Creative Tuba
Nearby realtors & realty services
5555
Cmoilla
4097
Kumilla
cumilla
3540
1207
Tuba's innovative thoughts turned into reality.
DIY craft leaf to make paper leaf ゚
Shout out to my newest followers! Excited to have you onboard! Md Mokleshur Rahman, Md Mashud, Sohorab Hossain, Mamunur Roshid Mamun, Md. Hasanujjaman Khan, Fardin Sojib Rumaisaspapa, Shah Alam, Jayanta Mallick, MD Aktar Ali, Moumita Haque, Rahman Pirganj, Mamun Kabir, Mohammad Sajib, Sumita Khatun, Mdborhan Mdborhan, Kabir Hosain, Kaif Ahmed, Tanishka Chakraborty
Good morning.
আসসালামু আলাইকুম। শুভ সকাল
#গোমতীর পানি কমতেছে। বাঁধ দেয়া জরুরি। এ বিষয়ে প্রচুর পোস্ট হচ্ছে গ্রুপে।
তাদের জন্য উত্তর হচ্ছে- এখন মোটেও জরুরী না।
মিনিমাম ২১ দিন অপেক্ষা করতে হবে। আগের বন্যার ইতিহাস থেকে বলতেছি।
#সেনাবাহিনী আপনার থেকেও যথেস্ট #এক্টিভ। তারা ভূপ্রকৃতি নিয়ে ও #স্টাডি করে, সে অনুযায়ী প্রতি বছর বর্ষা মৌসুমে দেখবেন তারা দলবেঁধে নদীর আশেপাশে গ্রাম গুলো হয়ে মার্চ করতেছে।
এটা হচ্ছে তাদের ভবিষ্যত #প্রিপারেশন #বন্যা পরিস্থিতির জন্য।
এবার আসি এখন কেনো বাধ দেয়া যাবে না?
বর্তমানে নদীতে যে পরিমান পানি আছে, তার ও আগে সেনাবাহিনী চাইলে #জিও ব্যাগ ফেলে এটাকে বন্ধ করতে পারে, কিন্তুু এই বাধ টেঁকসই হবে না, পানি আবার বাড়লে ভাঙ্গবে, নয়তো সামনের বর্ষায় আবার ভাঙবে।
জিও ব্যাগ কখনোই পার্মানেন্ট সলিউশন নয়। এটা #টেম্পোরারী আর পানির প্রাথমিক ধাক্কা সামলাতে ব্যাবহার হয়।
পানি যখন Top Soil থেকে নিচে যাবে মানে পানি রিটার্ন নদীতে ব্যাক করার মত পরিস্তিতি তৈরি হবে তখনই বাঁধ দেয়ার উপযুক্ত সময়।
নদীর উপরিভাগের যে পলি মাটি পড়ে এটা দিয়ে বাধ দিতে হবে। পলি মাটিতে পানি লিকেজ হওয়ার চান্স কম, এবং বাঁধ মজবুত হয়।
যারা সরাসরি দেখেছেন জিও ব্যাগ ভর্তি করতে, তারা হয়তো জানেন জিও ব্যাগে ট্রাক দিয়ে বা ডেজার দিয়ে বালু ভর্তি করা হয়। এই বালু দিয়ে সহজেই পানি লিকেজ হয়।
এবার আসি বন্যার পানি কোথায় যাবে?
আপনি যদি ম্যাপে খেয়াল করেন দেখবেন প্রতিটা নদীর পানি সাগরে গিয়ে পড়তেছে।
এখন এই বন্যার পানি সাগরে যাবে কোন না কোন ভাবে।
পানি তার ঢালু ধরে রাস্তা নিজেই করে নেয়।
এখন দেখবেন গোমতীর তীরের উত্তর এলাকা গুলো হয়ে পানি আগাচ্ছে। বালিখারা, মিথলাপুর ফতেহাবাদ হয়ে কোম্পানিগন্জ #বুড়ী_নদী হয়ে সামনে আগাবে। ছোট খাল হয়ে বা প্লাবিত করতে করতে সামনে যাবে৷ যদি এর মধ্যে নদীর পানি টপ সয়েল থেকে নিচে যায় তাহলে বিভিন্ন জায়গা দিয়ে পানি বিভিন্ন গেইট হয়ে গোমতী তে প্রবেশ করতে পারে।
তারপর সে মেঘনা তে গিয়ে পড়বে।
তাই বলতেছি, পানি কে আপন গতি তে চলতে দিন। অপেক্ষা করেন। সেনাবাহিনী আছে তারা সঠিক সিদ্ধান্ত নিবে। বর্তমানে যেটুকু জানি সেনাবাহিনীর সাথে #পানি_উন্নয়ন_বোর্ড (পাউবো) ও কাজ করতেছে।
তারা আমাদের থেকে হাজার গুন ভালো বুঝে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
3500