Deen Al Islam Muslim

শেয়ার করে দ্বীনের দাওয়াতের প্রচারে সাহায্য করুন

24/04/2024

ইসলাম শিখতে হলে আলেম ওলামা আছে তাদের কাছে যাও
মুসলিম মেয়েদের ইনবক্সে নয় ।

আর বোনেরাও সাবধান নন মাহরাম পুরুষকে ইসলামের আনার দায়িত্ব আপনার না । তাদের জন্য দেশে হাজার হাজার আলেম আছেন।

গত ১০ বছরে প্রায় ৩ লাখ নারী ও শিশু ভারতে পাচার হয়েছে !!
ভাগ*ওয়া লাভ ট্রা*প থেকে সাবধান হন অন্যকেও সাবধান করুন।

Photos from Deen Al Islam Muslim's post 19/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছে যেমন আপনার পরিবেশ শান্ত রাখবে তেমনি অর্থনৈতিক ভাবে ও সচ্ছল হতে সহযোগিতা করবে।

12/04/2024
19/03/2024

হজের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=
উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=
ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=

আল্লাহ, রাসুলকে ভালোবেসে উমরাহ করতে যাবেন? এজন্য অতিরিক্ত ৪০,০০০ টাকা।

আবার, ফরয ইবাদত হজ্জ করতে চাইলে অতিরিক্ত ১,৩৬,০০০ টাকা।

যাদের কারণে আমরা হজ্ব করতে যেতে পারিনা, আল্লাহ যেন হাশরের ময়দানে তাদের বিচার আমাদেরকে দেখার সুযোগ করে দেন,আমীন।

24/01/2024

শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে সুস্পষ্টভাবে লেখা আছে, শরীফ শারিরীকভাবে পরিপূর্ণ সুস্থ-সবল পুরুষ। শারিরীকভাবে সুস্থ সবল পুরুষ হওয়া সত্ত্বেও সে নিজেকে নারী মনে করছে। তার ক্রোমোজোম, প্রজননগ্রন্থী ও বাহ্যিক লৈঙ্গিক নিদর্শন কোন কিছুতেই নারীর বৈশিষ্ট্য ও উপাদান নেই। কেবল তার মন বলছে সে নারী।

এটাই ট্রান্সগণ্ডারিজম। কেবল মনে হওয়ার ভিত্তিতে ব্যক্তি লৈঙ্গিক পরিচয় দাবি করাকেই ট্রান্সগণ্ডারিজম বলে। শারিরীকভাবে সুস্থ- সবল কোন লিঙ্গের হওয়া সত্ত্বেও নিজেকে ভিন্ন লিঙ্গের মনে করাটা- কোন লৈঙ্গিক পরিচয় নয়। এটা মানসিক অসুস্থতা কিংবা মানসিক বিকৃতি।

কেবল মনে হওয়ার ভিত্তিতে মানুষের লিঙ্গ নির্ধারিত হয় না। মানুষের লিঙ্গ নির্ধারিত হয় প্রধাণত তার অভ্যন্তরীণ প্রজননগ্রন্থী, ক্রোমোজোম এসবের ভিত্তিতে।

শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের যেই প্যাটার্ন, সেখানে হিজড়ার কোন সংশ্লিষ্টতা নেই। মনে হওয়ার সাথে হিজড়ার কোন সম্পর্ক নেই। হিজড়ারা জন্মগতভাবে এবং শারিরীকভাবেই ত্রুটিযুক্ত হয়। তারা মনে মনে ত্রুটিযুক্ত হয় না। আর শরীফার গল্পের মূল ভিত্তিই হল এই মনে হওয়া। সেখানে হিজড়া শব্দ ব্যবহার করলেও আদতে ট্রান্সগন্ডারের মর্মকেই প্রমোট করা হয়েছে, নৈতিক হিসেবে দেখানো হয়েছে।

বইয়ের লেখা থেকে এই সুস্পষ্ট বিষয়টি যারা বুঝতে পারছে না, তারা আসলে জ্ঞানপাপী। নতুবা তারা প্রোপাগান্ডিস্ট, তারাই ট্রান্সগণ্ডারের সৈনিক। তারা মতলববাজ। হিজড়া শব্দের আড়ালে, হিজড়াদের প্রতি সহানুভূতিকে কাজে লাগিয়ে তারা মূলত ট্রান্সগন্ডারিজমকেই প্রতিষ্ঠা করতে চায়।

22/01/2024

ট্রা/ন্স/জেন্ডার সম/কামিতার বিরু/দ্ধে প্রতি/বাদ হোক সর্বত্র । যেসব প্রতিষ্ঠান এসব নিকৃ/ষ্ট বিষয়কে মদদ দেয় তাদের বয়/কট করুন । যাদের মোবাইলে বিকাশ অ্যাপ আছে এখনই ডিলেট করুন ।

ব্র্যাক ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিবাদ করুন । ব্র্যাকের সকল প্রতিষ্ঠানকে বয়কট করুন ।

22/01/2024

বিকাশের বিকল্প ইজি মোবাইল ব্যাংকিংয়ের অপশন আমাদের সামনে আছে। বেশি না, কেবল আজকের দিনের ভিতরই লাখের মত গ্রাহক যদি বিকাশ থেকে তাদের সকল টাকা উত্তোলন করে ফেলে এবং হাজার খানেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের লেনদেন মাধ্যম থেকে বিকাশকে সরিয়ে দেয়, তবে এই ঘটনাই বিকাশের মত প্রতিষ্ঠানকে বিরাট একটা ধাক্কা দিবে।

আর ধারাবাহিকভাবে যদি এই বয়কট প্রক্রিয়া চলতেই থাকে, তবে আশা করি তারা প্রকাশ্য ক্ষমা চাইতে কিংবা গোজামিল দিয়ে হলেও কোন স্টেটমেন্ট দিতে বাধ্য হবে। তাদের জমিদারি স্বভাবে কিছুটা হলেও নতি স্বীকারের আচরণ দেখা যাবে।

তাই আসুন! বয়কটের আওয়াজ ও আহবানকে আরো জোরদার করি, ছড়িয়ে দিই এবং নিজেরা বাস্তবায়ন করি।

05/12/2023

"মুমিন পুরুষদেরকে বল: তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।" (সূরা নূর : ৩০)
Join : Sabr (صبر)

22/11/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র!

JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে!

SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়!

এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় Admission এ!

ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু...

সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে, “এ জীবন কিছুই না, মৃত্যুর পরের জীবনই আসল জীবন!”

Photos from Deen Al Islam Muslim's post 02/06/2023
29/05/2023

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ❤

07/04/2023

হুজুর দিয়ে পূঁজা হয়না,
ঠাকুর দিয়ে যাকাত হয়না।
#বিদ্যানন্দে_যাকাত_দেয়া_যাবেনা

24/09/2022

হারাম এখন এতই স্বাভাবিক হয়ে গেছে যে, হালালকে এখন বাড়াবাড়ি মনে হয় অনেক মুসলিমের।

ও আল্লাহ, আমাদের মাফ করো। সহজ-সরল পথ দেখাও। তোমার দেয়া হারাম বিধানকে যারা হালাল করতে চায় তাদের হেদায়েত দাও।

24/09/2022

পাপাচারীদের সাথে উঠাবসা করবেনা। নতুবা তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে।

-- উমার ইবনুল খত্তাব রদ্বিয়াল্লহু আনহু

[ কানযুল উম্মাল - ১৬/২৬২ ]

14/09/2022

ফিরে আসুন আপনার রবের দিকে
আমি হাত জোড় করছি ⭐😭

09/09/2022

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেনঃ-
১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি
২। গায়েহলুদ = হিন্দু রীতি
৩। যৌতুক = হারাম। মানুষ বলে সামাজিক রীতি
৪। ঝাকজমক লাইটিং = লোক দেখানো রীতি
৫। ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা = শ্বশুরবাড়ির
উপর জুলুম রীতি
৬। বিশাল অংকের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে
পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।

★আপনার বিবেকের কাছে প্রশ্ন____

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? আপনি কী মরেছেন?

★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন? তার কি পা নেই?
★বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা ! আপনাকে বিয়ে করতে কে বলেছে?
★বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি? নাকি তার হাতে প্যারালাইজড!!
★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন?
অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?
★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাইতাছেন কেন? নাকি ছেলে বিক্রি করছেন?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.
★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন? মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?
★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে !'
★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে!!!!
★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন? বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?
★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন? মেয়েরা কী হিজড়া হয়ে গেছে?'

অনাচার গুলো আর কারো নয়___আমাদেরই তৈরী!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি!
তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়াত বিরোধী ও ফালতু সামাজিক রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি_____ইনশা আল্লাহ্‌.....

আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুন।।🤲🤲

18/07/2022

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়

▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

17/07/2022

প্রাপ্তির শেষ কোথায়?

⛔বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

⛔অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

⛔ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

⛔গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

⛔শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

⛔প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

⛔সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

⛔নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

⛔চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

⛔বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

⛔সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

⛔সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।❤️❤️
আলহামদুলিল্লাহ।

16/07/2022

আমরা যারা ভাবি, যে ৫০-৬০ বছর বাচবো, পাশ করে বিদেশে যাবো, চাকড়ি করবো, ব্যবসা করবো, অনেক টাকা হবে, প্রতিষ্ঠিত হব, একটা সামাজিক স্টাটাস হবে; আল্লাহর ওয়াস্তে এই ফ্যান্টাসি থেকে বের হয়ে আসি সবাই। এমন একটা কম্পেটিটিভ পরিবেশ তৈরি হল আমাদের আশে পাশে, সবাই একটা ফ্যান্টাসির জগতে বাস করতেসি। যেখানে আদৌ কোন সুখ তো নাইই, আছে শুধু প্রতিযোগিতা আর হতাশা।

যেকোন সময় ডাক আসবে আমাদের। সবাই প্রস্তুত হই। একটা দ্বীনি সমাজ তৈরি করি, যাতে সবার দ্বীন প্র্যাক্টিস করা সহজ হয়। এই ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে যে আমরা কী হারাচ্ছি, এটা কবরে গেলেই বুঝা যাবে। আসুন নিজের জীবনে, পরিবারে, সমাজে দ্বীন কায়েম করার কাজে নেমে পড়ি, নাহয় সবাই কঠিন ধরা খাবো।

সূরা তাকাসুর আয়াত ১-২

"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে"
''যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে"

14/07/2022

নতুন ফিতনা😔
আল্লাহ সুবহান ওয়া তায়ালা সকল কে বোঝার তৌফিক দান করুন। আমিন

14/07/2022

নতুন ফিতনা😔
আল্লাহ সুবহান ওয়া তায়ালা সকল কে বোঝার তৌফিক দান করুন। আমিন🌺

Want your place of worship to be the top-listed Place Of Worship in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

"মুমিন পুরুষদেরকে বল: তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নি...
ফিরে আসুন আপনার রবের দিকেআমি হাত জোড় করছি ⭐😭
নতুন ফিতনা😔 আল্লাহ সুবহান ওয়া তায়ালা সকল কে বোঝার তৌফিক দান করুন। আমিন
নতুন ফিতনা😔আল্লাহ সুবহান ওয়া তায়ালা সকল কে বোঝার তৌফিক দান করুন। আমিন🌺

Website

Address

Dhaka
7461

Other Religious Organizations in Dhaka (show all)
Ramakrishna MATH and Mission -Dhaka,Bangladesh Ramakrishna MATH and Mission -Dhaka,Bangladesh
Dhaka

Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka is a branch centre of worldwide spiritual and philanthropic twin organizations Ramakrishna Math and Ramakrishna Mission (generally ...

ইসলামের পথে - Islamer Pothe ইসলামের পথে - Islamer Pothe
Dhaka, 191635005

like us to stay with us...

シTurn To Allah シTurn To Allah
Dhaka

Allah is the best creator

Hare Krishna News Hare Krishna News
Dhaka, 0088

About Hare krishna related any program.

Alo - আলো Alo - আলো
Dhaka

অন্ধকার থেকে আলো'তে।

Islam For All Islam For All
Dhaka

এসো ইসলাম ও শান্তির পথে

Noorul Quran Noorul Quran
Dhaka

আসসালামু আলাইকুম

𝐁𝐡𝐚𝐤𝐭𝐢→𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚 𝐂𝐨𝐧𝐬𝐜𝐢𝐨𝐮𝐬𝐧𝐞𝐬𝐬 𝐁𝐡𝐚𝐤𝐭𝐢→𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚 𝐂𝐨𝐧𝐬𝐜𝐢𝐨𝐮𝐬𝐧𝐞𝐬𝐬
Dhaka

𝐈𝐭 𝐈𝐬 𝐚 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚 𝐂𝐨𝐧𝐬𝐜𝐢𝐨𝐮𝐬𝐧𝐞𝐬𝐬 𝐁𝐡𝐚𝐤𝐭𝐚 𝐒𝐡𝐚𝐧𝐠𝐚 𝐠𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞

Islamic Da'wah Islamic Da'wah
Dhaka

আসসালামু আলাইকুম,, প্রিয় দ্বীনি ভাই বোনদের নিকট ইসলাম ও দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য এই পেইজ

Syed Muhaimenul Bari Orphanage Syed Muhaimenul Bari Orphanage
Chandrima Model Town
Dhaka, MUHAMMADPUR

Syed Muhaimenul Bari Orphange

𝑸𝑼𝑹𝑨𝑵 & 𝑯𝑨𝑫𝑰𝑻𝑯 𝑸𝑼𝑹𝑨𝑵 & 𝑯𝑨𝑫𝑰𝑻𝑯
Dhaka
Dhaka, 7822

‘তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোন সন্দেহ পোষণ করে না’।