Dhakaiya Khabar
পুরান ঢাকার খাবারের স্বাদ আর ঐতিহ্য ন?
কে কিভাবে খান প্রতিদিন?
𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡....𝐁𝐚𝐜𝐤 𝐭𝐨 𝐰𝐨𝐫𝐤....
অন্নেক দিন পরে.... আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটাই সুস্থ।
এবার মন প্রান উজাড় করে অর্ডার করেন, ডেলিভারি আগামী সপ্তাহ থেকে। খুব সিমিত পরিসরে অর্ডার নিবো ইনশাআল্লাহ।
Yess Brother
I am Biriyani Lover 😋😋😋
💁♀️ গল্পটি মনোযোগ দিয়ে পড়ুন
" 𝐒𝐨𝐦𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐜𝐨𝐦𝐞 𝐢𝐧 𝐨𝐮𝐫 𝐥𝐢𝐟𝐞 𝐚𝐬 𝐛𝐥𝐞𝐬𝐬𝐢𝐧𝐠𝐬. 𝐒𝐨𝐦𝐞 𝐜𝐨𝐦𝐞 𝐢𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐢𝐟𝐞 𝐚𝐬 𝐥𝐞𝐬𝐬𝐨𝐧𝐬 "
~𝐌𝐨𝐭𝐡𝐞𝐫 𝐓𝐞𝐫𝐞𝐬𝐚
একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।
রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।
পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে -রং মিস্ত্রী বলেন- আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন।
তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন।
বাড়তি না। খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন- এর আসল মূল্য দেয়া আমার পক্ষে সম্ভব না।
কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম।
কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে-সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।
সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?
সামান্য ফুটো না। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি-ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে। ছেলেরা নৌকা নিয়ে ফিরছেনা। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি -এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই। হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি- ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।
ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা-আজ কি এমন হয়েছে। এরপর- নৌকা চেক করে দেখি- আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য । কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন-তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন।
জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রী আছে । যারা নিজেও হয়তো জানেনা- নীরবে নিভৃতে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায় । আহ্বান। যতক্ষণ এই আহ্বান আছে- ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।
সংগ্রহীত
সবাই যদি এতো লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করে যেতো তাহলে তো চর এতো সমস্যা থাকতো না। ভালো কাজের ফল আল্লাহ নিশ্চয়ই দেন।
©️ জান্নাত আপু
ডালিম খুব উপকারী ফল....
আসসালামু আলাইকুম। শুভ সকাল
মৃত মানুষের চাইতে জীবিত মানুষ কে
মিস করার যন্ত্রণা
খুব ভয়ংকর
🎯🎯🎯
চায়ের সাথে টা... না মানে চিকেন পপকর্ন আর কি 😃
ঝাল ঝাল মুচমুচে কুড়কুড়ে চিকেন পপকর্ন আর আর ধোয়া ওঠা এক কাপ চা আহা....
“𝐖𝐡𝐞𝐧 𝐲𝐨𝐮 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬, 𝐫𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫 𝐭𝐨 𝐚𝐥𝐬𝐨 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐨𝐫𝐥𝐝.”
—𝐍𝐨𝐫𝐦𝐚𝐧 𝐕𝐢𝐧𝐜𝐞𝐧𝐭 𝐏𝐞𝐚𝐥𝐞
𝐁𝐫𝐞𝐚𝐤𝐟𝐚𝐬𝐭 𝐢𝐬 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠. 𝐓𝐡𝐞 𝐛𝐞𝐠𝐢𝐧𝐧𝐢𝐧𝐠, 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐭𝐡𝐢𝐧𝐠.
এক কাপ চায়ের সাথে
অনেক অনেক কথা
অনেক অনেক স্মৃতি
কখনো খুশির কথা
কখনো মন খারাপের বেলার কথা
এক কাপ চায়ে লুকানো ২০০৭ থেকে ২০২১ এর কতো গল্প ...❤️❤️❤️❤️
অনেকেই বলে ভাজার সময় নাকি বের হয়ে যায়!! কিছু 𝐓𝐢𝐩𝐬 & 𝐓𝐫𝐢𝐜𝐤𝐬 অবলম্বন করলে বের হবে না 𝐂𝐡𝐞𝐞𝐬𝐞 😊
🔸যেকোন ফ্রোজেন খাবার ভাজার কিছু সময় আগেই ফ্রিজ থেকে বের করে ঘরে নরমাল তাপমাত্রায় অন্তুত ৭/৮ মিনিট রাখুন।
🔸 কখনোই পুরোনো ব্যাবহার করা তেল ব্যাবহার করবেন না। এতে খাবারের গুনাগুন তো নষ্ট হয়ই সাথে স্বাদ ও নষ্ট হয়ে যায়।
🔸 অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল কম খরচ করতে প্রয়োজনে ছোট কড়াই ব্যাবহার করুন তাও ডুবো তেলে ভাজুন
🔸 অতিরিক্ত গরম তেলে ভাজবেন না। এতে খাবার উপর থেকে পুড়ে যায় এবং ভেতরে ভালোভাবে ভাজা হয় না। তেল গরম হলে হালকা বুদবুদ যখন উঠা শুরু করবে তখন ভাজা শুরু করুন মিডিয়াম আচে।
🔸 ঘনঘন নাড়াচাড়া পরিহার করতে হবে। এতে ভেংগে যাওয়ার সম্ভাবনা থাকে।
🎯 উপরোক্ত নিয়ম মেনে ভাজলে যেকোন খাবারই খুব সুন্দর ভাবে ভাজা হবে ইনশাআল্লাহ।
উমর ইবনুল খাত্তাব (রা)-এর সময় মদীনায় একবার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর খলিফা উমর একটি ভাষণ দেন।
সেই ভাষণে তিনি বলেন— "হে লোকজন! এই ভূমিকম্পের কারণ হলো তোমাদের পাপ। তোমরা এমন কিছু পাপ করছো, যার ফলে ভূমি কেঁপে ওঠছে। আল্লাহর কসম করে বলছি, আবার যদি ভূমিকম্প হয়, তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাবো।"
[তথ্যসূত্র: ইমাম ইবনুল কাইয়্যিম, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা, ৫৩]
"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"
[সূরা আল-মুলক, আয়াত: ১৬]
দুপুরের আয়োজনে কি ছিলো আজ?
আমি খেলাম ভুনা খিচুড়ি, বেগুন ভাজা আর পোয়া মাছ ভাজা
আপনার টা বলে যান🙂
দুধ চা দেখতেও সুন্দর আর খেতেও মজা কিন্তু শরীরের জন্য সাজা 😁😁.... আচ্ছা বলেন তো চা মজা হওয়ার আর ফ্লেভার সুন্দর থাকার টিপস কি 🤔
আসসালামু আলাইকুম। শুক্রবারের বিশেষ আমলের মধ্যে অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা
CHINESE ORANGE CHICKEN
INGREDIENTS
Chicken:
4 Boneless Skinless Chicken Breasts cut into bite-size pieces
3 Eggs whisked
⅓ cup Cornstarch
⅓ cup Flour
Oil for frying
Orange Chicken Sauce:
1 cup Orange Juice
½ cup Sugar
2 Tablespoons Rice Vinegar or White Vinegar
2 Tablespoons Soy Sauce use tamari for a gluten-free dish
¼ teaspoon Ginger
¼ teaspoon Garlic Powder or 2 garlic cloves, finely diced
½ teaspoon Red Chili Flakes
Orange Zest from 1 orange
1 Tablespoon Cornstarch
Garnish:
Green Onions
Orange Zest
INSTRUCTIONS
To make orange sauce:
In a medium pot, add orange juice, sugar, vinegar, soy sauce, ginger, garlic, and red chili flakes. Heat for 3 minutes.
In a small bowl, whisk 1 Tablespoon of cornstarch with 2 Tablespoons of water to form a paste. Add to orange sauce and whisk together. Continue to cook for 5 minutes, until the mixture begins to thicken. Once the sauce is thickened, remove from heat and add orange zest.
To make chicken:
Place flour and cornstarch in a shallow dish or pie plate. Add a pinch of salt. Stir.
Whisk eggs in shallow dish.
Dip chicken pieces in egg mixture and then flour mixture. Place on plate.
Heat 2 -3 inches of oil in a heavy-bottomed pot over medium-high heat. Using a thermometer, watch for it to reach 350 degrees.
Working in batches, cook several chicken pieces at a time. Cook for 2 – 3 minutes, turning often until golden brown. Place chicken on a paper-towel-lined plate. Repeat.
Toss chicken with orange sauce. You may reserve some of the sauce to place on rice. Serve it with a sprinkling of green onion and orange zest, if so desired.
©️
আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-
শাইখ!
আমি বই পড়ি।
কিন্তু শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।
শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন-
এটা চিবিয়ে খাও। আমি তাই করলাম।
শাইখ: এখন শারিরীক কোন বৃদ্ধি টের পাচ্ছো?
আমি: না তো!
শাইখ: তুমি অনুভব না করলেও খেজুরটি
(এর সারাংশটুকু)
কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হয়েছে।
ঠিক এমনিভাবে আমরা যখন কোন বই পড়ি তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে,
জ্ঞানকে সমৃদ্ধ করে,
চরিত্রকে শুদ্ধ করে,লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।
-শাইখ সালমান আল আওদাহ (হাফি.)
©
ভারী খাবার দুপুরেই খেতে হয় 🙂
আসসালামু আলাইকুম। চা আর পরোটা কার কার পছন্দ। পুরনো ঢাকার খুব পছন্দের নাস্তা চা দিয়ে পরোটা। যদিও বা আমি খাই না 🙂
শুক্রবারের খুব কমন একটা দৃশ্য ছিলো ঘরে ঘরে। শুভ সকাল ❤️
কি লোভ হচ্ছে !! কি দিয়ে খাবেন বলেন তো 🤔
পোলাও নাকি বাটার নান 😀। আমার আবার রুমালি রুটি দিয়ে বেশ লাগে। তবে ঘরে ভাজা গরম গরম পরোটার সাথে তান্দুরি চিকেন তাওয়া মাসালা জমবে কিন্তু বেশ 👌👌👌
দামটাও হাতের নাগালেই...১কেজি বক্স মাত্র ৮০০ টাকা 🙂🙂
চলছে ভোটের মৌসুম
আমরাই বা কেনো পিছিয়ে থাকবো!!
আচ্ছা বলুন তো কোনটা বেশি পছন্দ
১. চিকেন পপকর্ন
২. চিকেন টেন্ডার
চারদিকে এত্তো বিয়ের ধুম লেগে গেছে যে সবাই যেনো দিশেহারা!! কে কতো দিক সামলাবে।
বিয়ের মূল অনুষ্ঠানের খাবার তো ক্যাটারার কে নিশ্চিত হয়ে থাকা গেলো। কিন্তু বাড়িতে যে মেহমান আসবে তার কি হবে 🤔....
শপিং করবেন নাকি মেহমানের জন্য নাস্তা বানাবেন।
বিয়ে মানেই মেহমান আর মেহমান। আর বাংগালীরা তো অতিথি আপ্যায়নে বিশ্বসেরা। আর বিয়ে বাড়ির আপ্যায়ন বলে কথা।
এই সময়ে তাহলে ঝটপট সল্যুশন একটাই।
ফ্রিজে রাখা হোমমেইড ফ্রোজেন খাবার। ব্যাস বের করুন ভাজুন আর মেহমানদারি করুন।
ওহ নিজে খেতে কিন্তু ভুলবেন না প্লিজ 😊।
বিশ্বাস করেন এই আবহাওয়ার জন্য এই খাবারের চাইতে পারফেক্ট আমার কাছে আর কিছু মনে হয় না।
বা ফ্রিজে ফ্রোজেন থাকলে আর কি চাই। আমার তো ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে যায় 😀😀😀...
যাই হোক অর্ডার নিচ্ছি ডেলিভারি আগামী সপ্তাহে মাঝামাঝি পাঠাবো ইনশাআল্লাহ।
৩৫০ গ্রামের বক্স ৩৫০ টাকা মাত্র 😊😊
পেইজে এখনো টুংটাং মেসেজ করেন আপু মধু কি আর আনবেন না। এই নেন চলে এলাম মধু নিয়ে।
বরাবর এর মতোই বেস্ট কোয়ালিটি মধু ইনশাআল্লাহ পাবেন। একেবারে প্রাকৃতিক চাকের মধু।
কার কার লাগবে দ্রুত কনফার্ম করুন কারন সীমিত পরিসরে মধু পাচ্ছি।
প্রাকৃতিক চাকের মধু কেজি ৯৫০ টাকা
🌓আইয়াম বীজের সিয়াম :
🌕 ২৮ শে নভেম্বর - মঙ্গলবার -১৩ই জমাদিউল আউয়াল
🌕 ২৯ শে নভেম্বর - বুধবার -১৪ই জমাদিউল আউয়াল
🌕 ৩০ শে নভেম্বর - বৃহস্পতিবার -১৫ই জমাদিউল আউয়াল
(বাংলাদেশে)
প্রত্যেক মাসে তিনটি সিয়াম
প্রত্যেক (চান্দ্র) মাসে ৩টি করে সিয়াম রাখা মুস্তাহাব। আব্দুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘প্রত্যেক মাসে তিনটি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমতুল্য।’’[1]
আবূ যার্র (রাঃ) বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘যে ব্যক্তি প্রত্যেক মাসে ৩টি করে সিয়াম রাখবে, তার সারা বছর সিয়াম রাখা হবে। আল্লাহ আযযা অজাল্ল্ এর সত্যায়ন অবতীর্ণ করে বলেন, কেউ কোন ভাল কাজ করলে, সে তার ১০ গুণ প্রতিদান পাবে।
(কুরআনুল কারীম ৬/১৬০) এক দিন ১০ দিনের সমান।’’[2]
ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘ধৈর্যের (রমাযান) মাসে সিয়াম আর প্রত্যেক মাসের তিনটি সিয়াম অন্তরের বিদ্বেষ ও খট্কা দূর করে দেয়।’’[3]
পক্ষান্তরে মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর একান্ত ভক্ত আবূ হুরাইরা (রাঃ)-কে এই সিয়াম রাখতে অসিয়ত (বিশেষ উপদেশ) করেছেন।[4]
অবশ্য এই তিন সিয়াম প্রত্যেক চান্দ্র মাসের শুক½পক্ষের শেষ দিনগুলিতে; অর্থাৎ, ১৩, ১৪ ও ১৫ তারীখে হওয়া মুস্তাহাব।
যেহেতু আবূ যার্র (রাঃ) বলেন, আল্লাহর রসূল তাঁকে বলেছেন, ‘‘হে আবূ যার্র! মাসে ৩টি সিয়াম রাখলে ১৩, ১৪ ও ১৫ তারীখে রাখ।’’[5]
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) রাখতেন প্রত্যেক মাসের প্রথম সোমবার, অতঃপর তার পরের বৃহস্পতিবার, অতঃপর তার পরবর্তী বৃহস্পতিবার।[6] কোন কোন বর্ণনা মতে মাসের শুক্লপক্ষের শেষ তিনদিন সিয়াম রাখতেন।[7] আর কোন কোন বর্ণনা মতে তিনি কোন নির্দিষ্ট দিনের খেয়াল না করেই যে কোন দিনে ৩টি সিয়াম রাখতেন।[8]
ফুটনোটঃ[1] (বুখারী ১৯৭৯নং, মুসলিম ১১৫৯ নং)
[2] (তিরমিযী, ইবনে মাজাহ ১৭০৮নং, ইরওয়াউল গালীল, আলবানী ৪/১০২)
[3] (বাযযার, সহীহ তারগীব, আলবানী ১০১৮নং)
[4] (দ্রঃ আহমাদ, মুসনাদ ২/৪৫৯, বুখারী ১১৭৮, মুসলিম ৭২১, দারেমী, বাইহাকী ৪/২৯৩ প্রমুখ)
[5] (আহমাদ, মুসনাদ ৫/১৬২, ১৭৭, তিরমিযী, নাসাঈ, বাইহাকী ৪/২৯৪, ইরওয়াউল গালীল, আলবানী ৯৪৭নং)
[6] (আহমাদ, মুসনাদ, আবূ দাঊদ, নাসাঈ, তামামুল মিন্নাহ, আল্লামা আলবানী ৪১৫পৃঃ দ্রঃ)
[7] (সহীহ আবূ দাঊদ ২১৪০নং)
[8] (মুসলিম ১১৬০, সহীহ আবূ দাঊদ ২১৪২নং)
গ্রন্থঃ রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
লেখক/সংকলকঃ আবদুল হামীদ ফাইযী
ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ বলেন,
কালব বিনষ্টকারী বিষয় পাঁচটি:
🔸অধিক বন্ধু বাৎসল্য বা বেশি সামাজিকতা।
🔸অধিক ভোজন।
🔸অধিক ঘুম।
🔸অধিক আশা-আকাঙ্ক্ষা
🔸আল্লাহ ব্যতীত অন্য কিছুতে কলবকে সম্পৃক্ত করা।
- মাদারিজুস সালেকীন ১/৪৫১।
Kun Faya kun, You will shine again, you will heal. You will be smiling again with your whole heart.
Keep Sabr because after all patience, there is something beautiful for you.
যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অধিকার আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফা'য়'সালা আ'স'মানে হয়, জ'মিনে না"
আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়! পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা পয়সা, নেককার বন্ধুও রি'জিকের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ 💙
ভরসা অর্জন করা কঠিন তার থেকে বেশি কঠিন সেই ভরসা ধরে রাখা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা পেরেছি আপনাদের বিশ্বাস ভরসা ধরে রাখতে।
ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সেই ভরসা ধরে রাখবো।
পাশে থাকবেন এবং দোয়ায় রাখবেন 🙂।
Sharmin Sultana
One of the best snacks from us.... For order please inbox
Chicken Popsicle.... ❤️❤️❤️
Hello Dear November....
My Birthday Month 💙
খাবেন নাকি?
𝐂𝐫𝐢𝐬𝐩𝐲 𝐁𝐨𝐱 𝐏𝐚𝐭𝐭𝐢𝐞𝐬 𝐎𝐑 𝐅𝐚𝐳𝐢𝐭𝐚 𝐏𝐚𝐫𝐜𝐞𝐥.... One of the best snacks from Dhakaiya Khabar....
সাথে আছে আরো নানা রকম আইটেম। যা একেবারে সম্পূর্ণভাবে ঘরে তৈরি। কোনরকম প্রিজারভেটিভ বা ক্ষতিকর উপদান ব্যাবহার করা হয় না।
ঘরে ফ্রোজেন খাবার থাকা মানেই শান্তি। ফ্রিজ থেকে বের করো, ভাজো আর গরম গরম খাও...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Dhaka
Dhaka
1211
Mohakhali DOHS
Dhaka, 1206
Alhulwaa is an Arabic word means "Dessert" in English.We are specialised in homemade dessert items.
DIT Project, South Baridhara, Merul Badda, Badda
Dhaka, 1212
✦ We delivered all kinds of most craved Traditional Wedding Biriyani and Kacchi in Dhaka, Narayan
Dhanmondi
Dhaka, 1209
Welcome to Nahar Cooking House. We are here to serve you with some unique and delicious food
Dhaka, 1219
Happy food with a happy smile. I made food maintaining with proper hygiene manner. My food is fresh
Bashundhara R/A
Dhaka, 1229
Stay with us for a mouthwatering experience with our homemade food
72/73 Kazi Alauddin Road, Nazira Bazar Chourasta (Near Hazir Biriyani)
Dhaka, 1000
Catered by some of the oldest chefs of old Dhaka, Mughal Dine brings you the traditional taste of Mu
" Spring Muntaha" House # 253A, Flat # 1B, Road # 18 (Lake Road), New DOHS, Mohakhali
Dhaka
SpiceBox is committed to deliver delectable , nutritious home-cooked foods with affordable prices a
Anandalok, 25/E Green Road, Dhanmondi
Dhaka, 1205
Are you a Health Conscious person? Are you looking for some Fresh, Delicious, Fully Home Made & Highly Hygiene maintained food? Then Here We're, Most Reliable Catering Service pro...