Nazifa Fashion Bd

Nazifa Fashion BD (A Trusted name of ready-made clothing manufacturer and supplier of Bangladesh).

23/11/2023

আলহামদুলিল্লাহ, বিসিক জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর মাধ্যমে আমার প্রতিষ্ঠান Nazifa Fashion Bd এর সরকারিভাবে নিবন্ধন সম্পন্ন করলাম।

আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল
শ্রদ্বেয় Rakib Uddin (সম্প্রসারণ শিল্পনগরী কর্মকর্তা লক্ষ্মীপুর) স্যারকে।

22/11/2023

'Entrepreneur' শব্দের ব্যবচ্ছেদ:

E = Extra Effort (বাড়তি প্রচেষ্টা)

N = New Ways of Doing Business (ব্যবসার নতুন পদ্ধতি)

T = Tactics (কৌশল)

R = Revolutionary Outlook (বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি)

E = Empowerment(ক্ষমতায়ন)

P = People Orientation (মানুষের সাথে পরিচয়)

R = Rational (যুক্তিবাদী)

E = E-Solution for Customer (ভোক্তাকে ইলেকট্রনিক সুবিধা প্রদান)

N = Next Best Alternative/ Next Opportunities (পরবর্তী সুযোগ)

E = Equity (সমতা)

U = You-first Approach (নিজেকেই প্রথম উপস্থাপন করতে হবে)

R = Reassessment of Decision (সিদ্ধান্ত পুনর্বিবেচনা)

যদি আপনি প্রকৃত অর্থেই Entrepreneur শব্দের মানে অনুধাবন করতে পারেন এবং এই ১২টি নীতি ও বৈশিষ্ট্য অনুসরণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন।

20/11/2023

আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মতোই, আমাদের সাথে কারো মতের মিল নাও থাকতে পারে, আমরা চাই মিলেমিশে এগিয়ে যেতে।

সকলের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল। 😍

18/11/2023

পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করুন।
আপনি যদি সাধারণ কেউ হয়ে থাকেন, তাহলে আপনি এখন যে কাজটি করার কথা ভাবছেন সেই কাজটির আইডিয়া স্বাভাবিকভাবেই আরো অনেকের মাথায় আসার কথা। সফলতা অর্জনের জন্য যে চমকপ্রদ কোন আইডিয়া প্রয়োজন তা কিন্তু সব সময় সত্য নয়। অতি সাধারণ একটি আইডিয়ার খুব চমৎকার একটি বাস্তবায়ন এনে দিতে পারে অসাধারণ সাফল্য। খেলাধুলার ক্ষেত্রে শুধুমাত্র পরিকল্পনা দ্বারাই কিন্তু খেলা জেতা যায় না। খেলা জেতার জন্য প্রয়োজন মাঠে নেমে যখন যা প্রয়োজন তা করতে প্রস্তুত থাকা।

ব্যবসার ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম। দেখা গেল যে আপনি আপনার স্টার্টআপের জন্য অনেক অনেক পরিকল্পনা করলেন, পাওয়ারপয়েন্ট স্লাইড বানিয়ে ভরিয়ে ফেললেন, কিন্তু এত এত পরিকল্পনার কোনো সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করলেন না। তাহলে কি লাভ হল এত কিছুর? কি করবেন এতো পরিকল্পনা দিয়ে?

অথবা দেখা গেল পরিকল্পনা করতে গিয়ে অনেক বেশি সময় ব্যয় করে ফেললেন। ফলে তা বাস্তবায়নের জন্য পেলেন খুবই স্বল্প সময়। বাস্তবায়ন করার সময় দেখা গেল আপনি আপনার ব্যবসার পরিবেশ যে রকম ভেবেছিলেন এখন আর সেরকম নেই। ফলে পূর্বের পরিকল্পনা খুব একটা কাজে আসছে না। পরিবর্তন আনতে হচ্ছে পরিকল্পনায়। কিন্তু আপনি প্রথম পরিকল্পনাতেই এত সময় ব্যয় করে ফেললেন যে নতুন পরিকল্পনা করার জন্য আপনার হাতে যথেষ্ট সময় নেই। এতে করে আপনার পুরো ব্যবসাটি বিশাল ক্ষতির সম্মুখিন হবে।

তাই পরিকল্পনার পেছনে খুব বেশি সময় অপচয় না করে বাস্তবায়নে নেমে পড়ুন। কারণ ব্যবসা করতে মাঠে নামলে পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারা যায় এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক পরিবর্তন আনা যায়। আর বাস্তবায়ন করতে গেলে অনেক নতুন জিনিস শিখতে পারা যায় যা পরবর্তীতে ব্যবসায়িক কাজে সহায়তা করবে। খেয়াল রাখবেন পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে আপনার প্রতিষ্ঠান কর্মকাণ্ডের পরিবর্তন আনতেও যেন আপনি সদা প্রস্তুত থাকেন। এতে বাড়বে আপনার সফল হওয়ার সম্ভাবনা।

😍 জাযাকাল্লাহ খাইরান।

17/11/2023

পাবনার তাঁতের লুঙ্গিতে ২০০ টাকা ছাড় 🍁
দ্রব্যমূল্যের উদ্যগতি যেখানে সব কিছুর দামি বৃদ্ধি, সেখানে আমি পাবনার তাঁতের লুঙ্গির দাম ২০০ টাকা কমিয়ে দিয়েছি, যাতে করে স্বল্প আয়ের পরিচিত মানুষজন সারা বাংলাদেশ থেকে পাবনার ঐতিহ্যবাহী তাঁতের লুঙ্গি কিনতে পারে।

ঐতিহ্যবাহী পাবনার হস্তচালিত তাঁতে ৮০ কাউন্টের ১০০% কটন সূতায় তৈরি। মাড় বিহীন। সুতায় যতটুকু মাড় দেওয়া হয় সেটুকুই থাকে। ধোওয়ার পর আরও টেকসই হয়।

হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরীর প্রক্রিয়াটি বেশ জটিল ও সময়সাপেক্ষ। এ কারনে এই লুঙ্গির উৎপাদন খরচ তুলনামূলক বেশি। কিন্তু মিহি সূতা ও ১০০ সানায় নিবিড় বুণনে তৈরি এ লুঙ্গি আরামদায়ক, কোমল ও টেকসই।

🖐️ সাড়ে ৫ হাত (সেলাই করা)
🌳 সম্পুর্ন নতুন ডিজাইন
🌼 নরম এবং আরামদায়ক
🌺 ১০০% সুতি
🌸 রং উঠবেনা
🌻 বিভিন্ন রং এবং স্টাইলের
🌿 এক থানে ৪ পিস লুঙ্গি হয়।
🌳 পূর্বের দাম ৫৯৯ টাকা
💖 মূল্যঃ বর্তমানে প্রতি পিস পাবনার তাঁতের লুঙ্গি ৩৯৯ টাকা।

শুভকামনায়,
মশিউর নেয়ামুল
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

16/11/2023

সঠিক (ইতিবাচক/পজিটিভ) দৃষ্টিভঙ্গি কি❓
‘আপনার কি নাই বা কি আপনি পারেন না বা কি আপনি হারিয়েছেন — তা নিয়ে হতাশায় ও আত্মবিশ্বাসহীনতায় না ভুগে যা আপনি পারেন তা দিয়ে শুরু করাটাই’ হচ্ছে — সঠিক (ইতিবাচক/পজিটিভ) দৃষ্টিভঙ্গি।

আসলে ভুল দৃষ্টিভঙ্গি সমস্যাকে 'সংকটে' পরিণত করে; আর ইতিবাচক/পজিটিভ দৃষ্টিভঙ্গি সমস্যাকে পরিণত করে 'সম্ভাবনায়'।

জীবনে সবচেয়ে বড় জিনিসটা হলো দৃষ্টিভঙ্গি ঠিক করা, এটা হয় আপনার ভিতর ছাইচাপা আগুনকে আরো বাড়িয়ে দিয়ে আপনাকে উজ্জ্বল করবে নতুবা আপনার সকল স্বপ্নকে মাটি চাপা দিতে পারে।”

সঠিক ও পজিটিভ দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে লেগে থাকা পরিশ্রমে বাধ্য করে। আর লেগে থাকলে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই।

#মশিউর_নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGF

Photos from Nazifa Fashion Bd's post 15/11/2023

তাঁত ও তাঁতের লুঙ্গি-র বৈশিষ্ট্যঃ
১. তাঁত চালানো হয় হাতের শক্তিতে, কোনো রকম বিদ্যুৎ বা যান্ত্রিক শক্তিতে না।

২. তাঁত সাধারণত কাঠের তৈরি হয়।

৩. হস্তচালিত তাঁত একটা পারিবারিক উদ্যোগ, কোনো কারখানায় নয়, বসত বাড়ীতে তাঁতের যাবতীয় কাজ করা হয়।

৪. বাজার থেকে সুতো কিনে সরাসরি তাঁতে তুলে কাপড় তৈরি করা হয় না, তার আগে বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যেমন বিতালি করা, মাজন দেয়া, ভিম টানা। এগুলো সুতোর মান উন্নয়ন করে, কাপড়ের মান উন্নত হয়।

৫. তাঁতের লুঙ্গি অধিক টেকসই ও আরামদায়ক হয়।

🍁 প্রতিটি তাঁতের লুঙ্গির দাম ৩৯৯ টাকা।

যোগাযোগঃ
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

14/11/2023

রায়পুর উপজেলা মিটআপে।
তৃনমুল উদ্যােক্তাদের মান উন্নয়নে আরো অনেক কাজ করে যেতে চাই।

13/11/2023

আত্ম উপলব্ধি
আমি হয়তো সবাই কে ভালো রাখতে পারবোনা, আবার আমার কাজও সবার পছন্দ হবেনা, আমি সবার জীবন মান উন্নয়নে কাজ করে যাবো, যারা আমার সাপোর্ট পেয়ে জীবন সাজিয়েছেন তাদের মুখের হাসি আমার কাজের অনুপ্রেরণা।

আমি সব সময় আমার নিজের সাথে প্রতিযোগিতা করি, নিজেকে তৈরি করতে ভুল শুধরিয়ে নিজের শিক্ষক নিজেই হই।

কখনো কারো সাথে আমার তুলনা করিনা। কারে ভালো কিছু দেখলেই প্রশংসা করি। কারো কোনো জিনিসের প্রতি চিরাচরিত আমার কোনো লালসা নেই।

আমার ছোট ছোট অর্জন গুলি আমি উপভোগ করি, যখন অনেক গুলো অর্জন জমা হয়, তখন বড় সফলতা আমাকে সুখী করে তোলে।

আমি প্রচুর হাসি, হেঁসে কথা বলা আমার স্বভাব, আমার হাসিতেই দুর করে দিই নিত্য দিনের অভাব।

আমার কাজে কথাবার্তায় অনেকেই তৎক্ষনাৎ কস্ট পায়, আমি নিজেও তখন অন্যেকে কস্ট দেওয়ায় কস্ট পাই। অনুশোচনা আমায় কুঁড়ে কুঁড়ে খায়। অন্যেরা পরে ঠিকই বুজে তাদেরি দুর ব্যবহারে তারা কস্ট পেয়েছে। আর আমি যদি বুঝতে পারি আমি ভুল করেছি, নিজেকে শুধরিয়ে সুযোগ খুজতে থাকি যাকে কস্ট দিয়েছি তার একান্ত কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। মন ভরে তার জন্য দোয়া করি।

আর কেউ যদি আমায় অন্যায় ভাবে অপমান অপদস্ত করে, আমি তার থেকে অনেক দুরে সরে যাই। অনেক সময় পার হলে মন থেকে তাকে ক্ষমা করে দিই।

আমি আমার মতো, আমি নিজেকে ভালোবেসে চারপাশ সাজাই। কখনোই চাইনি আমি একা ভালো থাকবো। যখন যেখানেই থাকি সবাই কে নিয়ে ভালো থাকি।

#মশিউর_নেয়ামুল

13/11/2023

একটি ভালো নিরাপদ জীবন যাপন করা সত্ত্বেও মাঝে মাঝে মনে হয়, চারপাশের সব কিছু কেমন যেন আনন্দহীন আর একঘেয়ে। পুরো পৃথিবীর সব রঙ উবে গিয়ে যেন সাদাকালো হয়ে যায়। অথচ চারপাশের এই বিষন্ন পরিবেশের কিছুটা আপনিই বদলে ফেলতে পারেন ছোট্ট আর সহজ কিছু উপায় অনুসরণ করে। আর আনন্দময় একটি পরিবেশে থাকতে আপনার নিজেরই বেশ ভালো লাগবে। হঠাৎ কোন কারণে আপনার মন খারাপ হলে চারপাশের এই মন ভালো করা পরিবেশই আপনার মনকে আনন্দে ভরে তুলবে।

জেনে নিন আপনার চারপাশে আনন্দ ছড়িয়ে দেয়ার এমনই কিছু সহজ আর মজার উপায়ঃ

নিজে ভালো থাকুনঃ
চারপাশে আনন্দ ছড়াতে হলে আপনাকে নিজে আগে ভালো থাকতে হবে। কারণ আনন্দ বিষয়টা সংক্রামক। আপনি যখন ভালো মুডে থাকবেন, তখন আপনি সবাইকেই আনন্দে রাখতে পারবেন। কারো কষ্ট দূর করার জন্যে চেষ্টা করতে পারবেন। তাই নিজে আগে ভালো থাকুন।

হাসুনঃ
হাসির বিপরীতে কিন্তু হাসিই মেলে। তাই আশপাশের মানুষজনের দিকে তাকিয়ে হাসুন খানিকটা। কুশল জিজ্ঞেস করুন। আপনার এই ছোট্ট হাসিটুকুই কারো মন খারাপ করা দিনটাকে একটু হলেও আনন্দময় করে তুলবে।

বিনয়ী হোনঃ
এই যান্ত্রিক জীবনে বর্তমানে আমরা নিজেদের নিয়ে বা কাজের চাপে এতোটাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি যে, আমাদের আচরণে কে কি মনে করলো বা কেউ কষ্ট পেলো কিনা সেটা নিয়ে ভাবার যথেষ্ট অবসর আমাদের থাকে না। তাই চেষ্টা করুন বিনয়ী হতে। ‘প্লিজ’ আর ‘ধন্যবাদ’ শব্দ দুটো বলতে খুব বেশি কষ্ট হবার কথা নয়। যান্ত্রিকতার এই সময়ে মানুষ আপনার কাছেই খুঁজে পাক এক টুকরো নির্মল প্রকৃতি।

কাউকে সারপ্রাইজ দিনঃ
সারপ্রাইজ পেতে কে না ভালবাসে! আপনার মা, বন্ধু, সহকর্মীকে বা একান্ত কাছের মানুষটিকেই কোন কারণ ছাড়া ফুল বা চকোলেট দিন বা মনে রাখুন আশপাশের মানুষগুলোর জন্মদিন। উইশ করে চমকে দিন। দেখবেন, কি পরিমাণ খুশী আপনি ছড়িয়ে দিতে পেরেছেন মানুষগুলোর মধ্যে।

আপনার জ্ঞান ও দক্ষতা শেয়ার করুনঃ
ছোট্ট অথচ কাজের কিছু শেখার মধ্যে দিয়ে প্রত্যেকেই লাভবান হয়। আপনি যে যে দিকে দক্ষ, চেষ্টা করুন সেগুলো শেয়ার করতে। কোন গরীব বাচ্চাদের স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে নিতে পারেন ইংলিশ বা কম্পিউটার ক্লাস। দেখবেন বাচ্চাগুলোর হাসিমুখ দেখে আপনার নিজেরই মন ভরে যাচ্ছে।

ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিনঃ
নিন্দা, গুজব বা নেতিবাচক আড্ডায় সময় কাটিয়ে অন্যের ক্ষতি করার বদলে চেষ্টা করুন ইতিবাচক ভাবনাগুলো শেয়ার করার। খেয়াল রাখুন, আপনার ভাবনা, চিন্তা বা স্বপ্নগুলো যেন ইতিবাচকতার মধ্যে দিয়ে চারপাশে আনন্দ ছড়িয়ে দেয়।

উপকার করুনঃ
প্রতিমাসের বেতন বা হাতখরচের টাকা থেকে কিছুটা জমিয়ে সাহায্য করুন গৃহহীন গরীব, অসহায় মানুষগুলোকে। রাস্তার ক্ষুধার্ত কুকুরটিকে একটু খাবার কিনে দিন। দেখবেন সেই মানুষ বা প্রানীগুলোর তৃপ্তির মুখ আপনাকে কত ভালো রাখছে!

উপরের টিপসগুলো অনুসরণ করুণ আর দেখুন আপনার চারপাশে কি পরিমাণ আনন্দ আপনি ছড়িয়ে দিতে পারেছেন। এই তৃপ্তির চেয়ে বড় সন্তুষ্টি পৃথিবীতে আর কীই বা আছে!

12/11/2023

যত্ন করে ভুলেই যেয়ো,
আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে,
কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি
ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি,
কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে?

11/11/2023

পাবনার তাঁতের লুঙ্গি
শীত কালের সঙ্গী
খুলে গেলে গিট
ইজ্জত হয় ফিট 😁

এককান ইজ্জতের মূল্য মাএ ৩৯৯ টাকা।

05/11/2023

ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আমাদের স্বল্প শ্রমে তৈরি পোশাক তারা নিতে বাধ্য, অধিক মুনাফার আশায়। আমাদের তৈরি পোশাক সারা বিশ্বে গুনে মানে সেরা।

04/11/2023

৬৪ জেলার বিখ্যাত খাবার ও পন্য মেলায় ধানমন্ডি
Nazifa Fashion Bd স্টল 🍁

Photos from Nazifa Fashion Bd's post 03/11/2023

#পাবনার_ঐতিহ্যবাহি_তাঁতের_লুঙ্গি 🍁
উৎপাদন প্রক্রিয়া: ঐতিহ্যবাহী পাবনার হস্তচালিত তাঁতে ৮০ কাউন্টের ১০০% কটন সূতায় তৈরি। মাড় বিহীন। সুতায় যতটুকু মাড় দেওয়া হয় সেটুকুই থাকে। ধোওয়ার পর আরও টেকসই হয়।

পণ্যের বিশেষত্ব: হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরীর প্রক্রিয়াটি বেশ জটিল ও সময়সাপেক্ষ। এ কারনে এই লুঙ্গির উৎপাদন খরচ তুলনামূলক বেশি। কিন্তু মিহি সূতা ও ১০০ সানায় নিবিড় বুণনে তৈরি এ লুঙ্গি আরামদায়ক, কোমল ও টেকসই।

তাঁত শিল্পে পাবনা একটা অনন্য নাম। পাবনার লুঙ্গির সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ পাবনার লুঙ্গি বিদেশে রপ্তানি করা হয়।

পাবনার লুঙ্গি অনেক মানসম্মত ও বিখ্যাত। সরাসরি তাঁতে বানানো লুঙ্গিগুলো অনেক টেকসই হয়। প্রসেস ছাড়া লুঙ্গিগুলো অনেক মানসম্মত ও টেকসই।

বিভিন্ন দামের ও বিভিন্ন ধরনের তাঁতের লুঙ্গি পাওয়া যায় পাবনাতে।

🖐️ সাড়ে ৫ হাত (সেলাই করা)
🌳 সম্পুর্ন নতুন ডিজাইন
🌼 নরম এবং আরামদায়ক
🌺 ১০০% সুতি
🌸 রং উঠবেনা
🌻 বিভিন্ন রং এবং স্টাইলের
🌿 এক থানে ৪ পিস লুঙ্গি হয়।
💖 মূল্যঃ প্রতি পিস পাবনার তাঁতের লুঙ্গি ৩৯৯ টাকা।

শুভেচ্ছান্তে,
মশিউর নেয়ামুল
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd
www.nazifafashionbd.com

জাযাকাল্লাহ খাইরান। 🥀

02/11/2023

নিজেকে সুখী রাখতে পারলেই জীবন সুন্দর।

31/10/2023

📣 শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।
(বিসিক ২য় ব্যাচ ভর্তি চলছে)

প্রশিক্ষণ শুরু হবে ২৬/১১/২৩ ইং থেকে ৩০/১১/২৩ ইং
সকাল ১০টা - দুপুর ২টা পর্যন্ত, ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

👉 আপনি কেন এই প্রশিক্ষণ নিবেন❓
১. একজন সফল উদ্যোক্তা হওয়ার সকল গুণাবলী অর্জন করতে পারবেন।
২. প্রশিক্ষণ শেষে একটি সরকারি সনদপত্র পাবেন।
৩. বিসিকের নিজস্ব তহবিল হতে ঋণ প্রাপ্তির সুযোগ।
৪. অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা।
৫. বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণের সুযোগ।
৬. বিসিক অনলাই মার্কেটে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন সুবিধা।
৭. সহজে শিল্প নিবন্ধন প্রাপ্তি।

√√গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

যারা এখনো কোনো উদ্যোগ শুরু করেন নাই, বা মাত্র শুরু করেছেন - উদ্যোক্তা হয়েছেন।

বিসিক নিয়ে এলো আপনার জন্য একটি চমৎকার আয়োজন। ৫ দিনের ট্রেনিং নিয়ে আপনিও হয়ে যান একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা। তাই আর দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন।

আবেদন গ্রহণ চলছে (আসন সংখ্যা ২৫)

√√প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ossbscic.gov.bd ওয়েবসাইটের এর মাধ্যমে আবেদন করতে হবে।

★আবেদন সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগঃ
☎️ 01732854682, 01967476586

💢 স্থান: বিসিক জেলা কার্যালয় লক্ষ্মীপুর।
🥰 (ফি বাবদ-২২৫/- নেওয়া হয়)

প্রয়োজনীয়তাঃ
ক. ০১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি
খ. ০১ (এক) কপি এনআইডি(NID)/জন্ম সনদের ফটোকপি
গ. ০১ (এক) কপি সর্বশেষ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি
(নূন্যতম ৮ম শ্রেণী পাশ)।

🍁ট্রেনিং এ যা আলোচনা করা হবেঃ
১. শিল্পোদ্যোক্তার গুণাবলী বিশ্লেষণ ও নিরুপণ ।
২. উদ্যোক্তার যোগ্যতা যাচাই অনুশীলন ও সফল উদ্যোক্তার অভিজ্ঞতা বর্ণনা ।
৩. শিল্পায়নে SME এর ভূমিকা, SME শিল্প স্থাপনে বিসিক ও সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাদি এবং রেজিষ্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি সম্পর্কে ধারণা ।
৪. নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ।
৫. ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং ও SWOT বিশ্লেষণ ।
৬. প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ ও পণ্যের গুণগত মান নির্ণয় ।
৭. উৎপাদন ব্যবস্থাপনা অনুশীলন, উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৮. বিপণন পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৯. বিপণন ব্যবস্থাপনা অনুশীলন ।
১০. বিসিক থেকে আর্থিক সুবিধা গ্রহণ, বিনিত ঋণ, বঙ্গবন্ধুর যুব ঋণ ও ঋণ প্রণোদনা প্যাকেজ ঋণ গ্রহণের নীতিমালা ।
১১. সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনার উপর ওয়ার্কসপ।
১২. বিজনেস প্ল্যান ও বঙ্গবন্ধু যুবঋণ বিষয়ে আলোচনা।
১৩. প্রকল্পের আর্থিক দিক নিরুপণ, লাভ লোকসান হিসাব, স্থায়ী ও চলতি মূলধণ নির্ধারণ ও আর্থিক অনুপাত বিশ্লেষণ।
১৪. আর্থিক পরিকল্পনার উপর ওয়ার্কসপ ও প্রকল্প প্রস্তাবের আর্থিক বিশ্লেষণ।
১৫. শিল্প পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ ।
১৬. ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ।
১৭. প্রকল্প প্রস্তাব উপস্থাপন।

★ উদ্যেগে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGFএর লক্ষ্মীপুর জেলা টিম।

কমেন্টে নাম মোবাইল নাম্বার দিন আমি যুক্ত করে নিবো।

আহবানে,
মশিউর নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ 01967476586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

30/10/2023

যারা বলেন তাঁদের সময় নাই, হিসেব করলে দেখবেন খুব সহজেই আপনি প্রতিদিন ৪ ঘণ্টা সময় বের করতে পারবেন।

এই ৪ ঘণ্টায় প্রতিদিন কিছু না কিছু পার্ট টাইম কাজের চেষ্টা করুন - শুরু করুন আপনার বিজনেসের প্রাথমিক মুল্ধন জমানো। এটা শুরু করা দরকার ছাত্র জীবন থেকেই।

ছাত্র জীবন হচ্ছে রিস্ক নেয়ার সবচেয়ে উত্তম সময়। সংসার, সন্তান ও পরিবারের দায়িত্ব কাঁধে এসে গেলে গেলে মানুষ রিস্ক নিতে একটু ভয় পায়! রিস্ক অবশ্যই নিবেন, তবে সেটা হতে হবে শিখে এবং ক্যালকুলেটিভ রিস্ক।

পড়াশুনার বাইরে আপনি আর কি কি কাজ জানেন? কি কি দক্ষতা নাই এবং কি কি আরও শেখা দরকার - এটা নিয়ে কাজ শুরু করুন এখনই।

দক্ষতা ছাড়া শুধু সার্টিফিকেট দিয়ে এখন আর চাকরী বা ব্যবসা কিছুই করা যাবে না।

21/10/2023

আপনি কি অনলাইনে নিজের একটি ছোটখাট ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং ফেসবুকে আপনার ছোট ব্যবসায়ের প্রচার ও প্রসার করতে চাচ্ছেন? তাহলে অনলাইন বিজনেস গাইডলাইন সম্পর্কিত এই লিখাটি আপনার জন্যই !

ফেসবুকের প্রচারের মাধ্যমে আপনি যত বেশি লোকের কাছে পৌঁছাতে পারবেন, তত বেশি পণ্য আপনি বিক্রি করতে পারবেন। সুতরাং

১. সঠিক পণ্য বা সেবা নির্বাচন করুন।

২. অনলাইন বিজনেস পেজ এ একটি চমৎকার কভার ফটো ব্যবহার করুন।

৩. পণ্যের সুন্দর ছবি ব্যাবহার করুন।

৪. পোস্ট বা কন্টেন্ট এর লেখার মান বজায় রাখুন।

৫. পেইজ থেকে লাইভে যান।

৬. গ্রাহকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন।

৭. গ্রাহকদের পর্যালোচনা ও সমালোচনা গুরুত্ব সহকারে নিন।

৮. আপনার ফেসবুক বিজনেস পেইজটি তথ্যবহুল করুন।

৯. ফেসবুকের ম্যাপ এ আপনার লোকেশন সংযুক্ত করুন।

১০. ফেসবুকের "Story" অপশনটি ব্যবহার করুন।

১১. আপনার ব্যবসা নিয়ে সুনির্দষ্ট পরিকল্পনা করুন এবং সময়কে কাজে লাগান।

১২. যখন আপনার ফলোয়াররা একটিভ থাকে তখন পোস্ট করুন।

১৩. বিজ্ঞাপন এবং বুস্ট করা পোস্টের জন্য 'Custom Audience' অপশন ব্যবহার করুন।

পরিশেষে বলতে পারি, সফল ব্যবসা নিশ্চিত করবে আপনার সততা।

🌳 উওরা ঢাকা থেকে -
✍️ মশিউর নেয়ামুল
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
🎀 কাজ করছি - 🔔 এক্সপোর্ট গার্মেন্টস নিয়ে
🔔 পাবনার তাঁতের লুঙ্গি নিয়ে
🔔 রাঙ্গামাটির তাঁতের গামছা নিয়ে
🔔 হোমমেড আচার নিয়ে

🎀 স্বত্তাধিকারী - Nazifa Fashion Bd ❤️

😍 জাজাকাল্লাহ খাইরান।

19/10/2023

একটা ফর্মুলা জানা আছে আমার কাছে, যা আমি করিঃ
"কাজের প্রেমে পড়তে হবে ...... কাজটাকে ভালবাসতে হবে।"

কাজটা করতে যেন আপনি ক্লান্ত না হন। কাজের প্রতি একটা ভালোলাগার চর্চা ও যত্ন করতে হবে। আপনার নিজেকে প্রমাণ করতে হবে যে, ঐ কাজটাতে সফল না হওয়া পর্যন্ত আপনি লেগে থাকবেন। স্বপ্নটা লালন করতে হবে সবসময়।

একটা সময়ে এমনও আপনার মনে হতে পারে যে, এই কাজে আর সফল হওয়া সম্ভব নয়। তখন আবার নতুন কোন স্বপ্ন নিয়ে শুরু করবেন... কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না কখনো।

এটা কখনো ভাববেন না যে ঐ সময়টা আপনার নষ্ট হয়েছে বা ঐ সময়টাতে আপনি অসফল হয়েছেন। মোটেই না, আপনি এর মধ্য দিয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। যেটা আপনার পরবর্তী প্রোজেক্ট দ্রুত বাস্তবায়ন করতে সাহায্য করবে।

হয় জিতবেন অথবা শিখবেন, হারবেন না কখনো, সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না।

17/09/2023

''আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা, আমাকে বিচার কর আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে।"

16/09/2023

আসসালামু আলাইকুম, লক্ষ্মীপুর জেলার প্রিয় ভাই বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২১-০৯-২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় "রামগন্জ ফুড ভিলেজে" জেলা টিম এর আয়োজনে রামগঞ্জ উপজেলা টিম এর তত্ত্বাবধানে সম্পর্কের উন্নয়ন ও জেলার সার্বিক কার্যক্রম এর অগ্রগতি নিয়ে একটি চায়ের আড্ডার আয়োজন করা হচ্ছে। উক্ত আয়োজনে লক্ষীপুর জেলার সকল দায়িত্বশীল ও সদস্য ভাই বোনেরা আমন্ত্রিত। আশা করছি ফাউন্ডেশনকে ভালোবেসে আপনারা সবাই সঠিক সময়ে উপস্থিত থাকবেন।

কৃতজ্ঞতায় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGF

🍁 যারা রামগঞ্জ মিটআপে উপস্থিত থাকবেন কমেন্টে, উপজেলা, মোবাইল নাম্বার লিখুন।

আমন্ত্রনে,
মশিউর নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর।

Photos from Nazifa Fashion Bd's post 11/09/2023

শিল্পোদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২য় দিন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)

11/09/2023

কন্টেন্ট লিখবো কিভাবে ⁉️

প্রতিদিন লাখ লাখ উদ্যােক্তা ফেসবুকে পোস্ট করি, তার মধ্যে কিছু কিছু পোস্টে লাইক কমেন্ট রিচ মুহূর্তেই বেড়ে চলে। সকলে সেই পোস্ট আগ্রহ নিয়ে পড়ি, লাইক কমেন্ট করি।

কন্টেন্ট লিখতে গিয়ে বার বার হোঁচট খাই কি নিয়ে লিখবো? লিখার বিষয় কি হবে? এই বিষয় নিয়েতো অনেকেই লিখেছেন❗

এই ধরনের প্রশ্ন প্রতিদিন মাথায় ঘুরপাক খায়❓

💠 কন্টেন্ট লিখার জন্য করণীয় :

১. কন্টেন্ট লিখতে হলে অন্যদের পোস্ট বেশি বেশি পড়তে হবে।

২. গুগল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে।

৩. নিজ উদ্যােগ নিয়ে পড়াশোনা করতে সহায়ক বই পড়তে হবে।

৪. সাহস করে লিখা শুরু করতে হবে।

৫. যে বিষয়ে কন্টেন্ট লিখা হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে।

৬. কন্টেন্টের শুরুতে একটি আকর্ষণীয় হেডলাইন দিতে হবে যা দেখে মানুষ কন্টেন্ট পড়তে আগ্রহী হবে।

৭. নিজের মত করে গুছিয়ে লিখতে হবে।

৮. একটি কন্টেন্ট লিখার পর সেটিকে কয়েকবার পড়ে দেখতে হবে কোনো ব্যাকরনগত এবং বানান ভুল আছে কিনা।

৯. কন্টেন্ট লিখার সময় সহজবোধ্য শব্দ ও বাক্য ব্যবহার করা শ্রেয় যাতে যে কেউ কন্টেন্টটি পড়ে বুঝতে পারে।

১০. কন্টেন্টের মেইন থিম বা মেসেজ হাইলাইট করে দেওয়া উচিত যেন পাঠক একবার চোখ বুলিয়েই মেসেজটি পেয়ে যান।

🎀 শুভকামনায়,
মশিউর নেয়ামুল
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

🎀 কাজ করছি - 🔔 এক্সপোর্ট গার্মেন্টস নিয়ে
🔔 পাবনার তাঁতের লুঙ্গি নিয়ে
🔔 রাঙ্গামাটির তাঁতের গামছা নিয়ে
🔔 হোমমেড আচার নিয়ে

😍 জাযাকাল্লাহ খাইরান।

Photos from Nazifa Fashion Bd's post 09/09/2023

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স করতে আসলাম লক্ষ্মীপুর।

09/09/2023

সবার পেজ লিংক দিন,
সবাই সবার পেজ ফলো দিয়ে প্রমোট করি।

08/09/2023

পোশাক হলো একজন মুসলিমের আভিজাত্যের পরিচয়। আর নিজেকে পরিপূর্ণভাবে ঢেকে রাখাই হলো আভিজাত্য।

ইদানীং দেখা যায় কিছু যুবক হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়ায়। পশ্চিমা অপসংস্কৃতি ধার করে বেহায়ার মত চলা ফেরা করছে! যাদের হায়া-লজ্জা নেই বললেই চলে।

আগে বখাটে, গরীব, সন্ত্রাসী, রাস্তার নষ্ট হয়ে যাওয়া ছেলেদের এমন পোষাকে দেখা যেত। আর এখন ভালো, শিক্ষিত ঘরের সন্তানরাও এমন নিচু শ্রেণীর কালচারে নিজেদের নামিয়েছে যা একটি হারাম কাজ।

পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও ফরজ।
প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ (অবশ্যই পালনীয়) এবং হাঁটুর উপর কাপড় পড়া হারাম❗️এই হারাম কাজ দিব্যি করে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ।

এইসব মানুষদের দেখে বুঝার উপায় নেই কোনটি মুসলিম ঘরের সন্তান আর কোনটি কাফের ঘরের সন্তান। পরিবারের থেকে না দেয়া হয় ইসলামি শিক্ষা, না দেয়া হয় আদবের শিক্ষা।

আল্লাহ সুবহানাহু তা’আলার আদেশ অমান্য করার কারণে তিনি আদম-হাওয়ার কাপড় কেড়ে নিয়ে তাদের অপমানিত করেছিলেন। ইসলামী পদ্ধতিতে কাপড় না পড়া, ফ্যাশন হিসেবে ছেঁড়া-ফাটা কাপড় পড়া, কাফিরদের অনুকরণে কাপড় পড়া এগুলো সবই হলো আল্লাহর পক্ষ থেকে লাঞ্চিত হওয়ার লক্ষণ!

কিয়ামতের একটি অন্যতম আলামত হলো হায়া-লজ্জা উঠে যাওয়া। নিজের মধ্যে কিয়ামতের একটি প্রকাশ্য আলামত নিয়ে ঘুরে বেড়ানো কতটা ভয়ংকর একবার ভাবুন।

পোশাক হলো একজন মুসলিমের আভিজাত্যের পরিচয়। আর নিজেকে পরিপূর্ণভাবে ঢেকে রাখাই হলো আভিজাত্য।

ইয়া আল্লাহ, আপনি মুসলিম ভাই-বোনদের সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থেকে ধর্মীয় জ্ঞান অর্জন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন 🤲

06/09/2023

৩৩ নাম্বারে পাশের কাহিনী কথন 📚🖍️
১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নাম্বার কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এবং ব্রিটেনে এই নিয়ে পরামর্শের জন্য চিঠি লেখা হয়।

তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নাম্বার ছিল ৬৫। সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ কে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।

এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নাম্বার ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নাম্বার ৩২.৫ ই ছিল।

তবে ১৮৬২ সালে তা গণনার সুবিধার্থে ৩৩ নির্ধারণ করা হয়। সেই থেকে এই ৩৩ নাম্বারের রীতিই চলছে। ফেডারেল পাকিস্তানেও ছিল, বাংলাদেশেও তাই চলছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে আইআইটিতে বিষয়ভেদে পাশ নাম্বার ৪১ থেকে শুরু করে ৯০ পর্যন্তও হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে এমআইটিতে বিষয় ভেদে ৩৬ থেকে ৪৫ এমন কি বাংলাদেশেও C.A কিংবা C.M.A- তে বিভিন্ন সময় বিভিন্ন পাশ নাম্বার নির্ধারণ করা হয়ে থাকে।

খুবই আশ্চর্যের বিষয় এই যে, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩৩ নাম্বারে উত্তীর্ণ হওয়ার ধারাবাহিক ইতিহাস বদলায়নি!

31/08/2023

আর মাএ ৯ দিন পরেই 👉 ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স করে আপনিও হয়ে যান একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা 👈

প্রশিক্ষণ শুরু হবে ১০/০৯/২৩ ইং থেকে ১৪/০৯/২৩ ইং
সকাল ১০- দুপুর ২টা পর্যন্ত, ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

👉 আপনি কেন এই প্রশিক্ষণ নিবেন❓
১. একজন সফল উদ্যোক্তা হওয়ার সকল গুণাবলী অর্জন করতে পারবেন।
২. প্রশিক্ষণ শেষে একটি সরকারি সনদপত্র পাবেন।
৩. বিসিকের নিজস্ব তহবিল হতে ঋণ প্রাপ্তির সুযোগ।
৪. অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা।
৫. বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণের সুযোগ।
৬. বিসিক অনলাই মার্কেটে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন সুবিধা।
৭. সহজে শিল্প নিবন্ধন প্রাপ্তি।

√√গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

যারা এখনো কোনো উদ্যোগ শুরু করেন নাই, বা মাত্র শুরু করেছেন - উদ্যোক্তা হয়েছেন।

বিসিক নিয়ে এলো আপনার জন্য একটি চমৎকার আয়োজন। ৫ দিনের ট্রেনিং নিয়ে আপনিও হয়ে যান একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা। তাই আর দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন।

আবেদন গ্রহণ চলছে (আসন সংখ্যা ২৫,
কনফার্ম হয়েছে ১৫ জন)

√√প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ossbscic.gov.bd ওয়েবসাইটের এর মাধ্যমে আবেদন করতে হবে।

★আবেদন সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগঃ
☎️ 01967476586 এবং 01322-241771

💢 স্থান: বিসিক জেলা কার্যালয় লক্ষ্মীপুর।
🥰 (ফি বাবদ-২২৫/- নেওয়া হয়)

প্রয়োজনীয়তাঃ
ক. ০১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি
খ. ০১ (এক) কপি এনআইডি(NID)/জন্ম সনদের ফটোকপি
গ. ০১ (এক) কপি সর্বশেষ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি
(নূন্যতম ৮ম শ্রেণী পাশ)।

🍁ট্রেনিং এ যা আলোচনা করা হবেঃ
১. শিল্পোদ্যোক্তার গুণাবলী বিশ্লেষণ ও নিরুপণ ।
২. উদ্যোক্তার যোগ্যতা যাচাই অনুশীলন ও সফল উদ্যোক্তার অভিজ্ঞতা বর্ণনা ।
৩. শিল্পায়নে SME এর ভূমিকা, SME শিল্প স্থাপনে বিসিক ও সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাদি এবং রেজিষ্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি সম্পর্কে ধারণা ।
৪. নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ।
৫. ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং ও SWOT বিশ্লেষণ ।
৬. প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ ও পণ্যের গুণগত মান নির্ণয় ।
৭. উৎপাদন ব্যবস্থাপনা অনুশীলন, উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৮. বিপণন পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৯. বিপণন ব্যবস্থাপনা অনুশীলন ।
১০. বিসিক থেকে আর্থিক সুবিধা গ্রহণ, বিনিত ঋণ, বঙ্গবন্ধুর যুব ঋণ ও ঋণ প্রণোদনা প্যাকেজ ঋণ গ্রহণের নীতিমালা ।
১১. সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনার উপর ওয়ার্কসপ।
১২.বিজনেস প্ল্যান ও বঙ্গবন্ধু যুবঋণ বিষয়ে আলোচনা ।
১৩. প্রকল্পের আর্থিক দিক নিরুপণ, লাভ লোকসান হিসাব, স্থায়ী ও চলতি মূলধণ নির্ধারণ ও আর্থিক অনুপাত বিশ্লেষণ।
১৪. আর্থিক পরিকল্পনার উপর ওয়ার্কসপ ও প্রকল্প প্রস্তাবের আর্থিক বিশ্লেষণ।
১৫. শিল্প পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ ।
১৬. ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ ।
১৭. প্রকল্প প্রস্তাব উপস্থাপন ।

★ উদ্যেগে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGFএর লক্ষ্মীপুর জেলা টিম।

🍁 বিঃদ্রঃ- আবেদন গ্রহণ চলছে (আসন সংখ্যা ২৫,
কনফার্ম হয়েছে ১৫ জন) তাই দ্রুত কনফার্ম করে ফেলুন।

কমেন্টে নাম মোবাইল নাম্বার দিন আমি যুক্ত করে নিবো।

আবেদন সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগঃ 01322-241771 ☎️ 01967476586

আহবানে,
মশিউর নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ 01967476586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

Photos from Nazifa Fashion Bd's post 24/08/2023

আলহামদুলিল্লাহ, খাবার মেলার প্রথম দিনের লক্ষ্মীপুর জেলা স্টলের অর্জন।
Nazifa Fashion Bd

Photos from Nazifa Fashion Bd's post 23/08/2023

🌴 সবাই কে স্বপরিবারে লক্ষ্মীপুর জেলা স্টলে আমন্ত্রণ।
ইনশাআল্লাহ, লক্ষ্মীপুর জেলা স্টলে ৬৫+ খাবার ও পন্য পাবেন, ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পন্য মেলায়।

দেশের ৬৪ জেলার স্বাদের সব খাবার এবং পন্য এবার একই ছাদের নিচে, আপনি কোন জেলার সেরা স্বাদের খাবারটি খেতে চান?

মেলার তারিখঃ ২৪,২৫ ও ২৬ আগস্ট ২০২৩
(বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)
ভেন্যুঃ সেলিব্রেটি কনভেনশন হল, সাত মসজিদ রোড, (ধানমন্ডি রোড ২৭ এর শেষ প্রান্তে), ঢাকা।
আয়োজনেঃ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি, বিশ্ব রেকর্ড মেলার আয়োজন করার জন্য।

🌴🍲🥘🫔🌯🌮🥪🥐 🥭🌶️🧄🥭🌶️🥥
🌴 ইনশাআল্লাহ লক্ষীপুর জেলা স্টলে, লক্ষ্মীপুর জেলা টিম, লক্ষ্মীপুর জেলার যে সকল বিখ্যাত খাবার ও পন্য নিয়ে থাকবে তার তালিকা নিচে দেওয়া হলঃ

🌴 🥥 নারিকেল আইটেমঃ
১! নারিকেল
২! নারিকেলের নাড়ু
৩! নারিকেলের চিড়া
৪! নারিকেলের কুচার সন্দেশ
৫! নারিকেলের চিনির সন্দেশ
৬! নারিকেলের গুড়ের সন্দেশ
৭! তিলের সন্দেশ
৮! নারিকেলের লিচুর খোসা পিঠা
৯! নারিকেলের চন্দ্রফুলি পিঠা
১০! নারিকেলের বিভিন্ন পিঠা
১১! নারিকেল ডিম পিঠা
১২! নারিকেলের পায়েশ
১৩! নারিকেলের সিন্নি
১৪! ডাবের পুডিং
১৫! নারিকেলের রান্না করা তরকারি

🌴🍊 সুপারি আইটেম
১৬! কাঁচা সুপারি
১৭! শুকনা সুপারি
১৮! কাটা সুপারি

🌴 🍊 সুপারি খোলের তৈজসপত্রঃ
১৯! সুপারি খোলের ১০" রাউন্ড প্লেট
২০! সুপারি খোলের ১০" স্কয়ার প্লেট
২১! সুপারি খোলের ৫.৫" বাটি
২২! সুপারি খোলের ৬" রাউন্ড প্লেট
২৩! সুপারি খোলের ৬" স্কয়ার প্লেট
২৪! সুপারি খোলের ৫.৫" স্কয়ার বাটি
২৫! সুপারি খোলের ১০" লাঞ্চ বক্স

🥒 🫘 সয়াবিন আইটেমঃ
২৬! সয়াবিন
২৭! সয়াবিনের বড়ি
২৮! সয়াবিনের আটা
২৯! সয়াবিনের রান্না করা তরকারি

🥭🌶️🧄🍅 আচার আইটেমঃ
৩০! টক ঝাল মিস্টি খোসাসহ আমের আচার 🥭
৩১! টক ঝাল মিস্টি খোসাছাড়া আমের আচার 🥭
৩২! টক ঝাল মিস্টি রৌদ্রস্নানের আমের আচার 🥭
৩৩! আম রসুনের আচার 🥭🧄
৩৪! মিস্টি আমের আচার 🥭
৩৫! স্লাইস আমের আচার 🥭
৩৬! জলপাই আচার 🍏
৩৭! কাশ্মীর আচার 🥭
৩৮! আমসত্ত্ব 🥭

🥟🥐🌭🥚🍣 বিভিন্ন ধরনের পিঠাঃ
৩৯! সাঁচের পিঠা
৪০! মুকপাকন পিঠা
৪১! ডিমের পিঠা
৪২! সুজির পিঠা
৪৩! চিতল পিঠা
৪৪! ডিম চিতল
৪৫! শিম ফুল পিঠা
৪৬! শাগুর পিঠা
৪৭! শেমাইর পিঠা

🥐🥯🌮🫔🍔🍮 বাসায় তৈরি ফাস্টফুডঃ
৪৮! চিকেন রোল
৪৯! ভেজিটেবল রোল
৫০! বার্গার
৫১! কিমা বন
৫২! পুডিং
৫৩! কাপ কেক
৫৪! নওয়াবি কাপ শেমাই
৫৫! সিঙ্গারা
৫৬! সমুচা
৫৭! অন্থন

🍫🍬🍭 চকলেট আইটেম
৫৮! পার্সিমন উইথ ড্রাই ফ্রুটস চকলেট
৫৯! কফি বার চকলেট, ফ্লেভার কফি
৬০! হোয়াইট বার চকলেট, ফ্লেভার মিল্ক
৬১! নাটি বার চকলেট
৬২! পিনাট বার চকলেট

🌱 ৬৩! মোস্তাকের হাতপাখা
৬৪! চাপাতা

🥻👗👖👕 পোশাক আইটেমঃ
৬৫! তাঁতের লুঙ্গি, গামছা
৬৬! মেনস জিন্স পেন্ট
৬৭! ছেলে মেয়েদের বিভিন্ন পোশাক ইত্যাদি....।

🍁 আপনার প্রিয় খাবারটি খেতে লক্ষীপুর জেলা স্টলে আমন্ত্রণ, প্রিয় খাবারটি অর্ডার কনফার্ম করতে কমেন্ট করুন।

ধন্যবাদান্তে,
মশিউর নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
প্রমোশন টিম মেম্বার
রেজিস্ট্রেশন টিম মেম্বার
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

22/08/2023

🌴 সবাই কে স্বপরিবারে লক্ষ্মীপুর জেলা স্টলে আমন্ত্রণ।
ইনশাআল্লাহ, লক্ষ্মীপুর জেলা স্টলে ৬৫+ খাবার ও পন্য পাবেন, ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পন্য মেলায়।

দেশের ৬৪ জেলার স্বাদের সব খাবার এবং পন্য এবার একই ছাদের নিচে, আপনি কোন জেলার সেরা স্বাদের খাবারটি খেতে চান?

মেলার তারিখঃ ২৪,২৫ ও ২৬ আগস্ট ২০২৩
(বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)
ভেন্যুঃ সেলিব্রেটি কনভেনশন হল
রোড ২৭, ধানমন্ডি, ঢাকা।
আয়োজনেঃ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Bahar Zahid স্যারের প্রতি, বিশ্ব রেকর্ড মেলার আয়োজন করার জন্য।

🌴🍲🥘🫔🌯🌮🥪🥐 🥭🌶️🧄🥭🌶️🥥
🌴 ইনশাআল্লাহ লক্ষীপুর জেলা স্টলে, লক্ষ্মীপুর জেলা টিম, লক্ষ্মীপুর জেলার যে সকল বিখ্যাত খাবার ও পন্য নিয়ে থাকবে তার তালিকা নিচে দেওয়া হলঃ

🌴 🥥 নারিকেল আইটেমঃ
১! নারিকেল
২! নারিকেলের নাড়ু
৩! নারিকেলের চিড়া
৪! নারিকেলের কুচার সন্দেশ
৫! নারিকেলের চিনির সন্দেশ
৬! নারিকেলের গুড়ের সন্দেশ
৭! তিলের সন্দেশ
৮! নারিকেলের লিচুর খোসা পিঠা
৯! নারিকেলের চন্দ্রফুলি পিঠা
১০! নারিকেলের বিভিন্ন পিঠা
১১! নারিকেল ডিম পিঠা
১২! নারিকেলের পায়েশ
১৩! নারিকেলের সিন্নি
১৪! ডাবের পুডিং
১৫! নারিকেলের রান্না করা তরকারি

🌴🍊 সুপারি আইটেম
১৬! কাঁচা সুপারি
১৭! শুকনা সুপারি
১৮! কাটা সুপারি

🌴 🍊 সুপারি খোলের তৈজসপত্রঃ
১৯! সুপারি খোলের ১০" রাউন্ড প্লেট
২০! সুপারি খোলের ১০" স্কয়ার প্লেট
২১! সুপারি খোলের ৫.৫" বাটি
২২! সুপারি খোলের ৬" রাউন্ড প্লেট
২৩! সুপারি খোলের ৬" স্কয়ার প্লেট
২৪! সুপারি খোলের ৫.৫" স্কয়ার বাটি
২৫! সুপারি খোলের ১০" লাঞ্চ বক্স

🥒 🫘 সয়াবিন আইটেমঃ
২৬! সয়াবিন
২৭! সয়াবিনের বড়ি
২৮! সয়াবিনের আটা
২৯! সয়াবিনের রান্না করা তরকারি

🥭🌶️🧄🍅 আচার আইটেমঃ
৩০! টক ঝাল মিস্টি খোসাসহ আমের আচার 🥭
৩১! টক ঝাল মিস্টি খোসাছাড়া আমের আচার 🥭
৩২! টক ঝাল মিস্টি রৌদ্রস্নানের আমের আচার 🥭
৩৩! আম রসুনের আচার 🥭🧄
৩৪! মিস্টি আমের আচার 🥭
৩৫! স্লাইস আমের আচার 🥭
৩৬! জলপাই আচার 🍏
৩৭! কাশ্মীর আচার 🥭
৩৮! আমসত্ত্ব 🥭

🥟🥐🌭🥚🍣 বিভিন্ন ধরনের পিঠাঃ
৩৯! সাঁচের পিঠা
৪০! মুকপাকন পিঠা
৪১! ডিমের পিঠা
৪২! সুজির পিঠা
৪৩! চিতল পিঠা
৪৪! ডিম চিতল
৪৫! শিম ফুল পিঠা
৪৬! শাগুর পিঠা
৪৭! শেমাইর পিঠা

🥐🥯🌮🫔🍔🍮 বাসায় তৈরি ফাস্টফুডঃ
৪৮! চিকেন রোল
৪৯! ভেজিটেবল রোল
৫০! বার্গার
৫১! কিমা বন
৫২! পুডিং
৫৩! কাপ কেক
৫৪! নওয়াবি কাপ শেমাই
৫৫! সিঙ্গারা
৫৬! সমুচা
৫৭! অন্থন
৫৮! ডার্ক চকলেট
৫৯! হোয়াইট চকলেট
৬০! মিল্ক চকলেট

🌱 ৬১! মোস্তাকের হাতপাখা
৬২! চাপাতা

🥻👗👖👕 পোশাক আইটেমঃ
৬৩! তাঁতের লুঙ্গি, গামছা
৬৪! মেনস জিন্স পেন্ট
৬৫! ছেলে মেয়েদের বিভিন্ন পোশাক ইত্যাদি....।

🍁 আপনার প্রিয় খাবারটি খেতে লক্ষীপুর জেলা স্টলে আমন্ত্রণ, প্রিয় খাবারটি অর্ডার কনফার্ম করতে কমেন্ট করুন।

ধন্যবাদান্তে,
মশিউর নেয়ামুল ১৫/৭৪২৮৮
লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
প্রমোশন টিম মেম্বার
রেজিস্ট্রেশন টিম মেম্বার
নিকুঞ্জ ২, ঢাকা / রামগঞ্জ, লক্ষ্মীপুর।
☎️ মুঠোফোনঃ +88 0196 7476 586
উদ্যোক্তাঃ Nazifa Fashion Bd

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Nikunja 2, Road: 5, House: 29 (1st Floor), Khilkheth
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Friday 15:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Other Clothing (Brands) in Dhaka (show all)
North Bengal Silk North Bengal Silk
Dhaka

Rajshahi silk clothing Manufacturer, Wholesaler & Exporter

ARIYAN'S ARIYAN'S
RAK Tower, Jasim Uddin, Uttara
Dhaka, DHAKA-1230

For your valuable family, Ariyan's is the right choice for shopping ready made product.

Tanjim Tanjim
Bashundhara City, Lifestyle Store LEVEL#7, BLOCK#C, BASHUNDHARA CITY, 3 NO WEST TEJTURY BAZAR, DHAKA
Dhaka, 1205

Men's wear brand Tanjim offers an array of shirts, t-shirts, trousers, formal wear, denims, footwear and accessories.

RANG...........Fan Club RANG...........Fan Club
Dhaka

Bishwo Rang Leading Fashion Brand in Bangladesh www.bishworang.com Hot Line: 01819257768, 01730068063

Regency International/Shipment canceled Garments stocks Exporter. Regency International/Shipment canceled Garments stocks Exporter.
House-29 GF, Road-10/B, Sector-11, Uttara, Dhaka. Bangladesh
Dhaka, 1230

Known for quality goods & comitted services.

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Shopnomela Shopnomela
, Baily Road, Dhaka
Dhaka, 1100

Our Contact Information: +8801987799633 ( what's app,viber ,imo) +8801714090297( BKash) Shopnomela, Shop No-06,Navana Baily Star, 9 No Baily Road,Dhaka-1100.

NASR NASR
Dhaka, 1230

A name of trust.

O2 O2
Level-2, House-76, Road-12, Block-E, Banani
Dhaka, 1213

From the last 19 years, 02 is known for launching its design with its unique collections.

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha

NFS NFS
Dhaka, 1216

Fashion is your inferiority, Style For Your Superiority