Sudra T.A High School
Nearby schools & colleges
comilla, Comilla
Hi
Comilla 015752
Comilla
Comilla
Comilla
Comilla
Shaikaripara Bhuiyan Bari
Dhaka
3623
Brahmanbaria
Comilla, Comilla
Established Date: 1970
EIIN Code: 105120
School Code: 8301
সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ এর ফলাফল।
মোট পরিক্ষার্থী : ৫৬ জন
মোট উত্তীর্ণ : ৫৫ জন
অকৃতকার্য : ১ জন
পাসের হার : ৯৮.২১%
অভিনন্দন
জনাব জিয়াউল হক ভূঁইয়া
নবনিযুক্ত প্রধান শিক্ষক
সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়।
বই উৎসব - ২০২৪, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়।
Bangladesh Nao Chine || Dance Performance || Ex Student Re Union-2023 || Sudra T.A High School
JHUMKA || Dance Performance || Ex Student Re Union-2023 || Sudra T.A High School
প্রিয় বৃহস্পতিবার, কোথায় গেলো তোমার হাফ টইমের পর স্কুল ছুটির আনন্দ!🖤
Memories of Ex Student Reunion - 2023
ধন্যবাদ, সবাইকে যাদের অক্লান্ত পরিশ্রম এমন একটি মিলনমেলা হয়েছে।
ইনশাআল্লাহ, এমন অনুষ্ঠান বার বার হবে।
আলহামদুলিল্লাহ!!
অত্যন্ত সুন্দর এবং সৌহার্দপূর্ণ পরিবেশে সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন কতৃক সফলভাবে আয়োজিত হলো "এক্স স্টুডেন্ট রি-ইউনিয়ন -২০২৩"
অনুষ্ঠানটি সুন্দর ও সফল ভাবে আয়োজন করার জন্য "সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়" এর পক্ষ থেকে Ex Student Association of Sudra T. A High School কে অসংখ্য ধন্যবাদ। একইসাথে ভবিষ্যতেও এরকম অনুষ্ঠান নিয়মিত আয়োজন করার জন্য আবেদন রইলো।
Ex Students Reunion 2023 🤟
অপেক্ষার প্রহর খুব সন্নিকটে 🤟
এক্স-স্টুডেন্ট এশোসিয়েশন, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মিলন মেলা ও শিক্ষক সম্মাননা ২০২৩ এর সময় সূচি:
১/ সকাল ৯.০০ -৯.৫০: আইডি কার্ড/এন্ট্রি কার্ড/টিফিন ও খাবার টোকেন সংগ্রহ।
২/ সকাল ৯.৫১-৯.৫৯: আসন গ্রহন।
৩/ সকাল ১০.০০: প্রোগ্রামের শুভ উদ্বোধন।
৪/ সকাল ১০.০১-১০.০৫: পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ।
৫/ সকাল ১০.০৬-১০.১৫: প্রয়াত সম্মানিত সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের স্মরনে দোয়া ও মুনাজাত ।
৬/ সকাল ১০.১৬-১০.২০: সন্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন।
৭/ সকাল ১০.২১-১০.৫০: পরিচয় পর্ব।
৮/ সকাল ১০.৫১-১১.০০: সভাপতির স্বাগত বক্তব্য।
৯/ সকাল ১১.০১-১২.০০: এক্স-স্টুডেন্টসদের মধ্য থেকে স্মৃতিচারণ।
১০/ সকাল ১২.০১-১২.৩০: বিদায়ী শিক্ষকগনের সম্মাননা, ক্রেস্ট ও উপহার প্রদান।
১১/ দুপুর ১২.৩১-২.৩০: নামাজ ও দুপুরের খাবারের বিরতি।
১২/ বিকেল ২.৩১- ৩.৩০: মহিলা, পুরুষ ও শিশুদের মধ্যকার খেলাধুলার আয়োজন।
১৩/ বিকাল ৩.৩০-৪.৩০: মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।
১৪/ বিকাল ৪.৩১-৫.০০: রেফেল ড্র।
১৫/ সন্ধা ৫.০১-৬.০০: পুরুস্কার বিতরনী।
১৬/ সন্ধা ৬.০১-৬.১৫: সমাপনী বক্তব্য ও প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা।
বি: দ্র: আয়োজক কমিটি যে কোন পরিস্হিতি বিবেচনায় উক্ত সূূচি পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করতে পারে।
বিদায়,
প্রিয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যার 😪
বিদায় বেলায় স্যারকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, সহ সকলে মিলে স্যারের বাসা পর্যন্ত পৌঁছে দেয়ার দৃশ্য। ❣️
সুদীর্ঘ ৪৩ বছরের পথচলা শেষ হলো!!
সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, জনাব নজরুল ইসলাম ভূঁইয়া আজ বিদায় নিলেন৷ দীর্ঘ ৪৩ বছর অসংখ্য সফল মানুষ গড়ে আজ তিনি বিদায় বললেন।
আজ শেষ কর্মদিবসে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে আমাদের সকলের প্রিয় 'নজীর স্যার' এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷
স্যারের অবসর জীবন ভালো কাটুক৷ পরিবার পরিজন নিয়ে স্যার যেন তার অবশিষ্ট জীবন আনন্দে কাটাতে পারেন, এই কামনা থাকবে আমাদের সকলের। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা ও দোয়া। ❣️
একটি বিশেষ ঘোষণা:
নির্ধারিত তারিখের মধ্যে অনেক রেজিস্ট্রেশন করতে পারে নাই। তাদের জন্য এই একটি বোনাস সুযোগ। এইটি রেজিস্ট্রেশন করার সবশেষ সুযোগ।
"আগামী ৪ অক্টোবর রোজ বুধবার বেলা ১২.০০ টা হইতে রাত ৮.০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন ( অনলাইন/বুথের মাধ্যমে) করা যাবে।"
যারা আগে রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
আজকে রেজিস্ট্রেশন এর লাস্ট ডেট। আজকের পরে আর কেউ চাইলেও রেজিস্ট্রেশন করতে পারবেনা।
যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক এখনি করুন এবং বন্ধু দেরকে জানিয়ে দিন আজকেই রেজিস্ট্রেশন শেষ।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন মিলন মেলায় অংশ গ্রহনের লক্ষ্যে মেম্বার রেজিস্ট্রেশনের মেয়াদ আরও ৩ দিন বৃদ্ধি করা হলো। আগামি দিন শুক্রবার সকাল ৮ টা থেকে আগামি রবিবার রাত ৮ টা পর্যন্ত এ সময় বহাল থাকবে।
উল্লেখ্য যে এর পর আর কোন সময় বাড়ানো হবে না। রেজিস্ট্রেশন আগের নিয়মেই অনলাইনে করতে হবে। প্রয়োজনে বুথ সমূহে আগের মতই প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।
আপনি কি আপনার রেজিস্ট্রেশন করেছেন..??? অল্প কিছু দিনের মধ্যেই রেজিস্ট্রেশন এর সময় শেষ হয়ে যাবে। রেজিস্ট্রেশন এর সর্বশেষ সময় ২০-৯-২০২৩ইং।
এখনি আপনি রেজিস্ট্রেশন করুন এবং আপনার বন্ধু, বান্ধবী এবং পরিবারকে করার সুযোগ করে দিন।
স্কুলে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা নিচের লিংক থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
দেখা হচ্ছে সবার সাথে একুশে অক্টোবর। মজা হবে, মাস্তি হবে, আড্ডা হবে এবং ফিরে যাবো স্কুলের দিনগুলোতে।
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYiVyDkKLDLrqqNCsZfwm4JsewHn1kttniqSFyu4rqSdnD1w/viewform
সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের শিক্ষাগুরু, মোঃ আব্দুল জলিল মাস্টার সাহেব, আর আমাদের মাঝে বেঁচে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ সকাল ৯.১৫ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
স্যারের জানাজা র নামাজ আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় উনার নিজ বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
স্যারের মৃত্যুতে সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয় পরিবার গভীর ভাবে শোকাহত।
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন স্যারকে বেহেস্ত নসিব করে আমীন,, এবং তাহার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে আমিন। ভাবতেই পারিনা স্যার আমাদের মাঝে আর বেঁচে নেই।
শ্রদ্ধেয় বড় ভাই-বোনেরা
স্নেহের ছোট ভাই -বোনেরা সবাই কে
সালাম। আসলামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ (অঃ)।
আপনারা সবাই জানেন যে আমরা Ex. Student's সুদ্রা টি আলী উচ্চ বিদ্যালয়ের একটি মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। কার্যকরী কমিটির এক জরুরি সভায় আলোচনার মাধ্যমে আজ আমাদের সেই দিনটা নির্ধারন করা হয়। ইনশাআল্লাহ আগামী ২১ অক্টোবর রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা হইতে সারাদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কি কি থাকছে ও কোনটা কখন হবে তা পোস্ট করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে, নিম্নে প্রদত্ত ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। এই ফরমটি আমাদের স্কুলে ও ব্যাচ ভিত্তিক দায়িত্ব প্রাপ্তদের কাছেও পাওয়া যাবে। এটি পূরণ করা খুবই সোজা। লিং এ ক্লিক করুন তারপর আপনার ইনফরমেশান প্রদান করুন। তার পর সাবমিট করুন। কেউ চাইলে সশরীরে স্কুলে এসেও রেজিষ্ট্রেশন করতে পারবেন।
এই অনুষ্ঠান কে সফল করতে হলে দল মত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কে একমত হয়ে কাজ করতে হবে। তবেই আমরা আমাদের স্কুলের ছাত্র হিসেবে পরিচয় দিতে পারব এবং অনুষ্ঠানের সফলতা নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ।
সবাই কে ধন্যবাদ।
Last date of Submission: 20 September 2023 অনুগ্রহ করে পেমেন্ট না করে কেউ রেজিষ্ট্রেশন করবেন না। রেজিষ্ট্রেশন ফি নিজের জন্য 500, স্পাউস ৩০০ এবং সন্তানের জন্.....
আসসালামু আলাইকুম।
রমজান মোবারক ও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
পবিত্র মাহে রমজানের ঈদের পরদিন "সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের" জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম ভূঁইয়া এর পক্ষ থেকে চা এর আয়োজন করা হয়েছে। সকল এক্স স্টুডেন্ট উক্ত চা-চক্রে বিশেষ ভাবে আমন্ত্রিত।
স্থান: সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়
সময়: সকাল ১০ টা
ধন্যবাদান্তে
জনাব নজরুল ইসলাম ভূঁইয়া
প্রধান শিক্ষক
সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Sudra, Barura
Cumilla
3561
Opening Hours
Monday | 09:00 - 04:00 |
Tuesday | 09:00 - 04:00 |
Wednesday | 09:00 - 04:00 |
Thursday | 09:00 - 02:00 |
Saturday | 09:00 - 04:00 |
Sunday | 09:00 - 04:00 |
Cumilla
আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান
Mawlana Shaheber Bazar, Panchthubi, Laksam
Cumilla, 3570
It is a traditional educational institution in the west Laksam of Cumilla District. It has some well qualified and well trained teachers. The qualification of teaching and learning...
Hasanpur To Bangodda
Cumilla
"Darul Hikmah School & College" is the latest educational institution
Rampur, Burichong
Cumilla, 3531
”শিক্ষার জন্য এসো সেবার জন্য বেড়িয়ে যাও”
Harishchar
Cumilla, 3570
Today's Progress was yesterday's plan
Mokara Road, Aliyara Bridge, Nangolkoat
Cumilla, 3581
Women islamic college near Hasanpur
Shaitshala, Brahmanpara
Cumilla, 3526
Shaitshala Adarsha High School and College, Brahmanpara, Comilla, Bangladesh. ষাইটশাল?