শ্রীশ্রী রামকৃষ্ণ বাউল আশ্রম - কেরনখাল
কর্ম করতে গিয়ে ধর্ম ভোলা যাবেনা!🌸
ধর্ম ঠিক রেখেই কর্ম করে যেতে হবে!!👏
হরে কৃষ্ণ জয় বাউল চলছে মহাপ্রসাদ... 💝🙏
হরে কৃষ্ণ জয় বাউল.... 💝🙏
হরে কৃষ্ণ জয় বাউল 💝🙏
হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ...💝🙏
হরে কৃষ্ণ 💝🌿
হরে কৃষ্ণ 🌺💝🌿
বিশ্ব শান্তির লক্ষ্যে শ্রীশ্রী রামকৃষ্ণ গীতা সংঘের উদ্যোগে আয়োজিত ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযঙ্গ অনুষ্ঠানে হরিনাম সুধা পরিবেশনায় থাকবেন :
🎹 : শ্রী নন্দন সম্প্রদায় - ঢাকা।
🎹 : অষ্টসখী সম্প্রদায় - গোপালগঞ্জ।
🎹 : কল্পনা সম্প্রদায় - খুলনা।
🎹 : শ্রী গুরু সম্প্রদায় - কুমিল্লা।
🎹 : মুকুন্দ মুরারি সম্প্রদায় - কুমিল্লা।
🎹 : শ্রী বাউল সম্প্রদায় - স্থানীয়।
উক্ত হরিনাম সংকীর্তনে আপনাদের অংশগ্রহণ মন্দির প্রাঙ্গণকে বৃন্দাবনে রুপান্তর করবে হরে কৃষ্ণ। 💝🙏
#কীর্তন
হরে কৃষ্ণ জয় বাউল, আজ ২৬/০১/২৪ইং রামকৃষ্ণ বাউল আশ্রমে ঊষালগ্ন হইতে হরিনাম সংকীর্তন শুরু হয় ও মহাপ্রভুর সেবায় মহা ভোগরাগ অনুষ্ঠিত হয়।💝
#কীর্তন
এই মধুর কন্ঠ স্মৃতি হয়ে রইলো! 💝👏
গীতা পাঠ ও অধিবাস কীর্তন..🌺🌿
পাঠক : শ্রীযুক্ত ডাঃ নির্মল চন্দ্র গোস্বামী।💝🙏
#কীর্তন
শুধুই সৃতি...💝🙏
জয় বাউল.... 🌺🌿
স্নিগ্ধ বিকেলে আশ্রমের অপরুপ দর্শন! 🌺
জয় বাউল জয় বাউল জয় বাউলের জয়! 🙏
📷 : Sreekanto Mazumder.
জয় শ্রীকৃষ্ণ, 🙏
বিশ্ব শান্তির লক্ষ্যে কেরনখাল শ্রীশ্রী রামকৃষ্ণ গীতা সংঘের উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হয়।🙏
হরে কৃষ্ণ 🌺🙏
পৃথিবীর সকল সৌন্দর্য যেখানে আজও আটকে আছে
সেই তো আমার প্রানের রাধা মাধব 🌿💜😌
আহ কি সুন্দর লাগছে রাধা মাধব যুগলকে
দর্শনেই যেন তৃপ্তি 🌿🌺
🌺🙏
অসাধারণ একটি শিক্ষণীয় গল্প:
এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বললো আমি তোমাকে বিবাহ করবো ।
কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে পুরোহিতের কাছে নিয়ে গিয়ে বললো তাড়াতাড়ি আমাদের বিবাহ দাও ।-
পুরোহিত নারীর চেহারা দেখে সে নিজেও পাগল । পুরোহিত বললো আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করবো এই সুন্দরী মেয়েটিকে ।
কৃষক আর পুরোহিতের মধ্য ঝগড়া লেগে গেলো । এক পর্যায়ে কৃষক আর পুরোহিত বিচার নিয়ে গেলো বাদশাহের দরবারে ।
-বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল । বাদশাহ বললেন, তোরা তো দুই জনই এই নারীর অযোগ্য বিবাহ আমি করবো । তখন নারী কে বলা হল তুমি সিদ্ধান্ত নাও কাকে বিবাহ করবে ?-নারী বললো, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করবো । নারী দৌড় দিলো পিছে পিছে কৃষক, পুরোহিত ও বাদশাহ দৌড় দিলো । দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। তার কিছুদূর পর একই অবস্থায় পুরোহিতও মারা গেলো । বাদশাহ নারীকে বললেন এখন তো আমি একা, চলো বিবাহ করবো ।
তবুও নারী বলে, না ? আমাকে দৌড়ে ধরতে হবে । আর দৌড়ানোর ক্ষমতা না থাকায় তখন বাদশাহ বললেন, হে নারী দাঁড়াও, বলো, আসলে তুমি কে ? নারী বললো আমি হলাম এই পৃথিবীর ধনদৌলত । আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ আর লোভ-লালসা । আমার পেছনে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না ।
গল্পের প্রথম কোটেশনে দেখা যাচ্ছে কৃষকের মধ্যে কাম সৃষ্টি হলো।তৃতীয় কোটেশনে দেখা যাচ্ছে কৃষক ও পুরোহিতের মধ্যে ক্রোধ সৃষ্টি হলো এবং চতুর্থ কোটেশনে দেখা যাচ্ছে বাদশাহের মধ্যে লোভ সৃষ্টি হলো।
শ্রীমদ্ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন যে→কাম,ক্রোধ ও লোভ হচ্ছে নরকের দ্বার তাই এই তিনটিকে পরিত্যাগ করতে হবে।
সারমর্ম :শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে শিক্ষা দিচ্ছেন যে-আমি ধন,জন বা সুন্দরী রমণী কামনা করিনা;আমি কেবল এই কামনা করি যে,জন্মে জন্মে পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতিকি ভক্তি হোক।
পৃথিবীর প্রত্যেক মানুষের উচিত তার প্রয়োজন অনুযায়ী ধনদৌলতের আশা করা।
কখনই শুধু টাকা চাই শুধু টাকা চাই এইভাবে অর্থের পেছনে সর্বদা দৌড়ানো একেবারেই অযৌক্তিক ।
আমাদের মনে রাখা উচিত প্রত্যেকের পেটে যেমন নির্দিষ্ট পরিমাণ খাবার ধরে ঠিক তেমনি ধনদৌলতও জমা করার নির্দিষ্ট সীমা আছে । লোভ লালসারও একটা সীমা থাকে যা অতিক্রম করলে অতিরিক্ত বায়ুভর্তি বেলুনের মতো ফেঁটে যাওয়া শুধু সময়ের অপেক্ষা ।
তাই আসুন আমরা জাগতিক ধনের প্রতি না ছুটে গোলকের প্রেমধন লাভ করার জন্য প্রয়াস করি।
হরেকৃষ্ণ 🙏
🌺🙏
শুভ অক্ষয় তৃতীয়া🙏🏻
সকলের মঙ্গল হোক 🙏🏻🙏🏻
জয় শ্রীকৃষ্ণ,
আজ ২৯/৪/২২ইং শুক্রবার কেরনখাল রামকৃষ্ণ বাউল আশ্রমে মহাপ্রভুর সেবায় এক ভোগ আরতি অনুষ্ঠিত হয়েছে এবং ভক্ত সেবার আয়োজন করা হয়েছে।
হরে কৃষ্ণ,
বৃন্দাবন বিলাশীনি রাই আমাদের 😌🌿🥰
হর হর মহাদেব,
কেরনখালে ৪দিন ব্যাপি চলিতেছে শিব গৌরি নাচ(ডাকের নাচ), আজ দ্বিতীয় দিনও পূর্বের ন্যায় আরো নতুন কিছু নিয়ে শুরু হবে।
আমি তন্ত্র মন্ত্র জানি নে মা
জানি শুধু তুই আমার মা 😌🌿🌺
আহা কি অপূর্ব শ্যামা মা আমার 😍
মা🙏
ভগবান আমাদের পরম পিতা। আমরা সবাই তাঁর সন্তান। মেলায় সন্তান হারিয়ে গেলে একজন মা যেমন চিন্তিত হন, ক্রন্দন করেন, তেমনি ভগবানও আমাদের জন্য ক্রন্দন করেন, কবে আমরা ভগবানের কাছে পুনরায় ফিরে গিয়ে হারিয়ে যাওয়া সম্পর্কে যুক্ত হবো।
ভগবানের অনেক কৃপার ফলে লক্ষ লক্ষ যোনি ঘুরতে ঘুরতে এই দূর্লভ মনুষ্য দেহটি পেলাম। শুধুমাত্র মনুষ্য শরীর দ্বারাই ভগবানের কাছে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া যাবে। কিন্তু বড়ই অভাগা আমরা, ভগবান আমাদের জন্য ক্রন্দন করলেও আমরা অনেকেই ক্রন্দন তো দূরে থাক, ভগবান সম্পর্কে ভাবিও না। আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে দিনের পর দিন পার করছি। হে গোবিন্দ কি হবে আমাদের গতি?
হরে কৃষ্ণ❣🙏
যে দর্শনে তৃপ্ত হবে মন, হৃদয় হবে বৃন্দাবন 🙏🐚
হরে কৃষ্ণ,
০১। পৃথিবীর থেকে ভারী কে??
উঃ মাতা।
০২। আকাশের থেকে উঁচু কে??
উঃ পিতা।
০৩। পবনের থেকেও তীব্র গতি কার??
উঃ মনের।
০৪। সংখ্যায় তৃণের থেকে অধিক কি??
উঃ চিন্তা।
০৫। মৃত্যুর নিকট মানুষের মিত্র কে??
উঃ দান।
০৬। ধর্ম, যশ, স্বর্গ ও সুখের মুখ্য মহান কি??
উঃ যথাক্রমে দক্ষতা, দান, সত্য ও শীল।
০৭। মানুষের আত্মা কি??
উঃ পুত্র।
০৮। জগতে কে কোন বস্তু ঢেকে রেখেছে??
উঃ অজ্ঞান।
০৯। আলস্য কি??
উঃ ধর্ম না করা।
১০। সত্য স্নান কি??
উঃ যা মনের ময়লা ধুয়ে দেয়।
১১। সুর্যের চেয়েও বেশি তেজী কি??
উঃ ক্রোধ।
১২। কাজলের চেয়েও বেশি কালো কি??
উঃকলঙ্ক।
১৩। বরফের চেয়েও বেশি তরল কি??
উঃ জ্ঞান।
১৪। সংসারে শ্রেষ্ঠ ধর্ম কি??
উঃ দয়া।
১৫। কাকে বশে রাখলে শোক হয় না??
উঃ মনকে।
১৬। লজ্জা কি??
উঃ না করার যোগ্য কাজ থেকে দূরে থাকা।
১৭। দয়া কি??
উঃ সবার সুখের ইচ্ছা করা।
১৮। রাষ্ট্রের মৃত্যুর কারণ কি??
উঃ অরাজকতা।
১৯। কূল, চরিত্র, শিক্ষা, শাস্ত্রজ্ঞান কোনটি ব্রাহ্মণত্বের প্রমাণ??
উঃ চরিত্র।
২০। ধর্মের সম্পূর্ণ সত্য কোথায়??
উঃ মানুষের হৃদয়ে।
২১। কি ত্যাগ করলে লোক প্রিয় হওয়া যায়??
উঃ অভিমান।
২২। কি ত্যাগ করলে শোক হয় না??
উঃ ক্রোধ।
২৩। কি ত্যাগ করলে মানুষ ধনী হয়??
উঃ কামনা।
২৪। কি ত্যাগ করলে মানুষ সুখ পায়??
উঃ লোভ।
আসুন সবাই মিলে প্রাণভরে হরিনাম জপ করি......
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ..
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
🌺🙏
জয় শ্রীকৃষ্ণ,
৫/৩/২২ইং শনিবার কুমিল্লা ৭ আসনের মাননীয় এমপি মহোদয় অধ্যাপক প্রান গোপাল দত্ত কেরনখাল শ্রী শ্রী রামকৃষ্ণ বাউল আশ্রম পরিদর্শন করেন।
শ্রীশ্রী রামকৃষ্ণ বাউল আশ্রম - কেরনখাল
হরিনাম সংকীর্তন কী, জয়।
মা গো স্বপ্নে আসিও তুমি, ঘুম পাড়িয়ে দিও 😔🙏🙏
শ্রীশ্রী রামকৃষ্ণ বাউল আশ্রম - কেরনখাল
সবকিছুর লোভ সামলাতে পারলেও মহা প্রসাদের লোভ সামলানো খুব কষ্টকর 😋😋
🌺🙏
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Keronkhal
Cumilla
KERONKHAL-3510NOURMANIKCHOR-CHANDINA-CUMILLA-BANGLADESH.
Laksham
Cumilla, 3570
লাকসাম জগন্নাথ মন্দির - Laksam Jagannath Temple