DUHA
❄️ Keep Yourself Classic ❄️
কুমিল্লা হাই স্কুল আশ্রয় কেন্দ্র থেকে বলছি :------
জাহানারা আক্তার। বন্যায় হারিয়েছেন ঘরবাড়ি। সাথে হারিয়েছেন পরিবারকে। এই সংকটময় সময়ে উনার পরিবার যখন উনাকে বিপদে একা ছেড়ে দেয় উনি উনার সত্তোরোর্ধ মা নিয়ে আশ্রয় নিলেন কুমিল্লা হাই স্কুল আশ্রয় কেন্দ্রে।
গত শনিবার ২৪ শে আগস্ট ২০২৪ থেকে ২৮ শে আগস্ট ২০২৪ পর্যন্ত অবস্থান করেন আশ্রয় কেন্দ্রে। ২৮ শে আগস্ট আবেগাপ্লুত কন্ঠে আর অশ্রুশিক্ত নয়নে উনি আমাদের বিদায় দিয়ে চলে গেছেন একটি নতুন জীবনের সন্ধানে। বিদায়লগ্নে উনার অশ্রুশিক্ত নয়ন ই বলে দেয় আমরা উনার কতটা যত্ন নিতে পেরেছি।
কুমিল্লা হাই স্কুল আশ্রয় কেন্দ্রের স্বেচ্ছাসেবক টীম উনার এবং উনার পরিবারের সুস্থতা, স্বচ্ছলতা আর দীর্ঘায়ু কামনা করি। বানভাসি সকলের জীবনের গতি পূর্বের ন্যায় ফিরে আসুক এটাই কামনা করি।
কুমিল্লা হাই স্কুল আশ্রয়কেন্দ্র থেকে:------
রাষ্ট্র ঘোষিত আশ্রয় কেন্দ্রের একটি কুমিল্লা হাই স্কুলে উঠেছিলেন তানজিনা আক্তার নামের গর্ভবতী মা। ২৬ তারিখ সকালে তিনি তার মায়ের সাথে আশ্রয় নেন আর দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের অবহিত করেন তার প্রসবের সময় নিকটবর্তী।
একই দিন মধ্য রাতে প্রায় ১২:৩০ এর দিকে উনার প্রসব বেদনা উঠে যার জন্য কর্তব্যরত স্বেচ্ছাসেবক টীম তাকে দ্রুত কুমিল্লার শাসনগাছায় অবস্থিত মীম হসপিটালে রোগীকে শিফট করে। আনুমানিক রাত ২:৫০ থেকে ৩:০০ টার মধ্যে উনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। স্রষ্টার অশেষ রহমতে এবং সেসময় হাসপাতালে কর্মরত চিকিৎসাকর্মীদের দ্রুত সহযোগীতা আর স্বেচ্ছাসেবকদের সময়োপযোগী সিদ্ধান্তে এই দূর্যোগের সময়ও পৃথিবীর আলো দেখেছে একটি সুস্থ শিশু। শিশুটির সুস্থ আগমনে উল্লাস করে কুমিল্লা হাই স্কুল আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবক টীম হাসপাতালে আর স্কুল ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে।
স্রষ্টা মা ও শিশুকে সুস্থ রাখুক। এই দূর্যোগের সময় কেটে শুভদিন আসুক দ্রুত। কুমিল্লা হাই স্কুল আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবক টীম সদা তৎপর আছে বানভাসিদের সেবায়।
বি.দ্র: এখন পর্যন্ত কুমিল্লা হাই স্কুল আশ্রয়কেন্দ্র থেকে মোট ৯ টি পরিবারের ৪০ জনকে সেবা দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র স্বেচ্ছাসেবকদের সকলেই কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। কার্যক্রমের শুরু থেকে মীম হসপিটাল এই আশ্রয় কেন্দ্রে সার্বক্ষণিক ফ্রী মেডিকেল সেবা দিচ্ছে। আশ্রয় কেন্দ্রের তদারকি করছেন মোগলটুলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বন্যয় বিপদগ্রস্ত মানুষদের জন্য কিছু টুকিটাকি কাজ করছি যার কারনে DU এর কার্যক্রম কিছু দিনের জন্য বন্ধ। সবাই দোয়া করবেন যেনো মানুষের পাশে দাড়াতে পড়ি।
প্রথমিক ভাবে সব স্বাভাবিক আলহামদুলিল্লাহ।
কিছু দিনের মধ্যেই আমরা আমাদের কার্যকর শুরু করবো ইনশাআল্লাহ । সবাইকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।
Keep Yourself Classic
- DUHA
আমাদের কর্মসূচি কিছু দিনের জন্য বন্ধ। দেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত।
সবাই সুস্থ থাকুন ও সেইফ থাকুন।
Keep Yourself Classic
- DUHA
Black 🪡🧵
hand embroydery 🪡🧵
পার্সেল রেডি করা হচ্ছে।
৯ এবং ১০ তারিখ বিগতদিনের সকল অর্ডারের ডেলিভারি দেয়া হবে। পুনরায় ১১ তারিখ থেকে অর্ডার নেয়া হবে।
Keep Yourself Classic
- DUHA
Viva magenda 👌🏻👌🏻👌🏻
আস্সালামুআলাইকুম
Welcome to DU world.
নিয়ে আসলাম আমাদের প্রথম সিরিজ " লিলি"
যে সিরিজে থাকছে কটির কালেকশন।
( লিমিটেড এডিশন )হ্যান্ড এমব্রয়ডারি করা ৫ টি বিভিন্ন ডিজাইনের কটি। এই কটির সম্পূর্ণ কাজ হাতে করা। কটি তৈরির মেটেরিয়াল গুলো হচ্ছে
কাপড় : পিউর সুতি কাপড় ও ইনারে হচ্ছে বাটারফ্লাই কাপড়।
সুতা : লাচ্ছি সুতা , DMC সুতা ও সিল্ক সুতা।
আর সাইজ থাকছে : ৩৪ in , ৩৬ in , ৩৮in
যে কোনো এক কালারের ড্রেস বা টপসের সাথে পড়ার জন্য এই কটি গুলো বেস্ট। আপনার এক কালারের বা যে কোনো ড্রেসকেই করে তুলুন অসাধারণ ও গর্জিয়াস।
আমাদের এই সিরিজ চলবে ৭ / ৩১ / ২০২৪ অব্দি।
তাই দেরি না করে এক্সপ্লোর করুন নতুনত্ব।
Keep Yourself Classic
- DUHA
" The Revenge Dress "
প্রিন্সেস ডায়না , কে না চিনে লেডি ডায়েনাকে। ৮০ ও ৯০ দশকের মোস্ট বিউটিফুল ও ফ্যাশন আইকনদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । লেডি ডায়নার নজর কারা চোখ , অসাধারণ ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্সের জন্য ছিলেন বিখ্যাত ।
১৯৮১ সালে ইংলেন্ডের প্রিন্স তৃতীয় চার্লস এর সাথে বিয়ে হয় লেডি ডায়নার। তাদের বিয়ে মিডিয়ার মাধ্যমে লাইভ দেখেছেন ৭৫০ মিলিয়ন মানুষ। বিয়ের পর ডায়নার মতো রূপবতী ও গুনবতী স্ত্রী থাকা সত্ত্বেও প্রিন্স চার্লস ক্যমিলার সাথে পরকীয়ায় জড়ায়।
এক মিডিয়া কনফারেন্সে প্রিন্স চার্লস তার পরকীয়ার কথা শিকার করে পরবর্তীতে ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে এর মাঝে একটি ঘটনা যা বিশ্ববাসী আজও ভুলতে পারেনি।
সালটা ১৯৯৪ , জুনের এক বিকেলে সকল মিডিয়া ও ক্যামেরার নজর ছিলো গাড়ি থেকে নামা এক "রাজকুমারির" দিকে, হ্যা তিনি ছিলেন প্রিন্সেস ডায়না।
তিনি গিয়েছিলেন লন্ডনের কেনসিংটন গার্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে আয়োজিত ভ্যানিটি ফেয়ারের একটি পার্টিতে। প্রিন্সেস ডায়নার পড়নে ছিলো ফিট করা , অফ-দ্য-শোল্ডার , সিল্ক কাপড়ের একটি কালো ড্রেস। পেশাকটি দেখার পর সবাই হকচকিয়ে যায় কারণ রাজ পরিবারের কোনো নারীর এমন পোশাক পড়ার নিয়ম নেই।
পরবর্তীতে ব্যাখ্যা করা হয় যে পোশাকটি দ্বারা ডায়না তার সাথে করা তার স্বামী চার্লস এর প্রাতারনার জন্য ক্ষুবপ্রকাশ করেছে। এর পর থেকে বিশ্ববাসী লেডি ডায়নার সেই আইকনিক আউটফিটের নাম দেয় " The Revengr Dress " বা প্রতিশোদের পোশাক।
আমি যাকে ভলোবেসেছিলাম সে ছাড়া
গোটা পৃথিবী আমাকে ভলোবসেছিলো।
- প্রিন্সেস ডায়না
" Vogue "
ভোগ প্রভাবশালী আমেরিকান ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন যাকে " দ্যা নিউইয়র্ক টাইমস " বলা হয়। এটি পৃথিবীর সবচেয়ে বিশিষ্ট ম্যাগাজিন গুলোর মধ্যে একটি।
১৮৯২ সালে নিউইয়র্ক সিটিতে একটি সাপ্তাহিক হাই - সোসাইটি জার্নাল হিসেবে প্রতিষ্ঠাত হয় ভোগ। পরবর্তীতে এটি মাসিক পত্রিকায় পরিনত হয় । ভোগ conde nast মিডিয়া কম্পানিগুলোর একটি অংশ।
ভোগ মূলত সৌন্দর্য , সংস্কৃতি , জীবনযাপন এবং রানওয়ে সহশৈলির খবর কভার করে। বর্তমানে ভোগ এর ইডিটর ইন চিফ হচ্ছে Anna wintour।
চারটি বড় উল্লেখযোগ্য ভোগ কভারের নাম হলো
1. American Vogue.
2. British Vogue.
3. Vogue France.
4. Vogue Italy.
ভোগ এর পাঠক সংখ্যা হলো ১১.১ মিলিয়ন এবং ৫২.৭ মিলিয়ন সোশ্যাল মিডিয়া অনলাইন অনুগামীদের সাথে ভোগ শুধু একটি ফ্যাশন ম্যাগাজিন নয় , এটি একটি আইকনিক ট্রেন্ডসেটার এবং প্রভাবক।
" মেড গালা "
মেড গালা হচ্ছে নিউইয়র্ক সিটিতে আবস্থিত আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়াম এর জন্য চাঁদা তোলার উৎসব।১৯৪৮ সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।
মেড গালার উদ্দেশ্য হচ্ছে কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী।
এই ইভেন্টের ৩ টি বিষয় বস্তু থাকে,
১. অতিথিদের পোশাকের থিম।
২. একটি ককটেল আওয়ার।
৩. একটি আনুষ্ঠানিক ডিনার।
প্রতি বছর পোশাকের একটা থিম থাকে যেমন এই বছরের থিম হলে স্লিপিং বিউটি :রিওয়াকিং ফ্যাশন। ককটেল আওয়ারে সেলিব্রিটিরা লাল গালিচায় কথাবার্তা বলে ও ছবি তোলে। ডিনার টাইমে সকলে একসাথে ডিনার করে। তবে এই বিষয়টা খুব গোপন রাখা হয়
মেড গলায় আমন্ত্রণ পায় হাতে গোনা কিছু টপ সেলিব্রিটি তবে হ্যাঁ সাধারণ কেও চাইলে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে, নিজের পছন্দের সেলিব্রিটির সাথে ডিনার করতে পারবে কিন্তু গুনতে হবে মোটা অংকের টাকা!
২০২৪ সালে মেড গলার প্রতি টিকেটের দাম ৭৫ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ৮৭ লক্ষ ৩৯ হাজার টাকা!!!!
মেড গালা সাধারণ মে মাসের প্রথম সাপ্তায় শুরু হয়।
" বিগ ফোর "
বিগ ফোর এর ইতিহাস অনেক বড়। তবে এই বিগ ফোর এর সাথে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক আছে। চলুন জানা যাক।
প্রতি বছর পৃথিবীর বিভিন্ন স্থানে রানওয়ে ফ্যাশন শোর আয়োজন করা হয়। তবে সবচাইতে বিশিষ্ট শো গুলোর আয়োজন করা হয় পৃথিবীর ফ্যাশন এর রাজধানী গুলোতে আর সেগুলো হচ্ছে
১. নিও ইয়র্ক শহরে নিও ইয়র্ক ফ্যাশন ওইক।
২. লান্ডান শহরে লান্ডান ফ্যাশন ওইক।
৩. মিলান শহরে মিলান ফ্যাশন ওইক।
৪. প্যারিস শহরে প্যারিস ফ্যাশন ওইক।
এই ৪টি রড় শহরে অনুষ্ঠিত ফ্যাশন ওইক ৪ টি কে
বিগ ফোর বলা হয়।
" Fashion Week "
Fashion week বা ফ্যাশন সাপ্তাহ , এই কথাটি আমরা অনেকেই শুনেছি। কিন্তু এই Fashion week ( ফ্যাশন সাপ্তাহ )আসলে কি আমরা অনেকেই হয়তো জানি না।
Fashion week হলো একটি সাপ্তাহব্যাপী ফ্যাশন ইন্ডাষ্ট্রি ইভেন্ট। যেখানে ফ্যাশন ডিজাইনার , ব্রেন্ড ও হাউজ তাদের সর্বশেষ ও লিমিটেড এডিশনের পোশাক ও অন্যান্য সংগ্রহগুলি রানওয়ে ফ্যাশন শোতে ক্রেতাদের এবং মিডিয়ার কাছে প্রদর্শন করে ও তাদের প্রভাবিত করে।
প্রতি বছর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাসে fashion week অনুষ্ঠিত হয়। এটি বছরে দুইবার অনুষ্ঠিত হয়। তারা মূলত গ্রীষ্ম / বসন্ত এবং শরৎ / শীত কালের পোশাক ও অন্যান্য সংগ্রহ প্রদর্শন করে থাকে।
এই সব fashion week গুলোর আয়োজন করা হয়
পৃথিবীর বড় বড় ফ্যাশন রাজধানী গুলোতে যেমন : নিউইয়র্ক সিটি , পেরিস , মিলান , লান্ডান ইত্যাদি।
" বিগ ফোর " ফ্যাশন ইভেন্ট এর পাশাপাশি Arab , Vancouver এবং Russia fashion week অনেক জনপ্রিয়।
ফ্যাশন বলতে স্টাইল, পরিবর্তন এবং গ্রহণযোগ্যতার ।। সমষ্টিকে বুঝায়।
যুগ যুগ ধরে মানুষ ফ্যাশন ও স্টাইললের মাধ্যমে নিজেদের
ব্যাক্তিত্ত ও সামাজিক মর্যাদা রেখেছে শীর্ষে।
সবাই চায় নিজেকে পরিপাটি ও সবার মধ্যে সেরা উপস্থাপন করতে। এখনই সময় নিজেকে সেরা হিসেবে তৈরি করার, ফ্যাশন দুনিয়ায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখার।
Elegant ও classic পোশাক এবং পারসোনালিটির মাধ্যমে নিজেকে তৈরি করুন ( Evergreen )
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Kandir Par
Cumilla
Cumilla, 3500
Our T Shirt's Clan Give You The Versatile Colour With Many More Designs
Kandirpar
Cumilla
Hi there, from this page you can buy the clothes of your choice very cheaply..
Shop No #2 Jahangir JamJam Tower (2nd Floor), In Front Of Victoria Collage, Kandir Par
Cumilla, 3507
Welcome to the official page of Nobab's Punjabi created to showcase our products, services and brand messages. We sell a wide variety of clothes including panjabi, pajama, sherwani...
Chauddogram
Cumilla
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে Boy's And Girls Outfit এ স্বাগতম।