Modern Drug

Assalamu Alaikum,
This is a reputed blessed Harbal medicine company of Bangladesh.

01/09/2024
01/07/2024

Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা prsepctriion এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো??
উত্তরটা কিন্তু এই Qeusiton এর মধ্যেই দিয়ে রেখেছি। এতক্ষণে হয়তো খেয়াল করে ফেলেছেন যে এই psot এর সবগুলো Egnislh বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছেনা। কারণটা হলো আপনার konwdlege এবং Hmuan Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের Lteter এবং tatol Lteter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে উল্টা পাল্টা করে যাই থাকুক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে।

কিন্তু পূর্বের অজানা শব্দ এলোমেলো ভাবে দেখলে যেমন: flbbaregsaitng আপনি বুঝতেই পারবেন না। আপনি না বুঝলেও যারা কিন্তুএই শব্দ আগে থেকেই চেনে তারা এবং gogloe আবার এইটার আসল wrod টা ধরতে পারবে কারণ তাদের moemry তে এইটার atcaual wrod টা pruevisoly ipnut আছে।

আমাদের মস্তিস্কের এই mhetod কাজে লাগিয়েই একজন Dotcor আরেকজন Dotcor এর বা একজন Phmaraicst একজন Dotcor এর লেখাগুলো সহজেই পড়ে ফেলতে পারে। আমদের শ্রদ্ধেয় Taehcer রাও এই কারণেই Porf এর খাতায় আমাদের তড়িঘড়ি করে এত বাজে লেখা গুলোও অনায়াসে পড়তে পারেন 😅।

By the way, আপনি যদি flbbaregsaitng এর আসল শব্দটা ধরতে পারেন, তবে cmmonet করে জানাবেন।

বি:দ্র: এই লেখা পড়ে আবার যাদের হাতের লিখা সুন্দর তারা লেখা খারাপ করতে শুরু করে দিয়েন না,😂 কেননা ভালো যেকোন কিছুই সবসময়ই অমূল্য।❤

____________________
© Zannatul Ferdous
Npmc, 1st batch
session: 2018-19

28/02/2024

ইসলামে তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত তিনমাস নির্ধারণে এবং বিধবা নারীর ৪ মাস ১০ দিন ইদ্দত নির্ধারণে যে নিগূঢ় তথ্য উপাত্ত রয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন!!

ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন--? অবশেষে বিজ্ঞান আল কুরআনে বর্ণিত বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হলো ;

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোন ধর্মে নেই।
পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের (Albert Einstein Institution) সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ, ইহুদি পেশাদার রবার্ট, তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
যার একমাত্র কারণ ছিল, কুরআনে উল্লেখিত তালাক প্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি।

আল্লাহ তায়ালা কোনো তালাকপ্রাপ্তা নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কুরআনে এরশাদ করেন,

وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۚ

অর্থাৎ 'তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে' (সূরা আল-বাকারাহ ২২৮:২)
এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে ৬২% পৃথক ও ভিন্ন থাকে।

আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মত। যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে।
অতএব, বিবাহ বিচ্ছেদের পরপরই, যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরণের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়।

সাইন্স গবেষণা করে দেখে যে, প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে ৩২% থেকে ৩৫% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে ৬৭ থেকে ৭২% ডিএনএ ধ্বংস হয়ে যায়। এবং তৃতীয় মাসিকের পর ৯৯.৯% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্নরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।

একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরণের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ ৪ মাস ১০ দিন।
এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এ জন্য মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,

وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًاۖ

অর্থাৎ 'তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে।' (আল-বাকারাহ, ২৩৪)

এই সত্যের মুখোমুখি হয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন।
এক. আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন, সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে।

দুই. অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন, তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিন জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ ​​পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে, তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে। যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে।

ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়। এবং এই বিষয়েও নিশ্চিত হন যে, একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সহীহ্ জীবন যাপন করে থাকে।
সংগৃহীত।

25/02/2024

আপনি যখন হাতের নখ কাটেন, মাথার চুল কাটান, তখন কি কোনো ব্যথা অনুভব করেন? অথচ শরীরের অন্য যেকোনো স্থানেই কোনোরূপ আচড় লাগলে আপনি ব্যথায় কাতরে উঠবেন। চুল-নখ আপনার দেহের অঙ্গ হওয়া সত্ত্বেও তা কাটতে কোনো ব্যথা লাগে না। কেননা, আল্লাহ তাআলা নখ ও চুলে অনুভূতি সঞ্চারক স্নায়ুতন্তু (নিউরন) সৃষ্টি করেননি। নখ ও চুলেও যদি তিনি নিউরন সৃষ্টি করতেন, তাহলে প্রতিবার চুল-নখ কাটার সময় আমাদের হাসপাতালে যেতে হতো, চেতনানাশক ইঞ্জেকশন নিতে হতো।

31/12/2023

আসুন, নতুন বছরের নতুন প্ল্যান সাজাই, প্রতিদিন এই ১৫ টি অভ্যস তৈরী করার চেষ্টা করি।
১. সকালের নাস্তা এড়িয়ে যাবেন না
২. খাবারে চিনি কমিয়ে দিন
৩. বেশি করে পানি পান করুন
৪. ঘুম উপেক্ষা করবেন না
৫. একটি নতুন দক্ষতা শিখুন
৬. ধূমপান ত্যাগ করুন
৭. একটি সুস্থ শারীরিক ওজন বজায় রাখুন
৮. আপনার ডাক্তারের কাছে যান
৯. একই লক্ষ্যের লোকেদের সাথে বন্ধুত্ব করুন
১০. বাড়িতে রান্না করা খাবার বেশি করে খান
১১. বেশি করে শাকসবজি খান
১২. নিয়মিত ব্যায়াম করুন
১৩. স্ব যত্ন
১৪. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটুন
১৫. নিয়মিত নামাজ ও কুরআন তেলওয়াত করুন (মুসলীম হলে)

ইংরেজি নববর্ষ ২০২৪ সালে আমাদেরকে যেই সিন্ধান্ত নিতে হবে। রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ শরীরে বাসা বাঁধার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাই বছরে একবার হলেও চিকিৎসকের কাছে গিয়ে হেলথ চেকআপ করানোর অভ্যাস করুন।

Recruitment Notification - Organic Store 20/09/2023

https://moderndrugbd.com/2023/09/20/recruitment-notification/

Recruitment Notification - Organic Store Modern Drug (HBL) Vacancy Not specific Job Context Modern Drug (HBL). has a long record of solid reputation as one of the leading pharmaceutical company, having business operations both locally and internationally. We believe our mission is to ensure better life through better medicine. We are seeki...

09/09/2023

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া উপায় মৌলিকভাবে স্বাস্থ্যবিধির প্রতি সজাগতা এবং আপনার খাবার ও জীবনযাপনে পরিবর্তনে নির্ভর করে। এখানে ৫টি প্রধান সাবাশ্য পরামর্শ:

1. আপনার খাবারে সতর্ক হোন: ডায়াবেটিস রোগীর জন্য স্যাকারাইড এবং আস্থির খাবারের খাওয়া সম্পূর্ণ সাপেক্ষ। অধিক পুষ্টির ভাণ্ডার, ফ্রাইড খাবার এবং মিষ্টি নিরুপদ্দি চিন্তা করতে হবে।

2. ব্যায়াম করুন: নিয়মিত শারীরিক ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। প্রতি সপ্তাহে কমপক্ষে ২৫০ মিনিট মাঝামাঝি ব্যায়াম করা উচিত।

3. ওজন নিয়ন্ত্রণ করুন: যদি আপনি শরীরে অতিরিক্ত ওজন ধারণ করেন, তাহলে ওজন কমাতে চেষ্টা করুন। ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহত্বপূর্ণ।

4. নিয়মিত ব্লাড সুগার মনিটরিং: আপনি নিয়মিতভাবে আপনার ব্লাড সুগার স্তর মাপতে হবে এবং ডাক্তারের সাথে সম্পৃক্ত থাকতে হবে।

5. ডায়াবেটিস ম্যানেজমেন্ট শিক্ষা: ডায়াবেটিস ম্যানেজমেন্ট সম্পর্কে শেখা সার্থক হতে পারে, এই ধরনের শিক্ষা প্রাপ্ত করা সম্ভব।

04/08/2023

চোখের পাতা ভালো মন্দ দেখে লাফায় নারে ,শরীর ম্যাগনেসিয়াম চায়। চোখের পাতা লাফালে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন ।

28/06/2023

15/06/2023

সবচেয়ে স্বাস্থ্যকর খাবার❤️(টাইমলাইনে রেখে দিন)..........
ডিম খাবেন --- সিদ্ধ অথবা কম তেলে ভেজে
ফল খাবেন --- টক ফল
রং চা খাবেন --- চিনি ছাড়া
ভাত খাবেন --- লাল চালের
রুটি খাবেন --- লাল আটার
সবজি খাবেন --- আলু বাদে
পানি খাবেন --- ২.৫-৩ লিটার
সালাদ খাবেন --- লবন ছাড়া
তরকারি খাবেন --- কম মশলা আর কম তেলের
ভাত --- ২য় বার গরম দিয়ে খাবেন না
ঘুমাবেন --- ৭-৮ ঘন্টা
ব্যায়াম করবেন --- প্রতিদিন ৩০-৪০ মিনিট
খাবারের পর -- অবশ্যই ২০-৩০ মিনিট বৈরাতী হাটবেন
ঘুমের আগে খাবার --- ২ ঘন্টা আগে খাবেন
ডিম খাবেন --- প্রতিদিন ১-২ টা
ফাস্ট ফুড --- মাসের ১-২দিনের বেশি খাবেন না
দুধ খাবেন --- প্রতিদিন ১ গ্লাস
দুধ চা --- ভুলেও খাবেন না
প্রস্রাব কয়বার? --- দিনে ৭-১০ বার পর্যন্ত নরমাল
সাহরিতে খাবেন না---অতিরিক্ত ঠান্ডা পানি

যে যতটা মেনে চলতে পারেন তার জন্য তত ভালো।
আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ❤️

13/06/2023

#মাত্র_দুটি_কাজ_করলেই_ক্যান্সার_উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

19/05/2023

#হার্বোপাম
হার্বোপাম প্রাকৃতিক বাত, ব্যাথা নিবারক, গ্রন্থী প্রদাহ, কটি বাত,
গেটে বাতে ইহা অত্যন্ত উপকারী। দৈহিক ও স্নায়ুবিক ব্যাথা বেদনা দূর করে।
কটিবাত ও অন্যান্য ব্যাথায় অরাম দেয় এবং প্রদাহ নিরাময় করে। হার্বোপাম এ
বিদ্যমান কলসিসিন নামক অ্যালকালয়েড দেহে লোকাটিক এসিড তৈরি প্রতিরোধ
করে, বাত সৃষ্টিকারক ইউরিক এসিড দ্রুত অপসারন করে।
সেবন বিধি ঃ ১ টি ক্যাপসুল দিনে২/৩ বার (ভরা পেটে) অথবা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

17/05/2023

#অ্যালার্জি_কেন_হয়_এবং_কীভাবে_বুঝবেন_আপনি_এই সমস্যায় ভুগছেন_কিনা?

ফুলের গন্ধ নিচ্ছেন? ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন?- হ্যাঁচ্চো, হ্যাঁচ্চো। হঠাৎ করেই শুরু হয়ে গেলো একের পর এক হাঁচি, সাথে শ্বাসকষ্ট। দুপুরে জমিয়ে খেতে বসেছেন? চিংড়ি, ইলিশ, গরুর মাংস বা দুধ দিয়ে তৃপ্তি করে খাচ্ছেন? খাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেলো গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা। রাতে মশারী টানাতে ভুলে গিয়েছেন?- উফফফ! মশার যন্ত্রণায় আর বাঁচা যায় না। পরদিন সকালে উঠে দেখলেন সমস্ত শরীরে মশার কামড়ের দাগের সাথে লাল লাল চাকা। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা- এই সবকিছুর পিছনে অ্যালার্জি দায়ী। অ্যালার্জি কেন হয় এবং কীভাবে বুঝবেন আপনিও এই সমস্যায় ভুগছেন কিনা তাই জানাবো আজকের আর্টিকেলে।

অ্যালার্জি কেন হয়?
অ্যালার্জি হলো বডির ইমিউন সিস্টেমের একটি ওভার সেনসিটিভ বা অতিসংবেদনশীল দীর্ঘস্থায়ী অবস্থা। এক্ষেত্রে পরিবেশে বিদ্যমান কোনো অ্যালার্জেনের কারণে শরীরে আনএক্সপেক্টেড ডিসটার্বিং রিয়্যাকশন দেখা যায়। অ্যালার্জি হওয়া কিংবা না হওয়া সাধারণত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে।

অ্যালার্জি কেন হয়

শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবেশের নানা উপাদান, যেমন- পরজীবী, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু কখনো কখনো স্বাভাবিক এই প্রক্রিয়াটিই জেনেটিক ত্রুটির কারণে অস্বাভাবিক, অতিসংবেদনশীল কিংবা অপ্রত্যাশিত হয়ে পড়ে- দেখা দেয় অ্যালার্জি। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির শরীর আপাতদৃষ্টিতে ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের অতিসংবেদনশীল প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়।

অ্যালার্জেন ও অ্যালার্জিক প্রতিক্রিয়া কী?
অ্যালার্জি নিয়ে বুঝতে গেলে প্রথমেই জানা জরুরি অ্যালার্জেন ও অ্যালার্জিক প্রতিক্রিয়া কী। চলুন তবে জেনে নেয়া যাক-

অ্যালার্জেন
যদি কোনো বস্তু বা পরিবেশের উপাদান কোনো মানুষের শরীরে অপ্রত্যাশিত মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তাহলে ঐসব বস্ত বা উপাদনসমূহ মানুষের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে। মাইট, মোল্ড, পরাগরেণু, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া, ঘরের ধুলাময়লা, বহুবিধ খাদ্যদ্রব্য, পোষা প্রাণীর পশম বা চুল, পোকামাকড়ের কামড়, ওষুধসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য, রাবার বা ল্যাটেক্স, কোনো কোনো প্রসাধনসামগ্রী বা উগ্র সুগন্ধী অ্যালার্জেন হিসেবে ভূমিকা পালন করে।

খাবারে অ্যালার্জি

অ্যালার্জিক প্রতিক্রিয়া
কোনো বস্তু কারও কারও জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করলেও অন্যদের ক্ষেত্রে ঐ একই বস্তু অ্যালার্জেন হিসেবে কাজ নাও করতে পারে। এটি ব্যক্তিবিশেষের ইমিউন সিস্টেমের ভিন্নতার উপরে নির্ভর করে। আর কোনো অ্যালার্জেন শরীরের সংস্পর্শে এলে শরীরে যেসব অপ্রত্যাশিত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তাকে বলে অ্যালার্জিক প্রতিক্রিয়া। চিকিৎসা শাস্ত্রে একে টাইপ-১ হাইপারসেনসিটিভিটি রিয়্যাকশনও বলে।

অ্যালার্জিক প্রতিক্রিয়ার ধরন
শরীরের কোন অংশ অ্যালার্জেন এর সংস্পর্শে আসে তার উপর ভিত্তি করে শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায়। যেমন-

অ্যালার্জিক রাইনাইটিস
অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজলে, পুকুরে গোসল করলে, ধুলোবালিতে গেলে, ফুলের পরাগরেণু নাকের ভিতরে গেলে, একটু ঠান্ডা লাগলেই বা কোনো ঠান্ডা পানীয় পান করলে কারও কারও সর্দি-কাশি শুরু হয়ে যায়। যাকে সাধারণভাবে আমরা ঠান্ডা লাগা বলে চিনি। সবারই কিন্তু এসবের সংস্পর্শে আসলে এরকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। অর্থাৎ একই কাজগুলো অন্যরা করলে তাদের কিছুই হয় না। তাহলে এটা পরিষ্কার যে বৃষ্টির পানি, ধুলোবালি, পুকুরের পানি, ঠান্ডা পানি কিংবা পানীয় ইত্যাদি কারও জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে, আবার কারও কারও জন্য এটা স্বাভাবিক আর দশটা পরিবেশের উপদান হিসেবেই বিরাজ করে। এই স্বাভাবিক বস্তুগুলো যাদের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে সর্দি-কাশি উৎপন্ন করে, তাদের শরীরে দেখা যায় অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিজনিত নাসাগহ্বরের প্রদাহ।

অ্যালার্জি কেন হয়

অ্যালার্জিক রাইনাইটিস হলে সাধারণত শ্বাসযন্ত্রের মিউকাস পর্দা আক্রান্ত হয় এবং হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাবে আক্রান্ত মিউকাস পর্দা থেকে প্রচুর পরিমাণ মিউকাস ক্ষরিত হয়। এছাড়া প্রদাহের কারণে শ্বাসযন্ত্রে লিউকোট্রিন নামক এক ধরনের জৈব-রাসায়নিক পদার্থ তৈরি হয় যা কাশি তৈরিতে শ্বাসযন্ত্রকে উদ্দীপ্ত করে। এজন্য নাক দিয়ে পানি পড়া তথা ঘন ঘন হাঁচি কিংবা সর্দি-কাশি, সঙ্গে প্রদাহজনিত কারণে শরীরে হালকা জ্বর থাকা, নাক চুলকানো, নাকে বন্ধভাব বোধ করা- এসব কিছুই অ্যালার্জিক রাইনাইটিসের কারণে হয়ে থাকে।

অনেক সময় রাইনোভাইরাস নামক সর্দি-কাশি উৎপন্নকারী এক ধরনের ভাইরাসও অ্যালার্জেন হিসেবে কাজ করে। শীতকালের মতো বছরের একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। আর সারা বছর ধরে হলে একে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। এক্ষেত্রে লক্ষণসমূহ কম তীব্র হলেও এর স্থায়িত্ব হয় বেশি।

ফুড অ্যালার্জি
অনেকের গরুর মাংস, ইলিশ মাছ, দুধ, হাঁসের ডিম, চীনাবাদামসহ বিভিন্ন ধরনের বাদাম, তিল, বেগুন, মাশরুম, খোলসযুক্ত মাছ যেমন- চিংড়ি, কাঁকড়া ইত্যাদি বা বাইরের কোনো খাবার খেলেই শরীরে চুলকানি শুরু হয়ে যায়, চামড়ায় লাল লাল গোটা ওঠে কিংবা বমি বমি ভাব হয়, এমনকি বমি বা ডায়রিয়াও হয়। এগুলো মূলত অ্যালার্জির কারণে হয়ে থাকে। একে বলা হয় ফুড অ্যালার্জি। ঐ সমস্ত ব্যক্তির শরীর এ সকল খাবারের জন্য উপযোগী নয়। এই খাবার অন্যদের জন্য স্বাভাবিক হলেও বিশেষ জেনেটিক গঠনের কারণে ঐ ব্যক্তিদের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে।

অ্যালার্জিক কনজাংটিভাইটিস
চোখের সাদা অংশ কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসলে চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি ঝরে, চুলকায় এমনকি ব্যথাও করে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। অনেক সময় পুকুরে গোসল করলে বা খেলাধুলা করলে কিংবা বাইরে চলাফেরা করলেও কোনো কোনো শিশুর অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা চোখে অ্যালার্জির লক্ষণ দেখা যায়।

অ্যালার্জি কেন হয়

ড্রাগ অ্যালার্জি
কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে, তারা কোনো ধরনের ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন কিংবা সেফালোস্পোরিন) গ্রহণ করার পরে তাদের শরীরে চুলকানি হয়ে চামড়া লাল হয়ে যায়। কোনো ওষুধ ব্যবহারের ফলে যদি কোনো ধরনের অস্বাভাবিক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া শুরু হয় তবে সেটিকে ড্রাগ অ্যালার্জি বলা হয়। যদি কারও এমন হয় তাহলে তাকে অ্যালার্জেন ওষুধ পরিবর্তন করে অন্য ধরনের ওষুধ সেবন করতে হবে।

অ্যালার্জিক ডার্মাটাইটিস
মশা, ছারপোকা বা অন্য কোনো পতঙ্গ কামড় দিলে বা যদি এমন কোনো ধরনের বস্তুর সংস্পর্শে আসলে শরীরের ঐ অংশে যদি ফুলে লাল চাকা হয়ে প্রচন্ড চুলকানি তৈরি হয় (আর্টিকেরিয়া) তাহলে এ অবস্থাকে বলে অ্যালার্জিক ডার্মাটাইটিস। কোনো কোনো প্রসাধনী দ্রব্যও অনেকের শরীরে এ ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখাতে পারে। সাধারণত স্বল্পস্থায়ী আর্টিকেরিয়া শিশুদের মধ্যে এবং দীর্ঘস্থায়ী আর্টিকেরিয়া বড়দের মধ্যে দেখা যায়।

অ্যানাফাইলেকটিক শক
যেকোনো ধরনেরই অ্যালার্জিক প্রতিক্রিয়া মারাত্মক আকার ধারণ করলে রক্তচাপ কমে যেয়ে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেয়ে আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণও করতে পারে। এ ধরনের তীব্র অ্যালার্জিক জরুরি অবস্থাকে বলা হয় অ্যানাফাইলেকটিক শক৷

অ্যানাফাইলেটিক শক

অ্যালার্জির তীব্রতা যাচাই করার উপায়
অ্যালার্জি কেন হয় সেটা কয়েকভাবে জানা যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অ্যালার্জির উপস্থিতি, অনুপস্থিতি কিংবা তীব্রতা যাচাই করা যায়। রক্ত পরীক্ষায় ইয়োসিনোফিল নামক এক বিশেষ শ্বেত রক্তকণিকার মাত্রা যাচাইয়ের মাধ্যমে অ্যালার্জির তীব্রতা যাচাই করা যায়। রক্তে ইমিউনোগ্লোবিউলিন-ই এর মাত্রা পরিমাপ করেও অ্যালার্জির উপস্থিতি নির্ণয় করা যায়। সাধারণত অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে এর মাত্রা বেশি থাকে। স্কিন প্রিক টেস্ট কিংবা প্যাচ টেস্টের মাধ্যমে রোগীর চামড়ার ওপর বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয় এবং এ পরীক্ষায় কোন কোন জিনিসে ঐ রোগীর অ্যালার্জি আছে তা ধরা পড়ে। এছাড়া বুকের এক্স-রে এবং স্পাইরোমেট্রি পরীক্ষার মাধ্যমে অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর ফুসফুসের অবস্থা যাচাই করা যায়।

চিকিৎসা
অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিদের জন্য মন খারাপের কথা হলো অ্যালার্জির স্থায়ী কোনো চিকিৎসা নেই। কারণ এটার সম্পর্ক শরীরের ইমিউন সিস্টেমের সাথে। এজন্য যাদের যেসব বস্তু বা খাবারে অ্যালার্জি রয়েছে তা এড়িয়ে চলাই ভালো। অ্যালার্জিতে যেহেতু শরীরে প্রচুর পরিমাণে হিস্টামিন ক্ষরিত হয়, তাই অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে হলে অনিয়ন্ত্রিত হিস্টামিন ক্ষরণকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর সেজন্য অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধই হলো অ্যালার্জির মূল চিকিৎসা। তবে সকল অ্যান্টিহিস্টামিন সকলের জন্য প্রযোজ্য নয়। বিশেষ ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধও প্রয়োগের প্রয়োজন পড়ে।

আধুনিক ইমিউনোথেরাপির মাধ্যমেও বর্তমানে অ্যালার্জির চিকিৎসা করা হচ্ছে। সর্বোপরী অ্যালার্জির চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো চিকিৎসা নেওয়া কিংবা হোমিওপ্যাথি বা কবিরাজির মতো বিকল্প ধারার চিকিৎসা গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। অ্যালার্জিজনিত কোনো শারীরিক সমস্যায় নিকটস্থ চিকিৎসক কিংবা সরাসরি হাসপাতালে যোগাযোগ করাই সবচেয়ে ভালো। প্রতিকারের চেয়ে অ্যালার্জি প্রতিরোধই অ্যালার্জিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখার প্রধান হাতিয়ার।

13/05/2023

Modern Drug (HBL)
Vacancy
Not specific
Job Context
Modern Drug (HBL). has a long record of solid reputation as one of the leading pharmaceutical company, having business operations both locally and internationally. We believe our mission is to ensure better life through better medicine. We are seeking for self-driven, young and energetic candidates for the post.
Job Responsibilities
• Professional information sharing to medical practitioners
• Achieve sales objectives through generating and encasing Rx & create new markets
Employment Status
Full-time
Educational Requirements
• HSC/Graduate/ Master's in any discipline
Additional Requirements
• Age at most 28 years
• Only males are allowed to apply
• Excellent communication skills
• Fresh Candidates only
• Willing to work anywhere in Bangladesh
Job Location
Anywhere in Bangladesh

Send your cv

880 1989-675454

[email protected]

31/07/2021

#রাসূল_(সাঃ) কিছু গুরুত্বপূর্ণ বাণী।

30/07/2021

#হার্ট_সুস্থ_রাখতে_ডক্টর_দেবি_শেঠির_পরামর্শ

29/07/2021

#লবঙ্গের_উপকারিতা

08/06/2021

visit: https://cubepharmabd.com/2021/03/30/market-promotion-officer-mpo/

Job Context
Job Location: Any where in Bangladesh.

Job requirements

100% professional Per MPO/MSE must needed minimum 3-7 professional doctors in control or good relation.

Per AM/RM must needed minimum 15-30 professional doctors in control or good relation.

Starting joining Conditions

Starting joining order minimum 20-40,000Tk. Attend 3 days product training programme.

Delivery policy

100% cash on delivery (COD), As per delivery van policy

Job Responsibilities

Achieve and ensure sales target for the company by Preparing sales budget, Promotions plan, Building relationship with potential Customers and Dealers.Ensure Territory Sales Target and Evaluate Retailers & Dealers performance. Build strong Sales and Marketing network in the segment of Dealers, Retailers & End users Organize and monitor promotional activities to ensure targeted sales objective. Develop Areas for Professional Doctor, Retailers/Dealers. Regular follow-up of sales order and payment. Prepare daily, weekly, and monthly market report on sales and distribution. Maintain the business communication with present customers and Doctor, develop strong relationships Analyzing the target areas of the market for identifying scope for new business opportunities Providing regularly report on the visit outcomes and findings thereon to the Head of Sales Marketing. Prepare reports at the end of the day based on collecting, analyzing and summarizing information of the market Any other task assigned by the management.

Employment Status

Full-time and 100% professional.

Educational Requirements

SSC/HSC for Market Promotion Officer (MPO/MSE). Experience Requirements Minimum At least 3 year(s) experience in Sales and Marketing of any discipline for Market Promotion Officer. Experienced candidate will be given preference. Have to take Challenge & be smart. Excellent communications skills with strong sense of responsibilities. Self motivated and able to work under pressure in a fast paced working environment.

Job Location

Any Where in Bangladesh

Salary policy.

MPO/MSE--- (8,000 Tk.-30,000 Tk.)As per sales target.

AM/RM----- (18,000 Tk.-50,000 Tk.)As per sales target.

ASM/Sarvaier..... (30,000 Tk.- 1,00,000 Tk.)As per sales target. Negotiable Compensation & Other Benefits As per company policy.

Job Responsibilities

100% professional and fully Doctor base work. End of the month ensure 100% sales target for enjoying full salary. But fast three month it's negotiable, that means ensure minimum 80% on sales target for enjoying full salary.

TA/DA... As per sales.

For Contact:

Send your CV

mail [email protected]

01816-808549

08/06/2021

Job Description
visit: https://cubepharmabd.com/2021/03/30/market-promotion-officer-mpo/

Job Context
Job Location: Chittagong Division Bangladesh.

Job requirements

100% professional Per MPO/MSE must needed minimum 3-7 professional doctors in control or good relation.

Per AM/RM must needed minimum 15-30 professional doctors in control or good relation.

Starting joining Conditions

Starting joining order minimum 20-40,000Tk. Attend 3 days product training programme.

Delivery policy

100% cash on delivery (COD), As per delivery van policy

Job Responsibilities

Achieve and ensure sales target for the company by Preparing sales budget, Promotions plan, Building relationship with potential Customers and Dealers.Ensure Territory Sales Target and Evaluate Retailers & Dealers performance. Build strong Sales and Marketing network in the segment of Dealers, Retailers & End users Organize and monitor promotional activities to ensure targeted sales objective. Develop Areas for Professional Doctor, Retailers/Dealers. Regular follow-up of sales order and payment. Prepare daily, weekly, and monthly market report on sales and distribution. Maintain the business communication with present customers and Doctor, develop strong relationships Analyzing the target areas of the market for identifying scope for new business opportunities Providing regularly report on the visit outcomes and findings thereon to the Head of Sales Marketing. Prepare reports at the end of the day based on collecting, analyzing and summarizing information of the market Any other task assigned by the management.

Employment Status

Full-time and 100% professional.

Educational Requirements

SSC/HSC for Market Promotion Officer (MPO/MSE). Experience Requirements Minimum At least 3 year(s) experience in Sales and Marketing of any discipline for Market Promotion Officer. Experienced candidate will be given preference. Have to take Challenge & be smart. Excellent communications skills with strong sense of responsibilities. Self motivated and able to work under pressure in a fast paced working environment.

Job Location

Chittagong Division Bangladesh

Salary policy.

MPO/MSE--- (8,000 Tk.-30,000 Tk.)As per sales target.

AM/RM----- (18,000 Tk.-50,000 Tk.)As per sales target.

ASM/Sarvaier..... (30,000 Tk.- 1,00,000 Tk.)As per sales target. Negotiable Compensation & Other Benefits As per company policy.

Job Responsibilities

100% professional and fully Doctor base work. End of the month ensure 100% sales target for enjoying full salary. But fast three month it's negotiable, that means ensure minimum 80% on sales target for enjoying full salary.

TA/DA... As per sales.

For Contact:

Send your CV

mail [Email: www.cubepharmabd.com]

01816-808549

Photos from Cube Pharma's post 07/06/2021

Khulna Division

Want your practice to be the top-listed Clinic in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Address


Cumilla
3500

Other Pharmaceutical Companies in Cumilla (show all)
Randox-Agro-vet Randox-Agro-vet
328/ka, Rammala Road
Cumilla

Appetizer,Zinc,Calcium,AD3E,Amino acid,Vitamin D3,Immunity Builder,Liquid Enzyme,Milk Booster,Fatteni

Janakallan Laboratories Ayurvedic Janakallan Laboratories Ayurvedic
House # 617, Balorampur, Halimnagor, Kotwali
Cumilla

Janakallan Laboratories is an Ayurvedic company registered in DGDA, Bangladesh. Manufacturing Licenc