Cumilla Shikkha Board Govt. Model College
http://www.csbmc.edu.bd/
http://bn.wikipedia.org/wiki/কুমিল্লা_শিক্ষা?
কুমিল্লা শহরের দক্ষিণাংশে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এর পশ্চিম পার্শ্বে, উত্তর শাকতলায় অতি মনোরম পরিবেশে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অর্থায়নে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর সরকারের যুগান্তকারি সিদ্ধান্তে কলেজটি সরকারিকরন করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ প্রায় ৩ একর জায়গাজুড়ে এবং ৫ কোটি টাকা ব্যয়ে ২০০৮ - ২০০৯
জেলা শিল্পকলা একাডেমি প্রতিযোগিতা-২০২৪ এ শাস্ত্রীয় নৃত্যে অংশগ্রহণ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিশি দে তৃতীয় স্থান অর্জন করে। অভিনন্দন নিশি দে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ সাইন্স ক্লাবের অলিম্পিয়াড সেগমেন্টের প্রধান মোঃ রবিউল হোসেন National Earth Olympiad (NEO) এর জাতীয় দল নির্বাচনী রাউন্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। আমরা তার কঠোর পরিশ্রম এবং অসামান্য কৃতিত্বের জন্য গর্বিত।
আজ শ্রদ্ধেয় অধ্যক্ষ আবুল হোসেন স্যারের অনুমতিক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ১৭ জন গার্ল গাইডস সদস্যকে দীক্ষা প্রদান করেন জনাব নুরুন্নাহার,ট্রেইনার,বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন,কুমিল্লা অঞ্চল।অধ্যক্ষ মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ।
২০২১-২২শিক্ষাবর্ষের কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের মানবিক বিভাগের বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়।
অধ্যক্ষ মহোদয় সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
১. মো: শরিফুল ইসলাম ভূঁইয়া : ঢাবি বি ইউনিট -১৮২২, সি-১৬১ তম, চবি বি -২০৯ তম ডি- ১২৭ তম
জাবি সি ইউনিট -১১২২ তম
২.মাহমুদুর রহমান সিফাত- রাবি এ ইউনিট -১০৭৫ তম, গুচ্ছ বি- ৩৩১৭তম
৩. কাউছার আহম্মেদ - রাবি এ ইউনিট - ২১৯ তম,চবি বি -১৬৫২ তম
৪.মো: আরিফুর রহমান - চবি বি ইউনিট -৩৯৭ তম (ইতিহাস)
৫.ঈশা পাল -ঢাবি (চারুকলা),চবি (চারুকলা অনুষদ)
৬.ফাহাদ হোসেন- গুচ্ছ বি-২৪২৬তম
৭.উম্মে হানি- গুচ্ছ বি ইউনিট - ২৮৪৭ তম
৮.আতিকুর রহমান - গুচ্ছ বি ইউনিট - ৬২২১তম
৯.নুসরাত জাহান প্রিয়া,চবি -ডি ইউনিট- ১০০১
রাবি- এ ইউনিট- ৬৬৩
১০.মাহিবা আক্তার,গুচ্ছ, ৪১১৮
১১. কারিমুন নাহার রিমন : রাবি এ ইউনিট - ৬১৯ তম, গুচ্ছ বি ইউনিট -৪৩৮২ তম
২০২১-২২শিক্ষাবর্ষের কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়।
তাদের মধ্যে কিছু শিক্ষার্থী আজকে কলেজে শিক্ষকদের সাথে দেখা করতে আসে।
অধ্যক্ষ মহোদয় জনাব Abul Hossain স্যার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তোমাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন ওশুভকামনা রইলো।
১. কামরুল হাসান - ঢাকা বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,গুচ্ছ বিশ্ববিদ্যালয়,
২.রিফাত বিন নূর -ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,
৩. মো : নাকিবুল হাসান খান -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,গুচ্ছ বিশ্ববিদ্যালয়,
৪. নুসরাত জাহান - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,গুচ্ছ বিশ্ববিদ্যালয়
৫. রেদোয়ান হোসেন রিফাত - গুচ্ছ বিশ্ববিদ্যালয়।
৬.হাসনাইন আহাম্মদ - গুচ্ছ বিশ্ববিদ্যালয়
৭. বর্ষন সাহা - গুচ্ছ বিশ্ববিদ্যালয়।
৮. সজীব আহমেদ - গুচ্ছ বিশ্ববিদ্যালয়।
৮. রাহাত ঈস্রাফিল জাবের - গুচ্ছ বিশ্ববিদ্যালয়
৯. সাফায়েত সামির -রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়,
১০. রায়হান হোসেন - ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়
১১.তানভীর মিয়াজী - রাজশাহী বিশ্ববিদ্যালয়
১২.ইসরাক হোসেন মজুমদার - রাজশাহী বিশ্ববিদ্যালয়,গুচ্ছ বিশ্ববিদ্যালয়।
১৩.জিসান আহমেদ - গুচ্ছ বিশ্ববিদ্যালয়
১৪.তানভির- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সদর দক্ষিণ দূর্নীতি প্রতিরোধ কমিটি,কুমিল্লা আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজকিয়া কামাল দোহা।
অভিনন্দন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ স্কাউট গ্রুপের ১৮জন সদস্য ২০২১ সালের পিএস মূল্যায়নে অংশ গ্রহণ করে ১৮ জনই বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড অর্জন করেছে।
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
শুভ সকাল।
সৌন্দর্য বর্ধনে প্রিয় অধ্যক্ষ মহোদয়ের সৌখিন চিন্তায় কলেজ পুকুরের নতুন সংযোজন ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা অধ্যক্ষ স্যারের প্রতি।
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ স্কাউট গ্রুপ
SSC Result 2024
Pass - 100%
GPA 5 - 52
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ২২ জন স্কাউট সদস্যের মাঝে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ দ্বিতীয় সম্মাননা 'সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড' বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মো. শাহ আলম, যুগ্মসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় এবং পরিচালক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এম ফারুক, গ্রুপ স্কাউট লিডার, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ স্কাউট গ্রুপ। ২২জন স্কাউটের মধ্যে ৬ জন গার্ল ইন স্কাউট ও ১৬ জন স্কাউট।
পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- স্কাউট তাজওয়ার মুসায়েব তাশফিন,স্কাউট গাজী মো: নাফিস,স্কাউট অরিজিৎ পাল
,স্কাউট আহনাফ মঈন
, স্কাউট মো: রাকিব
, স্কাউট আহনাফ মোহাম্মদ তাজওয়ার, স্কাউট মো: জোবায়ের আল জেবা, স্কাউট লগ্নজিৎ মজুমদার, স্কাউট মো: জাহিদুজ্জামান,স্কাউট মো: মাহিম রায়হান,স্কাউট ফাহিম মাহমুদ
, স্কাউট মো: ইমরুল কায়েস তামিম,স্কাউট মো: আস আদ আল আাদিল,স্কাউট শাহরিয়ার নূর রাফি, স্কাউট তালহা বিন হোসেন
,স্কাউট তানভীর হাসান মুরাদ
,স্কাউট ফাহমিদা হক তানহা
,স্কাউট তানহা তাবাসুম
,স্কাউট জারিন তাসনিম নিসা
, স্কাউট সাবিহা রহমান
, স্কাউট চাঁদনী পারভেজ
ও স্কাউট অর্পিতা ঘোষ তিথী
এছাড়াও অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী জিপিএ ৫ প্রাপ্ত ৭ জন স্কাউটকে সম্মাননা সনদ ও মেডেল এবং জাতীয় পর্যায়ের পিএস ক্যাম্পে অংশ নেয়া ১৯ জন স্কাউট সদস্যের মাঝে সনদ বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৪ এ জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা:
শ্রেষ্ঠ স্কাউট -গাজী মো. নাফিস
শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ - কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ স্কাউট গ্রুপ
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক - জি এম ফারুক
ক্বেরাত খ বিভাগ - আহনাফ মোহাম্মদ তাজওয়ার
ক্বেরাত গ বিভাগ - নূর শাফী
বাংলা রচনা গ বিভাগ - সুমাইয়া জাহান শুচি
বিতর্ক খ বিভাগ - চাঁদনী পারভেজ
দেশাত্মবোধক গান ক বিভাগ - জেবুন্নাহার
উচ্চাঙ্গসংগীত ক বিভাগ - নিশি দে
নৃত্য উচ্চাঙ্গ ক বিভাগ - নিশি দে
নৃত্য উচ্চাঙ্গ খ বিভাগ - মম দাস
লোক নৃত্য ক বিভাগ - নিশি দে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন স্যার ও সকল শিক্ষকদের পক্ষ থেকে সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মহোদয়ের মমতাময়ী মা রাত ৮.০৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক উনাকে জান্নাতের উচু মাকাম দান করুক। আমীন। মরহুমার নামাজে জানাযা শনিবার সকাল ৯টায় লোহাইমুড়ি (ফকিরবাজার সংলগ্ন) নিজ বাড়ির পাশে অনুষ্ঠিত হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থী আজ তাদের অর্জিত সফলতা শিক্ষকদের জানানোর জন্য মিষ্টি সহ কলেজে আসে। সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাদের নিজ হাতে মিষ্টি মুখ করান এবং সকল শিক্ষককে নিয়ে ছবি তুলেন।অনেক শুভ কামনা ও অভিনন্দন তোমাদের জন্য। ছবির ডান দিক থেকে যথাক্রমে শিক্ষার্থীদের পরিচয় ও তাদের প্রাপ্তি।
১.কাজী সাইফুল্লাহ হোছাইন
( চুয়েট,কুয়েট,রুয়েট,বুটেক্স, এমআইএসটি, ঢাবি)
২.মো. মেরাজুল ইসলাম
(চুয়েট,কুয়েট,রুয়েট,
এমআইএসটি, ঢাবি, বুটেক্স)
৩.মো.আল- আমিন (চুয়েট,কুয়েট,রুয়েট,
এমআইএসটি,বুটেক্স)
৪.মো.ফয়সাল উদ্দীন (রাবি)
১৭-০৪-২০২৪
নবনির্বাচিত কুসিক মেয়র ডা. তাহসীন বাহার সূচনা মহোদয়ের সাথে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্যারের নেতৃত্বে শিক্ষক পরিষদের ফুলেল শুভেচ্ছা বিনিময়।
শুভ বাংলা নববর্ষ - ১৪৩১
এসো হে বৈশাখ এসো,এসো!
শুভ বাংলা নববর্ষ - ১৪৩১
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশবিশেষ।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের আয়োজন। বিনম্র শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির সূর্য সন্তানদের প্রতি যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এ স্বাধীনতা।স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড, কুমিল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the university
Telephone
Website
Address
Shaktala
Cumilla
3500
Village +P. O: Kankapaith, Chouddagram
Cumilla
Al Haj Noor Mia College is situated in Chouddagram Upazilla.
Jahajmara Rood Mollabajar
Cumilla
সবাই ভালো থাকো অন্যাকে নিয়ে ভালো থাকো...!আমাকে কে আপনাদের ভালো কিছু দেখানোর সুযোগ করে দিন ফলো প্লিজ💞