Taste Best BD
ভালো খাদ্য পন্য ই প্রকৃত সুখের উৎস ।
উৎসর্গ ও ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রানে ।
সবাই-কে ঈদুল আযহার শুভেচ্ছা
-- 人 ঈদ মোবারক
_(___)_
_║∩║_______''人
_║∩║_____ .-:'''"''":-.
_║∩║____ (*(*(*|*)*)*)__
_║∩║____║∩∩∩∩∩∩║_
____{██
██◣EID◢████}
▉▉▉▉⚄ MUBARAK ⚄▉
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::'
চিয়া সিডের উপকারিতা:
সুপারফুড চিয়া বীজের রয়েছে অনেক উপকারিতা। এটি একটি সুপারফুড হওয়ায় স্বাভাবিকভাবেই রয়েছে এর অনেক উপকারিতা। এবার এর উপকারিতা গুলো জেনে নেওয়া যাক।
• চিয়া বীজ কর্মক্ষমতা ও শক্তি বৃদ্ধি।
• এটি দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
• চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে।
• এটি ডায়বেটিস হওয়ার ঝুঁকি কমায়। কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
• অধিক ক্যালসিয়াম সম্পন্ন হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে এটির ভূমিকা রয়েছে।
• কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া বীজ। ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে।
প্রদাহজনিত সমস্যা দূর করতে চিয়া সিড উপকারী। • যেকোনো ক্যান্সার প্রতিরোধে চিয়া সিডের উপকারিতা রয়েছে।
• ভালো ঘুমের ক্ষেত্রেও এটি উপকার করে।
• হজমশক্তি বাড়াতেও এই বীজ কার্যকর।
হাঁটুর ব্যথা ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করে এই বীজ।
শরীর থেকে বিষাক্ত বা টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই বীজের ভূমিকা রয়েছে।
• ত্বক, চুল ও নখ সুন্দর করতেও চিয়া বীজ ভূমিকা রাখে।
• প্রোটিনের চাহিদা পূরণ করে এই বীজ।
বগুড়ার ঘিয়ে ভাজা প্রিমিয়াম লাচ্ছা সেমাই
✅ স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি ঘিরে ভাজা লাচ্ছা সেমাই।
✅দই বলে সর্বপ্রথম মাথায় আসে বগুড়ার কথা কিন্তু বগুড়া কি শুধু দইয়ের জন্যই বিখ্যাত না দইয়ের পরে বগুড়ার লাচ্ছা সেমাই এর স্বাদ ও ঐতিহ্য দেশব্যাপী বিস্তৃত। ঈদের সকালে মিষ্টিমুখ করতে আয়োজন করা হয় নানান পদের সেমাই। আর তা যদি হয় বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তাহলে তো ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই টেস্ট অতুলনীয়।
✅যেভাবে তৈরি করা হয়: উৎকৃষ্ট মানের ময়দা ও খাঁটি ঘি দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পদ্ধতিতে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ঘি দিয়ে ভাজা হয় লাচ্ছা সেমাই। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে হাইজেনিক মেইনটেইন করে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়।
✅আমাদের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই কেন সংগ্রহ করবেন।
১. আমাদের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ে
কোন ধরনের রং ব্যবহার করা হয় না।
২. ক্ষতিকারক কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না।
৩. এবং শতভাগ খাঁটি ঘিয়ে ভাজা ।
✅ বিএসটিআই অনুমোদিত কারখানায়, স্বাস্থ্যকর পরিবেশে, নিজস্ব তত্বাবধানে শতভাগ খাঁটি ঘি দিয়ে ভাজা লাচ্ছা সেমাই ।
🔰 অর্ডার করার জন্য আপনাকে ১টাকাও অগ্রিম দিতে হবে না।
আপনি প্রয়োজনে প্যাকেট খুলে টেস্ট করে দেখতে পারবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিতে পারবেন।
✅ অর্ডার করতে:
নাম
মোবাইল নাম্বার
পুরো ঠিকানা
দিয়ে আমাদের Taste Best BD পেজে ইনবক্স করুন
👉 ফোন করুনঃ 01790618303
আসসালামু আলাইকুম
টেস্ট বেস্ট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম।
✅ স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি ঘিরে ভাজা লাচ্ছা সেমাই।
✅দই বলে সর্বপ্রথম মাথায় আসে বগুড়ার কথা কিন্তু বগুড়া কি শুধু দইয়ের জন্যই বিখ্যাত না দইয়ের পরে বগুড়ার লাচ্ছা সেমাই এর স্বাদ ও ঐতিহ্য দেশব্যাপী বিস্তৃত। ঈদের সকালে মিষ্টিমুখ করতে আয়োজন করা হয় নানান পদের সেমাই। আর তা যদি হয় বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তাহলে তো ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই টেস্ট অতুলনীয়।
✅যেভাবে তৈরি করা হয়: উৎকৃষ্ট মানের ময়দা ও খাঁটি ঘি দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পদ্ধতিতে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ঘি দিয়ে ভাজা হয় লাচ্ছা সেমাই।
সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে হাইজেনিক মেইনটেইন করে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়।
✅আমাদের ঘিয়ে ভাজা লাচ্ছা সময় কেন সংগ্রহ করবেন।
১. আমাদের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ে
কোন ধরনের রং ব্যবহার করা হয় না।
২. ক্ষতিকারক কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না।
৩. এবং শতভাগ খাঁটি ঘিয়ে ভাজা ।
✅ বিএসটিআই অনুমোদিত কারখানায়, স্বাস্থ্যকর পরিবেশে, নিজস্ব তত্বাবধানে শতভাগ খাঁটি ঘি দিয়ে ভাজা লাচ্ছা সেমাই ।
যারা বগুড়ার ঐতিহ্যবাহী ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিতে চাচ্ছেন তারা পেজে মেসেজ করুন বা পেইজে দেওয়া নাম্বারে কল দিয়ে সংগ্রহ করুন ধন্যবাদ। সবার ঈদ হোক আনন্দময়।
বগুড়ার ঐতিহ্যবাহী লাচ্ছা সেমাই
✅বগুড়ার অরজিনাল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই।
দই বলে সর্বপ্রথম মাথায় আসে বগুড়ার কথা কিন্তু বগুড়া কি শুধু দইয়ের জন্যই বিখ্যাত না দইয়ের পরে বগুড়ার লাচ্ছা সেমাই এর স্বাদ ও ঐতিহ্য দেশব্যাপী, ঈদের সকালে মিষ্টিমুখ করতে আয়োজন করা হয় নানান পদের সেমাই।খাবারের এই আমেজ ভিন্ন মাত্রা যোগ করে ঈদের খুশি । সেই দিক থেকে লাচ্ছা সেমাই ছাড়া অপূর্ণ থেকে যায় ঈদের আমেজ।
যেভাবে তৈরি করা হয়: উৎকৃষ্ট মানের ময়দা ও খাঁটি ঘি দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ভাবে ঘরোয়া পরিবেশে তৈরি, আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ঘি য়ে ভাজা লাচ্ছা সেমাই 😋😋
বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই না খেলে বুঝতে পারবেন না এর কি টেস্ট তাহলে দেরি না করে এখুনি অডার করুন -
🔰 অর্ডার করার জন্য আপনাকে ১টাকাও অগ্রিম দিতে হবে না।
আপনি প্রয়োজনে প্যাকেট খুলে টেস্ট করে দেখতে পারবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিতে পারবেন।
✅ অর্ডার করতে:
নাম
মোবাইল নাম্বার
পুরো ঠিকানা
দিয়ে আমাদের Taste Best BD পেজে ইনবক্স করুন
👉 ফোন করুনঃ 01790618303
💥 বগুড়ার বিখ্যাত হাতের তৈরি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই💥
✅বগুড়ার অরজিনাল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই।
দই বলে সর্বপ্রথম মাথায় আসে বগুড়ার কথা কিন্তু বগুড়া কি শুধু দইয়ের জন্যই বিখ্যাত না দইয়ের পরে বগুড়ার লাচ্ছা সেমাই এর স্বাদ ও ঐতিহ্য দেশব্যাপী, ঈদের সকালে মিষ্টিমুখ করতে আয়োজন করা হয় নানান পদের সেমাই।খাবারের এই আমেজ ভিন্ন মাত্রা যোগ করে ঈদের খুশি । সেই দিক থেকে লাচ্ছা সেমাই ছাড়া অপূর্ণ থেকে যায় ঈদের আমেজ।
যেভাবে তৈরি করা হয়: উৎকৃষ্ট মানের ময়দা ও খাঁটি ঘি দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ভাবে ঘরোয়া পরিবেশে তৈরি, আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ঘি য়ে ভাজা লাচ্ছা সেমাই 😋😋
বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই না খেলে বুঝতে পারবেন না এর কি টেস্ট তাহলে দেরি না করে এখুনি অডার করুন -
🔰 অর্ডার করার জন্য আপনাকে ১টাকাও অগ্রিম দিতে হবে না।
আপনি প্রয়োজনে প্যাকেট খুলে টেস্ট করে দেখতে পারবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিতে পারবেন।
✅ অর্ডার করতে:
নাম
মোবাইল নাম্বার
পুরো ঠিকানা
দিয়ে আমাদের Taste Best BD পেজে ইনবক্স করুন
👉 ফোন করুনঃ 01790618303
💥বগুড়ার ঘিয়ে ভাজা প্রিমিয়াম লাচ্ছা সেমাই💥
বঙ্গ মার্কেটে আগুন , আল্লাহ সবাইকে হেফাজত করুন।
খাঁটি ঘি চেনার উপায় কি?
খাঁটি ঘি শরীরের জন্য দারুণ উপকারী। তবে ঘিতে ভেজাল থাকলে উল্টো সেটা শরীরের জন্য ক্ষতির হয়ে ওঠে। এ রকম পরিস্থিতিতে খাঁটি ঘি চেনা খুব জরুরি।
সাধারণত বাজারে যেসব ঘি পাওয়া যায়, তাতে প্রচুর পরিমাণে ডালডা এবং পামওয়েল থাকে। কিছু কিছু ঘিয়ে এক কেজির মধ্যে ৬০০ গ্রাম ডালডা আর ৩০০ গ্রাম পাম তেল পাওয়া যায়। বাকি মাত্র ১০০ গ্রাম খাঁটি ঘি। এর সঙ্গে অনেক সময়ে এমন রং ব্যবহার করা হয়, যা আদৌ ভোজ্য নয়। ঘিয়ের মধ্যে দানা তৈরি করার জন্যও নানা কিছু মেশানো হয়।
১. তাপমাত্রা: একটি প্যানে ১ চামচ ঘি নিয়ে গরম করুন। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায় বুজতে গবে এটি ভেজাল ঘি।
২. পাম টেস্ট: ১ চা-চামচ ঘি নিন হাতের তালুতে। ঘি যদি ত্বকের সংস্পর্শে আপনাতেই গলে যায় তবে বুঝবেন ঘি আসল। এর ব্যতিক্রম হলে ওই ঘি এড়িয়ে চলুন।
৩. গরম পানিতে পরীক্ষা: একটি কাচের বয়ামে সামান্য পরিমাণ ঘি নিন। একটি গরম পানির পাত্রে বয়ামটি বসিয়ে গরম করুন। ঘি গলে গেলে ফ্রিজে রেখে দিন বয়াম। ঘি যদি এক লেয়ারে জমে তাহলে বুঝবেন খাঁটি ঘি। কিন্তু যদি দুই লেয়ারে জমে, তা হলে বুঝবেন ঘিয়ের সঙ্গে নারিকেল তেল মেশানো হয়েছে। এক্ষেত্রে ঘি এবং নারকেল তেলের দুটি আলাদা লেয়ার দেখতে পাবেন ।
৪. আয়োডিন টেস্ট: অল্প পরিমাণ ঘি গলিয়ে তার মধ্যে দুই ফোঁটা আয়োডিন সলিউশন মিশিয়ে নিন। আয়োডিন যদি বেগুনি রঙ ধারণ করে তাহলে বুঝবেন ঘিয়ে ভেজাল আছে।
৫. বোতল টেস্ট: এক চামচ ঘি গলিয়ে একটি স্বচ্ছ বোতলে রাখুন। এবার এতে এক চিমটি চিনি দিন। এরপর বোতলের মুখ বন্ধ করে খুব জোরে জোরে ঝাঁকান। ৫ মিনিটের জন্য বোতলটি স্থির অবস্থায় রেখে দিন। এরপর খেয়াল করুন বোতলের নিচে লাল রঙের আস্তরণ পড়েছে কি না। যদি লাল রঙের আস্তরণ পড়ে, তাহলে বুঝবেন ঘিয়ে ভেজাল আছে।
অর্ডার করতে পেইজে মেসেজ করুন
খাঁটি ঘি চেনার উপায়
খাঁটি ঘি শরীরের জন্য দারুণ উপকারী। তবে ঘিতে ভেজাল থাকলে উল্টো সেটা শরীরের জন্য ক্ষতির হয়ে ওঠে। এ রকম পরিস্থিতিতে খাঁটি ঘি চেনা খুব জরুরি।
সাধারণত বাজারে যেসব ঘি পাওয়া যায়, তাতে প্রচুর পরিমাণে ডালডা এবং পামওয়েল থাকে। কিছু কিছু ঘিয়ে এক কেজির মধ্যে ৬০০ গ্রাম ডালডা আর ৩০০ গ্রাম পাম তেল পাওয়া যায়। বাকি মাত্র ১০০ গ্রাম খাঁটি ঘি। এর সঙ্গে অনেক সময়ে এমন রং ব্যবহার করা হয়, যা আদৌ ভোজ্য নয়। ঘিয়ের মধ্যে দানা তৈরি করার জন্যও নানা কিছু মেশানো হয়।
১. তাপমাত্রা: একটি প্যানে ১ চামচ ঘি নিয়ে গরম করুন। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায় বুজতে গবে এটি ভেজাল ঘি।
২. পাম টেস্ট: ১ চা-চামচ ঘি নিন হাতের তালুতে। ঘি যদি ত্বকের সংস্পর্শে আপনাতেই গলে যায় তবে বুঝবেন ঘি আসল। এর ব্যতিক্রম হলে ওই ঘি এড়িয়ে চলুন।
৩. গরম পানিতে পরীক্ষা: একটি কাচের বয়ামে সামান্য পরিমাণ ঘি নিন। একটি গরম পানির পাত্রে বয়ামটি বসিয়ে গরম করুন। ঘি গলে গেলে ফ্রিজে রেখে দিন বয়াম। ঘি যদি এক লেয়ারে জমে তাহলে বুঝবেন খাঁটি ঘি। কিন্তু যদি দুই লেয়ারে জমে, তা হলে বুঝবেন ঘিয়ের সঙ্গে নারিকেল তেল মেশানো হয়েছে। এক্ষেত্রে ঘি এবং নারকেল তেলের দুটি আলাদা লেয়ার দেখতে পাবেন ।
৪. আয়োডিন টেস্ট: অল্প পরিমাণ ঘি গলিয়ে তার মধ্যে দুই ফোঁটা আয়োডিন সলিউশন মিশিয়ে নিন। আয়োডিন যদি বেগুনি রঙ ধারণ করে তাহলে বুঝবেন ঘিয়ে ভেজাল আছে।
৫. বোতল টেস্ট: এক চামচ ঘি গলিয়ে একটি স্বচ্ছ বোতলে রাখুন। এবার এতে এক চিমটি চিনি দিন। এরপর বোতলের মুখ বন্ধ করে খুব জোরে জোরে ঝাঁকান। ৫ মিনিটের জন্য বোতলটি স্থির অবস্থায় রেখে দিন। এরপর খেয়াল করুন বোতলের নিচে লাল রঙের আস্তরণ পড়েছে কি না। যদি লাল রঙের আস্তরণ পড়ে, তাহলে বুঝবেন ঘিয়ে ভেজাল আছে।
🎁প্রিয়জনকে উপহার দিন🎁
👉 পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে দিচ্ছে খেজুর, কাঠ বাদাম ও চকলেটের তৈরী CHOCODATE
👉আপনার এই ছোট্ট উপহার হিসেবে পেয়ে সবাই খুশি হবে, আর মন থেকে আপনার জন্য দোয়া করতে থাকবেন ইন শা আল্লাহ।
✅ চকলেটি খেজুরে ভরপুর একটি বাক্স
✅ চকলেটি খেজুরের ভেতরে রয়েছে কাঠবাদাম ও বাহিরে চকলেটের লেয়ার
✅ যারা খেজুর খেতে পছন্দ করে না, তারা'ও মজা করে খাবে এই চকলেটি খেজুর
✅ নিচের আইটেম গুলো দিয়ে তৈরি করা হয়েছে এই চকলেটি খেজুরের বাক্স
💡 তিউনিসিয়া খেজুর
💡 কাঠ বাদাম
💡 চকলেট
💞ভালোবাসার এই বক্সটির মূল্য ৪৯৯ টাকা।
🚚 ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৭০ টাকা
🚚 4 বক্স অর্ডার করলে 🔥ডেলিভারি চার্জ ফ্রি🔥
📲অর্ডার করতে পেইজে ইনবক্স করুন
☎️অথবা ফোন করুন: 0179061830
মিশরীয় লার্জ সাইজের মেডজুল খেজুর।
জাম্বু মেডজুল,খুবই সুস্বাদু, তুলতুলে নরম গঠন এবং গাঢ় লাল রঙের খেতে অনেকটা গাছপাকা খেজুরের মত স্বাদ।
খেতে নরম এবং প্রচুর মিষ্টি হয়ে থাকে। মেডজুল খেজুরে প্রচুর ক্যালসিয়াম এবং আইরন থাকে।
খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে।
যেকোনো পরিমাণ অর্ডার করতে পারবেন ।
👉মেডজুল- (মিশরীয়)
সাইজঃ লার্জ
মূল্যঃ ১৬00 টাকা (১ কেজি বক্স)
অর্ডার করতেঃ
আপনার নামঃ
পন্যের নামঃ
পন্যের পরিমানঃ
আপনার নাম্বারঃ
আপনার বাসার নাম্বার:
আপনার সম্পূর্ণ ঠিকানাঃ
মিশরীয় লার্জ সাইজের মেডজুল খেজুর।
জাম্বু মেডজুল,খুবই সুস্বাদু, তুলতুলে নরম গঠন এবং গাঢ় লাল রঙের খেতে অনেকটা গাছপাকা খেজুরের মত স্বাদ।
খেতে নরম এবং প্রচুর মিষ্টি হয়ে থাকে। মেডজুল খেজুরে প্রচুর ক্যালসিয়াম এবং আইরন থাকে।
খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে।
যেকোনো পরিমাণ অর্ডার করতে পারবেন ।
অর্ডার করতেঃ
আপনার নামঃ
পন্যের নামঃ
পন্যের পরিমানঃ
আপনার নাম্বারঃ
আপনার বাসার নাম্বার:
আপনার সম্পূর্ণ ঠিকানাঃ
𝐍𝐮𝐭𝐬 -
#মধু_মধুময় বাদাম
আপনি কি স্বাস্থ্য সচেতন মানুষ?
💪আপনার এনার্জি বৃদ্ধি করতে নিয়ে এসেছি সম্পূর্ন দেশি চিনা বাদাম ও বিজ/সিডস মুক্ত মজাদার ও অত্যাধিক পুষ্টি গুন সম্পূর্ণ ফ্রেশ মিক্স প্রিমিয়াম ড্রাই ফ্রুটস ও প্রিমিয়াম কোয়ালিটির মধুময় বাদাম❤️
আমাদের কাছে পাবেন:
১. মধুময় বাদাম
২. মিক্স ড্রাইফুট
৩. কাজুবাদাম
👉প্রডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাড়িয়ে থাকা অবস্থায় প্রয়োজনে খেয়ে টেস্ট করে তারপর পেমেন্ট করতে পারবেন অগ্রীম ১ টা টাকাও পেমেন্ট করতে হয় না।
✅প্রিমিয়াম মিক্স ড্রাই ফ্রুটস এর মূল্য-
৫০০ গ্রাম -৫৫০ টাকা
১ কেজি - ১১০০ টাকা
🚚হোম ডেলিভারি চার্জ👇
ঢাকা সিটিতে- ৫০ টাকা
সারা বাংলাদেশে -১০০ টাকা
✅নিশ্চিন্তে অর্ডার করতে পারেন,👉অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন ।
খাঁটি ঘি চেনার সহজ ৩ উপায়
সাবধান...
নাটোর-রাজশাহী থেকে প্রতি ৬ কেজি গুড় (দেড় কেজি চিনি মিশ্রিত গুড়) কিনে নেয় এরা। এরপর তাতে আরও চিনি, গরুর লালি, ইন্ডাসট্রিয়াল কালার মিশিয়ে ২৫ কেজি গুড় রেডি করে। তারপর আপনাদের হাতে কম দামে গুড় পৌঁছে দেয়।
এমন শুভাকাঙ্খী কই পাবেন?
বিশেষ দ্রষ্টব্য: এর চেয়েও জঘন্য কায়দায় ঢাকার বিভিন্ন স্থানে গুড় তৈরি হয়।
[ শুধুমাত্র কম দামের ক্রয়ের জন্য যেখানে সেখানে থেকে গুড় কিনে খেয়ে নিজের এবং পরিবারের সর্বনাশ না করি। প্রয়োজন এ কম খান তাও ভালোটাই খান।
পুষ্টিগুণে ঠাসা উদ্ভিজ্জ খাদ্যবস্তু, সুপারফুড চিয়াসীড যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। এতে রয়েছে ওমেগা-৩, ফাইবার, ম্যাংগানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। পাশাপাশি ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন আয়রন, ক্যাফিক এসিড, ম্যাগনেসিয়াম চিয়াসিডে বিদ্যমান।
বিশেষজ্ঞদের মতে প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে রয়েছে ১১ গ্রাম ফাইবার, ৪ গ্রাম প্রোটিন, ফ্যাট ৯ গ্রাম (যার ৫ গ্রাম ওমেগা ৩)। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন-বি, পটাশিয়াম, ভিটামিন বি-১, ও ভিটামিন বি-২।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
1216
Savar
Dhaka, 1216
Al Aqsa Organic Shop is a trusted online shop. Here you can buy good products at a cheap rate. We ens
Dhaka, 1216
A brand of delicious, fresh & healthy food ingredients
Dhaka, MOHAMMADPURSHARESHAHSHARIROADDKAHA1207
https://www.facebook.com/Fatama-s-cute-pastry-by-Surma-100226752450930/ Making cakes is my hobby and dream with which I want to illuminate and brighten my future with the consent o...
Mirpur
Dhaka, 1216
Arco Shop is an Online Store based in Bangladesh for Baby care, foreign groceries, hygiene & protection essentials. Selling genuine branded local & imported baby foods, baby milk, ...
House #57, Road#05 DIT Project, Badda Dhaka
Dhaka, 1212
Maan Food is an amazing quality food house.
Dhaka
দেশি ফ্রেশি - নিজস্ব তত্বাবধানে স্বাস্থ্যকর খাবার নিবেদনে বদ্ধপরিকর।
Merul Badda DIT Project Road:12 House;11 Dhaka
Dhaka, 1212
Welcome to the official Khaas Food Badda Outlet, your gateway to safe and pure food choices.
Dhanmondi
Dhaka, 1206
Made with love, savours with memories� "Wonder Chef" is online based food service at your doorstop.We bring joy to your place with our freshly cooked cuisines.