তর্কবাজ
♦ বিতর্ক ♦ বক্তৃতা ♦ উপস্থাপনা ♦ বিষয়ভিত্তিক আলোচনা ♦ জনসচেতনতা তৈরি ♦ মজার মজার কন্টেন্ট
আলহামদুলিল্লাহ!
আইনবিদ্যায় স্নাতক বা ব্যাচেলর অফ লজ (Bachelor of Laws) এলএল.বি ডিগ্রি অর্জন করলাম। গতকাল প্রকাশিত এলএল.বি ফাইনাল-২০২১ এ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। জানার এবং প্রয়োজনের তাগিদে আরো একটি সার্টিফিকেট/ডিগ্রি অর্জন করার তাওফিক মহান আল্লাহ তায়া’লা দান করেছেন।
সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।
মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।
এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।
মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।
আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।
সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।
আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!
বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।
প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।
সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।
বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।
নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।
©️
‘কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে?’ বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর এই বক্তব্যের মতোই এক ভয়ানক সত্য এখন আমাদের নিত্য সঙ্গী।
জোর করে, বাধ্য করে, টিকা নেওয়ানো হলো এখন এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কি দিয়ে নিবারণ করাবেন?
সোনার বাংলার সোনায় এমন খাদ থাকবেই।
আপনার সন্তানকে মাদক/কিশোর গ্যাং/অপসংস্কৃতি থেকে রক্ষা করতে এই পরামর্শগুলো মেনে চলুন।
ধৈর্য ধরে পুরো আলোচনা শুনুন || আপনার প্রিয় সন্তানকে বাঁচতে দিন ||
পরামর্শ || লাইক || কমেন্ট || শেয়ার
করে উৎসাহ দেওয়ার অনুরোধ রইলো।
#ভিসিডিএস #কিশোর #কিশোরগ্যাং #ইভটিজিং #মাদক
তর্কবাজ পেইজের পক্ষ থেকে সবাইকে
শুভ নববর্ষ-১৪৩১
একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
ঈদ মুবারক
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
অস্তিত্ব, ঐতিহ্য এবং শেকড় সবসময় আমাদের ধমনিতে থাকুক।
সকলের ঈদ ভালো কাটুক। রমজানের ত্যাগ, ধৈর্য, আত্মসংযম ও ধর্মচর্চার অনুশীলন সারা বছর আমাদের মাঝে থাকুক।
💚ঈদ মোবারক 💚
আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আপনাদের সাপোর্ট, পরামর্শ এবং উৎসাহ পেলে বিতর্ক, বক্তৃতা, উপস্থাপনা, পড়াশোনা, চাকুরী প্রস্তুতিসহ নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করতে পারি। সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকলে নিয়মিত আলোচনা করতে আগ্রহ পাবো। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটিভ করে রাখুন।
তর্কবাজ- The Debater Share your videos with friends, family, and the world
চলুন সবাইকে সবাই ক্ষমা করে দেই।
এই কাজটি করে আপনি ধর্ষণ/যীনা, খুন, নেশা করার মত পাপ করছেন না তো! এই কাজটি আপনার সব আমল খেয়ে ফেলছে না তো! গত দু'দিন আগে পোস্ট করা প্রশ্নের সমাধান বা যুক্তিকতা খুঁজে পাবেন এই আলোচনায়। মনোযোগ দিয়ে পুরো আলোচনা উপভোগ করার অনুরোধ করছি।
পরামর্শ || লাইক || কমেন্ট || শেয়ার ||
#তর্কবাজ #ভিসিডিএস #কিশোর #কিশোরগ্যাং #ইভটিজিং
বাবা তোমারে ছাড়া জেলের মধ্যে আমি
কেমনে থাকমু একলা একলা?
কোলেপিঠে আদর যত্নে তিল তিল করে গড়ে তোলা ২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে বাবা হয়ে নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবেন এমন চিন্তা কখনো করেননি বাবা রশিদ বাগমার। বাস্তবে এমন ঘটনাটি ঘটেছে আজ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে।
লেখাপড়া শেষে দেশে কোন চাকরিবাকরি না পেয়ে সৌদি পাড়ি জমায় কাউসার বাগমার। চাকরির মেয়াদ শেষে বছর খানেক আগে দেশে ফিরে আাসে কাউসার। দেশে এসে শুরু হয় বেকার জীবন যাপন। এক পর্যায়ে মাদকসেবিদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে কাউসার। বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে মা বাবার শরণাপন্ন হয় কাউসার। মাদক সেবনের কাংখিত পরিমান টাকা চেয়ে না পেয়ে মা বাবার সাথে প্রায়ই ঝগড়াঝাটি করতো কাউসার। মা বাবার নেশার টাকা জোগাড় করতে অবশিষ্ট আর কিছুই ছিলনা তাদের হাতে।
মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করা শুরু করে দেয় কাউসার। মাদকের টাকার জন্য বাবার নামে থাকা দুই কাঠা জমি বিক্রি করে নেশার জন্য টাকা দিতে বলে ছেলে কাউসার বাগমার। নিহতের বড় ভাই আশরাফুল বলেন, কাউসার সারা রাত নেশার ঘোরে বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। কোন ভাবেই মাদক থেকে ফেরানো যাচ্ছিল না তাকে। মাদকের জন্য সব সময় মা বাবার কাছ টাকা চাইত। টাকা না দিলে বাড়িতে ভাঙচুর ও মা বাবাকে গালিগালাজ করতো। কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার। জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকি দেয় ছেলে।
এমন পরিস্হিতিতে বাবা রশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে। ভোররাতে বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার। হঠাৎই বাবা রশিদ বাগমার বাড়িতে থাকা কুড়াল নিয়ে ছেলের রুমে ঢুকে কোপাতে শুরু করেন আদরের ধন ছেলে কাউসারকে। বাবার এমন কোপানীতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগো কাছে!
ছেলের আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তে। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার মানিক। ততক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য। আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার ফাঁসি হবে, কারোর কথাই শুনছেনা বাবা, বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালবাসি, আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচা থাইকা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন কান্নায় আশপাশের মানুষজনের চোখের পানি ছলছল করছে, মহিলারা আঁচল দিয়ে চোখ মুছছেন বারবার।
এমন সময় পুলিশ হাজির,, ছেলের মৃত্যু শোকে বাবা হাউমাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়, আমারে জেল দেন ফাঁসি দেন, আমারে থানায় লইয়া যান! ঘটনাস্হল থেকে রক্তমাখা কুড়ালটি জব্দ করে পুলিশ। স্বইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা, ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কান্না করতে করতে বলতে লাগলেন, বাবা তোমারে আমি মারতে চাই নাই ! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে নেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার! বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা, তোমারে কই পামু আমি বাবা, তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমনসব কথা আর দুইচোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই!
# # # #
টঙ্গী থেকে নূরুল ইসলাম,
সাংবাদিক দৈনিক জনকণ্ঠ,
সাবেক সভাপতি টঙ্গী প্রেসক্লাব, সাবেক
সেক্রেটারি গাজীপুর সাংবাদিক ইউনিয়ন।
প্রিয় শহর...
পরামর্শ || লাইক || কমেন্ট || শেয়ার ||
#তর্কবাজ #ভিসিডিএস #কুমিল্লা_নামেই_বিভাগ_চাই #কুমিল্লারনামেবিভাগচাই
সঞ্চালনার কিছু স্থিরচিত্র।
Motion Clicks'
English Alumni Association, CVGC
Iftar Mahfil-2024
আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম!
'Iftar Mahfi-2024'
Alumni Association, Department of English, CVGC
আমার কিছু আলোচনা একসাথে দিলাম।
সময় করে দেখে নিতে পারেন।
Shout out to my newest followers! Excited to have you onboard!
Mobarak Hossain, Md Rubel, Shamim Ahmed Palash, Mahbubur Rahaman, Hafez Mashekun Nabi, Kaish Mahmud
আল্লাহ আমাদের দু'আ কবুল করুক!
বলেছিলাম না, সাধারণ মানুষ যদি সিন্ডিকেট করে তবে সব সিন্ডিকেট ভাঙ্গতে বাধ্য। যখন যেটা অযুক্তিভাবে বাড়বে জাস্ট বয়কট করুন।
আমজনতার সিন্ডিকেট এর আলোচনার লিংক:
https://fb.watch/q-JrEN8WHG/?mibextid=v7YzmG
মাথা খাটিয়ে উত্তর দিবেন!
আপনি একটি ঘরে বন্দী এবং নিম্নের যেকোনো একটি কাজ আপনাকে করতেই হবে:-
❤️🔥 ১. একটি লাস্যময়ী মেয়েকে ধর্ষণ
🏺 ২. এক বোতল মদ পান
🔪 ৩. ঐ মেয়েটিকে খুন
আপনি কোন কাজটি করে পাপের মাত্রা কমাবেন?
ভেবে চিন্তে উত্তর দিবেন এবং উত্তরের পক্ষে যুক্তি দিবেন।
আমার পরবর্তী ভিডিওতে এই থিম নিয়ে আলোচনা করবো এবং আমার যুক্তি দিবো, ইন শা আল্লাহ!
খ্রিস্টান ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম বলছেন:
আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম। আমরা গির্জার কাছে জিশু খ্রিস্টের একটি মূর্তি অতিক্রম করছিলাম।
ছেলে আমাকে জিজ্ঞেস করল: বাবা, এটা কে?
আমি বললাম: ইনি ঈশ্বরের পুত্র!
আবার প্রশ্ন করল: কেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? তার শরীর ক্ষত বিক্ষত এবং দেখতে কী দুর্বল, তার জন্য আমার খুব মায়া হচ্ছে!
আমার ছেলে আমাকে বলল: কেন তার বাবা তাকে রক্ষা করেননি? অথবা তিনি নিজে একজন শক্তিশালী দেবতা হয়ে নিজেকে কেন রক্ষা করেননি?
আমি বললাম: আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বর এটা বেছে নিয়েছেন! তিনি তার ছেলেকে ক্রুশবিদ্ধ করতে রাজি হন কারণ তার ক্রুশবিদ্ধ হওয়া ছিল আমাদের জন্য একটি উৎসর্গ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত!
ছেলে আমাকে বলল: বাবা, আপনি কি এতে রাজী হবেন যে, লোকেরা আমাকে শুলিতে চড়াবে এবং আমাকে কারো জন্য শাস্তি দিবে! আর প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তা প্রতিহত করবেন না! আমাকে রক্ষা করবেন না!!
আমি বললামঃ অবশ্যই না!
আমার ছেলে বললঃ তাহলে ঈশ্বর কীভাবে তার পুত্রের সাথে এমনটা করলেন?
তিনি তো পুত্রকে শাস্তি না দিয়ে, মানুষের হাতে লাঞ্ছিত না করেও আমাদের পাপ ক্ষমা করতে পারতেন!
আমার কাছে এর কোন উত্তর ছিল না!
উত্তর না পেয়ে, পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত!
আমি এখন একজন গর্বিত মুসলিম,
আলহামদুলিল্লাহ।
Collected
It's called, 'tit for tat'.
আপনি যদি অন্যকে সমীহ করেন, শ্রদ্ধা দেন, ভালোবাসেন; আপনি সেটাই ফিরে পাবেন। আর যদি তা না করেন; তবে যা করেছেন তাই ফিরে পাবেন।
অভিনন্দন টিম বাংলাদেশ!
চমৎকার উদযাপন মুশি!
'ব্যবসার নামে ডাকাতি' এই সংস্কৃতি কবে বন্ধ হবে!
আপনার কবর, হিসাবও আপনার।
#তর্কবাজ #ভিসিডিএস #দ্রব্য #ক্রয়ক্ষমতা #উচ্চমূল্য #দ্রব্যমূল্য
হযরত সাবায়ে কেরাম (রা.) সত্যের মাপকাঠি কিনা! প্রাণ জুড়ানো আলোচনা। প্রিয় বক্তা সাইফুল আজম বাবর আল আযহারী সাহেব।
এখানে যারা কমেন্টস করেছে সবই দেখি মুসলমানের বাচ্চা কিন্তু ইসলাম ধর্মীয় সংস্কৃতি পালনে ওনাদের চুলকানি বেড়ে যায়। তোদের ভালো না লাগলে ঘোষণা দিয়ে ইসলাম থেকে বের হয়ে যা; তোদের মত কিছু কীট ইসলাম ধর্ম থেকে বের হলে ইসলাম পরিশুদ্ধ হবে। কিন্তু ৯০% মুসলমানের দেশে পবিত্র কোরআন পাঠের মত একটি অনুষ্ঠান নিয়ে ব্যঙ্গ করার সাহস কোথায় পাও! ওদের রঙ্গলীলা, বেহায়াপনা, ফ্রি-মিক্সিং এ সমস্যা হয় না, সমস্যা শুধু ইসলাম নিয়ে। আল্লাহ আমাদের এ দেশে ইসলাম চর্চার পথ সুগম করুক।
আহলান সাহলান মাহে রমাদান!
আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়া’লা আরো একটি রমজান পর্যন্ত হায়াত দান করেছেন। আল্লাহর রহমত ছাড়া একটি ইবাদাতও করা সম্ভব না। আব্বার পাঞ্জাবিটা পড়ে প্রথম খতম তারাবির নামাজ আদায় করলাম। সঠিকভাবে সিয়াম সাধনা করা এবং প্রাণভরে মহান সৃষ্টিকর্তাকে ডাকার তাওফিক যেন তিনি দান করেন। আল্লাহ তায়া’লা আমাদের সকল ইবাদাত ওনার সন্তুষ্টির জন্য কবুল করুক।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
Bodurpor Bazar
Cumilla, 3510
আপনার স্টোরিটা শেয়ার করতে পারনে💁♂️📩 নিজের গল্প গুলো ইনবক্স করতে পারেন 💁♂️📩