Chandra-চঁন্দ্র
Nearby media companies
3500
Comilla
3500
3500
Comilla
Dhaka 1000
comilla, Comilla
3542
Haziganj, Chandpur
I would like to present my feelings of love and favourite song with my online friends on this page.
কিভাবে বুঝবেন আপনি একজন লায়লা?
* আপনার অনেক ধৈর্য্য৷ স্বল্প সময়ে রাগ উঠলেও পরে সেটা বরফের মতন গলে যায়৷
* আপনি অনেক প্যারা নিতে ভালোবাসেন৷ দুনিয়ার যত প্যারা আপনি একাই নিয়ে ঘুরেন৷
* আপনি আস্ত বেহায়া মানুষ৷ আপনাকে যত যাই বলুক আপনি অপমান চুপ করে সহে যান৷ ক্ষতস্থানে বারবার ফিরে যান৷
* আপনার দিল খোলা৷ যাকে ভালোবাসেন তাকে মন থেকেই ভালোবাসেন৷ যদিও এসবের জন্যে কষ্ট ও পান৷
* আপনি ভালোবাসার কাঙাল৷ যাকে ভালোবাসেন সে আপনাকে শত অপমান করলেও আপনার তাকেই লাগবে৷
* পরিপাটি স্বাভাবের আপনি৷ যত প্যারায় থাকুন না কেন৷ সত স্যাড থাকুন না কেন! আপনি নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করেন৷
এগুলোর কোনো একটা মিলে গেলেও আপনি আসলে একটা লায়লা৷ এখন আপনার খালি মামুনের অপেক্ষা 🤭
Credit goes to the owner.
ঈদ মোবারক প্রিয় রেমিট্যান্স যোদ্ধা
প্রবাসী ভাইদের
দেখার দৃষ্টি ভঙ্গির উপর নির্ভর করে, কেউ দেখবে সবার মাঝে থেকেও একা ,আবার কেউ দেখবে সবার মাঝে অদ্বিতীয়।
অনেকদিন পর আগমন💙🤍
দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মা/ রা গেল ছোট সতীন একদিন।
মা/ রা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল,'আমারে মাফ কইরা দিয়েন। আমার পোলাডারে আপনের হাতে দিয়া গেলাম। আইজ থেইক্কা আপনেই ওর মা।'
বড় সতীনের ঘরে দুই সন্তান। আড়াই বছরের এক ছেলে। পাঁচ বছরের এক মেয়ে।
এখন তার তিন সন্তান হল।
ছোট সতীন মারা যাবার পরে তার কোল থেকে নেমে গেল আড়াই বছরের ছেলে। সেখানে প্রতিস্থাপিত হল সতীনের তিন বছরের সন্তান।
সে এটাকে কোলে কোলে রাখে। মুখে তুলে খাওয়ায়। কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায় কিন্তু সতীনের ছেলেকে নেয় কোলে তুলে।
এভাবেই আস্তে আস্তে বড় হল সে। কিন্তু সৎমা তাকে কোনও কাজ করতে দেয় না। নিজের ছেলেমেয়েদের দিয়ে কাজ করায়। কিন্তু তাকে দেয় মুখে তুলে খাইয়ে। এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না। পাড়া-প্রতিবেশী, আত্মীয় -স্বজন সবাই প্রশংসা করে সৎমায়ের।
'তুমি তো অনেক ভালা মানুষ। মা মরা পোলাডারে কত্ত আদর কর। এরেই তুমি আরও বেশি ভালবাস। কে কইব তুমি অরে প্যাডে ধরনাই।'
'ভুল ভাবতাছেন আপনেরা।' মুখ খুলল বড় বউ। 'আমি শোধ নিতাছি। অর মায়ে আমার স্বামী কাইড়া নিছিল। আমারে পাঁচটা বচ্ছর জ্বালাইছে। আমি সেই শোধ নিতাছি এই পোলারে দিয়া। আমার পোলা মাইয়া জীবনে চলতে শিখব। কিন্তু অরে আমি আদর দিয়া পঙ্গু বানাইয়া দিতাছি। অয় জীবনে চলতে গিয়া পদে পদে আছাড় খাইয়া পড়ব। উইঠ্যা দাঁড়াইতে পারব না।' বলে মুচকি হাসে বড় বউ।
যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, বিছানা তুলে দেন ভার্সিটি পড়ুয়া মেয়ের। আমার ছেলে/মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না বলে গল্প করেন যে মা। আপনি এক বেলা বাসায় না থাকলে আপনার ছেলেমেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না বলে গর্ব করেন যে মা। আপনারা আদতে কিন্তু মা না।
সৎমা।
আপনি নিজে খুব ক্ষতিকারক আপনার সন্তানের জন্য।
এটাও ব্যাড প্যারেন্টিং।
Courtesy: মাসুমা মাইমুর
কিছুক্ষন আগে আমার তোলা,
মার্ক জাকিরের ছবি😆
রোজা আসলেই, শয়তান তার দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ীদের কাধে দিয়ে দেয়।
আমার চকলেট খুজে পাচ্ছিনা 🧐
Just wow colour 😍
I gained 34 followers, created 74 posts and received 1,001 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
I got 9 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
আমি তোমাকে ছাড়া বাঁচবো না" উদ্ধৃত লাইনটি "আলগাপিরীত" গ্রন্থের "ধোঁকাবাজ" গল্পের প্রথম লাইন থেকে নেওয়া🤭
Chocolate day special from https://www.facebook.com/profile.php?id=100064983270085&mibextid=LQQJ4d
তারপর ও আমি শীতকেই ভালোবাসি🤍😌
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Cumilla
3519
Bodurpor Bazar
Cumilla, 3510
আপনার স্টোরিটা শেয়ার করতে পারনে💁♂️📩 নিজের গল্প গুলো ইনবক্স করতে পারেন 💁♂️📩