TURBO Communication

TURBO Communication

You may also like

Electronic fish
Electronic fish

Local ISP. Internet service provider.

31/01/2024

মনে রেখ আগুন দিয়ে আগুন মোকাবেলা করলে
ছাই ছাড়া কিছুই পাবে না।

28/01/2024

মুফতি আমির হামজা সাহেব এর ওয়াজে।।
তালুকপাড়া,জগৎপুর।।

Photos from TURBO Communication's post 07/01/2024

নিজ ভূমির ভালোবাসায় আসক্ত ভোট।।
✌️✌️✌️✌️✌️

03/01/2024

হযরত জিবরাঈল (আ.) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর
(সা.) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর
(সা.) জিবরাঈল (আ.) কে জিঙ্গাসা করেছিলেন, হে
জিবরাঈল ! আমার ইন্তেকালের পরে তুমি কতবার
দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং
প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব । দশম
জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আ.) সিঙ্গায় ফুঁ
দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে। দশটি জিনিস হল
_________ ১. বরকত তুলে নেব
২.এবাদত থেকে মজা তুলে নেব
৩. পরস্পর মহব্বত তুলে নেব
৪.লজ্জা তুলে নেব
৫.হক বিচার তুলে নেব।
৬.ছবর (ধর্য্য) তুলে নেব
৭. আলেম থেকে সত্যকথা তুলে নেব। অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না
৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব
৯. ঈমানদার থাকবে না। ঈমান উঠে যাবে।
১০.ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব। অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব।

আফসোস
আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী
রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে
শেষ সময় ॥হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল
পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন
গড়... . আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক
দান করুক।
আমিনঃ

24/11/2023
Photos from TURBO Communication's post 05/10/2023

সেই স্বাদ👍👍👍সেই খুশি🥰🥰🥰

25/09/2023

অবসরে শিশুদের সাথে সময় কাটান মন ভালো হয়ে যাবে❤️❤️❤️

13/09/2023

মাঝেমধ্যে হাল ছেড়ে দেওয়াই ভালো....। 🤮🤮🤮

02/09/2023

পাম্পের গ্যাস শেষ 🤭🤭🤭🤭

18/08/2023

আহারে জীবন, আহারে দুনিয়া🥲🥲🥲🥲
ভাই আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়েছিলেন।। আজকে হঠাৎ চোখে পরলো।। আল্লাহ যেনো ওপারে আপনাকে শান্তি নসিয়ত করে।। আল্লাহ আমার ভাইকে বেহেশত নসিব করিয়েন। আমিন।।

17/08/2023

কিছু খারাপ পরামর্শ দিন।

10/08/2023

বেশিরভাগই এমন...🤭🤭

05/08/2023

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।
শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাপ বুদ্ধি দেয়- 'যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে।
কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চাও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিল দিয়ে দেয়।'
শুভ্র প্রশ্ন করে- 'আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?'
শুভ্রের বাপ বলে- 'না তুমি পার না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়।
তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।'
আমার মনে হয়- এই ইনসাইট শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজ কর্ম করার চেষ্টা করে।
দেখা যায়- যে মানুষ কনসিডার করছে সে সারাজীবন ধরেই কনসিডার করছে। যে মানুষ কোনো একটা সিচুয়েশনে কম্প্রোমাইজ করছে তার উপর গোটা সারাউন্ডিং এর আশা থাকে যে সে তাবত সিচুয়েশনে কম্প্রোমাইজ করে যাবে। মেনে নিবে। পরিস্থিতি সামলাবে। স্যাক্রিফাইস করবে।
বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান। দুগ্ধবতী গাভীর মতো।

কিছু মানুষ সব সময় আশা করে যে তার সাথে থাকা মানুষ গুলো তার সব খরচ দিয়ে দিবে, কিন্তু মনে রাখা উচিৎ সে মানুষ গুলো দুধ দেওয়া গরু না।।

02/08/2023

আমি জেনে শুনে অন্যায় ভাবে কারো অনিষ্ট করি নাই কখনো। আমার জীবনে আমি কাউকে কখনো অভিশাপ দিয়েছি বলেও মনে পড়ে না। তবে যারা আমার ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে, বেইমানি করেছে আমার সাথে... তাদের খারাপ পরিনতি আল্লাহ আমাকে স্বচোখে দেখার সুযোগ করে দিয়েছেন। সবাইকে সৃষ্টিকর্তা ভালো রাখুক 🙂

31/07/2023

আদী এবং আসল, নকল হইতে সাবধান 🫣🫣🫣🫣🫣

13/07/2023

মানুষ আমি একটা-ই।
তবে ব্যক্তি ভাবে আমার চরিত্র গুলা আলাদা আলাদা।
কারো কাছে আমি এক গম্ভীর মানুষ।
কারো কাছে আমি এক ব'দমেজাজি,কারো কাছে খুবই ফানি, কারো কাছে হইতো খুব রোমান্টিক, অনেক এর কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ। আবার কারো কাছে পৃথিবীর সব চেয়ে খারাপ মানুষ টা আমি।
তবে মানুষ কিন্তু আমি একটাই🫣🫣🫣🫣🫣

10/07/2023

মেসি ফিরলো, তামিম ফিরলো কিন্তু তুমি ফিরলে না, তুমি কি তাদের চেয়েও বড় খেলোয়াড় ছিলা! 🫣

07/07/2023

সত্যকথা একটু তিতা....।

আত্মীয়স্বজন যতোই বড়লোক হোক না কেন তারা কোনদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হোন।

#ঐতিহাসিক........।

18/07/2022
13/07/2022

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

©

#হিমাদ্র

27/06/2022

শিক্ষার শেষ নেই।

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।

২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।

৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।

৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।

৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।

৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।

৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।

৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।

১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।

১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।

১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর ।

16/06/2022

কইরে তোরা??

14/06/2022

Turbo Communication এখন BTRC অনুমোদিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Hasnabad Vitikandi New Market
Cumilla
3516

Other Internet Companies in Cumilla (show all)
BD Sim Offer BD Sim Offer
Cumilla

বাংলাদেশের সব সিমের প্রতিদিনের এমবি ?

Fiberconnect Fiberconnect
Cumilla, 3500

Fiber Connect is a full service IT Solution Provider that has been operating in Bangladesh market wi

MMT Networks MMT Networks
Rampur Bazar, Meghan
Cumilla, 3515

Welcome to MMT Networks Official Page. Here you can get wifi line.

SR Technology SR Technology
SR Technology, Ahmmed Center , Gouripur Bazar, Doudkandi
Cumilla

Trusted Company.

Amber It Cumilla Amber It Cumilla
Mokka Tower, 6th Floor Rajgonj, A. K. Fazlul Haque Road
Cumilla

A communications provider whose focus is on solidly addressing businesses' communications requirements.

Minute Internet Offer Minute Internet Offer
Cumilla, 3500

এই পেইজে কম দামে অফার পাবেন ইনশাআল্লা?

আমড়াতলী-ফাইবারনেট নেটওয়ার্ক আমড়াতলী-ফাইবারনেট নেটওয়ার্ক
4 No Amratoli Union
Cumilla, 3500

৪ নং আমড়াতলী ইউনিয়ন এ ব্রডব্যান্ড ও আাইটি সার্ভিস।

NS Internet Offer Group NS Internet Offer Group
Cumilla, INTERNETOFFER

Help & Support Help & Support
Cumilla, 3500

''Help & Support''

ICC Communication Ltd, Comilla - Broadband Internet ICC Communication Ltd, Comilla - Broadband Internet
Cumilla, 3500

Call at Office time- 9.00 AM to 6.00 PM.

Unzip Hosting Unzip Hosting
Cumilla

Best Bangladeshi Hosting

Future Network Future Network
Cumilla

Future Network (A brand of Fibernet Network) is a pioneering ISP in Comilla offering Wifi with FTTH.