বাগানের টুকিটাকি

বাগানের টুকিটাকি

বাগানের সৌন্দর্য এক ধাপ এগিয়ে নিতে, আমাদের সাথে থাকুন 💐

26/10/2023

মাশাল্লাহ সবসময় ফুল দিয়ে ভরিয়ে রাখে 🥰🥰

21/10/2023

জবার কালার টা কেমন ? 💜

Photos from বাগানের টুকিটাকি's post 16/10/2023

কোকোপিট ব্লক ২ কেজির
মূল্য: ১২০/= 💥

#কোকোপিট #ব্লক

12/09/2023

Sakibur Rahman Sakib এই পেজ এর এডমিন, আমার বন্ধু সাকিব খুবই অসুস্থ...খুব সিরিয়াস অবস্থা.....সবাই সাকিব এর জন্য দোয়া করবেন।

আর যদি সাকিব এর কাছে কেউ আজ কাল এর মধ্যে প্রোডাক্ট ক্রয় করে থাকেন...... প্রোডাক্ট গুলো ডেলিভারী দিতে একটু সময় লাগবে।

12/09/2023

টা কা দেন 😭

Photos from বাগানের টুকিটাকি's post 08/09/2023

এরিকা পাম গাছ

১১ ইঞ্চি টবে সেট আপ করা

বড় সাইজের গাছটির #মূল্য ৩০০/= 💥

সাভার এরিয়াতে হোম ডেলিভারি পসিবল, চার্জ আলোচনা সাপেক্ষে 😊

06/09/2023

লে: কাস্টোমার 🥹

23/08/2023

মন্জুলা পথোস 😍

Photos from বাগানের টুকিটাকি's post 23/08/2023

ক্যাকটাস, স্যাকুলেন্ট, স্টেপেলিয়া, পথোস সহ ছেটো সাইজের কালারিং ও ট্রে সহ টব যাদের প্রয়োজন তাদের জন্য আমাদের এই পোস্ট টি 🥰

অনেক বাগানী আছে যারা কালারিং টব গুলো খুঁজে থাকেন, আমাদের এই কালারিং টব গুলো হতে পারে আপনারও পছন্দের একটি 😃

প্রতিটা ছবিতে আমাদের প্রোডাক্টের প্রাইজ এবং সাইজ মেজারমেন্ট বলে দেওয়া থাকে তারপরও কোনো কিছু না বুঝলে আমাদের কে জিগ্যেস করবেন আমরা আপনাদের কে বুঝিয়ে দিবো।

• আমাদের #পিকআপ_পয়েন্ট: বাজার রোড, বাস স্টান্ড, সাভার।

• #স্টোর_হাইজ লোকেশন: কামাল গার্মেন্টস রোড, বিনোদবাইদ, সাভার, ঢাকা- ১৩৪০

আপনি যদি আমাদের লোকেশনের আশেপাশে বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে স্টোর হাইজে এসে দেখে শুনে নিতে পারবেন।

প্রয়োজনে ☎️ 01648-393267 WhatsApp 💚

Photos from বাগানের টুকিটাকি's post 22/08/2023

ইন্ডোর কিংবা আউটডোর গাছ লাগানোর জন্য বাগানীদের মাথায় সর্বপ্রথম যে কালার টবের কথা আসে তা হচ্ছে সাদা কালারের টব 🤍

সাদা কালার টব আর সবুজ ডালপালায় ঘেরা গাছ আসলেই বেশ সুন্দর কম্বিনেশন হয় ✨

আমাদের স্টকে থাকা কিছু স্কোয়ার এবং রাউন্ড টব গুলো বিস্তারিত ডিটেইলস ছবিতে এবং ছবির ক্যাপশনে বলা হয়েছে দেখে নিবেন, আর আপনার পছন্দের গুলো বেছে নিন,

#স্টক আউট হওয়ার পূর্বে😃

• আমাদের পিকআপ পয়েন্ট: বাজার রোড, বাস স্টান্ড, সাভার।
• সাভারে হোম ডেলিভারি পসিবল, #চার্জ আবশ্যক!

🔰 প্রয়োজনে কল করুন: 01648-393267 💚

Photos from বাগানের টুকিটাকি's post 20/08/2023

২৪ ইঞ্চি সীড প্লান্টার টব

বারান্দায় অথবা ছাদে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করতে চান তাদের জন্য এই টব টি 😃

এছাড়া ও টবে ফুটো না থাকায় জলজ টাইপের প্লান্ট গুলোও লাগাতে পারবেন, যেমন: পদ্ম, জল গোলাপ, সোর্ড লিলি সহ আরও জলজ প্লান্ট সাথে কিছু রঙিন মাছ ছেরে দিলেন 🥰

টবের #সাইজ :

• দৈর্ঘ্য : ২৩.৫ ইঞ্চি
• প্রস্থ : ১২.৫ ইঞ্চি
• উচ্চতা : ৯.৫ ইঞ্চি

পার পিছ পটের মূল্য: ৩০০/= 🔥

বর্তমানে ছবির দুই পিছ স্টকে রয়েছে।

19/08/2023

কোম্পানি গুলো কে সত্যি প্রশংসা করতে হয় 😊
আর নাই বা করবো কেন বলেন তো দেখি?

এত সুন্দর ডিজাইন এবং ওয়েল ফিনিসড ভাবে তৈরি করে থাকে টবগুলো 😃

ডেকো টব তার মধ্যে একটি, যারা আমাদের থিকে টবগুলো কালেক্ট করেছেন তারা তো জানেন ই কতটা কোয়ালিটি সম্পূর্ণ,

তবে যাদের এখনও কালেক্ট করার সুযোগ হয় নি, কালেক্ট করে রাখবেন কিন্তু সুন্দর টবগুলো বেশি দিন থাকে না 😄

সাইজ টা বলে দেই

পাশাপাশি ৯.৫ ইঞ্চি
উচ্চতা ৮.৫ ইঞ্চি

• কালারিং টবগুলো ১০০ টাকা 🔥
• সাদা কালার শুধু মাএ ১২৫ টাকা 🔥

Photos from বাগানের টুকিটাকি's post 15/08/2023

যে গাছগুলো দ্রুত ঝোপালো হয় এবং প্রচন্ড বেবি দিয়ে থাকে সে সকল গাছ গুলো এই আইভি প্লান্টার টব গুলোতে লাগাতে পারবেন 😃

স্নেক প্লান্ট, সেন্সেভেরিয়া, কাটা মুকুট, হাজারী গোলাপ, রায় বেলি, জিজি প্লান্ট, এ্যালগোনিমা সহ বিভিন্ন রকমের পথোস গাছ গুলো লাগাতে পারবেন।

বর্তমানে স্টকে যে সাইজ, পরিমান এবং কালার গুলো রয়েছে তার বিস্তারিত প্রতিটি ছবিতে দেওয়া আছে এবং প্রতিটি ইমেজ ও বলা আছে অনুগ্রহ করে পোস্ট ভালো করে চেক করে নক দিবেন 😊




01648-393267 💚

বাগানের টুকিটাকি Official - YouTube 15/08/2023

আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন 🫰✨

বাগানের টুকিটাকি Official - YouTube "বাগানের সৌন্দর্য এক ধাপ এগিয়ে নিতে আমাদের সাথে থাকুন "বাগানের টুকিটাকি এই স্লোগান নিয়ে আপনাদের কাছে বাগানের সৌন.....

Photos from বাগানের টুকিটাকি's post 10/08/2023

বাগানের টুকিটাকি আপনারা যে সার গুলো পেয়ে যাবেন তার মূল্য এবং ব্যবহার বিধি বিস্তারিত বলা হয়েছে।

প্রতিটা ছবিতে মূল্য দেওয়া আছে ও ছবির ক্যাপশনে ও বলা আছে।

সময় নিয়ে বিস্তারিত পড়ে নিবেন এতে আপনাদের ই বুঝতে সুবিধা হবে।

ঢাকা ও ঢাকার বাহিরে স্টেডফাস্ট কুরিয়ার এর মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারিতে দেওয়া হয়।

চার্জ ওয়েট অনুযায়ী আসবে।

যেমন: ঢাকায় ( ২ কেজির ওয়েট পার্সেল) ১ কেজিতে ৯০ টাকা এবং পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা করে এড হয়। সেম ঢাকার বাহিরে ১ কেজিতে ১৩০ এবং পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা এড হয়।

#নোট: যাদের একান্তই হোম ডেলিভারিতে প্রয়োজন তারা উক্ত চার্য হিসাব করে নিতে পারবেন। স্টেডফাস্ট কুরিয়ার চার্জের সিস্টেম বলা হয়েছে এইখানে আমাদের কমানো অথবা বাড়ানোর নিয়ম নেই 😊

যারা মনে করেন না আমার চার্জ বেশি পরে যাচ্ছে তাহলে তাদের জন্য ও আমাদের ব্যবস্থা রয়েছে। সুন্দরবন কুরিয়ারে ও নিতে পারবেন,

#চার্জ ১২০-১৫০ কার্টুন হলে (সাইজ অনুযায়ী কম বেশি হয়ে থাকে) এজেন্সি শাখাতে কার্টুন বা বস্তা যাবে না, অর্ডার করার পূর্বে অব্যশই বিষয়টি লক্ষ্য রেখে অর্ডার করবেন।

পিকআপ পয়েন্ট: কামাল গার্মেন্টস রোড, বিনোদবাইদ, সাভার, ঢাকা-১৩৪০।

হট লাইন: 01648-393267 হোয়াটসঅ্যাপ নাম্বার 💚

07/08/2023

মিরাকুলান

আসলে মিরাকুলান কী?

মিরাকুলান হচ্ছে ঔষধের নাম মাএ যা ইন্ডিয়ান কোম্পানি ডাও এগ্রোসাইন্সেস প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া প্রস্তুত করে থাকে ও আমাদের দেশের বহুল পরিচিতি অটো ক্রপ কেয়ার লিমিটেড আমদানিকারক।

মিরাকুলানে রয়েছে প্রাকৃতিক ভাবে সংঘটিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টনাল (Triacontanol) ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পূর্ণ উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এর প্রতি লিটারে ০.৫ গ্রাম সক্রিয় উপাদান ট্রায়কন্টনাল রয়েছে 😊

ট্রায়াকন্টনাল হচ্ছে ফ্যাটি এসিড যা গাছের মাঝে থাকে তবে বিভিন্ন দূর্যোগে এই ট্রায়াকন্টনাল টি নষ্ট হয়ে যায় আবার কিছু সময় গাছে যে ট্রায়াকন্টনাল টি থাকে সেইটি গাছ ইউজ করতে পারে না, গাছের ট্রায়াকন্টনাল টিকে সক্রিয় করার জন্য আমরা মিরাকুলান অথবা যেকোনো পিজিআর ব্যবহার করবো। মাঝে মাঝে গাছের সালোকসংশ্লেষনের কারনেও ট্রায়াকন্টনালের ক্ষতি হয়ে থাকে।

• পি জি আর কী?

পি জি আর মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটার 😃

মিরাকুলান ব্যবহার করবো কেনো?

> গাছের সালোকসংশ্লেষ হার বেড়ে যায়, যার ফলে গাছের পাতার কোষ বিভাযোন হয় এবং শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে এতে গাছ পূর্বের তুলনায় আরও বেশি খাবার সংগ্রহ করতে পারে। অধিক হারে খাবার গ্রহনের কারনে গাছ সুস্থ সবল থাকে, গাছে কলি ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোদ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রতিকূল আবহাওয়াতে নিজেকে মানিয়ে নিতে পারে। গাছের পানি শোষন ক্ষমতা এবং পানি ধারন ক্ষমতা বৃদ্ধি করে। গাছের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার প্রাকৃতিক হরমোন এবং এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করে থাকে।

মিরাকুলান ব্যবহার করার ফলে যেমন উপকার রয়েছে ঠিক তেমনে ভূল গাছে প্রয়োগ করলে গাছের বিরাট ক্ষতি হওয়ার চান্স ও রয়েছে।

শীতকাছে কিছু গাছ ঘুমন্ত অবস্থায় থাকে ( কোনো গ্রোথ হয় না) তাই বলে এই সকল গাছে না বুঝে শুনেই মিরাকুলান ব্যবহার করা যাবে না। দেখা যায় শীত শেষে সেই গাছ গুলোই তার আগের রূপে ফিরে এসেছে। শুধু মিরাকুলান নয় এই সময় টুকু আমরা কোনো গ্রুপের পিজিআর ই ব্যবহার করবো না।

তাহলে কখন ব্যবহার করবো?

গাছের নতুন শাখা প্রশাখা এবং কলি আসার পূর্ব মূহুর্তে অথবা কলি একেবারে ছোটো অবস্থায় থাকলে তখন এক অথবা দুই বার প্রয়োগ করতে পারবেন।

যে গাছ গুলো ৩/৪ মাস বাঁচে যেমন বিভিন্ন প্রকারের শাক-সবজি গাছ সে গাছ গুলোতে ২০/২৫ দিন পড় পড় ২/৩ বার স্প্রে করতে পারেন।

• ব্যবহার বিধি:

১ লিটার পানিতে ১ অথবা ১.৫ মি.লি. মিক্স করে স্প্রে করতে হবে।

পরিমান: ৫০ মি.লি.

#মূল্য: ৭৫/= 🔥

উৎপাদন তারিখ: মার্চ ২০২৩ সাল
মেয়াদ উত্তীর্ণের তারিখ: ফেব্রুয়ারি ২০২৫ সাল

© বাগানের টুকিটাকি 🖤

#মিরাকুলান #অটো_ক্রপ_কেয়ার_লিমিটেড
#বাগানের_টুকিটাকি

05/08/2023

পার্লাইট কী ?

= পার্লাইট একটি প্রাকৃতিক ভাবে অগ্নুৎপাতের উপাদান , ঠাণ্ডা অবস্থায় গ্লাস ফাটানোর দ্বারা গঠিত একটি আগ্নেয়-শিলা, অন্তরণ এবং যা উদ্ভিদের বৃদ্ধি মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় । পার্লাইট একটি অ্যামোফুল আগ্নেয়গিরির কাচ যা একটি অপেক্ষাকৃত উচ্চ জল-বস্ত্র, সাধারণত ওডিজিডি এর জলবিদ্যুৎ দ্বারা গঠিত।

গাছের মিডিয়াতে কেন ব্যবহার করবো?

• পার্লাইটের বাতাস চলাচল ক্ষমতা বৃদ্ধি করে। একটি আদর্শ মিডিয়াতে ২৫% বাতাস চলাচল এর সক্ষমতা থাকতে হয় যা পার্লাইট ব্যবহারের ফলে নিশ্চিত করা সম্ভব।

• পার্লাইট মিডিয়াকে হালকা ও ঝুরঝুরে রাখে।

• পার্লাইট দানাগুলোর ভিতরে অসংখ্য ছিদ্র থাকায় পানি দ্রুত নিষ্কাশন হয়ে যায় এতে পানি জমে থাকে না মিডিয়াতে ও গাছের গোড়া বা শিকড় পঁচা রোধ করে।

• পার্লাইট মিডিয়াতে ব্যবহার করার ফলে মিডিয়াতে তাপমাত্রা ঠিকঠাক থাকে।

• তাপমাত্রা ঠিকঠাক থাকতে শিকড় মাটি থিকে খাবার সংগ্রহ ও উপকারী অনুজীব গুলো বৃদ্ধি পেয়ে থাকে।

• শিকড় বৃদ্ধি ঘটায় ও মাটি ঝুরঝুরে রাখে।

• পার্লাইটে পিএইচ মাএা ৬.৫-৭.৫ হয়ে থাকে।

ক্যাকটাস, স্যাকুলেন্ট, এডেনিয়াম, পথোস সহ আরও বিভিন্ন মিডিয়াতে পার্লাইট ব্যবহার করা হয়।

আমাদের কাছ থিকে সর্বনিম্ন ১০০ গ্রাম নিতে পারবেন যার মূল্য ১৭০/= 🔥

#পার্লাইট #বাগানের_টুকিটাকি

Photos from বাগানের টুকিটাকি's post 04/08/2023

প্লাস্টিকের পাতা
পান পাতা সেইপ এর

আপনার ঘরের দেয়ালে, পড়ার টেবিলে অথবা বই রাখার শেল্ফ সাজাতে এবং প্রকৃতির ছোয়া এনে দিতে পারে এই সবুজ পাতা গুলো 💚

অনেকেই আবার তাদের সখের পাখির খাঁচায় ঝুলিয়ে রাখে এতে পাখিদের খাচায় একদিকে প্রাইভেসি বৃদ্ধি পায় আর ন্যাচারের একটা ভাইব চলে আসে 😃

প্রতিটা স্কিক অনুমানিক ৭ ফিট যার পার পিছ মূল্য মাএ ৬৫ টাকা করে 🔥

#প্লাস্টিকের_পাতা

Photos from বাগানের টুকিটাকি's post 25/07/2023

আপনার বারান্দায় অথবা ঘরে হ্যাংগিং টব অথবা আপনার প্রয়োজনীয় যেকোনো জিনিস ঝুলানোর জন্য এই হুক গুলো বেশ কার্যকর!

পিছনে আঠা লাগানো থাকে যে কারনে যেকোনো স্থানে সহজেই লাগাতে পারবেন।

• যেকোনো ডিজাইনের হুক পার পিছ ১৫/= ✨
• ৪ পিছ ইনটেক প্যাকেট নিলে ৫৫/= ✨
• ১২ পিছের ইনটেক প্যাকেট নিলে ১৭০/= ✨

#হুক

20/07/2023

৭.৫ ইঞ্চি হ্যাংগিং টব
সাদা কালার।
মূল্য: ৪৫ টাকা 🔥

19/07/2023

১০ সি.এম. মডার্ন টবেও ট্রে চলে আসলো
কিন্তু তুমি আসলা না 😞

বাগানের টুকিটাকি Official - YouTube 28/06/2023

আমাদের পেইজে রেগুলার আপডেট দেওয়ার কারনে আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের খুঁজতে একটু কষ্ট হয়ে যায়, তাই আমরা চিন্তা করলাম প্রোডাক্ট গুলো এবং বিভিন্ন ছোটো ছোটো ভিডিও আকারে যদি আপনারা পেয়ে যান তাহলে তো এত কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয় না ।

আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেল টি সাবক্রাইব করে রাখতে পারেন।

লিংক: 👇

বাগানের টুকিটাকি Official - YouTube Share your videos with friends, family, and the world

26/06/2023

প্রুনার / সেকেচার

মূলত গাছের ডাল কাটার জন্য প্রুনার/সেকেচার ইউজ করার হয় 😊

কেন আমরা সেকেচার ব্যবহার করবো ?

আমরা তো সাধারণ কেঁচি দিয়েই তো ডাল কাটতে পারি তাই না! হ্যা কাটতেই পাড়ি তবে সাধারন কেঁচি দিয়ে কাটলে ডাল টি ঠিক ভাবে কর্তন হয় না মাঝে মাঝে দেখা যায় কর্তন করতে গিয়ে ডাল থেঁতলে যায় এতে ফাঙ্গাস এটাক করার চান্স কয়েক গুন বেড়ে যায়।

সেকেচার ব্যবহারের ফলে এই থেতলে যাওয়ার কোনো ঝুকি থাকে না যার ফলে সহজেই নিখুঁত ভাবে প্রুনিং করতে পারবেন।

আমরা আপনাদের বাইপাস প্রুনার সাজেস্ট করবো নিতে (ছবির প্রুনার টি বাইপাস প্রুনার)

বাইপাস প্রুনার/সেকেচার সুবিধা হচ্ছে এতে স্প্রিং থাকাতে সহজেই প্রুনিং করতে পারবেন এবং বাইপাস প্রুনার ব্যবহার করা হয় মূলত তাজা ডাল প্রুনিং করার জন্য।

একজন আদর্শ বাগানীর টুলস কালেকশনে এই রকম একটি বাইপাস প্রুনার/সেকেচার অবশ্যই অবশ্যই থাকা প্রয়োজন 😊

#যেভাবে_যত্ন_নিতে_হবে:

• প্রুনিং করার পড় শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সেকেচারের ধারালো অংশে ( যেখানে কস বা গাছের আঠা) ভরে থাকে তা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

• প্রুনিং করার পড় দেখা যায় অনেকেই ছাদে ফেলে রাখেন যার ফলে রোদ, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। প্রুনিং করার পরে তা স্টোর করে রাখতে হবে এবং অবশ্যই ছোটো বাচ্চাদের হাতের নাগালে রাখা যাবে না।

• সিজনাল প্রুনিং অথবা আপনার বেশ অনেক গাছ প্রুনিং করতে হবে এমন সময় প্রুনিং করার পূর্বে অভিজ্ঞ কারো কাছ থিকে আপনার প্রুনার / সেকেচার ধার করিয়ে নিতে পারেন।

পরিশেষে এতটুকু বলবো যত্ন করলে দীর্ঘ সময় পর্যন্ত এইটি ব্যবহার করতে পারবেন।

#মূল্য: ৩৫০ টাকা 🔥

©বাগানের টুকটাকি 💗

#প্রুনার #সেকেচার

23/06/2023

নিম খৈল হচ্ছে নিম গাছের পরিপক্ব বীজ থিকে প্রসেসিং করে তৈরি করা হয়।

নিম খৈল এর দুইটি দিক রয়েছে। প্রথমত এইটি অর্গানিক সার এবং দ্বিতীয় এইটি এন্টিফাঙ্গাল এর কাজ করে থাকে।

নিম খৈল রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফসার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার সহ বিভিন্ন উপাদান রয়েছে যা গাছের দ্রুত বৃদ্ধি তে খুবই উপকারী।

নিমখৈল হচ্ছে বায়োগ্রেডএ্যাবল যার মানে হচ্ছে সহজেই মাটির সাথে মিশে যায় এবং দীর্ঘসময় এর কার্যকারীতা মাটিতে প্রসার করে থাকে। নিম খৈল কে স্লো রিলিজ ফার্টিলাইজার (সার) বলা হয়।

★ #উপকারী_দিক:

নিম খৈল ব্যবহারের ফলে গাছের মাটিতে ক্ষতিকারক পোকামাকড় যেমন: পিঁপড়া, কেঁচো, বিছা, সাদা পোকা সহ মাটিতে যে ক্ষতিকারক পোকামাকড় হয়ে থাকে তা হয় না এবং গাছের শিকড় বৃদ্ধি, গাছে অধিক হারে ফুল ফল হওয়া সহ গাছের পাতা সবুজ ও সতেজ রাখতে ব্যাপক সহায়ক।

★ #ব্যবহারবিধি:

• নিম খৈল মাটিতে মিশিয়ে প্রয়োগ এর ক্ষেএে ১০ ইঞ্চি টবের মাটিতে আনুমানিক ২০-৩০ গ্রাম মিক্স করা যাবে।

• টবের গাছের মাটিতে মিশিয়েও দেওয়া যাবে। ১০ ইঞ্চি টবের ক্ষেএে ২ চা চামচ মিক্স করে দিবেন।

• কিছু সময় দেখা যায় আমরা ড্রামে ফল ফুলের গাছ লাগিয়েছি এবং গাছের গোড়ায় ধনে পাতা, পুদিনা পাতা সহ বিভিন্ন শাক সবজির গাছ লাগিয়ে থাকি যা ড্রামের মাটি নিড়ানি দিলে গাছগুলোর সমস্য হতে পারে সেক্ষেএে ১ লিটার পানিতে ১০০ গ্রাম মিক্স করে ২/৩ দিন রেখে দিবেন তারপর সেই পানিটা ১০ লিটার পানিতে মিক্স করে হাফ ড্রামে ২০০ থিকে ৩০০ গ্রাম করে দিতে পারবেন।

• নিম খৈল প্রতি কেজি ১২৫ টাকা 🔥

#নিম_খৈল #নিম_কেক
#বাগানের_টুকিটাকি

21/06/2023

কোকোচিপস

১০০ গ্রাম ২০/= 🔥

#কোকোচিপস #বাগানের_টুকিটাকি

15/06/2023

পাতা পঁচা সার কী? এতে কী রয়েছে?
কেন ব্যবহার করবো তার বিস্তারিত নিয়ে আজ আপনাদের যানাবো 😊

গাছের পাতা পচিয়ে প্রসেসিং এর মাধ্যমে যে সার তৈরি করা হয় তাই পাতা পঁচা সার।

পাতা পঁচা সারে রয়েছে কার্বন যা ৩৬-৫২% (পাতার উপর নির্ভরশীল) এছাড়াও আরও রয়েছে নাইট্রোজেন সহ, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, বোরন, মলিবডেনাম, ক্লোরিন যা গাছের
এসেন্সিয়াল ইলিমেন্টসের অন্যতম।

গাছের জন্য ১৭ টি এসেন্সিয়াল ইলিমেন্টস প্রয়োজন হয় যা পাতা পঁচা সারে অধিক হারে বৃদ্ধমান রয়েছে।

মাটিতে পাতা পঁচা সার দেওয়ার ফলে মাটিতে উপকারী যত অনুজীব রয়েছে যা বাড়াতে সহায়তা করে।

টবের মাটিতে আদ্রতা বজায় রাখে এবং এটি দীর্ঘসময় মাটিতে থেকে এর কার্যকারী ভূমিকা রেখে থাকে।

মাটিতে পানি ধরে রাখা এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে থাকে।

#ব্যবহার_বিধি : 👇

টবের মাটি তৈরির সময় সরাসরি মাটিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

১০ ইঞ্চি টবে মাটি তৈরির জন্য ২০০-২৫০ গ্রাম পাতা পঁচা সার ব্যবহার করতে পারবেন।

আর টবে গাছ লাগানো হয়ে থাকলে মাটির উপরিভাগ অল্প নিড়ানি দিয়ে ঝুর ঝুরে করে নিয়ে তারপর পাতা পঁচা সার ব্যবহার করতে পারেন। এতে একদিকে মালচিং এর কাজ ও হয়ে যাবে এবং অন্য দিকে দেখবেন গাছে পূর্বে তুলনায় কম পানির প্রয়োজন হচ্ছে।

• পাতা পঁচা সার #মূল্য প্রতি কেজি ৪৫ #টাকা 🔥

© বাগানের_টুকিটাকি

#পাতা_পঁচা_সার #পাতা_সার #পাতা_কম্পোস্ট_সার
#পাতা_কম্পোস্ট #বাগানের_টুকিটাকি

09/06/2023

গ্রাফটিং টেইপ

গাছে গ্রাফটিং এর কাজে এই টেইপ গুলো ব্যবহার করা হয়। গাছের ভাঙা ডাল জোড়া লাগাতে এবং মাল্টিগ্রাফটিং এর কাজে ব্যবহার করা হয়।

#সাইজ:
• দৈর্ঘ্য: ২.৫ ইঞ্চি
• প্রস্থ: ২.৫ ইঞ্চি
• উচ্চতা: ২.৫ ইঞ্চি

মূল্য: ১৫০ টাকা 🔥

#গ্রাফটিং_টেইপ

05/06/2023

12 Inch Seed Planter Tub With Tray

Price: 70 Taka 🔥

:

Length: 12 inches
Width: 5 inches
Height: 5 inches

Colours: Red, Brown, Black 🖤

Photos from বাগানের টুকিটাকি's post 01/06/2023

টেবিল ডেস্ক অথবা পড়ার টেবিলের পাশে সুন্দর একটি প্লান্ট আপনার ডেস্কের সৌন্দর্য বাড়িয়ে দিবে কয়েক গুন।

আর সাথে থাকে যদি হোয়াইট টব এবং ট্রে সেটআপ করা 🤩

থাই টব গুলো ৩ টি সাইজ স্টকে রয়েছে।

কালার: হোয়াইট 🤍

• ১০ সি.এম. থাই টব ৫০/= 🔥
• ১২ সি.এম. থাই টব ৬০/= 🔥
• ১৪ সি.এম. থাই টব ৭০/= 🔥

Photos from বাগানের টুকিটাকি's post 30/05/2023

ছএাকনাশক (ফাঙ্গিসাইড)
ম্যানসার/সাফ হলো ছএাকনাশক এর নাম আরকি।

ফাঙ্গিসাইড লাগানোর কারন হচ্ছে গাছে যেনো ফাঙ্গাস এটাক না করে এবং গাছ পচে না যায়।

নতুন গাছ কিনে এনে সরাসরি না লাগিয়ে ফাঙ্গিসাইডে গোসল (৫/৬ মিনিট) করিয়ে তারপর ফ্যান এর বাতাসে শুকিয়ে নিয়ে তারপর পটিং করতে হয়।

রিপটিং এর ক্ষেএেও একই নিয়ম।

ক্যাকটাস স্যাকুলেন্টে ফাঙ্গাস যানো এটাক না করে সে কারনে
মাসে ১/২ বার স্প্রে করতে হবে।

কাটিং থিকে চারা করার সময় কাটিং অংশে ছএাকনাশক লাগিয়ে নিতে হবে।

পানিতে মিশানোর নিয়ম

১ লিটারে ১ বা দেড় গ্রাম।

#দাম :

• ম্যানসার ১০০ গ্রামের প্যাকেট ১৪৫/= 🔥
• সাফ ২০ গ্রামের প্যাকেট ১৩০/=🔥
• ম্যানসার জিপার পলিতে রিপ্যাক ১০ গ্রাম ২০/=🔥

ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ ৫০/=
সারাদেশে সুন্দরবন কুরিয়ার খামে চার্জ ৫০/= (অগ্রীম পেমেন্ট) 💚

©বাগানের_টুকিটাকি

17/05/2023

বাগানী যারা আছেন ছড়ানো টব/পএ খুঁজচ্ছেন সিডাম জাতীয় গাছগুলো লাগানোর জন্য, তারা এই টব টি নিতে পারবেন 😊

লোহার শিক গরম করে সহজেই টবের নিচে ফুটো করে নিতে পারেন পরিমান মতন 😊

আবার অনেকেই হার্ডি টাইপের স্যাকুলেন্ট এবং সিডাম স্যাকুলেন্ট দিয়ে ডেকোরেশন করে থাকে নিজের কালেকশন অথবা সেল এর জন্য 😊

প্রতি পিছ টবের #মূল্য: ৫০ টাকা 💥

কালার:

• সবুজ
• চকলেট
• ব্রাউন

#ছড়ানো_পাএ #বনসাই_প্লেট #বনসাই_টব #সিডাম_স্যাকুলেন্ট_টব #বাগানের_টুকিটাকি

15/05/2023

অসমোকট ঝুড়ি

প্রতি পিছ ঝুড়ি মূল্য ২৫/= 💥
অসমোকট + অসমোকট ঝুড়ি মূল্য ৬৫/= (১৩ গ্রাম)

ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ ৬০/=

#অসমোকট_ঝুড়ি #অসমোকট_বাস্কেট
#অসমোকট_ফার্টিলাইজার
#বাগানের_টুকিটাকি

09/05/2023

Combo : 05

৮ ইঞ্চি রাউন্ড টব ট্রে সহ ৬ পিছ সাথে গিফট ২.৫ ইঞ্চি স্কোয়ার টব 💥

কম্বো প্যাকেজ মূল্য: ৩৩০ টাকা 💥

কালার: হোয়াইট, রেড, ব্রাউন, চকলেট।

05/05/2023

গাছ প্রেমীরা অনেকেই কালো টব গুলোতে ইনডোর প্লান্ট লাগিয়ে থাকেন।

ম্যাট টবের বডিতে কোনো ডিজাইন থাকে না একদম সলিড এর ফলে টবটির লুকিং অন্যরকম দেখায়।

ম্যাট টব ব্লাক কালার ট্রে সহ

• ৮ ইঞ্চি ৭৫ টাকা 💥
• ১০ ইঞ্চি ১২৫ টাকা 💥

#ম্যাট_টব #ব্লাক_টব #কালো_টব #বাগানের_টুকিটাকি

04/05/2023

নিম তৈল হচ্ছে জৈব কীটনাশক যা ব্যবহার করলে আপনার বাগানে ক্ষতিকর কীটপতঙ্গ আক্রমণ থিকে রক্ষা করবে।

নিম তৈল উৎপাদন করা হয় নিম পাতা এবং নারিকেল তেল প্রসেসিং করার মাধ্যমে।

আমরা অনেকেই বাগানে কীটপতঙ্গের জন্য কীটনাশক ব্যবহার করে থাকি যা শাক-সবজি, ফল মূল জাতীয় গাছে জন্য ক্ষতিসাধনের কারন হয়ে দাড়ায়।

নিম তৈল ব্যবহার করলে কীটপতঙ্গ আক্রমন করবে না এবং গাছে উপকারী পতঙ্গ যারা পরাগায়নে ভূমিকা রেখে থাকে এই সকল পতঙ্গের কোনো সমস্যা হবে না।

নিম তৈল জৈব কীটনাশক হওয়াতে শাক-সবজি, ফল মূল, ক্যাকটাস, স্যাকুলেন্ট, পথোস, ইনডোর আউটডোর সহ যাবতীয় গাছে স্প্রে করে দিতে পারবেন।

#ব্যবহারবিধি:

১ লিটার পানিতে ২৫-৩০ মি.লি. গ্রাম মিক্স করে স্প্রে করতে পারবেন।
মাসে ২ বার স্প্রে করলেই হবে ১৪-১৬ দিন পর পর।

তবে বর্ষাকালে ৮-১০ দিন পর পর স্প্রে করতে হবে কেননা বর্ষাকালে ক্ষতিকর কীটপতঙ্গ গুলো গাছের কচি পাতা এবং ডাল পালাতে বাসা বাধে এবং ডিম দিয়ে থাকে। এর থিকে রক্ষা পেতে ৮-১০ দিন এবং মাসে ৩ বার স্প্রে করতে হবে।

অবশ্যই ভোর সকালে অথবা পরন্ত বিকালে স্প্রে করতে হবে। কোনো ভাবেই যেনো রোদে অথবা দুপুরে স্প্রে করা যাবে না।

• নিম তৈল ১০০ মি.লি. বোতল ১২৫/= ফিক্সড 💥

মেয়াদ: ২৫ সাল পর্যন্ত রয়েছে।

© বাগানের টুকিটাকি

#নিম_তেল #তেল #জৈব_কীটনাশক
#কীটনাশক
#বাগানের_টুকিটাকি #বাগানের_টুকিটাকি

03/05/2023

শিং কুচি কী ? কেন গাছে ব্যবহার করবো তা আজকে যানবো 😊

শিং কুচি হচ্ছে গরু, মহিষ এর শিং এর কুচি বা কুচা এবং এইটি স্লোরিলিজ জৈবসার ও বলা হয়। শিং কুচিতে রয়েছে প্রচুর পরিমানে নাইট্রোজেন সহ স্বল্প পরিমানে মাইক্রোনিউট্রিয়েন্স। যা দীর্ঘসময় গাছের বৃদ্ধি এবং ফুল ফল আসতে সহায়তা করে থাকে। গাছের বৃদ্ধিতে নাইট্রোজেন কতটা সহায়ক তা আমাদের অযানা নয়।

গাছের মাটি তৈরি করার সময় সরাসরি মাটিতে মিক্স করে ব্যবহার করতে পারবেন।
আবার যে গাছগুলো অলরেডি লাগিয়ে ফেলছেন সেক্ষেএে নিড়ানি দিয়ে মাটি ঝুরঝুরে করে নিয়ে মাটির সাথে মিক্স করে এইভাবেও দিতে পারবেন।

গাছ লাগানোর সময় শিং কুঁচি ব্যবহার করলে ৩ থেকে ৩.৫ মাসের ভিতরে আর ব্যবহার করা যাবে না।
এই সময় অভার হলে আপনি ব্যবহার করতে পারবেন।

• শিংকুচি দেওয়ার ফলে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং শিকড় বৃদ্ধি পেলে গাছ মাটি থিকে অধিক খাবার গ্রহন করতে পারবে এতে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে।

• ক্লোরোফিল এর অভাব দূর হবে এতে গাছ পাতার মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাবার গ্রহণ করতে পারবে।

• গাছের পাতা ঝরা, ফ্যাকাসে হয়ে যাওয়া রোধ করে।

আপনার গাছের পুরো মাটির ৩ থিকে ৬ পার্সেন্ট পর্যন্ত শিং কুচি ব্যবহার করতে পারবেন।
যে গাছগুলোতে প্রচুর নাইট্রোজেন প্রয়োজন পরে সেক্ষেএে সর্বোচ্চ ১০ পার্সেন্ট ব্যবহার করতে পারবেন।
শাক-সবজি গাছের মাটি প্রস্তুত করার সময় ৫/৬ পার্সেন্ট ব্যবহার করবেন।

গাছের গোড়ায় দেওয়ার সময় এক অথবা দুই চা চামচ ব্যবহার করতে হবে।

💥 মূল্য: ১ কেজির প্যাকেট ৮৫ টাকা 💥

© বাগানের টুকিটাকি

#শিং_কুঁচি
#বাগানের_টুকিটাকি
#সার #ফার্টিলাইজার

Photos from বাগানের টুকিটাকি's post 03/05/2023

ছাদ অথবা বারান্দায় একটু বড় সাইজের গাছগুলো যারা লাগিয়ে থাকেন, যেমন: কাঠগোলা, কমন গোলাপ, হাজারি গোলাপ, জবা, বেলি, টগর, বাগান বিলাশ, ত্বীন ফল, আনার, ছবেদা, লেবু গাছসহ কলম করা গাছ লাগিয়ে থাকেন তাদের জন্য এই ১১.৫০ ইঞ্চি স্কোয়ার টব টি।

টবটির প্লাস্টিক কোয়ালিটি এবং ডিজাইন করা হওয়াতে এক কথায় পার্ফেক্ট টব টি 💥

#সাইজ:
• পাশাপাশি ১১.৫০ ইঞ্চি
• উচ্চতা ১০ ইঞ্চি

#দাম: ১৪০ টাকা পার পিছ 💥

কালার:

লাল, সবুজ, বাদামী, চকলেট কালার।

23/04/2023

ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো 📨

#জবা_ফুল িংক_কাঠগোলাপ
#বাগানের_টুকিটাকি #সাভার

Want your business to be the top-listed Home Improvement Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Cactus Succulent Tub 12 Pis 100 Taka 🔥বাগানের টুকিটাকি #cactus #pot #planter #sacculent #tub #Plant #baganer_tukitaki #g...
একটু গুজগাজ করলাম 🤭যে কোনো সাইজের টব সহ গার্ডেনিং প্রোডাক্টের জন্য নক দিন। হোয়াটসঅ্যাপ: 01648393267 💚#tub #planters #pla...
মাশাল্লাহ সবসময় ফুল দিয়ে ভরিয়ে রাখে 🥰🥰
২ ইঞ্চি ক্যাকটাস টব ৬/= পার পিছ💥 #cactuspot #cactuslover #cactusgarden #pot #planter #tub #gardening #gardener #reels #s...
মন্জুলা পথোস 😍#gardening #pothos #indoorplants #gardeningtips #baganer_tukitaki
বাগানের টুকিটাকি 🖤
সিসা ২ লিটার অটো স্প্রে মেশিন মূল্য: ৩২০/= 🔥🔥🔥 #Seesa #sprey #gardentips #reels #বাগানের_টুকিটাকি  বাগানের টুকিটাকি 🖤
বনসাই প্লেট পাশাপাশি ১২ ইঞ্চি উচ্চতা ১ ইঞ্চি (চেয়ে একটু বেশি)#মূল্য: ৫০/= 🔥 #reelsvideo #reels #trending #planter #tub #...
3 Inch Stepaliya Tub #Price: Colour: 17 taka🔥White: 20 taka 🔥 #shorts #reels #trending  বাগানের টুকিটাকি
কোকোচিপস ১০০ গ্রাম ২০/= 🔥#কোকোচিপস #Cocochips #বাগানের_টুকিটাকি
3 Inch Stepalia Tub 20 Taka 🔥 #shorts #shortsvideos
বাগানী যারা আছেন ছড়ানো টব/পএ খুঁজচ্ছেন সিডাম জাতীয় গাছগুলো লাগানোর জন্য, তারা এই টব টি নিতে পারবেন 😊লোহার শিক গরম করে সহ...

Telephone

Website

Address


Savar, Dhaka-1340
Dhaka