Shaan Dairy & Food Products
একটি আস্থার নাম।
পুষ্টিগুণে ভরপুর গাভীর তরল দুধ। ভিটামিন সি ও আয়রন ছাড়া প্রায় সব পুষ্টি উপাদানই দুধে উপস্থিত থাকে। ফলে এটিকে আদর্শ খাবার বলা হয়। প্রত্যেক মানুষের পুষ্টির বড় অংশ পূরণে প্রতিদিন ২০০ থেকে ২৫০ মিলিলিটার দুধ বা দুধের তৈরি খাবার খাওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে দুধ সহজপ্রাপ্য না হওয়ার কারণে অনেকে নিয়মিত খেতে পারে না।
সেক্ষেত্রে Shaan Dairy & Food Products প্রতিদিনের কালেকশনকৃত তরল দুধ প্রতিদিনই বিভিন্ন সাইজের প্যাকেট করে আপনাদের বাসাবাড়িতে সরাসরিই হাতে হাতে পৌঁছে দিচ্ছে কোন ডেলিভারি চার্জ ছাড়াই।
০১৭১৬৩৬৫৩৪১.
সুন্দরবনের চাকের মধু।।
লোভে পরে আবার সবাই অর্ডার করছে।।
যেমন রুপ, তেমনই গুণ।।
মোহাম্মদপুর, শ্যামলী সম্পূর্ণ ফ্রী হোম ডেলিভারি।
মধু মানেই খাঁটি মধু।।
পড়ন্ত বিকেলে..
শুভ সকাল।
আস্থা শতভাগ।।
#সুন্দরবনের মধুর স্বাদ:
✅✅সুন্দরবনের ম্যানগ্রোভ বনে পাওয়া বৈচিত্রময় উদ্ভিদের কারণে সুন্দরবনের মধু সতন্তভাবে স্বাদযুক্ত। মৌমাছিরা বিভিন্ন ফুলের গাছ থেকে পুষ্পরস সংগ্রহ করে, মধুর জন্য একটি অনন্য এবং সমৃদ্ধ স্বাদের প্রোফাইল তৈরি করে।
❇️স্বাদ ও উপকারিতা বিবেচনায় কয়েকদিনে বেশ ভালো সাড়া মিলেছে।
বলা চলে প্রতিদিন দিগুণ প্রায় গতিতে এগিয়ে চলছে।
✅অর্ডার করতে সরাসরি ০১৭১৬৩৬৫৩৪১ নাম্বারে ফোন করুন অথবা কমেন্ট/ইনবক্সে জানান।
✅দেশের সকল জায়গায় কুরিয়ার যোগে সরবরাহ করা হচ্ছে।
গাভীর তরল দুধ,
পাবনার গাওয়া ঘি,
সরিষার তেলসহ নিত্য খাদ্য পণ্য প্রতিদিনই সরবরাহ করছি সততা ও বিশ্বস্ততার সাথে।।
গরুর দুধ পান করা শরীরের জন্য অধিকতর ভালো। তবে সঠিক পুষ্টি পেতে নিয়ম মেনে দুধ পান করতে হয়।
এক কাপ (২৪৪ গ্রাম) গরুর দুধে
ক্যালোরি ১৪৬,
প্রোটিন ৮ গ্রাম,
চর্বি ৮ গ্রাম,
ক্যালসিয়াম ২৮ শতাংশ,
ভিটামিন ডি ২৪ শতাংশ,
রিবোফ্লাভিন (B2) ২৬ শতাংশ,
ভিটামিন বি ১২- ১৮ শতাংশ,
পটাসিয়াম ১০ শতাংশ,
ফসফরাস ২২ শতাংশ,
সেলেনিয়াম ১৩ শতাংশ রয়েছে।
এতো পুষ্টিগুন হওয়ায় গরুর দুধ পানে কখনোই অবহেলা নয়!!
শ্যামলী থেকে মোহাম্মদপুর এর সকল প্লেসে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রী।
অর্ডার করতে সরাসরি ০১৭১৬৩৬৫৩৪১ নাম্বারে ফোন করুন অথবা কমেন্ট/ইনবক্সে নক করুন।
#গাভীর ফুল ক্রীম সমৃদ্ধ তরল দুধ।।
একদম ফ্রেশ ও ফুল ক্রীম সমৃদ্ধ তরল দুধ।।
পাবনার প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতিদিনই বিকেলের দুধ সংগ্রহ করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়। ফলে দুধের গুনগতমান ও পুষ্টিগুন থাকে অক্ষুণ্ণ।
প্রতিদিনের সেই তাজা ও ফ্রেশ তরল দুধ প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে শেখেরটেক, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় ।।
আমাদের শো-রুম সংলগ্ন ও উপরে উল্লেখিত এলাকার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী।
শো-রুম ঠিকানাঃ
বাসা #৮৫, রাস্তা #০৬, পিসি কালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।।
মোবাইল নম্বর ০১৭১৬৩৬৫৩৪১ (হোয়াটসঅ্যাপ)।
শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পুরনে দুধের ভূমিকা সবসময়ই সবচেয়ে এগিয়ে।
আপনি নিয়মিত দুধ পান করছেন তো??
০১৭১৬৩৬৫৩৪১ (হোয়াটসঅ্যাপ).
#গাভীর ফুল ক্রীম সমৃদ্ধ তরল দুধ।।
একদম ফ্রেশ ও ফুল ক্রীম সমৃদ্ধ তরল দুধ।।
পাবনার প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতিদিনই বিকেলের দুধ সংগ্রহ করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়। ফলে দুধের গুনগতমান ও পুষ্টিগুন থাকে অক্ষুণ্ণ।
প্রতিদিনের সেই তাজা ও ফ্রেশ তরল দুধ প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে শেখেরটেক, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় ।।
আমাদের শো-রুম সংলগ্ন ও উপরে উল্লেখিত এলাকার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী।
শো-রুম ঠিকানাঃ
বাসা #৮৫, রাস্তা #০৬, পিসি কালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।।
মোবাইল নম্বর ০১৭১৬৩৬৫৩৪১ (হোয়াটসঅ্যাপ)।
আজকের ডেলিভারি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি। আশা করি সবাই বেশ ভালো আছেন।
ঈদের আমেজ কাটিয়ে কমবেশি সবাই মোটামুটি নিজনিজ কর্মস্থলে বা ব্যবসায়িক প্লেসে ব্যস্ত সময় কাটানো শুরু করেছেন।
সন্মানিত কাস্টমার,
আপনারা জেনে খুশী হবেন যে, বড় পরিসরের দুইটি পণ্যের উৎপাদন ও বাজারজাত সহজিকরণের কাজে আমি নিজে এখনও আমার নিজ এলাকা/জেলা পাবনাতে অবস্থান করছি।
অর্থাৎ সরিষার তেল এবং পাবনার গাওয়া ঘি সর্বাগ্রে পৌঁছে দেওয়া হবে।
ইনশাআল্লাহ, আগামীকাল সকালে আমার ব্যবসায়িক প্লেস ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
এবং আগামী পরশুদিন অর্থাৎ ২০.০৪.২০২৪ রোজ শনিবার থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হবে।
খাঁটি না হলে একটি টাকাও নিবো না।
সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করছি।
প্রয়োজনে ০১৭১৬৩৬৫৩৪১.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1207
House 7C, Road 13/A, Sector 3, Uttara
Dhaka, 1230
While you relax our software will work for you.
12 R. K. Mission Road
Dhaka, 1203
“PRAN” is currently the most well known household name among the millions of people in Banglades
Tajmohol Road, Mohammadpur
Dhaka, 1207
Leading Fashion Photography and Advertising Photography provider in Bangladesh
Dhaka, 1200
ঘরের বাজার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে অর্গানিক ফুড পৌঁছে দেয়া।
Bashundhara R/A
Dhaka, 1229
Welcome to Virgin Khaja, your trusted sesame seed based consumer confectionery vendor.