ডাঃ মোঃ ওমর ফারুক
এমবিবিএস(আইএসএমসি)
পিজিটি(মেডিসিন)
এমডি গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঘোষণা :-
আগামী ৩ দিন (১লা জানুয়ারি ২০২৪)পর্যন্ত চাঁদপুর প্রতিদিন চেম্বার করব তারপর নিজ কর্মস্থল ঢাকায় ফিরে যাব।তাই কেউ আমাকে দেখাতে চাইলে এই ৩ দিন চাঁদপুর দেখাতে পারবেন। ১ তরিখের পর নিজ জেলা শহর চাঁদপুরে প্রতি শুক্রবার নিয়মিত রোগী দেখব।
প্রয়োজনে: 01933-803107
বাচ্চাদের শরীরে সরিষার তেল লাগানো থেকে বিরত থাকুন। সরিষার তৈলে ইউরিয়া থাকে সেক্ষেত্রে ব্যবহার না করাই ভাল।
শিশুদের সরিষার তেল লাগানোর ফলে এরকম কন্টাক্ট ডার্মাটাইটিস এর রোগী প্রায়শই পাচ্ছি। খাঁটি সরিষার তেল আসলে কতটা খাঁটি সেটাই দেখার বিষয়।
আগেরকার বাপ চাচার আমলের খাটি তেল এখন আর নেই। শীতকালীন সময়ে নবজাতকের দেহে যত্র তত্র প্রোডাক্ট ব্যবহারে সতর্ক থাকুন।
শিশুদের ত্বকে এরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।
কখনো কখনো সরিষার তেল লাগানো কতটা খারাপ হতে পারে তার একটি সাধারণ চিত্র।
সুস্থ্য থাকুক সকল শিশুরা।
ডাঃ জয়ন্ত সাহা
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ;
লেজার ও কসমেটিক ডার্মাটোসার্জন।
এই শীতে কারও এজমা/হাপানি/ শ্বাসকষ্ট থাকলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন কারণ শীতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজকেও তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চেম্বারে বেশ কয়েকজন রোগী এসেছে।
বিজয় মেলা, চাঁদপুরে।
মেঘনা নদীর পাড়ে, হরিণা ফেরিঘাট, চাঁদপুর।
আমার শ্রদ্ধেয় মাদ্রাসার শিক্ষক ( গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদরাসা) জাফর স্যার।
স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
ছবির ভদ্রলোক গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে মৃত্যুবরণ করেন।
এই প্রানঘাতী বিষধর সাপটি আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ধারনা করা হয়, বন্যার সময় ভারত থেকে ভেসে এসেছে এই সাপ। খুব দ্রুত এবং সংখ্যায় অনেকগুলো করে বাচ্চা দেয়।
ওঝা কখনও সাপের বিষ নামাতে পারেনা, সুতরাং সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যাবেন। দ্রুত হাসপাতালে এনে এন্টিভেনম দিলে সুস্থ করা সম্ভব।
বি:দ্র:ওঝা কখনো সাপের বিষ নামাতে পারেনা, সুতরাং আমাদের এই কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
জনস্বার্থে পোস্ট টি বেশী করে শেয়ার করুন।
চিকিৎসক হিসেবে আজ নিজেকে খুব ভাগ্যমান মনে হচ্ছে যখন একজন আলেম মানুষ কল দিয়ে বলে যে স্যার আপনার জন্য আজকে মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন খতম করিয়েছি।
আমিও যেন আপনাদের উত্তম সেবা দিতে পারি মহান আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক।
নিজ জেলা শহর চাঁদপুরে চেম্বার করার আজ ৯ মাস পূর্ণ হল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ, আগামীকাল( প্রতি মঙ্গলবার) রোগী দেখব নিজের সাবেক বাসভূমি ( জন্মস্থান) হাইমচরে।
রীমটাচ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
আলগী বাজার,হাইমচর, চাঁদপুর।
প্রয়োজনে :01933803107
আমরা দাদাদের দেশে টাকা দিয়ে আসি, ফ্রীতে না......
একটু চালাক না হলে......
আলহামদুলিল্লাহ
ডায়াবেটিস কি? ডায়াবেটিস কেন হয়?
আমাদের শরীরে অগ্ন্যাশয় (পেনক্রিয়াস) নামক একটি গ্রন্থি রয়েছে যেটার কাজ হচ্ছে ইনসুলিন নামক এক প্রকার হরমোন নিঃসরন করা।আর এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের (শর্করা) পরিমাণ নিয়ন্ত্রণ করা।কোন কারনে যদি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণের পরিমাণ কমে যায় তখন রক্তে গ্লুকোজের (শর্করার) পরিমাণ বেড়ে যায় তখন এই অবস্থাকেই সাধারণত ডায়াবেটিস বলা হয়।
আলহামদুলিল্লাহ্, দিন দিন আমার প্রতি আপনাদের আস্থার প্রতিদান বেড়েই চলেছে, ফলশ্রুতিতে গত শুক্রবারে দুপুরের খবার প্রায় সন্ধ্যার কিছু আগে খেতে হয়েছে। তবে রোগীদের অপেক্ষায় রেখে খেতে পারছি না কারণ এরা সবাই সকাল থেকে এসে বসে আছে।
মহান আল্লাহ আমাকে আপনাদের উত্তম সেবা দানের সুযোগ করে দিয়েছেন। তাই পুনরায় বলছি আলহামদুলিল্লাহ।
আজ সকালে আমার রোগীর ভালোবাসার উপহার।
ঘুরাঘুরি
নিজ জেলার সীমানা পেরিয়ে সিরাজগঞ্জ ও মাদারিপুর থেকে রোগী আসবে নিজ জেলা শহর চাঁদপুরে।
নিজ জেলা শহরে স্বাগতমের অপেক্ষায়।
আইসিসির(ICC) এই নিয়ম মানি না, এক বিশ্বকাপে যে দল সবচেয়ে বেশি ম্যাচ জিতবে তাকে বিশ্বকাপ দেয়া হোক।
আমাদের শরীরে লিভারের কাজ কি?
লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।আমাদের শরীরে লিভারের কাজগুলো হচ্ছে -
১/বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়া
২/শরীরে প্রোটিন তৈরি করা
৩/শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখা।
৪/খাবার হজমে সহায়তা করা
৫/রক্ত কনিকা উৎপাদন করা(শিশুদের)
৬/ রক্ত ক্ষরণ প্রতিরোধ করা
৭/ভিটামিন -এ,ডি,ই,কে শোষনে সহায়তা করা
এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যা আমাদের শরীরে শক্তি যোগায়।
কোন কারনে লিভার আক্রান্ত হলে উপরোক্ত কাজ গুলো করতে পারে না তখন আমাদের শরীরের বিলিরুবিন বেড়ে যায় এবং জন্ডিস হয়।
মেডিকেলর এর কিছু পরিভাষা-
না জানলে আপনার ডাক্তার দেখাতে সমস্যা হতে পারে।
নিজের প্রয়োজনে টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিন যে কোন সময় প্রয়োজন হতে পারে।
আসুন জেনে নেই,
Cardiology (কার্ডিওলজি) : হৃদরোগ বিভাগ
Urology (ইউরোলজি) : কিডনি, মুত্রনালী ও প্রজনন তন্ত্রে অপারেশন জনিত বিভাগ
Nephrology (নেপ্রোলজি): কিডনি, মুত্রনালী ও প্রজনন তন্ত্রে মেডিসিন সম্পর্কিত বিভাগ
Opthalmology (অপথালমোলজি) : চক্ষু বিভাগ
Haematology (হেমাটোলজি): রক্ত রোগ বিভাগ
Gastroenterology (গ্যাসট্রোএন্টেরোলজি): পরিপাক তন্ত্র বিভাগ
Hepatology (হেপাটোলজি) : লিভার বিভাগ
Pulmonology (পালমোনোলজি): বক্ষ বিভাগ
Rheumatology (রিউমাটোলজি): বাত ব্যাথা বিভাগ
Oncology (অনকোলজি): ক্যান্সার বিভাগ
Orthopedic (অর্থপেডিক): হাড় /অস্থিচিকিৎসা বিভাগ
Gynae & obs (গাইনি এন্ড অবস্): স্ত্রী ও প্রসূতি বিভাগ
Pediatric (পেডিয়াট্রিক): শিশু বিভাগ
Dermatology & Venerology : চর্ম ও যৌন রোগ বিভাগ।
Psychiatry ( সাইকিয়াট্রি): মানসিক রোগ বিভাগ।
ডাঃ মোঃ ওমর ফারুক
এমবিবিএস (আইএসএমসি)
পিজিটি( মেডিসিন), পিজিটি(কার্ডিওলজি)
এমডি -গ্যাসট্রোএন্টেরোলজি কোর্স
আবাসিক চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
কারও এজমা/হাপানি/ শ্বাসকষ্ট থাকলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন কারণ শীতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজকেও তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চেম্বারে বেশ কয়েকজন রোগী এসেছে।
আমার শ্রদ্ধেয় শিক্ষক যখন তার ছাত্রের কাছে চিকিৎসা নিতে আসে তখন নিজের মনের ভেতর এক অন্য রকম অনুভূতি কাজ করে। স্যার আমার পাশের চেয়ারে বসা, তবে কেন যে আমার ভেতর ভয় কাজ করতেছিল যেমনটা করেছিল স্যার যখন ক্লাসে আসতেন তবে স্যার কিন্ত অনেক মিশুক ছিলেন। আজ একটা কথা বারবার মনে হচ্ছে, আমি স্যারকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি কি?
যাদের কাছে বিদ্যা শিখেছি সারাজীবন তাদের সেবা দিলেও তা পরিশোধ যোগ্য নয়।
মহান আল্লাহ সকল শিক্ষকদের ভালো রাখুক এই প্রত্যাশা করি।
চেম্বারে এক রোগী এসেছে, সে ৫ বছর ধরে কবিরাজের কাছে লিভার খিলায় এতে তার লিভার ভালো থাকবে। তখন তার জন্ডিসের তীব্রতা তেমন ছিল না কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার জন্ডিসের মাত্রা অনেক বেড়ে গেছে। দিনে ২-৩ বার পাতা ও চুন দিয়ে হাত ও মাথা ধোয়ার পরেও তার জন্ডিস কমে নাই তাই সে খোজ করে আমার কাছে এসেছে।
জন্ডিস নিয়ে আমি অনেক লিখেছি যাতে সবাই আসল তথ্যটা জানতে পারে।
বি:দ্র: জন্ডিস কেবলমাত্র প্রশাব ও পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হতে পারে কিন্ত চামড়া/ত্বকের মাধ্যমে বের হতে পারে না।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে যেসব জটিল সমস্যার সৃষ্টি হতে পারে.....
১/স্ট্রোক
২/হার্ট এটাক
৩/অন্ধত্ব
৪/কিডনি বিকল হওয়া
৫/রক্তনালী বন্ধ হয়ে হাত ও পায়ে পচন ধরা।
সুতরাং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আর অবহেলা নয়।
প্রথমে ভাবছিলাম আপাতত ঢাকা চেম্বার চালিয়ে যাই।তারপর চাঁদপুর চেম্বার করার জন্য অনুরোধ আসল, সহজেই রাজি হয়ে যাই নিজ জেলা শহর চাঁদপুরে চেম্বার করার জন্য। আলহামদুলিল্লাহ সল্প সময়ে চাঁদপুরে এখন পর্যন্ত প্রায় ৩০০০ রোগী দেখলাম (অল্প সময়ে এত সংখ্যক রোগী দেখব এটা কল্পনাতীত ছিল ) যেটা আপনাদের আস্থার প্রতিদান।
ইনশাআল্লাহ আপনাদের সর্বোত্তম সেবায় যেন নিয়োজিত থাকতে পারি মহান আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক।
পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই.....
The heath of my patient is my first consideration (Geneva declaration)
ডাঃ মোঃ ওমর ফারুক
আবাসিক চিকিৎসক,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রতিদিন(মঙ্গলবার ব্যতীত) নিয়মিত রোগী দেখছি নিজ জেলা শহর চাঁদপুরে।
রীমটাচ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মিশনরোড, চাঁদপুর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
Videos (show all)
Contact the practice
Telephone
Address
Resident Physician Dhaka Medical College And Hospital Dhaka. Chandpur Chember-Rimtouch Diagnostic And Consultation Centre, Mission Road, Chandpur
Dhaka
1000