Anamika Shimu
A News presenter, Journalist & Storyteller. (Infotainment)
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।🖤
My you tube channel. If u like me or my work then cilck the subscribe button. 🤗❤️
Advance love for all🫶
বাংলাদেশে সবচেয়ে আধুনিক যে সড়ক! #পূর্বাচল #এক্সপ্রেসয়ে
আপনি কি জানেন? এই সময়ে কেনো দেশে বৃষ্টি হচ্ছে?
#বৃষ্টি #আবহাওয়া #অধিদপ্তর #রাজধানী #ঢাকা #পূর্বাভাস #শীত #অনামিকাশিমু
🖤🌸
শুভ সকাল! 🥰🌸
"মা আমাকে এখনও সরকারি চাকরি করতে বলেন" - চিত্রনায়ক ফেরদৌস 🙂
ফেরদৌস বলেন, ‘স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম লাগে। আমি সেটা করতে পারি। জীবনেও ভাবিনি সিনেমায় আসব, নায়ক হব। আমার মা এখনও বলেন, অভিনয় অনেক হয়েছে এবার একটা সরকারি চাকরি কর। আমি মাকে বলি আমার অনেক বয়স হয়েছে- আমার সরকারি চাকরি হবে না। সেরকম একটি পারিবারিক আবহ থেকে আমি চলচ্চিত্রে এসেছি। আমার আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।’
🌸মতামত:
এখন কথা হলো আমরা তাদের পর্দার জীবন দেখে অনেক সময় ভাবি তাদের ফ্যামিলি কতো সাপোর্টিভ। তা না হলে তারা অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে এভাবে দাফিয়ে বেড়াতেন না। কিন্তু আসলে বাস্তব চিত্র ভিন্ন। কিছু ব্যাতিক্রম তো অবশ্যই রয়েছে।
তবে মিডিয়ায় কাজ করে এমন অনেকেই আছেন যাদের পরিবার চায় না তাদের সন্তান মিডিয়ায় কাজ করুক। সেক্ষেত্রে মিডিয়া শুধু নেতিবাচক কিছু এ কারণে চায় না, তেমনটাও কিন্তু না।
বিভিন্ন কারণে বেশিরভাগ পরিবারের প্রত্যাশা থাকে একটা নিশ্চিত চাকুরী। আর সেটা যদি সরকারি চাকুরী হয় তাহলে তো সোনায় সোহাগা। এখন সেটা যদি হয় সরকারি পিয়নের চাকুরী তাও ভালো।
কিন্তু সন্তানের প্যাশন কিংবা ইচ্ছে নিয়ে খুব একটা ভাবা হয় না। দিনশেষে কেউ টিকে থাকে, কেউ স্বপ্ন মাটি দিয়ে মৃত মন নিয়ে বেঁচে থাকে। মা বাবার স্বপ্ন পূরণ করে। তাও অবশ্য কম কিছু না৷ বাবা-মায়ের স্বপ্ন পূরণই বা কজন করতে পারে।
যাই হোক। সকল পেশার সকলের জন্য শুভকামনা। মেধা এবং শ্রমের ফলে যেকোনো জায়গায় সফলতা অর্জন হয়তো সম্ভব। সবার ইচ্ছে স্বপ্ন পূরণ হোক। 🌸
~অনামিকা শিমু
০৬-১২-২৩ ইং
#ঢাকাই #সিনেমা #চলচ্চিত্র #চিত্রনায়ক #ফেরদৌস #নায়ক #পরিবার #সরকারি #চাকুরী #অভিনয় #পরিশ্রম #স্বপ্ন #বাস্তবতা #অনামিকাশিমু
যারা যুক্তরাজ্যে পড়তে যাবেন কিংবা কাজের জন্য যাবেন , নতুন নীতির কারণে এখন চাইলেই আর তাদের পরিবারের সদস্যদের নিতে পারবেন না।
#আন্তর্জাতিক #অভিবাসন #ঠেকাতে #আরো #কঠোর #ভিসা #নীতির #পরিকল্পণা #করছে #যুক্তরাজ্য #অনামিকাশিমু
মানুষ চিনতে শিখলে মানুষ একা হয়ে যায়!
এমন একটা সময় ছিলো যখন মানুষের মাঝে না থাকলে আমার মন খারাপ লাগতো, ডিপ্রেশন ফীল হতো। একা থাকতে পারতাম না।
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কেনো জানি মানুষের সঙ্গ আর উপভোগ করিনা।
কোলাহল ভালো লাগে না, একা থাকাতেই আনন্দ খুঁজে পাই। নিজেকে নিয়ে ভাবার সময় পাই। একা থাকার মাঝে কি যেনো এক স্নিগ্ধ শান্তি খুঁজে পাই।
০৪.১২.২৩ ইং
~অনামিকা শিমু
#অনামিকাশিমু #মানুষ
গত ডিসেম্বরেও যারা ছিলো, সময়ের স্রোতে জীবনের নোনাজলে এই ডিসেম্বরে তারা নেই.... হারিয়ে গেছে! হারিয়ে যাচ্ছে..!!
কে জানে? আগামী ডিসেম্বর পর্যন্ত হয়তো আমিই হারিয়ে যাবো...!!
কেনো জানি কেবল হারানোর খাতাই বাকি থাকে না। কানায় কানায় পূর্ণ হয়ে যায়৷
ডিসেম্বর বার বার আসবে কিন্তু এই শহরে হারানো মানুষ গুলো আর আসবে না। 💔
#ডিসেম্বররেরশহর #অনামিকাশিমু
“নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।”
- অরিন্দম চক্রবর্তী।
আমি আবার ক্লান্ত পথ-চারী,এই কাটার মুকুট লাগে ভারি-গেছে জীবণ দু’দিকে দুজনার’ই;মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুতে গিয়েও যেনো হাতের নাগালে না পাই,এভাবে হেরে যাই, যেই ঘোরে তাকাই-কেমন যেনো আলাদা আলাদা সব…।
আসলেই তাই। এই গানের কথাই যে একদিন মনের কথা, জীবনের কথা হয়ে যায়। কারণ গান তো আসলে জীবনের কথাই বলে সুরে সুরে। আমরা শুধু জীবনের সুর খুঁজে পাইনা। সময় যায়, ভালোবাসা রং বদলায়, মানুষের মায়াও স্থান বদল করে। সব হারিয়ে ক্লান্ত পথিক আবারও পথ চলতে শুরু করে। কিন্তু জীবন একবার যে ক্লান্তি কাঁধে তুলে নিয়েছে তা আর শেষ হয় না। মেনে নিয়েও যেনো মানিয়ে নেওয়া যায় না। এই জীবন, ভালোবাসা, সম্পর্ক সবই তো আলাদা। তবু সবই গুলিয়ে যায়। আমারা গুলিয়ে ফেলি। এই এলোমেলো জীবন নিয়েই ক্লান্ত পথিকের বেশে পথ চলি...!!
বলি যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। ✌️
~অনামিকা শিমু
#অনুপম #পিয়া #পরমব্রত #ভালোবাসা
মানুষরে ঠকানো সহজ। আফসোস এটুকুই যে- এমন রুক্ষ এক পৃথিবীতে বসে তুমি তাদেরই ঠকাচ্ছো, যারা তোমাকে বিশ্বাস করেছিলো।
~আসাদুজ্জামান জীবন
শুভ সকাল! 🌸🌿😊
কেমন আছেন সবাই?
১২ হাজার টাকায় কি কি মেইকাপ প্রোডাক্টস পেলাম?
বাজেট ১২ হাজার টাকা, অত:পর যা হলো...
শিরোনাম : দেখুন কিভাবে জাদু দেখিয়ে মানুষকে বিষ্মিত (বোকা বানানো😜) করা যায়? বুঝতে হলে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন।
বিস্তারিত: এই বিষ্ময়ের রহস্য উদঘাটনে বেশ কসরত করছেন সুজন শর্মা Shorif Rana Robiul Hossain Raju vai । তবে পরপর ২ বার দেখেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছেন এই পর্যবেক্ষক দল।😆😆ব্যর্থ হয়ে এক সদস্য কারচুপির অভিযোগও তুলেছেন।
নবীন এ ম্যাজিশিয়ান শুধু এই পর্যবেক্ষক দলকেই নয়, পর্যবেক্ষক দলের প্রধান Manjurika Moon আপুকেও confused করেছেন।🤦♀️
তবে বলাই তো হয়নি কে এই বিষ্ময়ের জাদুকর? 🙆♀️
তিনি একাধারে বিভিন্ন গুণের অধিকারী। সর্বদা কোনো না কোনোভাবে আমাদের বিস্মিত করে দেন। তবে এবার সবকিছু ছাড়িয়ে বেরিয়ে এলো তার এই সুপ্ত প্রতিভা।😵 সম্মানিত ইনচার্জ জনাব Saiful Islam এখন প্রফেশনাল ম্যাজিশিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমরা পরবর্তী ম্যাজিক দেখার অপেক্ষায়!😁
এদিকে পর্যবেক্ষক দলের আরেক সদস্য Abdullah Al Mamun ভাই অনুপস্থিত থাকলেও পরবর্তীতে তিনি জানিয়েছেন, তিনি জানেন কী এই বিষ্ময়ের রহস্য?🥴
যা পরবর্তী পর্বে দেখানো হবে। সে পর্যন্ত চোখ রাখুন টাইমলাইনে... 😜
#ম্যাজিক
বিএনপির রাজনীতি কোন পথে? আজ থেকে আবারও অবরোধ
#বিএনপি #রাজনীতি #টকশো #যায়যায়দিন
দীপাবলি কি? কেন পালন করা হয়?
#দীপাবলি #প্রদীপ
যেখান থেকে শুরু; সেখানেই শেষ।
অপরিচিত থেকে একসময় মানুষ আবার অপরিচিত হয়ে যায়।
@আসাদুজ্জামান জীবন
মেজো খালামণির আলমারি থেকে নেওয়া প্রিয় একটি শাড়ি। শাড়ির বয়স কম হলেও প্রায় ১৫ বছর হবে।
সুতি শাড়িতে হাতে বোনা সুতার কাজ। খুবই সাদামাটা একটা শাড়ি, কিন্তু আমার খুব প্রিয়। কেনো জানি শাড়িটার মায়ায় পড়ে গিয়েছি।
পাড়ের অনেকাংশ নষ্ট হয়ে গেছে। কোথাও পরে বের হওয়া যাবে না। তবে প্রোগ্রাম প্রেজেন্টেশনে ক্যামেরায় সব ধরা পড়বে না বলে শাড়িটা পরার লোভ সামলাতে পারলাম না।
🌿☺️🖤❤️
২০২৪ সালেও কি ২০১৪ সালের মতো নির্বাচন হবে?
পুরো ভিডিওটি দেখতে পারেন Daily Jaijaidin এর ফেইসবুক পেইজে।
#তফসিল #নির্বাচন #টকশো #যায়যায়দিন
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে কি কি ক্ষমতা থাকে?
পুরো ভিডিওটি দেখতে পারেন Daily Jaijaidin এর ফেইসবুক পেইজে।
#তফসিল #নির্বাচন #টকশো #যায়যায়দিন
তফসিল ঘোষণার পর কি করবে বিএনপি!
পুরো ভিডিওটি দেখতে পারেন Daily Jaijaidin এর ফেইসবুক পেইজে।
#তফসিল #নির্বাচন #টকশো #যায়যায়দিন
জন্মদিনে শ্রদ্ধা এবং ভালোবাসা ভরে স্মরণ নন্দিত কথাসাহিত্যক হূমায়ুন আহমেদ। 🖤🖤
তোমার কুঞ্জবনে আমি বনফুল গো....
আমি বনফুল।
🌸🌿
📸 সুজন শর্মা ভাই
বাংলাদেশে সবচেয়ে আধুনিক যে সড়ক!
#পূর্বাচল #এক্সপ্রেসয়ে
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে মিষ্টি সহপাঠীদের সাথে শেষ দিনের মিষ্টি কিছু স্মৃতি।
ছবি তুলে দেওয়ার কেউ নাই, তাই নিজেই নিজেরটা তুলতে হয়! 🥰
আগামী রোববার থেকে আবারও আসছে টানা অবরোধ...!!
বিস্তারিত :Daily Jaijaidin page.
দেশজুড়ে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে কি হতে যাচ্ছে?
#অনামিকাশিমু
#জামায়াত #অবরোধ
নিমকোর শেষ ট্রি ব্রেকে আমরা...
Missing all of u my mates💙
#জাতীয়_গণমাধ্যম_ইন্সটিটিউট #নিমকো
আগামীকাল বিএনপি- জামায়াতের অবরোধ কর্মসূচিতে কী হতে যাচ্ছে?
আজও থাকছি আলাপচারিতায়। সাথে থাকবেন দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাংবাদিক শাখাওয়াত হোসেন ভাইয়া। দেখতে চোখ রাখুন Daily jaijaidin এর ফেইসবুক পেইজে। 💥💣
কিন্তু কি বিষয়ে কথা হবে? অনুমান করুন তো....☺️
শুভ সন্ধ্যা!💜🥰
শুভ সকাল! 🌿💜
প্রয়োজন শেষে দিনের ব্যাপ্তীকালে
সুখে -দুঃখে কেবল কিছু সংখ্যক আপন মানুষই থাকে। প্রয়োজন ছাড়াও তারা প্রিয়জন! আপনজন!
ভালোবাসি তোকে...!🥺 💙
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Vill-Bahadurpur, Pos Officet-Ramkol, PS-Pangsha, Rajbari
Dhaka, RAJBARI-7721
Servant of Allah. Welcome! you all are invited......(specially), who are looking for a Real Religious Teacher....
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212
Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...
28/6 New Eskaton, Bangla Motor
Dhaka, 1000
Private Survey & Lobbyist Firm-PSLF
Section-12, Pallabi
Dhaka, 1216
I am Younus Ali Mashud, graduate in BBA(Marketing). I am Certified Trainer & Assessor of Graphics D