Jamaat pekua upazila

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat pekua upazila, Community Organization, Cox's Bazar.

Photos from Bangladesh Jamaat-e-Islami's post 29/08/2023
29/08/2023

কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লার "জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

Photos from Bangladesh Islami Chhatrashibir's post 29/08/2023
29/08/2023

#খোলা_চিঠি

29/08/2023
13/02/2022

সেক্রেটারি জেনারেল অধ্যাপক Mia Golam Porwar কে জেলগেট থেকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে চরম প্রতিহিংসা এবং নির্মম দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। সে ধারাবাহিকতায় সকল মামলায় জামিন পাওয়ার পরও সম্পূর্ণ বেআইনী ও অযৌক্তিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে জেলগেইট থেকে পুনরায় গ্রেফতার করে সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসীবাদী মানসিকতার পরিচয় দিয়েছে। কিন্তু গ্রেফতার করে, জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে জামায়াতের অগ্রযাত্রাকে রোধ করা যায়নি; আর কখনো যাবেও না। তিনি মিয়া গোলাম পরওয়ারকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জেল গেইট থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, শুরা সদস্য আব্দুল মতিন খান ও ছাত্রনেতা আব্দুর রহীম প্রমূখ।

লস্কর তসলিম বলেন, গণবিচ্ছিন্ন সরকার সুশাসন প্রতিষ্ঠার পরিবর্তে একযুগেরও অধিককাল ধরে অপশাসন-দুঃশাসন চালিয়ে যাচ্ছে। দেশে খুন, গুম, অপহরণ, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে। সরকার জনগণের জানমালের নিরাপত্তার পরিবর্তে নিজেরাই জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে। দেশে মূল্যপরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কথিত সার্চ কমিটির নামে দেশে নতুন তামাশা শুরু হয়েছে। তারা আবারও সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু সচেতন জনতা সরকারের সে যড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করেই ছাড়বে। তিনি কেয়ারটেকার সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও ইয়াসিন আরাফাতসহ সকল রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

13/02/2022

ঈমানের দাবিতে সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে- Mohammad Selim Uddin

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আল্লাহ তায়ালা সকল মুসলমানদের ওপর ফরজ বা অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। হাদিসে রাসূল (সা.)এর বর্ণনায় এসেছে, যার মধ্যে দ্বীন কায়েমের যজবা নেই; তার কোন ঈমানই নেই। মূলত, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। তাই ঈমানের দাবিতে সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রতিটি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য ইউনিট দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।

তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শাহ আলী থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ডাঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম হাফিজের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্যবৃন্দ।

সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা কখনো মসৃণ ছিল না বরং বন্ধুর ও বিপদসঙ্কুল পথেই দ্বীনের বিজয় অবশ্যাম্ভাবী হয়ে উঠেছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছেন, কায়েমী স্বার্থবাদীদের পক্ষ থেকে তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। বিশ^ নবী হযরত মোহাম্মদ (সা.) ও তার সাহাবীরা (রা.) তা থেকে রেহাই পাননি। তিনি কাফিরদের জুলুম-নির্যাতনের শিকার হয়ে শিয়াবে আবি তালিবে তার স্বজন ও সঙ্গীদের নিয়ে দীর্ঘদিন অবরুদ্ধ ছিলেন। সে সময় তাদের খাদ্যদ্রব ও পানীয় বন্ধ করে দেয়া হয়। ফলে তারা বাবলা গাছের পাতা খেয়ে নিজেদের ক্ষুন্নিবৃত্তি নিবারণ করেছিলেন। শেষ পর্যন্ত তাকে ও তার সঙ্গীদের জন্মভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করতে হয়েছিল। তাই যেকোন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে দ্বীন বিজয়ের প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। তিনি জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সকলকে ময়দানে সক্রিয় থাকার আহবান জানান।

তিনি বলেন, দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতাকে অবৈধভাবে দীর্ঘায়িত করার জন্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। ধ্বংস করে দেয়া হয়েছে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে। তারা আগামী দিনে ক্ষমতা কুক্ষিগত করার জন্য একতরফাভাবে নির্বাচন কমিশন আইন ও কথিত সার্চ কমিটি করে নতুন করে তামাশায় লিপ্ত হয়েছে। কিন্তু জনগণ তাদের পাতানো খেলা মেনে নেবে না বরং ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে নতুন করে অন্তর্ভূক্ত করার আহবান জানান।

তিনি আরও বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আইনী প্রক্রিয়ায় সকল মামলায় জামিন নেওয়ার পরও জেলগেইট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার করে সংবিধান ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন করেছে। মূলত সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে জামায়াতসহ বিরোধী দলের ওপর নতুন করে দলনপীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু জুলম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারেনি আর কেউ পারবেও না। তিনি অধ্যাপক মিয়া পরওয়ারের বেআইনী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তিনিসহ সকল রাজনৈতিক নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে জনতার নেতাদের জনগণই মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।

23/11/2021

গভীর শোক ও সমবেদনা
""""'''"""""""""""""""""""""""""""""""""""
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলখালি ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মাওলানা আবুল বশর সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সম্মানিত আমির জনাব মাষ্টার আবুল কালাম আজাদ ও সেক্রেটারি জনাব মাওলানা ইমতিয়াজ উদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
মরহুম কক্সবাজার জেলার একজন অত্যন্ত দক্ষ শিক্ষক, মুহাক্কিক আলেম ও উঁচু মাপের মুফাসসির ছিলেন। জাতি তার মৃত্যুতে একজন নিবেদিত প্রাণ দক্ষ ও মুহাক্কিক আলেম কে হারালো।
আল্লাহ তায়ালা তার জীবনের সমস্ত ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন,যাবতীয় নেক আমল ও দ্বীনি খেদমাত কবুল করে জন্নাতুল ফেরদাউসের সুউচ্চ মক্বাম দান করুন এবং পরিবার -পরিজন ও বন্ধু-বান্ধব দের কে ছবরে জমীল নচিব করুন। আমিন

23/11/2021

গভীর শোক ও সমবেদনা
""""'''"""""""""""""""""""""""""""""""""""
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলখালি ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মাওলানা আবুল বশর সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সম্মানিত আমির জনাব মাষ্টার আবুল কালাম আজাদ ও সেক্রেটারি জনাব মাওলানা ইমতিয়াজ উদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
মরহুম কক্সবাজার জেলার একজন অত্যন্ত দক্ষ শিক্ষক, মুহাক্কিক আলেম ও উঁচু মাপের মুফাসসির ছিলেন। জাতি তার মৃত্যুতে একজন নিবেদিত প্রাণ দক্ষ ও মুহক্কিক আলেম কে হারালো।
আল্লাহ তায়ালা তার জীবনের সমস্ত ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন,যাবতীয় নেক আমল ও দ্বীনি খেদমাত কবুল করে জন্নাতুল ফেরদাউসের সুউচ্চ মক্বাম দান করুন এবং পরিবার -পরিজন ও বন্ধু-বান্ধব দের কে ছবরে জমীল নচিব করুন। আমিন।

তিনিই সব কিছুর ওপর শক্তিশালী 22/07/2020

তিনিই সব কিছুর ওপর শক্তিশালী করোনায় গোটা দুনিয়া আজ স্তব্ধ! মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ হচ্ছে! মানুষের দুঃখ, কষ্ট, অব্যক্ত বেদনাকে ভাষা দিয়ে প্...

Want your organization to be the top-listed Non Profit Organization in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address

Cox's Bazar
PEKUA

Other Community Organizations in Cox's Bazar (show all)
UNDP Nhilla Union Youth Forum Members UNDP Nhilla Union Youth Forum Members
Nhilla, Teknaf, Cox's Bazar
Cox's Bazar

Nhilla Union Youth Forum UNDP

CSE Students Forum CSE Students Forum
Cox's Bazar, 4700

Online Discussion

Rabbit Welfare  Society Of Cox'sbazar Rabbit Welfare Society Of Cox'sbazar
Cox's Bazar

Rabbit Farm

Special Service Groups-SSG Special Service Groups-SSG
Cox's Bazar, 4750

সংকটময় জীবনকে হাসিতে ভরিয়ে তুলতে স্প?

RUWED RUWED
Cox's Bazar

Rohingya Union for Women Education and Development (RUWED) is a community based organization

Cox's Bazar Freelancer Community Cox's Bazar Freelancer Community
Cox's Bazar

কক্সবাজার ফ্রিল্যান্সার কমিউনিটি

Al Amin Students Organization Al Amin Students Organization
Cox's Bazar, 4702

রেজি নং- যুউঅ/১২১ মেধাবী,সৃজনশীল ছাত্র ও প্রশিক্ষিত যুব সমাজ গঠনের আমরা বদ্ধ পরিকর৷

জাতীয় উদ্যোক্তা সম্মিলন ২০২৩ জাতীয় উদ্যোক্তা সম্মিলন ২০২৩
FlyBangla Tours & Travels
Cox's Bazar, 4700

উদ্যোক্তার উন্নয়ন

NSB Production NSB Production
Arakhan Road
Cox's Bazar

NSB Production is a peaceful page, willingly providing you which we have needed in our society by singing.

Zafarul Islam Babul member Zafarul Islam Babul member
Palongkhali
Cox's Bazar

আমি পালংখালী ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের জনগণের খাদেম

প্রতিশ্রুতি যুব উন্নয়ন ক্লাব, সেন্টমার্টিন দ্বীপ প্রতিশ্রুতি যুব উন্নয়ন ক্লাব, সেন্টমার্টিন দ্বীপ
Cox's Bazar, 4762

সেন্টমার্টিন দ্বীপ মাঝের পাড়ার একটি ?

যুবশক্তি- মাদক প্রতিরোধ আন্দোলন যুবশক্তি- মাদক প্রতিরোধ আন্দোলন
Cox's Bazar, 4700

মাদকের তীব্রতা থেকে যুব সমাজকে রক্ষা?