দুর্বার বাংলা ট্যুরিজম

দুর্বার বাংলা ট্যুরিজম

দুর্বার বাংলা একটি ভ্রমণ পিপাসুদের সংগঠন।

02/11/2023

ঢাকা থেকে কক্সবাজার এর ট্রেন চালু হতে যাচ্ছে ডিসেম্বর মাসে।

ভাড়া পড়বে বাসের অর্ধেক।

ট্রেনের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

19/10/2023

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃
✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।
♦️কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।
✴️চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।
♦️চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।
👉ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।
✴️ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।
♦️চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।
✴️মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

13/07/2023

আজ রাতে
"টাঙ্গুয়ার হাওড় বিলাস" প্যাকেজ আসছে

23/06/2023

ইনশাআল্লাহ। এ সিজনে টাঙ্গুয়ার হাওড়ে স্থানীয় সব আয়োজনে ট্যুর হবে রিলাক্সে। শুভ কামনা রইলো প্রিয় ভাইয়ের জন্য।

29/03/2023

কেউ কি আছেন ঈদের ১/২ দিন পর উড়াল দিবেন পাশের বন্ধু দেশের কাশ্মিরে। গ্রুপ ট্যুর দিচ্ছি।

26/03/2023

নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয় 😍

24/03/2023

এই রকম প্রকৃতির মাঝে ইফতার করার সুযোগ হয়েছে কখনো??
ইনশাআল্লাহ। এবার একটা সুযোগ করে দিবো।

10/03/2023

তাহিরপুর শিমুল বাগান,সুনামগঞ্জ।

10/03/2023

যখন বৃহস্পতিবার রাতে ট্যুর আর দিনে অফিস থাকে🙂

02/03/2023

শুভ জন্মদিন প্রিয়🍰🍰♥♥♥
কুমিল্লা নিউ মার্কেট গোমতী ডিজিটাল ও আদিবা ক্রেস্ট হাউজ এর সত্ত্বাধিকারী এবং ট্যুরিজম জগতের সবার প্রিয় সংগঠন #দুর্বার_বাংলার
সভাপতি মোহাম্মদ এমরান হোসেন বাপ্পি ভাইয়ের জন্মদিনে দুর্বার বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সুন্দর হোক আগামীর পথ চলা।

01/03/2023

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳
এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।
এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।
স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে।
ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।
চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরই পর্যটকরা ট্রেনে চেপে কক্সবাজার যাতায়াত করতে পারবে।
সূত্র: SA tv

27/02/2023

যারা যেতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ : 01990-675262

20/02/2023
Photos from দুর্বার বাংলা ট্যুরিজম's post 10/02/2023

শহরের অদূরে।।। একটু প্রশান্তির ছোঁয়া।। ভালোই লাগলো।।।
#দুর্বার_বাংলা

তীব্র শীতে তেঁতুলিয়া ভ্রমণ 12/01/2023

তীব্র শীতে তেঁতুলিয়া ভ্রমণ কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া, ঠিক তখনই হিমালয়ের কোলঘেঁষা জনপদটি হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতিপ্রেমী পর্যটকদের। কার...

28/12/2022

♥♥♥ভিডিওটি দেখার পর আশা করি ডেলিগেট বুকিং দিবেন♥♥
♦বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন
https://m.facebook.com/story.php?story_fbid=567551305369751&id=100063446602510&mibextid=Nif5oz

26/12/2022

প্রিয় সুধী,📢📢
❤️❤️❤️আসসালামু আলাইকুম, আপনাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন #চৌদ্দগ্রাম_বিজনেস_ফোরাম" আয়োজিত "এসো মিলি প্রাণের উৎসবে, ফিরে যাই শৈশবে এই স্লোগানে দিনব্যাপী🥰চড়ুইভাতি🥰 অনুষ্ঠানে সবার আমন্ত্রণ রইলো।
🗓️০৬ জানুয়ারী ২০২৩ইং (শুক্রবার)
⏰ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
🪧 ডাকাতীয়া নদী সংলগ্ন, মরকটা,চৌদ্দগ্রাম, কুমিল্লা।
👩‍👩‍👦‍👦উপস্থিতি : সবার জন্য উম্মুক্ত।
💸ডেলিগেট ফি : ৪১০/-
✅✅যা যা থাকবে✅✅
☑️সকালের নাস্তা
☑️দুপুরের খাবার
☑️বিকালের নাস্তা (শীতকালীন পিঠা)
☑️সাংস্কৃতিক অনুষ্ঠান
✅✅বিশেষ আকর্ষন✅✅
✔️🇦🇷আজেন্টিনা বনাম 🇧🇷ব্রাজিল সমর্থকদের নিয়ে প্রীতি ⚽🥅ফুটবল ম্যাচ।
✔️অংশগ্রহণকারী মহিলা ও বাচ্ছাদের জন্য বিশেষ খেলাধুলা।
✔️সফল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সফলতার গল্প।
✔️ অনলাইন উদ্যোক্তা ও সেলারদের জন্য তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। (স্টল ফি আলোচনা সাপেক্ষে)
✅✅পুরুষ্কার বিতরণ✅✅
🥇🥇কাতার বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টর কুইজ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ (বিকাল ৪টা)।
📌📌বিঃদ্রঃ সারাদিনের অনুষ্ঠানে যোগ দিলে অবশ্যই ডেলিগেট ফি প্রদান করতে হবে।
✅✅অংশগ্রহণ পলিসি✅✅
আগামী ৪ জানুয়ারীর মধ্যে নির্দিষ্ট পয়েন্টে সরাসরি অথবা বিকাশের মাধ্যমে ফুল ডেলিগেট ফি প্রদান করে কুপন সংগ্রহ করতে হবে।
📍📍৫ বছরের নিচে বাচ্ছাদের কোন ফি লাগবেনা।
📝📝যোগাযোগ 📝📝
✅এমরান হোসেন বাপ্পি (প্রতিষ্ঠাতা এডমিন)
☎️01819996238 (বিকাশ)
✅শরীফ বিন করিম (এডমিন)
☎️01710468882( বিকাশ/নগদ)
আর কে ট্রেডার্স, ওহাব মার্কেট, মিয়া বাজার, চৌদ্দগ্রাম।
✅মোঃ আবুল হাসেম ভুঁইয়া (এডমিন)
☎️01830-194740 (বিকাশ)
বিসমিল্লাহ ট্রেডার্স, থানা গেইট, চৌদ্দগ্রাম বাজার, কুমিল্লা।

বেড়াতে গিয়ে যাঁরা শুধুই ঘুমাতে চান, তাঁদের জন্য নিদ্রাবিলাস’ পর্যটন 29/11/2022

বেড়াতে গিয়ে যাঁরা শুধুই ঘুমাতে চান, তাঁদের জন্য নিদ্রাবিলাস’ পর্যটন পর্যটনের নতুন ধারা স্লিপ ট্যুরিজম বা ‘নিদ্রাবিলাস’ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। তবে শুরুর পর থেকে এ ধারার পর্যট.....

07/11/2022

দুর্বারের সাথে সাজেক ট্যুরে ভাবীসহ সবার প্রিয় নাহিদ ভাই।

01/11/2022

দুর্বার বাংলার সাথে সাজেক ট্যুরের ইনোসেন্ট গার্ল।

30/10/2022

খুব শীঘ্রই টেকনাফ সেন্টমার্টিন পর্যটক বাহী জাহাজ চলাচল শুরু হবে।

30/10/2022

রাতার গুল, সিলেট

24/10/2022

ঘুর্নিঝড়ের তান্ডবে অজানা জায়গা থেকে সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপে ভেসে এসেছে মানুষবিহীন বিশালাকৃতির এই কনটেইনার জাহাজ...!!

24/10/2022

ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার অসাধারণ সৌন্দর্য।

24/10/2022

#জরুরী #জরুরী #জরুরী


বাংলাদেশের দিকে ধেঁয়ে আসছে সুপার #সাইক্লোন #সিত্রাং

বাংলাদেশের সকল বন্দর সমূহকে ৬ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং সরাসরি বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। সে জন্য উপকূলীয় এলাকার সকল সাধারণ মানুষদের নিরাপদ স্থানে/সাইক্লোন সেন্টারে চলে আসার জন্য বলা হচ্ছে ।

|---------------|
|---------------|

ঘূর্ণিঝড়টি সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

|---------------|
|---------------|

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে— পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় এটি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে প্রাথমিকভাবে দিক পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সংকেত নামিয়ে ৬ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

#ঘূর্নিঝড় ঝুঁকিতে থাকা দেশের উপকূলীয় ১৯ জেলাঃ

১. খুলনা ২. সাতক্ষীরা ৩. বাগেরহাট ৪. পটুয়াখালী ৫. বরগুনা ৬. ভোলা ৭. পিরোজপুর ৮. বরিশাল ৯. ঝালকাঠি ১০. নোয়াখালী ১১. লক্ষ্মীপুর ১২. ফেনী ১৩. চাঁদপুর ১৪. চট্টগ্রাম ১৫. কক্সবাজার ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর ১৮. গোপালগঞ্জ ১৯. শরীয়তপুর।



#সিত্রাং #ঘূর্ণিঝড়_সিত্রাং #ঘূর্ণিঝড়

23/10/2022

আলীকদম ও থানচি উপাজেলায় আজ থেকে ২৩.১০.২২ - ৩০.১০.২২ পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হলো।

20/10/2022

দুর্বার বাংলার সাথে সাজেক ভ্যালীর ট্যুরে হ্যাপী কাপল।

18/10/2022

বান্দরবান থেকে ফেরত পাঠানো হচ্ছে পর্যটকদের
বান্দরবান থেকে ফেরত পাঠানো হচ্ছে পর্যটকদেরযৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি এলাকা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থে‌কে ওই সড়ক থে‌কে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় বান্দরবা‌নের রুমা ও রোয়াংছ‌ড়ির সীমান্তবর্তী রাঙামা‌টির বিলাইছড়িতে সপ্তাহ ধ‌রে সন্ত্রাস নির্মূলে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ কার‌ণে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রুমা ও রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন।
তাই সকাল থেকে এসব উপ‌জেলায় ভ্রম‌ণের উদ্দে‌শ্যে রওনা দেওয়া পর্যটক‌দের বান্দরবান সদর এলাকার বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি পুলিশ ফাঁড়ি থেকে ফেরত পাঠাচ্ছে পু‌লিশ প্রশাসন।

15/10/2022

আলহামদুলিল্লাহ।
২৬ জন ডেলিগেট নিয়ে দুর্বার বাংলার সাজেক ট্যুর শেষে রাত ১.৪৫ মিনিটে সবাই নিজ নিজ গন্তব্যে সুস্থ্য ও সুন্দর ভাবে পৌঁছেছে। শুকরিয়া মহান আল্লাহ প্রতি। ইনশাআল্লাহ কথা ও দেখা হবে পরবর্তী কোন ট্যুরে।

Photos from দুর্বার বাংলা ট্যুরিজম's post 15/10/2022

সাজেকে দুর্বার বাংলার ট্যুর চলছে♥♥♥

Photos from দুর্বার বাংলা ট্যুরিজম's post 14/10/2022

সাজেক ভ্যালীতে দুর্বার বাংলা ট্যুরিজমের ট্যুর চলছে।।।

13/10/2022

ইনশাআল্লাহ। আজ রাতে ২৬ জন ডেলিগেট নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবো।

11/10/2022

৭০টির মতো তাবু, ছোট একটি খোলা মাট, যার যার গ্রুপ ছাড়া বাকী সবাই অপরিচিত, একসাথে সবাই একটা রাত কাটানো আর সকালে উঠে মেঘের অপরুপ দৃশ্য, আর কি লাগে জীবনে?

📍 Marayong Tong, Bandarban

10/10/2022

আমাদের সাজেক ভ্যালী ট্যুরের ৩ ডেলিগেটের হঠাৎ পরীক্ষার তারিখ পড়ায় তারা যেতে পারছেন না। তাই নতুন করে চাইলে ৩ জন যেতে পারবেন। আমরা যাচ্ছি ২৪ জনের টিম নিয়ে।
call : 01990675262

06/10/2022

শুধুমাত্র ২ জন দরকার। আমরা যাচ্ছি ২৪ জনের টিম নিয়ে।

call : 01990675262

04/10/2022

গোধূলী সন্ধা। কুমিল্লা রেলওয়ে ষ্টেশন।

Want your business to be the top-listed Transport Service in Comilla?
Click here to claim your Sponsored Listing.

মহা দুর্যোগে একে অন্যের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিন

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় বাংলাদেশেও মহা দুর্যোগ দেখা দিয়েছে। এমতাবস্থায় আপনার আশে-পাশের অসহায় ও দুঃস্থ মানুষ গুলোকে সহযোগীতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান।

Videos (show all)

তাহিরপুর শিমুল বাগান,সুনামগঞ্জ।
চড়ুইভাতী প্রোগ্রাম স্পটের ড্রোন ভিডিও
রাতার গুল, সিলেট
ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার অসাধারণ সৌন্দর্য।
গোধুলী সন্ধা। ইসলামপুর হাড়র, ছাতক, সুনামগঞ্জ।
ক্ষনিকের মায়া
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আহা শান্তি  🌸  টাঙ্গুয়ার হাওর।
আলহামদুলিল্লাহ,
দুর্বার বাংলা

Category

Telephone

Website

Address


Chandina Plza (1st Floor) New Market, Cumilla
Comilla
3500

Other Transit Systems in Comilla (show all)
Jangalia Railway Station জাংগালিয়া রেলওয়ে স্টেশন Jangalia Railway Station জাংগালিয়া রেলওয়ে স্টেশন
Jangalia, Comilla
Comilla

ময়নামতি রেলওয়ে স্টেশন, জাংগালিয়া , সদর দক্ষিণ, জাংগালিয়া,কুমিল্লা।

Namaz Namaz
Cumilla
Comilla, 3500

মেঘনা গোমতী সেতু Meghna Gumti Bridge মেঘনা গোমতী সেতু Meghna Gumti Bridge
Daudkandi
Comilla

মেঘনা গোমতী সেতু

Aheyan Traveller & Transportation Service Aheyan Traveller & Transportation Service
Comilla, 3500

Nothing.....