বিজয়ের আলো টেলিভিশন
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল
জয়পুরহাটের বাইপাস খ্যাত একমাত্র রাস্তাটির বেহাল দশা।
# # # # # # # # # # # # # # # # # # # # # #
গুলশান মোড় থেকে জামালগঞ্জ রোড কড়াই ফ্যাক্টরি যাবার বাইপাস রাস্তাটি খালখন্দকে ভরা প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, দ্রুত মেরামত না করা হলে এটি বন্ধ হয়ে জয়পুরহাট শহরে যেমন বাড়বে যানজট তেমনি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাস্তাটি দ্রুত প্রশস্ত এবং সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য হিসেবে যারা বিজয়ী ।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন-অধ্যক্ষ খাজা স্যার
এবং সদস্যঃ
জয়পুরহাট সদর - রমজান আলী সরদার,,
পাঁচবিবি থেকে -আবু সাঈদ আল মাহবুব চন্দন
কালাই থেকে- রফিকুল ইসলাম মাষ্টার ,
ক্ষেতলাল থেকে- মিঠুর সাখিদার
আক্কেলপুর -মাজহারুল আলম লিটন
মহিলা সংরক্ষিত:
মহিলা -১-জয়পুরহাট পাঁচবিবি থেকে সাবিনা চৌধুরী ,
মহিলা -২- কালাই -ক্ষেতলাল থেকে রত্না রশিদ।
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জয়পুরহাট জেলার সদর থানা পুলিশ কর্তৃক সাজেদা হত্যা মামলার ০২(দুই) আসামী গ্রেফতার।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
গত ২৭/০৯/২০২২ তারিখ আনুমানিক সকাল ১০.০০ টা হতে দুপুর ০১.৩০ টার মধ্যে জয়পুরহাট পৌরসভাধীন জানিয়ার বাগানস্থ ডাঃ পারভীন এর বাড়ীর ৬ষ্ট বিল্ডিংয়ের ৫ম তলার উত্তর পার্শ্বের ভাড়াটে জনৈকা সাজেদা ইসলাম@ সাজুকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে দুইহাত পিছনে বেধে ও মুখে কচটেপ পেঁচিয়ে হত্যা করে শয়ন ঘরের মেঝেতে মৃত দেহ ফেলে রেখে যায়। ঘটনার প্রেক্ষিতে গত ২৯/০৯/২০২২ তারিখে মৃতের স্বামী মোঃ হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার মামলা নং- ৬৩, তাং- ২৯/০৯/২০২২ তারিখ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলা হওয়ার পর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়ের দিক নির্দেশনায় জনাব ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জয়পুরহাট, জনাব মোঃ মোশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জয়পুরহাট, জনাব মোঃ সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, জয়পুরহাট সদর থানা, জয়পুরহাট, জনাব শাহেদ আল মামুন, ওসি ডিবি, জয়পুরহাট, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আবুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের অবিরতভাবে সোর্স ও বিভিন্ন কৌশল অবলম্বন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ১২ (বার) দিনের মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকা হতে মৃত সাজেদা ইসলাম অরফে সাজু এর হত্যাকারী মোঃ রাব্বি হোসেন (২৩), পিতা মোঃ জহুরুল ইসলাম, সাং-খঞ্জনপুর পূর্বপাড়া, থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। রাব্বি হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার সহযোগী আসামী মোঃ আবু সাঈদ (২৩), পিতা-মোঃ আনিছুর রহমান, সাং-খঞ্জনপুর পূর্বপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট এর সহিত মৃত সাজেদা ইসলাম @ সাজুর দীর্ঘদিনের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। উক্ত সম্পর্কের জের ধরে আসামী মোঃ আবু সাঈদ ও রাব্বি হোসেন দুইজন মিলে ঘটনার দিন গত ২৭/০৯/২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় পরে তাহার মেয়ে মোছাঃ আরিফা স্কুলে গেলে বাসা ফাঁকা থাকে। বাসাতে কেউ না থাকার সুযোগে আসামী মোঃ আবু সাঈদ সাজেদা ইসলাম @ সাজু এর সাথে যোগাযোগ করে বাড়ীতে যায়। আসামীদ্বয় সাজেদা ইসলাম সাজুর সাথে শারিরিক সর্ম্পক করতে চাইলে সাজেদা ইসলাম ( সাজু )রাজি না হওয়ায় আসামী মোঃ আবু সাঈদ সাজেদা ইসলাম সাজুর বুকের উপর ওঠে বসে এবং আসামী রাব্বি হোসেন পা চেপে ধরে ও আসামী আবু সাঈদ গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। আসামী মোঃ আবু সাঈদ ওড়না গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে দুইজন মিলে মুখে ও হাতে কচটেপ পেঁচিয়ে দেয় এবং বিছানা থেকে মৃতদেহ মেঝেতে রেখে দিয়ে ঘটনাস্থল হইতে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে আসামী মোঃ রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আসামী মোঃ রাব্বী হোসেন এর স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত আসামী মোঃ আবু সাঈদকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।
রিপোর্ট মোঃ ইসমাইল হোসেন
জয়পুরহাট
মেহেন্দিগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা!
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, বরিশালের আজকাল ও জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক স্বপন হাওলাদার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শুক্রবার পাতারহাট বন্দরের জেলা পরিষদ মার্কেটের সামনে সাংবাদিক স্বপন হাওলাদার ওপর এই সন্ত্রাসী হামলা চালায় কথিত সন্ত্রাসী জহিরুল ইসলাম (টুলু)দুপুর আনুমানিক ১২টার দিকে সাংবাদিক স্বপন হাওলাদার জেলা পরিষদ মার্কেটের সামনে থাকা আনোয়ারের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। একই সময় ওই দোকানে চা খেতে এসে টুলু সাংবাদিক স্বপনকে দেখে পূর্ব শত্রুতার জের ধরে বাকবিতান্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাদের দু’জনকে নিবৃত করলে সাংবাদিক স্বপন পাশে দেলোয়ারের চায়ের দোকানে অবস্থান নেন। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী টুলু পূর্বপরিকল্পিত ভাবে ইট নিয়ে সাংবাদিক স্বপনের মুখে স্বজোড়ে আঘাত করেন। এসময় স্বপন মারাত্বকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে টুলু ঘটনাস্থল থেকে সটকে পরেন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার। সন্ধ্যায় মেহেন্দিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এক জরুরি বৈঠকে মিলিত হন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, সাংবাদিকের ওপর হামলার সংবাদ পেয়ে ঘটনার বিস্তারিত জানার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, কথিত সন্ত্রাসী জহিরুল ইসলাম টুলু স্থানীয় খেজুরতলী বাজারের সুফিয়ার রহমান সিকদারের ছেলে। তার নামে খেজুরতলী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে।
টুলু মেহেন্দিগঞ্জ ও হিজলা থানার একাধিক মামলার আসামী। সাংবাদিক স্বপনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী টুলুকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর উপ নির্বাচনের পদপ্রার্থী রুবেল
বিশেষ প্রতিনিধি//
ধারাবাহিক ভাবে একে একে নির্বাচন চলছে, আর নির্বাচনের মাঠে দেখা যায় প্রতিনিয়তই নতুন নতুন মুখ। তেমনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ড খরকি’র সাবেক কাউন্সিলর সাইদুল রহমান মনির'র বিশ্বস্ত কর্মী খরকি বাসির নয়নের মনি আলোচিত মুখ, গরিব ও অসহায়ের পাশে থাকার একমাত্র মানুষ মোঃ রুবেল খন্দকার সকলের ভালোবাসা নিয়ে নির্বাচন করেন।
মোঃ রুবেল খন্দকার বর্তমানে মেহেন্দিগঞ্জ পৌর সভার ৬নং ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী।
মোঃ রুবেল খন্দকার মেহেন্দিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক।
মোঃ রুবেল খন্দকার'র সাথে কথা বলে জানা যায়, খরকী ওয়ার্ডবাসীর নয়নের মনি ছিলেন, আমার প্রিয় মানুষ সাবেক কাউন্সিলর সাইদুর রহমান (মনির) আমি এই মনিরের খরকি অবহেলিত ও অসহায়ের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি নিয়েই এবারের নির্বাচনে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো এবং সকলের কাছে দোয়া প্রার্থানা করি,যাতে করে সাইদুর রহমান মনিরের অসমাপ্ত কাজগুলো কে করতে পারি সেই সুযোগ দিবেন আর মনিরে'র ভালোবাসা সাথে নিয়ে সকলের মনকে উজার করে দিতে পারি,তাই সকলে আমাকে সাহায্য করবেন।
রুবেল বলেন এবারের নির্বাচনে আপনারা যেমনিভাবে মনিরে'র সাথে ছিলেন তার ভালোবাসাকে ধরে রাখার জন্য সকলে আমার সাথে থাকবেন, এবারের নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলেন এবং সবাইকে ভোট কেন্দ্রে আসার আশ্বাস দেন।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর উপ নির্বাচনের পদপ্রার্থী দোলন।
বিশেষ প্রতিনিধি//
ধারাবাহিক ভাবে একে একে নির্বাচন চলছে, আর নির্বাচনের মাঠে দেখা যায় প্রতিনিয়তই নতুন নতুন মুখ। তেমনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ড খরকি’র সাবেক কাউন্সিলর আলোচিত মুখ, গরিব ও অসহায়ের পাশে থাকার জন্য মোঃ আলি আবদুল্লাহ দোলন সকলের ভালোবাসা নিয়ে নির্বাচন করবেন।
মোঃ আলী আবদুল্লাহ দোলন বর্তমানে মেহেন্দিগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের মেহেন্দিগঞ্জ উপজেলার একজন সক্রিয় কর্মী।
মোঃ আলী আবদুল্লাহ দোলন মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন’র এর সাথে সম্পৃক্ত, বিশিষ্ট সমাজ সেবক।
মোঃ আলী আবদুল্লাহ দোলন'র সাথে কথা বলে জানা যায়, খরকী ওয়ার্ডবাসীর অবহেলিত ও অসহায়ের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি নিয়েই এবারের নির্বাচনে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো এবং সকলের কাছে দোয়া প্রার্থানা করি।
দোলন বলেন এবারের নির্বাচনে আপনারা সকলে আমার সাথে থাকবেন,তিনি বলেন এবারের নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলেন এবং সবাইকে ভোট কেন্দ্রে আসার আশ্বাস দেন।
বরিশাল (০৪)আসনের সাবেক সংসদ সদস্য, মেজবাউদ্দিন ফরহাদ এর পিতা কাজী আকতারুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহী রাজিউন ।।
জয়পুরহাটের জামালগঞ্জ রোড থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার
:::::::::::;:;::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ ২৭/০৯/২২ইং (মঙ্গলবার ) বিকালে শহরের জানিয়ার বাগান এলাকা থেকে সাজেদা ইসলাম সাজু (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
সূত্র জানায় , নিহত সাজেদা ইসলাম একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিজীবী । তিনি গত বছর নভেম্বর মাসে জামালগঞ্জ রোডস্থ ডা: পারভিন আক্তারের এই বাসায় ভাড়া নেয়। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তানের জননী, বড় মেয়ে হাবিবা তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে অধ্যায়নরত।
দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এস এস ,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । আজকে পরীক্ষা দিয়ে এসে বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে মায়ের খোঁজ করতে গিয়ে আরিফা হাত-পা বাঁধা তার মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
রিপোর্ট মোঃ ইসমাইল হোসেন,জয়পুরহাট
মেহেন্দিগঞ্জের খরকির উপ -নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দোলন-রুবেল।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জে নির্বাচনী হাওয়া যেনো ধারাবাহিক ভাবে পিছু লেগেই থাকে, থামছে না প্রতিহিংসা থেকে শুরু করে প্রতিপক্ষের জ্বালাময়ী ভাষণ।
মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনের সময় খরকি ওয়ার্ডে আলী আব্দুল্লাহ দোলনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রীজ প্রতীক নিয়ে জয়লাভ করেন মোঃ সাইদুর রহমান মনির। পরপরই খরকি ওয়ার্ডের চেহারা পালটে যায়, মাদক নির্মূল থেকে শুরু করে নানান ধরনের অনিয়ম এর বিরুদ্ধে সোচ্চার হন মোঃ সাইদুর রহমান মনির।
কিন্তু মোঃ সাইদুর রহমান মনির মারা যাওয়ার পরক্ষণেই খরকি ওয়ার্ড কাউন্সিলর পদ টি শূন্য হয়ে যায়, এবং নিয়ম অনুযায়ী উপ নির্বাচন এর প্রয়োজন দেখা দেয়।
উপ নির্বাচন এর হাওয়া লাগাতেই নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয় খরকি ওয়ার্ডের নের্তৃবৃন্দদের মাঝে।
জেলা আওয়ামী লীগ পন্থী তিনজন প্রার্থী দেখা যায়, তারা হলো ওমায়ের আহমেদ রুবেল, মোঃ সাইফুল ইসলাম, জুলকার নাইম, এবং স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী প্রার্থী হন, অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন।
এদিকে জেলা আওয়ামী লীগ পন্থী তিনজন প্রার্থী হওয়ায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্মুখীন হন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এমনটাই ধারণা করেন স্থানীয় নের্তৃবৃন্দ। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের আলোচনায় সিদ্ধান্ত হয় যে, খরকি ওয়ার্ড থেকে ওমায়ের আহমেদ রুবেল নির্বাচন করবেন।
খোজ নিয়ে আরো জানা যায় যে, খরকির মধ্যে দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে শক্ত অবস্থান নিয়ে মাঠ নিজেদের দখলে নেওয়ার প্রচেষ্টা করছে। এবং উপ নির্বাচন কে ঘিরে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন উভয়েই।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন’র সাথে আলাপকালে তিনি জানান, আজ মনোনয়ন ফরম জমা দিলাম, আমি আশাবাদী আমার খরকি বাসী মানুষের ভালোবাসা পাবো, তবে অভিযোগ আকারে আলী আব্দুল্লাহ দোলন আরো বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য আমি এলাকায় দাওয়াত দিতে গেলে আমার কর্মী ও সমর্থকদের উস্কানিমূলক কথাবার্তা ও আজেবাজে মন্তব্য করা হয়েছে, যা বিষয় টি শঙ্কাজনক অবস্থা তৈরি নেয়। এলাকার মধ্যে বলাবলি হচ্ছে যে, প্রতিপক্ষ কাউকে মাঠে রাখবে না, এমনটাই অভিযোগ আলী আব্দুল্লাহ দোলনের।
ওমায়ের আহমেদ রুবেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ মনোনয়ন ফরম জমা দিলাম, আমি আশাবাদী খরকি বাসী আমাকে ভালোবেসে জয়যুক্ত করবেন, আমি শতভাগ আশাবাদী। আলী আব্দুল্লাহ দোলন’র অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওমায়ের আহমেদ রুবেল বলেন, এসব মিথ্যা ও বানোয়াট, এমন কোন ঘটনা ঘটেনি, আমার প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য এবং খরকি বাসির চোখে খারাপ বানানোর জন্য এমন কথাবার্তা বলছে, এসব ভিত্তিহীন। এবং ওমায়ের আহমেদ রুবেল আরো বলেন, জনগণ যাকে চাইবে, তাকেই ভোট দিবে, এখানে জনগণের ভালোবাসাটাই আসল।
মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ৬নং ওয়ার্ডে উপনির্বাচনে কাউন্সিলর পদ প্রার্থী তরুণ উদীয়মান ওমায়ের আহমেদ রুবেল খন্দকার আজ মনোনয়নপত্র দাখিল করেন। দাখিল পূ্র্বে মরহুম কাউন্সিলর সাইদুর রহমান মনির'র কবর জিয়ারত এবং তার মা-বাবার সাথে দেখা করে দোয়া কামনা করেন। পরে এলাকার ভোটার ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান।
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মহোদয় নূরে আলম আজ বিকেল ৪:৩০ মিনিটে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমেএক মতবিনিময় সভা করেন। তিনি বলেন আজ থেকে তিনি জয়পুরহাটের সাড়ে ১২ লক্ষ মানুষের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন , তিনি যেন সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারেন তাই সকলের সহযোগিতা চান।
মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর, ও দক্ষিন ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি গঠন
আবুল হাসেমঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠনের ধারাবাহিকতায় আজ উলানিয়া উওর, ও দক্ষিণ ইউনিয়নের দুইটি ইউনিয়নের আনুষ্ঠানিক মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটির দক্ষিণের আহবায়ক মোঃ কাজী ফজলুল হক ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইন্নিদিন ঢালি, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন মাল।
অন্য অন্য সদস্য প্রমুখ।
একেই সংগে উত্তর উলানিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক হিসাবে নিবার্চিত হয়েছেন, আনিছুর রহমান (আলম)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান
সদস্য সচিব মোঃ সাহে আলম রাড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
আনুষ্ঠানিকভাবে মেহেন্দিগঞ্জ অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সৈয়দ মোঃ শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহীন বাঘা,যুগ্ম আহবায়ক সামসুল আলম চৌধুরী মিলটন,মোঃ ফরিদ দেওয়ান,সোহরাব হোসেন,খান মোঃ সাইফুল
সদস্য সচিব জাফর আহমেদ,সদস্য নান্নু মাতুব্বর, মোঃ সেলিম বেপারী সহ আরো অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি গঠন
আবুল হাসেমঃ মেহেন্দিগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠনের ধারাবাহিকতায় আজ গোবিন্দপুর ইউনিয়নের আনুষ্ঠানিক মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটির সভাপতি মোঃ মনির হোসেন দেওয়ান,সিনিয়র সহ- সভাপতি কামাল হোসেন আকন,আলমগীর হোসেন জমাদ্দার,হারুন অর রশিদ খান।
সাধারণ সম্পাদক আবুল হোসেন মাঝি,সহ-সাধারণ সম্পাদক মোঃ তানজিল হোসেন, মিন্টু তালুকদার।
সাংগঠনিক সম্পাদক শাহ জাহান পালোয়ান,সহ- সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক রুবেল হোসেন মাঝি।
দপ্তর সম্পাদক আসলাম পালোয়ান, অর্থ বিষয়ক সম্পাদক আঃ মান্নান মাঝি,সমাজ সেবক বিষয়ক সম্পাদক জাকির হোসেন মাঝি,ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহেল খান,মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা বেগম।
সদস্যগণ কাশেম ফরমান, সবুজ বেপারী, কবির পালোয়ান, বারেক মাঝি, মামুন সিকদার, রাসেল গাজী প্রমুখ।
আনুষ্ঠানিকভাবে মেহেন্দিগঞ্জ অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহীন,যুগ্ম আহবায়ক সামসুল আলম চৌধুরী মিলটন,মোঃ ফরিদ দেওয়ান,সোহরাব হোসেন,খান মোঃ সাইফুল
সদস্য সচিব জাফর আহমেদ,সদস্য নান্নু মাতুব্বর, মোঃ সেলিম বেপারী সহ আরো অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম ও আব্দুর রহিম স্মরণে বরিশাল বি এন পি'র বিক্ষোভ।
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম মহোদয়কে বিজয় আলো টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা।
মেহেন্দিগঞ্জে ভূয়া ডাক্তার গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে একলক্ষ টাকা জরিমানা।মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া বাজারে সান্তনা ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল অফিসার মুনতাকা ডিলশান (ঝুমা) নামের এক মহিলা কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে এক লক্ষটাকা জরিমানা করে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন নবী।জানা যায়,উলানিয়া বাজারে সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মে গত দেরমাস আগে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে বন্দ করে সিলগালা করে দেয়।ওই ডায়াবেটিস সেন্টারের নিয়োগ কৃত ভূয়া প্যারামেডিকেল সার্টিফিকেট নিয়ে মেডিকেল অফিসার নামদিয়ে প্রিসকিপশন করে রোগীদেখে মুনতাকা ডিলশান ঝুমা।ভুল চিকিৎসা এমন অভিযোগের পেক্ষিতে উপজেলা পঃ পঃ কর্মকর্তা সাইয়েদ মোঃ আমরুল্লাহ প্রশাসনের সহযোগীতায় সকাল ১১ টা ৩০ মিনিটে তার নিজ চেম্বার থেকে আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা করে ছেরেদেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য সান্তনা ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধীকারি মারুফ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ব্যাবসায় জরিত, তারই ভাইয়ের স্ত্রী কে মেডিক্যাল অফিসার সাজিয়ে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে অসহায় রোগীদের ধোকা দিয়ে আসছে। কে এই মারুফ, দের যুগেরও বেশি সময়ে মেহেন্দিগঞ্জে তার আভির্বাব,লেব টেকনিশিয়ান কোর্স সম্পন্ন করেই ব্যাঙ্গের ছাতার মত লাইসেন্স বিহিন একটার পর একটা ডায়াগনস্টিক সেন্টার গরে তুলে ওই মারুফ।উপজেলা আন্ধার মানিক ইউনিয়নেই তার বাড়ি বলে জানাগেছে।
মেহেন্দিগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সফিউল বারী বাবু, মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত।
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বাদ আছর পাতারাহট সাব-রেজিস্ট্রার জামে মসজিদে কেন্দ্রীয় সাবেক বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু,র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ, দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ পৌর শাখার আহবায়ক আমিনুল ইসলাম সিপন।
দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সৈয়দ রিয়াজ সাহিন লিটন।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা ৮ নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতি জসিম উদ্দিন খান,সাবেক স্বেচ্ছাসেবক দলের মেহেন্দিগঞ্জ উপজেলা আহবায়ক মাহমুদ খান, সাবেক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম খান, সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ সিকদার আরজু, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য জীবিদলের আহবায়ক মোর্শেদ শামিম, সদস্য সচিব মিটন চৌধুরী, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি হাসেম রাড়ী,সাংগঠনিক সম্পাদক মোঃ টেনু খান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব মোবারক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম রবিন, যুগ্ম আহবায়ক, রফিকুল ইসলাম মিন্টু, ফয়সাল হাওলাদার, রত্তন শাহ। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুভাষ দাস, আবজাল মোল্লা,জুয়েল জমদ্দা,রোমান বেপারী,আমির হোসেন, আবু সুফিয়ান, রাসেল গাজী, নাসির উদ্দিন পিন্টু, মিঠুন মিস্ত্রী, আলী হোসেন, রোমান বেপারি, রাশেদ বেপারী, মনির হোসেন, মিরাজ হোসেন সহ অন্যান্য ওয়ার্ড নের্তৃবৃন্দ।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন পাতারহাট বন্দরস্থ বদরপুর রাজলক্ষ্মী সিনেমা হলের সামনে ভয়াবহ আগুনে ৭ টি দোকান পুড়ে ছাই,ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা নিঃশ হয়ে গেলো,পরি দর্শনে সংসদ সদস্য পংকজ দেবনাথ। মেহেন্দিগঞ্জ,হিজলা
Urgently looking for 40 nos. of staff for a renowned multinational food chain shop/ restaurent . only people who are from India, Pakishan, Bangladesh, Nepal in UAE with UAE ID are requested to contact only.
Salary: 1900/-
Condition Apply.
Click here to claim your Sponsored Listing.
বিজয়ের আলো টিভি’তে আপনাদেরকে স্বাগতম
বিজয়ের আলো টিভি “মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল” স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে শহর থেকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে।
আমরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সংবাদ, প্রামাণ্যচিত্র এবং ভিডিওচিত্র শুদ্ধভাবে এবং সঠিকভাবে পরিবেশন করে আসছি ।
আমাদের নিউজ গুলো নিয়মিত দেখুন এবং আপনার এলাকার উন্নয়ন ও অপরাধমূলক কাজের সংবাদ প্রকাশ করতে, আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ই-মেইলঃ [email protected]
Videos (show all)
Telephone
Website
Address
Babu Doctor Len, Maniknagor
Dhaka
1203
1, R K Mission Road (4th Floor)
Dhaka, 1203
Official Fan Page of Daily Naya Diganta, One of the Largest popular daily News Paper in Bangladesh.
Dhaka
Tv program,single drama, drama, serial, short film, Art film, Commercial film makers...
House 50, Road 1, Block I, Banani
Dhaka, 1213
Apurbo.com is a 12 Years Renown Modeling and Photography Company. Be fan of this page and get Update
64–65, Kazi Nazrul Islam Avenue
Dhaka, 1215
Till June 2013, was a weekly young people's magazine by The Daily Star. It’s coming back 27th July.
Bdjobs. Com Ltd. 8th Floor/West BDBL Building (Old BSRS) 12 Karwan Bazar Dhaka
Dhaka, 1215
Bdjobs.com is the first and popular job searching news portal in Bangladesh.