Rain's Scent - Rooftop Gardening
Tree is the source of food (Rijik). Just think - tree grows, blooms and flower becomes fruit - why?
ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এবারও শুরু হয়েছে ‘জাতীয় বৃক্ষমেলা ২০২৩’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে :
‘বৃক্ষ – প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ।’
মাসব্যাপী এ মেলা চলবে ৪ জুলাই পর্যন্ত। ঘরের ভীতর কিংবা বাড়ির বাহিরে থাকবে সবুজের সমারোহ। ঠিক এমন মনের গাছপ্রেমিরাই প্রতি বছর অপেক্ষা করেন গাছ লাগানোর মৌসুম আসার জন্য, অপেক্ষা করেন জাতীয় বৃক্ষ মেলার। প্রথম সপ্তাহেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার দেশি-বিদেশি প্রায় ২০০ প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধন গাছের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। জুন মাসজুড়ে রাজধানীর আগারগাঁও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে বৃক্ষমেলা। এটি ৫ই জুন থেকে শুরু হয়ে ১২ই জুলাই পর্যন্ত চলবে। তবে প্রথম ধাপে ৫ই জুন থেকে ২৬ শে জুন পর্যন্ত চলবে। তারপর ঈদের পরবর্তীতে আবারো পহেলা জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত খোলা থাকবে।
The 'National Tree Fair 2023' has started again in the field next to the “Bangabandhu International Conference Center” in Agargaon, Dhaka. The theme of this year's “National Tree Plantation Campaign and Tree Fair” has been decided:
"Trees - nature environment in life, sustainable Bangladesh of the next generation."
This month-long fair will continue till July 4. There will be greenery around the house or outside the house. It is precisely the tree lovers who wait every year for the tree planting season to come, wait for the National Tree Fair. The National Tree Fair has already gathered in the first week. This time, the sellers have arranged the stalls of about 200 species of fruit, forest and ornamental trees, both local and foreign. Throughout the month of June, Agargaon in the capital is open for everyone from 10 am to 8 pm. It already started from 5th June and will continue till 12th July. But the first phase will run from 5th June to 26th June. Then after Eid it will be open again from 1st July to 12th July.
#বৃক্ষমেলা #বৃক্ষমেলা২০২৩ #জাতীয়বৃক্ষমেলা২০২৩ #বৃক্ষ #ছাদবাগান #ছাদবাগানি #আগারগাঁওয়ে #বঙ্গবন্ধুআন্তর্জাতিকসম্মেলনকেন্দ্র #গাছ
ছাদে সে কি প্রচন্ড মারামারি গো! যদিও এক তলার ছাদে! মোটাটা শুটকুটাকে গিলে খাবে! বললেই হলো! শুটকুটাও কম যায় না! একেবারেই কামড়ে ন্যাড়া বানিয়ে দিয়েছে !
At the roof, what a great fight! Though it was on the floor roof! The fat one almost try eat out the Thin one! But it also didn't pass away! Just bite the Hell out of the fat one!
#বিড়ালেরমারামারি #বিড়াল #বেড়াল #ম্যাও
Dhundul or Smooth loofah is an annual extensive climber with profuse branches and tendrils. Stem is stout, glabrous and angular. As vegetables, its fruit is one of the most popular one in Bangladesh. The plant is widely cultivated in the country as commercial crops. It is found in South and Southeast Asia and other tropical areas of the world. It is probably originated in South and Southeast Asia.
ধুন্দুল বা মসৃণ লুফাহ হল একটি বাৎসরিক বিস্তৃত পর্বতারোহী যার প্রচুর শাখা এবং টেন্ড্রিল রয়েছে। কাণ্ড শক্ত, চটকদার এবং কৌণিক। সবজি হিসেবে এর ফল বাংলাদেশের অন্যতম জনপ্রিয়। দেশে বাণিজ্যিক ফসল হিসেবে গাছটির ব্যাপক চাষ হয়। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের অন্যান্য গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি সম্ভবত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় উদ্ভূত।
#ধুন্দুল #মসৃণ_লুফাহ
fb.com/688665939431571
আমড়া গাছ ছাদ বাগানে
আমড়া গাছ ছাদ বাগানে হলুদ মোম্বিন বা হগ বরই বা আমড়া হল Anacardiaceae পরিবারের একটি প্রজাতির গাছ এবং ফুলের উদ্ভিদ। আমড়া ভিটামিন সি সমৃদ্ধ, যা একট....
এলাচ (Cardamom ) মসলা জাতীয় ফসল। ইংরেজিতে বলা হয় Cardamom ( কার্ডামন)। এটি মূলত আদা জাতীয় গাছ এবং গাছের পাতাগুলো একটু বেশি লম্বা ও চওড়া। এই গাছের গোড়ার দিক থেকে লম্বা ফুলের স্টিক বের হয়। এই ফুলের ফলই হচ্ছে এলাচ।
বর্তমানে বাংলাদেশে এলাচের যে জাতগুলো আছে সেগুলোর সবগুলোই গাছের গোড়ায় মাটি সংলগ্ন হয়ে গুচ্ছাকারে ফুল গজায়। পরে সেই ফুল গুলো থেকে গুচ্ছ আকারে ফল হয়ে থাকে। পুর্বে বাংলাদেশে অনেক এলাচের গাছ দেখা যেত সেগুলোতে সেগুলোতে ২-৩ বছরের মাথায় ফুল আসত গাছের শাখায় কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও কখনও ফল ধরতে দেখা যেত না সেসব এলাচ গাছে। সেগুলো ছিল বন্য প্রজাতির গাছ। এখনও দেশের আনাচে কানাচে এই বন্য প্রজাতির গাছ মাঝে মাঝে দেখা যায়। ফলে উৎপাদনকরী কৃষক এসব জাতের গাছ লাগিয়ে বঞ্চিত হতো। এ কারণেই হয়তো সঠিক জাতের অভাবে আমাদের দেশে এতদিন এলাচ চাষ সম্প্রসারণ করতে পারেনি।
Cardamom is a spice crop. It is basically a ginger plant and the leaves are slightly longer and wider. Long flower sticks emerge from the base of this plant. Cardamom is the fruit of this flower.
All the varieties of cardamom that exist in Bangladesh at present grow flowers in clusters at the base of the plant. Later, the flowers form a bunch of fruits. In the past, there were many cardamom trees in Bangladesh, in which flowers appeared on the branches of the tree after 2-3 years, but even after ages, they never bore fruit in those cardamom trees. They were wild trees. Still, wild species of this tree are occasionally seen all over the country. As a result, the productive farmers were deprived of planting these varieties of trees. This is the reason why cardamom cultivation could not be expanded in our country until now due to lack of proper varieties.
First 3 Pomegranate from my rooftop garden 2 trees.Taste absolutely not horrible, but also not up to the mark!!!
আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....
আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,
প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে, তারা সবাই আপনার অপরিচিত মানুষ । কিন্তু প্রথমে
আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।
কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে।
কেউ হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না,
আপনাকে দিয়ে কিছুই হবে না ।
আপনি যখন আপনার কোন আত্মীয়ের কাছে কোন প্রডাক্ট বিক্রি করেন, তারা এটা ভাববে আপনি কতো টাকা লাভ করলেন কিন্তু তারা এটা ভাববে না তাদের কতো টাকা সেভিংস হলো।
এমনকি তারা আপনাকে ব্যতিত অন্যত্রে পন্য কিনে ঠকতেও দ্বিধা করবে না‼️
এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।
হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।
দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন ।
নেই শুধু সেই অপরিচিত মানুষগুলোই। যারা আপনাকে বিশ্বাস করেছিলো।
Collected
Assalamualaikum Warah Matullahi Wabarakatuhu,
I went to our roof. My intension was to get wet in rain. After a wonderful raining time, there was rain water stuck in our roof in few areas which is basically a pain or probleam occured by the labors while we were constructing it. I was looking here & there in my tress and suddently I found these wonder full fun time of sparrows. It was beautiful. SubhanALLAH, how creatively, stratigically, beautifully Allah Subhanutala created this world! SubhanAllahi, Wal hamdulillahi, Wa la Ilaha, Wallahu Akbar. I glorify ALLAH, all praise due to ALLAH, there is no god but ALLAH, ALLAH is the Greatest.
আসসালামুয়ালাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
আমি আমাদের ছাদে গেলাম বৃষ্টিতে ভিজতে। মোটামুটি আধা ঘন্টা বৃষ্টিতে জমিয়ে ভিজলাম। ছাদের কিছু জায়গায় বৃষ্টির পানি আটকে যাই , যা মূলত শ্রমিকদের গাফিলতির কারণে হয়েছিল যখন আমরা এটি নির্মাণ করছিলাম। আমি গাছগুলোর এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং হঠাৎ আমি চড়ুইদের এই আশ্চর্য্যপূর্ণ মজার সময় খুঁজে পেলাম! এটা সুন্দর ছিল! সুবহানাল্লাহ! কত সৃজনশীল, কৌশলগত, সুন্দরভাবে আল্লাহ সুবহানাহুতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি, ওয়াল হামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা, ওয়াল্লাহু আকবার। আমি আল্লাহর প্রশংসা করি, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
তেলাপোকা মরেছে অনেক, কিন্তু সাথে সাথে পরিস্কার করলে-খুউউউব ভালো হতে!!!!!
তেলাপোকার জন্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পরিষেবা / Pest control service for cockroaches এটি আমাদের দর্শকদের জন্য স্প্রে বন্দুক খুঁজে বের করার একটি পরামর্শমূলক ভিডিও - যা ছাদের বাগানের জন্য: যেমন- কীটপতঙ...
বৃষ্টির মধ্যে সূরা ফাতিহা পড়ার আনন্দ / Reciting Surah Fatiha within the peace of raining Rain is the one of the best blessings of Allah Subhanutala. No pesticides in the whole world is more precious to trees, than the drop rain with it's remarkab...
বৃষ্টির মধ্যে সূরা ফাতিহা পড়ার আনন্দ / Reciting Surah Fatiha within the peace of raining Rain is the one of the best blessings of Allah Subhanutala. No pesticides in the whole world is more precious to trees, than the drop rain with it's remarkab...
I was walking at Hatirjheel's walkway early in the morning. Suddenly I saw surprised to watch a tree! How can a green tree have snow white branches!!!
It was "Mealybug ". Cats & dogs rain or too much water can reduce this bug's attack. It’s more harmful for plants than human.but due to touch, it can cause itching, breathing difficulties etc. So, everyone needs to careful about this.
Scientific name: Pseudococcidae
ভোরের মৃদু মন্দ স্নিগ্ধ হাওয়ায়, হাতিরঝিলের বিলের পাশের পথে হাঁটছিলাম!হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে চোখ ছানাবড়া!!! সবুজ গাছে এত সাদা ডাল এলো কোত্থেকে!!!
মিলিবাগ পোকাটি আফ্রিকান। বৃষ্টি হলে বা প্রচুর পানি ছিটালে পোকাটির উপদ্রব কমতে পারে বলে। পোকাটি মানুষের চেয়ে ফসলের জন্য বেশি ক্ষতিকর। তবে মানুষের সংস্পর্শে এলে চুলকানি, এ্যালার্জি ও শ্বাসকষ্ট হতে পারে। তবে এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা জানান, পোকাটি ফসলের জন্য বেশি ক্ষতিকর। বৈজ্ঞানিক নাম: Pseudococcidae
থাই পেয়ারা পাড়ার মুহূর্ত Plucking moments of Thai guava Thai guavas are generally the size of a softball with apple green skin that can range from bumpy to smooth. The flesh is white with pale yellow seeds and ten...
জাতীয় বৃক্ষ মেলা 2022 রাজধানী ঢাকার আগারগাঁওয়ে হয়ে গেলো মাসব্যাপী বৃক্ষমেলা। বৃক্ষ মেলাকে ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ.....
পিংক সিটি ছাদ বাগান / Pink City Rooftop Garden পিংক সিটি একটা জানাশোনা এবং খুব ভালো একটা শপিং মল গুলশান এভিনিউ এর মধ্যে। এর ঠিক ৮ তলার অর্থাৎ ছাদে একটা বেশ বড় বা....
Can anyone guess which flower is this one?
জ্যোৎস্না নীড়, দক্ষিনখান।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
House# 296, Anowarbagh, Dakshinkhan
Dhaka
1230
Opening Hours
Monday | 09:00 - 18:00 |
Tuesday | 09:00 - 18:00 |
Wednesday | 09:00 - 18:00 |
Thursday | 09:00 - 18:00 |
Sunday | 09:00 - 18:00 |
Maniknagor, Kalatia Bazar, Hazratpur Road, Keranigonj
Dhaka, 1313
টব রাখার হ্যাঙ্গার,রেক,স্ট্যান্ড, MS/SS দরজা, জানালা সহ যেকোন ইস্পাতের তৈরি পণ্য বিক্রি করা হয়।
Uttara
Dhaka, 1230
Hello Buddies👩👨 !! Here I will describe you how I am taking care of 🤟different types of plants 🌱🌹🥀 of
Dhaka Aricha Mohasorok
Dhaka, 1340
Fair Price is a place where you can buy your home decor products(Home accessories, customised prodct.
Mohammadpur
Dhaka, 1207
Tips for producing Our favorite Flowers,Vegetables in our Small Balcony - With in the Minimum Space
Chairman Bari Cirle, East Jurain, Commissioner Road
Dhaka, 1204
Hobby - Ornamental fish & Aquatic Plants :)
Dhaka, 1209
Still learning .... experimenting ... observing, admiring and loving plants.