Jalil Advertisement
কম খরচে, জাতীয় সকল প্রত্রিকায় বিজ্ঞাপ?
পুরাতন চিনারী ভিডিও দেখতে মজা পাবেন
১০টি বইয়ের প্যাকেজ
৪ খলিফা ৫ জন মহিয়সী নারীর জীবনী ও ২৪ ঘণ্টার আমল
প্যাকেজটির মুদ্রিত মুল্য - ৩০০০ টাকা
৫৮% ছাড়ে অফার মূল্য - ১২৬০ টাকা হাদিয়া মাত্র।
ডেলিভারি চার্জ:৬০৳ ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে ১০০৳। প্যাকেজটি সংগ্রহ করতে ইনবক্স করুন অথবা কল করুন 01613616742
অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু
যুগান্তর প্রতিবেদন
০১ অক্টোবর ২০২১, ০৮:৫৬ এএম | অনলাইন সংস্করণ
209 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button
মোবাইল
আজ (১ অক্টোবর) থেকে দেশের অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার ‘অবৈধ মোবাইল হ্যান্ডসেটের নেটওয়ার্ক হতে বন্ধকরণ সংক্রান্ত’ এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর হতে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
একই সঙ্গে কোনো আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবৈধ হ্যান্ডসেট উৎপাদন কিংবা আমদানি না করার জন্য এবং কোনো বিক্রেতাকে অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করতেও বলেছে বিটিআরসি।
কোনো বিক্রেতা অবৈধ হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের দাম ফেরত দিতে হবে। পাশাপাশি টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
মোবাইল হ্যান্ডসেট কেনার আগে তা আসল কি না, তা যাচাই করে নিতে বলা হয়েছে ক্রেতাদের। এজন্য মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরুপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া, বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা হ্যান্ডসেট ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করিয়ে নিতে বলা হয়েছে।
বিটিআরসি বলছে, দেশে প্রতি বছর বিক্রি হওয়া মোবাইল হ্যান্ডসেটের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ অসাধু উপায়ে কর ফাঁকি দিয়ে বাজারে ঢুকছে। ফলে ৮০০ থেকে ১ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
বিটিআরসি স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, নিবন্ধনের মাধ্যমে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, মোবাইল ফোনের হিসাব রাখা যাবে। সবশেষে সরকারি রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব হবে।
নিবন্ধন প্রক্রিয়ায় দেশে যত হ্যান্ডসেট বৈধভাবে আমদানি হচ্ছে এবং স্থানীয়ভাবে যে মোবাইলগুলো অ্যাসেমব্লিং বা উৎপাদিত হচ্ছে সেগুলোর আইএমইআই নম্বর নিয়ে একটি বৈধ ফোনের ডাটাবেজ তৈরি করা হবে। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (ইআইআর) মাধ্যমে প্রতিটি সক্রিয় সেট নিবন্ধনের আওতায় আনা হবে।
ব্যবহারকারীর হ্যান্ডসেট নিবন্ধনের জন্য নিজেদের নিবন্ধিত সিমটি সেটে সক্রিয় করলেই সেটটি ওই নামে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। তবে একই সেটে দ্বিতীয় সিম ব্যবহার করতে চাইলে সেই সিমটিও একই নামে নিবন্ধিত হতে হবে।
কারও একাধিক সেট থাকলে তিনি অন্যান্য সেটে যে সিম সক্রিয় করবেন সেই সিমটি যে নামে নিবন্ধিত ফোনটিও সেই নামে নিবন্ধিত হতে হবে। ওই সেটে অন্য নামে নিবন্ধিত কোনো সিম আর কাজ করবে না। অর্থাৎ সিম ও সেট একই নামের নিবন্ধিত না হলে ওই সেটে সিম সক্রিয় হবে না।
যে সব উদ্যোগতারা এ্যালোভেরা,লিচি,স্ট্রবেরি,তেতুঁল ও অরেঞ্জ ড্রিংক্স এর ফরমূলার লিজ নিয়ে উৎপাদন করে বাজার জাত করতে চান
তাহারা যোগাযোগ করুনঃ 01735297196,01674967047
বি:দ্র: প্রতিটি জেলায় 1 জন বা 1 টি প্রতিষ্ঠান লিজ পাবেন
নিয়োগবিজ্ঞপ্তি
বিধি মোতাবেক ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, দত্তপাড়া, শিবচর, মাদারীপুর এরজন্য ০১ (এক) জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (উচ্চ মাধ্যমিক পাশ ও কম্পিউটা রেডিপ্লোমা) ও ০১ (এক) জন এম.এল.এস.এস (৮ম শ্রেনী) নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন। অধ্যক্ষ- ০১৭১৬৩৭৭২৯৬
ইত্তেফাক প্রকাশ ৮/২/২০২১ইং
এখানে কম খরচে, জাতীয় সকল প্রত্রিকায় বিজ্ঞাপন গ্রহণ করা হয়।
যোগাযোগ:
মোবাইল নাম্বার: (01820045606 বিকাশ , নগদ,ইমো), 01674967047
ঠিকানা : 219 (নিচ তলা), গাউসুল আজম সুপার মার্কেট, কাটবন রোড, নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা-1205
নাম সংশোধন
আমি গউ চঊণঅখ ঐঙঝঝঅওঘ,আমার এসএসসি রোল: ৫৫৪১৯১, রেজি:৫৬৬০২১/২০০২-০৩, গ্রæপ:ব্যবসায়শিক্ষা,পাস:২০০৪,বোর্ড:কুমিল্লা এবং এইচএসসি রোল: ৫৫২৬১৯,রেজি:৩৫৫১৮৬/২০০৪-০৫, গ্রæপ: ব্যবসায় শিক্ষা,পাস:২০০৬, বোর্ড: কুমিল্লা এর রেজি.কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র ও সনদপত্রে ভুলবশত:আমার পিতার নাম: গঙঘওজ ঐঙঝঝঅওঘ, আমার মাতার নাম: কঐঅখঊউঅ অকঞঊজ এবং আমার জন্ম তারিখ: ০১/০৩/১৯৮৭ইং ছাপা হয়েছে; আমার পিতার সঠিক নাম গঙঘওজ ঐঙঝঝঅওঘ গটঘঝঐও,আমার মাতার সঠিক নাম কঐঅখঊউঅ অকঐঞঊজ এবং আমার সঠিক জন্ম তারিখ:১৪/১০/১৯৮৬ইং গ্রহণ করিলাম। এফিডেভিট নং ১৭৬, তাং ০৬/২/২০২১ইং
আমার সংবাদ প্রকাশ ৭/২/২০২১ইং
ফ্ল্যাট বিক্রয়:
জরুরী ভিত্তিতে পশ্চিম ধানমন্ডিতে নতুন কিছু রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে। ফ্ল্যাট মালিক বিদেশগামী,ফ্ল্যাট সাইজ:১১৬০, ১২০০, ১৩৭০বর্গফুট সব গুলোর পাকিং হবে। শুধুমাত্র প্রকৃত ক্রেতাগনকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ: 01674967047, ,সর্ব নিন্ম ফ্ল্যাট বিক্রি মূল্য ৫৯,০০,০০০/-(+/-)
যুগান্তর প্রকাশ ৫/২/২০২১
বাংলাদেশ প্রতিদিন প্রকাশ ০৫/২/২০২১
প্রথম আলো প্রকাশ ৬/২/২০২১
এখানে কম খরচে, জাতীয় সকল প্রত্রিকায় বিজ্ঞাপন গ্রহণ করা হয়।
যোগাযোগ:
মোবাইল নাম্বার: (01820045606 বিকাশ , রকেট, নগদ, ইমো), 01674967047
ঠিকানা : 219 (নিচ তলা), গাউসুল আজম সুপার মার্কেট, কাটবন রোড, নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা-1205
এখানে কম খরচে, জাতীয় সকল প্রত্রিকায় বিজ্ঞাপন গ্রহণ করা হয়।
যোগাযোগ:
মোবাইল নাম্বার: (01820045606 বিকাশ , রকেট , নগদ,ইমো), 01674967047
ঠিকানা : 219 (নিচ তলা), গাউসুল আজম সুপার মার্কেট, কাটবন রোড,নিউমার্কেট থানার উত্তর পাশে নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা-1205
ত্বীন ফল ❤️
কি কারণে খাবেন এই ত্বীন ফল?
ত্বীন ফলের ১৩ টি গোপন রহস্য যা আমাদের সুস্থ ও সুন্দর করে তোলে-
ত্বীন ফল-( Dried Fig), সুমিষ্ট স্বাদের রসালো একটি ফল,যার উল্লেখ রয়েছে পবিত্র কুরআনে। সূরা ত্বীন-এ মহান আল্লাহ এই ফলের নামে শপথ করেছেন। এই বরকতময় ফলের চাহিদা সম্প্রতি ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
উপকারিতা-
*কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে
রক্তে কোলেস্টেরলের পরিমান বেশি মানে হৃদপিণ্ডের ঝুঁকি। তাই রক্তে কোলেস্টেরলের পরিমান নিয়ন্ত্রণ করা জরুরি।
ত্বীন ফলের ফাইবার শরীরে দ্রুত শোষিত হয়। এর ফাইবার দ্রুত দ্রবীভূত হয়ে করতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ত্বীন ফলে বিদ্যমান পেকটিন কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা রাখে।
*রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
আপনি যদি উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন তবে নিয়মিত ত্বীন ফল গ্রহন আপনার রক্তচাপ আশানুরূপভাবে কমতে শুরু করবে।
ত্বীন ফলে প্রচুর পরিমাণ পটাসিয়াম বিদ্যমান। এটি উচ্চ রক্তচাপ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
*যৌন ক্ষমতা বৃদ্ধি করে
ক্যালসিয়াম,পটাসিয়াম,আয়রন ও জিংক সমৃদ্ধ ত্বীন-কে যৌন পরিপূরক হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম,যা সেক্স হরমোন ও এস্ট্রোজেন ও এন্ড্রোজেন উৎপাদনে সাহায্য করে।
এই ফল নারী ও পুরুষের বিভিন্ন ধরনের যৌন সমস্যা সমাধান করে এবং যৌনশক্তি বৃদ্ধি করে।
এর সুফল পেতে সারারাত দুধের মধ্যে ত্বীন ফল ভিজিয়ে রেখে সকালে পান করুন।
*হজমে সাহায্য করে
এতে বিদ্যমান উচ্চ ফাইবার আপনার হজমকে উন্নত করবে। এটি বিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেয়। ত্বীন ফল ডায়ারিয়া নিরায়মেও কাজ করে এবং সম্পূর্ণ হজম প্রক্রিয়াকে সহজ করে।
আপনার হজমকে উন্নত করতে নিয়মিত ২-৩টি ত্বীন পানিতে ভিজিয়ে রেখে সকালে পান করুন। এর সাথে চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।
*রক্তস্বল্পতা দূর করে
ত্বীন ফলে আয়রনের প্রাচুর্য্য আপনার শরীরের রক্তস্বল্পতা ও আয়রনের ঘাটতি পূরন করবে। নারীদের দেহে আয়রনের পরিমান সঠিক রাখা একান্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায়ও মায়ের দেহে আয়রনের পরিমান নিশ্চিত করতে পারে ত্বীন ফল। এতে উপস্থিত আয়রনের কার্যকারিতা রক্তস্বল্পতা প্রতিরোধ ও দূর করতে সাহায্য করে।
*ক্যান্সার প্রতিরোধ করে
গবেষনায় উঠে এসেছে, যেসকল নারীরা তাদের ডায়েটের অংশ হিসেবে রোজ ত্বীন গ্রহন করেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কম।
মূলত ত্বীন -এ রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। কোলন ক্যান্সার রোধেও এটি বেশ কার্যকর।
*হাড়ের রক্ষণাবেক্ষণে ত্বীন ফল:-
হাড়ের সুস্থতায় ক্যালসিয়াম অপরিহার্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ খনিজ উপাদানটি আমাদের দেহে উৎপাদন হয় না। তাই একমাত্র খাদ্যাভাসের মাধ্যমেই শরীরে এর চাহিদা পূরন করতে হয়। ত্বীনে মজুত ক্যালসিয়াম আপনার দেহে ক্যালসিয়ামের চাহিদা পূরন করে হাড়কে করে তুলবে মজবুত ও শক্তিশালী।
এছাড়াও এটি পটাসিয়ামের ভাল উৎস হওয়ায় হাড়ের ক্ষয় রোধেও উপকারী।
একইসাথে ওজন কমাতে ও বাড়াতে সাহায্য করে
বিস্ময়কর হলেও সত্যি যে, এই অসাধারণ ফলটি ওজন কমাতে যেমন সাহায্য করবে তেমনি চর্মসার ব্যক্তির জন্যও বয়ে আনবে সুসংবাদ।
ত্বীন ফলের উচ্চ ফাইবার দেহের অতিরিক্ত ক্যালোরি হ্রাস করতে সক্ষম।
আবার এই ফল বেশি পরিমানে খেলে এর উন্নত পুষ্টি উপাদান ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই স্থুল ও রোগা উভয়ের জন্যই এটি আশীর্বাদ স্বরূপ।
*অ্যান্টি–অক্সিডেন্ট গুণসম্পন্ন
ত্বীন ফলের রয়েছে অসাধারণ অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা। এর অ্যান্টি-অক্সিডেন্ট ক্রিয়া আপনার শরীরকে জীবাণু মুক্ত রাখবে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। এছাড়াও প্লাজমার লিপোপ্রোটিন বৃদ্ধিতেও এর বেশ সুনাম রয়েছে।
*গলা ব্যাথা উপসম করে
গলা ব্যাথা কমাতে সহায়তা করবে ত্বীন ফল। এটি গলা ব্যাথা কেবল উপশমই করেনা, তা প্রতিরোধেও কাজ করে। এটি ভোকাল কর্ডের জন্যও বেশ উপযোগী। টনসিলের নিরাময়েও ব্যবহার করা হয় ত্বীন ফল।
*দৃষ্টিশক্তি বাড়ায়
বরকতময় এই ফলটি নিয়মিত গ্রহনের মাধ্যমে আপনার দৃষ্টি ক্ষমতাকে উন্নত করতে পারেন। ম্যাকুলার অবক্ষয়ের কারনে বয়স্কদের দর্শন শক্তি লোপ পায়।
এতে উপস্থিত ভিটামিন এ ম্যাকুলার অবক্ষয় রোধ করে এবং দৃষ্টি ক্ষমতাকে উন্নত করে। এছাড়াও রেটিনাল ক্ষতি প্রতিরোধ করতে সক্ষম এই ফল।
*ত্বকের সৌন্দর্যে ত্বীন
বাড়তি বয়সের ছাপ হিসেবে মুখে ফুটে উঠে বলিরেখার মত যত সমস্যা। এক গবেষণায় জানা যায়, ত্বীন ত্বকের বলিরেখা দূর করতে বেশ কার্যকর। এটি ত্বকে গভীর থেকে কাজ করে ফলে ব্রণ ও ব্রনের দাগ দূর করতেও এর জুরি নেই। ভিটামিন সি এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে সুন্দর ও কোমল করে তুলে।
*চুলের পরিচর্যায়
কেবল সুস্বাস্থ্যেই নয়, চুলের যত্নেও ত্বীন এর বিকল্প নেই। চুল পরা কমাতে ও নতুন চুল গজাতে সাহায্য করবে এটি। কারন এতে আছে চুলের জন্য উপকারী ভিটামিন সি,ই ও ম্যাগনেসিয়াম।
চুলের ময়েশ্চারাইজার হিসেবে এর খ্যাতি বেশ পুরোনো। এটি স্ক্যাল্পের ময়েশ্চার ধরে রাখে।
(সংগৃহীত)
যেসব পাপ নীরবে আমল নষ্ট করে
মুফতি ইবরাহিম সুলতান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
নেক আমল পরকালীন জীবনের মূলধন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম।
তাই আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু বদ আমল সংঘটিত হয়, যা খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়।
এখানে আমল বিনষ্টকারী সেই বদ আমলগুলো তুলে ধরা হলো—
রিয়া বা লৌকিকতা
মানুষের নিয়তনির্ভর আমলের ওপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়। তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে। লৌকিকতাপূর্ণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মাহমুদ ইবনে লাবিদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে শিরকে আসগর (ছোট শিরক)। তারা বলল, হে আল্লাহর রাসুল, শিরকে আসগর কী? তিনি বলেন, রিয়া (লোক-দেখানো আমল), আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের (রিয়াকারীদের) বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৬৩৬)
গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া
আল্লাহ তাআলা যেসব কাজ হারাম করেছেন, তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একান্ত কর্তব্য। পাহাড়সম আমল করার পর কেউ যদি একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত হয়, তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যায়। সাওবান (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সমপ্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৪৫)
জাদুকর ও গণকে বিশ্বাস করা
ভবিষ্যৎ বিষয় জানার জন্য জাদুকর বা গণকদের বিশ্বাস করা এবং তাদের কাছে আসা-যাওয়া করা ইসলামে নিষিদ্ধ। এর দ্বারা বান্দার আমল বিনষ্ট হয়। নবীজি (সা.) এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল, ৪০ রাত তার কোনো নামাজ কবুল হবে না।
(মুসলিম, হাদিস : ৫৭১৪)
শখ করে কুকুর পোষা
ঘরে বা অফিসে শখ করে কুকুর পোষা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, এমনকি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। এর মাধ্যমেও নিজেদের কৃত আমল নষ্ট হয়। সাহাবি ইবনে ওমর (রা,) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন-পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। ’ (তিরমিজি, হাদিস : ১৪৮৭)
অন্য হাদিসে আছে, ‘এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৪৬৫০)
আল্লাহর নামে মিথ্যা শপথ করা
আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক গুনাহ। এই মিথ্যা শপথে বান্দার আমল বিনষ্ট হয় এবং আল্লাহর অসন্তুষ্টি তার ওপর বর্ষিত হয়। জুনদাব (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ! আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি কে? যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম। (মুসলিম, হাদিস : ৬৫৭৫)
বিদআতের প্রচার-প্রসার করা
ইসলাম ধর্মে নতুন কিছু প্রবর্তন করা নিষিদ্ধ। যে ব্যক্তি তা করবে, এর দায় তাকেই বহন করতে হবে। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এই দ্বিনে (ইসলাম ধর্মে) কোনো নতুন কিছু সৃষ্টি করে, যা (যার ভিত্তি) তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য। ’ (বুখারি, হাদিস : ২৬৯৭)
উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে কোনো আমল ও ইবাদত দুটি শর্ত ছাড়া কবুল হয় না—
এক. ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। যেমন—হাদিসে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। ’ (বুখারি, হাদিস : ১) দুই. রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্যপূর্ণ অনুসরণ। সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিকল্প নেই।
মুরতাদ বা ঈমান ত্যাগকারী হওয়া
আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার পর তাঁকে অস্বীকার করা এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখাকে মুরতাদ বা ঈমান ত্যাগকারী বলা হয়। শরিয়তে ঈমান ত্যাগকারীর ইহলৌকিক ও পারলৌকিক অনেক শাস্তির কথা বলা হয়েছে। পার্থিব শাস্তির একটি দিক হলো যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাওয়া। ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা নিজের দ্বিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে। আর তারাই হলো দোজখবাসী। তাতে তারা চিরকাল বাস করবে। ’ (সুরা : বাকারা, আয়াত : ২১৭)
মহান আল্লাহ আমাদের আমল বিনষ্টকারী এই সব কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
হারিয়েছে
আমার এইচএসসি এর প্রবেশ পত্র,যার রোল নং: ৪১২৯৫০, রেজি নং:১৪১০৯৭৪৯৫৭,পাস: ২০১৯, গ্রুপ: ব্যবসায় শিক্ষা। বংশাল থানার জিডিনং ১১১৯,তারিখ ২১/১/২০২১ইং। মো:ইয়াছিন গনি (ইনো)
প্রকাশ ২৮/১/২০২১ইং
ফ্ল্যাট বিক্রয়:
লালমাটিয়া বিব্লক আড়ং রোডে ৪ বেড ১৮০০ বর্গফুট রেডি ফ্ল্যাট এবং ধানমন্ডি ১নং রোডে ৫ বেড ৩৭০০ বর্গফুট রেডি ফ্ল্যাট,শ্যামলী ০২নং রোডে, ১৭৫০ বর্গফুট, রেডি ফ্ল্যাট। পারফেক্ট হোল্ডিংস লি:। 01674967047,01971522761
প্রথম আলো প্রকাশ - ১/১/২০২১
হারিয়েছে
আমার ঢাকা ডেন্টাল কলেজ এর রেজিস্ট্রেশন কার্ড, যার রেজি:নং ১৬৯০, রোল: ৭৩,শিক্ষাবর্ষ ২০১৫-১৬,ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষানটেক থানার জিডিনং ২১৬,তাং ০৬/০১/২০২১ইং। সাবিহা আফরীন সরকার শুভ্রা
প্রকাশ ০৮/০১/২১ইং
হারিয়েছে
আমার এসএসসি এবং এইচএসসি এর মার্কসিট হারিয়েছে। যার এসএসসি রোল:৬২৪৭৮৩, রেজি: ১৪১০৯৭৪৮৯৭, এইচএসসি রোল:৪২৮৫১৪, রেজি: ১৪১০৯৭৪৮৯৭, ওয়ারী থানার জিডিনং ৬৯১,তাং ১৫/১/২০২১ইং। মো: রিমন হাসান
প্রকাশ ১৭/১/২০২১ইং
বিয়ান বিডি অনলাইন সপ 15/এ,আজিমপুর,ঢাকা-1205। মোইবাইল : 01674967047
যুগান্তর প্রকাশ 31/1/2021 ইং
এখানে কম খরচে, জাতীয় সকল প্রত্রিকায় বিজ্ঞাপন গ্রহণ করা হয়।
যোগাযোগ:
মোবাইল নাম্বার: (01820045606 বিকাশ ,রকেট, নগদ,ইমো), 01674967047
ঠিকানা : 219 (নিচ তলা), গাউসুল আজম সুপার মার্কেট, কাটবন রোড, নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা-1205
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
219, (নিচতলা), গাউসুল আজম সুপার মার্কেট, কাটাবন রোড, নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা।
Dhaka
1205
Ka-119/C. . Kuril. Bishowroad . Vatara. Dhaka-1229
Dhaka, DHAKA-1229
COSMO INTERIOR .01714325688. [email protected] AN EXCLUSIVE ADVERTISING & INTERIOR PRODUCTION HOUSE .
Dhaka
We Specialized in Facebook ads, social media management, email marketing, Google ads, SEO, and more, Boost Guru drives exceptional results tailored to your business. Thrive online ...
Block A, Road 25A, House A, Banani
Dhaka, 1213
EXPRESSIONS LTD is an agency for communication in commercial and social marketing. Working as an int
House No: 8, Road 23/C, Gulshan/1
Dhaka, 1212
it's a snapshot of what carrot does everyday!
Dhaka
Dhaka
BoostART is a top branding, marketing, and IT firm in Bangladesh. Our team has extensive experience working with multinational companies worldwide. We prioritize customer satisfact...
House# 146, Road# 1, Block# B, Sayeed Nagar Panir Pump Road, East Vatara
Dhaka, 1212
A customer driven Digital Print & Event Management Company. We take a great pride in positioning ourselves as your partner to promote your brand to the targeted audience through hi...
Madani Nodor, Naria, Shariatpur
Dhaka, 8020
We Are The Best Digital Boost Service Agency in BD. Have Been Working in This Section For a long Time
House No 247, Block Dha, Hizbullah Roadl, Mirpur 12, Dhaka 1216 Contact No/01642609860, Mirpur Model, Dhaka
Dhaka
Inovera Communication is a premier creative solution Agency offering expert creative media operation