সাইজ, বিম এর সাইজ, ফাউন্ডেশন এর টাইপ কেমন হবে এবং রড গুলো কিভাবে স্থাপন করতে হবে তা নিরধারণ করে থাকেন, এখন যদি আপনি রড বেশী বা কম দিয়ে নিজেকে অতি চালাকের পরিচয় দেন, দিন শেষে অপচয় আপনার এই হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি প্রকৌশলী:
তাদের কাজ মূলত সাইট দেখাশোনা করা। সাইটে ছোট খাটো কিছু ভুল হলে তা সমাধান করা। সাইটের সার্বিক দেখাশোনা করে প্রকল্পটি বাস্তব রূপ দানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন।ধরেন আপনি অতি চালাকী করে ছাদ ঢালায়ের সময় সাইট সুপারভিশন এর জন্য কাউকে রাখলেন না,অতপর আপনার মিস্ত্রি কাভারিং, Reinforcement detailing নিজের ইচ্চা মতো দিয়ে দিলো, তখন হয়তোবা কিছু টের পাবেন না, কিন্তু ৫-৭ বছর পর বুঝবেন আপনার সেই অতি চালাকীর ফল..তখন কাভারিং কম দেওয়ার কারণে ছাদের প্লাস্টার খসে নিছে পড়ে যাবে,লোহায় মরিচা আসবে,তখন দেখবেন হাজার টাকা বাচানোর খেসারত লাখ টাকা খরচ করে Retroffiting করে এর মাশুল দিতে হবে...
দিন শেষে বলব যার যা কাজ তা করুন। তা না হলে অন্যের কাজ করতে গেলে অল্প বিদ্যা ভয়ংকর রুপ ধারণ করতে বেশি সময় লাগবে না। যার যা কাজ তা করলে দেশের উন্নতি যেমন হবে তেমনি কাঊকে ঠকানোও হবে না। আর না হয় তার জন্যও কিন্তু জবাবদিহি করা লাগতে পারে।
আর সাধারণ মানুষদের বলব জেনে বুঝে পদক্ষেপ গ্রহন করুণ এতে যেমন ভালো কাজ পাবেন তেমন যার যার কাজ নিয়ে সে আরও মনোযোগি হবে আশা করি।
ধন্যবাদ।
রুচির দুর্ভিক্ষ।
এরকম সুন্দর একটা কাজের শেষমেশ এই ফিনিশিং! সাধারণ টাইলস মিস্ত্রির রুচিও আরো ভালো হয়। দেশে এত এত স্বনামধন্য আর্কিটেক্ট কেনো আছে!
খুবই হতাশাজনক, সংগৃহীত।
সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে
GF মানে হলো Ground Floor
BF মানে হলো Basement Floor 😀😀
খরচ কমিয়ে বাড়ি করার অর্থ আসলে কি?
২ কাঠা জমির উপর ৩ তলা বাড়ি হবে। আধুনিক ডিজাইন হবে, জানালা হবে থাই গ্লাস ও গ্রীলের, ফ্লোরে টাইলস হবে, দরজার বাজেট অন্তত ৩০ হাজার, BSRM রড ব্যবহার হবে, ভালো কোম্পানির সিমেন্ট ব্যবহার হবে ইত্যাদি ইত্যাদি।
আপনার বাজেট ২০/২৫ লক্ষ। আপনি এসবই আমাদেরকে জানালেন।
আপনার যদি মিনিমাম বাড়ি করার ধারণা থাকে তাহলে আপনি এমন বিবরনের একটা বাড়ির জন্য ২৫ লক্ষ টাকা বাজেট করে আমাদেরকে করে দিতে বলতে পারেন?
খরচ কমিয়ে বাড়ি করার অর্থ কি ইলিশ মাছ কেনারস্বপ্ন দেখবেন, আর বাজেট থাকবে তেলাপিয়া মাছ কেনার? আর ইঞ্জিনিয়াররা সেই তেলাপিয়া মাছের বাজেট দিয়েই আপনাকে ইলিশ মাছ কিনে দিবে?
একটা বাড়ির নির্মাণ খরচ স্বাভাবিক নিয়মের চেয়ে কিছু কমাতে পারাটাই খরচ কমিয়ে বাড়ি করা। যেখানে কোয়ালিটিতে কোন আপোষ করা হয়না, কিছু অযাচিত খরচ কমানো হয়।
১ টা ৪ তলা বাড়ির খরচ অন্তত ৫/৬ লক্ষ টাকা কমানো সম্ভব। তবে সেই জ্ঞান থাকতে হবে।
আমরা বাড়ির মালিককে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারি, কিছু বাড়ির মালিক আবার অনুরোধও করেন খরচ কমানোর জন্য। কিন্তু টার জন্য তো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট মিলে ডিজাইন ধরে ধরে মাথা খাটিয়ে অনেক সময় নিয়ে কাজ করতে হয়।
এবার যদি তাকে বলা হয়, ৪ তলা বাড়ির জন্য সকল প্রকার ডিজাইন চার্জ ১ লক্ষ টাকা লাগবে। তখন তিনি আকাশ থেকে পড়বেন।
জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়, পরিশ্রমেরও মূল্য দিতে হয়।
সারাজীবনের একটা বাড়ি, তার সিদ্ধান্ত সস্তা হতে নেই।
প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ।
01764-316716
ডুপ্লেক্স/ট্রিপ্লেক্স/রেসিডেন্সিয়াল/কমারসিয়াল বিল্ডিং ডিজাইন ফুল প্যাকেজ পাচ্ছেন এখন সাশ্রয়ী খরচে।
তাই দেরি না করে আজ-ই ?01764-316716??র সাথে যোগাযোগ করুন।
আমাদের আছে অভিজ্ঞ প্রফেশনাল আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার টিম। আমরা দিচ্ছি বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ শেষ করা পর্যন্ত সুবিধা।
👉যোগাযোগ করুনঃ ইঞ্জিনিয়ার মুজাহিদ।
Mobille-01764316716 (call,imo,what’s up)
🤏আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করে থাকি💖
🎁 প্যাকেজে যা যা থাকছেঃ
👉 আর্কিটেকচারাল ড্রয়িং
👉 স্ট্রাকচারাল ড্রয়িং
👉 ইলেকট্রিক্যাল ড্রয়িং
👉 প্লাম্বিং ড্রয়িং
👉 থ্রিডি ভিউ।
👉 অ্যানিমেশন।
👉 এস্টিমেট।
উপরোক্ত সবগুলো ড্রয়িং মিলিয়ে একটা সুন্দর A3 পেইজের বই বানিয়ে দেওয়া হবে।
✍️ আপনার বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের যা যা প্রয়োজনঃ
👉 জমির দৈর্ঘ এবং প্রস্থের মাপ।
👉 আপনার চাহিদা (কয়টা রোম, লিভিং রোম, ড্রইং, ডাইনিং রোম, টয়লেট, কিচেন, বারান্দা)।
👉 উত্তর - দক্ষিণ নির্দেশনা।
👉 রাস্তার লোকেশন।
বাড়ি নির্মাণ করার সময়
সকলেরই খেয়াল রাখা উচিত।
কমপক্ষে যেন নিজের লাশটা নেওয়ার জন্য
পর্যাপ্ত জায়গা থাকে।
মারা গেলে পরে এই যায়গা দিয়ে কি করবেন চিন্তা করে দেখেছেন একবারও.....
হে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার
তৌফিক দান করেন। আমিন।
শুধু ডিজাইন ইঞ্জিনিয়ার আর মিস্ত্রির উপর ভরসা করে বাসায় বসে থাকবেন না। মিস্ত্রির ভুল আর অবহেলার কারনে নিরাপদ একটি স্ট্রাকচারাল ডিজাইন বরবাদ করে দিতে পারে মিস্ত্রিরা।
আপনার কনস্ট্রাকশন কাজ চলাকালে নিজে কাজ তদারকি করুন। সম্ভব না হলে সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করুন।
যারা বেসিনে অযু করার পর পা ধোয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন তাদের জন্য সহজ সমাধান।
আলহামদুলিল্লাহ।
IEB এর Lifetime মেম্বার হয়ে গেলাম।
আপনার কষ্টার্জিত টাকায় স্বপ্নের বাড়ীর ছাদ ঢালাই করার পূর্বে যেসব কাজ করনীয় :
১.প্রথমত আপনাকে ইন্জিনিয়ার কতৃক ড্রয়িং অনুযায়ী ছাদ ও বীমের রড বিছানোর কাজ করতে হবে।
২.রড বিছানোর পর দেখতে হবে ছাদ ও বীমের ক্লিয়ার কভারিং এর জন্য যে ব্লক দেওয়া হয়েছে তা সঠিক স্থানে আছে কিনা।
৩.সঠিক ও যথাযতভাবে সাটারিং ও সেন্টারিং এর কাজ করা।
৪.ছাদের লেভেল চেক করা। কলাম সহ প্রয়োজনীয় জায়গার লেপিং যথাযথ দেওয়া।
৫.ছাদের সকল ময়লা,কাগজ,পরিস্কার করা।
৬.ইলেকট্রিক পাইপ লেয়িং, ফ্যানহুক ফিটিং কাজ করা।
৭.কনক্রিট ফেলার পূর্বে ছাদকে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া ।
৮.ছাদ ঢালায়ের পুরুত্ব ও মসলার অনুপাত (১:২:৪) ঠিক করে দেওয়া।
৯.ছাদের যেকোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করা।
১০.হাটা অবস্থায় বা দাড়িয়ে বা ১.৫ মিটার এর উপর থেকে কনক্রিট ফেলা যাবে না।ফেললে সেগ্রিগেশন হওয়ার সম্ভবনা আছে।
১১.কনক্রিট কে যথাস্থানে বসানোর জন্য ভাইব্রেটিং করতে হবে।ভাইব্রেটিং করার সময় ব্লক সরে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
১২.পুরো ছাদের মসলার অনুপাত যাতে একই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
১৩.ছাদ যাতে কোথাও উচু নিচু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
১৪. লবনমুক্ত পানি ও বালি দারা ঢালায়ের কাজ করা।
১৫. ছাদ ঢালাইয়ের মোটামুটিভাবে ৬-৮ ঘন্টা পর থেকেই
কিউরিং করা ও ২৮ দিন পর্যন্ত কিউরিং করা ।
আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কামনা রইল।
একটি আধুনিক ও আকর্ষণীয় বিল্ডিং ডিজাইনের প্ল্যান ক্লাইন্টের হাতে তুলে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারকে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয়, কিছু মূল বিষয় তুলে ধরা হলঃ
👉 Functionality ডিজাইন অর্থাৎ বাড়ি তৈরি করার প্ল্যানটি কার্যকরী ভাবে তৈরি করা। ক্লাইন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করা, প্রয়োজনীয় কক্ষের সংখ্যা, তাদের আকার এবং তাদের নির্দিষ্ট উদ্দেশ্য বিবেচনা করে বাড়ির মধ্যে চলাচলের প্রবাহ সম্পর্কে চিন্তা করে এবং কীভাবে স্থানগুলি ব্যবহার করা হবে তা বিবেচনা করে ডিজাইন করা।
👉 লাইফস্টাইল এবং পছন্দঃ প্রতিটি মানুষের জীবনধারা এবং পছন্দ ভিন্ন রকম, তাই এক জনের সাথে অন্য জনের চাহিদা না মিলাটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় পিতা মহোদয় এক ডিজাইন পছন্দ করে অন্য দিকে সন্তান তাদের ভবিষ্যৎ চিন্তা করে আরও আধুনিক ডিজাইন করিয়ে নেয়, তাই ইঞ্জিনিয়ারকে ক্লাইন্টের দৈনন্দিন রুটিন, শখ এবং কার্যকলাপ বিবেচনা করে, তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করতে হয়। একটি আরামদায়ক জীবনযাপনের পরিবেশ তৈরি করতে অবশ্যই এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের প্রয়োজন।
👉 লে-আউটঃ বাড়ির সামগ্রিক আকার নির্ধারণ করা। লে-আউট এর মাধ্যমে রুম, জানালা, দরজা ইত্যাদি কোথায় কি পরিমাণ ও কতগুলো লাগবে ইত্যাদি বিবেচনা করে নির্দিষ্ট সাইটের সীমাবদ্ধতা প্রণয়ন করা হয় অর্থাৎ ভূমির প্রতি ইঞ্চির সঠিক ব্যবহার নিশ্চিত করা। যদি দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া নামকাওয়াস্তে ডিজাইন করিয়ে নেন তাহলে রুম, দরজা, জানালা সবকিছু পাবেন ঠিকই কিন্তু কোনটা কি সাইজ করলে আপনার জন্য ফ্লেক্সিবল হবে, আপনার চাহিদা ও বাজেট দুইটাই সামঞ্জস্যপূর্ণ হবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পছন্দনীয় ও সময়োপযোগী সেই দিক বিবেচনা করবে না।
👉 প্রাকৃতিক আলো বাতাসঃ ভবনটির প্ল্যান ডিজাইন করার সময় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের সু-ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। সঠিকভাবে অবস্থান করা জানালা, স্কাইলাইট এবং অন্যান্য খোলা থাকার জায়গাগুলি নিয়েও আপানাকে ভাবতে হবে।
👉 স্ট্রাকচারাল ডিজাইনের অখণ্ডতাঃ ইঞ্জিনিয়ারকে অব্যশই নিশ্চিত করতে হবে নকশাটি কাঠামোগতভাবে মজবুত এবং প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণ করে। বিভিন্ন লোড এবং পরিবেশগত অবস্থা সহ্য করতে পারে এমন একটি শক্তিশালী কাঠামো তৈরী করতে হবে।
👉 বাজেটঃ ডিজাইন প্রক্রিয়া জুড়ে ক্লাইন্টের বাজেট এবং চাহিদা মাথায় রাখতে হবে। তাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকে তাদের চাহিদা পূরণ করা এমন একটি নকশা বা প্ল্যান তৈরি করার চেষ্টা করা।
🔷🔷আমাদের সেবাসমূহঃ🔷🔷
👉 রাজউক/সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট
👉 থ্রি-ডি ডিজাইন
👉 আর্কিটেকচারাল ডিজাইন
👉 স্ট্রাকচারাল ডিজাইন
👉 ইলেকট্রিক্যাল ডিজাইন
👉 প্লাম্বিং ডিজাইন
👉 সয়েল টেস্ট
👉 ইন্টেরিওর ডিজাইন
👉 ডুপ্লেক্স হাউজ ডিজাইন
👉 এস্টিমেট
👉 প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল
👉 কন্সট্রাকশন ও সুপারভিশন
👉 ডিজিটাল ও ম্যানুয়াল জমি মাপা
👉 পাইলিং
👉 তো বাড়ি তৈরি করতে আর অপেক্ষা না করে, অলস হয়ে বসে না থেকে প্ল্যান ডিজাইন ও কনস্ট্রাকশনের জন্য আজই বেছে নিন "মুজাহিদ ইঞ্জিনিয়ারিং" ডিজাইন এন্ড কনসালটেন্ট কে, একই ছাদের নীচে পেয়ে যান ভবন নির্মানের সমস্ত সেবা। তাহলে আর দেরী কেন? আজই যোগাযোগ করুন।
🏠🏠🏠 অফিসের ঠিকানাঃ ৫৭৮/৮, হাইস্কুল মাঠ সংলগ্ন, দাউদকান্দি বাজার, কুমিল্লা।
☎️☎️☎️ মোবাইলঃ ০১৭৬৪-৩১৬৭১৬, (whatsApp)
বৃষ্টির সময় নির্মাণ কাজের সতর্কতা ও করণীয়:
#শেয়ার করুন
================================
নির্মাণ কাজ চলাকালীন সময় বৃষ্টি হলে বৃষ্টির পানির কারণে পানি ও সিমেন্টের অনুপাতের হার কোনো ভাবেই বজায় রাখা যায় না.. যদি এটা বজায় রাখা যায়ও তদুপরি বৃষ্টির পানির ফলে সিমেন্ট ভেসে যায় এবং কংক্রিটের গুণগত মান নষ্ট হয় ও কংক্রিটের কাঙ্ক্ষিত শক্তি পাওয়া যায় না এবং কংক্রিট এর স্থায়ীত্ব ও বেশি হয় না.. যার দরুন ঢালাই সারফেস এ ক্রেকিং, লেটেন্স, ডাস্টিং, হানিকম্ব ইত্যাদি দেখা দেয়.. যা আপনার স্থাপনার জন্য ক্ষতিকর..
করণীয়:
==========
১ #এমন অবস্থা এড়ানোর জন্য বৃষ্টির সময় অবশ্যই ঢালাই বন্ধ রাখতে হবে..
২ #বেজমেন্ট এর কাজের সময় পুরো জায়গাটি ত্রিপোলি দিয়ে ঢেকে কাজ করতে হবে…
৩ #নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্ট ব্যাগ বৃষ্টির পানি থেকে দূরে রাখতে হবে। ঘরের ভিতর রাখলেও পাটাতনের উপর এবং দেয়াল থেকে ১০"-১২" দূরে ব্যাগ রাখা উচিত।
৪ #ইটের গাথুনি ও প্লাস্টার করার সময়ও বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে যেন বৃষ্টির পানি দেয়ালে না লাগে..
৫ #ঢালাইয়ের মাঝখানে বৃষ্টি শুরু হলে ঢালাই বন্ধ করতে হবে এবং এক ঘন্টার বেশি সময় অতিবাহিত হলে পূর্বের মিশ্ৰিত মালামাল ফেলে দিয়ে নতুন ভাবে মিশ্ৰিত মালামাল ব্যবহার করতে হবে...
৬ #নির্মাণ শ্রমিক ও সাইট এ কর্মরত সবাইকে সেফটি পোশাক পরিধান করা উচিত, যেমন - গাম বুট, রেইন কোট ইত্যাদি.. বৃষ্টির সময় ইলেকট্রিক লাইন ও মেশিন ভালোভাবে চেক করা উচিত.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Daudkandi
Comilla
3516
Chattogram
Comilla, 3517
I m an Engineer. I have completed BSC in Computer science from Lincoln University Malaysia. I am the founder of Abax Technical School.
Chandina
Comilla, 3510
All kind of Electrical and Electronics Equipment sales and servicing.
Opposite Trauma Hospital Lane (Ground Floor) 2nd Kandir Par, Cumilla
Comilla, 3500
Approval Rajuk/City/Paurasabha/Fire Service/Civil Aviation/Environment,Soil Test,Digital Survey,Structural Design,Architectural Design,Electrical Design,Plumbing Design,perspective...
Comilla, হোল্ডিংঃ৫২২,শহীদনাসিরসিরাজসড়ক,ঠাকুরপাড়া,বড়মসজিদ,কুমিল্লা-৩৫০০
We deliver to you the accuracy & precision Survey (ডিজিটাল ল্যান্ড সার্ভে কোম্পানি)
হক প্লজা, ২য় তলা, রুম নং-০৩, ইসলামি ব্যাংক, ধোড়করা বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
Comilla, 3552
পরিকল্পিত ডিজাইনে দৃঢ়তার প্রতিশ্রুতি। আপনি কি সাধ ও সাধ্যের ভেতর স্বপ্নের বাড়ি কিংবা অবকাঠামো নির্মাণ
Hosneara Mansion (3rd Floor), AK Fazlul Haque Road, Kandirpar
Comilla, 3500
Life Institute of Technology