Search Human Rights Society Bangladesh-SHRS- Cox's bazar

মানব সেবায় নিয়োজিত

28/10/2023
17/08/2023
Photos from Search Human Rights Society Bangladesh-SHRS- Cox's bazar's post 08/03/2023

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩🌹
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
🌹সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা সবাইকে 🌹
এই বারের প্রতিপাদ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারীকে অনুপ্রেরণা জোগাবে।
লিঙ্গবৈষম্য দূর করা ও শিল্প-সাহিত্যসহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে নারীদের অবদানকে স্বীকৃতি দিতেই এ দিনটি পালিত হয়।

নারী দিবস কেন প্রয়োজন?

গেলো বছর আফগানিস্তান, ইরান, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশে নারীরা তাদের নিজ নিজ দেশে যুদ্ধ, সহিংসতা এবং সরকারি নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেদের অধিকারের জন্য লড়াই করে গেছেন এবং এখনও করছেন।

আফগানিস্তানে ফের তালেবান সরকার ক্ষমতায় আসার পর সেখানে নারীদের জন্য উচ্চাশিক্ষা ও চাকরি নিষিদ্ধ করা হয়; এমনকি বাড়ির বাইরে যেতে হলেও বৈধ পুরুষ সঙ্গী নিয়ে যাওয়ার নিয়ম জারি করে তালেবান সরকার।

ইরানেও নারী অধিকারের বিষয়টি সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে। গেল বছর সেপ্টেম্বরে ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ২২ বছরের তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের নৈতিকতা বিষয়ক পুলিশ। এরপর পুলিশি হেফাজতেই তার মৃত্যু হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে। সেই বিক্ষোভে নারীরা নিজেদের মাথার স্কার্ক বা হিজাব খুলে, আগুনে পুড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইরানের পুরুষরাও।

শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, পশ্চিমের অনেক দেশেও অধিকারের জন্য এখনও লড়ছেন নারীরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে যে খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি, দারিদ্র্য এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার সৃষ্টি হয়েছে, তার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো নারী। এছাড়া, যুক্তরাষ্ট্রও ও মেক্সিকোতে সম্প্রতি নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও চলেছে বেশ হট্টগোল।

মূলত, এসব বাধাবিপত্তি পেরিয়ে আগামী দিনগুলোতে নারীর সুন্দর জীবনের নিশ্চয়তার জন্যই আনুষ্ঠানিকভাবে এই নারী দিবসের প্রয়োজন এখনও রয়েছে বলে মনে করেন বিশ্বের নারী ও মানবাধিকার কর্মীরা।

12/01/2023

নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায়
করা মু'মিনদের উপর ফরজ.!

(সূরা-নিসা-: ১০৩)

17/12/2022

👉মেয়েদের_কাপড়_শুকানোঃ👈
➖➖➖➖➖➖➖➖
মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদের উপড়ে যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। তাদের উদ্দেশ্যেই আজকের লিখা।
আমার মহান আল্লাহ্ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন "নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা না, নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা। এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা।
অনেক মেয়ে আছে তারা গোসল করে তারা তাদের পায়জামার দুই পা ফাকাঁ করে বাহিরে শুকাতে দেয় "আরোও কামিজ শুকাতে দেয়" এমনকি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিস গুলোও শুকাতে দেয় "লজ্জার কথা যা বলতেও লজ্জা লাগে।"

একজন পরপুরুষ যদি আপনার পায়জামা, জামা, আরোও যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রনা সৃষ্টি হবে যদিও আপনাকে কোনদিন সে দেখে নাই। কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন।
আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রনা সৃষ্টি হয় তার অন্তরে যদি যিনার প্রতি আকর্ষন তৈরী হয় তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটি চোখের যিনা কবিরা গুনাহ লিখা হয়। এমনকি আপনার আমলনামাও এক ভাগ গুনাহ লেখা হয়। কারণ এর জন্য আপনি দ্বায়ী। আর একটি কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য।
পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ্ তা 'য়ালা ইরশাদ করছেন "সামন্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে তাহলে কবরের মাটি তাকে ছাড় দিবে না।

তাই আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোন পরপুরুষ দেখতে না পায়। আর দয়াকরে ছোট্ট ছোট্ট জিনিস গুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ- যাদের সামনে আপনার যাওয়া বৈধ তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ইমানের অংশ। যার লজ্জা নাই তার ইমানের মধ্যে কমতি আছে এটাই প্রমান করে।
আমার কোন কথায় কেউ খারাপ মনে করলে ক্ষমা করে দিবেন। যদি কেও সতর্ক হয় তাহলে হয়তো এই লিখাটি আমার/আপনার জন্য পরকালে মুক্তির জন্য উছিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ্, আমীন

17/12/2022

Country with a big heart. ❤️

08/12/2022

জরুরি বিজ্ঞপ্তিঃ
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলা কমিটির সদস্য সংগ্রহ চলছে,,,
আগ্রহীরা যোগাযোগ করুন। 01511231944

প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করে।
বেঁচে থাকা আপনার অধিকার আইনগত সহায়তা দিবে সার্চ মানবাধিকার।
সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ ২০০৫ সালে মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয় খান রেজাউল ইসলাম, স্যারের হাত ধরে যাত্রা শুরু করে। আমাদের সংগঠনটি বাংলাদেশের অসহায় মানুষের জীবন মানউন্নয়নের লক্ষ্যে নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আর্তমানবতার সেবায় নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে আসছে।।তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ বানিজ্য মন্ত্রনালয়ের জয়েন্ট স্টোকস কোম্পানিজ থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। যার রেজিষ্ট্রশন নম্বর এস ৯৭৪৩।
পরম করুনাময় মহান আল্লাহর করুনা,রহমত ও আশীর্বাদ নিয়ে আমাদের সংগঠন বাংলাদেশের ৬৪টি জেলা সহ বিশ্বের ২৮ টি দেশে সুনামের সহিত কাজ করে আসছে।২০১২ সালে সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশকে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন (জেনেভা সুইজারল্যান্ড) সদর দপ্তর থেকে তালিকা ভুক্ত করা হয়। 🙂

যোগাযোগঃ

মোঃ জামাল হোসাইন
সভাপতি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ
কক্সবাজার সদর উপজেলা।
মোবাইল ঃ 01815231944

23/11/2022
17/11/2022

ফজরের সালাতের ১০টি ফজিলত।

এগুলো জানার পর কারো আর
ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ্

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!
__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১)

২.রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে,
সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।
অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
__(সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪)

৩.রাসূল (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,
আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
__(বুখারী-মুসলিম)

৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
__(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (সাঃ) বলেছেন,
" যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
__(আবু দাউদ --৪৯৪,,,,তিরমীযি)

৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,
আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।
(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,
সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
__(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।
__(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
__(জামে তিরমিজি - ৪১৬)

১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।
__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

04/11/2022

অভিনন্দন তৈয়ব উল্লাহ সিকদার বাবু নবনিযুক্ত কক্সবাজার জেলা ব্যাুরো প্রধান দৈনিক অভিযোগ বার্তা

26/10/2022

"অর্থ-সম্পদ দিয়ে নয়,
রক্ত দিয়ে জীবন জয়"✌️

রক্তদান নিশ্চই ভালো একটি কাজ, যেটি অনেকেই করতে পারেন না।
এই সামান্য সাহস আমাদের নেই।
অথচ ডাক্তার রা বলে থাকেন যে রক্তদান করা শরীরের জন্য ভালো। ৪ মাস পর পর আপনি নির্দিধায় রক্ত দান করতে পারেন।
তাই আসুন এখান থেকে একটি উক্তি শেয়ার এর মাধ্যমে সবাইকে রক্ত দানে উৎসাহ দেই।
"এগিয়ে আসুন রক্তদানে,
ফুটুক হাসি লক্ষ প্রাণে"🥰

26/10/2022
26/10/2022

রক্ত দেওয়ার ৮ উপকারিতা

স্বেচ্ছায় নিজের রক্ত অন্য কারো প্রয়োজনে দান করাই রক্তদান। রক্ত দেওয়ার জন্য পূর্ণবয়স্ক তথা ১৮ বছর বয়স হতে হয়। প্রতি তিন মাস পর পর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারবেন। এতে স্বাস্থ্যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না। বরং রক্তদানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি পায়। নিম্নে রক্ত দানের ৮ টি উপকারিতা আলোচনা করা হলো।

১) নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

২) বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।

৩) রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৪) রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫) শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না, সেটি বিনা খরচে জানা যায়।

৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৭) শরীরের ভারসাম্য ঠিক থাকে।

৮) এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

Photos from Search Human Rights Society Bangladesh-SHRS- Cox's bazar's post 14/10/2022

Pre Wedding Mehdi Ceremony of Md Sohel

07/10/2022

B+ পজেটিভ রক্তদাতা এগিয়ে আসুন!

সাড়ে চারটায় সময় অপারেশন

রক্তের গ্রুপঃ B+ পজেটিভ

রক্তের পরিমাণঃ ৩ ব্যাগ

রোগি সমস্যাঃ অপারেশন

রক্তদানের তারিখঃ 07/10/2022

রক্তদানের সময়ঃ ইমারজেন্সি

রক্তদানের স্থানঃ চট্টগ্রাম ব্লাড ব্যাংক

যোগাযোগঃ 01815231944

05/10/2022

কারো বাড়িতে প্রতিদিন গেলে দিন দিন মূল্যায়ন কমে।
আর আল্লাহর ঘর মসজিদে খেলে দিন দিন সম্মান বাড়ে ।
আল্লাহ কত আপন ও মেহের বান ।

18/09/2022

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

__বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

29/06/2022

নেশার ফাঁদে পড়বে যারা
সব হারিয়ে মরবে তারা।

28/06/2022

💭We have eyes👀 to see without the help of human being or mobility cane
💭We have hears 👂to hear without hearing aids
💭We have hands👐 without the use of artificial hands
💭We have legs🚶without using of wheel chair
💭 We have nose👃 to breath without the using of oxygen
💭We have shoulders👤 to wear cloth👗without some peoples having the privilege
💭We have mouth👄 and 👅 to speak and taste while some couldn't speak or differentiate between delicious and sour food.My fellow Muslims;
So which of the favour of your Lord would you deny? (Qur'an 55:13)

06/06/2022

এগিয়ে আসুন সবাই 💖

18/03/2022

শবে বরাত সম্পর্কিত প্রচলিত ভ্রান্ত বিশ্বাস ও আমলঃ

শবে বরাত যারা পালন করেন তারা শবে বরাত সম্পর্কে যে সকল ধারণা পোষণ করেন ও উহাকে উপলক্ষ করে যে সকল কাজ করে থাকেন তার কিছু নিম্নে উল্লেখ করা হলঃ

তারা বিশ্বাস করে যে, শবে বরাতে আল্লাহ তা'আলা সকল প্রাণীর এক বছরের খাওয়া দাওয়া বরাদ্দ করে থাকেন। অর্থাৎ এই রাতে রিজিক লিল্পবদ্ধ করা হয়।

এই বছর যারা মারা যাবে ও যারা জন্ম নিবে তাদের তালিকা তৈরী করা হয়।

এ রাতে বান্দার পাপ ক্ষমা করা হয়।

এ রাতে ইবাদাত-বন্দেগী করলে সৌভাগ্য অর্জিত হয়।

এ রাতে কুরআন মাজীদ লাওহে মাহফুজ হতে প্রথম আকাশে নাযিল করা হয়েছে।

এ রাতে গোসল করাকে সওয়াবের কাজ মনে করা হয়।

মৃত ব্যক্তিদের রূহ এ রাতে দুনিয়ায় তাদের সাবেক গৃহে আসে।

এ রাতে হালুয়া রুটি তৈরী করে নিজেরা খায় ও অন্যকে দেয়া হয়।

বাড়ীতে বাড়ীতে এমনকি মসজিদে মসজিদেও মীলাদ পড়া হয়।

আতশবাযী করা হয়।

সরকারী- বেসরকারী ভবনে আলোক সজ্জা করা হয়।

সরকারী ছুটি পালিত হয়।

পরের দিন সিয়াম (রোযা) পালন করা হয়।

কবরস্থানগুলো আগরবাতি ও মোমবাতি দিয়ে সজ্জিত করা হয়।

লোকজন দলে দলে কবরস্থানে যায়।

মাগরিবের পর থেকে মাসজিদগুলি লোকে পরিপূর্ণ হয়ে যায়।

যারা পাঁচ ওয়াক্ত সালাতে ও জুমু'আয় মাসজিদে আসেনা তারাও এ রাতে মাসজিদে আসে। মাসজিদগুলিতে মাইক চালু করে ওয়াজ নাসীহাত করা হয়।

শেষ রাতে সমবেত হয়ে দু'আ-মুনাজাত করা হয়।

বহু লোক এ রাতে ঘুমানোকে অন্যায় মনে করে থাকে।

সারা রাত নির্দিষ্ট পদ্ধতিতে একশত রাকাত, হাজার রাকাত ইত্যাদি সালাত আদায় করা হয়, কুরআন তিলাওয়াত করা হয়। ইত্যাদি।

লোকজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করে 'হুজুর! শবে বরাতের সালাতের নিয়ম ও নিয়্যতটা একটু বলে দিন।' ইমাম সাহেব আরবী ও বাংলায় নিয়্যাত বলে দেন। কিভাবে সালাত আদায় করবে, কোন্‌ রাকা'আতে কোন্‌ সূরা তিলাওয়াত করবে তাও বলে দিতে কৃপণতা করেননা।

যদি এ রাতে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব মাসজিদে অনুপস্থিত থাকেন তাহলে তাদের চাকুরী যাওয়ার উপক্রম হয়।

এই প্রচলিত আমল গুলোর মধ্যে কিছু কিছু আমল ভাল তবে ভ্রান্ত বিশ্বাসের কারনে ঐ আমল গুলো বিদাতে পরিনত হয়েছে। যেমন সারা রাত সালাত আদায় করা একটি ভাল কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভাল কাজটি শুধু ঐ রাতে কেন? অন্য কোন সাধারন রাতে কেন করা হবে না?

#সংগৃহীত

09/03/2022

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

সম্মানিত সদস্য বিন্দ,

আসসালামু আলাইকুম
আগামী রোজ জুমাবার ( ১১/০৩/২০২২) ইংরেজি
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে, বাদ জুমার পর সাধারণ সম্পাদকের (নুরুল হাকিম)
ভাইয়ের দোকানে উপস্থিতি হওয়ার জন্য অনুরোধ করা হইল। আসা করি আমরা সবাই উপস্থিত তাখিবো ইনশাআল্লাহ
আল্লাহ সবাইকে সুস্থ ও ভাল রাখুক

অনুরোধ ক্রমে
সভাপতি
মোঃ জামাল হোসাইন ও
সাধারণ সম্পাদক
নুরুল হাকিম

কক্সবাজার সদর উপজেলা কমিটি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ

04/03/2022
04/03/2022

সব ভাঙা মানে শেষ নয়,
কিছু ভাঙা মানে জীবনের শুরু হয়।

Want your organization to be the top-listed Non Profit Organization in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা স্যার

Telephone

Website

Address


Cox's Bazar

Other Non-Governmental Organizations (NGOs) in Cox's Bazar (show all)
Agrajattra GBV, Child Protection & MHPSS Program Agrajattra GBV, Child Protection & MHPSS Program
AGRAJATTRA, Haque Tower 02, Ali'r Jahal, Coxsbazar
Cox's Bazar

AGRAJATTRA a non-profit organization registered with the Gov't of Bangladesh in the NGO Affairs Bureau, Prime Minister’s Office, Since its inception in 1998.

Rohingya Human Rights Rohingya Human Rights
Cox's Bazar, WHYKONGTAKNEF

Rohingya Human Right

Ukhiya Green Society Ukhiya Green Society
Ukhiya Proper
Cox's Bazar, 5060

The motto of the organisation is to create awereness regarding environment

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন
Cox's Bazar, 4750

একটি সেচ্ছাসেবী, মানবাধিকার ও সাংবাদিক'দের সংগঠন

Quraaner Chatro Hobo Team Quraaner Chatro Hobo Team
Pouroshava
Cox's Bazar, 4700

আমাদের যাত্রা রাসূল (সাঃ) এর পথে

Green Gold Society Cox's Green Gold Society Cox's
Cox's Bazar, POUROSHOBA

social welfare

মানবতার জন্য জীবন মানবতার জন্য জীবন
Taknaf
Cox's Bazar, 4750

সেবাব্রতে জীবনের জয়গান

Solinfo Computer Training Center. Solinfo Computer Training Center.
Cox’s Bazar Sadar, Cox’s Bazar
Cox's Bazar, 4701

To give confidence in the future through professional skills.

Cox'sbazar Coastal Development Foundation - CCDF Cox'sbazar Coastal Development Foundation - CCDF
Puichara, Hoanak
Cox's Bazar, 4710

A coastal voluntary development organization for humanity and nature.

Md Pearo Farhad Md Pearo Farhad
Cox's Bazar, 4741

socialist

Ohryder Bangladesh Ohryder Bangladesh
Head Office, Islami Bank Bhaban (New Market) 2nd Floor Room No. 201, Marichya Bazar, Ukhia Cox's Bazar. The Concerned Authorities Will Be Informed Within A Week If The Office Is Shifted
Cox's Bazar, 4700

সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা We Stand by the Underprivileged Peoples.

Moulavipara Independent Club - MIC Moulavipara Independent Club - MIC
Cox's Bazar

Non-government organisations