পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ
এটি একটি সমাজ সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান।
আমাদের কুমিল্লা জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি আল্লামা নূরুল হক দাঃ বাঃ এর সাথে বৈঠক ও কিছু পরামর্শ।
---------------------------------------------------------------------------
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও কুমিল্লা জেলা সভাপতি শাইখুল মাশায়েখ, শাইখুল হাদীস আল্লামা নূরুল হক দাঃ বাঃ এর সাথে আজ জামিয়া হামীদিয়া বট্রগ্রাম মাদ্রাসায় দীর্ঘ সময় ধরে হেফাজতে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা ও পরামর্শ হয়। হেফাজতে ইসলামের কাজকে বেগবান করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে উপজেলা এমনকি ইউনিয়ন কমিটি গঠন করার জোর নির্দেশ প্রদান করেন। উপজেলা কমিটি গঠনের পর জিম্মাদারদের নিয়ে একটি পরামর্শ সভার সিদ্ধান্ত প্রদান করেন। হুজুর যেহেতু বার্ধক্যজনিত বিভিন্ন দুর্বলতায় ভুগছেন, তাই সিনিয়র সহ-সভাপতি হিসেবে আল্লামা মুফতী মুশ্তাকুন্নবী কাসেমী হাফি. কে হুজুরের পক্ষ থেকে জোরদার ভূমিকা রেখে হুজুরকে সহযোগিতার নির্দেশ দেন। এছাড়াও রাষ্ট্রের বর্তমান অবস্থা এবং সামনে আমাদের করনীয় সম্পর্কে অনেক সুচিন্তিত ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেনঃ
আল্লামা মুফতী মুশ্তাকুন্নবী কাসেমী হাফি.
সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি
সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা
মুফতি আমজাদ হোসাইন সাহেব
সেক্রেটারী ,হেফাজতে ইসলাম কুমিল্লা জেলা,
সদস্য হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি।
আল্লামা মুফতী শামসুল ইসলাম জিলানী হাফি.
সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি
সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরী
বিশিষ্ট আলেমেদ্বীন, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফি.
স্মরণ করার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি উপহার পাশাপুর খাদেমুল ইসলামের পরিষদের পক্ষ থেকে
সার্বিক ব্যবস্থা ও কার্যকমে আছেন
মাওঃ ইউসুফ বিন আজগর
01712593312
01615282283
দেলওয়ার গাজি
01732896643
রাজিব বাবু
01706013192
সালমান মাহমুদ বিন মুজিব
01305176215
وتعز من تشاء وتذل من تشاء
আল্লাহ তায়ালা শাইখুল হাদিস কে আগের থেকে অনেক বেশি সম্মানিত করেছেন। আর তোমার অবস্থা তুমি চিন্তা করে দেখো।
হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,
১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।
২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।
৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।
৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।
৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।
৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।
৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।
৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।
৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।
১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।
১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।
১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।
১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।
১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।
১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।
১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।
১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।
১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।
১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।
২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।
২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।
২৩/ উস্তাদের খিদমত করবে।
২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।
২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।
২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।
২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم
২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।
২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।
৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।
মাশাল্লাহ কত সুন্দর তেলাওয়াত
আল্লাহ তাআলা ভাইটিকে সুস্থতার নিয়ামত দান করুন
Free Motion ফিরোজ ভাইয়ের মা ইন্তেকাল করেছেন..! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন 🥺
যে মানুষটা সবাইকে শান্তনা দিয়ে বেড়ায়!তাকে আজ কীভাবে শান্তনা দিতে হবে জানা নেই 😭
আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে আমরা খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর পক্ষ থেকে বাটরার মাংস সমাজের সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ্ ❣️
প্রতিজন প্রতি পেয়েছেন (৩লেজি৫০০গ্রাম ) করে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাশাপুর উত্তরপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে 7:30 মিনিটে ।
আমরা সকলে তাকবির পড়তে পড়তে ঈদগা ময়দানে সকাল সকাল চলে আসবো ইনশাআল্লাহ।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদের ছোট ভাই বড় ভাই ও কর্মীদের নিয়ে ঈদগাহ ময়দান সাফাইয়ের পর অল্প একটু সময় নিয়ে মুজো বিনিময় করলাম😊
আসসালামু আলাইকুম 💕💕💕
আপনারা সবাই আমন্ত্রি 💕💕💕
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বিশেষ সতর্কতা ★
আগামী দুই দিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিপদজনক লু হাওয়া প্রবাহিত হবে, যার ফলে বাইরের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রী হলেও অনুভূতি হবে ৪৫ ডিগ্রীর মতন। একনাগাড়ে ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে হিট স্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এমতাবস্থায় পানি পিপাসা না পেলেও ১৫-২০ মিনিট পরপর অল্প অল্প পানি পান করুন। সম্ভব হলে ভিজা রুমাল বা কাপড় দিয়ে হাত মুখ ও ঘাড় মুছে নিন। অযথা বাকবিতন্ডা এড়িয়ে চলুন, মেজাজ ও মাথা ঠাণ্ডা রাখুন। সর্বোপরি নিজের অবস্থানের জন্য শুকরিয়া আদায় করুন, ভালো থাকুন।
মনে রাখবেন, ইউক্রেন বা প্যালেস্টাইনের থেকে অনেক বেশি বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি অনেক নিরাপদ আছেন। তাই নিজের যত্ন নিন আর পাশের জনের প্রতি সহায় হোন।
ডাঃ তুষার মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।
যে শহরে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়।
সে শহরে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়া দাও।🤲 হে প্রিয় রব আমাদের ক্ষমা করো 👏
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাও: Mahfujur Rahman কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত সহ প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ Sayd Rashedul Hoque Rashedul কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত সহ কোষাধক্ষ নির্বাচিত হওয়ায় হা: "নাঈমুল ইসলাম তানজির" কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত সহ-সহপ্রচার সম্পাদ নির্বাচিত হওয়ায় মোঃ সালমান শাহরিয়া কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত কোষাধক্ষ নির্বাচিত হওয়ায় হা: Md Yousuf Mahmudi কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় হা: তোফায়েল হোসেন সাহেবকে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ এর সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মাও: বিল্লাল হোসেন কে অভিনন্দন জানাচ্ছি।
পাশাপুর খাদেমুল ইসলাম ঐক্য পরিষদ পরিষদ এর সম্মানিত প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ ফয়সাল ফাহাদ দীপু D IP U কে অভিনন্দন জানাচ্ছি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Cumilla
Cumilla, 3500
আসসালামু আলাইকুম � এই পেইজটি শুধু মাত্র মজার চলে বানানো। প্রতিটি পোস্ট মজার চলে এ নিবেন আশা করি�
Cumilla, NO.2NORTHDURGAPUR3500
তারুণ্যের আলোতে আলোকিত হউক বিশ্ব ✊🇧🇩
Dhampti, Uttar Para, Debidwar
Cumilla, 3533
Dhamti Uttar Para Social Club is one of the voluntary organizations in Debidwar upazila under Cumilla
Cumilla
MH panel is the best social service provided Panel. MH Panel Provide best social services. You will g
Vorashar, Burichang
Cumilla
Political person who is made by people and for people !