𝐒𝐚𝐤𝐢𝐛

𝐒𝐚𝐤𝐢𝐛

বেইমানের কখনো অনুশোচনা হয়না,
সার্থপরের কখনো বন্ধু হয়না,
নিস্পাপ বন্ধু না খুঁজে বন্ধু বিহীন থাকো।

09/09/2023

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল "তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে"। 🙂🙂

বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়।☺️☺️

দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন…….☺️☺️

হঠাৎ একদিন হলো বিপত্তি…!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে
সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে?😟😟😟

পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল…! ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। 😈😈

ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার। এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো…. ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।🙂

(সংগৃহীত)

02/09/2023

সুন্দরের আসলে কোনো সংজ্ঞা নেই। আপনি যে জিনিসকে যত বেশি পছন্দ করেন,সেটাকে তত বেশি সুন্দর মনে হবে।🌸

13/03/2022

পাপ থেকে তাওবাকারী পাপহীন ব্যক্তির ন্যায়।
(ইবনে মাজা)

28/12/2021

Bastobota.

19/12/2021
Photos from 𝐒𝐚𝐤𝐢𝐛's post 17/12/2021

This is Cox's Bazar

16/12/2021

হে বাঙালি কোন স্বাধীনতা পেয়ে তুমি আজ স্বাধীনতা দিবস
উৎযাপন করছো।
একবার ভেবে দেখো?

14/12/2021

কবি Kazi Najrul Islam বিধাতার দেয়া শ্রেষ্ট উপহার।

14/12/2021

লোকে বলে ভালো মানুষের নাকি ভাত নাই. 😏

এজন্যই চিন্তা করি বিরিয়ানি এত্ত পছন্দ কেন আমার...!🙄

10/12/2021

উদ্যোগতা হওয়ার উপায়,
প্রিয় আয়মান সাদিক।

10/12/2021

তুই মৌলভির সাথে টাকা দিয়া পারবি ক্ষমতা দিয়ে পারবি কিন্তু ইলম আর জ্ঞান দিয়া পারবিনা।আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেবের অত্যান্ত সুন্দর একটি ওয়াজ।

07/12/2021

দীর্ঘ আট মাস যাবত এই আইডি থেকে কোনো পোস্ট আসেনা😭 আল্লাহ আপনি প্রিয় হযরত কে আবার আমাদের মাঝে ফিরীয়ে দিন😭 আসুন আমরা যারা হযরতে ভক্ত আছি। হযরতকে ভালোবাসি। আগামি শুক্রবার দিন সারা দেশবাসী হযরতের নামে। একটি একটি 💝 নফল রোজা রাখার নিয়্যত করি। আল্লাহ তায়ালা সবাইকে তৌফিক দান করুক। আমিন। https://www.facebook.com/MaolanaMamunulHaque

07/12/2021

Kasa badam কাঁচা বাদাম

06/12/2021

Father ♥️

06/12/2021

বিখ্যাত মাইকেল জ্যাকসন। পৃথিবীতে ১৫০ বছর বাঁচতে চেয়ছিল।
কারো সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন। নিজের
দেখাশোনা করার জন্য বাড়িতে ১২ জন ডাক্তার নিযুক্ত করে ছিলেন,
যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করতো।

খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হত।
প্রতিদিন ব্যায়াম করানোর জন্য ১২ জন লোক ছিল। Oxygen যুক্ত বেডে ঘুমাতেন ।

নিজের জন্য Organ Donar রেডি করে রেখেছিলেন।

যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন,
যাতে হঠাৎ দরকার পড়লেই তারা Kidney, Lungs, Eye etc organ মাইকেলকে দিতে পারে।

কিন্তু
পারলেন না !
হেরে গেলেন--- মাত্র ৫০ বছরে জীবনে।

২৫শে জুন ২০০৯ সালে
ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল।

নিজের ঘরে থাকা ১২ জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলোনা ।
Los Angeles, California র
সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না।
জীবনের শেষ ২৫ বছর ডাক্তারের পরামর্শ ছাড়া একপাও চলতেন না।
যে নিজেকে ১৫০ বছর বাঁচার স্বপ্ন দেখাতেন। তার স্বপ্ন অধরাই রয়ে গেল ।

মাইকেল জ্যাকসনের
অন্তিমযাত্রা 2.5 million লোক Live দেখেছিল,
যেটা আজ পর্যন্ত সব থেকে বড় Live telecast ছিল।

তার মৃত্যু দিন
অর্থাৎ ২৫শে জুন ২০০৯ ৩ঃ১৫pm Wekipedia, Twitter, AOL's Instant messagenger বন্ধ হয়ে গিয়েছিল।
Google's এ ৮ lakh লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করে ছিল। অতিরিক্ত সার্চের জন্য Google traffic জ্যাম হয়ে গিয়েছিল, প্রায় আড়াই ঘণ্টা Google কাজ করেনি।

মৃত্যুকে
চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন।
এটাই যে প্রকৃতির নিয়ম।

কিসের অহংকার,
কিসের গর্ব, চারদিনের এই জীবনে একদিন শুন্য হাতে, খালি পায়ে পৌছে যাবেন মৃত্যুর কাছে ?

এবার একটু ভাবুন।
১. আমরা কি Builder, Engineer, Designer, Decorator's দের জন্য রোজগার করে যাচ্ছি?
২. দামি বাড়ি, গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা Impressed করছি?
৩. আপনার নিজের কি মনে আছে দুদিন আগে কারো বিয়েতে কি কি খেয়ে ছিলেন?
৪. জীবনের শুরু সময়ে কেন আমরা পশুর মত খেটে যাচ্ছি?
৫. আগামী কত Generation এর ‌জন্য খাওয়া-দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাবো?
৬. আমাদের বেশিরভাগেরই ২টা করে সন্তান, কারো আবার ১টা।
আমাদের জীবনের প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই এটা কি ভেবেছেন?

৭. আপনার কি মনে হয় আপনার সন্তানেরা রোজগার করতে পারবেনা, তাই তাদের জন্য অতিরিক্ত Savings করা কি এতই দরকার?
৮. আপনি কি সারা সপ্তাহে ১ দিনও নিজের পরিবার, বন্ধু বান্ধব, এমনকি নিজের জন্য খরচ করেন?
৯. আপনার মাসিক আয়ের ৫% ও নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করেন?
১০. আমরা অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আসল আনন্দ কি পাচ্ছি?
উত্তর ৯৯% হবে না না না !......................................................

পরিবার-ও কাছের মানুষকে সময় দিন।
আখিরাতের জন্যও ভাবুন।আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে।
যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি"সৃস্টিকর্তা তখন হয়তোবা হাসেন।

কারো
সুন্দর গাড়ী, বাহারী পোশাক দেখে
তার উপর বিচার করবেন না,অহংকার থেকে দুরে থাকুন,
কেনোনা
এই অহংকার একদিন আপনাকে শেষ করে দিবে,সোশ্যাল নেটওয়ার্কের প্রযুক্তিতে এসে আমরা কাছের মানুষ গুলোকে অবহেলা করে অনলাইনে থাকা দুরের মানুষ গুলোকেই প্রাধান্য দিয়ে যাচ্ছি।

মানুষকে
অবমূল্যায়ন নয়,
মূল্যায়ন করুন, কেননা
মানুষ মানুষেরেই জন্য, ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষন,কারো খারাপ দিক টা না দেখে ভালো দিক টা দেখার দৃষ্টি ভঙ্গি রাখুন,কারন খারাপ এর পিছনে ভালো,
আর ভালোর পিছনে খারাপ থাকে।

ধনী হওয়া
অপরাধ নয়,
কিন্তু
কেবল শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ ।

তাই
বলতে হয়- জীবনকে Control করুন
নাহলে জীবন একদিন আপনাকে Control করবেই............

সংগৃহীত ——

02/12/2021

বাঙালি, মুক্তি আর পাবেনা? 🤔

25/11/2021

এই চুখের অশ্রু জীবনের মায়ায় নয়, @আল্লামা মামুনুল হক,

25/11/2021

হে আবু বকর (রাঃ)ভুলে যেওনা আমরা দুজন নয় আমাদের সাথে আল্লাহ তা'য়ালা ও রয়েছেন, হযরত মোহাম্মদ(সাঃ)
ফেক্টঃ আল্লামা মামুনুল হক সাহেব।

24/11/2021

সাহস রাখো সাহস হারাবেনা

24/11/2021

সে বন্ধুরে দিতেছি যে পরিক্ষার আগে বলতো আমি কিছুই পারিনা আর পরিক্ষার পরে আমার চেয়ে বেশি নাম্বার পাই 😃😃

17/11/2021

follow Mistty

18/10/2021

শুধু যারা মাদ্রাসাই পড়াচ্ছেন
এবং পড়েন তারাই বুঝবেন

17/10/2021

প্রতিবাদ এমনই হওয়া উচিত !

ইসলাম পন্থীদের প্রতিবাদ কেমন হওয়া উচিত তা কাগজে কলমে দেখিয়ে দিয়েছে চরমোনাই পন্থীরা। প্রতিবাদ মানেই মার মার কাট কাট নয় ;প্রতিবাদ মানে নিজ পায়ে দাঁড়িয়ে শালীনতা বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সামর্থ্যের চেয়ে বেশি হাঁকডাকের নাম প্রতিবাদ নয়। প্রতিবাদটাও একধরণের দাওয়াত। প্রতিবাদের মাধ্যমে নিজেদের জাত চেনানো যায়।প্রতিপক্ষের ভুল জনসম্মুখে তুলে ধরে নিজেদের রাজনৈতিক দূরদর্শীতা প্রকাশের অন্যতম মাধ্যম হলো প্রতিবাদ । বামপন্থীদের মতো প্রতিবাদ ইসলাম পন্থীরা করতে পারেনা।

আমাদের কথিত ইসলাম পন্থীরা মনে করে, প্রতিবাদ মানেই মারমুখী আচরণ করা, সংঘাত -সহিংসতা করে নিজেরা সহ বাকিদের কে রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি দাঁড় করানো। এজন্য দেখা যায় ঈমানী দায়িত্বের সভা -সমাবেশ রূপ নেয় সরকার পতন আন্দোলনের।গন্ডগোল বাঁধাতে না পারলে মনে হয় প্রতিবাদ হয়না। পুলিশ ঝগড়া করুক আর নাই করুক সংঘর্ষে লিপ্ত হতেই হবে। জ্বালাও -পোড়াও, ভাংচুর আর নাশকতা ছাড়া যেন প্রতিবাদ হয়না । শান্তিপূর্ণ প্রতিবাদের আলাদা একটা প্রভাব থাকে। নিজেদেরকে শান্তিপ্রিয় প্রমাণ করতে পারলে প্রশাসনের নজরে থাকা যায়।

প্রতিকূল পরিস্থিতি তে ঠান্ডা মাথার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার কীর্তি চরমোনাই পীর কে দিতেই হয়। অন্যায়ের প্রতিবাদ করে থাকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে। সাংগঠনিক মিছিল- মিটিং, প্রতিবাদ, বিক্ষোভ নাগালের বাইরে যেন না যায় এজন্য নিশ্চিত করা হয় মানব প্রাচীরের। এটাই দূরদর্শীতা। দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে যেকোনো অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। শেষে আম ছালা দু'টোই হারাতে হতে পারে। নিজেদের আদর্শ তুলে ধরতে পারলে প্রশাসন আপনাকে সহযোগিতা করবে কর্মসূচী পালনে। আপনি আদর্শ তুলে ধরতে না পারাও একধরনের ব্যর্থতা!

14/10/2021

নিম্নবিত্তের মানুষ থেকে মধ্যম আয়ের পরিবার—সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল; এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও। কিন্তু তা নিয়ে মাথা ব্যথা নেয় করু,

12/10/2021

ইসলাম বিদ্বেষীরা! সাহস কাকে বলে দেখ!
মাসের পর মাস ৩৭ দিন রিমান্ড ঢাকা কাশেম পুর কারাগার থেকে খুলনা কারাগার
ঢাকা কারাগার থেকে কুমিল্লা কারাগার এত কষ্ট আর হয়রানি
জেল- জুলুম করেও তার আঙ্গুল নিচু করতে পারেনি।পারবে ও না ইনশাআল্লাহ
পুলিশের বেষ্টনীতে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের চোখে চোখ রেখে আঙ্গুল উঁচু করে কথা বলছে
তার নামই হচ্ছে বঙ্গবাঘ
আল্লামা মামুনুল হক
বাঘের হুংকার খাঁচার বাহিরে যেমন খাঁচার মধ্যেও তেমন
মাওলায়ে কারিম মামুনুল হক সহ সকল আলেমদের কে মুক্তির ফায়সালা করে দিন। আমিন

09/10/2021

সরলতা কে দূর্বলতা মনে করা বোকামি

04/10/2021

আলহামদুলিল্লাহ,,,, আল্লাহ দিখিয়ে দিলো

মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মুফতি ইব্রাহীম 30/09/2021

বার বার পুরাতন ডাইলক,

আলেমরা যেন ঘর জামায়,

মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মুফতি ইব্রাহীম ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে রয়েছেন মুফতি কাজী ইব্রাহীম। সামাজিক যোগাযোগ মাধ্যম .....

মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মুফতি ইব্রাহীম 30/09/2021

মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মুফতি ইব্রাহীম ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে রয়েছেন মুফতি কাজী ইব্রাহীম। সামাজিক যোগাযোগ মাধ্যম .....

Photos from 𝐒𝐚𝐤𝐢𝐛's post 29/09/2021

রোহিঙ্গা নেতা মুহিব্বুলাহ ..
যে মানুষ টি বিশ্ব দরবারে রোহিঙ্গাদের নিযার্তনের বিচার ছেয়েচিলো সে মানুষটি রোহিঙ্গাদের হাতে খুন।
আমরা স্থানীয়রা কতটা নিরাপদ আছি

Photos from 𝐒𝐚𝐤𝐢𝐛's post 29/09/2021

The goal the whole world was waiting for 🌟https://www.facebook.com/282608713544231/posts/283364236802012/?app=fbl

Photos from 𝐒𝐚𝐤𝐢𝐛's post 25/09/2021

হঠাৎ যদি কারো রক্তের প্রয়োজন হয়!

Want your public figure to be the top-listed Public Figure in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Bastobota.
উদ্যোগতা হওয়ার উপায়, প্রিয় আয়মান সাদিক।
তুই মৌলভির সাথে টাকা দিয়া পারবি ক্ষমতা দিয়ে পারবি কিন্তু ইলম আর জ্ঞান দিয়া পারবিনা।আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেবের অত্...
Kasa badam কাঁচা বাদাম
বাঙালি,  মুক্তি আর পাবেনা? 🤔
এই চুখের অশ্রু জীবনের মায়ায় নয়, @আল্লামা মামুনুল হক,
হে আবু বকর (রাঃ)ভুলে যেওনা আমরা দুজন নয় আমাদের সাথে আল্লাহ তা'য়ালা ও রয়েছেন, হযরত মোহাম্মদ(সাঃ) ফেক্টঃ আল্লামা মামুনুল হ...
সে বন্ধুরে দিতেছি যে পরিক্ষার আগে বলতো আমি কিছুই পারিনা আর পরিক্ষার পরে আমার চেয়ে বেশি নাম্বার পাই 😃😃
follow Mistty
i love bos🇦🇷💖

Category

Telephone

Address


Cox's Bazar