BrainPlow
একটি সুস্থ সংস্কৃতি যুগে যুগে মানব পরিবার ও সমাজকে একটি সুস্থ ও সুন্দর পথের সন্ধান দিয়ে আসছে।
চট্টগ্রামের আন্দোলনের সমন্বয়ক!
Khan Talat Mahmud Rafy ভাই!
তিনি আজ যা করেছেন তা ভাষায় প্রকাশ করলে ও ক্ষুদ্র হবে!
যখন পু'লিশ মিছিল ছএ'ভঙ্গ করে দেয়,লা'ঠি চার্জ করে,সবাই ছড়িয়ে ছিটিয়ে যায়,তখন তিনি একা পুলিশের সামনে এসে শার্ট খুলে দাড়িয়ে যান!
পুলিশকে গু*লি চালাতে বলেন! তার অনুপ্রেরণায় সবাই আবার ফিরে আসে!
তিনি দেখিয়ে দিলেন সাহসীকতার, বীরত্বের, দেশপ্রেমের প্রকৃত পরিচয়!
বল বীর বল উন্নত মম শির!!!
রাফি ভাই আমাদের গর্ব
চবির গর্ব!!
কার্টেসি - মিথিলা ইসলাম
নিজেকে কিভাবে সেরা বানানো যায়?
১. ঘুম থেকে উঠে দশ মিনিট মেডিটেশন করুন। এরপর সারা দিনে কী কী করবেন, তার একটা তালিকা তৈরি করে ফেলুন। এ রকম সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক তালিকা করে নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যান।
২. আপনি জিমে যান। দৌড়ান। এগুলো কিছুই সম্ভব না হলে ঘণ্টাখানেক হাঁটুন। আর খাবারের তালিকা থেকে ভাজাপোড়া বাদ দিন। একান্তই খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে খান। তবে একবার ভাজার পর সেই তেল ফেলে দেবেন। প্রচুর পানি খান। চিনি বাদ দেবার চেষ্টা করুন। ছোট ছোট এরকম নিয়মেই আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যগত অনেকখানি পরিবর্তন আসবে। আপনার শরীর ভেতর আর বাইরে থেকে সুন্দর থাকবে।
৩. নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। একা গড়ুন। ভয়ে ভয়ে গড়ুন। ভেঙে পড়ুন, আবার উঠে দাঁড়ান। নতুন উদ্যমে পথ চলা শুরু করুন। তবে যথাসম্ভব নিজের পথ নিজে তৈরি করুন। নিজের সংগ্রাম নিজে করুন। শর্টকাট ভুলে লম্বা রাস্তা ধরুন।
৪. লোকে কী বলল—এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অযথা মানুষের পরামর্শ নিয়ে বিভ্রান্ত হবেন না। বরং নিজের মনের কথা শুনুন। আর যে মানুষ আপনাকে আপনার চেয়ে ভালো বোঝেন বলে মনে করেন বা সঠিক পরামর্শ দেবেন বলে আস্থা আছে, তার কাছে পরামর্শ চাইতে পারেন। আত্মবিশ্বাসী হোন।
৫. নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। মনে রাখবেন, প্রতিটা মানুষের জীবন আলাদা। আপনি নিজেকে কেবল নিজের সঙ্গেই তুলনা করবেন। প্রতিটা দিন নিজেকে পরিণত করে তুলুন।
৬. অন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যের কর্মকাণ্ড, কথাবার্তা আপনার হাতে নেই। তাই যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে মন খারাপ করবেন না। আপনি আপনার আবেগ ও রাগ নিয়ন্ত্রণ করুন। উদার হোন। ক্ষমা করে দিন। কিন্তু বিষয়টা ভুলে যাবেন না।
৭. নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রাগ, ক্ষোভ, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। ইতিবাচকতায় নিজেকে আবৃত রাখুন। অন্যকে বিশ্বাস করুন। তবে চেক করতে ভুলবেন না।
hashtag hashtag hashtag
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি কয়েকটি কোর্স হলো—
CS50's Understanding Technology: কোর্সটি তাঁদের জন্য তৈরি, যাঁ প্রতিদিন প্রযুক্তি ব্যবহার করেন কিন্তু এর পেছনের বিজ্ঞান সম্পর্কে অবগত নন। কোর্সটির সময়সীমা ছয় সপ্তাহ। এই কোর্সটি করার পর শিক্ষার্থীরা আরও ভালোভাবে প্রযুক্তি বহার করতে পারবেন। এ কোর্সের মধ্যে হার্ডওয়্যার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, সিকিওরিটি, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের মতো বিষয় পড়ানো হবে।
CS50's Introduction to Programming with Scratch: ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Scratch-এর মাধ্যমে যে যে শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের কিছুই জানেন না, তাঁরা নিজেদের অ্যানিমেশন, গেমস, ইন্টারঅ্যাক্টিভ আর্ট ও স্টোরি তৈরি করতে পারবেন। এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থী প্রোগ্রামিংয়ের মূল বিষয়বস্তুগুলো এবং জাভা ও পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে জানতে পারবেন। তিন সপ্তাহের এ কোর্সে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। এ কোর্সের ফলে ভবিষ্যতে আরও জটিল প্রোগ্রামিং কোর্স করতে সক্ষম হবেন শিক্ষার্থীরা।
সীমিত সময়ের জন্য ৪০০০ টাকার কোর্সটি করতে পারছেন মাত্র ৮৯০ টাকায় ।
ঐতিহ্যবাহি ময়নামতি সার্ভে কুমিল্লা এর “ আমিনশীপ কোর্সটি ” করে ফেলুন ঘরে বসেই ।
* *এই কোর্সটিতে আপনার জন্য রয়েছে অনেক সুবিধা **
★ কোর্সের ক্লাস গুলো করা যাবে নিজের ইচ্ছে মত সময়ে
★ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ক্লাসে আসার ঝামেলা নেই ।
★ যে কোন জায়গায় বসে ক্লাস গুলো করতে পারবেন ।
★ ছেলে , মেয়ে , পুরুষ , মহিলা যে কোন বয়সের যে কেউ কোর্সটি করতে পারবেন ।
★ কোন বিষয়ে বুঝতে অসুবিধা হলে সরাসরি লাইভ ক্লাসে প্রশিক্ষক এর কাছে প্রশ্ন করে সমাধান করে নেওয়া যাবে।
আরো বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ।
জমি জমার কাগজপত্র ও মাপজোখ বিষয়ে দক্ষতা অর্জন করুন ঘরে বসেই । নিজেকে জমি জমার বিষয়ে দক্ষ করে তুলতে ঐতিহ্যবাহি ময়নামতি সার্ভে কুমিল্লা এর কোর্সগুলোই যথেষ্ট।
সামনে বার্ষিক পরীক্ষা, সবাই ছেলে ও মেয়েদের পড়ার প্রতি দয়া করে একটু খেয়েল করুন যাতে একটি ভাল রেজাল্ট করতে পারে।সাথে সমাজের ছেলে ও মেয়েদের একটু পড়ার খবর নিয়েন,আল্লাহ এর প্রতিদান আপনার সন্তানদের দেবে।
আল্লাহ হুআকবর।
বীজের পুরুষ কোয়েল পাখির জন্য যোগাযোগ করুন। লোকেশন বুড়িচং , কুমিল্লা । 01729-158473,01826631831
৫,১০,৩৫ দিনের কোয়েল পাখির জন্য ইনবক্স অথবা
01729-158473,01826-631831
যোগাযোগ করুন। লোকেশন বুড়িচং ,কুমিল্লা।
১৭/২২ দিনের কোয়েল পাখির জন্য ইনবক্স অথবা 01729158473,01826631831
যোগাযোগ করুন। লোকেশন বুড়িচং ,কুমিল্লা।
It's now easier to call Monshi Quail Khamar and hachari / মুন্সি কোয়েল খামার এবং হ্যাছারী.
৫ দিন / ৭ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করুন। লোকেশন বুড়িচং , কুমিল্লা । 01729-158473,01826631831
2 দিন বয়সের বাচ্চার জন্য যোগাযোগ করুন। লোকেশন বুড়িচং , কুমিল্লা । 01729-158473,01826631831
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
3520