Jamshed Mojumdar
আমরা ভুলের উর্ধ্বে নই,যথাসম্ভব সংশোধনেই কল্যাণ আছে
ফেসবুক বন্ধ ছিল কিছুক্ষণ! কার কার দম আটকে ছিল?
কে বলতে পারেন?মুনাফিকের চারটি লক্ষণের লক্ষণ গুলো কি?কি?
কোন সমাজে বসবাস করছি?বলেছি তোমরা প্রতিবাদ কর,তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে,তবে অবশ্যই প্রতিবাদের ভাষা গালিগালাজ কখনোই ইসলাম সম্মত নয়।এখন এটাও নাকি আমার দোষ গালি দিতে না করেছি,এটা নাকি আমার হৃদয়ের অপবিত্রতা।
জবাব দিতে সক্ষম দয়া করে কমেন্ট দিবেন পোস্ট শেয়ার করে অন্যদের অংশগ্রহণ করার সুযোগ দিবেন
পর্দা ইসলামে ফরজ বিধান তা পরিপূর্ণ বর্জন করে,ও তার সর্বোচ্চ অবমাননা করে মসজিদে বিয়ে করা কতটুকু ধার্মিকতা?
প্লিজ কেউ আবার এটা বইলেন না মসজিদে বিয়েতে আমি আপত্তি করছি!
এরকম কত বৃষ্টি খাতুন হয়ে যাচ্ছে শাস্ত্রী? হতেই পারে তার স্বাধীনতা আছে,হতেই পারে তার ব্যক্তিগত ইচ্ছা,সে কার কাছে নতো করবে তার মাথা। এই দেশের আইন তাকে স্বাধীনতা দিয়েছে।তবে বৃষ্টি খাতুন এর বাবা ও তার সমাজের সবাই জানে তো বিষয়টা?কিভাবে লালন পালন করতে হয় বৃষ্টি খাতুনকে? যদি না জানে এরকম বৃষ্টি খাতুন রা শাস্ত্রী হওয়ার দায়ভার কি শুধু বৃষ্টি খাতুনদের? যারা ছোট কোমলমতি হয় যা শেখাবে তাই শিখবে,যার সাথে পরিচয় করাবে তার সাথেই পরিচয় হবে, এখানকার বৃষ্টি খাতুনদের বাবা ও মায়েরা কি জানে?আয়েশা,খাদিজা, মারায়াম হাফসা, আছিয়া,ওদের পরিচয়?
তবে কি বেঁচে থাকা অবস্থায় বৃষ্টি খাতুনরা অভিশ্রুতি শাস্ত্রী হয়ে যাওয়ার পর,মৃত্যুর পর কি বৃষ্টি খাতুন বলে দাবি করলে আল্লাহর কাছে তারা বৃষ্টি খাতুন বলে আখ্যায়িত হবে না অভিশ্রুতি বলে আখ্যায়িত হবে এখানকার বাবা-মা এতটুকু জানে না? ব্যক্তি তার কর্মফল বহন করে,সে যদি নিজেকে অবিশ্রুতি বলে অভিশ্রুতি সে।যদি নিজেকে বৃষ্টি খাতুন বলে সে বৃষ্টি খাতুন।তার ব্যাপারে পৃথিবীর কেউ সাক্ষী দেওয়ার ক্ষমতা ও অধিকার রাখে না।সে নিজে রাখে তার কর্মফল শুধু তাকেই ছোবে,এবং তা সে যার অধীনে ছিল ও তার দায়িত্ববানদের অবশ্যই স্পর্শ করবে তার কৃতকর্ম। আমি মৃত মানুষকে কিছু বলতে চাই না, কারণ শুনবে না তার সেই সুযোগ নেই আর,তার সেই ক্ষমতা নেই আর,তার সেই দক্ষতা নেই আর তার সেই বিচক্ষণতা নেই। কারো মৃত্যুকে নিয়ে উপহাস করার অধিকার আমাদের কারো নেই ।আমি বলছি না কেউ করছে।যার মৃত্যু তার দায় তার আমল তার হিসাব তবে যারা জীবিত আছে শিক্ষণীয় বহু কিছু আছে শিখার শিখতে চাইলে। ও বৃষ্টি খাতুন এর বাবারা পরিচয় করাও নিজ সন্তানের সাথে নিজ রবের।অথবা দায়িত্ববান হিসেবে তৈরি থেকো জবাব দেওয়ার জন্য যদি জান্নাতের কামনা করো।
আল্লাহ তায়ালা বৃষ্টি খাতুনদের বৃষ্টি খাতুন হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে ক্ষমা চাই যারা আমারা সমাজে আছি আমরা নিজ রবের পরিচয় নিজ সন্তানদের কাছে করতে পারছি না,আমাদের পৃথিবীর লোভ লালসার মোহে পড়ে
আল্লাহ আমাদের ক্ষমা করুন
আরো আলোচনা সমালোচনা করার জন্য পোস্টটি করিনি পোস্টটি করেছি আমি ও আমার পরিবারের আমার ভাই আমার গেছে গোষ্ঠীর সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে।ভয় কর আল্লাহকে যথাযথ যেভাবে ভয় করা উচিত সর্বোচ্চ সাধ্যের সবটুকু।
চলুন আত্ম সমালোচনায় নিজেদের দোষ,ত্রুটি, বের করে নিজেরাই এর সংশোধন করি কোরআন সুন্নাহ অনুযায়ী।
চলুন আল্লাহকে বলি ইয়া আল্লাহ,আমাকে আমার দোষ,ত্রুটি,বুঝার তৌফিক দাও এবং তা সংশোধন করার সর্বোচ্চ তৌফিক দান করো,আমার চেষ্টায় তুমি সন্তুষ্ট হও।
আমি দেখেছি সেক্রিফাইস করে ,করে যেতেই হয়।
আমার এই বদ মেজাজের অনিষ্ঠ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।
আশ্রয় চাই অধৈর্যের পরিচয় দেওয়ার অনিষ্ট থেকে।
আমার এই চরিত্র দ্রুত এখনি পরিবর্তন না হলে আমার ধ্বংস ঠেকানোর কেউ নেই।
যখন অন্যায়ের প্রতিবাদ হয় বেয়াদবি,তখন আমার জন্য হয়তো কঠিন হয়ে যায় সিদ্ধান্ত নিতে কি করব,কি বলবো,তবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে এমন মূর্খতা ও বর্বরতা থেকে
যেভাবে খতনা করতে গিয়ে শিশুদের মৃত্যু হচ্ছে।
আল্লাহ হেদায়েত দান করুন।
যে ব্যক্তি একজন মানুষকে বিনা কারণে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল
বল আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ
রহমত লাগবে যার!
আল্লাহর ক্ষমা লাগবে,মর্যাদা লাগবে যার!
আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা ও মর্যাদা বৃদ্ধি পাবে
হঠাৎ বৃষ্টি মাহফিলে 14/02/2024
Valentine Day Jamshed Mojumdar
চিনি বাবাটা আবার কি ?
আলহামদুলিল্লাহ ফেসবুক পেজ লিংক পারফেক্ট এখন
https://www.facebook.com/jamshedmojumdarofficial
Jamshed Mojumdar আমরা ভুলের উর্ধ্বে নই,যথাসম্ভব সংশোধনেই কল্যাণ আছে
مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِي ظِلِّهِ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন অভাবগ্রস্তকে সুযোগ দেয় বা ক্ষমা করে দেয় আল্লাহ তা‘আলা তাকে তাঁর স্বীয় ছায়ার নীচে আশ্রয় দিবেন
মেয়েদের পর্দা করতে বলা অধিকাংশ ছেলেরাই ক্লিন সেভ করে আমার কাছে আজব লাগে।
দিন পার হয়েই যায় থেমে থাকে না কারো জন্য।যথাসম্ভব আল্লাহর দয়ার ছায়াতলে আস ও আল্লাহকে রাগান্বিত করে এমন কর্ম বর্জন কর।চেষ্টা কর সর্বোচ্চ নিজের সাথে নিজের লড়াই করো। দিন পার হয়েই যাবে তুমি আল্লাহর আনুগত্যে করো অথবা ওনার অবাধ্য হয়ে
how many of us read Quran today?
assalamualykum
তোমার তুমিত্তে মেতে থাকো,কতদিনই আর থাকবা থেকে নাও।
মানবাধিকার সবার আছে,
শুধু মুসলিমদের মানবাধিকার নেই।
এটাই হলো আজকের মানবাধিকার।
তবুও কি এমন বলা মানুষদের লাজুক বলব আমরা?
মাহফিল কমিটির এমন আজব আচরণ আপনাদের সামনে আসে?
কিছু না হয় মনে নাই করলাম।
সময় যেহেতু পার হয়েই যাবে।
কিছু না হয় মনে নাই করলাম।
আমরা যে আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ এর জন্য আমরা নিজেরাই সাক্ষী।আল্লাহ তা‘য়ালা সূরা আ‘দিয়াতে বলেছেন
Jamshed Mojumdar
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Cumilla
3580