Nazmul Dental & Laser Centre

Nazmul Dental & Laser Centre

COVID 19 এর জন্য বিনামূল্যে দন্ত সেবানিতে ?

03/10/2023

ক্যালসিয়াম কাজে লাগে হাড়ের গঠন ও শক্তি
বর্ধনে।

ছোটবেলায় আমরা প্রায় প্রতিদিনই দুধ খেতাম
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং হাড়ের বৃদ্ধি
ভালো করতে। তবে বড় হওয়ার সাথে সাথে এই
অভ্যাস যেন চলেই যায়; দুধ খাওয়া হয় কদাচিৎ। তবে
কেবল ছোটবেলাতেই নয়, হাড় ভালো রাখতে বড়
হওয়ার পরও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া
প্রয়োজন।
আপনি নিশ্চয়ই জেনে আশ্চর্য হবেন না যে আমাদের
শরীরের ৯৯ শতাংশ ক্যালসিয়াম থাকে হাড়ে এবং
কিছু থাকে দাঁতে। এ ছাড়া কিছু সফট টিস্যু এবং
ফ্লুইডের মধ্যে পাওয়া যায়। তাই হাড় মজবুতভাবে
গঠনে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন।
কতটুকু ক্যালসিয়াম আমাদের প্রয়োজন?
বিশেষজ্ঞরা বলেন, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭০০
মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন। তবে
গর্ভাবস্থায় এবং যেসব মায়েরা শিশুকে বুকের দুধ
খাওয়ান তাঁদের বেলায় এটি আরো বেশি প্রয়োজন।
তবে এর পাশাপাশি ভিটামিন ডি-ও খেতে হবে।
কেননা এটি শরীরে ক্যালসিয়ামকে শোষণ করতে
সাহায্য করে।
ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে এবং
দুগ্ধ জাতীয় খাবার থেকে আসে ক্যালসিয়াম। এ
ছাড়া সবুজ শাকসবজি, বাদাম, টফু, কমলা ইত্যাদিতে
ক্যালসিয়াম পাওয়া যায়।
ক্যালসিয়ামের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ডেইলি
ইনডিপেনডেন্ট জানিয়েছে ক্যালসিয়ামের অভাবে
শরীরে কী হয়

১. ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়।এই রোগে
হাড় নরম এবং দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ভিটামিন
ডিয়ের অভাব দীর্ঘস্থায়ী হাড়ের ক্ষতি করে দিতে
পারে। রিকেট রোগ আগে একটি বড় ধরনের সমস্যা
ছিল। তবে বর্তমানে এ সমস্যা অনেক কমেছে।
২. ক্যালসিয়ামের অভাবে হাড় ফ্র্যাকচার হয়। যারা
ক্যালসিয়ামের অভাবে ভোগে তারা একপর্যায়ে
হাড় ফ্র্যাকচারের সমস্যায় পড়তে পারে।মেয়েদের
মনোপোজের (দীর্ঘস্থায়ী ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া)
পর এই সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই
বয়ঃসন্ধিকালে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
খেতে হবে।
৩. ক্যালসিয়ামের অভাবে প্রবীণ বয়সে
অস্টিয়োপোরোসিস বা হাড় ক্ষয়ের রোগ হয়।
গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রায় তিন মিলিয়ন
লোক এই সমস্যায় ভোগে। এ ছাড়া পারিবারিক
ইতিহাস থাকলেও এই রোগ হতে পারে। ক্যালসিয়াম,
ভিটামিন ডিয়ের অভাব, মদ্যপান ও ধূমপানের
কারণেও এই সমস্যা হতে পারে। এই রোগ প্রতিকারে
চিকিৎসকরা সাধারণত ভিটামিন ডি ও ক্যালসিয়াম
সাপ্লিমেন্ট দিয়ে থাকেন।
৪. এ ছাড়া বেশির ভাগ ক্যালসিয়াম কাজে লাগে
হাড়ের গঠন এবং শক্তি বর্ধনে। যদি খাদ্য তালিকায়
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না থাকে তাহলে এই
হাড়ের গঠন দুর্বল হয় এবং শক্তি কম থাকে।
৫. ক্যালসিয়ামের অভাবে হাইপোক্যালসিয়মিয়া
হয়ে পেশির টিট্যানি রোগ হয়। এ ছাড়া মুখে লাল
অথবা গোলাপি রঙের র্যাশ হতে পারে। তাই এসব
সমস্যা সমাধানে খাদ্য তালিকায় অবশ্যই
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে।

Photos from Nazmul Dental & Laser Centre's post 30/08/2023

১ ঘন্টার মধ্যে দাঁতের ফাঁকা পূরণ করুন

মাত্র ১ ঘন্টায় ফাঁকা দাঁতের চিকিৎসা করতে পারবেন কম্পোজিট ভেনিয়ার্স পদ্ধতির (Composite veneers system)মাধ্যমে । সম্মানিত দর্শক শ্রোতা ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে আমরা কম বেশি অনেকেই অসুবিধায় থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে ফাঁকা দাঁতের চিকিৎসা অনেকটা ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ । হয়তো অনেকেই টাকা খরচ করতে পারবেন কিন্তু সময় দিতে পারবেন না আবার কেউ কেউ সময় দিতে পারবেন কিন্তু টাকা খরচ করতে পারবেন না , উভয়ের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে যেটা স্বল্প সময় এবং স্বল্প খরচের মধ্যে সামনের দুই দাঁতের মাঝের ফাঁকা পূরণ করতে পারবেন। তাই দেরি না করে আমাদের এই সুযোগটি গ্রহণ করতে পারেন অথবা আপনার নিকটস্থ ডেন্টিস্টের চেম্বারে গিয়ে চিকিৎসা করাতে পারবেন । তবে সে ক্ষেত্রে খুব সাবধানতার সাথে খাওয়া-দাওয়া করতে হবে যেন কোন সমস্যা সম্মুখীন না হতে হয় । আরেকটা বিষয় লক্ষ্যনীয় আপনি যেই কাজটি বা চিকিৎসা করবেন সেটার বিষয়ে আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে সেই কাজ বা চিকিৎসা নিবেন। আর এই কম্পোজিট ভেনিয়ার্স পদ্ধতির মাধ্যমে ফাঁকা দাঁত পূরণ করলে স্বাভাবিক দাঁতের মতোই দেখাবে । কেউ বুঝতে পারবে না যে,এটা নকল বা কোন মেডিসিনের সাহায্যে করা হয়েছে কিনা যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

বিঃদ্রঃ অনেকেই ভেবে থাকেন কম্পোজিট ভেনিয়ার্স করলে দাঁতের কোন ক্ষতি হবে কিনা । কম্পোজিট ভেনিয়ার্স করতে গেলে দাঁত কাটা বা ঘষামাজা করার প্রয়োজন হয় না । শুধুমাত্র দাঁতের উপর মেডিসিনের মাধ্যমে একটা আবরণ বা প্রলেপ তৈরি করে দেয়া হয়। পরবর্তীতে এই প্রলেপ বা আবরণ তুলেও ফেলতে পারবেন ।
চেম্বার: মাতুয়াইল মা ও শিশু হসপিটালের বিপরীত পাশে,হোম টাওয়ার /এসএমসি হসপিটালের নিচে,কলেজ রোড, মাতুয়াইল যাত্রাবাড়ী
মোবাইল:📞 ০১৬২২৩৩৭৭২৭

26/07/2023

দাঁতের যত্ন

একটি সুন্দর হাসি সবারই কাম্য। আর তা যদি হয় মুক্ত ঝরা হাসি, তাহলে তো কথাই নেই। আর সেই মুক্ত ঝরা হাসি সেই হাসতে পারে যার রয়েছে মুক্তর মতো ঝকঝকে দাঁত। কিন্তু সেই দাঁত কতদিন থাকে মুক্তোর মতো ?

বিভিন্ন কারনে তা হয়ে যায় হলদেটে, যা কারোরই কাম্য নয়। তবে চিন্তা নেই, দাঁতের হলদে ভাব দূর করারও উপায় রয়েছে। তাও আবার দাঁতের বাড়তি যত্ন না নিয়েই।

অর্থাৎ দাঁতের হলদে ভাব দূর করবে কিছু খাবার এবং কয়েকটি নিয়ম মানলেই আপনার দাঁত থাকবে সাদা ও ঝকঝকে। আসুন জেনে নেই সেই খাবারগুলো ও নিয়মগুলো সম্বন্ধে-

* ফল ফল
বিশেষ করে আপেল এবং স্ট্রবেরিতে রয়েছে ম্যালিক অ্যাসিড যা দাঁত সাদা করার একটি চমত্‍কার প্রাকৃতিক উপাদান। নিয়মিত ফল খেলে দাঁতে সহজে দাগ পড়ে না বা হলদেটে হয় না।

* সবজি
গাজর, সবুজ শাক এবং ব্রকোলির মতো সবজি দাঁত থেকে দাগ দূর করতে সাহায্য করে। সালাদে গাজর খান নিয়মিত। এতে যেমন দাঁত ভালো থাকবে, তেমনি গাজর থেকে পাবেন প্রচুর পরিমাণে ক্যারোটিন তথা ভিটামিন এ, যা আপনার চোখ, ত্বক ও চুল রাখবে সুস্থ।

* শুকনো ফল
ড্রাই ফ্রুট বা শুকনো ফল যেমন কিশমিশ দাঁত সাদা রাখতে সাহায্য করে।

* চিনি ছাড়া চুয়ুংগাম
চিনি ছাড়া চুয়িংগাম দাঁতের দাগ দূর করার একটি চমত্‍কার উপায়। এটি দাঁতকে সাদা রাখতে সাহায্য করে।

* দুধ এবং দুগ্ধজাত খাবার
দুধ এবং দুগ্ধজাত খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁতের জন্য খুবই জরুরি। এছাড়া দুগ্ধজাত খাবার, যেমন দই এবং পনির দাঁতের এনামেল বজায় রাখতে সাহায্য করে। যে নিয়মগুলো মেনে চললে দাঁত থাকবে সাদা ও জকঝকে

* ব্রাশ করার আগে ভালো মানের কোন টুথপেস্টের সঙ্গে যোগ করুন ১ চামচ বেকিং সোডা ও আধা চামচ পানি। তিনটি উপাদানই একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর ব্রাশ করুন। সপ্তাহে দুই দিন এভাবে ব্রাশ করলে দেখবেন আগের চেয়ে ঝকঝকে হতে শুরু করেছে দাঁত।

* প্রাকৃতিক উপায়ে কলার খোসা দিয়েও দাঁত সাদা করতে পারেন। যেমন একটি কলার খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা দাঁতে ঘষুন। কিছুক্ষণ পর পানি দিয়ে কুলি করে ফেলুন এবং দেখুন দাঁতের অনেকটাই হলদে ভাব দূর হয়েছে। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

* অলিভ ওয়েলও দাঁত সাদা করার ক্ষেত্রে দারুণ কার্যকর। সামান্য তুলোর মধ্যে ৩ থেকে ৪ ফোঁটা অলিভ ওয়েল নিয়ে দাঁতে ঘষুন। এরপর ব্রাশ করে দেখন সুন্দও লাগছে।

* স্ট্রবেরির সঙ্গে সামান্য পরিমানে বেকিং সোডা মিশিয়েও দাঁতে ঘষতে পারেন। এই পেস্ট দাঁত সাদা করতে সহায়তা করে। তবে মাসে একবারের বেশি ব্যবহার করা ঠিক হবেনা।

21/07/2023

ছোট - বড় সব বয়সীদেরই দাতে সম'স্যা হয়ে থাকে তাই শিশু বয়স থেকে দাতের সঠিক য'ত্ন নিতে হয়। তবে শি'শুদের দাতে সমস্যা হওয়ার স'ম্ভাবনা বেশি হওয়ার কারণ শিশুরা চিপস, চকলেট, কেক, ফ্রা'ইড ফুডস সহ নানান প্যা'কেটজাত খাবার খেতে পছন্দ করে। এর ফলে,
🔺দাঁ'ত ব্যা'থা
🔺র'ক্ত পড়া
🔺দাতের মা'ড়ি ফুলে যাওয়া
🔺দাতে ক্ষ'য়
🔺ডে'ন্টাল ক্যা'রিজ হয়

14/07/2023
11/07/2023

স্মাইল ট্রেইন প্রজেক্ট এর আওতায় কুমুদিনী হাসপাতালে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়।
যোগাযোগঃ কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর, টাংগাইল।
মোবাইলঃ ০১৭৩০০৯০২৯২, ০১৭৩০০৯০২৯৪

03/04/2023

পবিত্র মাহে রমাদান উপলক্ষে গরিব ও অসহায় রোগীদের জন্য জরুরী দন্ত সেবা বিনামূল্যে প্রদান করা হবে, চেম্বারে আসার পূর্বে অবশ্যই ফোন করে আপনার সিরিয়াল নিশ্চিত করে আসবেন, আপনার পরিচিত অসহায় / দারিদ্র পেশেন্ট থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন
০১৬২২৩৩৭৭২৭
Nazmul dental & laser center
01622-337727
https://maps.app.goo.gl/LVZgw5w8KAEE3hdK9

Photos from Nazmul Dental & Laser Centre's post 03/04/2023

আধুনিকতার ছোঁয়া
Nazmul Dental & Laser Centre
01622337727

23/03/2023

খোশ আমদেদ মাহে রমাদান,
পবিত্র রমজান মাস উপলক্ষে দাঁতের সকল চিকিৎসায় সর্বোচ্চ ২৫ % পর্যন্ত ছাড়!

09/12/2022

-> দাঁতের স্কেলিং কী এবং কেন আপনার
প্রয়োজনীয়??
-> স্কেলিং কি???
স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার
পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায়
জমে থাকা প্লাক ক্যালকুলাস(দাঁতের
চারপাশে জমা পাথর) এক বিশেষ যন্ত্রের
মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম
জমে থাকা প্লাক ক্যালকুলাস যদি দূর
করা না যায় তবে তা দাঁতে সংক্রমণের
সৃষ্টি করে ফলে মাড়ি নরম হয়ে যায় যার
পরিনতিতে জিনজিভাইটিস পেরিওডনটাইটিস রোগ
দেখা দেয় এমনকি দাঁত পড়েও যেতে পারে।
->নিয়মিত স্কেলিং কেন প্রয়োজনীয়??
আমরা প্রতিদিন যে খাবার খাই তা দাঁতের
চারপাশে জমা হয়। যদি আমরা সঠিক পদ্ধতিতে ও
নিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি তাহলে এসব
খাদ্যকনাগুলো দাঁতের আবরন “পেরিওডেনটাল
মেমব্রেনের” উপর শক্ত হয়ে জমে থাকে।
এভাবে জমে জমে একসময় পাথরের
মতো সৃষ্টি করে।একে ডেন্টাল
সাইন্সে ক্যালকুলাস বলে।এইসব পাথর দীর্ঘদিন
জমে থাকলে তা একসময় দাঁতের
মেমব্রেনটিকে নষ্ট করে ফেলে এবং দাঁত ও মাড়ির
বিভিন্ন রোগ যেমন জিনজিভাইটিস
পেরিওডনটাইটিস, মাড়ি হতে রক্ত পড়া,
মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির সহ নানা ধরনের
সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন যদি এই
জমে থাকা ক্যালকুলাস প্ল্যাক রিমুভ না করা হয়
তাহলে একসময় ঐ দাঁতে ক্যারিজ হয়ে যায়। তাই
এই ক্যালকুলাস রিমুভ করার জন্যে প্রতি ছয় মাস
পরপর একজন অভিজ্ঞ ডেন্টিস্ট এর পরামর্শ
নেওয়া আবশ্যক। তিনি আপনার দাঁত
পরীক্ষা করে বলবে আপনার দাঁত
স্কেলিং করা দরকার কিনা? এছাড়াও আমাদের
দেশে অনেকে তামাক জাতীয় দ্রব্য যেমন
বিড়ি সিগারেট পান সাদা পাতা জর্দা গুল সেবন
করে যার ফলে দাঁতে বিশেষ করে সামনের
দাঁতে কালো বা বাদামি দাগ পড়ে। প্রাথমিক
অবস্থায় এইসব দাগ দূর করার
জন্যে স্কেলিং খুবই আবশ্যক।
সুতরাং স্কেলিং করলে দাঁত দুর্বল হয়
না বরং তা মাড়ির রোগকে প্রতিরোধ
করে যাতে মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ,
দাঁত শিরশির করা ইত্যাদি সবই ঠিক হয়ে যায়।

Photos from Nazmul Dental & Laser Centre's post 23/11/2022

গতকালের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ইনজুরি টাইমে নিজ দলের গোলকিপার মোহাম্মদ আল ওয়াইসের হাঁটুর আঘাতে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল সাহরানীর প্যান ফেসিয়াল ফ্র‍্যাকচার হয়।

তার নিচের চোয়ালের মাঝ বরাবর ম্যান্ডিবুলার সিমফাইসিস ফ্র‍্যাকচার, উপরের চোয়ালে লিফোর্ট ফ্র‍্যাকচার, ডান পাশে জাইগোম্যাটিক কমপ্লেক্স ফ্র‍্যাকচার, ম্যাক্সিলা ও ম্যান্ডিবলে ডেন্টো এলভিওলার ফ্র‍্যাকচার সহ কয়েকটা দাঁত পড়ে যায়। এই ফ্র‍্যাকচারগুলোর ম্যানেজমেন্ট অত্যন্ত জটিল এবং অপারেশন পরবর্তী বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স সাহরানীকে চিকিৎসার জন্য দ্রুত প্রাইভেট জেটে করে জার্মানির একটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি সেন্টারে পাঠিয়ে দেন।

এরকম চোয়ালের ফ্র‍্যাকচার সাধারণত স্পোর্টস ইঞ্জুরি, রোড ট্রাফিক এক্সিডেন্ট, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা মারামারি জনিত কারণে হয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের ফ্র‍্যাকচার সবচেয়ে বেশি হয় মোটরসাইকেল দূর্ঘটনায় বিশেষ করে হেলমেট পরা না থাকলে।

এরকম কোনো দূর্ঘটনা ঘটলে বা মুখ ও চোয়াল এলাকায় কোনো আঘাত পেলে, কেটে ছিঁড়ে গেলে দ্রুত একজন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Collected.

Photos from Nazmul Dental & Laser Centre's post 06/11/2022

ুন্দর_হাসির_প্রত্যয়
Nazmul Dental & Laser Centre
01622337727

31/10/2022

আপনাদের আশেপাশে যারা এ সমস্যায় আছেন, তাদের জন্যে ফ্রি অপারেশন এর খুব ভালো একটা সুযোগ। প্রয়োজন এ আমার সাথে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।

30/10/2022

"আক্কেল দাঁত (3rd Molar) -এর সমস্যা ও প্রতিকার"

আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে পেছনের পেষণ দাঁত (3rd Molar)। এটি সাধারনত ১৭ থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।

সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা অবস্থানের জন্য অবরুদ্ধ (Impacted) হয়ে থাকে; তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ

- আংশিক উদগত আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বকে খাবার সময় কামড় লাগতে পারে, ফলে ব্যাথা হতে পারে।

- তাছাড়া আক্কেল দাঁতের মাড়ির ত্বকের ভেতর খাদ্যকণা আটকে থাকতে পারে এবং তা থেকে জীবানু সংক্রমণ (Infection) হতে পারে। এমন অবস্থা কে বলা হয় Pericoronitis; যা থেকে তীব্র ব্যাথা, মুখ হা করতে সমস্যা, জ্বর ইত্যাদি অসুবিধা হতে পারে।

- Pericoronitis -এ দীর্ঘদিন ভুগলে ধীরে ধীরে মাড়ি ফুলে যেতে পারে এবং পুঁজ সৃষ্টি হবে যা থেকে মুখে দুর্গন্ধ হবে।


চিকিৎসাঃ
আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই একটি এক্স-রে করানো প্রয়োজন। এক্স-রে তে দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।

- যদি দাঁতটির অবস্থান ও উঠার পথ ঠিক থাকে এবং উঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে তবে দাঁতটি তোলার দরকার হয় না। এক্ষেত্রে হালকা গরম লবণ-পানি দিয়ে কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই যথেষ্ট।

- তবুও দাঁতটি উঠতে সমস্যা হলে বা মাড়িতে ইনফেকশন (Pericoronitis) হলে, আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বক একটি ছোট অপারেশন (Operculectomy) -এর মাধ্যমে কেটে দেয়া হয়। সেই সাথে ইনফেকশন রোধের জন্য এন্টিবায়োটিক ও ব্যাথানাশক ঔষধ গ্রহন করতে হয়।

- তবে অবরুদ্ধ (Impacted) আংশিক উদগত আক্কেল দাঁতের ক্ষেত্রে দাঁতটি তুলে (Extraction) ফেলাই উত্তম। এটিই আক্কেল দাঁতের যে কোন সমস্যার সবচেয়ে সাধারন চিকিৎসা।

আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা বলতে কোন সমস্যা হয়না। তবে মনে রাখা উচিত যে, “আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন অপারেশন।

09/07/2022

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

03/07/2022

সম্পূর্ণ ভিডিও দেখতে হবে,
পেশেন্ট যখন নিজের দাঁত নিজেই তুলে ফেলে,

02/04/2022

খোশ আমদেদ মাহে রমাদান

08/03/2022

Plz share to another ....

ঠোঁট কাটা তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন❤️

আগামী ২১-২৮ মার্চ ২০২২ইং, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকার প্রখ্যাত ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডা. শহিদ আর আজিজ এবং ডা. জোসে মার্চেনা ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, মিরপুর-১৪, ঢাকাতে ঠোঁট কাটা, মাড়ি কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। আগ্রহী রোগীর অভিভাবকদের ১৫ মার্চ, ২০২২ ইং তারিখের মধ্যে অত্র হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগঃ
আবাসিক সার্জন
০১৯১২৮৩৫১১৩,
০১৭১১৪৪৫৯০০

06/03/2022

6th march world dentist day

20/02/2022

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Photos from Nazmul Dental & Laser Centre's post 31/01/2022

ুন্দর_হাসির_প্রত্যয়
Nazmul Dental & Laser Centre
01622337727

31/12/2021

নতুন বছরের শুভেচ্ছা

15/12/2021

মহান বিজয় দিবস ২০২১

13/12/2021

স্বাধীনতার 50 বছর উপলক্ষে সকল চিকিৎসার উপর 50% ছাড়।

Photos from Nazmul Dental & Laser Centre's post 02/10/2021

ুন্দর_হাসির_প্রত্যয়
Nazmul Dental & Laser Centre
01622337727

নতুন সংযোজন

13/09/2021

আসুন জেনে নেই মাড়ি দিয়ে রক্তপাত কেন হয়??
-------------------------------------------------
রক্তক্ষরণ হওয়া মাড়িগুলি জিঞ্জিভাইটিসের লক্ষণ হতে পারে, যা পেরিয়ডোন্টাল প্রব্লেম বা (পাইরিয়া) রোগের প্রাথমিক পর্যায়। আপনার মাড়ি দিয়ে যদি নিয়মিত রক্তপাত হয়, তবে অবিলম্বে আপনার দাঁতের ডাক্তাররে সাথে পরামর্শ করুন।

আপনি যদি সম্প্রতি ফ্লসিং ব্যবহার শুরু করে থাকেন তবে আপনার মাড়ির রক্তক্ষরণ হতে পারে। এটি সাধারণ এবং নিয়মিত ফ্লসিংয়ের সাথে সাধারণত এক বা দু'সপ্তাহ পরে হ্রাস পাবে।

কিছু রক্ত ​​পাতলা করা ঔষধ বা (Blood Thinner) এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারনে মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে। আপনি যদি আপনার মাড়ির বিষয়ে উদ্বিগ্ন থাকেন তবে দাঁতের ডাক্তারের সরণাপন্ন হন ।

গর্ভবতী মায়েদের মাড়ি দিয়ে রক্তপাত হবার প্রবনতা বেশি থাকে। মাড়ি টেন্ডার হয়ে উঠতে পারে এবং আরও সহজে রক্তপাত হতে পারে, বিশেষত ব্রাশিং এবং ফ্লসিংয়ের সময়।
তাই গর্ভাবস্থায় দাঁতের যত্ন সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে।

আপনার দাঁত ও মুখের সুচিকিৎসার জন্য আমাদের কাছে আসতে পারেন।

যোগাযোগ ঃ Nazmul Dental & Laser Centre
কলেজ রোড মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সংলগ্ন ফ্রেন্ডশিপ হাস্পাতালের নিচে, যাত্রাবাড়ী, ঢাকা,

মোবাইল ঃ ০১৬২২৩৩৭৭২৭

02/09/2021

ুন্দর_হাসির_প্রত্যয়
Nazmul Dental & Laser Centre
01622337727

31/07/2021

সবাইকে টিকা গ্রহণের অনুরোধে রইলো

14/07/2021

দাঁতের মাড়ি পরিষ্কার না করা:
গবেষণায় দেখা গেছে, দাঁতের মাড়ির রোগের সঙ্গে হার্টের রোগের একটা শক্তিশালী সম্পর্ক আছে। মাড়ি পরিষ্কার না করলে দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়ার আস্তরণ জমা হয়ে দেহে প্রদাহ সৃষ্টি করতে পারে। যা আপনার হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। সুতরাং নিয়মিত দাঁতের মাড়ি পরিষ্কার করুন।

Want your practice to be the top-listed Dentist in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত
Dentistey life
Radiant fish world in Cox's Bazar
Nazmul Dental & Laser Center Collage road,matuail,jayrabari01622337727
#self_extraction সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, পেশেন্ট যখন নিজের দাঁত নিজেই তুলে  ফেলে,

Category

Telephone

Website

Address


Matuile College Road, Jatrabari
Dhaka
1361

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 11:29
16:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Other Dentists in Dhaka (show all)
Md Amam Md Amam
Dhaka, 1215

Oral Health Foundation, Bangladesh Oral Health Foundation, Bangladesh
48, Azimpur Road, (Atim Khana Market) Azimpur
Dhaka, 1205

Oral Health Foundation, Bangladesh is a Dental Charity Organization.

Rehena Oral & Dental Care Rehena Oral & Dental Care
Rajendrapur Bus Stand, South Keraniganj
Dhaka, 1310

It's time to take care of your teeth

Dental Health Dental Health
Dental Health By Drive Syed Atiqur Rahman, Road # 95, House # 4, Gulshan 2
Dhaka, 1212

Oral & Maxillofacial Surgeon Dental Implant Oral Cancer Facial Trauma Oral Pathology Jaw Surgery

Technodent by Dr. Ashiq Technodent by Dr. Ashiq
H # 24, Sonargaon Janapath Road, Sector # 9, Uttara
Dhaka, 1230

We are always by your side to take proper care of your teeth and solve any dental problem for your beautiful smile.

Tooth Fairy Dental Aesthetics and Smile Design center Tooth Fairy Dental Aesthetics and Smile Design center
Tooth Fairy Dental Aesthetics And Smile Design Center, 9 Hatkhola Road, Paramount Concord, Tikatuli Dhaka
Dhaka, 1203

we put Our hearts � into your smile �

Dr Md Masudur Rahman Dr Md Masudur Rahman
8/B, Malibag Chawdhury Para Khilgaon
Dhaka, 1219

Dr.Faria Tabassum Tanni Dr.Faria Tabassum Tanni
FARIA DENTAL PARADISE AND ORTHODONTICS, TROPICAL CANT VIEW, Matikata Main Road, Mp Check Post
Dhaka, 1206

I am Dr Faria Tabassum Tanni. Dental surgeon.

Trisha Dental Care Trisha Dental Care
Dhaka, 1230

Root canal treatment Extractions Surgical management Filling Extraction of deciduous tooth Pulpectomy /pulpotomy Implants Orthodontics treatment

Dental Avenue Maxillofacial Centre by Dr. Nadera Sultana Dental Avenue Maxillofacial Centre by Dr. Nadera Sultana
Dental Avenue, Doyagonj New Road, Jatrabari, Dhaka Division
Dhaka, 1204

We r offering all Kinds of Dental Treatment at an effordable price.Plz Call us or Leave a message fo

Dr. Abdul Aziz Dr. Abdul Aziz
Dhaka

Islamic dawah

GreenCare Dental & Maxillofacial Surgery GreenCare Dental & Maxillofacial Surgery
03, KB Road, Loharpool, Sutrapur (Opposite Of Zahir Rayhan Theatre )Dhaka
Dhaka, 1204

If you are seeking for a Dental Clinic with homely environment "GreenCare Dental & Maxillofacial Surgery" could be one of your choices. Here, we are serving the best quality of Den...