Careful ッ

Careful ッ

আমরা সারা বাংলাদেশে স্বল্প খরচে ও কম সময়ে বিভিন্ন প্রাকৃতিক এবং ১০০% বিশুদ্ধ ফুড সরবরাহ করে থাকি।আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।

29/08/2024

বন্যাকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী চিড়া মুড়ির এবং মোমবাতির দাম অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দিয়েছে। এদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

28/08/2024

আনন্দের মাঝেও শেষ সময় এমন দুঃসংবাদ শুনতে হবে চিন্তাও করি না-ই 😥
আজে দুপুরের পর থেকে মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল গুলোতে ২০০ জন এর জন্য বারি খাবার বিতরণ শেষ সময় এসে একটি বাড়িতে পৌছানোর পর শুনতে পাই সকল মা বোন এগিয়ে এসে অশ্রু সিক্ত চোখে বললো এ-ই প্রথম তারা কোনো হাদিয়া / খাদ্য পায়। 😥
শুনে ওনেক খারাপ লাগলো তখন 🤲

বি:দ্র:
ছবিটা আমাদের টিমের সাথী বাই তুলেছে
আমরা যারা ভালো আছি তাদের দিকে এগিয়ে আসার জন্য আহবান করছি ।

Photos from Careful ッ's post 27/08/2024

আলহামদুলিল্লাহ নিজেদের চেষ্টায় বন্যা তো মানুষদের পাশে দাঁড়ালাম

17/08/2024

With Mohammad Imam Hossain – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

09/08/2024

❗ব্রেকিং নিউজ❗
রাষ্ট্র সংস্কা‌রের জন‌্য ৬ (ছয়) বছ‌রের ক্ষমতা পা‌চ্ছেন অধ‌্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সূত্রঃ চ‌্যা‌নেল ২৪

Photos from Careful ッ's post 13/07/2024

রাত 9:30 pm USB কুরিয়ার এ আম রুপালি আম এবং বারি-4 আম রিসিভ করলাম, রুপালি আমের দাম দিন দিন শুদু বাড়তেই আছে, সবচেয়ে সুমিষ্ট এই আমের সিজন শীগ্রই শেষ হতে যাচ্ছে, দাম যদিও এখনো কিছুটা নাগালের মধ্যে আছে কিন্তু আর ৩-৪ দিন গেলে এই দামে আর পাবেন না।

১৫--২০ কেজি, ও ১ কেরেট যারা নিবেন খুচরা ক্রেতাদের চেয়ে কমে তারা পাবেন, ।

যোগাযোগ 01643526322।।

Photos from Careful ッ's post 24/06/2024

#আম্রপালি
আমরা সরাসরি বাগান থেকে সংগৃহীত প্রিমিয়াম কোয়ালিটির সুমিষ্ট আম্রপালি আম আপনাদের সরবরাহ করছি।

শতভাগ পরিপক্বতা ও মিষ্টতা গ্যারান্টেড 🥭

ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির আম আমরা আপনাদের সরবরাহ করব৷

👍শতভাগ আস্থা ও ভরসার সাথে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

🥭 আমের সাইজ ৪-৫ টায় কেজি হবে ইনশাআল্লাহ।

☎️ মোবাইল - 01643526322 বিকাশ
01643526322 (নগদ, হোয়াটসঅ্যাপ)

✍️ মিনিমাম অর্ডার ১২ কেজি।
প্যাকেজ-১
আম্রপালি ১২ কেজি ১৫৬০ টাকা(কুরিয়ার পর্যন্ত), হোম ডেলিভারি সহ ১৭০০ টাকা।

প্যাকেজ-২
১ ক্যারেট ২২ কেজি ২৮৬০ টাকা(কুরিয়ার পর্যন্ত), হোম ডেলিভারি সহ ৩০৬০ টাকা।

✈️ প্রবাস থেকে আপনারা চাইলে আমাদের ব্যাংক একাউন্টে পেমেন্ট করেও অর্ডার করতে পারেন।

☎️ গার্ডেন ফ্রেশ শতভাগ পরিপক্ব আম অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন 01643526322 (What's App/Imo).

#আম #আমরুপালি #আম্রপালি

Photos from Careful ッ's post 22/06/2024

#আম্রপালি
আমরা সরাসরি বাগান থেকে সংগৃহীত প্রিমিয়াম কোয়ালিটির সুমিষ্ট আম্রপালি আম আপনাদের সরবরাহ করছি।

শতভাগ পরিপক্বতা ও মিষ্টতা গ্যারান্টেড 🥭

ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির আম আমরা আপনাদের সরবরাহ করব৷

👍শতভাগ আস্থা ও ভরসার সাথে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

🥭 আমের সাইজ ৪-৫ টায় কেজি হবে ইনশাআল্লাহ।

☎️ মোবাইল - 01643526322 বিকাশ
01643526322 (নগদ, হোয়াটসঅ্যাপ)

✍️ মিনিমাম অর্ডার ১২ কেজি।
প্যাকেজ-১
আম্রপালি ১২ কেজি ১৫৬০ টাকা(কুরিয়ার পর্যন্ত), হোম ডেলিভারি সহ ১৭০০ টাকা।

প্যাকেজ-২
১ ক্যারেট ২২ কেজি ২৮৬০ টাকা(কুরিয়ার পর্যন্ত), হোম ডেলিভারি সহ ৩০৬০ টাকা।

✈️ প্রবাস থেকে আপনারা চাইলে আমাদের ব্যাংক একাউন্টে পেমেন্ট করেও অর্ডার করতে পারেন।

☎️ গার্ডেন ফ্রেশ শতভাগ পরিপক্ব আম অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন 01643526322 (What's App/Imo).

10/06/2024

দয়া করে যারা বাজারের আম আর আমাদের আমকে এক কোয়ালিটির মনে করেন আপনারা আল্লাহর ওয়াস্তে নক দিয়েন না।

©️ Md Yeasin Mia

ক্যামিক্যাল মুক্ত আম লাগবে
আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, দিয়ে অর্ডার কনফার্ম করুন 01643526322 Call/ Watsapp

07/06/2024

আসসালামু আলাইকুম
সরাসরি রাজশাহী বাগান থেকে
প্রিয় গ্রাহক,
ইনশাআল্লাহ
আমাদের কাছে পাবেন ক্যামিকেল মুক্ত তাজা আম।
➡️ সরাসরি বাগান থেকে সরবরাহ করা হচ্ছে।
➡️ ১০০% কার্বাইড মুক্ত আম।
➡️ স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে জেলা ও উপজেলা সদর
পর্যন্ত ডেলিভারি করা হবে।
➡️ জেলা সদরের শহর গুলোতে হোম ডেলিভারি দেয়া হবে।

✍️সর্বনিম্ন ১২ কেজির প্যাকেজ থাকবে।
✍️ ১২ বা ২৪ অথবা ৪৮ পর্যায় ক্রমে.... প্যাকেজিং
✍️ ২৫% পেমেন্ট অগ্রিম করতে হবে।

বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করুন অথবা নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন-
01643526322 (WhatsApp/ Imo)

Photos from Careful ッ's post 03/06/2024

ঈদ-আনন্দ ঈদ-উৎসব
প্রয়োজনে ইনবক্স।

🎟️ বি:দ্র।
👉নিজস্ব পছন্দ মতো কোনো ডিজাইন থাকে দিতে পারেন।
👉পাইকারি সেল হবে।
Size: L,M,XL Available
যোগাযোগ করুন 01643526322 WhatsApp

Photos from Careful ッ's post 29/05/2024

#প্রবাসি ভাইয়েরা আস্থা রাখতেছে আলহামদুলিল্লাহ 💕

আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহের কারণে আমাদের সাতক্ষীরার অরজিনাল হিমসাগর আম (৪র্থ চালান)চলে আসতেছে , হাতে পৌছে দিবো নির্ধারিত কাষ্ঠমারের কাছে ইনশাআল্লাহ,,,,,,,

আরেকটি খুশির খবর হচ্ছে রাজশাহীর বিখ্যাত বোম্বে লিচু পাবেন আমাদের কাছে

তাই যারা যারা সাতক্ষীরার হিমসাগর এবং রাজশাহীর লিচু নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন 01643526322 WhatsApp
বা ইনবক্সে নক দিন

29/05/2024

হিম সাগর আম
মধুময় আমটি অর্ডার করতে এখন আমি যোগাযোগ করুন 01643526322

28/05/2024

আলহামদুলিল্লাহ

Photos from Careful ッ's post 25/05/2024

আমরা সরাসরি বাগান থেকে সংগৃহীত প্রিমিয়াম কোয়ালিটির সুমিষ্ট হিমসাগর আম আপনাদের সরবরাহ করছি। শতভাগ পরিপক্বতা ও কড়া মিষ্টতা গ্যারান্টেড 🥭

আপনাদের যাদের সরাসরি বাগান থেকে সংগৃহীত গার্ডেন ফ্রেশ হিমসাগর আম লাগবে তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির হিমসাগর আম আমরা আপনাদের সরবরাহ করব৷

☎️ গার্ডেন ফ্রেশ শতভাগ পরিপক্ব হিমসাগর আম অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন 01643526322 (What's App/Imo).

16/12/2023

খুব শিঘ্রই আসছি ফটো ইডিটিং নিয়ে।সম্পুর্ণ ফ্রিতে ফটো এডিট করে নিতে ইনবক্সে মেসেজ দিন।সাথে নিচের বিষয়গুলো সম্পর্কে যে কোনো কিছু জানতে ও সাহায্যের জন্য মেসেজ দিতে পারেন।ভালো কিছু দিতে পারবো ইন শা আল্লাহ।
❤️
♦️যে কোনো ধরনের ফটো এডিট
♦️ডিজিটাল মার্কেটিং
♦️অনলাইন বিসনেস
♦️ইমেইল মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিং

বর্তমান যুগ টা অনলাইন মুখী হওয়ায় বেশিরভাগ কাজ এখন অনলাইনের মাধ্যমেই করা হয়।ব্যাবসা বানিজ্য থেকে শুরু করে ব্যাক্তিগত যে কোনো কাজ অনলাইনেত মাধ্যমে খুব সহজে করে নেওয়া যায়।ফলে অনলাইনে বিশাল একটা কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে।
আপনিও পারেন একজন দক্ষ অনলাইন কর্মী,আর ঘরে বসেই ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা।
তাহলে আর দেরি কেনো,এখনি আপনার সিদ্ধান্ত নিয়ে নিন।

11/11/2023

দু'শ ডলারের লোক্যালি প্রোডিউসড ইয়াসিন-১০৫ আরপিজি, যা কিনা রুশ ট্যান্ডম-৮৫ আরপিজির উপর বেস করে তৈরী করা...এর সামনে সাড়ে তিন মিলিয়ন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্সনের মারকাভার অসহায়ত্ব দেখার মত। সর্বোচ্চ দেড়শ' মিটার দূর থেকে ছোড়া সম্ভব হলেও ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটে এর পিনপয়েন্ট হিট প্রোব্যাবলিটি, এক্যুরেশি, ড্যামেজ অতুলনীয়।

ট্যাংকের আউটার সাইডের ডাবল স্টিলের রোল্ড হোমোজিনিয়াস আর্মার, মড্যুলার কম্পোজিট আর্মার, সিরামিক স্টিল নিকেল প্লেট কম্পোজিট সম্বলিত ক্লথ ম্যাট্রিক্স আর্মার ভেদ করে ইন্টারনাল সলিড আয়রন আর্মারের ৬০ সেন্টিমিটার ভেতরে পেনেট্রেট করার ক্যাপাবিলিটি রয়েছে হা মা সে র তৈরী এই আরপিজির।

অথচ, মারকাভাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কাউন্টারমেজার; যার নাম ট্রফি প্রটেকশন সিস্টেম। যা এতটাই অ্যাডভান্সড যে ড্রোন থেকে ড্রপাবেল কোনো অ্যামুনেশন কিংবা আরপিজি, এটিজিএম ডিজেবল করে দিতে পারে মুহূর্তেই। অথচ দিনশেষে ব্যাটেলগ্রাউন্ডে কিছুই কাজে আসছেনা।

এগুলো দেখলে মাথায় আসে সূরা আনফালের সেই ১৭ নাম্বার আয়াত। যেখানে আল্লাহ তা'য়ালা বলেন—
“তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তাঁর পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন...উত্তম পরীক্ষা। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ”

10/11/2023

🦋
_সে ছিলো এক রহস্যময়ী।কি অদ্ভুত ছিলো মুখের হাঁসি।এক নিমিষেই কেড়ে নিতে পারতো যে কারো নজর😊।কি দারুন ছিলো তার কথা বলার ধরন।তার কথায় যেনো মুক্তা ঝড়ে পড়তো।😊।তার ড্যাব ড্যাব চাহুনি ছিলো অন্য রকম এক সুন্দর্যের সাক্ষী।যার চাল চলন তৈরি করতো এক একটি নতিন অধ্যায়।
কোথায় কমতি ছিলো🤔
নাহ অনেক ভেবেও যার কোনো কমতি খুজে পাইনি।
সে এক রহস্যময়ী।
সম্পর্কটা খুব ভালোই ছিলো।দারুন কগুনশুটি হতো আমাদের।
দুজন যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না।
কি গভীর এক সম্পর্ক।সকালে ঘুমা থেকে উঠেই প্রথম কাজ ছিলো মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া ঘুম থেকে উঠার কথা।তারপর যখন জিজ্ঞাসা করতো,"তুমি কি নাস্তা করেছো?"
❝না❞
তারপর হয়ে যেত এক হুল স্থুল কান্ড।
সারাদিনের ক্লান্তিগুলো যখন তুচ্ছ ছিলো তার পাগলামীর কাছে।
সব কস্ট নিমিষে অদৃশ্যে মিলিয়ে যেতো।যেনো এক রুপ কথার গল্প।
তারপর সন্ধ্যে নামলেই দুজনের গল্প।রাত নেমে আসতো আর চোখে ঘুম ভর করতো।
ঘুম ঘুম চোখে ঘুম পাড়িয়ে দেওয়া কিংবা ছবিটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া,,,,, এসব তো নিত্য দিনের কর্ম ছিলো।
একটা পাগল আর একটা পাগলী মিলে মনে মনে
কত স্বপ্ন দেখে ফেলেছিলো আর ঘর বাঁধা হয়ে গিয়েছিলো।
তারা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলো তাদের একটা মেয়ে সন্তান হবে।এক সাথে অনেক দিন বাঁচবে আর ছেলে মেয়েদের কাছে তাদের ইতিহাস বলবে🥰।
আহ!মায়া কি অদ্ভুত জিনিস, মুহুর্তে সুখের সাগরে নিয়ে যায় কিন্তু আর ফিরিয়ে আনতে পারে না।

এভাবে চলে যায় এক বছর,দু বিছর তারপির ৩ বছরও।
কিন্তু কথায় আছে না,কপালে সুখ বেশি দিন সয় না।

হঠাত একদিন তাদের মাঝে তৃতীয় কোন ব্যাকতির আগমন।সব জেনেও তাকে ছিনি নেওয়া হলো।
তারপর আলাদা হয়ে গেলো দুটি রাস্তা।
মুহুর্তে স্বপ্ন ভেংগে খান খান হয়ে গেলো।তারপর সমাপ্ত হলো দুটি জীবনের গল্প।হারিয়ে গেলো জীবনের আনন্দ।একজন হয়ে গেলো পাগল আরেকজন হয়ে গেলো বাড়ির কাজের মহিলা।অনিচ্ছা সত্বেও জোর করেই গৃহপালিত পশুর মতো আঁটকে রাখা হলো।

ঠিক এইভাবেই।হ্যাঁ ঠিক এভাবে প্রতিদিন হাজার গল্প তৈরী হচ্ছে আমাদের চারপাশে।
❝সত্যি বলতে আজ আমরা কেউ ভালো নেই❞

16/10/2023
27/09/2023

⭕ স্ত্রী চাকুরী করলে স্বামীর হক কতোটা আদায় হয় সেটা ভুক্তভোগী স্বামীকে জিজ্ঞেস করুন; কোন নারীবাদীকে নয়।

⭕মা চাকুরী করলে সন্তান কি পরিমাণ মায়ের আদর ও স্নেহ থেকে বঞ্চিত হয় সেটা ভুক্তভোগী সন্তানকে জিজ্ঞেস করুন; কোন নারীবাদীকে নয়।

⭕ চাকুরী করে পর্দা করাটা কতোটা কঠিন যিনি চাকুরীসহ পর্দা করছেন তাকে জিজ্ঞেস করুন; কোন নারীবাদীকে নয়।

বস্তুত উপলব্ধিহীন চোখে দেখলে মনে হয়-- দু’জনই উপার্জন করলে সমস্যা কোথায়? টাকা বেশি আসবে, পরিবারে সুখের ঢেউ বইবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

বলাবাহুল্য, পরিবারে স্ত্রী হচ্ছে অনেকটা সোনার কুড়ালের মতো। এটা গিয়ে গাছ কাটলে হয়তো কিছু কাঠ/লাকড়ি মিলবে, কিন্তু পরোক্ষভাবে আপনি যে কুড়ালটা ক্ষয় করে স্বর্ণ হারাচ্ছেন এটা দেরীতে হলেও টের পাবেন।

একটা সময় পরে হয়তো টের পাবেন ঠিক কিন্তু হারিয়ে যাওয়া জিনিস আর চাইলেই ফিরে পাবেন না।তাই যা করার ভেবে চিন্তে করা উচিত।

15/09/2023

🥰🥰

10/09/2023

একটিভ আছি।
ফলো দিলে ফলো ব্যাক পাবেন।
টার্গেট ১০০০ ফলোয়ার

01/09/2023

ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই। তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য-পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া-অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। তবে সবসময় সতর্ক থাকতে হবে, বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে— সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয়।

বিড়ালের ওপর কোনো ধরনের অবিচার হলে গুনাহগার হতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে

❝এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে। কারণ, বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার-পানীয় দেয়নি। আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে।❞
(মুসলিম, হাদিস : ৫৭৪৫)

এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিসবিশারদ আল্লামা ইবনে হাজার (রহ.) বলেন, ইমাম কুরতুবি (রহ.) বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। (ফাতহুল বারি : ৬/৪১২)

পশু-পাখিসহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহও দয়া করেন। অজস্র সওয়াবে ঋদ্ধ করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন—

দয়াবানদের ওপর দয়াময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
(সুনান আবু দাউদ, হাদিস : ৪৯৪১)

আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে,
❝সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! পশুপাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, “প্রতিটি তাজা কলিজায় সওয়ব রয়েছে।❞
(বুখারি, হাদিস : ৩৪৬৭; মুসলিম, হাদিস : ২২৪৫)

এছাড়াও রাসুল (সা.) নিজের ওজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে। প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.)-একদিন মসজিদে গিয়েছিলেন নামাজের জন্য।এমন সময় উনার পাঞ্জাবির হাতার৷ ভিতর থেকে একটি বিড়ালের বাচ্ছা লাফ দিয়ে বের হলো,প্রিয়ো নবী হযরত মুহাম্মাদ(সা.) তখন মজার ছলে থাকে বলে উঠলেন ইয়া আবু হুরায়রা(বিড়ালের পিতা)।ঠিক তখন থেকেই উনার নাম হলো আবু হোরায়রা।❤️

Want your business to be the top-listed Business in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঘরে বসে চাঁদপুরের অরিজিনাল রুপালি ইলিশ ও ইলিশের ডিম পেতে যোগাযোগ করতে পারেন। ঢাকাসহ সারাদেশে ডেলিভারি চলছে।#বিশেষ_অফার #...
আসসালামু আলাইকুম সরাসরি রাজশাহী বাগান থেকেপ্রিয় গ্রাহক, ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ক্যামিকেল মুক্ত তাজা আম। ➡️ সরাসরি...
প্রত্যেক মুসলিম ভাই বোনদের স্বপ্ন থাকা উচিত একজন পুর্ণ দ্বীনদার কোন জীবন সংগী। #reelsvideo#islamicpost
নিশচয় মহান রবের প্রতি ভালোবাসা মানূষের মনে প্রশান্তি সৃষ্টি করে।

Website

Address


Cumilla