Anik Air Travel Services

সকল দেশের বিমান টিকেট,ডেট চেঞ্জ ,সৌদি আরব, কুয়েতেরভিসা প্রোসেসিং, সকল দেশের BMET কাড,

17/12/2023

আমাদের বাংলাদেশ অফিস ২৫ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়েযাবে। ইনশাআল্লাহ UK অফিস নতুন বছর শুরু হবে।

17/12/2023

আলহামদুলিল্লাহ!

16/11/2023

ইতালির যর্জা মেলোনি সরকার আগামী ৩ বছরে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আমদানির ঘোষণা দিয়েছে। ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক আমদানি করা হবে।

এ বিষয়ক সরকারি গেজেটে বলা হয়েছে, ২০২৩ সালের ১ লাখ ৩৬ হাজার শ্রমিক আমদানির জন্যে ডিসেম্বরের ২, ৪ এবং ৮ তারিখ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদন ফরম ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

২ ডিসেম্বর স্থায়ী শ্রমিক বা নন সিজনাল শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই ক্যাটাগরিতে ৫২ হাজার শ্রমিককে ভিসা দেওয়া হবে। ৪ তারিখ গৃহকাজের জন্যে আবেদন গ্রহণ করা হবে। এতে বেবি এবং বয়স্ক সিটিংসহ প্রায় ১০ হাজার ভিসা দেওয়া হবে। ৮ ডিসেম্বর তারিখে সিজনাল ক্যাটাগরির জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ৮২ হাজার ভিসা দেওয়া হবে।

আবেদন গ্রহণ শুরুর দিনকে ইতালিতে 'ক্লিক ডে' বলা হয়। সুতরাং ২০২৩ সালের ক্লিক ডে হলো ২, ৪ এবং ৮ ডিসেম্বর।

এ ছাড়া সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ২০২৪ সালের ১ লাখ ৫১ হাজার শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ ২০২৪ সালের ক্লিক ডে ৫,৭ এবং ১২ ফেব্রুয়ারি।

কারা আবেদন করতে পারবেন

কোনো শ্রমিক সরাসরি আবেদন করতে পারবেন না। শ্রমিকের পক্ষে নিয়োগদাতা অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করবেন। এ ক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানের বিগত দিনের ট্যাক্স প্রদান নিয়মিত এবং গৃহ মালিকদের নির্দিষ্ট অংকের বার্ষিক আয় থাকতে হবে। নিজের বাড়ি বা ভাড়া বাড়ির কন্ট্রাক্ট থাকতে হবে। ইতালীয় ডকুমেন্ট 'কার্তা দি সোজর্ন'ধারী অভিবাসীরাও শ্রমিক আমদানি করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান বা গৃহকাজের জন্য।

নিয়োগপ্রাপ্ত হতে কী যোগ্যতা লাগবে

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অন্তত ২ বছর মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। যারা দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কর্মদক্ষতার প্রমাণাদি থাকতে হবে। শিক্ষাগত কোনো সনদ প্রয়োজন হবে না।

কত খরচ হবে

আবেদন করতে শ্রমিকের খরচ নেই। আবেদনকারী বা নিয়োগদাতার খরচ হয় ১৬ ইউরো। অর্থাৎ আবেদনের সঙ্গে ১৬ ইউরো মূল্যের একটি ডাকটিকিট (মার্কা দা বোল্লো্) সংযোগ করতে হয়। এর বাইরে আবেদন ফরম পূরণ করতে যদি কোনো হেল্প ডেক্সের সহযোগিতা নেওয়া হয়, সেখানে এক থেকে দেড়শ ইউরো খরচ হতে পারে। কিন্তু একজন শ্রমিক যেহেতু সরাসরি আবেদন করতে পারেন না বা বাংলাদেশে বসে ইতালীয় নিয়োগদাতা খুঁজে পাওয়া অসম্ভব প্রায়, মাঝখানে দাঁড়িয়ে যান একজন 'মধ্যস্বত্বভোগী'। মূলত শ্রমিকের কাছ থেকে তিনিই মোটা অঙ্কের অর্থ নেন, যা ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত গড়ায়।

কত টাকা আয় করা যাবে

যারা দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ পাবেন, তারা নিয়োগের স্তর বুঝে পারিশ্রমিক পাবেন, যা মাসিক ১৫০০ থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। যারা অদক্ষ বা মৌসুমী শ্রমিক হিসেবে নিয়োগ পাবেন, তারা মাসে সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা আয় করতে পারবেন। যদি নিয়োগদাতার সঙ্গে থাকা-খাওয়ার চুক্তি থাকে তবে আয়ের বড় অংশ সঞ্চয় করা যায়, অন্যথায় এতে বড় একটা অংশ বেরিয়ে যায়। অর্থাৎ একজন মৌসুমী শ্রমিক যদি ইতালি আসতে ৬ লাখ টাকা খরচ করেন, তা কোনোভাবেই এক সিজনে (৯ মাস) সঞ্চয় করা সম্ভব হয় না।

কতদিন ইতালিতে থাকা ও কাজ করা যাবে

যারা নন সিজনাল শ্রমিক হিসেবে আসেন তাদের ইতালীয় ডকুমেন্ট (পেরমেচ্ছো দি সোজর্ন) নবায়ন করা হয় সাধারণত ২ বছর অন্তর। যারা অদক্ষ বা সিজনাল ভিসায় আসবেন তারা সর্বোচ্চ ৯ মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। ৯ মাস পর অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।

বাংলাদেশের জন্য কী কোটা আছে

অতীতে বাংলাদেশের জন্যে ৩ থেকে সাড়ে ৩ হাজারের কোটা বেঁধে দেওয়া হলেও এখন কোনো কোটা নেই। মেলোনি সরকার দেশভিত্তিক কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশসহ কোনো দেশের জন্যই নির্দিষ্ট কোনো কোটা নেই।

আবেদনের শেষ তারিখ কবে

অতীতে আবেদন গ্রহণের শেষ তারিখ উল্লেখ থাকলেও এবার সরকারি গেজেটে কোনো তরিখ উল্লেখ করা হয়নি। অর্থাৎ ২০২৩ সালের মোট ১ লাখ ৩৬ হাজারের কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। তবে সাধারণত ক্লিক ডের প্রথম ১০ মিনিটের মধ্যেই কোটা পূরণ হয়ে যায়।

আবেদন করলেই কি ইতালিতে যাওয়া যাবে

প্রতিটা আবেদন যাচাই-বাছাই করা হবে। আবেদনের সকল শর্ত ঠিক থাকলে এবং কোটার আওতায় থাকলে ২ থেকে ৬ মাসের মধ্যে 'নূল্যা-ওস্তা' (ভিসার অনুমোদনপত্র) বা এনওসি দেওয়া হবে নিয়োগদাতার কাছে। নিয়োগদাতা সেটা পাঠাবেন শ্রমিকের কাছে। শ্রমিক সেটা জমা দিয়ে ঢাকার ইতালীয় দূতাবাস বা ভিসা এজেন্সিতে ভিসার জন্যে আবেদন করবেন। সাধারণত নূল্যা-ওস্তায় কোনো অসঙ্গতি না থাকলে ভিসা রিফিউজ করা হয় না। অতীতে দালাল চক্রের নকল নূল্যা-ওস্তা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার খবর ইতালীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

সিজনাল এবং নন সিজনাল ভিসার পার্থক্য কী

সিজনাল ভিসা বা স্পন্সর হলো মৌসুমি শ্রমিকদের জন্য। গ্রীষ্মের সময়ে ইতালির বিভিন্ন ক্ষেত্রে সিজনাল শ্রমিক দরকার হয়। যেমন পর্যটক নির্ভর ব্যবসা, কৃষি কাজ ইত্যাদি। এসব কাজের জন্যে প্রতি বছর ইতালিতে ৬ থেকে ৯ মাসের জন্য সিজনাল শ্রমিক আমদানি করা হয়। এই ক্যাটাগরির ভিসাকে স্তাজোনালে বা সিজনাল ভিসা বলে। বাংলাদেশে অনেকে এটাকে 'কৃষি ভিসা' নামে জানে।

৬ থেকে ৯ মাসের সিজনাল ভিসায় যারা ইতালিতে আসেন, ভিসার মেয়াদ শেষ হলে বাধ্যতামূলক তাদের নিজ দেশে ফিরে যেতে হয়। না গেলে অবৈধ অভিবাসী হিসাবে গণ্য হয় এবং দুর্বিসহ জীবনযাপন করতে হয়। ইতালিতে অবৈধ অভিবাসীরা নিয়মিত কোনো চাকরি পান না। পুলিশের চোখ এড়িয়ে হকারি করে জীবন নির্বাহ করতে হয়।

নন সিজনাল ভিসা বা 'সুবোরদিনাতো' হলো স্থায়ী শ্রমিকের ভিসা। এই ক্যাটাগরিতে একজন শ্রমিক ইচ্ছা করলে সারাজীবন ইতালিতে থাকতে পারবেন, যদি বিশেষ কোনো অপরাধে না জড়ান। কল-কারখানা, হোটেল-রেস্টুরেন্ট, গৃহ শ্রমিক, নার্স, বেবি সিটার, ইলেট্রিশিয়ান, বাস-ট্রাক ড্রাইভার, মেকানিক, খাদ্য প্রস্তুত এবং সরবরাহ, ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জন্যে এই ভিসা দেওয়া হয়। তবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ইতালিতে অনুমোদিত না হওয়ায় ড্রাইভার পদে বাংলাদেশ থেকে নিয়োগ পাওয়া যাবে না। কিন্তু মধ্যপ্রাচ্যের যেসব দেশের ড্রাইভিং লাইসেন্স ইতালিতে অনুমোদিত ওইসব দেশের প্রবাসীরা আবেদন করতে পারবেন।

ইতালি এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও অনুকূল একটা দেশ। ২০২২-২৩ সালে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে বাংলাদেশি ৬ হাজারের বেশি শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। এর জন্য ইতালীয় বিশ্ববিদ্যায়লগুলোতে যোগাযোগ করতে হবে। সহজ স্কলারশিপসহ কম খরচে উচ্চশিক্ষার জন্য ইতালি এখন এশিয়ানদের কাছে খুবই আকর্ষণীয় দেশ।

ইতালিতে সাধারণ বাংলাদেশি শ্রমিকদের বেশ সুনাম আছে। নিয়োগদাতারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করেন। ২০২২-২৩ সালের এ পর্যন্ত ৩০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিককে ভিসা দেওয়া হয়েছে।

সতর্কতা: ইতালিতে শ্রমিক আমদানিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বহু দালাল চক্র সক্রিয় হয়েছে। তারা অগ্রিম অর্থ নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। অনেকে প্রতারিত হয়েছেন, হচ্ছেন।

01/11/2023
02/10/2023

বাংলাদেশ থেকে আবার ও ইথিয়াদ এয়ারওয়েজ ফাইট বন্ধ করে দিচ্ছে।

26/06/2023

দেশ এবং মানুষের উন্নয়নের সার্থে বিদেশ ভ্রৃমন কর পূর্বের চেয়ে এই বাজেটে বাড়ানো হয়েছে। তাই সকল দেশের বিমান টিকিটের খরচ আগের চেয়ে বেড়ে যাবে।

21/06/2023

আমার 01842009461 এই নাম্বারের ইমু থেকে টাকা চেয়ে কোন মেসেজ গেলে কেউ বিশ্বাস করবেন না।

21/05/2023

রোমানিয়া এম্বাসির সর্বশেষ আপডেট যাত্রীকে দিল্লি এম্বাসিতে হাজির হয়ে ইন্টারভিউ দিতে হবে ।

04/05/2023

শেনজেন স্টাইলে ভিসা’ চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ
একই ভিসার অধীনে সদস্য সব দেশে যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারেন সেলক্ষে 'শেনজেন এর মতো' একক ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ভুক্ত দেশগুলো।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, যদি শেনজেন এর মতো ভিসা চালু হয় সেক্ষেত্রে পর্যটকরা এই বিশেষ ভিসার আওতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ভ্রমণ করতে পারবেন, আলাদা ভিসা করা লাগবে না। এক ভিসাতে তিনটি দেশ ভ্রমণ করতে পারবে।

গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সংক্রান্ত জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) সম্মেলন ও মেলা। আর বুধবার (৩ মে) ওই সম্মেলনে বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি, সংযুক্ত আরব আমিরাত সরকারের আন্ডার-সেক্রেটারি আব্দুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন যৌথভাবে এ ঘোষণা দিয়েছেন।

জিসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ৬টি— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান।

বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি জানান, আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘শেনজেন ভিসা’ চালু হচ্ছে। পরে জিসিসির অন্যান্য সদস্যদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে তাদের।

03/05/2023

WhatsApp: +8801842-009461

02/05/2023

আজ থেকে চালু হয়ে গেল সৌদি আরবের ই-ভিসা। এখন থেকে সৌদি আরবের কাজের এবং অন্য কোন ভিসা পাসপোর্ট এ ইস্টিকার হবে না। এখন থেকে ই-ভিসা/ পেপার ভিসা হবে।

28/04/2023

বাসায় বসে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে টিকিট বুকিং করুন! বিকাশ/ নগদ অথবা ব্যংকের মাধ্যমে টাকা পাঠিয়ে টিকিট কনফার্ম করুন।

26/04/2023

সব কিছু এখন অনেক সহজ। What's up number: +8801842009461 নাম্বারে মসেজ দিয়ে টিকিট বুকিং করুন এবং নিম্নের যে কোন পেমেন্ট মাধ্যমের মাধ্যমে পেমেন্ট করে টিকিট কনফার্ম করুন।

Photos from Anik Air Travel Services's post 19/04/2023

সকলের জেনে নেওয়া উচিত বিদেশ থেকে কি কি জিনিস আনলে শূল্ক দেওয়া লাগে না ? কিংবা বিদেশ থেকে সোনা আনতে শুল্ক কত?

04/04/2023

IATA ডলার রেইট বাংলাদেশের টাকার সাথে সমম্বয় করার জন্য সকল দেশের টিকিট এর মূল্য আরো একদাপ বেড়ে গেল,,

29/03/2023

জীবন আপনার সিদ্ধান্ত আপনার। কারো প্রলোভনে এবং না জেনে কোন সিদ্ধান্ত নিবেন না। জীবনে সপ্ন দেখা ভালো কিন্তু না বুঝে মিথ্যা সপ্নের পিছনে হাঁটবেন না।
https://www.facebook.com/banglavision/videos/1270832427152395/

24/03/2023

পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের অফিস টাইম সকাল১০:০০ হতে বিকাল ৫:০০ পযন্ত চলবে!

Want your business to be the top-listed Travel Agency in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Travel to  🇦🇪 Dubai 🇦🇪Helpline📲+8801842009461(WhatsApp)
Help Line: +8801842009461(WhatsApp)

Category

Telephone

Website

Address


Bazar Chowara, Word-27, Cumilla City Corporation
Cumilla
3500

Other Travel Agencies in Cumilla (show all)
Indian visa processing center,cumilla Indian visa processing center,cumilla
211 Gangchilbulding, Nazrul Avenue Kandirpar
Cumilla

#Medical/Medical_attendant_Visas_Processing * #Business_Visa_Processing * #Tourist_Visa_Processing

Cumilla Tours & Travel's Cumilla Tours & Travel's
Zilla Porishod Super Market In Front Of Diabetics Hospital
Cumilla, 3500

Comilla Tours & Travels new trail under the management of 12 Tourism Corporation approved by Bangladesh Tourism Corporation? This is our travel agency for those who are willing to ...

Rahman Travels Rahman Travels
Shop No. 50, Road 1, Kashipur Bazar, Homna
Cumilla, 3540

Rahman Travels is one of the trusted and reliable name in the travel agency trade of Bangladesh.

MR MayeenUddin Tours And Travels MR MayeenUddin Tours And Travels
Cumilla, 3500

মা-শিফা mashifa.bd

Raju International Travels Raju International Travels
Ma Market, Ground Floor Of Islami Bank, Balghor Bazar, Lalmai
Cumilla, 3570

আমাদের সেবা সমূহ * হজ্ব এবং উমরাহ প্যাকেজ। * এয়ার টিকেট। * ভিসা প্রসেসিং। * ই পাসপোর্ট প্রসেসিং।

Sabiha Travels & Tourism Sabiha Travels & Tourism
Bhuschi Bazar Lalmai
Cumilla, 3573

Services - All International & Domestic Route Air tickets , Visa processing

Mojumder Air Services Mojumder Air Services
Monnara
Cumilla, 3583

We provide our best level service in our areas. Plz be with us and enjoy your air service.

Hira Travels Hira Travels
মুন্সী মার্কেট (দ্বিতীয় তলা) কড়িকান্দি বাজার, তিতাস, কুমিল্লা।
Cumilla, 3517

We provide domestic & intentional air ticket Visa processing, Tourist Visa, Mainpower।

কুমিল্লা ট্রাভেল গ্রুপ/Comilla travel group কুমিল্লা ট্রাভেল গ্রুপ/Comilla travel group
Bagichagawn , Near Diabetic Hospital
Cumilla, COMILLA-3500

We provide a better version of travel experience, we explore for adventure🇧🇩

Mim aviation Mim aviation
Rajanigondha Tower, Lift-7, Unit-Kha, Kandirpar
Cumilla

Marjan Enterprise Marjan Enterprise
Vill+Post: Rampur, P. S: Burichong, Dist: Cumilla
Cumilla, 3531

We provied the loeast price of every countrys ticket।